![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম যার যার উৎসব সবার- এই কথাটা সোনার পাথর বাটির মত।। ঈশ্বর প্রদও জীবন ব্যবস্থাই হল ধর্ম। আর উৎসব হল ধর্ম অনুসারে পাপ মোচনের আনন্দ অথবা ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার চেষ্টা। বিশ্বাস-ই যদি না থাকে তাহলে উৎসবের প্রশ্ন আসে কিভাবে?
অন্য ধর্মের উৎসবের ব্যাপারে আমার অবস্থান হল “আমি তাদের সমর্থন করি লিগালি অর্থাৎ আইনগতভাবে। সব ধর্মের মানুষ স্বাধিনভাবে তাদের ধর্ম পালন করবে। কাউকে জোর করা যাবে না। কাউকে বাঁধা দেওয়া যাবে না। কেউ যদি কারো ধর্ম পালনে কোনরূপ সমস্যা বা বাঁধার সৃষ্টি করে তাদের অবশ্যই শাস্তি দিতে হবে। তবে নৈতিক ভাবে আমি কোন ভাবেই এসব কাজ সমর্থন করি না। আমি মনে করি না এই কাজগুলো সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। এই মূর্তি পূজা তাদের মোটেও স্বর্গের দিকে নেবে না বরং তাদের নরকে নিয়ে যাবে”।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল- আমি এটা আশা করি অন্য ধর্মের বিশ্বাসিরাও আমার বিশ্বাস নিয়ে এমন কিছু মনে করুক।
“ধর্ম যার যার, উৎসব সবার” এই কথাটি মূলত অজ্ঞেয়বাদ এবং নাস্তিকতাকে প্রমোট করে। একজন অজ্ঞেয়বাদি- তিনি ঈশ্বরের ব্যাপারে নিশ্চিত না, একজন নাস্তিক ঈশ্বরে বিশ্বাস করেন না, সুতরাং সব ধর্মের উৎসবে তারা অংশ নিতেই পারেন। অংশ নিয়ে তারা এই বার্তা-ই দেন আসলে কোন ধর্ম-ই ঠিক না। কারন সকল ধর্মিয় বিশ্বাসে কিছু সাদৃশ্য থাকলেও, মৌলিক বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে বৈপরিত্য রয়েছে।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১
কবি এবং হিমু বলেছেন: আপনার সাথে সহমত
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
যাযাবর চিল বলেছেন: ধন্যবাদ
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫
বার্ণিক বলেছেন: ধর্ম যার উৎসবও তার। তাতে বাধা দেয়া অনুচিত। কিন্তু একজন মুসলমান যদি পূজা মণ্ডপে গিয়ে দেবদেবীর প্রশংসা করেন আর বলেন ধর্ম যার যার উৎসব সবার তবে কি তিনি আর মুসলমান থাকেন? অন্য ধর্মের ক্ষেত্রেও তাই।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
যাযাবর চিল বলেছেন: ধন্যবাদ
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪
শোভন মোস্তাফিজ বলেছেন: দারুণ হইছে
৬| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:০৩
বিবেক ও সত্য বলেছেন: ঈশ্বর প্রদও জীবন ব্যবস্থাই হল ধর্ম[/sb
পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে। সবগুলো ধর্মই ঈশ্বর দিয়েছেন!!!!!
২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
যাযাবর চিল বলেছেন: এটা ধর্মের সজ্ঞা। ঠিক বা ভুল কোনটা সেটা আলোচনার বিষয়। কিংবা প্রশ্ন থাকতেই পারে।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
মাহমুদুল তুষার বলেছেন: কিন্তু সমস্যা হল আজকাল আমাদের দেশের অনেকই নিজেকে তথাকথিত আধুনিক প্রমাণ করতে "ধর্ম যার যার উৎসব সবার" তত্ত্বে বিশ্বাস করছে আর বুক ভরা গর্বসহকারে তা প্রচারও করছে।আপনাকে বুঝতে হবে এক ধর্মের উৎসবে যোগ করলে মানুষতো আপনাকে মৌলবাদী বলবে!