নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

রমজান মাসের কিছু ছবি যা আপনাকে হাসাবে এবং কিছুটা ভাবাবে। সামুপাগলা নিয়ে এলো ফটো ব্লগ উইথ লিটিল বকবক! :)

২৮ শে মে, ২০১৮ রাত ৮:২১

আমি প্রায় প্রতি পোষ্টেই প্রচুর বকবক করি, এবং পাঠকের মাথা ধরিয়ে দেই। আজ তাই নিয়ে এলাম ফটো ব্লগ। ;)

পবিত্র রমজান মাসকে সম্মান জানাই। আল্লাহ আমাদের সহায় হোন, আমরা যেন সকল পাপ কাজ থেকে দূরে থাকি এবং গুনাহর জন্যে ক্ষমা পাই। রমজান মাস নিয়ে এসব ছবির সাথে অনেকে রিলেট করতে পারবেন। ছবিগুলোর হাসাতে হাসাতে কিছু ভাবনার খোরাকও যোগাবে আশা করি।

-----------------------------------------------------------------------------------------------------------------------------

১)

ঠিক! আসলেই ক্ষিদে পেটে কোন কাজে মন বসে না। পুরো দিন একটা ঝিমঝিমে ভাব লেগেই থাকে! আর সেহরীতে দেরী করে উঠলে গুছিয়ে খাবার সময় থাকেনা, কোনভাবে ফ্রিজের সামনে গিয়ে যা পারা যায় চটজলদি খেতে হয়! :)

২)

আজকাল অনলাইনে ইফতারির ছবি শেয়ার করাটা একটা ট্রেন্ড। সেটাই দেখানো হচ্ছে। কেন যেন মনে হয় এভাবে পবিত্র একটি মুহূর্তকে ক্যামেরাবন্দি করার মানে নেই। শেয়ার করতে হলে আসলেই কোন অভুক্ত মানুষের সাথে ইফতারি শেয়ার করুন।

৩)

৪)

কিছু কিছু ছেলে বুঝে না বুঝে মেয়েদেরকে "রোজা রাখেন নি?, কয়টা রোজা রাখছ?" এমন কিছু প্রশ্ন করে। মেয়েটি যদি বিব্রতবোধ করে ছেলেটি হয় মজা পায় অথবা নিজেই অস্বস্তিতে পরে যায়। মেয়েরা পিরিওডের সময় রোজা রাখতে পারেনা। পিরিওড এমন কোন মজার বিষয় না, সো প্লিজ এটা নিয়ে মজা নেওয়া বন্ধ করুন। মেয়েদেরকে রমজানে বিব্রত করবেন না দয়া করে।

৫)

৬)
যাদের প্রচুর বিদেশী নন মুসলিম বন্ধু আছেন, তারা প্রতি রমজান মাসে এসব প্রশ্নের উত্তর দিতে দিতে কাহিল হয়ে যান!

৭)
ইফতারের পরের অবস্থা। সংযমের মাসে অসংসমী হবার চিরায়ত দৃশ্য!

৮)

৯)
সাধারণ সময়ে আমরা ভাত, পাউরুটি, মাছ মাংস, ফলমূল সব খাই। আর রমজানে তেলে ভাজা খাবারই ডায়েট পূর্ণ করে দেয়! অস্বাস্থ্যকর জেনেও কে দূরে থাকতে পারে? :)

১০)

১১)

১২)
সবার আশা তো এটাই থাকে যে রমজান মাসে দিনটি ধর্মকর্ম করেই কাটবে। কিন্তু অনেকের ক্ষেত্রে শুয়ে বসে, টিভি দেখে কখন ইফতারির সময় হবে সে ভাবনায় কেটে যায়!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

যদি কোন ছবি আগেও দেখে থাকেন, তবুও পুনরায় হাসতে ভুলবেন না। অবশ্যই ছবির ম্যাসেজগুলোকে নিয়ে ভাববেন। দোয়া করি, রমজানের বাকি দিনগুলোও আল্লাহ ভালোভাবে পার করে দিক। রমজান মাসের ভালো কাজগুলোর অনুশীলন চলুক সারা বছর!

সূত্র: অন্তর্জালের অলিগলি!

