নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

দেশে দেশে ঈদ পালনের মজার রীতি, ছবিসহ! সামুপাগলার তরফ থেকে ঈদ মোবারক সকল ব্লগীয় দোস্ত, ভাই, বোন কে! :)

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

পোষ্টের শুরুতেই আমি সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই। দোয়া করি, সকলের ঈদ অনেক সুন্দর কাটুক। নিরাপদে যেন সবাই পরিবার পরিজনদের কাছে পৌঁছে যান এবং ফিরে আসেন।



ঈদ আসি আসি করছে। ঈদের দিনের চেয়ে বেশি "ঈদ আসছে! ঈদ আসছে!" দিনগুলোই বেশি মজার মনে হয়! পরিবার পরিজনের উদ্দেশ্যে অনেকেই রওয়ানা দিয়ে দিয়েছেন, তাদের ঈদ যেন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ঈদের আমেজ পুরো দেশে ছড়িয়ে পড়েছে।
আমাদের দেশের মতো পৃথিবীর সব দেশেই ঈদ উদযাপনের বিশেষ কিছু নিয়মরীতি রয়েছে। মজার ও শিক্ষনীয় সেসব সংস্কৃতি আমরা অনেকেই জানিনা। তাই সেসব নিয়েই আজকের পোষ্ট।

-----------------------------------------------------------------------------------------------------------------------------

১) ইন্দোনেশিয়া!

পৃথিবীর মোট মুসলিমের প্রায় ১৩% ই থাকেন ইন্দোনেশিয়ায়! তাদের জনসংখ্যার ৮৭% মুসলিম। তাই সেখানে ঈদ ভীষন ধুমধাম করে পালন করা হয়। দেশটিতে ঈদ উল ফিতার কে লেবারান বলা হয়ে থাকে।

ঈদের সন্ধ্যায় বাচ্চারা ড্রাম, টর্চ নিয়ে রাস্তায় প্যারেড করে।



রাতের আকাশকে আতশবাজির আলোয় রাঙিয়ে দেওয়া হয়।



মানুষজন ঈদ উপলক্ষ্যে নিজেদের শহরে আপন পরিবারের কাছে চলে যায়।
হালাল বি হালাল নামের অনুষ্ঠানের মাধ্যমে ইন্দোনেশিয়ানরা পরিবার ও বন্ধুদের সাথে সাক্ষাতকালে ঈদের শুভেচ্ছা জানায়, এবং ক্ষমা চায় পূর্ববর্তী কোন ভুলের জন্যে। এর জন্যে বড়রা ছোটদের দু হাত ধরে হাত মেলায়, এবং ছোটরা বড়দের হাত, কপাল, গাল স্পর্শ করে।




২) টার্কি!

টার্কির মোট জনগোষ্ঠীর ৯৮ -৯৯% ই মুসলিম! ঈদ উৎসব এদেশে বিশেষ গুরুত্ব বহন করে।

টার্কিতে পবিত্র ঈদ উল ফিতার কে রামজান বায়রাম অথবা সেকের বায়রামও বলা হয়ে থাকে। বায়রাম শব্দটির মানে হচ্ছে জাতীয় ভাবে পালিত উৎসব।

এই দিনে অনেকে কবরস্থানে গিয়ে মৃত মানুষের জন্যে প্রার্থনা করেন।

একটি মজার ঈদ সংস্কৃতি আছে তাদের। বাচ্চারা পাড়া প্রতিবেশীদের বাড়িতে গিয়ে বলে "শুভ বায়রাম", এবং নানা রকম টার্কিশ মিষ্টি, চকলেট, পেস্ট্রি অথবা টাকা পেয়ে থাকে। তাই ঈদকে সামনে রেখে দেশটিতে মিষ্টি কেনার ধুম পড়ে যায়।



ছোটরা বড়দের ঈদের শুভেচ্ছা জানাতে, ডান হাতে চুমু খায়।




৩) আফগানিস্তান!


