নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনা ও ধর্ম ব্যবসায় করি । সেই লাভ ........

এক হতভাগা

মূর্খ মানব

এক হতভাগা › বিস্তারিত পোস্টঃ

\'\' কোটার দরকার নাই \'\' !!!!!! শুভঙ্করের ফাঁকি নয়তো ?????

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪১

আমি দেশের যেকোনো ব্যাপারে আশাবাদী একজন মানুষ কিন্তু কোটার ব্যাপারে কেন যেন আশা করতে পারছি না । সংসদে প্রধানমন্ত্রী বলেছেন কোটার দরকার নাই কিন্তু ইতিহাস এবং বর্তমান বিবেচনায় বাতাসে অনেক কিন্তু যদি ভেসে বেড়াচ্ছে । জনগন উট চেয়ে খাসি পাওয়ার নজির আছে কিন্তু খাসি চেয়ে উট পাওয়ার নজির ত দেখি না তাও আবার এই কঠিন সময়ে । আন্দোলনকারীরা ১০% কোটা চেয়েছিলো তবুও ১৫ থেকে ২০% পেলেও সম্ভবত তারা খুশি মনে ক্লাসে ফিরে যেত কিন্তু তাই বলে ০% কোটা !!!!!!! আমার নেগেটিভ মনে যেসব ব্যাপার উঁকি দিচ্ছে ............................

উপাচার্যের বাসভবন ভাংচুরে ৪ টি মামলা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে । সম্ভবত আন্দোলনকারীদের মধ্যে উপরের সারির নেতাদের ঢুকিয়ে দেয়া হবে জেলে । অন্যদিকে কোটা থাকবে না বলে বলে সাধারণ ছাত্র ছাত্রীদের ঘুম পাড়িয়ে রাখা হবে ।

মাত্র ১২ দিন মেয়াদের সংসদে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয়েছিলো কিন্তু কোটা বিলুপ্তির বিল সংসদে পাশ হয়ে সরকারী গেজেট প্রকাশে কত বছর সময় লাগে সেটাই দেখার বিষয় ।

হয়ত কোন সহৃদয়বান মুক্তিযোদ্ধা কোটা চেয়ে হাইকোর্টে হঠাৎ একদিন রিট আবেদন করে বসলেন ব্যাস কেল্লা ফতে ঝুলে গেলো কয়েক বছরের জন্য ততদিনে আন্দোলনকারী নেতারা মামলায় জর্জরিত আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন স্প্রিট শেষ ।

তবুও দিন শেষে আশা করি জননেত্রী শেখ হাসিনা তার কথা রাখবেন এবং এটা নিয়ে কোন রাজনীতি করবেন না । আজ সকালে একটা খবর দেখে বেশ মজা পেলাম '' কোটা বিলুপ্তির ঘোষণায় ছাত্র লীগের আনন্দ মিছিল '' !!!!! । বাংলা সিনেমার প্রয়াত দিলদারও সম্ভবত আমাদের এতটা বিনোদন দিতে পারে নি । অপেক্ষায় আছি এটা শুনার জন্য যে '' কোটা বিলুপ্তি ছাত্র লীগেরি আন্দোলনের ফসল '' ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


হতভাগা মানুষের হতাশ হওয়ার কাহিনী

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৫

এক হতভাগা বলেছেন: চাঁদগাজি ভাই ঠিকি বলেছে, দেশে যেকোনো ইস্যুতে এত বেশি রাজনৈতিক চর্চা হয় যে হতাশ না হয়ে পারি না ।

২| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৪

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে সবকিছু নিয়েই রাজনীতি হয়।

৩| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫০

মোছাব্বিরুল হক বলেছেন: আনন্দের খুজ পাইলাম......................... বঙ্গেতে না জন্মালে হয়ত এত বিনোদন পাওয়াই হতনা।

৪| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৩

ঢাবিয়ান বলেছেন: ''ছাত্র অধিকার সংরক্ষন '' ব্যনারে এবার এই কোটাবিরোধি আন্দোলন হয়েছে। এই সংগঠনটি টিকিয়ে রাখতে হবে। ছাত্রলীগ এখন অনেক পলিটিক্স করবে এদের বিরুদ্ধে। তবে এই সংগঠনের মুল শক্তি সাধারন ছাত্র ছাত্রী। সংখ্যায় তাদের সংখ্যা ছাত্রলীগের কয়েকগুন। এই সংগঠনটি যদি জোড়ালোভাবে টিকে থাকতে সমর্থ হয় তবে একটা গুনগত পরিবর্তন আসবে বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের রাজনীতির প্রানকেন্দ্র। এখানের পরিবরতনের ঢেউ লাগলে সেই ঢেউ রাজণিতিতে আসতে বাধ্য।

৫| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমারও কেন যেন মনে হয় ৪ মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে আন্দলোনে প্রথম সারির নেতাদের সেই সংগে একটি রীট করে ঝুলিয়ে দেয়া হবে অনন্তকালের জন্য। :(

৬| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৩

শরীফুর রায়হান বলেছেন: কোটার সংস্করের পক্ষে করা রিটে হাই কোর্ট বিভাগ বলেছে কোটা দেওয়া না দেওয়া সরকারের বিষয় এটা বিচার বিভাগের বিষয় নয়। সুতরাং কোটার জন্য রিট করে ঝুলিয়ে দিতে পারবে না কিন্তু ৪ মামলায় কি হয় বলা যায় না।

৭| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: কোটা বাতিল!
পড়াশোনা শুরু করুন।
ওকে ফ্রান্স?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.