![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরুন আপনার দাদার ৩ ছেলে। আপনার বাবা জীবিকার জন্য নদী পার হয়ে পাশের গ্রামে গেল। ওই গ্রামের মানুষ আপানার বাড়িঘর, সম্পদ জ্বালিয়ে দিয়ে, আপনার বাবা, মা, ভাই, বোন সবাইকে আগুনে পুরিয়ে না হোলে পানিতে ডুবিয়ে মেরে ফেললো। আপনি কোন রকমে এক কাপরে সারারাত সাতার কেটে নদী পার হয়ে আপনার বাবার বাড়ির ঘাটে আসলেন একটু আশ্রয় নিতে। আপনার চাচা, চাচাতো ভাই-বোন বললো তাদের বাসায় নাকি জায়গা নেই-এটা ওটা। আপনাকে তীরে উঠেই দিল না। ওই অবস্থায়-ই আপানাকে আবার আপনার গ্রামে ফেরত পাঠাল। আপনি কসাইদের কাছে ফেরত না গিয়ে নদী দিয়ে অজানার উদ্দেশ্যে রওনা দিলেন......
এখন আপনার চাচাদের আল্লাহর তরফ থেকে কি শাস্তি হওয়া উচিত????
পুনশ্চঃ চাচাদের জায়গায় নিজেকে মানে বাংলাদেশিদের। আপনার জায়গায় রোহিঙ্গাদের রাখুন। রোহিঙ্গাদের উপর কি ধরনের নির্যাতন হয় তা বর্ণনা করার ক্ষমতা আমার নাই। একটা ছবি দিলাম শুধু।
রোহিঙ্গারা মুসলমান এবং বাঙালি। কৃষিকাজের জন্য আরাকানের কম জন অধ্যুষিত এবং উর্বর উপত্যকায় আশপাশের এলাকা থেকে বাঙ্গালী অধিবাসীদের অভিবাসন করার নীতি গ্রহণ করেছিল ব্রিটিশরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে আরাকান পর্যন্ত বিস্তৃত করেছিল। ১৯ শতকে, হাজার হাজার বাঙ্গালী কাজের সন্ধানে চট্টগ্রাম অঞ্চল থেকে আরাকানে গিয়ে বসতি গড়েছিল। তারাই আজ রোহিঙ্গা নামে পরিচিত।
খবরঃ ৩৫০ জন রোহিঙ্গা শরণার্থী বোঝাই নৌকা তিন মাস ধরে সাগরে ভাসছে। খাবার ও পানির অভাবে ১০ জনের মৃত্যু হয়েছে। অনেকে মূত্র পান করে পানির তৃষ্ণা মিটাচ্ছে। নৌকার যাত্রীরা বিবিসি’কে বলেছে, ক্রুরা তাদেরকে ছেড়ে চলে গেছে এবং ইঞ্জিন বিকল করে দিয়েছে। মৃত যাত্রীদের লাশ সাগরে ছুড়ে ফেলেছে তারা। ৫০ জন নারী এবং ৮৩ জন শিশু শরণার্থী বোঝাই এ মাছ ধরা নৌকাটিকে থাইল্যান্ডে ঢুকতে দেয়া হয়নি। এটাতো গেল একটা, এমন শত শত নৌকা সাগরে ভাসছে......।
তারা এখন কোথায় যাবে?
মিয়ানমার? সাক্ষাৎ আজরাইল।
বাংলাদেশ? এখানে তাদের দাদারা নাকি অনেক সমস্যায় আছে। ঢুকতে পারবে না।
অন্যকোন দেশেও তাদের নিতে রাজি না।
আল্লাহ, তুমিই তাদের একমাত্র সম্বল। তুমিই সবচেয়ে বড় রক্ষাকারী।
মন্তব্যঃ বাংলাদেশে এর প্রাপ্য এই পেট্রোল বোমা, ক্রসফায়া আর এই দুঃশাসন। হেফাজত সহ ইসলামি দলগুলো কিছু ছাগল কোথায় একটু ব্যা ব্যা করছে তা নিয়ে এত প্রতিক্রিয়া দেখালো আর চোখের সামনে এভাবে গনহত্যা হচ্ছে, মোনাজাত এ একবার দোয়াও করে না।
©somewhere in net ltd.