![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে কিছু কিছু বিষয় নিয়ে আমরা কম বেশি আন্দোলন বা বিক্ষোভ দেখতে পাই। যেমন সরকার বিরোধী আন্দোলন, শিক্ষায় ভ্যাট বিরোধী আন্দোলন ইত্যাদি। তবে এবার ফেসবুক বন্ধের বিষয় নিয়ে একটা বিক্ষোভ হওয়া উচিত। অনেকেই হয়ত ভাবছেন এটা হয়ত এক ধরনের পাগলামি। কিন্তু না, ঠান্ডা মাথায় একটি বার চিন্তা করে দেখুন তো এই ফেসবুক বন্ধ হবার কারনে ই-কমার্স ব্যবসায় কি পরিমাণ ধস নেমেছে, কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে ই-কমার্স ব্যবসায়ীরা। সংগৃহিত (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) পরিসংখ্যান অনুযায়ী, ই-কমার্সের মাধ্যমে বছরে প্রায় ১০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। তবে এই পরিসংখ্যান শুধু বেসিস সদস্যভুক্তদের। বর্তমানে বেসিসে তালিকাভুক্ত সদস্য ৯০০ ছাড়িয়েছে। এর বাইরে ব্যক্তি উদ্যোক্তা ও ক্ষুদ্র পর্যায়ে আরও অনেক ই-কমার্স চালু থাকলেও তার সুনির্দিষ্ট কোন পরিসংখ্যান পাওয়া যায়নি।) তাহলে এবার ভাবুন ফেসবুক কি শুধু যোগাযোগের মাধ্যম না কি ব্যবসায়ের মাধ্যম। যদিও জানি যে ফেসবুকের মাধ্যমে বড় ধরনের কোন লেনদেন হয় না। তবে প্রচার প্রচারণার জন্য ফেসবুক হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। আর সেই মাধ্যম টিকে সরকার নাকি নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দিয়েছে। তাই আমি মনে করি যে ই-কমার্স ব্যাবসায়ী দেরই প্রথমে ফেসবুক বন্ধের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা উচিত।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২০
মাথা নষ্ট একজন বলেছেন: অবশ্যই তরুণরা সাড়া দিবে। কারণ আমাদের দেশের ই-কমার্স ব্যবসায়ীর ৯০% ই তরুণ।
২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭
খায়রুল আহসান বলেছেন: বিক্ষোভ না হলেও প্রতিবাদ তো অবশ্যই হওয়া উচিত।
আজ বেশ কিছুক্ষণ ধরে তো এই সাইটটাও বন্ধ ছিলো। জানিনা, কোন কারিগরি ত্রুটির কারণে, নাকি কোন তথাকথিত নিরাপত্তাজনিত কারণে।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪
মাথা নষ্ট একজন বলেছেন: আমি আপনার সাথে একমত। সরকার কে বোঝানো উচিত যে ফেসবুক শুধু যোগাযোগের ম্যধাম হিসেবেই ব্যবহার হয় না ।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮
রক্তিম দিগন্ত বলেছেন: ফেসবুক সত্যি কথা বলতে সামাজিক যোগাযোগ রক্ষার জন্য তৈরি। এর সাথে ব্যবসাকে জড়ানোটা একধরণের বোকামিই। ব্যবসার জন্য ইমেইল, গুগল প্লাস এইসবও ব্যবহার করা যেত। এইটা নিয়ে বিক্ষোভ করাটাও বোকামি হবে।
বিক্ষোভ করলে কারণটা এইটা দিলে মানাবে যে, জরুরী ভিত্তিতে রক্তের জন্য ফেসবুকটা বেশ উপকারী মাধ্যম ছিল। এখন সেটা ব্যহত হচ্ছে। ফেসবুকের উপকারীতা বললে এই একটাই জোর গলায় বলা যাবে। সেইটার জন্য বিক্ষোভ করার প্রয়োজনীয় লোকও আপনি পাবেন।
ব্যবসার জন্য বললে কোন কাজ হবে না।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২
মাথা নষ্ট একজন বলেছেন: যেখানে জুকারবার্গ নিজেই ব্যবসায় এর জন্য অপশন রেখে দিয়েছে সেখানে ফেসবুককে ব্যবসায়ের মাধ্যম হিসেবে ব্যবহার করলে কোন সমস্যা নেই। আর যদি ই-কমার্স ব্যবসায় জড়িত থাকতেন তাহলে বুঝতে পারতেন যে ফেসবুক টা ব্যবসায়ের জন্য কতটা বড় একটা মাধ্যম।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০
কমরেড ফারুক ২ বলেছেন: কে বলে ফেসবুক বন্ধ? বি পি এন দিয়ে জাতি বিভিন্ন দেশে বসে ফেসবুক চালাতে পারছে! এমন উদ্দ্যেগের জন্য গবেঃ কে সাধুবাদ। ফেসবুক এখন আবাল মুক্ত। সবাই পরেইনার।।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২
আমিই মিসির আলী বলেছেন: হাসি পাইলো!
এটার জন্য আন্দোলন কর্লে পুলিশ গুলি কইরা খুলি উড়ায়া দিবো।
খাইয়া দাইয়া জুকারের জন্য এসব করনের দরকার নাই।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
ঢাকাবাসী বলেছেন: কোন অসুবিধা তো হসসেনা!
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬
রোকন রাইয়ান বলেছেন: প্রথম দিনই মাথায় বিষয়টি ঘুরপাক খাচ্ছিল. উদ্যোগ নেয়া যেতে পারে, আশা করি তরুণরা স্বতস্ফুর্ত সাড়া দেবে.