নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

আড্ডাঘরে প্রাণখুলে মনের কথা বলতে চলে আসুন সামুপাগলার ব্লগবাড়িতে :) তর্ক বিতর্ক টপিক: বাংলা মিডিয়াম/ইংলিশ মিডিয়াম?!

২৭ শে জুন, ২০২০ রাত ৮:৫৩



গত চার বছরের গপ্প! ৪ বছর! কত লম্বা একটি সময় যেন চোখের পলকেই কেটে গেল! অবশ্য সুন্দর সময়গুলো তো নি:শ্বাসের গতিতে দৌড়ায়! ২৭ এ জুন, ২০১৬ সালে সামুতে আমি একটি আড্ডাপোস্ট দেই। উদ্দেশ্য ছিল সামুতে হৈ হুল্লোড়ে আবহ তৈরী করা কিছু দিনের জন্যে! সেই দিনের উদ্দেশ্য যে মাস গড়িয়ে বছরে চলে আসবে তা কল্পনাতেও ছিলনা। কিভাবে ছোট্ট একটি আড্ডাপোস্ট সামুর দীর্ঘতম আড্ডাঘর হয়ে গেল সেই গপ্প জানতে চান? শুনুন তবে। :)

প্রথম আড্ডাঘরে প্রচুর ব্লগার এসে জমজমাট ভাবে আড্ডা দিতে থাকেন। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যায় কিন্তু আড্ডাঘর প্রথম দিনের মতোই প্রানবন্ত থাকে। আড্ডা দিতে দিতে বেশ কিছু রেগুলার আড্ডাবাজ আমরা পাই। প্রতিদিন আড্ডা দিতে এসে যারা একে অপরের সাথে এমন বন্ধুত্বে আবদ্ধ হয়ে যান যে আড্ডাঘরে না এসে থাকতেই পারেন না!
বেশ কমাস আনন্দে কেটে যাবার পরে আড্ডাঘরে মন খারাপ সুর বেজে উঠল! আড্ডাঘরের হোস্টের তো ব্রেইক শেষ শেষ, ক্লাস শুরু হয়ে যাবে, সে আর সময় দিতে পারবেনা ব্লগে ও আড্ডাঘরে। মিলনমেলা ভাঙ্গার সময় এলো বুঝি!
সবার মন খারাপের মাঝে আড্ডাঘরের সর্দার হেনাভাই বলে উঠলেন, আড্ডা চলুক না! আড্ডাহোস্ট সময় পেলে আসবে, নাহলেও সবার বন্ধন এমন গাঢ় আড্ডাঘর চলতে থাকবে! কাঁটায় কাঁটায় ফলে গেল তার কথা। চলতে চলতে লম্বা পথ পারি দিয়ে দিল আড্ডাঘর। কোন একজনের ওপরে কখনো নির্ভর করেনি, সবাই মিলেই আড্ডাঘরকে এতদূর এনেছে।
হাসি মজায় দিন কাটতে কাটতে হুট করে আবার বাঁধল বিপত্তি! ৮১৬৩ টি বিপুল সংখ্যক কমেন্টের কারণে প্রথম আড্ডাঘর আর লোড হতো না! কেউ ঢুকতে পারছে না। কি করা যায়, কি করা যায়? এতদিনের মায়ার ঘরটিকে ছাড়তে মন তো চায়না। তবুও প্রযুক্তির কাছে হেরে আরেকটি আড্ডাঘর দেওয়া হলো। এরপরে এক, দেড়, দুই, আড়াই, তিন, সাড়ে তিন বছর পূর্তি উপলক্ষ্যে এবং লোডিং সমস্যার কারণে আরো কয়েকটি আড্ডাঘর দেওয়া হয়। আজকে আড্ডাঘরের চতুর্থ জন্মদিনের উপলক্ষ্যে এলো এই আড্ডাঘরটি।
মজার ব্যাপার, এত লম্বা সময়ে এমন এক সপ্তাহ বোধহয় যায়নি যখন আড্ডাঘরে কোন কমেন্ট পড়েনি। প্রত্যেক আড্ডাবাজ নানা বয়স, স্থান, পেশার হলেও মনের মিলে এক হয়ে আছেন। সবারই ব্যস্ত জীবন পড়াশোনা, চাকরি, ব্যাবসা নিয়ে। কিন্তু কেউ না কেউ সময় বের করে আড্ডাঘরকে সচল রেখেছেন। সকল আড্ডাঘরেই পুরোন আড্ডাবাজের সাথে নতুন আরো কিছু সংগী সাথী পেয়েছি আমরা। বেড়েছে আড্ডা পরিবারের সদস্য সংখ্যা।
এই আড্ডাবাজদের আন্তরিকতা এমনই যে একবার কয়েকজন আড্ডাবাজ মিলে আড্ডা সর্দার হেনাভাইয়ের বাড়িতে চলে গেলেন কিছু না বলে! হেনাভাইয়ের পুরোপুরি চমকে দিতে কত কষ্ট করেই না তারা ঠিকানা খুঁজলেন! অনেক আড্ডাবাজ আড্ডাঘরের বাইরেও ফোন, ফেসবুকে কানেক্টেড আছেন। সম্পর্কগুলো ব্লগের পরিসীমা ছাড়িয়ে বহুদূরের যাত্রা করে ফেলেছে!

এইতো গেলো ইতিহাসের কথা। এই ইতিহাসের নতুন পাতার গল্পগুলো লিখবে বর্তমান আড্ডাঘর এবং জন্ম দেবে নতুন ইতিহাসের। ভবিষ্যতেও আড্ডাঘর এভাবেই আরো অনেক বছর পার করতে থাকুক সকল আড্ডাবাজের সেটাই কামনা!

কৃতজ্ঞতা স্বীকার: সামু কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ প্রথমেই। সামুর জমি না থাকলে আড্ডাঘর জন্মাত না। আড্ডাঘর সর্দার হেনাভাইকে বিশেষ কৃতজ্ঞতা আমাদের সবাইকে বেঁধে রাখার জন্যে। আর সকল আড্ডাবাজকে আন্তরিক ধন্যবাদ ব্যস্ত জীবন থেকে কিছু সময় বের করে আড্ডাঘরে প্রাণ সঞ্চার করার জন্যে।

ক্ষমাপ্রার্থনা: আড্ডাঘরের কারো কোন কথায় যদি কখনো আড্ডাঘরের ভেতরের অথবা বাইরের কোন মানুষের খারাপ লেগে থাকে তবে ক্ষমাপ্রার্থনা করছি।

সোনার খাঁচার সোনালি স্মৃতিগুলো: আড্ডাঘর অনেক স্মৃতির জায়গা। এত হাজার হাজার কমেন্ট কত বন্ধন ও স্মৃতি তৈরি করেছে তা সহজেই অনুমেয়। আমাদের এক প্রিয় আড্ডাবাজ ফাহিম সাদি প্র‌ত্যেক রেগুলার আড্ডাবাজের প্রথম কমেন্টগুলো কষ্ট করে জোগাড় করেছেন। সেই লিংকটি দেওয়া হলো সবার জন্যে: view this link

পুরনো আড্ডাঘরগুলোর লিংক:
সামুর সকল সিনিয়ার, জুনিয়ার ব্লগারদেরকে আমন্ত্রন সামুপাগলার ব্লগবাড়িতে (আড্ডাঘর নং ১) :) :) :)
সামুর সকল সিনিয়ার, জুনিয়ার ব্লগারদেরকে আমন্ত্রন সামুপাগলার ব্লগবাড়িতে (আড্ডাঘর নং ২) :) :) :)
সামুর সকল সিনিয়ার, জুনিয়ার ব্লগারদেরকে আমন্ত্রন সামুপাগলার ব্লগবাড়িতে (আড্ডাঘর নং ৩) :) :) :)
সামুপাগলার ব্লগবাড়িতে আমন্ত্রিত সিনিয়ার, জুনিয়ার সকল ব্লগার! (আড্ডাঘর নং ৪) :) :) :)
সামুর সকল সিনিয়ার, জুনিয়ার ব্লগারদেরকে আমন্ত্রন সামুপাগলার ব্লগবাড়িতে (আড্ডাঘর নং ৫) :) :) :)
সকল ব্লগারকে আমন্ত্রণ, আড্ডাঘরে একসাথে, বিশ্বকাপের আনন্দে উঠুন মেতে! (আড্ডাঘর নং ৬) :) :) :)
শান্তিপূর্ণ, মজাদার আড্ডায় সকল সামুবাসীকে আমন্ত্রন সামুপাগলার ব্লগবাড়িতে! (আড্ডাঘর নং ৭) :) :) :)
শান্তিপূর্ণ, মজাদার আড্ডায় সকল সামুবাসীকে আমন্ত্রন সামুপাগলার ব্লগবাড়িতে! (আড্ডাঘর নং ৮) :) :) :)

কোন কোন ব্লগার আড্ডাঘরে এসেছেন? চলুন দেখে নেই কোন কোন ব্লগার আড্ডাঘরে এসে এর শোভা বাড়িয়েছেন। রেগুলার আড্ডাবাজ থেকে শুরু করে একবারের জন্যে এলেও নাম এই লিস্টে রয়েছে। নিচে কারো নাম যদি বাদ পরে যায় তবে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানিয়ে দিলে যোগ করে দেওয়া হবে।
আড্ডাঘরে যেসব ব্লগার এসেছেন

আড্ডার টপিক: আড্ডাঘরে নানা ধরণের মানুষ আছেন, তাই আপনি নানা ধরণের টপিক নিয়ে আবোলতাবোল বকে যেতে পারেন। কেউ না কেউ ইন্টারেস্ট খুঁজে পেলে কথা বাড়াবে। সেই অর্থে আড্ডাঘরের কোন সেট টপিক নেই। তবে আড্ডাঘরে টপিক সেগমেন্ট এবং তর্ক বিতর্ক সেগমেন্ট হয় মাঝেমাঝে, তখন বিশেষ বিশেষ টপিক দেওয়া হয় আড্ডার জন্যে। নির্ধারিত টপিক নিয়ে কথা বলা বা না বলা যার যার চয়েস। আড্ডাঘরের বর্তমান টপিকগুলো সবসময় পোস্টের শিরোনামে দেওয়া হয়।
গল্পের পাশাপাশি মন্তব্যের সাথে শেয়ার করতে পারেন কোন গান, কবিতা, কৌতুক, মজার ভিডিও ইত্যাদি। ধন্যবাদ।

খাবার ছাড়া কি আড্ডা জমে? তাই নিচে কিছু আয়োজন! :)

পোলাও!



ভেজিটেবল খিচুড়ি!



গরুর মাংস ভুনা!



গরুর শাহী রেজালা!



কালাপুরি মাটন!



ডিমের কোরমা!



শাহী চিকেন রোস্ট!



ক্রিসপি মাটন কাবাব!



দুধ সেমাই!



সেমাইয়ের শনপাপড়ি!



সেমাইয়ের মালাই ক্ষীর!



কোল্ড ড্রিংকস!



ছবিসূত্র: অন্তর্জাল!

মন্তব্য ৬০১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬০১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২০ রাত ৮:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: যেকোন নতুন আড্ডাঘরের সর্বপ্রথম মন্তব্যটি আমিই করি হোস্ট হিসেবে। এবারো তাই করলাম।
আড্ডাঘরের জন্মদিন উপলক্ষ্যে একটি মজার খেলা হয়ে যাক? আমি একটি গান দিলাম লিংকে, এর প্রথম অক্ষর দিয়ে আপনারা আরেকটি গানের লিংক দিন!!!
আড্ডাবাজ ও অতিথি যেকেউ খেলায় পার্টিসিপেট করতে পারেন, আবার নাও পারেন। যার যা ইচ্ছা। বাট ডোন্ট ফরগেট টু এনজয় দ্যা পার্টি! :)

গান: view this link

২| ২৭ শে জুন, ২০২০ রাত ৮:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: আমাদের সবার প্রিয় ব্লগার বিদ্রোহী ভৃগু ভীষন আন্তরিকভাবে আড্ডাঘরের সাথে জুড়ে থেকেছেন, রেগুলারলি না এলেও বিশেষ যেকোন মূহূর্তে তাকে আমরা পাশে পেয়েছি। সময়ে অসময়ে তিনি বুঝিয়ে দিয়েছেন নিজের নীরব উপস্থিতি। আজ অনেক সুন্দর একটি গান শেয়ার করেছেন আাড্ডাঘরের জন্মদিন উপলক্ষ্যে। তার পুরো মন্তব্যটি নিচে তুলে ধরলাম।

হেই আড্ডাবাসী,

বর্ষপূর্তির শুভেচ্ছা আর অভিনন্দন :)
আড্ডাঘরের সবার জন্য একটা বর্ষপূর্তি রচনা/গান/চরণ

আড্ডাঘর
আমাদের প্রিয় আড্ডাঘর
এক দুই তিন, গুনে গুনে দিন
পেরিয়ে গেল কত’না বছর।।

এখানে আছে কত আড্ডাবাজ
দিন রাত আড্ডাতে চলছে রাজ;
আছে কত খানা পিনা দারুন রেসিপি
কত বিষয়ের কথা নেই মাপামাপি!
শুধু আছে আড্ডার খবর।।

আড্ডাঘর
আমাদের প্রিয় আড্ডাঘর

চলছে গান, চলছে কথা
হাসি খুশি সুখ দু:খ কত ব্যাথা;
সকলেই রাখে সকলের খবর
দেশ বিদেশ বা বাকী বিশ্বের!

আড্ডাঘর
আমাদের প্রিয় আড্ডাঘর

আজকের এই দিনে, র’ল শুভকামনা
এমনি চলুক আড্ডা কোনদিন যেন থামে না
কফি হাউজের সেই আড্ডাটা নেই বলে
করবেনা দু:খ কেউ আর - আছে আড্ডঘর।

আড্ডাঘর
আমাদের প্রিয় আড্ডাঘর ।।

৩| ২৭ শে জুন, ২০২০ রাত ৮:৫৯

আনমোনা বলেছেন: হাজির!!!
দেখে আসি কি কি খাবার আছে।

২৭ শে জুন, ২০২০ রাত ৯:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: কি সব মানুষরে বাবা! শুভেচ্ছা টুভেচ্ছা কিছু নেই, নো হাই হ্যালো, এসেই খাবারের খোঁজ! জাস্ট কিডিং।

তুমিই প্রথমে এলে আড্ডাঘরের পার্টি জমাতে! দেখি আর কে কে যোগ দেয় এই পার্টিতে!

৪| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:০৬

শুভ্রনীল শুভ্রা বলেছেন: বাহ্, ভীষণ পুলকিত হলাম এই ভেবে যে আমার জন্ম মাস আর আড্ডাঘরের জন্ম মাস একই- জুন। সামান্য কয়েকটি দিনের পার্থক্য। নিজের বার্থডে উদযাপন করি বা না করি, জন্মদিনে এই গান হাই ভলিউমে না বাজালে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে।
গানটির প্রথম অক্ষর 'আ' দিয়ে আমার প্রিয় একটি রবীন্দ্র-সংগীত: আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে ...
ওহ হ্যাঁ, উইশ করতে তো ভুলেই গেছি। শুভ জন্মদিবস 'আড্ডাঘর!' B-) :-B

২৭ শে জুন, ২০২০ রাত ৯:১৪

সামু পাগলা০০৭ বলেছেন: হেই শুভ্রা আপু! প্রথমবার না আড্ডাঘরে?
এসেই দারূণ একটি মন্তব্য করে ফেললেন। আপনাকেও তাহলে জন্মদিনের লেট/অগ্রিম শুভেচ্ছা! হ্যাপি বার্থডে টু ইউ!

খেলাটিকে জমিয়ে দেবার জন্যে থ্যাংকস এ লট! আ দিয়ে আরো কত শত গান জোগাড় হয় সেটা দেখার ইচ্ছে! আপনার দেওয়া গানটি কিন্তু আমারো ভীষন প্রিয়! নিচেরটিও প্রিয় - বলতে গেলে ভালোবাসাকে ডিফাইন করে!
view this link



৫| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:০৭

নৃ মাসুদ রানা বলেছেন: খাবারে দাওয়াত দিতে পারেন...

২৭ শে জুন, ২০২০ রাত ৯:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: দিতে পারেন মানে কি? দেওয়াতো আছে সবাইকে দাওয়াত, পোস্টের শিরোনাম পড়লেই বুঝবেন।

বাই দ্যা ওয়ে! মোস্ট ওয়েলকাম টু আড্ডাঘর!

৬| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াও শেষ পর্যন্ত নতুন আড্ডাঘর পেলাম।
বর্ষপূর্তির শুভেচ্ছা আর অভিনন্দন


খাবার দাবার দেখে নেই আগে।

গানের লিংক:

২৭ শে জুন, ২০২০ রাত ৯:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সুজন ভাই!