মন্তব্য ৮২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুমনি, পোস্টটি অনেক সুন্দর। পড়ে ফেললাম। অনেক ভালো লাগলো।

২৮ শে মে, ২০১৮ রাত ৮:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: সাজ্জাদ ভাইয়া! আপনাকে পোষ্টে পেয়ে ভীষন ভালো লাগল; মিষ্টি ডাকটি শুনতে পেলাম যে!

ভালো লাগায় আনন্দিত হলাম। ধন্যবাদ।
অনেক ভালো থাকবেন ভাইয়া।

২| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: যাক জলদি কমেন্টটা সেরে ফেললাম, এখন চশমা লাগাই B-)

২৮ শে মে, ২০১৮ রাত ৮:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: জলদি করেও সেকেন্ড হলে, প্রথম হতে পারলে না। আফসোস! ;)

৩| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩৯

লাবণ্য ২ বলেছেন: সুন্দর একটি পোস্ট ।ভালো লাগল।

২৮ শে মে, ২০১৮ রাত ৮:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ লাবণ্য আপু।
শুভেচ্ছা।

৪| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: আপু আমিও কিন্তু মিম মাষ্টার তবে আপনি দেখি আমার চেয়েও এগিয়ে। :) আপনাদের ওখানে রোজা ক'ঘন্টা?

২৮ শে মে, ২০১৮ রাত ৮:৫২

সামু পাগলা০০৭ বলেছেন: ইয়াংগার কারো কাছ থেকে নেট বিষয়ক কোনকিছুতে এগিয়ে থাকলে নিজেকে ভীষন কুল মনে হয়! ইয়ো! হাহা! ;)

১৭/১৮ ঘন্টার মতো হবে।

৫| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রত্যেকটি ছবিতে একটি বার্তা আছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: এক্স্যাক্টলি, একেকেটি ছবি হাজার কথার বার্তা দিচ্ছে।

আপনাকেও ধন্যবাদ মন্তব্যে।
ভালো থাকুন।

৬| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:০২

অর্থনীতিবিদ বলেছেন: দারুন মজার তো ছবিগুলো।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:১০

সামু পাগলা০০৭ বলেছেন: মজার সাথে সাথে ছবিগুলোতে শিক্ষনীয় ম্যাসেজেসও আছে। :)

ধন্যবাদ আপনাকে মন্তব্যে।
শুভকামনা জানবেন।

৭| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:১৩

কবীর হুমায়ূন বলেছেন: পড়লাম। দেখলাম। হাসলাম; তবে কম। শুভকামনা।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: কেন কম হাসবেন কেন? বেশি বেশি হাসুন। হাসতে তো টাকা লাগে না যে কিপ্টামি করবেন! ;) :)

পাঠ, দর্শন, এবং মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা আপনাকেও।

৮| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৩১

শামচুল হক বলেছেন: মন্দ নয়

২৮ শে মে, ২০১৮ রাত ৯:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: হুমম, ধন্যবাদ!
শুভেচ্ছা।

৯| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৩৮

শিখা রহমান বলেছেন: সামুর পাগলী ব্লগার আপনার লেখাগুলো খুব ভালো লাগে। :) পোষ্টটা মজা লেগেছে। ছবিগুলো দেখে হাসলাম। তবে প্রতিটা ছবিরই মেসেজ আছে। মজা করে মেসেজ দেয়া সহজ নয়। আপনি এই কঠিন কাজটা খুব অবলীলায় করেন।

শুভকামনা। ভালো থাকবেন।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: হেই শিখা আপু! পোষ্টে পেয়ে ভালো লাগল অনেক।

আন্তরিক ধন্যবাদ, শুধু একটি পোষ্টই নয়, ওভারঅল ব্লগিংএ অনুপ্রেরণা পেলাম আপনার কথায়।

পোষ্টটি পড়ে মজা পেয়েছেন জেনে ভালো লাগছে। আশা করছি ম্যাসেজগুলো মানুষের কাছে পৌঁছাবে।

আপনিও ভীষন ভালো থাকবেন আপু।

১০| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪৩

কাইকর বলেছেন: ভাল পোস্ট

২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যে।
শুভকামনা।

১১| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪৪

জোকস বলেছেন:




