নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশনী

রাসুল (সাঃ) বলেছেন, যে ব্যাক্তি রমজান মাস পেলো অথচ নিজের গোনাহ মাফ করাতে পারলো না, সেই ব্যাক্তি ধ্বংস হোক। [তিরমিযী শরীফ]

মোঃ সেলিম হসেন

অবস্থানঃ ঢাকা, বাংলাদেশ

মোঃ সেলিম হসেন › বিস্তারিত পোস্টঃ

হায়রে পর্দাহীন নারী!! তোদের সম্মান কি পর্দায় নাকি বেপর্দায়? এই হুঁশ কি তোদের কখনও হবে নাঃ

২৯ শে জুলাই, ২০১২ সকাল ১১:৩৮

পবিত্র রমযান মাসেও বর্তমান নারীদের রাস্তা ঘাটে যে ভাবে চলা চল করতে দেখা যায় তা সত্যিই ভাষায় প্রকাশ্য নয়। আসুন দেখি ইসলাম নারীদের পর্দার ব্যাপারে কি বলেছে...।

============================================

পর্দা আল্লাহ্‌ এবং তাঁর রাসূল মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) এর আনুগত্য। কেননা তাঁদের আনুগত্য প্রতিটি নর-নারীর উপর ফরয করা হয়েছে।

● আল্লাহ্‌ তাআলা নারীদেরকে পর্দার নির্দেশ দিয়ে এরশাদ করেনঃ- “ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাযত করে। তারা যেন সাধারণত: প্রকাশমান স্থান ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে”। [সূরা নূর- ৩১]

● তিনি আরো বলেনঃ- “তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে- মূর্খতা যুগের অনুরূপ (বেপর্দা হয়ে) নিজেদেরকে প্রদর্শন করবে না”। [সূরা আহযাব- ৩৩]

● আল্লাহ্‌ আরো বলেনঃ- “তোমরা তাঁর পত্নীগণের নিকট থেকে কোন কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের জন্য এবং তাঁদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ”।

[সূরা আহযাব- ৫৩]

● আল্লাহ্‌ আরো বলেনঃ- হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। [সূরা আহযাব- ৫৯]

● রাসূলুল্লাহ্‌ (ছাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) বলেনঃ- নারী গোপন বস্তু। অর্থাৎ- তাকে ঢেকে রাখতে হবে। [তিরমিযী,অধ্যায়ঃ দুগ্ধপান, হা/১০৯৩]

......................................................

Posted by: মোঃ সেলিম হোসেন

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫২

শহিদশানু বলেছেন: পোষ্টটি বক্তব্য সঠিক । কিন্তু আমাদের নারীরা কি বিষয়টি জানেনা ? তারা সবকিছু জেনেও নিজেদেরকে উলংগ রাখতে ভালবাসে এবং পরবর্তীতে তারা ইভটিজিংয়ের স্বীকার হয়।

২| ২৯ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫৩

সেলিম জাহাঙ্গীর বলেছেন: পরে পড়বো।

৩| ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০৬

প্রকৃতির প্রতিফলন বলেছেন: ঠিক বলেছেন। আল্লাহর আয়াত সর্বদাই সঠিক।

এই পোষ্টটি দেখতে পারেন।
পর্দা পুরুষ ও নারী উভয়ের জন্যই প্রযোজ্য।

৩০ শে জুলাই, ২০১২ সকাল ১০:০৪

মোঃ সেলিম হসেন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৩

porua বলেছেন: keno eve teasing hosse ta ki narira bojhe na?? Allah sima longhon karider posondo kore na.

৫| ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৫৪

এ জাফর বলেছেন: আমরা যদি মুসলমান হয়ে থাকি অবশ্যই আমাদের পর্দা মেনে চলা উচিত।

৬| ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১:২৬

সুলতান আল নাহিয়ান বলেছেন: আসলে সব মুসলিম নারীই পর্দা সম্পর্কে জানে কিন্তু তা পালন করেনা । তবে আমাদের দেশের নারীদের শরিরে একটু বেশি গরম অনুভব হয় তাই তারা গতরে বেশি কাপড় রাখতে পারেনা.....

৭| ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১:৫৭

রাফেল বলেছেন: পরদা করা মেয়েদের উপর ফরয এটা আমাদের মুসলিম মা বোনেরা জেনে ও মানতে চাই না,এর জন্য মা বাবা স্বামী এবং রাষ্ট্যের লিডাররা দায়ীা এর জন্য দায়িত্বশীলদের শাস্তি ইহকাল এবং পরকাল

৮| ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ২:৫১

জহির উদদীন বলেছেন: আল্লাহপাক বেপর্দা নারীদের হেদায়েত দান করুন আমীন.......

২৯ শে জুলাই, ২০১২ রাত ৮:৩২

মোঃ সেলিম হসেন বলেছেন: আমিন...।

৯| ২৯ শে জুলাই, ২০১২ রাত ৮:৪০

আমি বীরবল বলেছেন: মনের পর্দা সবার আগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.