নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতা কুক্ষিগত করার পুরানো কৌশলঃ এবারের গিনিপিগ দরিদ্র রোহিঙ্গা আর বাংলাদেশীরা

১৯ শে মে, ২০১৫ রাত ৯:০১

*১৯৪০ এর দশকে দ্বিতীয় মহাযুদ্ধের পর ইউরোপে সন্ত্রাস ব্যাপক মাত্রায় ছড়িয়ে পরে।
ফলাফলঃ জন্ম হল ন্যাটোর। এই ন্যাটো পড়ে এহেন অপকর্ম নেই যা করে নাই।
*১৯৮০ এর দশকে অ্যামেরিকার হটাৎ মাদকের চরম বিস্তার লাভ করে। জনগণ ক্ষেপে যায়। মাদক ব্যাবসায়ীদের ধরতে সরকারকে চাপ দেয়। সরকার পুলিশকে উচ্চ ক্ষমতা দেয় অভিযান চালাতে।
ফলাফলঃ উন্নত দেশগুলোর মধ্যে অ্যামেরিকার পুলিশ-ই সবচেয়ে বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটায়। ঘত বছর মারা গেছে ৫০০ জনেরও বেশি।
*২০১৫ হটাৎ সমুদ্র পথে অবৈধ অভিবাসীর পরিবহন বিষয়টি ব্যাপক আকারে চোখে আসে। একটা পৈশাচিক ম্যাসাকার চলছে সমুদ্রে। অভিবাসীদের সমুদ্রের মাঝখানে কোন রকম খাবার, পানি ছারা এবং ইঞ্জিন বিকল করে ফেলে আসা হচ্ছে।
ফলাফলঃ এদের নিয়ন্ত্রণে একটি নৌ-বাহিনী গঠনের সিদ্ধান্ত হয়েছে। রোমে থাকবে এর সদর দপ্তর।
মন্তব্যঃ একই নিয়মে সব হচ্ছে। সরকার গুলোই করছে এই কাজ। উদ্দেশ্য নিরাপত্তার নামে নতুন নতুন আইন করা। জনগণকে আরও বেশি নিয়ন্ত্রন করা। ক্ষমতা কুক্ষিগত করা।
পুনশ্চঃ যারা জানেন না তাদের জন্য। এটা পরে ফাঁস হয়ে যাওয়া দলিল এ প্রকাশ পায় সিআইএ-ই ৮০ দশকে মেক্সিকো থেকে অ্যামেরিকায় মাদক এর চোরাকারবার ছড়িয়ে দিয়েছিলো।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৫ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় ক্ষমতা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


১৯ শে মে, ২০১৫ রাত ১১:৫৮

যাযাবর চিল বলেছেন: দি নিউ ওয়ার্ল্ড অর্ডার -_-

২| ১৯ শে মে, ২০১৫ রাত ১০:০২

জাকারিয়া জামান তানভীর বলেছেন: সহমত। লেখার জন্য অশেষ ধন্যবাদ।

১৯ শে মে, ২০১৫ রাত ১১:৫৯

যাযাবর চিল বলেছেন: ধন্যবাদ

৩| ২০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: দি নিউ ওয়ার্ল্ড অর্ডার -_- এটা নিয়েই আমাদের প্রয়াত ব্লগার ইমন জুবায়ের ভাই বেশ গভীর থেকে লিখছিলেন!

আমার তো ভ্যাক্তিগত এটাও মনে হয়েছে তাদেরই কোন হাত আছৈ কিনা উনার অকাল প্রয়ানে!

আমরা কবে সচেতন হবো? আমাদের অজ্ঞতার সুযোগে তারা আমাদের কত সহজেই ব্যবহার করতে পারছে।!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.