এই পোস্টি পড়ার রেসিপি

প্রথমে এক গামলা সময় নিন,
তারপর এক কাপ পরিমান মত লাইক দিন।
এরপর মাউসের স্ক্রোল বাটন দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকুন।
হয়ে গেলে স্বাদ মত হাঁসি দিন।
সব শেষে গরম গরম মন্তব্য পরিবেশন করুন। :P


আপু পোস্টটি হেব্বি টেস্ট হয়েছে। কামরে কামরে টেস্ট (হরেক রকম বার্তা)।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা! জোকস, জোশশশশ একটা মন্তব্য করেছেন। অনেকদিন মনে থাকবে এই মন্তব্যটি আমার।
আপনার মন্তব্য আমার পোষ্টের চেয়েও হেব্বি হয়েছে। অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।

১২| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:৪৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: সব মিলিয়ে ভালই হয়েছে।আপনি এখানে হাঁসির কথা বলছেন, হাঁসতে বলেছেন তবে আমার মনে হয় এখানে হাঁসির চাইতে শিক্ষনীয় অনেক কিছুই আছে। যাই হোক ভালই লিখেছেন। ভাল লাগল। ধন্যবাদ।

২৮ শে মে, ২০১৮ রাত ১০:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: না আমি শুধু হাসির কথা বলিনি। হাসির সাথে সাথে এটাও বলেছি যে ছবিগুলো আপনাদের ভাবাবে। ছবির ম্যাসেজগুলোর দিকে নজর দিতে বলেছি পোষ্টেও। ছবিগুলো এমন যে প্রথম দেখায় একটু হাসি এসে যাবে, এরপরে মনে হবে আসলেইতো! আমরা অনেকে এসব ভুল করিতো!

ভালো লাগায় কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকেও।
শুভেচ্ছা।

১৩| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:৪৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: এই পোষ্ট না পড়লে বুঝতামনা পাগলা যে কী জিনিস!!

২৮ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা! পোষ্ট পড়ার পরে কিছুটা হয়ত বুঝেছেন, তবে এখনো বুঝার অনেক বাকি আছে মনে হয়! ;)

ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।
শুভকামনা।

১৪| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:১৭

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার বুদ্ধিদ্বীপ্ত কয়েকটি ছবি পোস্ট করেছেন। প্রতিটি ছবিই রমজানের সাথে সামঞ্জস্যপূর্ণ। সব ছবিই ভাল লেগেছে। বিশেষ করে (২), (৩) ও (১১)। অনেক শুভ কামনা আপনার জন্য।

২৯ শে মে, ২০১৮ রাত ১:১১

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বি রমজানকে মাথায় রেখেই ছবিগুলো বাছা হয়েছে। আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত বোধ করছি।

ধন্যবাদ সুন্দর মন্তব্যে।
ভীষন ভালো থাকবেন।

১৫| ২৯ শে মে, ২০১৮ রাত ১:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৫ আর ১১ নং রাখাটা ঠিক হবে না। এসব অন্য ধর্মাবলম্বীরা উপহাস করবে ইসলাম নিয়ে...

২৯ শে মে, ২০১৮ রাত ২:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: না না উপহাসের কোন সুযোগ নেই। ছবিগুলো যাদের জন্যে সত্যি তাদেরকে আয়না দেখানো হয়েছে ব্যাস। এটা বলা হচ্ছে না সবাই এমন, এমন অনেক মানুষ রয়েছেন যারা সারাবছর সংযমী জীবনযাপন করেন। তবে যারা না বুঝে ভন্ডামি করেন একমাসের জন্যে তাদেরকে সতর্ক করা হচ্ছে ছবিগুলোতে।

পাঠ এবং মতামত প্রদানে ধন্যবাদ।
শুভকামনা!

১৬| ২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৪৪

মিরোরডডল বলেছেন: excellent!!!
মজার কিন্তু শিক্ষনীয়

২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠ ও মন্তব্যে। আনন্দিত হলাম।
শুভকামনা!

১৭| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: বিনোদন।

২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: বিনোদনের সাথে সাথে শিক্ষনীয়ও হবে আশা করি।

ধন্যবাদ মন্তব্যে।
শুভেচ্ছা।

১৮| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:২৪

মোস্তফা সোহেল বলেছেন: মজার ছবি ব্লগ!