আফগানিস্তানের ৯৯.৭% ই মুসলিম! ঈদ উৎসব বিশেষ ভাবে পালিত হওয়াই স্বাভাবিক।

আফগানরা নতুন পোশাক পরিধান করে, ঈদের নামাজ আদায় করে, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে, বাড়ি পরিষ্কার করে, মজার সব খাদ্য রান্না করে ঈদকে স্বাগতম জানায় অন্য যেকোন দেশের মতোই।

তবে তাদের ভীষন মজার একটি ঈদ ট্রাডিশন আছে যার নাম টখম-জ্যান্গি অথবা ডিম যুদ্ধ! এই উৎসবে সকল বয়সের মানুষ খোলা জায়াগায় মিলিত হয় সেদ্ধ ডিম নিয়ে এবং একে অপরের ডিম ভাঙ্গার চেষ্টা করে!



৪) সোমালিয়া!

সোমালিয়ার ৯৯% মানুষ মুসলিম।

ট্রাডিশনাল নাচের মাধ্যমে ঈদকে স্বাগতম জানাচ্ছেন এক সোমালি পুরুষ।



ঈদ উপলক্ষ্যে এক নারী হাতে মেহেদী দিয়েছেন।



অন্যান্য দেশের মতোই, ঈদের দিনে নতুন পোশাক পরিধান করেন সোমালিরা।



পরিবার পরিজনের সাথে মুখোরচক ট্রাডিশনাল খাদ্য উপভোগ করে থাকেন।



৫) মরক্কো!

দেশটির ৯৯% জনগোষ্ঠী ইসলাম ধর্মালম্বী!

যাকাত আল ফিতর মরক্কোর গুরুত্বপূর্ণ ঈদ ট্রাডিশন। এদেশে যাকাত আল ফিতার শোধ করার আগে পরিবারগুলো পবিত্র ঈদ উল ফিতার উদযাপন করতে পারেনা! যাকাত আল ফিতার পরিশোধের শেষ সময়সীমা ঈদের নামাজের আগ পর্যন্ত। তারপরে যদি কেউ দেয় তবে সেটা দান হিসেবে গণ্য হলেও যাকাত হিসেবে গণ্য হবেনা। এটা অপশনাল না, প্রতিটি পরিবারকে যাকাত আল ফিতার আদায় করতেই হবে নির্ধারিত সময়সীমার মধ্যে। দেশটির ইসলামিক আইন বাধ্যতামূলক করেছে যাকাত আল ফিতারকে। বেশিরভাগ পরিবারই ঈদের কদিন আগেই যাকাত আল ফিতার আদায় করে দেয়। পরিবারের প্রধানকে দায়িত্ব পালন করতে হয়।

সাধারণত যাকাত আল ফিতার হিসেবে প্রধান খাদ্য দ্রব্য গম ও ময়দা নেওয়া হয়, তাছাড়া টাকা, এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যও গ্রহণ করা হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী এক ব্যাগ গমের সমান দান করতে হবে পরিবারের প্রতি সদস্যের পক্ষ থেকে।



পুদিনার চা এবং প্যানকেক, পেস্ট্রি সহ নানা ধরণের খাবার মরোক্কানরা পরিবারের সাথে উপভোগ করেন ঈদের দিনে।



ছবি ও তথ্যসূত্র: অন্তর্জাল!

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুমণি, ঈদ মোবারক।

Selamat Hari Raya Aidilfitri Maaf Zahir Dan Batin
( ঈদুল ফিতরের শুভেচ্ছা। অন্তরের ও বাহিরের সব ভুলের জন্য মাফ চাই। )

১৪ ই জুন, ২০১৮ রাত ৮:২১

সামু পাগলা০০৭ বলেছেন: ভাইয়াআআআ! আপনি এই পোষ্টে না আসলে আমি ঈদের দিন আপনার ব্লগবাড়িতে যেয়ে ঈদ মোবারক জানিয়ে আসতাম। অনেক ভালো লাগল আপনাকে পেয়ে।

ঈদ মোবারক আপনাকেও। ভীষন ভালো কাটুক ঈদের দিনটি! আল্লাহ আমাদের সবার সকল ভুলের জন্যে মাফ করে দিক।

২| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুমণি, তুমি মারাত্বক একটা পোস্ট দিয়েছ। তুমি এতো সুন্দর লেখ যে পড়তে খু্ব আরাম লাগে। শত হলেও আমার আপুমণি তো।

১৪ ই জুন, ২০১৮ রাত ৮:২২

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, আপুমণি বলেই আমি যাই লিখি আপনার ভালো লাগে। এত স্নেহের জন্যে আমি ভীষনই কৃতজ্ঞ বোধ করি।

ধন্যবাদ উৎসাহ দেবার জন্যে।

৩| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:১১

কাইকর বলেছেন: বাহ...অনেক অজানা কিছু জানলাম। ইদ মোবারক

১৪ ই জুন, ২০১৮ রাত ৮:২২

সামু পাগলা০০৭ বলেছেন: নতুন কিছু জানাতে পেরে আনন্দিত বোধ করছি।

ঈদ মোবারক আপনাকেও। অনেক আনন্দে কাটান ঈদের দিনটি।

৪| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মরক্কোর ওটা যাকাত হবে, নাকি ফিতরা? আমার জানামতে, যাকাত সবাইকে দিতে হয় না। শরিয়া মোতাবেক, একটি নির্দিষ্ট পরিমান অর্থ সম্পদ থাকলেই কেবল তার উপর আড়াই শতাংশ যাকাত আদায় করতে হয়। যাদের ওই পরিমান অর্থ সম্পদ নাই, তাদের উপর যাকাত ফরজ নয়। তবে একমাত্র ভিক্ষুক ছাড়া ফিতরা সবাইকেই আদায় করতে হয়।
যাই হোক, মরক্কোর ব্যাপারটা আমার কাছে একটু অস্পষ্ট থেকে গেল।

ধন্যবাদ সামু পাগলা০০৭।

১৪ ই জুন, ২০১৮ রাত ৯:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: হেই হেনাভাই! পোষ্টে পেয়ে ভালো লাগল।

অগ্রীম ঈদ মোবারক!

হেনাভাই, ওরা একে যাকাত আল ফিতার বলে থাকে। আপনার কথা আমি বুঝতে পারছি, এবং অবশ্যই তা ঠিক। যাকাত একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মানুষ নির্দিষ্ট পরিমাণ অর্থের মাধ্যমে দেয়।

যাকাত এবং যাকাত আল ফিতার এক বিষয় নয়। তবে হয়ত ওদেশে মানুষ যাকাত শব্দটাই বেশি ব্যবহার করে থাকেন। কেননা এক মরক্কোন যাকাত আল ফিতার বিষয়ক কর্মকর্তা বলেছেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না দেওয়া হয় তবে সেটাকে ধর্মীয় যাকাত মনে করা হয়না, দান মনে করা হয়।

আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে যেটা আমি বোঝাতে চেয়েছিলাম।
অনেক ধন্যবাদ ব্যাপারটি ধরিয়ে দেবার জন্যে, অন্য পাঠকদের সুবিধা হবে আশা করি।

আপনাকেও অনেক ধন্যবাদ হেনাভাই।

৫| ১৪ ই জুন, ২০১৮ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: অনেক দেশের ঈদ উৎসব জানা হলো, ঈদের আগে ফিৎরা আদায় করতে হয় এটা জানি যাকাতও আদায় করতে হয় কিনা জানি না। কারণ যাকত তো ঈদের সাথে সম্পর্ক নয়, যাকাত নির্ভর করে তার সম্পদের উপর।

১৪ ই জুন, ২০১৮ রাত ৯:১২

সামু পাগলা০০৭ বলেছেন: প্রামাণিক ভাই, আপনাকে পোষ্টে পেয়ে ভীষনই ভালো লাগল।

ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই!

