![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪০ এর দশকেও পশ্চিমা বিশ্বে ব্লাকরা সাদাদের পাশে বসতে পারতো না। কোন ক্যাফে তে, কালো যত আগেই অর্ডার করুক না কেন, সাদাদের আগে সার্ভ করা হবে। বাসে ব্লাকরা সাদার পাশে বসতে পারবে না। মানে ধরুন ২ জন বা ৪ জনের সিটে বসে আছে একজন ব্লাক, একজন সাদা বসলো সেখানে তখন ব্লাককে উঠে দাঁড়াতে হবে। অথবা সিটে বসে আছে দুইজন ব্লাক, সামনের স্টপেজ থেকে একজন সাদা উঠলো, তখন দুইজন ব্লাককেই উঠে দাঁড়াতে হবে।
এর বিরুদ্ধেই মারটিন লুথার কিং এর নেতৃত্বে আন্দোলন শুরু হয়। অনেক সংগ্রাম করে তারা সাদাদের পাশে বসার অনুমতি পায়।
ছবিটি এবারের হজ্বের, তবে ঘটনাটা ১৪০০ বছরের পুরানো। হাঁটতে কষ্ট হচ্ছিলো দেখে অচেনা এক ব্লাক ভাইকে কাঁধে তুলে নেন একজন সাদা।
এই সেকুলার লিবারেলিস্টরা তাদের ইউনিভার্সাল ব্রাদারহুডের ওয়াইল্ডেস্ট ড্রিমেও এটা ভাবতে পারবে না।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: জয় হোক ইউনিভার্সাল ব্রাদারহুডের।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৪
রক্তিম দিগন্ত বলেছেন: ঘটনা আসলেও ভাবা যায় না। অনেকটা চমকে যাওয়ার মতই ব্যাপার।।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৭
মাকার মাহিতা বলেছেন: সহানুভুতি কাহাকে বলে...উৎকৃষ্ট উদাহরণ এই ছবি।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩২
শামচুল হক বলেছেন: সারা পৃথিবীই এমন হোক।