এই নিন "আ" দিয়ে আরেকটি গান। view this link

৭| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
্রশুভ জন্ম দিন/

২৭ শে জুন, ২০২০ রাত ৯:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ ভাইয়া! কেমন আছেন?

৮| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:২৪

নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা ।

২৭ শে জুন, ২০২০ রাত ৯:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ আড্ডাঘরের জন্মদিন পার্টিতে অংশ নিয়ে শুভেচ্ছা জানানোর জন্যে।
আপনার প্রতিও রইল শুভকামনা এবং ভালোবাসা।

৯| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:২৬

আতা স্বপন বলেছেন: আড্ডার জন্মদিন !!! আমার কাছে নতুন!!! শুভ হোক!!!

২৭ শে জুন, ২০২০ রাত ৯:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, এই নতুন ব্যাপারটি বেশ কবছর ধরেই চলে আসছে! শুভকামনায় কৃতজ্ঞতা!

১০| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: রাকুটার কান্ড দেখ! সবচেয়ে এক্সাইটেড ছিল যে পার্টি নিয়ে তারই এখনো আসার নামগন্ধ নেই! পাগল সব! হাহা।

১১| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৪ বছর পূর্তিতে পাগলারে অভিনন্দন জানাইতেছি

নেতাজি হেনাভাইকেও অভিনন্দন

তো, এই ফাঁকে একটা অভিযোগের কথা জানাইয়া যাই। আমি সাধারণতা একটু ফানটান করে কমেন্ট করি। এর আগের পোস্টে খাওয়া দাওয়া নিয়া একটা কমেন্ট করেছিলাম। পরে খোঁজ নিয়ে দেখি আমার কমেন্টটা মুছে ফেলা হয়েছে। আমার ১২ বছর চাকরি জীবনে, আই মিন ব্লগিং জীবনে এটা আমাকে সবচাইতে বেশি আহত করেছিল। আমার কমেন্ট কেউ কোনোদিন মুছে ফেলবে, এটা আমার কল্পনার বাইরে ছিল। যাই হোক, আমি ধরে নিয়েছিলাম, পাগলায় আমার ফান বুঝতে পারে নাই। সেই ভেবে ওটা ভুলে গিয়ে আরেকটা কমেন্ট করতে আসলাম আর কী

সবার জন্য শুভ কামনা থাকলো। আড্ডা জমজমাট হোক

২৭ শে জুন, ২০২০ রাত ৯:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্যে।

অভিযোগ জানানোর জন্যেও ধন্যবাদ - আরো আরো জানালে আরো খুশি হতাম। কেননা তাহলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হতো। আড্ডাঘরে সাধারণত কারো মন্তব্য তখনি মোছা হয় যখন সেই ব্যক্তি/আড্ডাবাজ নিজে রিকোয়েস্ট করেন। আর ফানের কারণে মন্তব্য কেন মুছব? আড্ডাঘরে বেশিরভাগ সময় আমরা সব মজার মজার কথাই বলি - এটা আমাদের হাসিঘর! মাঝেমাঝে বেদনার সুরও বাজে আড্ডাঘরে কিন্তু সেটা স্মুদ রাস্তায় হুট করে আাসা স্পিড ব্রেকারের মতোই।
আমি জেনে বুঝে আপনার কোন মন্তব্য ডিলিট করিনি প্রিয় ব্লগার। তবুও আপনার মন্তব্যে ভাবলাম হয়ত ভুল করে ক্লিকে - বিশেষত টাচ ফোনে এমন ভুল হতেই পারে। তাই আমার "মুছে ফেলা মন্তব্য সমূহ" চেক করলাম এবং আপনার কোন মন্তব্য পেলাম না।
সামু অনেকসময় কমেন্ট মডারেট করে - কিন্তু আপনি এমনকিছু লিখবেন যাতে সামুকে হস্তক্ষেপ করতে হবে মনে হয়না। হয়ত কমেন্টটি পোস্টই হয়নি কোন কারণে! আমি আসলেই জানিনা ব্যাপারটা কি। শুধু এটুকু হনেস্টলি বলতে পারি আপনার মন্তব্য ইচ্ছেকৃতভাবে ডিলিট করা হয়নি - তবুও আপনাকে আড্ডাঘরের একটি বিষয় আহত করেছে বলে সরি! :) আর সব ভুলে আবারো এসেছেন বলে থ্যাংকস এ লট!

১২| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাডাম, আড্ডাঘরের পুরানো সবাইকে মিস করছি। ওরা কেই নেই আজ।

নতুনদের স্বাগতম।


গানের :

২৭ শে জুন, ২০২০ রাত ১০:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: view this link

সুজন ভাই, মিস আমিও করছি তবে চিন্তা করবেন না। লাস্টবারেও সবাই আস্তে ধীরে এসেছিলেন - প্রথমদিনেই আসেন নি। আর আাড্ডাঘর জন্মদিন তো এক রাতের উৎসব নয়, সপ্তাহব্যাপাী চলবে, অনেকের দেখা নিশ্চই পাব। যারা আসেন নি/আসবেন না তারা হয় ব্যস্ত আছেন নয়ত আড্ডা দেবার মতো মন মানসিকতা নেই - করোনার কারণে সবার মধ্যে যে ঝড় চলছে সেটা তো জানাই। আমি তো ভেবেছিলাম এবারে আড্ডার জন্মদিন পালনই করবনা। কিন্তু কদিন আগে আমিই বলেছিলাম করোনা বলেই আরো বেশি উৎসবে মেতে থাকা উচিৎ - ডিপ্রেশন থেকে দূরে থাকার জন্যে যা যা করা যায় সব করা উচিৎ। তাই আজ নতুন আড্ডাঘর এলো। পৃথিবীটাও নতুন এক আশার আলো দেখুক - সব মন খারাপের মেঘ ভেসে যাক! আসুন এখন যারা পাশে আছেন আপাতত তাদের নিয়েই আনন্দে মেতে থাকি। :)

১৩| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: লুচি এপার বাংলায় জনপ্রিয় না।পুরি জন প্রিয়।সকাল বিকালের একটা ব্যপার আছে মনে হয়।

২৭ শে জুন, ২০২০ রাত ১০:০৭

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ কি বলেন? যখন দেশে থাকতাম লুচি/কলিজা মাঝেমাঝেই আনিয়ে খেতাম সকালের নাস্তায়। মাও বানাত। দেশে ও প্রবাসে বাংলাদেশীদের মধ্যে লুচিকে ভালোই পপুলার মনে হয়েছে। ওপার বাংলায় লুচির সাথে আলুর দমটা বেশি খায় আর আমরা ভুনা/ডাল এগুলো বেশি খাই। এই যা পার্থক্য - এট লিস্ট আমার জানামতে। ভুলও হতে পারি।
পুরি আর লুচি দুটো আলাদা ব্যাপার। লুচিটা মেইন খাবার হিসেবে আর পুরি/জিলাপি বিকেলের নাস্তায় ভালো লাগে।

আচ্ছা আপনার প্রিয় খাবার কি?

১৪| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বেঁচে আছি।
করোনা শেষ পর্যন্ত বাঁচতে দিলে হয়।

২৭ শে জুন, ২০২০ রাত ১০:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: এভাবে বলবেন না ভাইয়া, আল্লাহ ভরসা। আপনি বিদেশে থাকেন, ওখানে তো মানুষ নিয়ম মানে। আপনিও সব মেনে চলবেন - মাস্ক/গ্লভস/স্যানিটাইজিং/সোশ্যাল ডিস্ট্যান্সিং - দেখবেন করোনাকে ঠিকই হারাতে পারবনা আমরা কিছুটা ডিসিপ্লিনড থেকে। আমার দোয়া রইল, আল্লাহ আপনাকে সকল রোগ থেকে বাঁচিয়ে রাখুক।

১৫| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:৪৫

মিরোরডডল বলেছেন: পাগলা আপু জন্মদিনের শুভেচ্ছা

২৭ শে জুন, ২০২০ রাত ১০:১২

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকেও অভিনন্দন আপু! আপনার জন্যেও তো এটা অনেক আনন্দের দিন যেহেতু আপনি আমাদের পার্মানেন্ট আড্ডাসাথী হয়ে গিয়েছেন! :)

জাস্ট সুপার্ব সং ইউ শেয়ারড, থ্যাংকস এ লট!!!! আরেকটি জোশ গান নিন: view this link

১৬| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন সামু পাগলার আড্ডাঘর
সারাটি জীবন সুখে রেখো আমাদের,
রেখো আড্ডার উপর..... !:#P

২৭ শে জুন, ২০২০ রাত ১০:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা আপনাকে। মাঝেমাঝে আড্ডাঘরে উঁকি দিয়ে যাবেন তাহলেই তো আড্ডাঘর আপনাকে আড্ডার ওপরে রাখতে পারবে হাহা।

১৭| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:৫৭

মিরোরডডল বলেছেন: পাগলা, আমার না আজ ড্রাম পিটানোর কথা ছিলো ? কিন্তু তোমার শুরু আমার সারা ।
অনেক অনেক এনজয় করো । আর এতো এতো শুভকামনা ।
তোমার এই আড্ডাঘর চলছে চলুক তুমি থাকো আর নাইবা থাকো :P :P
ওহ নো এই কথাটা বললাম আমি :|

নাহ আপু ফান করলাম, তুমি অলওয়েজ থাকো এই আনন্দ নিয়ে :)
গুড নাইট পাগলা ।

২৭ শে জুন, ২০২০ রাত ১০:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: হ্যাঁ পেটান না। আমিও গিটার বাজাচ্ছি, দেখেন এভাবে বাজায় নাকি? ;)

না আপু, আমি নিজেও এটাই চাই, আমি থাকি না থাকি, আড্ডাঘর এমনই থাকুক। যেসব জিনিস কোন একটা মানুষ/ফ্যাক্টরের ওপরে নির্ভর করে সেগুলো কখনো দীর্ঘজীবী হয়না। আড্ডাঘরের হাল সবসময় নতুন কেউ না কেউ ধরুক এবং চলতেই থাকুক।

গুড নাইট আপু, জলদিই আবার আড্ডা হবে। :)

১৮| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:০০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জীবনে আড্ডা দেয়ার খুব একটা সময় পাই নাই,তাই নিয়ম কাণুন কিছুই জানিনা।এখন দেখলে পালায়,ভাবে এই বোড় হাবড়া মডার্ন কোন কথা বার্তা জানে না।এর থেকে দুরে থাকাই ভালো।আমিও তাই আছি আপন মনে।

২৭ শে জুন, ২০২০ রাত ১০:২০

সামু পাগলা০০৭ বলেছেন: এক কাজ করুন, আড্ডাঘরে আড্ডা দিতে শুরু করুন। আড্ডাঘরে থাকলে তো কথা বলতে না পারা শিশুটিও আড্ডা দেওয়া শিখে যাবাে এতসব আড্ডাবাজের সংস্পর্শে! :) তখন দেখবেন বাস্তব জীবনেও জড়তা কেটে যাবে এবং আপনার গল্পেই আড্ডা জমবে!

১৯| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাডাম, ঠিকি বলেছেন। একসাথে অনেক দিন তাই যারা অনেক দিন আড্ডা মিস করে তাদের মনে থেকে মিস করি। সবাই সুস্থ থাকুক। সবার সাথে আবার দেখা হবে এই আড্ডাঘরে সেই প্রত্যাশা।

২৭ শে জুন, ২০২০ রাত ১০:২১

সামু পাগলা০০৭ বলেছেন: সবাই সুস্থ থাকুক। সবার সাথে আবার দেখা হবে এই আড্ডাঘরে সেই প্রত্যাশা। নাথিং টু এড।

২০| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্ট নাম্বার ১১-তে লাইক দিলাম :) ব্যাপারটা সংসদে উত্থাপন করায় ভুল ভাঙলো। একবার আমারও তাই মনে হয়েছিল, হয়ত পোস্ট হয় নি। সামুর 'বাঘে' এইটা খাইছে ধইরা নিলাম

জবাবে খুশি হয়েছি

অভিযোগ ডিসমিস্‌ড

চিয়ার্স

২৭ শে জুন, ২০২০ রাত ১০:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: এই ঘটনায় একটা জিনিস মনে হলো। জীবনে এমন কতবার না জানি আমিও করেছি! মনের কথা মনে রেখে অভিমান পুষে রেখেছি কোন আপনজনের ওপরে - মনখুলে কথা বললে হয়ত দেখা যেত আমার বন্ধুটির দোষই নেই অথবা ইনটেনশন খারাপ ছিলনা। ইশ! ক্যান্ট চেন্জ মাই পাস্ট মিসটেকস নাও!

যাই হোক, আমি খুব খুশি যে অবশেষে একটা ভুল বোঝাবুঝি দূর হলো। বেটার লেট দ্যান নেভার!

অভিযোগ ডিসমিস্‌ড
যাক প্রাণ বাঁচল! :)

২১| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:১৬

আনমোনা বলেছেন: আমি পথ ভোলা এক পথিক এসেছি

২৭ শে জুন, ২০২০ রাত ১০:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: আরেকটি "আ" view this link

২৭ শে জুন, ২০২০ রাত ১০:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: আপু তুমি কি কাজে আবারো জয়েন করেছ? রেগুলারলি বাইরে বের হতে হচ্ছে?ফেস শিল্ড কিনেছ নাকি মাস্ক ব্যবহার করছ?
তোমার আশেপাশের মানুষেরা কি সচেতন? টিভিতে দেখছি আমেরিকা, ইংল্যান্ডের মানুষেরা বিচে/রাস্তায় ভীড় করে আনন্দ ফূর্তি করছে মাস্ক টাস্ক না পড়েই! আসলেই কি সবখানে এমনই হচ্ছে?

২২| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:৩০

শায়মা বলেছেন: তোমার জন্য গান :) :)

২৭ শে জুন, ২০২০ রাত ১০:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: আরে শায়মা আপু! সাচ আ প্লেজেন্ট সারপ্রাইজ।

থ্যাংকস এ লট আসার জন্যে। কেমন আছেন?

গান রইল আপনার জন্যেও: view this link

২৩| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথম মন্তব্যে দেওয়া খেলাটি কিন্তু জমে গিয়েছে সবার অংশগ্রহণে। আড্ডাঘর খেলায় খেলায় সুন্দর সব গান উপহার পাচ্ছে। এখনো পর্যন্ত "আ" দিয়ে কোন গান রিপিট হয়নি, সাবধান, যে রিপিট করবে সেই কিন্তু হারবে! :)

২৪| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: খাবারের ছবি গুলো দেখে, এখন আমার এসব খাবারই খেতে ইচ্ছা করছে।

২৭ শে জুন, ২০২০ রাত ১০:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: আহারে ভাবীকে আমার তরফ থেকে সরি বলে দেবেন। বেচারী কদিন ধরে এসব বিশেষ বিশেষ খাবার বানানোর জন্যে আব্দার পেতে থাকবে আপনার কাছে। হাহাহা!

২৫| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:৪০

করুণাধারা বলেছেন: জন্মদিনে আড্ডাঘরের জন্য অনেক শুভেচ্ছা রইল, যদিও আমি একেবারেই আড্ডাবাজ না!!

২৭ শে জুন, ২০২০ রাত ১০:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: কখনোই আড্ডাবাজ ছিলেন না? মানে স্কুল/কলেজে কখনোই না? নাকি হুট করে শান্ত হয়ে গিয়েছেন?

২৬| ২৭ শে জুন, ২০২০ রাত ১১:০১

শুভ্রনীল শুভ্রা বলেছেন: হ্যাঁ, আজ ই প্রথম আড্ডাতে যোগ দেয়া। এর আগে খেয়াল করা হয়নি। বাসি জন্মদিন। চলে গেছে কয়েকদিন আগে। উইশ করার জন্য অনেক ধন্যবাদ। আপনার দেয়া গানটাও অনেক পছন্দের। আপু, আড্ডায় কয়টা লিঙ্ক দেয়া যাবে তার নিয়ম আছে কিনা জানা নেই। তবে এই কয়টি গান আমার বেশ পছন্দের যেগুলো 'আ' দিয়ে শুরু:

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

আমি তোমারি নাম গাই

আজ এই বৃষ্টির কান্না দেখে

আমার প্রাণ ধরিয়া মারো টান

আবিদের কণ্ঠের সব রবীন্দ্র-সংগীত ই ভালো লাগতো। তার একটা:

আমার যাবার বেলায়

কোনটা রেখে কোনটা দিবো, তাই সবগুলো দিয়ে গেলাম। হা হা ..

২৭ শে জুন, ২০২০ রাত ১১:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: ইশ! আরো আগে চোখে পড়লে ভালো হতো, এমনিও আড্ডাঘরে/বা পুরো ব্লগেই হয়ত মেয়ের সংখ্যা কম, মাত্র তিনজন রেগুলার, ইরেগুলারলি অনেককেই পেয়েছি যদিও।

মোস্ট ওয়েলকাম! এবারে জন্মদিন কিভাবে কাটালেন?