২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: আন্তরিক ধন্যবাদ মোস্তফা সোহেল।
ভালো থাকবেন অবশ্যই।

১৯| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:০০

গরল বলেছেন: রমাদান নিয়ে এরকম মস্করা কি জায়েজ কিনা, কোরান হাদিস এর আলোকে ব্যাখ্যা করুন। আপনি কোটি রোজদারের ধর্মানুভূতিতে আঘাত করেছেন। তবে পোষ্টটা অনেক মজার যদিও জায়েজ কি নাজায়েজ না জেনে মজা নিতে পারছি না। জায়েজ হলে পরে মজা নিয়ে নিব।

২৯ শে মে, ২০১৮ সকাল ১১:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: আমি মশকরা করছি না কোনকিছু নিয়ে। ছবিগুলো বরং যারা রমজান মাসকে নিয়ে মশকরা করে তাদের আয়না দেখানোর জন্যে। অনেক মানুষ ইফতারির সময়ে দোয়া না পরে ছবি তোলে, সেটা আমার কাছে খারাপ কিছু মনে হয়। পিরিওডের সময়ে মেয়েরা নানা বিব্রতকর পরিস্থিতিতে পরে রমজান নিয়ে। এরকম আরো অনেক অসংগতিপূর্ণ রমজানের চিত্র নিয়েই পোষ্টটি। আমি একেকটি বিষয় নিয়ে একটি করে পোষ্ট দিতে পারতাম। কিন্তু একটি ছবি হাজার কথা বলার যোগ্যতা রাখে, তাই এভাবে পোষ্টটি এসেছে। মজার ছলে শিক্ষনীয় অনেক বার্তা দেওয়া আছে ছবিগুলোতে। মজার চেয়ে শিক্ষা নেওয়াটাই বেশি জরুরি।

আমি ভালোমনেই পোষ্টটি দিয়েছি। আপনাকে মেনে নিতে হবে না ভাই। এত ব্যাখ্যার প্রয়োজনীয়তা দেখছি না। পোষ্টটি যা বোঝানোর চেষ্টা করেছে তা আপনার কাছে পৌঁছায়নি কোন কারণে। কিন্তু অনেকের কাছেই পৌঁছেছে। আপনি এই পোষ্টটিকে নাজায়েজ ভেবে অপছন্দ করতেই পারেন। কোন সমস্যা নেই। টু ইচ দেয়ার ওন। আপনার মন যা বলবে, আপনার শিক্ষা যা ভাবাবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

আপনাকে আন্তরিক ধন্যবাদ পাঠ এবং মতামত প্রদানে।
সুন্দর হোক আপনার প্রতিটি ক্ষন।

২০| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০৮

গরল বলেছেন: আরে মস্করাতো আমি করলাম সেটা আপনি বুঝলেন না =p~ , যাই হোক বাঙ্গালী বিদেশে যেয়ে সমানে মদ খায়, ছেলেগুলো পুরো প্লেবয় হয়ে যায় কিন্তু শুধু শুকরের মাংস বর্জন করে, রোযার দিনে ঘুষ এর রেট বেড়ে যায়, পুলিশের ধর-পাকড় বেড়ে যায়, জিনিষপত্রের দাম বেড়ে যায় এমনকি রোজাদারদের খাওয়াও বেড়ে যায়। অতএব তাদের কাছে আপনার এসব ফটো আসলেই একটা মস্করা। আশা করছি কিছু বুঝাতে পেরেছি, আর না পারলে সেটা আমার ব্যার্থতা, সে জন্য দুক্ষিত।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: মদ খেতে বিদেশে যেতে হয়না। এমন প্রচুর প্রবাসী ছেলেমেয়ে আছে যারা সারাদিন চাকরি করে লম্বা সময় রোজা রাখে। তারা যে বিদেশে থাকে সেটা তাদের আচার ব্যবহারে বোঝা যায়না, একেবারেই দেশীয় মূল্যবোধকে আকড়ে ধরে রেখেছে। আবার আপনি যেটা বললেন তেমন প্রবাসীও আছে অনেক। কিন্তু দেশেও তো অনেক ছেলে আছে যারা মদ, মেয়ে নিয়ে পরে থাকে। একজন বাংলাদেশী প্রবাসী নাকি দেশে অবস্থানরত তার ওপরে ভালো খারাপ নির্ভর করেনা।
আমাদের সমাজের হিপোক্রেসিকে আপনি মন্তব্যে তুলে ধরেছেন, ভালো লাগল।

