নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Specialist Quality Control Department at JSC Elektrosevkavmontazh, Krasnodar, Russia. Branch office in Peoples Republic of Bangladesh. Rooppur Nuclear Power Plant, Ishwardi, Pabna, Bangladesh.

সেলিম আহমেদ পাভেল

Specialist Quality Control Department at JSC Elektrosevkavmontazh Krasnodar Russia Branch office in Peoples Republic of Bangladesh Rooppur Nuclear Power PlantIshwardiPabnaBangladesh

সেলিম আহমেদ পাভেল › বিস্তারিত পোস্টঃ

জামালগঞ্জ কয়লা খনিতে মিথেন গ্যাস উত্তোলন শুরু

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

নওগাঁ: নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকায় কয়লা খনিতে গ্যাসের সন্ধানে কাজ শুরু করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খনির সিবিএম কাজের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ। এসময় আরো উপস্থিত ছিলেন, পেট্রোবাংলা, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়সহ জয়পুরহাট জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে জ্বালানিমন্ত্রী বলেন, “দেশের বিদ্যুৎ চাহিদার বিপরীতে বর্তমান সরকার বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় জামালগঞ্জ কয়লা খনির কাজ শুরু করা হলো। এক বছরের মধ্যে দেশের বিদ্যুৎ সংকট সমাধান হবে বলে আমরা আশা করছি।”

জামালগঞ্জকে বলা হয় দেশের সবচেয়ে বড় কয়লা খনি। এবার এ খনিতে শুরু হলো মিথেন গ্যাস অনুসন্ধান। গত বছর পেট্রোবাংলাকে এর অনুমতি দেয় জ্বালানি বিভাগ। এতে পেট্রোবাংলার ব্যয় ধরা হয়, ২৩ কোটি ৩৭ লাখ টাকা। চলতি বছরের জুনের মধ্যেই শেষ হবে প্রকল্প কাজ। এতে পরামর্শক হিসেবে কাজ করছে মাইনিং অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেড নামের ভারতীয় এক প্রতিষ্ঠান।

পেট্রোবাংলা জামালগঞ্জ সিবিএম স্টাডি প্রকল্পের পরিচালক আখতারুজ্জামান নিউজবাংলাদেশকে বলেন, “শুরুতেই কয়লার নমুনা সংগ্রহের মাধ্যমে নির্ণয় করা হবে গ্যাসের উপস্থিতি। সিবিএম পদ্ধতিতে খনি এলাকায় একশো মিটার গভীর করে তিনটি কূপ খনন করা হয়। এর মাধ্যমে নমুনা সংগ্রহ করে চালানো হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা। প্রথম কূপটি করা হয় জামালগঞ্জ বড় মাঝিপাড়া এলাকায়।”

তিনি আরো বলেন, “খনির কয়লা স্তরে থাকা মিথেন গ্যাসকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আহরণ করবে পেট্রোবাংলা। সম্ভাব্যতা যাচাইয়ে গ্যাসের আশানুরূপ সন্ধান পাওয়া গেলে এখানে গড়ে তোলা হবে পূর্ণাঙ্গ বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া উত্তরাঞ্চলের জ্বালানির চাহিদা মেটাবে এ খনি।”

প্রকল্পের টিমলিডার সুধাংশু অধিকারী নিউজবাংলাদেশকে বলেন, “খনির কয়লার মান বিবেচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ২৩০ বিলিয়ন ঘনফুট মিথেন গ্যাস পাওয়া যাবে এ খনি থেকে।”

উল্লেখ্য, ১৯৬২ সালে ভূ-তাত্ত্বিক জরিপে জামালগঞ্জে কয়লা খনির সন্ধান পাওয়া যায়। জরিপে বলা হয়, এটিই দেশের সবচেয়ে বড় কয়লা খনি। উত্তরাঞ্চলের জয়পুরহাট ও নওগাঁ জেলার প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এ খনিতে রয়েছে প্রায় এক হাজার ৫০ বিলিয়ন টন কয়লা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.