আপু, নাহ আড্ডাঘরে এখন পর্যন্ত লিংকের ব্যাপারে কোন লিমিট সেট হয়নি। ভালোই হয়েছে হয়নি, হলে তো এতসব সুন্দর গান পেতাম না। একটার চেয়ে আরেকটা বেটার চয়েস করেছেন!

এটা নিন আপু, আমার সবচেয়েয়েয়েয়ে প্রিয় গান: view this link

২৭| ২৭ শে জুন, ২০২০ রাত ১১:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এইটাও হতে পারে

view this link

২৮| ২৭ শে জুন, ২০২০ রাত ১১:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এতো এতো দামী দামী খাবারের সাথে আমার এই খাবার কেমন মানাবে কে জানে




২৭ শে জুন, ২০২০ রাত ১১:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: কেন মানাবে না ভাই? পোস্টে দেওয়া খাবারগুলো শুধু মাঝেসাঝে পার্টিতে ভালো লাগে কিন্তু বাঙালির আসল মন/প্রাণের খাবার ঐ সাদা ভাত আর মাছের ঝোল! :)

২৯| ২৭ শে জুন, ২০২০ রাত ১১:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আজ আমার মন ভালো নেই

৩০| ২৭ শে জুন, ২০২০ রাত ১১:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফুর্তি হউক

[img|https://cdn5.vectorstock.com/i/100

৩১| ২৭ শে জুন, ২০২০ রাত ১১:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: [img|https://cdn5.vectorstock.com/i/100

৩২| ২৭ শে জুন, ২০২০ রাত ১১:৩২

রাকু হাসান বলেছেন:



ছোট করে বলি । আড্ডাবাসীদের এবং অতিথি দের শুভেচ্ছো জানাচ্ছি। আমি বাদ্য যন্ত্র নিয়ে রেডি হচ্ছি। B-) সামু পাগলারে মিস করলাম । ভাবছিলাম সেখানে হবে । ওকে আছিছছছছছছছছছছছছছছছছছছছছছছছছছছছছছছছছছছছ.....................গান হবে গাননননননননননননননননননননননননননননননননননননননন B-) B-))

২৭ শে জুন, ২০২০ রাত ১১:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি এটা কি করলেন? করলেন টা কি? এত আগ্রহ দেখালেন যে আমি তো ভাবলাম প্রথমে আপনিই আসবেন, অথচ কত লেটে পার্টিতে ঢুকলেন! X(( ;)

আর আমাকে মিস করলেন মানে কি?

গান হবে কি? হচ্ছে! গানের খেলা জমে গিয়েছে বৎস। "আ" দিয়ে একটার চেয়ে একটা অসাধারণ গান উপহার পাচ্ছে আড্ডাঘর। আপনিও কিছু শেয়ার করুন, তবে সাবধান অন্য কারো সাথে মিলে গেলে কিন্তু হেরে যাবেন। ;)

৩৩| ২৭ শে জুন, ২০২০ রাত ১১:৩৫

রাকু হাসান বলেছেন:


আর্কির বাচ্চা টা কই । X( সর্দার ,শুভ ভাই গুরু কই । গুরুর আজ গান গাইতেই হবে । #:-S ;)

২৭ শে জুন, ২০২০ রাত ১১:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: হেনাভাইকে তো দেখছি না রে ব্লগে - অনলাইনে নেই। জানিনা কি হলো, আবার শরীর খারাপ হলো নাকি বেশি! উফফ! উনি করোনার কারণে উন্নত চিকিৎসা করাতে পারছেন না বিধায় শরীরের অবনতি হবার চ্যান্স আছে। আল্লাহ সহায় হোন। হয়ত সব ঠিকই আছে ইনশাল্লাহ।

৩৪| ২৭ শে জুন, ২০২০ রাত ১১:৫৪

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আপু, তেমন কিছুই করা হয়নি। কর্তা মশাই কেক, বেলুন আরো কিছু ঘর সাজানোর সরঞ্জামাদি এনেছিল। কেক কাটা হয়েছিল আর অল্পস্বল্প রান্না, যদিও আমি রান্না বিষয়ে বিশেষভাবে অজ্ঞ। সবকিছু একটা নির্দিষ্ট বয়স থাকে। বন্ধুদের সাথে হৈ -হুল্লোড়ের বয়সে বিশেষ দিনগুলোকে বিশেষ মনে হয়। এই সময়ে এসে ওগুলো নিয়ে তেমন কোনো ইন্টারেস্ট নেই।

আপনার দেয়া গানটা আজ ই প্রথম শুনলাম। অনেক সুন্দর বিশেষ করে কথাগুলো! আরেকটা গান দিলাম আপনার জন্য:

আমি কান পেতে রই

২৮ শে জুন, ২০২০ রাত ১২:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: বাহ দুলাভাই তো বেশ রোমান্টিক! বউয়ের জন্মদিন বাচ্চামী আবেশে পালন করেছেন! হাহা। ভাইয়ের কি নিজে থেকেই মনে থাকে বিশেষ দিনগুলো নাকি মনে করিয়ে দিতে হয়?

একদম ঠিক বলেছেন, ঐ গানটির কথাগুলো সত্যিই মধুর!

রবীন্দ্রভক্ত বোঝাই যাচ্ছে! আমিও, আসলে কোন বাঙালী রবীঠাকুরকে ছাড়া বাঁচতে পারে? একটু নজরুলও হয়ে যাক:
view this link :)

৩৫| ২৭ শে জুন, ২০২০ রাত ১১:৫৮

জাফরুল মবীন বলেছেন:

২৮ শে জুন, ২০২০ রাত ১২:১৭

সামু পাগলা০০৭ বলেছেন: হেই! থ্যাংকস এ লট ফর দ্যা সুইট সং!

তো কেমন চলছে দিনকাল?

৩৬| ২৮ শে জুন, ২০২০ রাত ১২:২২

জাফরুল মবীন বলেছেন: জ্বী আলহামদুিলল্লাহ শারীরিকভাবে ভালই আছি।আপনি কেমন আছেন?

২৮ শে জুন, ২০২০ ভোর ৬:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার মতোই বলতে হয় শরীর ভালো কিন্তু পৃথিবীর দুর্দশা - করোনা, যুদ্ধ, ন্যাচারাল ডিসাস্টারস; ২০২০ এর শুরু থেকে একটার পর একটা সমস্যা লেগেই আছে কোন না কোন দেশে। কেমন এক অভিশাপের বছর! ২০২০ কোনমতে গেলেই বাঁচি।

৩৭| ২৮ শে জুন, ২০২০ রাত ১২:৫৩

জাফরুল মবীন বলেছেন: ইয়া মা'বুদ! বার্থ ডে পার্টি ফেলে হোস্ট গায়েব!!! আচ্ছা আপনার জন্য একটা পাজল সলভ করতে দিলাম।উত্তর চাই কিন্তু :)

২৮ শে জুন, ২০২০ ভোর ৬:২২

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ আমি তো ছিলামই অনেকক্ষন, যখন দেখলাম দেশে অনেক রাত চলে গিয়েছিলাম কেননা বেশিরভাগ মানুষ ঘুমে থাকবে। এই যে সক্কাল সক্কাল আবার চলে এলাম। :) আড্ডাঘরে যেকোন উৎসব এক রাত/দিনের হয়না বেশ অনেকদিন ধরেই চলতে থাকে - পুরোটা টাইম তো থাকা সম্ভব না। তবে প্রাইম টাইমগুলোতে অবশ্যই থাকব ইনশাল্লাহ।

এমনই একটা পাজল একসময়ে খুব ভাইরাল হয়েছিল, তখন সলভ করেছিলাম, জাস্ট সিম্পল এলজেবরা। এখন আবার করতে ইচ্ছে করছে না রে। অন্যকেউ ট্রাই করুক।
৩৯ নাম্বার মন্তব্যে রাকু হাসান কিছু জানতে চেয়েছেন, চেক করে নেবেন। :)

৩৮| ২৮ শে জুন, ২০২০ রাত ১:৩৪

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আসলে ঐসব ছেলেমানুষি আমার। আমাকে খুশি করার জন্য ওসব কিনে দিয়েছিলো। তাঁর স্মৃতিশক্তি প্রখর। যদিও বিশেষ দিবস নিয়ে তার কোনো ভ্রূক্ষেপ নেই। কিন্তু জন্মদিন সে ভোলেনা।

এই গানটা কীভাবে মিস করলাম! আমার অসম্ভব পছন্দের গান। আমার ব্লগ বাড়িতে গেলে প্রথমেই এই গানের কয়টা লাইন দেখতে পাবেন। আসলে রবীন্দ্র-সংগীত মাথা ঘুরছিল বেশি। তাই হয়তো ভুলে গেছিলাম। বেশ কিছু নজরুল সঙ্গীত আমার খুব পছন্দের।
এই নিন নজরুল গীতি:

আমায় নহে গো

২৮ শে জুন, ২০২০ ভোর ৬:২৭

সামু পাগলা০০৭ বলেছেন: বাহ দারূণ তো! বেশিরভাগ হাসব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়ার কমন বস্তু বিশেষ দিন ভোলা। আপনাদের মধ্যে সেটা হয়না!
আপনি কখনো ভোলেন আপু?

সবচেয়ে প্রিয়গুলোই মনের অনেক বেশি গভীরে থেকে যায়, তাই সেখানে থেকে বের করে আনতে সময় লাগে। :)

আরেকটি গান: view this link

৩৯| ২৮ শে জুন, ২০২০ ভোর ৪:১৫

রাকু হাসান বলেছেন:


এটা যারা দেখবে না ,তারা সুখবর পাবে না । আড্ডা উপলক্ষে বিশেষ পার্টি =p~

মাফরুল মবীন ভাই ,কিভাবে করলেন । আামর টা হচ্ছে না । আগেও তো অনেকবার করলাম। এখন কি হলো!!
https://www.youtube.com/watch?v=Z9LyKgURawI

২৮ শে জুন, ২০২০ ভোর ৬:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: ইশ! টাইটেল দেখে কি লোভ হচ্ছে দেখার কিন্তু দেখতে পারছিনা বিকজ ইটস ব্লকডস হেয়ার। :( :( হোয়াট আ মিস!
রাকু হাসান প্লিজ প্লিজ প্লিজ বলুন না ভিডিওটিতে কি আছে!?

৪০| ২৮ শে জুন, ২০২০ ভোর ৬:০৯

ইসিয়াক বলেছেন: লোভনীয় খাবারের ছবিগুলো দেখে মনে হচ্ছে এখনই খেতে বসে যাই...........
শুভ জন্মদিন সামু পাগলার আড্ডাঘর
শুভসকাল

২৮ শে জুন, ২০২০ ভোর ৬:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: শুভসকাল!

আড্ডাঘরের পার্টি বলে কথা জিভে জল তো আসবেই। হাহা।

আপনাকে অনেক ধন্যবাদ আড্ডাঘরকে উইশ করে যাবার জন্যে।

কেমন কাটছে সময়গুলো? আপনি যেখানে আছেন সেখানে কি লকডাউন নাকি সব স্বাভাবিক নিয়মে চলছে?

৪১| ২৮ শে জুন, ২০২০ ভোর ৬:৩৭

ইসিয়াক বলেছেন:



আমাদের বাসার সামনের বাড়িতে গতকাল সন্ধ্যাবেলা করোনা রোগী ধরা পড়েছে। পুলিশ আর প্রশাসনের লোকজন এসে বাড়ি লকডাউন করে দিয়ে গেছে। তবে মানুষের মধ্যে আগের মতো আতঙ্কভাবটা কমেছে। এখন অনেককেই সচেতন আর সতর্ক।
শুভসকাল

২৮ শে জুন, ২০২০ সকাল ৯:২০

সামু পাগলা০০৭ বলেছেন: ওহো! প্লিজ বি কেয়ারফুল! ইউজালি শুধু করোনায় আক্রান্ত বাড়িটিই নয় আশেপাশের বাড়িগুলোও নাকি লকডাউন করা হয় - আপনাদের বাড়িও কি লকডাউনের কবলে?

এখন অনেককেই সচেতন আর সতর্ক।
আলহামদুলিল্লাহ। পেপার/ভিডিওতে যেভাবে কিছু অসতর্ক মানুষ দেখছি খুব দুশ্চিন্তা হচ্ছে বাংলাদেশকে নিয়ে।

৪২| ২৮ শে জুন, ২০২০ সকাল ৭:১২

রাকু হাসান বলেছেন:

ব্লক কেন ?

২৮ শে জুন, ২০২০ সকাল ৯:২১

সামু পাগলা০০৭ বলেছেন: ওরা বলছে আমার দেশে ভিডিওটি ব্লকড কপিরাইট ইসুর কারণে। :((

৪৩| ২৮ শে জুন, ২০২০ সকাল ৭:১৪

রাকু হাসান বলেছেন:

আমি তো তাড়াহুড়ো ভিডিও বানাতে গিয়েই আড্ডাতে আসতে দেরি করলাম । অবশ্যই দেখতে হবে । আমি তো দেখতে পারছি সব।

২৮ শে জুন, ২০২০ সকাল ৯:২৪

সামু পাগলা০০৭ বলেছেন: ওহ! তাইতো আমি ভাবি আপনি কেন লেট - আপনিই তো পুরোন আড্ডাঘরকে মাতিয়ে রেখেছিলেন জন্মদিন জন্মদিন করে। থ্যাংকস এ লট আন্তরিকতার সাথে কষ্ট করে আড্ডাঘরের জন্যে ভিডিও বানানোর জন্যে। আমার কপাল খারাপ, মনে হচ্ছে দেশে গিয়ে ভিডিওটা দেখে আসি। ধুর ধ্যাত! :(

৪৪| ২৮ শে জুন, ২০২০ সকাল ৭:৩০

রাকু হাসান বলেছেন:



আর আমাকে মিস করলেন মানে কি?।
-(৩২ নং) মন্তব্য

আমার উত্তর : ভাবছিলাম আড্ডাটি সেখানে হবে । আগে চলে গিয়েছিলাম।তারপর হঠাৎ দেখি প্রথম পাতায় আড্ডার পোস্ট । তখন ভিডিও এর কাজটি করছিলাম তাড়াহুড়ো ,উত্তেজীত । খুব দ্রুত বলি... ছোট করে বলি । আড্ডাবাসীদের এবং অতিথি দের শুভেচ্ছো জানাচ্ছি। আমি বাদ্য যন্ত্র নিয়ে রেডি হচ্ছি। B-) সামু পাগলারে মিস করলাম । ভাবছিলাম সেখানে হবে -বলতে চাচ্ছিলাম বা মূল কথা ছিল ‘‘সামু পাগলা০০৭- আমি আগে দেখি নি,মাত্র দেখলাম। আড্ডাতো দেখছি শুরু হয়ে গেছে। আড্ডাকে মিস করা অর্থে বুঝাতে চাচ্ছিলাম।আপনাকে না । সঠিকভাবে কমেন্ট করতে পারেনি বলে দুঃখ প্রকাশ করছি। সচেতন হব । সরি ।

২৮ শে জুন, ২০২০ সকাল ৯:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: ওহ আচ্ছা! নারে প্রতি বর্ষপূর্তিতে নতুন আড্ডাঘর আসে - এটা আড্ডাঘরের ট্র্যাডিশন বলতে পারেন। নাহলে বেশি মন্তব্য জমতে জমতে পেজ লোড হতে অনেক সমস্যা হয়, বিশেষত যাদের নেট স্লো থাকে তাদের খুব অসুবিধা হয় আড্ডা দিতে। তাই ছয় মাস পর পর আড্ডাঘর দিয়ে একটা ছোটখাট সেলিব্রেশনও হয়ে যায়, সাথে সাথে লোডিং সমস্যার সমাধান হয়।

ওহহহ আচ্ছা! আমি ভাবলাম যে আমি তো রেগুলারলি আড্ডা দিচ্ছি, মিস করার কি হলো! এখন ঠিকভাবে বুঝলাম।
আরেহ এটুকু ব্যাপারে সরি বলার কি আছে। ইটস এবসোলুটলি ফাইন। অন্য কাজে মন ছিল তাই স্বাভাবিক ভাবেই এমন হয়েছে।

৪৫| ২৮ শে জুন, ২০২০ সকাল ৮:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আড্ডাঘরের জন্মদিনে অনিচ্ছাকৃত বিলম্বিত শুভেচ্ছা। সামু পাগলাসহ সবাইকে আন্তরিক অভিনন্দন। আশা করি, আমাদের এই আড্ডাঘর আরও অনেক জন্মদিন পালন করতে পারবে। থ্রি চিয়ার্স ফর আড্ডাঘর--হিপ হিপ হুররে!