এ বিষয়ে আমি ওপরের কমেন্টে হেনাভাইকে বলেছি। তাছাড়া পোষ্টেও আরেকটু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। যাকাতের পরিবর্তে যাকাত আল ফিতার শব্দটি ব্যবহার করেছি। আশা করি কারো আর কনফিউশন হবেনা। :)

অনেক ধন্যবাদ মন্তব্যে।

৬| ১৪ ই জুন, ২০১৮ রাত ৯:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুমণি, তুমি মারাত্বক একটা পোস্ট দিয়েছ। তুমি এতো সুন্দর লেখ যে পড়তে খু্ব আরাম লাগে। শত হলেও আমার আপুমণি তো।

আমি যাকে সামুপাগলা জানি আজ থেকে তাকে সামু পাগলী ভাবতে হবে!
নামের কি যাদু !! নাম দিয়ে হয়না সবার পরিচয় !!

তবে পাগল হোক বা পাগলী তথ্যগুলো কিন্তু খুব দামী

১৪ ই জুন, ২০১৮ রাত ৯:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা! আপনি এতদিন আমাকে ছেলে ভাবতেন সেটা আমি আজ জানলাম! অবশ্য দোষ নেই আপনার, আমার নিক নেমটা এমনই!

অগ্রীম ঈদ মোবারক আপনাকে!

নামের কি যাদু !! নাম দিয়ে হয়না সবার পরিচয় !!
একদম খাঁটি কথা বলেছেন!

তথ্যগুলো কিন্তু খুব দামী
হুম, আমারো তাই মনে হয়। সকল দেশের ইসলামিক কালচারে কিছুটা ভিন্নতা থাকলেও ভালোবাসা অটুট থাক।

আন্তরিক ধন্যবাদ মন্তব্যে।
শুভকামনা!

৭| ১৪ ই জুন, ২০১৮ রাত ১০:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো আমরা কম বেশী জানি দেখি। তার চেয়ে কানাডার ঈদ নিয়ে কিছু ছবি টবি দেন। আমরা দেখি, জানি...

১৪ ই জুন, ২০১৮ রাত ১০:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল।

কেন কানাডার বা পশ্চিমা দেশের ঈদও কি কমবেশি জানেন না? প্রতিবার তো দেশের খবরে দেখি, প্রবাসীরা ঈদ করলেন। সেখানে প্রবাসীরা ক্যামেরায় ইন্টারভিউ দেয়, আজকেও কাজে যেতে হচ্ছে! কি ছবি দেব! ঈদের রংটা কানাডার কোণায় কোণায় ছড়িয়ে পড়ে না। শুধু যেখানে প্রচুর মুসলিম আছে সেখানে খানিকের জন্যে উৎসবের আমেজ থাকে, বাকি সব জায়গা স্বাভাবিক ভাবে নিত্যদিনের মতো চলে।

আমি একটু আগেই আড্ডাঘরে আমার ঈদ নিয়ে কিছু কথা বলেছিলাম। সেটা আপনাকেও দিচ্ছি।

বাড়িতেই তো থাকব ঈদের দিনেও। আসলে যারা দেশে থাকেন অথবা কোন মুসলিম দেশে থাকেন তারা হয়ত বিশ্বাসই করবেন না যে অনেকের ঈদ একদম নরমাল দিনের মতো কাটে। দোকান পাট, পাড়া প্রতিবেশী সকল জায়গায় ঈদের কোন আমেজ থাকেনা। ঈদ কি অনেকে জানেনও না। তাই মনও সেভাবে এক্সাইটেড হয়না ঈদ নিয়ে। আমার ঈদ বিষয়ক কর্মকান্ড বাবা মাকে সালাম করা, সালামি নেওয়া, মায়ের হাতের বিশেষ রান্না খাওয়া, দেশে পরিবারকে ফোন করা এবং আড্ডাঘরে/ব্লগে সবাইকে ঈদ মোবারক জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। ফর মোস্ট পার্ট ইটস লাইক এনি আদার ডে ফর মি!

