![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করা চেনতাপন্থী কিছু লোকের কার্যক্রম দেখে আমি অবাক হই। আর নিজেদের নিরপেক্ষ/রেশনাল দাবীকারী জামাত-বিএনপিপন্থী কিছু লোকের কাজ দেখে আমি রিতীমত হতবাক হই। আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। লক্ষ্য করলাম ১৪ দল পন্থী কিছু পেজ/ফেসবুকার/ব্লগার নানা যুক্তি, তথ্য, উপাত্ত উপস্থাপন করে প্রমান করছে যে, এইদিন যারা নিহত হইয়েছিলেন তারা পাকিস্তান সরকারের অনুগত ছিল। ৯ মাস পাকিস্তান সরকারের বেতন নিছেন, পাকিস্তান সরকারের পক্ষে বিবৃতি দিয়েছে ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় না, এটা বোঝার জন্য আপনাকে-আমাকে বিশেষজ্ঞ বা প্রত্নতাত্ত্বিক হতে হবে। ড. সৈয়দ আলী আহসান স্যার মুক্তিযুদ্ধে অংশ নিতে ঢাকা থেকে সরে পরলেন। ড. আব্দুর রাজ্জাক স্যার ভারত পালিয়ে গেলেন। স্বাভাবিক বিবেচনাবোধ থেকেই বোঝা যাচ্ছে মুনীর চৌধুরী স্যার সহ যারা ছিলেন, হয় তারা ছিলেন একদম পিওর একামোডেশিয়ান, যারা নিজের পড়াশোনাই বুঝতেন শুধু, সরকার কে হবে তা নিয়ে তাদের চিন্তা ছিল না। অথবা পাকিস্তান সরকারের সাথে একটা বোঝাপড়া করে নিয়ে ছিলেন।
তো? তারা পাকিস্থান সরকারকে সমর্থন দিয়েছিলো এটা প্রচার করে আপনারা কি বোঝাতে করতে চান? পাকিস্থান সরকারকে সমর্থন দিয়েছিলো তাই তাদের হত্যা করা ঠিক আছে??
সব ফালতু। আওয়ামীলীগ এদেরকে নিয়ে একটু বেশি বলে তাই এর উল্টো বলতেই হবে।
[আমার ব্যক্তিগত মত] ৭১ সালে পুরো নয় মাসে যত ক্ষতি হয়েছে, ১৪ ডিসেম্বর রাতেই তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে। আমরা পিছিয়ে গিয়েছি অনেক। গত ৪৫ বছরে আমরা অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিয়েছি। অবকাঠামোগত ক্ষতি কাটিয়ে উঠেছি। কিন্তু ১৪ ডিসেম্বর রাত জ্ঞানগত যে শূন্যতা তৈরি করেছিলো তা পুষিয়ে নিতে পারিনি। আগামি ৫০ বছরেও তা পূরণ হবে বলে আমার মনে হয় না। তাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় উপমহাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সবচেয়ে ভাল অবস্থান থেকে চলে গেছে র্যাং কিং এ কয়েক হাজার পেছনে .........
এইদিন পালন দেখেও আমি অবাক হই, আরেক হানাদার, বেনিয়া, ডাকাত আর্যদের রিতী নকল ফুল দিয়ে তাদের স্মরণ করা হয়। আচ্ছা কোটি কোটি টাকা খরচ করে এই ফুল দিলে কি লাভটা হয়? কীভাবে এটা শ্রদ্ধা দেখানো হয়, আমি বুঝি না। এগুলো না করে, যে স্যাররা শহীদ হয়েছেন তাদের নামে তারা যে বিষয়ের বিশেষজ্ঞ ছিলেন সেই বিষয়ে একটা করে গবেষণা প্রতিষ্ঠান বানালে আরও ভাল শ্রদ্ধা প্রদর্শন হতো না?
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৯
বিলুনী বলেছেন: তো? তারা পাকিস্থান সরকারকে সমর্থন দিয়েছিলো এটা প্রচার করে আপনারা কি বোঝাতে করতে চান? পাকিস্থান সরকারকে সমর্থন দিয়েছিলো তাই তাদের হত্যা করা ঠিক আছে??
সব ফালতু। আওয়ামীলীগ এদেরকে নিয়ে একটু বেশি বলে তাই এর উল্টো বলতেই হবে।
উপরের ধরনের কথা আওয়ামীরা বলেছে বলে এই প্রথমে জানা গেল এ লিখাতে । তবে এটা ইহুদী জামাতীরা চামরায় অনেক ধরনের খোলসই ধরতে জানে আর নব নব কথামালার অবতারণা সেতো মামুলি ব্যপার ।
শ্রদ্ধা, ভালবাসা, ফুল, গবেষনা এর সব গুলিইতো চলছে সমানতালে , তাহলে অসুবিধাটা কোথায় , এই যে আপনি লিখলেন গবেষনামুলক নিবন্ধ যেখানে তথ্য বিশ্লেষন সকলি উঠে এসেছে । এই গবেষনা মুলক লিখাটিকে আরো অনেক বিস্তারিত করা যেতো , ঠাই পেতো কালের ইতিহাসে, কিন্তু তাত করা হয়নি , সেরকম অন্যগুলিও, তাই এরকমই চলবে সর্ববিষয়ে সর্বমহলে সর্বকালে ।
ইতিহাস, ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লিখা থাকবে সর্বকালে , একে কোন যুক্তিদিয়েই বাঁক ঘোরানো যাবেনা কোন কালে , এ হেন চেষ্টা সকলি যাবে বিফলে । জাতীর সে সমস্ত শহীদদের নিয়ে গবেষনা চলছে চলবেই, সামুর পাতাতেই দেখা যাবে এদিক সেদিক তাকালেই ।
এ বিষয়ে সকল চেস্টা যাবে শুধু বিফলে , সত্যিকার ইতিহাস জানা লোক এখনো আছে কোটিতে কোটিতে ।