২৮ শে জুন, ২০২০ সকাল ৯:১৭

সামু পাগলা০০৭ বলেছেন: হেনাভাই! যদিও নানা কারণে উৎসব করার মতো মন আপনার এখন নেই, তবুও জানতাম আড্ডাঘরের বিশেষ দিনে আপনি অবশ্যই আসবেন ।

অভিনন্দন আপনাকেও, আপনার উৎসাহ, অনুপ্রেরণা ও নির্দেশনা না থাকলে আড্ডাঘরের গল্পটি অনেক আগেই ফুরিয়ে যেত!

আশা করি, আমাদের এই আড্ডাঘর আরও অনেক জন্মদিন পালন করতে পারবে
ইনশাল্লাহ হেনাভাই!

নিন "আ" নিয়ে একটি গান: view this link

৪৬| ২৮ শে জুন, ২০২০ সকাল ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভ জন্মদিন
ধনব্যাদ হোষ্ট কুইনকে শুভেচ্ছা গীত নতুন পোষ্টে সংযোজিত করায়।
কৃতজ্ঞতা অন্তহীন।

@ রাকু ভায়া ভিডিওটা এখানেও আসছে না
Video unavailable
This video contains content from SME, who has blocked it in your country on copyright grounds.

@ হেনা ভাই, পূর্ণ সুস্থ হয়েছেন আশা করি। দোয়া রইলো অন্তহীন

আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলিরে

২৮ শে জুন, ২০২০ সকাল ৯:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সখা!

এত কৃতজ্ঞতার কিছু নেই, কৃতজ্ঞ তো আমাদেরই হওয়া উচিৎ বরং যে এত ভালোবেসে আড্ডাঘরের জন্যে গান লিখেছেন! এবসোলুটলি মাই প্লেজার!

ওহহহ! আহারে, উনি এত কষ্ট করে করলেন, আমি দেখতে পারলাম না কিন্তু ভাবছিলাম অন্যরা তো দেখবে। উফফ! উনি কোনভাবে সমস্যাটা সলভ করতে পারলে খুব ভালো হতো। কিন্তু আপনাকে থ্যাংকস জানানোর জন্যে যে দেশেও কাজ করছেনা।

মজার খেলায় ভালো সব গান উঠে আসছে, আপনি যেটা শেয়ার করলেন সেটাও তো লিজেন্ডারি সং! আমার বাবার খুব প্রিয় গান এটা ইন ফ্যাক্ট - সো স্পেশাল থ্যাংকস ফর শেয়ারিং। :)

view this link

৪৭| ২৮ শে জুন, ২০২০ সকাল ৯:৪০

মোঃ মােজদুল ইসলাম বলেছেন: Thanks, adda chara vai jibon chole na. Ar jonno din alai Giddu krishnamurti proverb reminded by me"you must live moment to moment"sotti moment to moment na bachle Jonmo din hoy na, bache thaka hoy na.

২৮ শে জুন, ২০২০ সকাল ৯:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: দারূন কিছু কথা বললেন! আসলেই কাল চলে গেল আর ভবিষ্যৎ অজানা, বর্তমান মুহূর্তেই তো আসল বেঁচে থাকা। সেই মুহূর্তগুলোতে কিছু আড্ডা, গান, হাসিতে মেতে থাকলে সমস্যা কি? সেসব ছাড়া নি:শ্বাস থাকলেও জীবন থাকেনা! আজকাল সবার মধ্যে এত ডিপ্রেশন, মানুষের মনের কথা বলার মতো মানুষ নেই, যাদের অর্থনৈতিক অভাব নেই তারাও মনের অভাবে পাগলপ্রায়। কিন্তু আমাদের আড্ডাঘরের মানুষগুলোকে দেখুন, করোনা নিয়ে সবারই তো সমস্যা হচ্ছে, কিন্তু সব ভুলে ঠিকই হাসিঠাট্টায় মেতে থাকার চেষ্টা করছি আমরা। আপনিও আসবেন আড্ডাঘরে, কিছু সুন্দর মুহূর্ত পাবেন আশা করছি।

জীবনের গান: view this link

৪৮| ২৮ শে জুন, ২০২০ সকাল ৯:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: পুরোন আড্ডাঘরে আর্কি একটি মন্তব্য করেছেন, সেটা এখানে শেয়ার করছি, নাহলে হয়ত সেটা সবার চোখের আড়ালে পড়ে যাবে।

আর্কিওপটেরিক্স বলেছেন: @পাগলী ফুলকপি, বাঁধাকপি, ওলকপি ছেড়ে কেমন আছো বলো ;)

রেগুলার হয়ে নতুন আড্ডাঘরে আসতেছি B-))

আর তোমাকে আর মনাপুকে আসাতে বলাটা ক্লিকবেইট হিসেবে ধরো। দেখো রাকু হাসান দাওয়াত চেয়ে বসে আছেন। হা হা হা :D

@ সুজন ভাই আমি ভালু আছি। আমি কিন্তু এই পোস্ট থাকতে ঘুম থেকে উঠতে পারিনি :P নতুন আড্ডাঘরে আসতেছি।

@ রাকু ভাই দাওয়াত প্রদান করা হইলো B-)

৪৯| ২৮ শে জুন, ২০২০ সকাল ১০:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: এই ঘটনায় একটা জিনিস মনে হলো। জীবনে এমন কতবার না জানি আমিও করেছি! মনের কথা মনে রেখে অভিমান পুষে রেখেছি কোন আপনজনের ওপরে - মনখুলে কথা বললে হয়ত দেখা যেত আমার বন্ধুটির দোষই নেই অথবা ইনটেনশন খারাপ ছিলনা। ইশ! ক্যান্ট চেন্জ মাই পাস্ট মিসটেকস নাও!

দারুন বলেছো সখি!
আসলেই কত জীবন কত মন যে এই ভুল বোঝাবুঝিতে দারুন সব সর্ম্পকে টানাপোড়েন এনেছে, দূরত্ব বাড়িয়েচে ইয়ত্তা নাই।
হয়তো ছোট্ট একটু জানতে চা্ওয়াতেই ভেঙ্গে যেত ভুল! সৃষ্টি হতো কত অনন্যতা, সুন্দরের. . .

জানো করোনার শুরুতে- অফিসে যে বসটা খুব রুঢ ছিল। সব সময় বাজে বকতো! হঠাৎ ফোন। নামটা দেখেইতো কপালে ভাজ! বাট ফোন রিসিভ করে দেখি একটা বদলে যা্ওয়া সুর। করোনাক্রান্ত হয়ে তার মনটা অনুশোচনায় দগ্ধ! ক্ষমা চাইলেন আক্ষরিক ভাবেই। সকল ভুল আচরণ, মন্দ কথা আর ব্যবহারের জন্য! মনটা ভাল হয়ে গেল!
করোনা সত্যি অনেক কিছু বদলে দিয়েছে! ভাবনা, চেতনা, বাস্তবতা!
আবার মন্দরা আরো মন্দ হয়েছে। মূখোশের আড়ালে স্বামী/পিতা/মাতা/সন্তানকে ফেলে দেবার মতো নির্মমতা্ও দেখতে হয়েছে!

সকল ভালোর জয় হোক।
মন্দের হোক পরাজয়
এইতো ক্ষনিকের জীবন
এই আছি এই নাই।।

গানের খেলার গান

২৮ শে জুন, ২০২০ সকাল ১০:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার আগের মন্তব্যটি এক্সপেক্টেড ছিল, কিন্তু এই দারূণ মন্তব্যে ফিরে সত্যি সারপ্রাইজ দিলেন, মনটাই ভালো হয়ে গেল। ভাবছি আপনার ঐ বাজে কবিতাটির জন্যে ৫০% মাফ করেই দেব। :)

ঠিক বলেছেন সখা। আসলেই তাই। আমি ঐ কথাগুলো শুধু লেখার জন্যে লিখিনি, মন থেকেই লিখেছি। একটু আগ বাড়িয়ে সরি বলা অথবা কারো ভালোমন্দ জানতে চেয়ে, নিজের সব অভিমান উগড়ে ফেলার মাধ্যমে যেকোন সম্পর্ক যেমন বাঁচতে পারে তেমনি মানুষও সো কলড ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারে। কিন্তু আমি তো আবার রাগ/অভিমান করলে সাইলেন্ট জোনে চলে চাই, কথা বন্ধ করে দেই। মনখুলে ঝগড়াও করতে পারিনা - যদিও আজকাল সেটা পাল্টানোর চেষ্টা করছি এবং কিছু ক্ষেত্রে সফলও হচ্ছি। যেমন আপনাকে ঐ কবিতা লেখার জন্যে ঠিকঠাকভাবে ঝাড়ি দিয়ে এলাম, হাহাহা।

এই আল্লাহ আমাদের সাথেও পজিটিভ কিছু ঘটেছে। দেশের এক প্রতিবেশী হুট করে বলা নেই কওয়া নেই ইমেইল করে খোঁজ নিলেন, যদিও উনি কখনোই কারো সাথে তেমন যোগাযোগ রাখতেন না। জাফর ইকবাল স্যারের একটা বইয়ের সারমর্ম ছিল যে রোবটদের মানুষের মতো বুদ্ধি হলেও মানুষের সাথে পারবেনা, কেননা ওরা বিপদে একে অপরের বিরুদ্ধে দাড়াবে কিন্তু মানুষ বিপদে আরো কাছে আসে! আমি মানবতায়, প্রেমে ভীষনভাবে বিশ্বাস করি! আমার সত্যিই মনে হয় মানুষ শেষ পর্যন্ত জয়ী হবেই হবে!

ইশ! মনের মতো একটা গান দিলেন, খুব সুন্দর গান এটিও। আচ্ছা বাংলার সব সুন্দর গান কি "আ" দিয়েই নাকি? হাহা।

গান: view this link

৫০| ২৮ শে জুন, ২০২০ সকাল ১০:২৭

রাকু হাসান বলেছেন: [link||হাহাহা সামু পাগলা ,আপনি যদি থামবেল দেখতেন পাগল হয়ে যেতেন । ] B-)
এখন কাজ করবে ।
আমার প্রথম আড্ডার বর্ষপূর্তিতে অংশগ্রহণ । প্রথম কপিরাইট খাইলাম । B-)) একটি ধুম তারাক্কা গান ব্যবহার করছিলাম । সো এটা হয়েছে। আবারও সরিয়ে অন্য চ্যানেলে দিলাম । খাব না তে কি করব । সব তো মাইনষের :P আমি শুধু জোরা তালি দিলাম..... =p~ সবাই অবশ্যই থাকতে । আর সরাসরি সক্রিয় আড্ডাবাজ হলে কথাই নাই ।

জানি না ,আবারও কপিরাইট আসে নাকি । :(

২৮ শে জুন, ২০২০ সকাল ১০:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: সরি রে, আবারো একই কাহিনী আমার এদিকে। রিয়েলি সরি। :(

৫১| ২৮ শে জুন, ২০২০ সকাল ১০:৩০

রাকু হাসান বলেছেন:

ক্লিকান :P

২৮ শে জুন, ২০২০ সকাল ১০:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: এই এসেছে এসেছে ইয়েএএএ, দেখছি দাড়ান।

২৮ শে জুন, ২০২০ সকাল ১০:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: বাপরে বাপ! কি করেছেন আপনি! অনেক সময় লেগেছে নিশ্চই এতকিছু এডিট করতে! জাস্ট অসাম। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আড্ডাঘরে যারা আসেন না, কিন্তু সবার প্রিয় ব্লগার তাদেরকেও এড করেছেন! আর আড্ডাবাজদের অংশগুলোতে তো হাসতে হাসতে শেষ!

এই ছ্যামড়া দুঃখ প্রকাশ করে কেন শেষে? বিনয় দেখে গা জ্বলে যায়। ;) সত্যিই জোশ হয়েছে। আড্ডাঘর অনেক উপহারই পেয়েছে জন্ম থেকে, অনেক ব্লগার নিজের ব্লগে আড্ডাঘরকে নিয়ে কবিতা লিখেছেন। অনেকে আড্ডাঘরে এসে কোন লেখা শেয়ার করেছেন। তাছাড়া সবাই মিলে যে পরিমাণ সময় আড্ডাঘরকে দিয়েছে তার চেয়ে বড় উপহার আার কি হতে পারে? তবে আজ আড্ডাঘর আপনার কাছ থেকে যেটা পেল সেটা সত্যিই ইউনিক কিছু। আই এম প্লেজেন্টলি সারপ্রাইজড, মন ভরে গেছে আমাদের সবার প্রতি আপনার এত ভালোবাসা/আন্তরিকতা দেখে।

আপনার নাম রাকিব, আমি তো ভাবতাম সত্যিই রাকু নাম! আমি এখন থেকে রাকিবই ডাকব, বেটার দ্যান রাকু। :)

৫২| ২৮ শে জুন, ২০২০ সকাল ১০:৪৬

রাকু হাসান বলেছেন:


হাহহাহাহা আমি যতবার দেখছি ততবার হাসছি। B-) B-) সেইরাম

৫৩| ২৮ শে জুন, ২০২০ সকাল ১০:৫২

সামু পাগলা০০৭ বলেছেন: মনা আপু, মিরোরডডল প্লিজ ওপরে রাকু হাসানের ভিডিও পুরোটাই দেখ, স্পেশালি ৫:৩২ মিস করোনা, মাই মোস্ট ফেভারিট পার্ট অফ দ্যাট ভিডিও। পৈশাচিক বিনোদন।

৫৪| ২৮ শে জুন, ২০২০ সকাল ১১:০৬

রাকু হাসান বলেছেন:



আপনার নাম রাকিব, আমি তো ভাবতাম সত্যিই রাকু নাম! আমি এখন থেকে রাকিবই ডাকব, বেটার দ্যান রাকু। :)
রাকিবই বাট সামুতে নিক নিতে কি ঝামেলা জানেনই ,তাই ....
আই এম প্লেজেন্টলি সারপ্রাইজড, মন ভরে গেছে আমাদের সবার প্রতি আপনার এত ভালোবাসা/আন্তরিকতা দেখে।
;) অন্যদিনের জন্য কিছু থাক B-))

জানতে চাইবো কার পারফর্মমেন্স হয়েছে। আড্ডাবাজ অতিথিরা মার্কি
করতে পারে । =p~

২৮ শে জুন, ২০২০ সকাল ১১:১১

সামু পাগলা০০৭ বলেছেন: জানিনা আবার, আমি মেয়ে, যার জেমস বন্ড নিয়ে কোন আগ্রহ নেই কিন্তু তার নিক হচ্ছে সামুপাগলা০০৭! ললল।

নাহ থাকবে কেন, আজই সব বলে ফেলব, আমার কিসের এত ঠ্যাকা যে রোজ রোজ আপনার প্রশংসা করতে যাব। :D

বেস্ট হচ্ছে গালর্স ব্যান্ডের পারফর্ম্যান্স! ;) :)

৫৫| ২৮ শে জুন, ২০২০ সকাল ১১:১২

রাকু হাসান বলেছেন:


আর তোমাকে আর মনাপুকে আসাতে বলাটা ক্লিকবেইট হিসেবে ধরো। দেখো রাকু হাসান দাওয়াত চেয়ে বসে আছেন। হা হা হা :D--হাহাহাহহাহাহাহাহা আর্কি ভাই। ভালো হয়ে গেছি ভাই। দাওয়াত গ্রহণ করিলাম ... :P

৫৬| ২৮ শে জুন, ২০২০ সকাল ১১:১৫

রাকু হাসান বলেছেন:

বেস্ট হচ্ছে গালর্স ব্যান্ডের পারফর্ম্যান্স! ;) :)--হাহাহহা এই ভিডিওটা আগে দেখিনি । দেখে দেখি এটা সামু পাগলা ভালো করতে পারে । দারুণ করছেন । আপনার মার্ক
১০/১০
--আর মনা আপু কি করলো । গুরুন্টি,গুরুন্টি,গুরুন্টি B-)) =p~
দেখলেন কিভাবে পাখনা ঝাপিয়ে শুরু করলো --- B-)) B-))

৫৭| ২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অসাম বার্থেড গিফট ফর আড্ডাঘর B-)
সর্দারজির গানা, জিএস ভায়ার গানা সহ
চিকেন বিট গুলো দারুন ম্যাচিং হয়েছে ;) নামে নামে মুরগী পারফরমেন্স হা হা হা অন্যরকম! আড্ডাঘরের রাণীর ভাষায় পৈশাচিক বিনোদন B-) :-B =p~
সবচে বেষ্ট সামু পাগলার গার্লস ব্যান্ড =p~ =p~
মবিন ভায়ার আলু পর্বও মজারু
আর সবশেষে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে -আড্ডাঘরের থিম সং যেন ;)

দারুন আয়োজনের জন্য থ্রী চিয়ার্স ফর রাকু হাসান :)

হিপ হিপ হুররে
হিপ হিপ হুররে
হিপ হিপ হুররে

গান খেলার গান- আমার মনের ঘরে


২৮ শে জুন, ২০২০ রাত ৮:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: আসলেই রাকিব অসাধারণ একটা কাজ করেছে! হাসতে হাসতে শেষ! এতদিন পুরোন আড্ডাঘরে সেলিব্রেশন নিয়ে কথা বলেছি ওনার সাথে কিন্তু একবারো বলেনি এমন কিছু করতে যাচ্ছে! পুরোপুরি সারপ্রাইজড করে দিয়েছেন। :)

view this link

৫৮| ২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৪১

শুভ্রনীল শুভ্রা বলেছেন: না। বিশেষ দিন নিয়ে কাওকে প্যারা দিতে ভালো লাগেনা আমার। একজন মানুষ একটি বিষয় মনে রাখতে পারছেনা অথবা চাইছেনা, যেটা না রাখলে খুব বড় ক্ষতিও হবেনা, তাইলে সেই ব্যাপারটাকে ইস্যু করে ঝামেলা করা মানে তাকে যন্ত্রণা দেয়া মনে হয়। উইশ প্রত্যাশা করলে আমি নিজেই মনে করিয়ে দেই। আর প্রত্যাশা না থাকলে সেটা নিয়ে কিছুই বলিনা। ভেতরে রাগ /অভিমানও পুষিনা।

নাহ, ভুলিনা কখনো।কাছের মানুষদের বিশেষ দিনগুলো খুব মনে থাকে। ভুলে গেছি এই টাইপ ভুল হয়েছে খুব কম। আপু, আপনার জন্মমাস কোনটি? তারিখ বলা গেলে সেটাও বলবেন প্লিজ। আপনি কিভাবে পালন করেন বিশেষ দিনগুলো?