হুমম, আপনার আগের মন্তব্যটি যদি মশকরা হয়ে থাকে তবে বলব আসলেই আপনার ব্যর্থতা। সেই মন্তব্য পড়ে কারোরই বোঝার কথা না যে সেটা মশকরা। আপনি বেশ স্ট্রং কিছু কথা বলেছিলেন, কোন ইমো ব্যবহার করেননি। আবার এই মন্তব্যটি পড়ে অন্য পয়েন্ট অফ ভিউ চোখে পড়ছে। আপনি হয়ত একই জিনিস বোঝাতে চেয়েছেন পুরোটা সময়, কিন্তু প্রেজেন্ট করতে পারেননি ঠিকভাবে।

তবে দুঃখিত হবার কিছু নেই। আবারো মন্তব্য করে যাবার জন্যে ধন্যবাদ।
ভালো থাকবেন অবশ্যই।

২১| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৪২

তারেক_মাহমুদ বলেছেন: মজার ছলে শিক্ষণীয়, শুধুমাত্র না খেয়ে থাকাই রোজার শিক্ষা নয়। সব কাজেই সংযম প্রদর্শন করাই রোজার প্রকৃত শিক্ষা।

লাইক।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১

সামু পাগলা০০৭ বলেছেন: শুধুমাত্র না খেয়ে থাকাই রোজার শিক্ষা নয়। সব কাজেই সংযম প্রদর্শন করাই রোজার প্রকৃত শিক্ষা।
অসাধারণ বলেছেন আপনি। আপনার এই কথায় +++++!

অনেক ধন্যবাদ পাঠ এবং সুন্দর মন্তব্যে।
শুভ হোক আপনার প্রতিটি প্রহর!

২২| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:

:)
সখি ছোট্ট সংযমী মন্তব্য ;) রোজার মাসতো তাই :P
হা হা হা হা

++++++++++

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সখা! সকাল সকাল উঠে আপনাকে ব্লগবাড়িতে পেয়ে ভালো লাগল। :)

হাহা! পারেনও আপনি!

পাঠ, সংযমী মন্তব্য এবং প্লাসে আনন্দিত করলেন।
ভালো থাকুন।

২৩| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৭ নম্বর ছবির অবস্থা আমার প্রতিদিনই হচ্ছে।


ধন্যবাদ সামু পাগলা০০৭।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: সবারই সেই অবস্থা হেনাভাই। সারাদিন না খেয়ে থাকার পরে এতোসব মুখোরচক খাবার দেখলে কারই বা মাথা ঠিক থাকে? আর আমরা তো আবার জাত পাগল! :)

আপনাকেও পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।
সুখ ও শান্তিতে পূর্ণ হোক আপনার জীবন।

২৪| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিদ্রোহী ভৃগুর মতো আমিও রমজান মাসে সংযম পালন করছি। তাই ২৩ নম্বরে শুধু এক বাক্যে মন্তব্য করলাম। :-P

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: ব্লগের সবাই এভাবে পোষ্টে, মন্তব্যে কম কথা বলে সংযমী হবার চেষ্টা করলে ব্লগে একমাসের জন্যে তালা লেগে যেত! :D

এই জিভ ভেংচি দেওয়াটা তানিশা শিখিয়েছে নিশ্চই? হাহা।

শুভেচ্ছা।

২৫| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আজকে তানিশার টিকা দেওয়ার ডেট ছিল। মেয়েটা এত শক্ত যে দুই পায়ে দুটো ইনজেকশন দেওয়ার পরেও বেশিক্ষণ কাঁদেনি। আল্লাহ অসম্ভব সহ্য ক্ষমতা দিয়েছে তাকে। আলহামদুলিল্লাহ!

