নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু জিনিস সারা জীবন ই ভালো লাগে... ভালো লাগে একা রাস্তায় হাটতে। আর ভালো লাগে কস্টের সব অতীত মনে করে সুখী হওয়ার মিথ্যে অভিনয়ে সারা রাত কাটিয়ে দিতে। কে বলে অতীত মানুষ কে কাঁদায় অতীত যদিও কাঁদায় তবুও অতীত মনে করে গান শুনতে ভালোই লাগে। জীবন কখনো একরক

সালমান আল নাফিস

www.facebook.com/salman.alnafis

সালমান আল নাফিস › বিস্তারিত পোস্টঃ

বাবা

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

"বিদায়" শব্দটি সবসময় আমার বুকের বাম দিকে কষ্টের অনুভূতি সৃষ্টি করে । আমি জানি না " বিদায় " শব্দ কাউকে খুশি করতে পারে কি না। তবে আজ আমার " বিদায় " বলতে বেশ বড়সড় একটা কষ্টের সম্মুখীন হতে হয়েছে।আমি জানি তোমার সাথে আমার দিনে বেশি একটা কথা হতোনা।তুমি থাকতে তোমার কাজ নিয়ে,আমি আমার মতো,সারাদিন বন্ধুবান্ধব আর মোবাইল।যাও বা কথা হতো তার বেশীর ভাগই থাকত উপদেশমূলক,আর পড়াশুনার কথা। ভাল লাগতো না। যখন শুনলাম তুমি আবার অফিসের কাজে দেশের বাইরে যাচ্ছ,মনে হয়েছিল "যাক,ভালই..কিছুদিন আর বকুনি শুরতে হবে না"। কিন্তু আজ যখন তুমি দেশের বাইরে যাচ্ছ, তখন বুঝলাম,আমরা যারা তোমাকে আপন ভেবেছি তাদের চাইতে কে বেশি কষ্ট পেতে পারে? !! তবুও বুঝতে পারছি না বুকের বাম দিকে কেন জানি চিনচিন করে ব্যথা করছে। তুমি ভেবো না তোমাকে বিদায় দিচ্ছি বলে কষ্ট হচ্ছে, হয়তো গ্যাষ্টিকের ব্যথা। দো'আ করি ভালো থেকো, আর তাড়াতাড়ি ফিরে আস । তোমাকে যত জ্বালিয়েছি, তার জন্য ক্ষমা চাইবো না, তবে কখনো কোন বেয়াদবি বা কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিও। জানোই তো ছোটরা ভুল করে আর বড়রা ক্ষমা করে দেয়।আরো কিছু লিখতে চেয়েছিলাম কিন্তু লেখা গুলো কেমন জানি ঝাপসা হয়ে আসছে! আর পারা গেল না, এবার মনে হয় চশমাটা বদলাতেই হবে। :(( :(( অনেক দিন হলো চশমা বদলাই না।তুমি আসলেই বদলাব। smile emoticon
-প্রিয় বাবা :( :)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.