গানের লিঙ্ক: আমি এতো যে তোমায় ভালোবেসেছি

২৮ শে জুন, ২০২০ রাত ৮:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: দ্যাটস সো ম্যাচিউর অফ ইউ আপু! এই জন্মদিন মনে রাখতে না পারার জন্যে কত সম্পর্ক ভাঙ্গে! অনেক বিবাহিত দম্পতির মধ্যেও দেখা যায় যে বউ বাপের বাড়িতে চলে গিয়েছে রাগ করে কারণ হাসব্যান্ড এনিভার্সারি ভুলে গিয়েছে হুইচ মিনস সে আর আগের মতো ভালোবাসেনা। হাহাহা। কিন্তু আপনি অনেক সেন্সিবল এসব বিষয়ে। শেখার আছে আপনার কাছে।

আমি কিছুই করিনা আপু, সেপ্টেমবরের দিনগুলো অন্যদিনের মতোই। শুধু মা রান্না করে স্পেশালি, বাবা টাকা দেয়। বন্ধুরা উইশ করে। আপনজনদের কিছু করার ইচ্ছে থাকলে বাঁধা দেইনা, বাট আমি কিছু আশা করিনা/বা পার্টি থ্রো করিনা। সবাই আমার দিকে তাকিয়ে থাকবে আর আমি মোমবাতি নিভিয়ে ধপ করে কেক কাটব সেই বিষয়টা কেমন যেন অস্বস্তির লাগে। সেন্টার অফ এটেনশন হওয়াটা এনজয় করিনা আরকি।

view this link

৫৯| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:২৮

আরাফআহনাফ বলেছেন: আমি আসবো বলেই - আমার জন্য এখনো জ্বলছে বাতি - দিলাম ফুঁ ।

মোমবাতি নিভুক আর না নিভুক - হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ! আড্ডাঘরের জন্মদিনে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ!

২৮ শে জুন, ২০২০ রাত ৮:১২

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ ভাইয়া! উফফ! কতদিন পরে! সেই কবে দোস্তকে বলেছিলে যে আসবে, আর আজ এলে! যেইনা পার্টি আয়োজনের সব কাজ শেষ হয়ে গেল, সেই এলো, অলস এক নাম্বারের। ;)

কেমন আছ বলো? করোনাকালে জীবন কেমন চলছে? রেগুলারলি অফিসে যেতে হচ্ছে নাকি বাড়িতে থেকে কাজ করতে পারছ? ভাবী, বাচ্চারা সবাই কেমন আছে? সব বলো, সববব। এত দিনে কত গল্প জমিয়ে ফেলেছ! সেসব শেষ করতে আরো একটি আড্ডাঘর দিলেও কম হবে!

৬০| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৪০

আরাফআহনাফ বলেছেন: প্লিজ আমার সাথে আবার যেন এইরকম করবেন না কেউ ------

https://www.youtube.com/watch?v=6FwrfpKjkmY

feere ashar golpo

৬১| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:৪২

নীল আকাশ বলেছেন: ৪ বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
অনেক দিন পরে আপনাকে পেলাম। কেমন আছেন আপনি?


২৮ শে জুন, ২০২০ রাত ৮:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ নীল আকাশ।

আছিরে ভালোই, আপনার কি অবস্থা?

নিরাপদে থাকবেন করোনাকালের দিনগুলোতে।

৬২| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আড্ডাঘরের জন্মদিনে শুভেচ্ছা।

মুখরিত হোক আড্ডাঘর।

২৮ শে জুন, ২০২০ রাত ৮:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: মুখরিত হোক আড্ডাঘর।
একই চাওয়া আমারো!

কেমন আছেন? পরিবারের সবাই ভালো?

৬৩| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: চমতকার একটা পোষ্ট দিয়েছেন।
সামুর সমস্ত ব্লগাররা এসে হাজির হয়েছেন।

২৮ শে জুন, ২০২০ রাত ৮:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: পোস্ট না তো, আড্ডাঘর দিয়েছি। হাহা। সামুর ব্লগারদের আড্ডা দেবার মতো নিরাপদ, ক্যাচালমুক্ত একটি জায়গা হয়ে রয়েছে আড্ডাঘর গত ৪ বছর ধরেই, এই নতুন আড্ডাঘর সেই ট্র্যাডিশন/প্রচেষ্টাকে সামনের দিকে নিয়ে যাবে আরকি!

আপনার এবং আপনার মেয়ের জন্যে: view this link :)

৬৪| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৪৮

ইসিয়াক বলেছেন:


যে বাড়িটির মানুষ করোনায় আক্রান্ত শুধু সেই বাড়িটিকে লক ডাউন করা হয়। আমাদের বাড়ি লকডাউনের আওতায় নাই। তবে সাবধানে আছি।
আন্তরিকতায় কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।

২৮ শে জুন, ২০২০ রাত ৮:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: কিন্তু সেই বাড়ির প্রতিবেশীরাও তো করোনায় আক্রান্ত হতে পারেন। রাস্তায় তো রেগুলারলি প্রতিবেশীদের সাথে দেখা/সাক্ষাত হয়, অনেকে বাড়িতেও যান। আমার মতে পুরো এলাকাই লকডাউন করা উচিৎ সেফ থাকার জন্যে।

যাই হোক, আপনারা নিরাপদে থাকবেন। আন্তরিক শুভকামনা আমার তরফ থেকেও।

৬৫| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০১

মৌরি হক দোলা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা :) :)

কেমন আছো আপু???

২৮ শে জুন, ২০২০ রাত ৮:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: উরে মা! কত বড় হয়ে গিয়েছ তুমি! এর আগে কোন এক ব্লগারের পোস্টে তোমার ছবি দেখেছিলাম, অনেক সুন্দরী আর বড় হয়ে গিয়েছ! খুব ভালো লাগছে মিষ্টি আপুটাকে পেয়ে।

আমি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছ? প্রান্ত কেমন আছে?

৬৬| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৫

মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় আড্ডাঘরের জন্মদিনে সকল আড্ডাবাজ ব্লগারকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।

২৮ শে জুন, ২০২০ রাত ৮:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: যাক পেলাম আপনার দর্শন! বিশেষ দিনে আসতে ভুলবেননা সেটা জানতাম। :)

৬৭| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: সুজন ভাই কেমন আছেন? অনেক দিন কথা হয়না আপনার সাথে!খোজ খবর নেওয়ার সময় যে পায়না তা নয়।ইজি কাজে বিজি থাকার কারনে আর তেমন খোজ নেওয়া হয়না।
রোহান বাবু কেমন আছে?আমরা সবাই আল্লাহর রহমতে ভালই আছি।

পাগলি আপুর কি খবর? আশা করি আপনার পরিবারের সবাই ভাল আছেন?

২৮ শে জুন, ২০২০ রাত ৮:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? ভাবী ও বাবু কেমন আছে?

আমরা "আ" দিয়ে গান শেয়ার করার খেলায় আছি, কেউ একই গান আবারো দিয়ে ফেললে হেরে যাবে। ওপরে দেখুন কতসব ভালো গান এসেছে আ দিয়ে। দারূণ ব্যাপার না? :)
view this link

৬৮| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মোস্তফা সোহেল বলেছেন: সুজন ভাই কেমন আছেন? অনেক দিন কথা হয়না আপনার সাথে!খোজ খবর নেওয়ার সময় যে পায়না তা নয়।


আলহামদুলিল্লাহ ভালো আছি মোস্তফা সোহেল ভাই। আমিও আপনার মতোই ইজি কাজেই ফেসে থাকি। সময় সুযোগ করে আড্ডায় আসবেন। বাবুটা কেমন আছে?

৬৯| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জাফরুল মবীন বলেছেন: ইয়া মা'বুদ! বার্থ ডে পার্টি ফেলে হোস্ট গায়েব!!! আচ্ছা আপনার জন্য একটা পাজল সলভ করতে দিলাম।উত্তর চাই কিন্তু :)


ম্যাডাম বলল, 'অন্য কেউ ট্রাই করার জন্য'
দেখেনতো হলো কি ৮৩।

৭০| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরাফআহনাফ বলেছেন: আমি আসবো বলেই - আমার জন্য এখনো জ্বলছে বাতি - দিলাম ফুঁ


দিলেনতো ভাই বাতি নিভিয়ে গুরুজী, সাদি ভাই, ঢালী ভাই আসার এখনো বাকী।

ভাই বহুদিন পর কেমন আছেন?

২৮ শে জুন, ২০২০ রাত ৮:৪৫

সামু পাগলা০০৭ বলেছেন: হেনাভাই তো এসেছিলেন সুজন ভাই, ৪৫ নাম্বার মন্তব্যে উপস্থিতি জানান দিয়েছেন। :)

৭১| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: রাকুহাসান ভাই ভিডিউ দারুণ করেছেন।
আর পাফর্মেন্সও দারুন। আমার পাড়াতো বোনটা যা দেখাইলো। মনোআপুর গুরুন্টির শেষে ম্যাডাম না ধরলে মাথাটাই ফাইটা যেতো!

৭২| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মৌরি হক দোলা বলেছেন:
কেমন আছো আপু???

শুধু আপুর খবর নিলেই হবে! আমরা ভাইয়েরা কি ভেসে গেলাম?

৭৩| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ইসিয়াক বলেছেন:



আমাদের বাসার সামনের বাড়িতে গতকাল সন্ধ্যাবেলা করোনা রোগী ধরা পড়েছে।


সাবধানে থাকবেন ভাই। দোয়া রইল আল্লাহ যেনো সবাইকে হেফাযত রাখেন।

৭৪| ২৮ শে জুন, ২০২০ রাত ৮:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন এক আড্ডা ঘরে আমিও ছিলাম
তবে এমন মজাদার খাবার কোথায় ছিলো?
সবাইকি আমার আড়ালেই হাপুস করে দিলো!

২৮ শে জুন, ২০২০ রাত ৮:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার প্রোফাইল পিকচারটা অনেক এপ্রোপ্রিয়েট এসময়ে। সবাইকে সচেতন করবে।

হাহা কি বলেন! আড্ডাঘরে তো সবসময় খাবার থাকে, রোজার মাস ছাড়া। হয়ত ওমন কোন সময়েই এসেছিলেন। যাই হোক, সেদিন না হোক, আজ তো অনেককিছুই আছে! :)

জন্মদিনের সুন্দর ক্ষণে আড্ডাঘরে ঘুরে যাবার জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

৭৫| ২৮ শে জুন, ২০২০ রাত ৯:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাডাম, দেখেনতো আমি গুরুজীকে খোঁজছি সেই কবে থেকে আর ৪৫ নং কমেন্ট দেখিনি। যাই হোক গুরুজী উপস্থিতিতে আমাদের আড্ডাঘর প্রাণ পেল। বাকী ঢালী ভাই, শুভ ভাই, ও সাদি ভাই, আরো পুরান অনেক পাগলা। সবাই আসুন। সবাইকে জানি কেমন আছেন আপনারা? ভালো থাকুন কামনা নিরন্তর।

৭৬| ২৯ শে জুন, ২০২০ ভোর ৬:০৯

শুভ্রনীল শুভ্রা বলেছেন: হ্যাঁ, মেয়েদের এই ব্যাপার'টা নিয়ে বাড়াবাড়ি ভালো লাগেনা।
সেপ্টেম্বর তার মানে কইন্যা রাশি হবার সম্ভাবনা। আপনার মতো আমিও কিছুই করতে চাইনা। কাছের মানুষগুলো কিছু করলে বাধ সাধতে যেয়েও হয়তো পারিনা।

গানের লিঙ্ক: আমি শুনেছি সেদিন

২৯ শে জুন, ২০২০ রাত ১০:১২

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার মতো আমিও কিছুই করতে চাইনা। কাছের মানুষগুলো কিছু করলে বাধ সাধতে যেয়েও হয়তো পারিনা।
তবে মাঝে মাঝে ভাবি আপু, যদি সত্যিই আপনজনেরা কিছুই না করত আমার জন্মদিনে তাহলে মনের কোথাও ছোট্ট একটা খারাপ লাগা নিশ্চই জন্মাত। আবার তারা অনেক মাতামাতি করলেও ভালো লাগেনা। মহা জ্বালাতনের এক বিষয়! হাহা।

আপু খেলায় হেরে গিয়েছে, আপু খেলায় হেরে গিয়েছে। ইয়েএএএ। হাহাহা। এই গান আগেও শেয়ারড হয়েছে আপু। বাট সবচেয়ে সুন্দর গানগুলো বোধহয় আপনিই শেয়ার করেছেন। থ্যাংকস এ লট খেলাটিতে পার্টিসিপেট করে আড্ডাঘরের পার্টিতে রং জমিয়ে দেবার জন্যে!

view this link
এই গানে আষাঢ় শব্দটিতে একটা টান দেন গায়িকা লতা মঙ্গেশকর, সেই টানে মনটা এত উদাস হয়ে যায়! ভেতরে গিয়ে স্পর্শ করে একেবারে!

আচ্ছা আপু, আপনার জীবনের খুব প্রিয় একটা উপহার কি? যেটা বিশেষ/অবিশেষ দিনে পেয়েছেন?

৭৭| ২৯ শে জুন, ২০২০ দুপুর ১২:০৯

রাকু হাসান বলেছেন:


বিদ্রোহী ভৃগু -ভায়া... হাহাহা ভিডিওটি করার পর ,নিজে অন্তত ২০ বার দেখলাম। ভালোবাসা ভাইয়া। ভাইয়া আপনিই আড্ডাবাজ হয়ে যান ..... :) আসলে ব্লগে তর্ক বির্তকের মাঝে সামু পাগলার আড্ডাঘর ভিন্ন এক মাত্রা যোগ করে । ভালো লাগে ।
আড্ডার গান : আমরা দুই ভাই বোন মা বাবা lyrics

সামু পাগলারে কি ধন্যাবদ দিতেই হবে ?? ;) B-)) .আচ্ছা পরে দিই... =p~ !:#P

সুজন ভাইয়া --ধন্যবাদ । ভিডিওটি দেখে অনেক হাসছি। বিশেষ করে চিকেন সং ,এবং সামু পাগলার গান শুনে ;)
আমার পাড়াতো বোনটা যা দেখাইলো। মনোআপুর গুরুন্টির শেষে ম্যাডাম না ধরলে মাথাটাই ফাইটা যেতো!--হাহহাহা
আ দিয়ে গান

২৯ শে জুন, ২০২০ রাত ১০:১২

সামু পাগলা০০৭ বলেছেন: সামু পাগলারে কি ধন্যাবদ দিতেই হবে ?? ;) B-)) .আচ্ছা পরে দিই... =p~ !:#P
আমিও পরে প্রতিমন্তব্য করব। ভেংচি!

