নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু জিনিস সারা জীবন ই ভালো লাগে... ভালো লাগে একা রাস্তায় হাটতে। আর ভালো লাগে কস্টের সব অতীত মনে করে সুখী হওয়ার মিথ্যে অভিনয়ে সারা রাত কাটিয়ে দিতে। কে বলে অতীত মানুষ কে কাঁদায় অতীত যদিও কাঁদায় তবুও অতীত মনে করে গান শুনতে ভালোই লাগে। জীবন কখনো একরক

সালমান আল নাফিস

www.facebook.com/salman.alnafis

সালমান আল নাফিস › বিস্তারিত পোস্টঃ

তোকেই প্রচুর দরকার.

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

আমার বন্ধুরা গালি দেয়।আমি জানি, বন্ধুত্বে গালাগালি দরকার আছে। যে বন্ধুত্বে গালাগালি নেই সেই বন্ধুত্বে ছাড়া ছাড়া ভাব থাকে। যে বন্ধুত্বে গালাগালি নেই সেই বন্ধুত্ব অনেকটা মুদী দোকানের মত। মুদী দোকানদার এবং ক্রেতা উভয়ই নিজ নিজ স্বার্থে মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুত্ব করে। তবে বান্ধবীরা কখনো গালি দিতে পারে না। তাদের গালাগালি সর্বোচ্চ কুত্তা, বিলাই পর্যন্ত। কুত্তা বিলাই কখনো গালাগালি না। কুত্তা হলো কুত্তা, বিলাই ইজ বিলাই। এই দুটি প্রাণী আবার কোন না কোন ভাবে নারীদের কাছে আদরের। সুতরাং বান্ধবীর গালি শুনে মন খারাপ করার কোন কারণ নেই।এবং এইও ভাববার কারণ নেই যে- মেয়েরা বন্ধু হতে পারে না। এ কথা ঠিক যে, মেয়েরা কখনো ছেলে বন্ধুর মত বন্ধু হতে পারবেনা। মেয়ে বন্ধু মানে মেয়ে বন্ধু। মেয়েবন্ধু মানে গার্লফ্রেন্ড নয়, প্রেমিকাও নয়। মেয়ে বন্ধু মানে বান্ধবী।এ পৃথিবীতে অনেক ছেলেদেরই গার্লফ্রেন্ড থাকে, প্রেমিকা থাকে, কিন্তু একটা বান্ধবী থাকে না।তুমি কি যান?একটা বান্ধবী মানে ভেতর-বাহির, মনের-প্রাণের অনেক অনেক ব্যাপার।একটা বান্ধবী মানে, আমার মন ভালো নেই একে ওকে তাকে নয়, শুধু তোকে,হ্যা দস্ত,তোকেই ভীষণ দরকার রে!

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.