আর এই পোষ্টে কানাডার কথা আসেনি কেননা নতুন কিছু জানতে চেয়েছিলাম আমি নিজেও! :)

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
শুভেচ্ছা।

৮| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:০৯

অচেনা হৃদি বলেছেন: মেহেদি মাখা সোমালিয়ান হাত আর সোমালিয়ান পুরুষের নৃত্য দুটোই বেশ চমৎকার । :|
আপু আপনাকে হৃদির পক্ষ থেকে আগাম ঈদ মোবারক ।

১৪ ই জুন, ২০১৮ রাত ১১:১২

সামু পাগলা০০৭ বলেছেন: হেই হৃদি আপু! পোষ্টে আসার জন্যে থ্যাংকস।

আপনাকেও আমার পক্ষ থেকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই। ভীষন সুন্দরভাবে ঈদ কাটান।

আপনি কি ঈদে দেশের বাড়িতে যান/গেছেন নাকি নিজের বাড়িতেই থাকবেন?

৯| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:১৬

অচেনা হৃদি বলেছেন: আপু আমার শহরের ঠিকানা হতে দেশের বাড়ি বেশি দূরে নয় । এমনকি সকালে রওয়ানা দিয়ে আমরা দেশের বাড়িতে গিয়ে ঈদ করতে পারি । এখনো দেশের বাড়িতে যাইনি, ঈদের আগের দিন আবহাওয়ার অবস্থা দেখে দেশের বাড়ি যেতে পারি । বৃষ্টি হলে যাবো না । 8-|

১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: ওয়াও আপু! সো লাকি! আপনাকে অন্য অনেকের মতো দেশের বাড়িতে যাবার জন্যে ঝক্কি ঝামেলা পোহাতে হয়না। বাস, ট্রেইন সবজায়গায় তো দেখেনই কেমন ভীর! আমার ভয় লাগে মানুষগুলোকে দেখে, যদি কোন একসিডেন্ট হয়! উফফ!

হুমম, বৃষ্টির মধ্যে কাদাময় রাস্তায় ট্রাভেলিং কঠিন, তবে ঠান্ডা ঠান্ডায় ট্রাভেল করতে আমার ভীষনই ভালো লাগে। :)

নিজের বাড়ি হোক বা দেশের বাড়ি, ভীষন সুন্দর একটা ঈদ কাটান আপু।

১০| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৫৬

সৈয়দ ইসলাম বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই ওরফে আমাদের নয়নতারার বন্ধুকে ইদানীং দেখা যায় না, তবে আপনার পোস্টে উনাকে পেয়ে খুবই ভাল লাগলো।

অনেক পরিশ্রমের পোস্ট, সেটা বুঝাই যাচ্ছে। ভিন্ন দেশের ভিন্ন আনন্দ উপভোগ করানোর জন্য আপনাকে ধন্যবাদ ;আপুনি!

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:১০

সামু পাগলা০০৭ বলেছেন: ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই।

হেনাভাই তো আড্ডাঘরে প্রায়ই আসেন। কদিন আগে একটি পোষ্ট করলেন। সবমিলে খেয়াল করে ওনাকে ঘনঘন দেখতে পারবেন আশা করি।

হ্যাঁ, আমাদের নয়নতারা! এত কিউট একটা বাচ্চা! মাশাল্লাহ!

ইউ আর মোস্ট ওয়েলকাম ভাই।
আপনাকে ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।

১১| ১৫ ই জুন, ২০১৮ রাত ১:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঈদ মোবারক।
চমৎকার ছবিও ক্যাপশন জুড়ে পোস্টটিকে তাৎপর্যপূর্ণ করেছেন।
"তাকাব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম।"

১৫ ই জুন, ২০১৮ ভোর ৬:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকেও ঈদ মোবারক সুজন ভাই।

অনেক ধন্যবাদ, উৎসাহিত হলাম মন্তব্যে।
ভীষন ভালো থাকুন।

১২| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
কত দেশ কত রং
কত স্টাইল কত বরণ
সবশেষে খুশির এক রং
মূখে মিষ্টি হাসি :)

ঈদে ঈদ মোবারক
বলতে ভালবাসি :)

ঈদ মোবারক সখি :) দারুন সমৃদ্ধ পোষ্টে ঈদের খুশিকে আরো ঋদ্ধ করে তুলল।
আমাদের বাংলার বাঙালীর ঈদের এমন কোন বিশেষত্ব কিছু কি নেই?
দেশের কথা ছাড়া পোষ্টটি কেমন খালি খালি লাগলো !