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: আল্লাহ! এটা কিন্তু অবাক ব্যাপার হেনাভাই। বাচ্চারা টিকা দেবার পরে মারাত্মক চিল্লাচিল্লি, কান্নাকাটি করে। থামানোই যায়না। আসলেই আমাদের তানিশা হাসিখুশি, হেলদি একটা বাচ্চা। আল্লাহর কাছে হাজার শোকর।

২৬| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

সুমন কর বলেছেন: দারুণ, অর্থবহ এবং প্লাস।

২৯ শে মে, ২০১৮ রাত ৮:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: ওহ! অনেক ধন্যবাদ মন্তব্য এবং প্লাসে। উৎসাহিত হলাম।
শুভেচ্ছা।

২৭| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৪১

ধ্রুবক আলো বলেছেন:

২৯ শে মে, ২০১৮ রাত ১১:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: ওয়াও! অনেক সুন্দর তো কার্ডটি! থ্যাংকস আ লটট!
আপনাকেও রমজান মোবারক।

২৮| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৪৪

ধ্রুবক আলো বলেছেন: ২ নং ছবিটায় যেটা দেখানো হচ্ছে সেটা আজকাল ভাইরাসের মত হয়ে উঠেছে। এটা একটা বিশাল সমস্যা।

২৯ শে মে, ২০১৮ রাত ১১:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: একদম ঠিক বলেছেন। উফফ! মানুষজন নতুন নতুন প্রযুক্তি হাতে পেয়ে কি করবে না করবে বুঝে উঠতে পারছেনা। নাহলে ইফতারি নিয়ে কেউ এমন ড্রামা করে? বড়রাও বাচ্চা হয়ে গিয়েছে, বাচ্চাদের কাছ থেকে আর কি আশা করতে পারি আমরা? আধুনিক যুগের সাথে পাল্লা দিতে গিয়ে পাগল হয়ে গেছে সব! X((

২৯| ৩০ শে মে, ২০১৮ রাত ১:১৪

মাআইপা বলেছেন:
দারুণ পোস্ট!!!
হাসতে ভুলিনি কিন্তু .......

৩০ শে মে, ২০১৮ রাত ১:২০

সামু পাগলা০০৭ বলেছেন: বেশ করেছেন। দুদিনের জীবনে হাসতে যাবেনা ভোলা। আর শিক্ষনীয় ব্যাপারগুলোও মনে রাখতে হবে।

মন্তব্যে উৎসাহিত করলেন। ধন্যবাদ।
শুভেচ্ছা।

৩০| ৩০ শে মে, ২০১৮ রাত ১:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: রমজানের চিত্র। ভালো লেগেছে আপু।

৩০ শে মে, ২০১৮ রাত ১:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার ভালো লাগায় আনন্দিত হলাম। কৃতজ্ঞতা জানাই।
শুভকামনা।

৩১| ৩০ শে মে, ২০১৮ রাত ২:০৫

ভুয়া মফিজ বলেছেন: ছবিগুলো মজার, সেই সঙ্গে ভাবায়ও বটে। অনেক কষ্ট করে সংগ্রহ করে আমাদের জন্য পোষ্ট করেছেন, তাই আপনার একটা ধন্যবাদ পাওনা হলো। :)

৩০ শে মে, ২০১৮ সকাল ৭:৫৯

সামু পাগলা০০৭ বলেছেন: মোস্ট ওয়েলকাম। আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যে। আনন্দিত হলাম।
শুভেচ্ছা।

৩২| ৩০ শে মে, ২০১৮ রাত ৩:১১

কিশোর মাইনু বলেছেন: Honestly একটা প্রশ্নের জবাব দিবেন আপু?!?!?
২ আর ১১ দিয়ে কি আপনাকে আটকানো যাবে বা বেকায়দায় ফেলানো যাবে?!?!?

৩০ শে মে, ২০১৮ সকাল ৮:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার প্রশ্নটি ঠিকভাবে বুঝতে পেরেছি কিনা জানিনা। তবে যা বুঝেছি সে অনুযায়ী জবাব দেই।

আমি কখনোই তেমন একটা ছবি তুলিনা। নিজেরও না, আশেপাশেরও না। কেন যেন ভালো লাগেনা। রমজান মাসে তো প্রশ্নই ওঠেনা। আর শপিংও প্রয়োজনে করা হয়। এমনি এমনি বারবার শপিং মলের চক্কর লাগাতে ভালো লাগেনা। ছবির পার্টিকিউলার স্বভাবগুলো আমার মধ্যে বছরের কোন মাসেই দেখা যায়না।