৭৮| ২৯ শে জুন, ২০২০ দুপুর ১২:২৪

মৌরি হক দোলা বলেছেন: উরে মা! কত বড় হয়ে গিয়েছ তুমি! এর আগে কোন এক ব্লগারের পোস্টে তোমার ছবি দেখেছিলাম, অনেক সুন্দরী আর বড় হয়ে গিয়েছ! খুব ভালো লাগছে মিষ্টি আপুটাকে পেয়ে।


:`> :`> B-)

আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু। প্রান্তও ভালো আছে।
আ দিয়ে গান দিতে গেলে, হেরে যেতে পারি। আমার পক্ষ থেকে সবার জন্য এই গানটা

@সুজন ভাই আমি জানি, আমার ভাইয়ারা অলওয়েজ ভালো থাকে B-)

২৯ শে জুন, ২০২০ রাত ১০:১৭

সামু পাগলা০০৭ বলেছেন: প্রান্তটা আড্ডাঘরে আসেনা কেন রে? জর্জ ব্যারিস্টারের মতো ব্যস্ত হয়ে গিয়েছে নাকি? ওর কান টেনে ধরে নিয়ে আয় আড্ডাঘরে। হাহা, নাহ থাক, ভালো থাক নিজের মতো, পড়াশোনা করুক মন দিয়ে।

কি চালাক মেয়ে রে বাবা! খেলায় হারার সম্ভাবনা থাকায় পার্টিসিপেটই করলনা! হাহাহা।
গানটা সুন্দর খুব!

তোমার কি প্রেমে পড়া বারণ? কেউ বারণ করলে তাকে এই গানটি শুনিয়ে দিও: view this link ;) :D

৭৯| ২৯ শে জুন, ২০২০ রাত ১১:৫৮

মৌরি হক দোলা বলেছেন: =p~ =p~ =p~ =p~ (গানটার জন্য)

প্রান্তটা আড্ডাঘরে আসেনা কেন রে? জর্জ ব্যারিস্টারের মতো ব্যস্ত হয়ে গিয়েছে নাকি? ওর কান টেনে ধরে নিয়ে আয় আড্ডাঘরে। হাহা, নাহ থাক, ভালো থাক নিজের মতো, পড়াশোনা করুক মন দিয়ে।

কিসের পড়াশোনা!!! X(( সে বর্তমানে এইটা নিয়ে ব্যস্ত আছে ;)

আপু, সবকিছু বাদ দিয়ে নুডলসের দিকে চোখ গিয়েছে আমার। এই রাত বারোটায় এখন ওইটা খেতে ইচ্ছে করছে! :D :D

৩০ শে জুন, ২০২০ রাত ১:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা ও কি অন্য ব্লগে লেখা শুরু করেছে? কি নাম নিয়ে লিখছে? জানলে আমরাও পড়তে পারতাম!

হাহা, রাতে/মধ্যরাতে আইসক্রিম খাওয়া সবচেয়ে আনহেলদি গিল্টিয়েস্ট প্লেজার। মধ্যরাতে যেকোন সাধারণ খাবারের স্বাদ ১০ গুণ বেড়ে যায়, তাই না?

৮০| ৩০ শে জুন, ২০২০ সকাল ৭:৩২

শুভ্রনীল শুভ্রা বলেছেন: হেরে গেলাম! আমিতো দেখলাম কেউ এটা দেয়নি! আরো অন্য অনেক ছিল। ভাবলাম এটা দিই। যাই হোক, ব্যাপার না।

আপনি যে গান দিয়েছেন, এই গানটা আম্মুর অনেক পছন্দের। মাঝে মাঝেই তাঁকে গাইতে শুনি!! ভীষণ ভালো লাগলো।

আসলে, আমাকে ভালোবেসে যে যেটাই দিক, সেটাই আমার প্রিয়। তবে আমার ছোটবোন নিজ হাতে অনেক কিছু বানিয়ে আমাকে গিফট করে। সেগুলো আমাকে বিস্মিত করে।

আপু, গিফট নিয়ে আপনার মজার/নস্টালজিক /অদ্ভুত/ভালোলাগার কোনো স্মৃতি আছে? থাকলে শেয়ার করবেন প্লিজ।

০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: আমিই দিয়েছিলাম ঐ গানটি আপু। বাট আাপনি এখনো গান শেয়ার করে যেতে পারেন। আপনার মিউজক চয়েস অসাধারণ! আপনি গান শেয়ার করলে আড্ডাঘর সুন্দর কিছু গান পাবে। এবারে নাহয় "ক" দিয়ে গান দিন।

ওমা খালাম্মা কি গাইতে পারেন? দারূণ তো! আপনিও গাইতে পারেন আপু?

আমাকে ভালোবেসে যে যেটাই দিক, সেটাই আমার প্রিয়।
আসলেই ঠিক বলেছেন। আপনজনেরা অনেকসময়েই হয়ত এমন উপহার দিয়ে বসেন যেটা আমাদের পছন্দ হয়না, যেমন এমন কোন পোশাক দিল কেউ যার রংটা আপনার ভালো লাগলনা, কিন্তু তাদের ভালোবাসাটাই এখানে আসল উপহার।

আমার এক বন্ধু অনেক সুন্দর একটা ভিডিও বানিয়ে দিয়েছিল আমাকে - সুন্দর কিছু কথা এড করে। সারপ্রাইজড হয়েছিলাম অনেক। ঐ আপনি যা বললেন, হাতে বানানো উপহার মনে অন্যরকম দাগ কাটে!

আচ্ছা আপু, নতুনদের মধ্যে কার গান আপনার ভালো লাগে? যেসব গান শেয়ার করেছেন তা সব পুরোনদেরই তাই জানতে চাইছি।

view this link

৮১| ৩০ শে জুন, ২০২০ সকাল ১০:০৬

মৌরি হক দোলা বলেছেন: মধ্যরাতে যেকোন সাধারণ খাবারের স্বাদ ১০ গুণ বেড়ে যায়, তাই না?

একদম! তা যদি আবার হুট করে রাতের খাবার হজম হয়ে পেট খালি হয়ে যায় ;)

ওমা ও কি অন্য ব্লগে লেখা শুরু করেছে? কি নাম নিয়ে লিখছে? জানলে আমরাও পড়তে পারতাম!

না, আপু। ও সামুতেও লিখে। আর ওইটা হচ্ছে ওর ওয়েবসাইট, ইতিহাসবিষয়ক। কয়েকজন মিলে এটা করেছে। আমিও অবশ্য সীমিত আকারে ওদের সাথে আছি B-) :P

এইটা শোনো

০১ লা জুলাই, ২০২০ রাত ১০:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা বাচ্চাগুলো কতকি করছে! নিজের ব্লগ খুলে বসে গিয়েছে! তাও আবার ইতিহাসবিষয়ক! অসাধারণ ব্যাপার রে। সো প্রাউড অফ ইউ অল। কিপ ইট আপ। তোমাদের মতো ম্যাচিউর ছেলেমেয়েদের দেখলে মনটা ভালো হয়ে যায়। ফ্রি টাইমেও এমনকিছু করছ যাতে জানার/বোঝার পরিধি বাড়ছে!

আচ্ছা মৌরি, তুমি যখন খুব রেগে যাও কি করো? (এমন একটা আড্ডাটপিক ছিল আগে, তখন তুমি ছিলেনা, তাই এখন জিজ্ঞেস করছি)

ওমা যে গানটি দিলে তার গায়িকার গলা শুনে পুরোপুরি অরিজিনাল ভার্সনটা মনে হচ্ছে। হাউ ডিড শি ডু ইট? মাইন্ডব্লোয়িং! থ্যাংকস এ লট ফর শেয়ারিং দিস।
গান: view this link

৮২| ৩০ শে জুন, ২০২০ রাত ১০:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন:
মৌরি হক দোলা,


আমি জানি, আমার ভাইয়ারা অলওয়েজ ভালো থাকে
বোনদের সবসময় ভাইদের জন্য দোয়া থাকে।
সেই কারণেই ভায়েরা সবসময় ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। তোমার জন্য বোন দোয়া রইল। তুমিও ভালো থেকো সবসময়।

একদম! তা যদি আবার হুট করে রাতের খাবার হজম হয়ে পেট খালি হয়ে যায় ;)


খাবার ফুুরাই গেলে তুমাদের সুজন ভাই আছেনা? কোন টেনশন নেই।

৮৩| ০১ লা জুলাই, ২০২০ রাত ১২:১৬

মৌরি হক দোলা বলেছেন:
@মাহমুদুর রহমান সুজন ভাই
বোনদের সবসময় ভাইদের জন্য দোয়া থাকে।
সেই কারণেই ভায়েরা সবসময় ভালো থাকেন।


একদম খাঁটি কথা ভাই B-)

৮৪| ০১ লা জুলাই, ২০২০ রাত ১০:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: অদ্ভুততত, মোনা আপু আর মিররডল আপুটা গেল কোথায়? রাকু হাসানের বানানো ভিডিওটা তাদের না দেখালে তো আমার শান্তি হচ্ছেনা। :)

৮৫| ০১ লা জুলাই, ২০২০ রাত ১০:১০

সামু পাগলা০০৭ বলেছেন: রাকু হাসানের পোস্টে প্রতিমন্তব্যের প্রতিমন্তব্য করতে গিয়েছিলাম, পরে ভাবলাম এতসব সিরিয়াস কথা হচ্ছে, অফটপিকে ফাজলামি না করাই ভালো। তাই নিচে লিখলাম।

আমাকে উঁকি পাগল কেন বললেন? আমার মাথায় উঁকুন আছে ভেবে? ;) যান আপনার ব্লগবাড়িতে আর যাবইনা। X(( :)

যে ভিডিওটা শেয়ার করেছিলেন তা আগেই দেখেছি, সত্যিই ছেলেটা অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানায়। বেশ ভালোই লাগে। আচ্ছা আপনার প্রিয় ইউটিউবার কে কে?

৮৬| ০১ লা জুলাই, ২০২০ রাত ১১:৪৬

মৌরি হক দোলা বলেছেন: হ্যাঁ, আপু, দোয়া রেখো। পারলে মাঝেমাঝে একটু ঢুঁ মেরে এসো ইতিহাসনামায়। একটা কথা কি জানো, আমার এই লকডাউনের সময়টা খারাপ যায়নি কিন্তু। অনেক কিছু করতে পারছি, শিখতে পারছি... স্বাভাবিক পৃথিবী ফিরে এলে হয়তো করোনাকালকে এই কারণেই স্মরণ করব আমৃত্যু। তুমি কি কি করছো এই ছুটিতে?

=p~ =p~ =p~ আমি রেগে গেলে চেঁচামেচি করি আর ইচ্ছেমতো কান্না করি :P তুমি কি করো?

ওমা যে গানটি দিলে তার গায়িকার গলা শুনে পুরোপুরি অরিজিনাল ভার্সনটা মনে হচ্ছে।
হুমম... আমিও লক্ষ্য করেছিলাম। আর তুমি যে গানটা দিয়েছো, সেটা আমার খুব প্রিয় একটা গান।

এই গানটার সাথে আমার কিছু স্মৃতি জড়িয়ে আছে, কখনো হয়তো এ নিয়ে ব্লগে লিখব :)

০২ রা জুলাই, ২০২০ রাত ১২:১৭

সামু পাগলা০০৭ বলেছেন: দোয়া তো অবশ্যই করি। না বললেও করি। :)

ইতিহাসে খুব একটা ইন্টারেস্টেড নই, ফিউচার/সাইন্স আমাকে বেশি টানে। তবুও তোমাদের ব্লগ যেহেতু ঢুঁ মারব অবশ্যই।

আই এম সো গ্ল্যাড, সামওয়ান ইজ এনজয়িং করোনা লকডাউন! তোমার মুখেই শুধু একটু পজিটিভ কথা শুনলাম। নাহলে সবাই যে পরিমাণে ডিপ্রেসড! এটা ভালো যে তুমি নেগেটিভের মধ্যেও পজিটিভ কিছু খুঁজে পেয়েছ। আমি কাজ করছি গো। আমার জব অনলাইনে করা যায়। ভলান্টিয়ার ওয়ার্কও করছি করোনায় মানুষকে সাহায্য করার জন্যে (সেটাও অনলাইনে)। বাড়িতে আছি তবে ছুটিতে একেবারেই নেই। যথেষ্ট ব্যস্ত। অবশ্য এটুকু না থাকলে বাঁচা মুশকিল হতো। কাজ মনকে অনেক সমস্যা থেকে দূরে রাখে। কাজ না থাকলে বাড়িতে থাকতে থাকতে আমিও ডিপ্রেসড হয়ে পড়তাম!

আমি তোমার বয়সে যখন ছিলাম তাই করতাম। রেগে গেলে মন খারাপ করে কাঁদতাম আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেতাম। ঘুম থেকে উঠে খুব খিদে পেত, কেননা রাগে এক বেলার খাবার তো মিস হতোই। ব্যাস আর মনেই থাকত না রাগের কথা। হাহাহা। আর এখন কারো ওপরে ছোট কারণে রাগ করলে তর্ক করি, সাথে সাথেই মিটমাট হয়ে যায়। কিন্তু বড় কারণে রাগ করলে তাকে এভয়েড করি, সাইলেন্ট ট্রিটমেন্ট দেই।

এই এই জলদি লেখোনা, পড়ব। জানতে চাই কি এমন স্মৃতি! তুমি না বললে জাতি অনেকরকম মানে করে ফেলবে। ;)

৮৭| ০১ লা জুলাই, ২০২০ রাত ১১:৪৮

শুভ্রনীল শুভ্রা বলেছেন: ওমা খালাম্মা কি গাইতে পারেন? দারূণ তো! আপনিও গাইতে পারেন আপু?
- আম্মু এমনি নরমালি গান। আমি একদম ই পারিনা।

আচ্ছা আপু, নতুনদের মধ্যে কার গান আপনার ভালো লাগে?
- মিফতাহ জামানের গান বেশ ভালো লাগে। বাপ্পা মজুমদারের গানও বেশ ভালো লাগে।

আপনার কার গান ভালো লাগে আপু ? আপনি গাইতে পারেন?

লিঙ্ক:
song_miftah_zaman

০২ রা জুলাই, ২০২০ রাত ১২:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: আম্মু এমনি নরমালি গান। আমি একদম ই পারিনা।
এই জিনিসটা আমার সাথেও পুরোপুরি মিলে গেল।

আমার মনের একটা দুঃখের জায়গা গান গাইতে না পারাটা। আলাদিনের দৈত্য তিনটি উইশ দিলে একটি তো গান গাওয়ার ক্ষমতা চাইতাম! গান শুনতে এত পছন্দ করি কিন্তু সেগুলো কখনো ঠিকভাবে গাইতে পারিনা, ব্যাপারটাতে কেমন যেন অসম্পূর্ণ লাগে নিজেকে।

আচ্ছা আপু? যদি আপনাকে তিনটা উইশ দেওয়া হতো আপনি কি কি চাইতেন?

বাপ্পা মজুমদারকে আমারো অনেক ভালো লাগে, বাট উনি তো নতুন না। যথেষ্ট পুরোন। নতুনদের মধ্যে ইমরান ও ন্যান্সিকে ভালো লাগে। যদিও নতুনদের গান ক্ষানিকের জন্যেই ভালো লাগে, পরে তো লাইনগুলো মনেও থাকেনা। সব গানের একই মানে হয় মেয়েটি ধোঁকা দিল অথবা ছেলেটি! লল।

ওমা বেশ গান তো উনি! গলায় সাবেকী একটা ব্যাপার আছে। প্রাণ, চঞ্চলতা আছে!

view this link

৮৮| ০২ রা জুলাই, ২০২০ রাত ১২:২৬

রাকু হাসান বলেছেন:

রাকু হাসানের পোস্টে প্রতিমন্তব্যের প্রতিমন্তব্য করতে গিয়েছিলাম, পরে ভাবলাম এতসব সিরিয়াস কথা হচ্ছে, অফটপিকে ফাজলামি না করাই ভালো। তাই নিচে লিখলাম।---আমারে কেউ ডাকতেছে মনে হয় । B-) B-)) ..বলেন কিভাবে সাহায্য করতে পারি । অটোগ্রাফ লাগবে ? উঁকি সিরিয়ালে রাখলাম ..... =p~ B-)

সামু পাগলারে কি ধন্যাবদ দিতেই হবে ?? ;) B-)) .আচ্ছা পরে দিই... =p~ !:#P
আমিও পরে প্রতিমন্তব্য করব। ভেংচি!
X(( X(( X(( X(( --আচ্ছা আপনার সাহস কোথায় থেকে আমাদানী করলেন ...... X( X( ...

আচ্ছা বলছি প্রতি উত্তর দিতে এখন.. =p~

মৌরি হোক দোলা আপনি শেষ ,আপনি নাই আর :(
সুজন ভাই না থাকলে আড্ডাটা খালি খালি লাগে। :)

যেমন বাড়ির বড় মেয়ে খাঁ খাঁ না করলে ভালো লাগে না। B-)) :P

০২ রা জুলাই, ২০২০ রাত ১২:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বি প্লিজ স্যার একটা অটোগ্রাফ দিন না, প্লিজ প্লিজ প্লিজ! চানাচুর মাখা খাবার জন্যে একটা যেমন তেমন কাগজ খুঁজছি, আপনি অটোগ্রাফ দিলে সেটা পেয়ে যেতাম। ;) ;) :D

উঁকি আমি না, আপনি উঁকি, আপনি উঁকির মা, আপনি উঁকির বাবা! ;)

আচ্ছা আপনার সাহস কোথায় থেকে আমাদানী করলেন
আপনি যেখান থেকে দুঃসাহস আমদানি করেছেন তার পাশের গলিতে সাহস বেঁচা হচ্ছিল, কিনে ফেললাম। আপনি তো সবসময় ভুল রাস্তায় চলেন। :)

আসলেই রে, সুজন ভাই ছাড়া আড্ডাঘর কেমন যেন লাগে, মনে হয় ভুল ঘরে এসে পড়েছি!

