![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
www.facebook.com/salman.alnafis
একজনের জন্য গড়ে ওঠা শূন্যস্থান অন্য একজন কখনো পূরণ করতে পারেনা। নিজের ভেতর যদি এমন শূন্যস্থান থাকে তবে সেই শূন্যস্থান পূরণ করতে নতুন কাউকে ডাকতে নেই। সবচে ভালো শূন্যস্থানটাকে মেনে নেয়া।
একবার ঠিকমত মেনে নিতে পারলে, সেই শূন্যস্থানে গজাবে বিচিত্র সব ফুল। সেইসব ফুলের গন্ধে মাতাল হবার মাঝে যে আনন্দ, সে আনন্দ কখনো টের পাবেনা ফিল ইন দ্যা গ্যাপ পাপীরা। সবাই বলে- "খুঁজে নে, খুঁজে নে।" কেউ বলে না- "একা থাক, একা থাকাতেই আনন্দ।"
তবু আমরা যারা মানুষ, একা থাকার আনন্দের চেয়ে মিশে যাওয়ার ইচ্ছেতেই বেঁচে থাকি বেশি।উড়াল মারি ভুল সময়ে, ভুল মানুষের কাছে, ভুল বারান্দায়।।
পরিশেষে আমাদের প্রাপ্তি নতুন কোনো শূন্যস্থান।
©somewhere in net ltd.