| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ট্রাভেলার ভাই-ব্রাদার ও বোন-সিস্টার,
অনলাইনে ইন্ডিয়ার ট্রেনের টিকেট কাটা নিয়ে একটু হেল্পান....
অনেকদিন দেশের বাহিরে ঘুরা ঘুরি হয় না। তাই এইবার সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। ইনশাল্লাহ ডিসেম্বেরের ২৯/৩০ তারিখ ইন্ডিয়া যাচ্ছি। আমাদের রুটঃ ঢাকা> কলকাতা> জয়পুর> আগ্রা> দিল্লী> চান্দিগড়> সিমলা> দিল্লী> কলকাতা> ঢাকা। ![]()
উত্তারার একটা এজেন্সির কাছে রেলের টিকিট পেয়েছি কিন্তু তারা নির্দিষ্ট ভাড়ার থেকে ৭০০-৮০০ টাকা বেশি নিচ্ছে (২০০ বেশি নেয়ার কথা)। এই বিষয়ে জিজ্ঞাস করার পর তারা বলে ট্রেন টিকেটের সাথে ট্যাক্স আছে, আমার মনে হয় মিত্থা কথা। ![]()
যাই হোক, আমার ক্রেডিট কার্ড আছে, এখন অনলাইনে ইন্ডিয়ার ট্রেনের টিকেট কিভাবে কাটবো?
কোন সমস্যা হয় কি না,
কারো অভিজ্ঞতা থাকলে শেয়ার করেন
অগ্রিম ধন্যবাদ ![]()
২|
২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৫
রহমান সাম্য বলেছেন: ধন্যবাদ, কিন্তু ভাই আমি রেল ওয়েবসাইটে এখনো দেখছি প্রায় ৫০ টা টিকেট আছে, আমার ক্রেডিট কার্ডও আছে, তাই যদি আমি নিজে নিজে অন লাইনে কাটতে পারি তাহলে কেন বেশি দিয়ে কাটবো?
৩|
২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩
রাথাল বলেছেন: টোটাল টিকিটের খরচ কত ? আমি ও যাব যাব করছি..... নিজে যাওয়া ভাল না ট্রাভেল এজেন্সির সাথে যাওয়া?? ...... কনফিউস্ড.
৪|
২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
বাকি বিল্লাহ বলেছেন: আমার জানামতে, ইন্ডিয়ার ট্রেনের টিকেট অনলাইনে কাটার কোন সিস্টেম নাই ।
৫|
২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
সপন সআথই বলেছেন: online e india r railway ticket kata jay, tobe tar jonno apnake prothom e irctc.co.in e account banate hobe, ebong, ami jotodur jani, indian j kono bank er card/online net banking diye ticket book kora jay. foreign bank card aceptable kina thik jani na. nicher link e payment er bistarito deyoa ache.
http://www.services.irctc.co.in/payment.html
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২১
ঢাকাবাসী বলেছেন: ৭০০ টাকা বেশী নিয়ে যদি কনফার্ম টিকেট দিতে পারে তাহলে শিগগির নিয়ে নিন। ঐ লম্বা ট্রিপের জন্য মাত্র এক মাস পরের টিকিট পাওয়া প্রায় অসম্ভব। ওয়েটিং বা আরএসি পাবেন।