আপনার কি অবস্থা? কেমন চলছে সবকিছু?

৮৯| ০২ রা জুলাই, ২০২০ রাত ১২:৩৯

রাকু হাসান বলেছেন:


জ্বি প্লিজ স্যার একটা অটোগ্রাফ দিন না, প্লিজ প্লিজ প্লিজ! চানাচুর মাখা খাবার জন্যে একটা যেমন তেমন কাগজ খুঁজছি, আপনি অটোগ্রাফ দিলে সেটা পেয়ে যেতাম।
--হোয়াটটটটটটটটটটটটটটটট .... X(( । হায়রে রাকুরে চিনলো পাবলিক B-) =p~

উঁকি আমি না, আপনি উঁকি, আপনি উঁকির মা, আপনি উঁকির বাবা! ;)
---হহাহাাহাহহাহা ইউ্ মিন আই এম জনক অব উঁকি ... B-)) :D ,বুঝার জন্য পুদিনা পাতা ভর্তা আপনার জন্য । ;)

আসলেই রে, সুজন ভাই ছাড়া আড্ডাঘর কেমন যেন লাগে, মনে হয় ভুল ঘরে এসে পড়েছি!
--একটা কথা বলি। সুজন ভাইয়ের সরলতা আমাকে মুগ্ধ করে । এমন মানুষদের আমি অনেক ভালোবাসি । দোয়া করি ।

আপনার কি অবস্থা? কেমন চলছে সবকিছু?
লক ডাইন.... বুঝেনই তো । অনেক দিন ঘরেই আছি। টুকটাক পড়ি,নতুন কিছু প্রকাটিস করি, এভাবেই চলছে। এখন মানসিক দিকটা ঠিক আছে বলে শুকরিয়া। ভালো আছেন নিশ্চয়। ...

০২ রা জুলাই, ২০২০ রাত ১২:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: হহাহাাহাহহাহা ইউ্ মিন আই এম জনক অব উঁকি ... B-)) :D ,বুঝার জন্য পুদিনা পাতা ভর্তা আপনার জন্য ।
X(( X(( X(( X((

কথাগুলো বলার জন্যে ধন্যবাদ কেননা আমিও একই রকম ভাবি কিন্তু ফর্মালি হয়ত বলা হয়নি। যেমন অনেক আপনজনকেই বলা হয়ে ওঠে না তারা কতটা স্পেশাল। সুজন ভাই আসলেই মাথা থেকে পায়ের নখ পর্যন্ত একজন ভালোমানুষ। নিজের পরিবারকে সুখে রাখার জন্যে কত স্যাকরিফাইস করে বিদেশে পড়ে আছেন। আবার এত ব্যস্ততার মাঝেও আড্ডাঘরকে কখনো অবহেলা করেননি। সত্যিই অনেককিছু শেখার আছে ওনার মতো মানুষদের কাছ থেকে।

কি বই পড়ছেন আর কি প্র্যাকটিস করছেন? আপনি কি পরিবারের সাথেই আছেন? কে কে আছেন আপনার পরিবারে?

ব্যস্ত আছি তাই ভালো আছি।

৯০| ০২ রা জুলাই, ২০২০ রাত ১:০৮

রাকু হাসান বলেছেন:


সুজন ভাই আসলেই মাথা থেকে পায়ের নখ পর্যন্ত একজন ভালোমানুষ। নিজের পরিবারকে সুখে রাখার জন্যে কত স্যাকরিফাইস করে বিদেশে পড়ে আছেন। আবার এত ব্যস্ততার মাঝেও আড্ডাঘরকে কখনো অবহেলা করেননি। সত্যিই অনেককিছু শেখার আছে ওনার মতো মানুষদের কাছ থেকে।
----অনেক কিছু শেখার আছে। তিনি যে আড্ডায় দায়িত্ব অতিথি আড্ডাবাজ ব্লগারদের আতিথ্য দিলেন এটা খুব ভালো লাগলো। একজন ভালো মানসিকতা ছাড়া সম্ভব না।

কি বই পড়ছেন আর কি প্র্যাকটিস করছেন? আপনি কি পরিবারের সাথেই আছেন? কে কে আছেন আপনার পরিবারে?

দুটি বই হাতে আছে ঠগী আর রবীন্দ্র ভাবনায় মুসলিম পড়শি.. । লক ডাউনে এডিটিং শুরু করছিলাম। বলতে পারেন হাতেখড়ি ইউটিউভ দেখে। তাই টুকটাক করছি। এনিমেশনটা করার প্রবল ইচ্ছা পেয়ে বসছিল লক ডাউনে বাট একটা গাইড লাইন দরকার ছিল। এডিটিংই করছি এখন। আমি একা থাকি । আমার পরিবারে মা,ভাইয়েরা,ভাবী আর বোন, দাদুটা খুব বৃদ্ধ ।দোয়া করবেন তার জন্য। দাদা চলে যাবার পর স্তব্দ হয়ে গেছে। সারাক্ষণ এক মনে কি যেন ভাবে । কথা বলে না। তবে কথা বলতে পারে ।


ব্যস্ত আছি তাই ভালো আছি।-- ভালো থাকার সবেচেয়ে বড় জিনিস ব্যস্ত থাকা । পড়াশোনা নাকি অন্য কিছু?

০২ রা জুলাই, ২০২০ রাত ১:১৭

সামু পাগলা০০৭ বলেছেন: শুধু উৎসবের দিনই নয়রে, অবিশেষ দিনেও যখন নতুন অতিথি আসেন, সুজন ভাইই সাধারণত সবচেয়ে প্রথমে তাকে ওয়েলকাম করেন, আড্ডাঘরের ব্যাপারে সবকিছু বলেন। ওনার আন্তরিকতায় নতুনদের আগ্রহ বেড়ে যায় আরো কিছুক্ষন আড্ডাঘরে থাকার। এটা আসলেই অসাধারণ একটা গুণ।

আই এম সরি টু হেয়ার দ্যাট, আমি দোয়া করি আপনার পরিবারের সবার জন্যে বিশেষত দাদুর জন্যে। একটা কঠিন একাকীত্ব তাকে জাপটে ধরেছে। তাকে প্রচুর সংগ দিতে হবে এবং একা থাকতে দেওয়া যাবেনা।

এডিটিং একটা ভালো স্কিল কিন্তু আজকালকার দিনে, এই লাইনে অনেক জবও আছে! আড্ডাঘরের জন্যে যেটা করেছিলেন সেটাও বেশ হয়েছিল।

৮৬ নাম্বারের প্রতিমন্তব্যে আপনার প্রশ্নের জবাব আছে।

৯১| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৬

মৌরি হক দোলা বলেছেন: লিখবো আপু, আজ হোক কাল হোক, ইনশাআল্লাহ একদিন লিখবো। ধৈর্য রাখো B-)

@রাকু হাসান ভাই, কি বললেন বুঝলাম না :P

০২ রা জুলাই, ২০২০ রাত ১০:০২

সামু পাগলা০০৭ বলেছেন: আমি ধৈর্য্য রাখতে পারবনা, জলদি লেখ। :)

আচ্ছা তোমাদের পড়াশোনা কি অনলাইনে হচ্ছে নাকি সব মাথায় উঠেছে? দেশে তো অনেকের নেট সমস্যা, অনলাইনে পড়াশোনা একাংশের জন্যে কষ্টসাধ্য হয়ে পড়ছে নিশ্চই!

তোমাদের এলাকার কি অবস্থা? কিসব রেড জোন, ইয়েলো জোন হচ্ছে, ওসবের মধ্যে পড়ে নাকি সব স্বাভাবিক?

৯২| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাডাম সহ রাকু হাসান ভাই আমাদের সবার প্রিয় মৌরি হক দোলা ছাড়া আড্ডাঘরে কেই নেই !
আমিও এই দুইদিন ছিলামনা। আমাকে মিস করেছেন আপনারা। আমি অদম অবসর সময়টুকু আপনাদের সাথেই কাটাই। কেউ থাকলে গল্প জুরে দেই না থাকলে গল্পের আয়োজন করি। কিন্তু আমি সময় পেয়েও আড্ডা ঘরে ওকি দিতে পারিনি। দুই দিন আমার মন একদম ভাল ছিলনা। নিকটম আত্নীয়দের কয়েকজন কোবিড১৯ পজিটিভ। এর মধ্যে একজন বড় ভাই। বন্ধুর মতোই ছিলেন। আমার ছেলে বেলা থেকে কৈশরেও ওনার সাথে অনেক চলেছি, গতি দিন পরোলোক গমন করেছেন। ওনার নিউজটা দেখে অনেক খারাপ লাগছে। সারাটা দিন স্তব্দ ছিলাম। জানি কোন মানুষ চিরস্থায়ী নয়। আল্লাহ ওনাকে বেহেস্ত দান করুন। তারপর গত রাতে শুনলাম আমার আরো এক বড় ভাই পুরিশ অফিসার ও আমার বান্ধবীল হাসবেন্ড কোবিড ১৯ আক্রান্ত। চারদিকে শুধু খারাপ খবরি দেখতে পাই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আমাদের সবাইকে হেফাজত করুন।

রাকু হাসান ভাই, আপনার দাদা ভাইকে আল্লাহ জান্নাতের উচ্চমোকাম দান করুন। আপনার দাদু সহ সবাইকে এই শোক সহ্য করার ক্ষমতা দান করুন।

৥ মৌরি কিন্তু অনেক সুন্দর লিখ। তুমার পোস্ট সবসময় উন্নত চিন্তার আউটপোট ব্লগে তুমি আরো উন্নতি করবে। শুধু ব্লগে কেনো তুমি হউ একটি উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। তুমার উন্নতিতে যেনো আমরা গর্ব করতে পারি যে ছো্ট বোনটির সাথে আমাদের পরিচয় ছিল।

০২ রা জুলাই, ২০২০ রাত ১০:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: না সুজন ভাই, শুধু আমরা না, শুভ্রা আপু আছেন। আর বনমানুষটাও তো জয়েন করল। :)

ওহ! আই এম সরি টু হেয়ার দ্যাট সুজন ভাই! আমি কি বলব, আমারো একই অবস্থা! প্রতি সকালে ভয়ে ভয়ে উঠি আজ কোন আপনজন অথবা পরিচিতর কাছে খারাপ খবর পাব! অনেক আপনজনই করোনায় আক্রান্ত হয়েছেন, মারাও গিয়েছেন। জন্ম হয়ে থেকে এমন দূর্যোগের মুহূর্ত মানে বৈশ্বিক দূর্যোগ আমি তো অন্তত দেখিনি। কোথায়, কার কাছে সাহস চাইব? এ এমন এক বিপদ কোন ধর্ম, বর্ণ, গরীব বড়লোক, জাতি, গোষ্ঠী, সীমানার ধার ধারছে না। সবাইকেই সীমাহীন শারীরিক, অর্থনৈতিক, মানসিক কষ্টে ফেলে দিয়েছে।
আপনি মন শক্ত রাখুন সুজন ভাই আর আমার জন্যেও দোয়া করুন।

আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আমাদের সবাইকে হেফাজত করুন।
এটা বলা ছাড়া আর কিছুই হাতে নেই। আল্লাহই একমাত্র ভরসা।

মৌরিকে নিয়ে যা বলেছেন তাতে একমত!

৯৩| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:১৮

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আচ্ছা আপু? যদি আপনাকে তিনটা উইশ দেওয়া হতো আপনি কি কি চাইতেন?
- কঠিন বিপদে ফেলে দিলেন! হা হা .. প্রথম উইশ হবে, পৃথিবী থেকে এই মহামারি চলে যাক। সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসুক। দ্বিতীয়ত, পৃথিবীর সব মানুষকে বোধবুদ্ধিসম্পন্ন মানবিক মানুষ বানিয়ে দিক।তাতে হানাহানি, হিংসা-বিদ্বেষ দূর হবে হয়তো। তৃতীয়ত, দেশে গিয়ে পরিবারের সবার সাথে কিছুদিন সময় কাটানো।

এই যুগে কণা ও কোনালের গান ভালো লাগে। ইমরান ও মিনারের কিছু কিছু গানও ভালো লাগে।

আপু, এমন যদি হয় যে আপনাকে পাখা লাগিয়ে দেয়া হলো। ইচ্ছেমতো উড়তে পারবেন। যেখানে সেখানে যেতে পারবেন। তাহলে, কোথায় কোথায় যাবেন? কী কী করবেন?

জানিনা, এই গান শেয়ার হয়েছে কিনা। এটা আমার অসম্ভব প্রিয় গান।

আমি তোমাকেই বলে দেবো

০২ রা জুলাই, ২০২০ রাত ১০:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার উইশগুলো দেখেই বোঝা যায় আপনি অনেক ভালোমানুষ!

তার মানে আপনি দেশে থাকেন না? কোথায় থাকেন আপু, বলা গেলে বলবেন।

আমি তাহলে অবশ্যই উড়ে উড়ে দেশে যাব প্রথমে। নানীর বাড়ি, দাদীর বাড়ি, বাবার বাড়ি যেখানে আমার শৈশব কেটেছে, সেখানে যাব। যে মাঠে দৌড়ে বেড়েছি, হাঁসগুলোকে তাড়া করেছি সেই পথ/মাটি/পানিকে আবারো স্পর্শ করব। ছোটবেলার স্কুল টিচারদের সাথে দেখা করব, তাদের দোয়া নেব, ধন্যবাদ দেব। ইন ফ্যাক্ট আমার খুব ইচ্ছে ছোটকালে যেসব সাবজেক্টে খারাপ ছিলাম বেসিক্যালি ভূগোল, সেই ক্লাসটা আবারো করা - এখন বুঝি কিনা সেটা দেখতে চাই। হাহাহা। ছোট্টবেলার বান্ধবীদের দেখতে চাইনা, ওরা নিশ্চই বড় হয়ে গিয়েছে, কিন্তু আমার চোখে ওদের শিশু/কিশোরী চেহারাটাই সবসময় রাখতে চাই।

তারপরে প্যারিস যাব। আমার খুববব শখ ওখানে যাবার। নিউজিল্যান্ডেও যেতে পারি, ছোটকালে দেখাত না দুধের বিজ্ঞাপনে, নিউজিল্যান্ডের বিশাল সবুজ মাঠ আর নীল আকাশ, আমার তখন থেকেই মনে হতো, এমন সুন্দর সবুজ মাঠে বেড়াতে পারলে কত মজা হতো! ছোটকালে দেশের পাহাড়ি মানুষের সংগ্রাম নিয়ে লেখা পড়েছিলাম, তখন ইচ্ছে হয়েছিল, তাদের সাথে মিশতে, দেখতে যে এত প্রাণশক্তি পায় কোথায়!? সো দেশের পাহাড়ি এলাকাগুলোও ঘুরব।

উরে মা! কতকিছু লিখে গেলাম! পুরোটাই ছেলেমানুষীতে ভরা, বড় হলাম না আজও। হাহা। আপনাকে একটা প্রশ্ন করি, যদি অদৃশ্য হবার ক্ষমতা পেতেন তবে কি করতেন? কোথায় যেতেন/কি করতেন?

যে গানটি দিয়েছেন, সেটা আমারো প্রিয়। নিখাঁদ প্রেমের গান! আরেকটি প্রেমের গান রইল: view this link

৯৪| ০২ রা জুলাই, ২০২০ রাত ৯:২৫

মূর্খ বন মানুষ বলেছেন: আমি প্রায় মন্তব্য করেই ফেলে ছিলাম আগের আড্ডাঘরে। পরে 'হেই আড্ডাবাসী!এখন থেকে আড্ডা হবে এই ঘরে: view this link' মন্তব্য চোখে পরলো ম্যাডাম এর। লিংক অনুযায়ী এসে আমার চক্ষু চড়কগাছ! এতো দেখি এলাহি কান্ড কারখানা! এত এত আয়োজন! আই এম সো সরি, আই কুডেন্ট এটেন্ড দ্যা বার্থডে পার্টি। আই ওয়াজ সো বিজি  দ্যাট  আই কুডেন্ট মেক টাইম টু কাম. প্লিজ একসেপ্ট মাই আ্যপোলজি। হ্যাপি বার্থডে টু আড্ডাঘর!