যাই হোক, পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
শুভকামনা।

৩৩| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:১৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: ১১ নম্বরটা ভালো ছিল B-)

৩০ শে মে, ২০১৮ রাত ৮:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: ৩, ৫ নাম্বারটাও ভালো কিন্তু! ;)

ধন্যবাদ মন্তব্যে।
শুভেচ্ছা।

৩৪| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:১১

কিশোর মাইনু বলেছেন: হতাশ করলেন। #:-S
ভেবেছিলাম কিছুক্ষণ ঝগড়া চালাব আপনার সাথে এটা নিয়ে।
সমস্যা না।ভবিষ্যতে আরো সুযোগ আসবে। :#) :#) :#)

৩০ শে মে, ২০১৮ রাত ৮:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা! কেন ভাই? ঝগড়া করার এত শখ কেন? :)

৩৫| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪৯

কিশোর মাইনু বলেছেন: ঝগড়া না করলে মজা লাগেনা

৩১ শে মে, ২০১৮ ভোর ৬:১০

সামু পাগলা০০৭ বলেছেন: ঝগড়া না করলে মজা লাগে না মানে? কি বলতে চান আপনি? এত বড় সাহস! আমি তো ভাবতেই পারছিনা। যত বড় মুখ নয় তত বড় কথা! আমার ব্লগবাড়ি কি ঝগড়া করার জায়গা? কি ভেবেছেন? আমি জানতে চাই ভেবেছেন টা কি? আমি ঝগড়াটে? আমি না, আপনিই একটা জাত ঝগড়াটে! ঝগড়াটে কোথাকার! ;) :D

ওপরের কথাগুলো মিছে মিছে ঝগড়া করে বলেছি। আপনাকে একটু মজা দিলাম আরকি। হাহা।
শুভকামনা।

৩৬| ৩১ শে মে, ২০১৮ ভোর ৪:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পোস্টটি দারুণ মজা দিয়েছে তবে ফানি ছবি ও কার্টুন বলে, এর বেশী কিছু দেখছিনা। যারা তাদের রবকে ভয় করে তারা সবসময়ই ভয় করে যদিও মাঝে মধ্যে শয়তান দ্বারা পরোচিত হয়ে খারাপ কর্ম বিবোর হয়ে যায়। তবে যদি কেহ রোজার দিনে একটু বেশী ইবাদত করে তাতেও তার পুরষ্কার একটু বেশী হবে। যাদের যে সমস্যা তাত চীরকালের সমস্যা নয়। কেননা মহান রব অনেক উদার যে কোন সময় তার সৃষ্টিকে ক্ষমা করে দিতে পারে। তবে তিঁনি যখন নিজে ওয়াদা করেছেন যে রোজাদারদের দুনিয়াবী সকল ভাল কর্মের ফল ফেরেস্তাদের দ্বারা দিবেন কিন্তু রোজাদারদের রোজার বিনীময় তিঁনি ওনার নিজ হাতে দিবেন। আমরা যারা বিশ্বাসী এটুকু বিশ্বাস করে নিতে মানা কোথায়!
প্রত্যেকটি ভাল কর্মও খারাপ কর্মের হিসাব হবে। মুসলমান হিসেবে এই বিশ্বাসবোধ হল তাওহিদের ইমান। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৈফিক দান করুন। আল্লাহর কাছে লাখো শুকরিয়া এই রমাদান সুস্হ্য সবল শরিরে পেয়েছি। আল্লাহ সবাইকে সুস্হ্য রাখুন। ও বুঝার ক্ষমতা দান করুণ।

৩১ শে মে, ২০১৮ ভোর ৬:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: সুজন ভাই! পোষ্টে আপনাকে পেয়ে অনেক ভালো লাগল।

অবশ্যই সুজন ভাই, আমিও মানি যে রোজার দিনে বেশি ইবাদাত করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং অন্য মাসের চেয়েও বেশি সংযমী হওয়া উচিৎ। এটি একটি পবিত্র মাস! এ মাসে যেকোন ভালো কাজের সওয়াব বেশি হয়ে যায়!