পরবাসে ঈদ কাটুক খূশির সাথে, আনন্দে আর উচ্ছলতায় অফুরান শুভকামনা :)

১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সখা!

ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাকে।

বাহ! সুন্দর ছড়া তো। (এটা আমি পুরোপুরি বুঝেছি) ;)

আসলে প্রতিটি পোষ্টের তো একটি বিশেষ থিম থাকে, এই পোষ্টটির থিমই ছিল নানা দেশে ঈদের কালচার। দেশের ঈদ কালচারগুলো অনেকেই মোটামুটি জানেন। যদিও গ্রামে নানা ধরণের মেলা হয়, প্রতিযোগিতা হয় শুনেছি। সেসব নিয়ে লিখলে পুরো পোষ্টের থিম দেশীয় ঈদই হতো। হয়ত কোনদিন লিখে ফেলব তেমন কিছু।

পরবাসে ঈদ আর খুশি, আনন্দ, উচ্ছলতা! হাহাহা, দ্যাট ডাজন্ট হ্যাপেন!

যাই হোক, আপনি অনেক সুন্দর ভাবে ঈদ পালন করুন। সকল শুভেচ্ছা রইল।

আচ্ছা সখা আপনি কি দেশের বাড়িতে যেয়ে ঈদ করেন?

১৩| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: আনন্দে কাটুক ঈদ-উল-ফিত্‌র-এর দিনটা
আর শান্তিতে সারা বছর।

১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: বাহ! সুন্দর শুভকামনা জানালেন!

আপনাকে ঈদ মোবারক। আপনজনদের নিয়ে অসাধারণ একটি ঈদ কাটান।
সুখ ও শান্তিতে ভরে উঠুক আপনার জীবন।

১৪| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: নিজের দেশ ছাড়া অন্যান্য দেশে কিভাবে ঈদ উদযাপন করা হয় এই কথা তো কখনো ভাবিনি :P তবে ভাবা অথবা জানার ইচ্ছে টা থাকা উচিত ছিল।

খুব ই চমৎকার লিখেছেন আপু। অনেক কিছু জানা হল এবং ভালো লাগল খুব জেনে ।

১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

সামু পাগলা০০৭ বলেছেন: কথা আপু! পোষ্টে পেয়ে ভালো লাগল।

ঈদ মোবারক, খুব সুন্দরভাবে পালন করুন ঈদের দিনটিকে।

হাহাহা, আমিও অনেকদিন পর্যন্ত ভাবিনি। বিদেশে এসে নানা দেশের প্রতি আগ্রহ তৈরি হয়েছে।

অনেক ধন্যবাদ। ভীষনভাবে অনুপ্রাণিত করলেন।
শুভেচ্ছা।

১৫| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৪

সনেট কবি বলেছেন: ঈদ মোবারক

১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: ঈদ মোবারক কবি! অসাধারণ একটি ঈদ কাটান।

১৬| ১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

দিলের্‌ আড্ডা বলেছেন: নানান দেশের নানান রীতি।

জেনে ভালো লাগলো।

১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: ভালো লাগা জানিয়ে আনন্দিত করেছেন। ধন্যবাদ।

ঈদ মোবারক জানাই আপনাকে।

ভালো থাকুন।

১৭| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:১০

সেলিম আনোয়ার বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো ।

১৫ ই জুন, ২০১৮ রাত ৮:২২

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে যাবার জন্যে।
আপনাকেও ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাই।

১৮| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:২০

জোকস বলেছেন: ঈদ মোবারক।

১৫ ই জুন, ২০১৮ রাত ৮:২৪

সামু পাগলা০০৭ বলেছেন: হেই জোকস! ভালো আছেন আশা করি।

ঈদ মোবারক জানাই আপনাকেও! সুন্দরভাবে পালন করুন ঈদের দিনটিকে।

১৯| ১৬ ই জুন, ২০১৮ রাত ৩:৪৬

কিশোর মাইনু বলেছেন: ঈদ মোবারক পাগলা আপু।।।

১৬ ই জুন, ২০১৮ সকাল ৮:১২

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ ঈদ শুভেচ্ছা জানিয়ে যাবার জন্যে।

ঈদ মোবারক! সুন্দরভাবে পালন করুন ঈদের দিনটিকে! :)

২০| ১৬ ই জুন, ২০১৮ সকাল ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

< আচ্ছা সখা আপনি কি দেশের বাড়িতে যেয়ে ঈদ করেন?