কিন্তু অনেকে না বুঝে রমজান মাসকে অবমাননা করে। রমজানটা যাক, তারপরে আবারো খারাপ কাজ শুরু করে দেব এই নিয়তে ভালো কিছু করা উচিৎ নয়। বরং, রমজানের তৈরি ভালো অভ্যাসগুলোর অনুশীলন সারাবছর ধরে রাখার একটা প্রত্যয় অন্তত থাকা উচিৎ সবার মাঝে। এই ছবিগুলোতে মজার ছলে সেটাই বোঝানো হয়েছে।

সময় নিয়ে সুন্দর মন্তব্য করার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা!

৩৭| ৩১ শে মে, ২০১৮ সকাল ৭:০৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ছোট আপু, পড়লাম, দেখলাম, ১১ নং দুই মিনিট ধরে দেখলাম অসম্ভব ভালো লাগলো।

৩১ শে মে, ২০১৮ সকাল ৭:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: ছোট আপু! ব্লগে আপু অনেকেই বলে, কিন্তু ছোট আপু প্রথম শুনলাম। ভালো লাগল।

যাই হোক, আপনার অসম্ভব ভালো লাগায় আমি অসম্ভব উৎসাহিত হলাম। ধন্যবাদ।
শুভকামনা!

৩৮| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:২৫

দিলের্‌ আড্ডা বলেছেন: রমজান মাসে রোজা রাখুক আর না রাখুক...অন্তত প্রকাশ্যে কেউ না খাওয়া-দাওয়া করুক।

আর আপনার ফটোব্লগের ফটোগুলোতে মজার ছলে কিছু বার্তা দিয়েছেন ধন্যবাদ।

৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, তবে আমার এটা মনে হয় যে অনেক নন মুসলিম আছেন, বা পিরিওড চলছে এমন মুসলিম নারী আছেন, অসুস্থ্য বৃদ্ধ বা যেকোন অসুস্থ্য ব্যক্তি যিনি রোজা রাখতে অপারগ, সবারই কেন লুকোছুপি করে খেতে হবে? যে রোজাদার সে নিজের চোখকে সংযত রাখবে, কাউকে খেতে দেখলেও তার কিছু যাওয়া আসা উচিৎ নয়। তাহলে একটা নন মুসলিম দেশে গেলে তো সে রোজাই রাখতে পারবেনা। কেননা এখানে রোজার মাসেও সবাই স্বাভাবিক ভাবেই খাওয়া দাওয়া করে।
অন্যরা কে কি করছে দেখার দরকার নেই, নিজের ধর্ম, নিজের বিশ্বাস, আল্লাহকে ভক্তি করে নিজের রোজা নিজের কাছে।
এটাই আমার মত। :)

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যে।
শুভেচ্ছা!

৩৯| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৫২

অজানিতা বলেছেন: ধন্যবাদ আপু, অনেক সুন্দর কিছু মেসেজ শেয়ার করেছেন।

অনেক ভালো থাকবেন।

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০

সামু পাগলা০০৭ বলেছেন: অজানিতা আপু, মোস্ট ওয়েলকাম।
আপনাকেও ধন্যবাদ মন্তব্য করে যাবার জন্যে।

শুভকামনা অজস্র!

৪০| ০১ লা জুন, ২০১৮ রাত ১:৩৩

কিশোর মাইনু বলেছেন: নিচের লেখাটা না লিখলেই তো হয়ত।।।
ঝগড়া করার তো চান্স ই দিচ্ছেন না।

০১ লা জুন, ২০১৮ ভোর ৪:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, ওটা দিতেই হতো। ব্লগে অনেকের সাথেই মিছে মিছে ঝগড়া করি। কয়েকবার ঝগড়া করার পরে আর নিচে কোন লেখা দিতে হয়না, বোঝাবুঝি হয়ে যায়। কিন্তু প্রথমবারে তো সামনের জন আসলেই কনফিউজড হয়ে যেতে পারে!

শোনেন, রিয়েল ঝগড়াটের চান্স দেওয়া লাগেনা, সে চান্স তৈরি করে নেয়। দোষ আপনার আমার না। ;)

৪১| ০১ লা জুন, ২০১৮ সকাল ১১:১০

উম্মে সায়মা বলেছেন: আমার অবস্থা ৯নং ছবির মত #:-S

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা! সবারই তাই অবস্থা আপু।

তোমাকে পোষ্টে পেয়ে ভালো লাগল। আসার জন্যে থ্যাংকস।
ভালো থেকো অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.