: ছোটকালে যেয়ে করতাম। এখন আর যাওয়া হয় না। যদিও খুব নিকট দূরত্ব! ঘন্টাখানেকের জার্নি মাত্র!
আব্বা বেঁচে থাকতে আব্বার সাথে গ্রামে যেতাম নিয়মিত :)

আজ আমাদের শুরু হল ঈদ :)
আবারো ঈদের শুভ কামনা সখির জন্যে অফুরান
যদিও নেই হেথা ফিরনি পায়েস সেমাই
শুধু মিষ্টি কথায়, মনের শুভকমানায়
ঈদ শুভেচ্ছা জানাই :)

১৭ ই জুন, ২০১৮ সকাল ৭:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: ঈদ মোবারক আবারো!

হুমম, আসল যাবার কারণটাই চলে গেলে জায়গাগুলোও নিষ্প্রাণ হয়ে যায়। আমার সাথেও এমনকিছু হয়েছে।

সুন্দর মিষ্টি ছড়ায় থ্যাংকস আ লট!

অনেককক ভালো থাকবেন প্রাণসখা!

২১| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৪

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনাকে জানাই ঈদুল ফিতর এর অনেক অনেক শুভেচ্ছা আপুনি B-)
ঈদ মোবারক।

১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: হেই বৃষ্টি আপু! অনেক ভালো লাগল পোষ্টে পেয়ে।
শুভেচ্ছা জানিয়ে যাবার জন্যে ধন্যবাদ।

ঈদের আন্তরিক শুভেচ্ছা আপনার প্রতিও। ঈদ মোবারক!
ভীষন ভালো থাকুন।

২২| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: দেরিতে হলেও পড়ে গেলাম।ভাল লেগেছে।

২৫ শে জুন, ২০১৮ রাত ৯:২৩

সামু পাগলা০০৭ বলেছেন: লেট ইজ বেটার দ্যান নেভার! হাহা। আন্তরিক ধন্যবাদ সময় করে একটু পুরোন পোস্টটিও পড়ার জন্যে।
ভালো লাগায় অনেক উৎসাহিত হলাম।

শুভকামনা!

২৩| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫১

হাসান রাজু বলেছেন: এই পোস্ট লুকানো ছিল নাকি ?
নাহ আমিই লুকিয়ে লুকিয়ে সামুতে ঢুঁ দিয়েছি।
ঈদ সহ সব উৎসবের সব ছবিই সুন্দর, রঙিন। ছেলে বুড়ো সবার মুখেই যে হাসি। আমাদের ঈদ ও কম সুন্দর না। ছোটদের জন্য পুরো ঈদ। মাঝ বয়সিদের ঈদের শপিং পর্যন্ত। আর বড়দের মেহমানদারিতে।
সুন্দর টুকটুকে একটা পোস্ট। ধন্যবাদ নিবেন নাকি? একটু বাসি হয়েছে এই যা। কিন্তু ফরমালিন ফ্রি ও নেচ্যারাল।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: সেটাই, আপনিই লুকিয়ে থাকার কারণে প্রকাশ্য জিনিসগুলো দেখতে পারেন নি। হাহা।

একদম, দেশে বিদেশে এটাই তো ঈদ! সবার মুখে হাসি লেগে থাকে।

ছোটদের জন্য পুরো ঈদ। মাঝ বয়সিদের ঈদের শপিং পর্যন্ত। আর বড়দের মেহমানদারিতে।
ভালোই বলেছেন। একটা বয়সে নেবার ঈদ, আরেকটা বয়সে দেবার ঈদ। দুটোতেই আনন্দ আছে ভিন্নভাবে।

অবশ্যই নেব, কষ্ট করে পোস্ট লিখলাম, একটা ধন্যবাদ তো পেতেই পারি। ;)

আপনাকেও সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.