আপনারা সবাই কেমন আছেন? অনেককেই দেখতে পাচ্ছি না নতুন আড্ডাঘরে। আপনারা কোথায়? বিশেষ করে হেনা ভাই। আপনার শরীর ঠিক আছে তো? সব কিছুর উত্তর পেতে হয়ত ওপরের মন্তব্য গুলো পড়তে হবে। পড়লে অনেকের সম্পর্কে উত্তর পেয়ে যাব হয়ত। সময় করে পড়ে নিব ইনশাল্লাহ।

এমন অসময়ে আমি কি নিয়ে বিজি? আমি আসলে নিজের কাজের ফাঁকে এমন অবসরে অনলাইনে না না ধরনের কোর্স করে যাচ্ছি নিজের স্কিল ডেভেলপ করার জন্য। সে সব কোর্স এর আ্যসাইনমেন্ট, প্রেজেন্টেশন, অনলাইন গ্রুপ স্টাডি, কুইজ টেস্ট, এক্সাম করতে করতেই দিনের বড় একটা সময় চলে যায়। রান্নাবান্না করা, ঘর পরিষ্কার করা, বাজার করা, নিজের জব রিলেটেড কাজ করা, দেশের সবার খোঁজ নেওয়া, দেশের সংবাদ দেখা এবং পড়া (৪ দেশের খবর রাখতে হয়!), দেশ থেকে কুরিয়ারে প্রচুর বই এসেছে সে সব পড়া, সব মিলিয়ে খুবই ক্লান্তিকর দিন। ব্লগে আসি না তাই অনেক দিন হয়ে গেল। আপনারাও নিজের অলস সময় ম্যাডাম এর মত সোসাল ওয়ার্ক করে বা নিজের স্কিল বাড়াতে কাজে লাগাতে পারেন।

সবার মন্তব্য পড়া হয়ে গেলে কি টপিক নিয়ে বর্তমানে আলোচনা চলছে তা ধরতে পারবো। তখন অন্যদের জন্য করা প্রশ্ন গুলোর নিজের দিকের উত্তর গুলো দেবার চেষ্টা করবো (আমি কিছু কিছু মন্তব্য পড়েছি)। তাতে এখনকার আড্ডার সাথে সহজে মিশে যাওয়া যাবে। 

নিচের ভিডিও ক্লিপটা মাত্র ৫৩ সেকেন্ড এর। কিন্তু আমার কাছে ভাল লেগেছে।

View this link.

০২ রা জুলাই, ২০২০ রাত ১০:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: আই এম সো সরি, আই কুডেন্ট এটেন্ড দ্যা বার্থডে পার্টি। আই ওয়াজ সো বিজি দ্যাট আই কুডেন্ট মেক টাইম টু কাম. প্লিজ একসেপ্ট মাই আ্যপোলজি। হ্যাপি বার্থডে টু আড্ডাঘর!
আ্যপোলজি নট এক্সেপ্টেডডডড! কি ভেবেছেন? দু কলম ইংলিশ লিখলেই ভুলে যাব আমরা? আমি পুরোন আড্ডাঘরে আপনার খোঁজও করেছিলাম, আপনার দেখাই নেই! আড্ডাঘরের জন্মদিনের দিন তো আমরা সুপার অলস ভাইয়া (আরাফআহনাফ) ও এসেছিল, আপনি কেন আসলেন না? কিছুদিন আগেও রেগুলার ছিলেন, যত ব্যস্ততা আপনাকে মাথায় নিতে হলো আড্ডাঘরের জন্মদিনের সময়েই? একটু এসে "হ্যাপি বার্থডে" বলতে ৫ মিনিটও লাগেনা, অনলাইনেই তো পড়ে আছেন কাজের জন্যে। নাহ, আপনার তো মাথাতেই ছিলনা আড্ডাঘরের কথা। নো টক, এবসোলুটলি নো টক! X(( X(( ;)

৯৫| ০২ রা জুলাই, ২০২০ রাত ১০:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ্রনীল শুভ্রা

কঠিন বিপদে ফেলে দিলেন! হা হা .. প্রথম উইশ হবে, পৃথিবী থেকে এই মহামারি চলে যাক। সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসুক। দ্বিতীয়ত, পৃথিবীর সব মানুষকে বোধবুদ্ধিসম্পন্ন মানবিক মানুষ বানিয়ে দিক।তাতে হানাহানি, হিংসা-বিদ্বেষ দূর হবে হয়তো। তৃতীয়ত, দেশে গিয়ে পরিবারের সবার সাথে কিছুদিন সময় কাটানো।

____ আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হউক। লিংকটি ভালো লেগেছে।

আড্ডা ঘরে কেউ নেই, সবাইকে ডাকুন একটা চা চক্র হয়ে যাউক।

০২ রা জুলাই, ২০২০ রাত ১০:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: বাহ কি সুন্দর করে সাজানো! দেখেই মানুষের পেট ভরে যাবে। এগুলো কোন দেশী খাবার ভাই?
তবে যাই বলেন, কাঁটাচামচ দিয়ে ফল খেতে ভালো লাগেনা। তরমুজ আর আম বিশেষ করে হাত মুখ মেখে খেতে ভালো লাগে। ছোটকালে তো গোসলের আগ দিয়ে এসব খেতাম কেননা জামা কাপড়, হাত মুখে মাখামাখি হয়ে যেত একেবারে! অনেকদিন অবশ্য ওভাবে খাওয়া হয়না, চামচ দিয়ে বড়দের মতো করে খেতে হয়! :(

আচ্ছা, ছোটকালে ফল রিলেটেড কোন মজার গল্প আছে ভাই? ফল চুরি করা থেকে শুরু করে ফল দিয়ে খেলা/খাওয়ারও গল্প হতে পারে। ভেবে বলুন তো।

৯৬| ০২ রা জুলাই, ২০২০ রাত ১০:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মূর্খ বন মানুষ বলেছেন:

আপনারা সবাই কেমন আছেন? অনেককেই দেখতে পাচ্ছি না নতুন আড্ডাঘরে। আপনারা কোথায়?


আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমি আছি। আপনাকে খোঁজে পাইনি। লিংকটি সত্যি সুন্দর। ধন্যবাদ শিয়ার করার জন্য।

৯৭| ০২ রা জুলাই, ২০২০ রাত ১০:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাডাম, আপনার ভাইটি ( আমাদের ফয়সাল ভাই) একবার এলো সেই আড্ডাঘরের জন্মদিনে। আলাপ না জমতেই চলে গেল। জানাই হলো না কেমন আছে?

০২ রা জুলাই, ২০২০ রাত ১০:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: মনের কথা বলেছেন সুজন ভাই। আমাদের মন্তব্যগুলোর জবাবও দিলনা। কেমন মেহমান মেহমান হয়ে গিয়েছে ভাইটা! :( তবুও ভালো, অনেকদিন পরে দেখতে তো পেলাম, ভালো আছেন সেটা তো জানলাম। এই বা কম কি!? আপনার সাদি ভাইয়ের তো ওটুকু ভদ্রতাও নেই। পচা একটা। ;) :)

৯৮| ০২ রা জুলাই, ২০২০ রাত ১০:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সাদি ভাই, কোথায় ভাই? এই শুভ দিনেও পাই না!

৯৯| ০২ রা জুলাই, ২০২০ রাত ১০:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: রাকু ভাই, থাকলে গোল দিতে পারতেন।

০২ রা জুলাই, ২০২০ রাত ১০:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: রাকিব থাকলে গোল দেবার চ্যান্স মিস দিতেন না। হেহে, এসেই মুখ ফোলাবে। বেশশশ করেছেন, আমাকে উঁকি পাগল বলার শাস্তি পেয়েছে। ;)

১০০| ০২ রা জুলাই, ২০২০ রাত ১০:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একদম সবাইকে ফাকি দিয়ে হয়তো গোল পোস্টের ভেতরে । গোর হলেও হতে পারে।

১০১| ০২ রা জুলাই, ২০২০ রাত ১০:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: ইয়েএএএ, নতুন আড্ডাঘরের প্রথম শততম গোল দেবার জন্যে ইতিহাসে সুজন ভাইয়ের নাম চলে গেল। তাকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা!

১০২| ০২ রা জুলাই, ২০২০ রাত ১০:৫৩

আনমোনা বলেছেন: সুজন ভাই, শততম গোলের অভিনন্দন।

শুভ্রনীল শুভ্রার উইশগুলো, সেতো আমারও উইশ। কবে করোনা যাবে, কবে যে দেশে যেতে পারবো, ভাবতেও আর ভালো লাগেনা।

পাগলী জানতে চেয়েছিলে আমাদের দিকের অবস্থা কেমন। খবরে বোধহয় জানোই আমরা এখন প্রতিদিন হাফ সেন্চুরী করছি! আমাদের স্টেটের গভর্নর প্রথম থেকেই শক্ত, কড়া পদক্ষেপ নিয়েছে, যার জন্য পরিস্থিতি একটু নিয়ন্ত্রনে। তবে অনান্য স্টেটের যে অবস্থা, বিশেষ করে সাউথে যাদের গা ছাড়া ভাব ছিলো, তাতে এই নিয়ন্ত্রন কতদিন থাকবে বলা মুশকিল।

এখনো আমরা হোম অফিস করছি। ফল সেমিষ্টারে বড়ছেলের ইউনিতে অনেক ক্লাশই অনলাইনে করেছে, ওর সবগুলো ক্লাশই অনলাইনে। সুতরাং ও বাসাতেই আছে। ছোটজনের স্কুল থেকে এখনও কিছু জানায়নি। তোমাদের খবর কি?

রাকু ভাইয়ের ভিডিও দেখেছি, =p~ অবশ্যই কানে তুলা দিয়ে।

০৩ রা জুলাই, ২০২০ ভোর ৪:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: মনা আপু!

তুমি যে হোম অফিস করছ এটা জেনে শান্তি পেলাম। তোমার ছেলেগুলোও বাড়িতে থাকুক। এখন বাইরে যাওয়া আসলেই সেফ না।
হ্যাঁ আপু, আমেরিকার খবর ভালোই ফলো করা হয়। অবস্থা ভালো নয়। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে আমেরিকা ফার্স্ট ওয়েভ কখনো পারই হতে পারবেনা, ভ্যাকসিন আবিষ্কারের আগ পর্যন্ত সেখানেই স্ট্যাক থাকবে। আই এম সরি এবাউট দ্যা সিচুয়েশন দেয়ার!

কানাডার জনসংখ্যা কম, অল লেভেলস অফ গভার্নমেন্ট আর ওয়েল কর্ডিনেটেড। আমরা প্রথম ওয়েভের পিকটা পাস করেছি, বাট এস রাইটলি সেইড বাই আওয়ার লিডারস, এখনো কেয়ালফুল থাকতে হবে যেহেতু সেকেন্ড ওয়েভ আসার সম্ভাবনা আছে। কানাডা অনেক ইমপ্রুভ করেছে যদিও জায়গায় জায়গায় ছোটখাট আউটব্রেক হচ্ছে। আর কানাডা ডেতে কিছু মানুষের অতিরিক্ত সেলিব্রেশনের ফলে মোমেন্টারিলি আবারো বাড়ার কথা। বাট অল ইন অল, আমরা ভালো আছি। খুব স্লোলি রিওপেন প্ল্যানসগুলো ফেজ বাই ফেজ বাস্তবায়িত করার চেষ্টা চলছে। সেটাও একটা আশার কথা। সরকার কোন কিছু রাশ করছেনা, যেটা আমেরিকায় হচ্ছে আপকামিং ইলেকশনের জন্যে। সরকার সেটাই করবে যেটা তাদের দরকার হবে জিততে, তোমরা নিজেদের খেয়াল রেখো।

কানে তুলা দিয়ে দেখলে মিস করেছ আপু! ইট ওয়াজ সো ফান! আমাদের গার্লস ব্র্যান্ডটা এত্ত ফানি! হাহা হিহি!

১০৩| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১২:১৫

রাকু হাসান বলেছেন:


মৌরি হক দোলা
@রাকু হাসান ভাই, কি বললেন বুঝলাম না :P--বুঝেন নাই ব্যাপারটা =p~ --হাহাহহা আপনি পাগলের খপ্পরে পড়ছেন মনের অজান্তে । সহজে সহজে রক্ষা হচ্ছে না। B-))


সুজন ভাইয়া--অনেক ধন্যবাদ দোয়া প্রার্থনা করার জন্য। পরে যোগ দিলাম। আশা করছি ভালো আছেন ।

মনাআপু
রাকু ভাইয়ের ভিডিও দেখেছি, =p~ অবশ্যই কানে তুলা দিয়ে।
--ধুমধাম না হলে কি পার্টি হয়... ;) আপনি যে গুরুন্টি দিলেন..হাহাহহাহা B-))

আপনার এবং পাগলা আপুর দারুণ খেলছেন । :| B-))

০৩ রা জুলাই, ২০২০ ভোর ৪:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: ঐ, কি খবর?

আপনার প্রিয় ইউটিউবারস কে? আপনার কি ইউটিউবার হবার ইচ্ছে আছে?

গান শোনেন: view this link

১০৪| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১:০০

মূর্খ বন মানুষ বলেছেন: আসতে পারিনি বলতে আড্ডাঘরে না শুধু ব্লগেই আসতে পারিনি সেটা বুঝিয়েছি। আসলে আমি তো জানি না আড্ডাঘরের জন্মদিন কবে। তাই আসলে আমার কোন ধারণা ছিল না এই ব্যাপারে। জানলে সময় করে নিশ্চয় আসতাম। একটা দুইটা মন্তব্য করতে আর কতটুকুই সময় লাগতো?

০৩ রা জুলাই, ২০২০ ভোর ৪:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: আসলে আমি তো জানি না আড্ডাঘরের জন্মদিন কবে।
হিহি হাহা, এটা তো আরো বড় অপরাধ! অপরাধী বলছে, "জজ সাহেব আমি তো চুরি করিনি, খুন করেছি!" কি একটা নমুনা আপনি! এতদিন আড্ডাঘরে আছেন, আর জন্মদিন কবে/কিভাবে সেলিব্রেটেড হয় কিছুই জানেন না! হাহা!

আচ্ছা আপনি প্যারিসে গিয়েছেন কখনো? (আপনার আগের মন্তব্যের উত্তর পরে দেব, এখন আমি "নো টক" নাহলেও "লো টক" মোডে আছি, যেহেতু আই এখনো এংগরি, নো ক্ষমা, আউট অফ সিলেভাস, গো টু হ্যাল ;) :D :D )।

১০৫| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১:০৫

মূর্খ বন মানুষ বলেছেন: 'বাংলাদেশে প্রথম করোনার 'ভ্যাকসিন' আবিষ্কারের দাবি।' দাবি সত্যি হলে আমাদের সকলের জন্য বিশাল সন্মানের ব্যাপার হবে।

০৩ রা জুলাই, ২০২০ ভোর ৪:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: তাতো অবশ্যই, এবং চেষ্টাকেও সম্মান জানাই। কিন্তু জাফর স্যারের গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের যে রেজাল্ট বেড়োল তারপরে আর আশা হয়না। ঐ ছোট টেস্টিং কিটই কার্যকরী হলোনা, আর এতো একেবারে ভ্যাকসিনের ব্যাপার। তবুও আল্লাহর কাছে দোয়া করি, যেন বাংলাদেশ একটা বড় কন্ট্রিবিউশন রেখে বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে।

১০৬| ০৩ রা জুলাই, ২০২০ সকাল ৭:০৯

শুভ্রনীল শুভ্রা বলেছেন: না আপু। আমিও আপনাদের মতোই পরবাসী। ইউরোপে থাকি।
বাহ্, আপনার উইশগুলো একদম নির্মল -মন ছুঁয়ে গেলো। ২০১৮ এর ক্রিস্টমাস ভ্যাকেশনে প্যারিসে যাবার সৌভাগ্য হয়েছিলো আপু। দুধের ওই বিজ্ঞাপন দেখি সবার মনের মধ্যেই দাগ কেটে আছে! সুইজারল্যান্ডে যাবার পর অমন এরিয়া দেখে ওই আমারও ওই বিজ্ঞাপনটার কথা মনে পড়েছিলো। পাহাড় আমারো ভীষণ পছন্দের। বিটিভিতে পাহাড়ি এলাকার অনুষ্ঠান দেখতাম। ভালো লাগতো। আপনার উইশগুলো পূর্ণ হোক, এই শুভকামনা থাকলো।

অদৃশ্য হলে যেটা করতাম ... হুট্ করে কাওকে জানান না দিয়ে অদৃশ্য হতাম। তারপর আমার কাছের মানুষগুলো'কে দেখতাম কে কেমন রিয়্যাক্ট করে। আমার জন্য তাদের অনুভূতিগুলো পরখ করে নিতাম। হা হা .. আরেকটা কাজ করার চেষ্টা করতাম। মৃত আত্মার সাথে যোগাযোগ সম্ভব হলে প্রিয় যেসব মানুষ হারিয়েছি, তাদের সাথে যোগাযোগ করতাম। পরকাল নিয়ে জানতে চাইতাম। নিছক ই ছেলেমানুষী ভাবনা।

আপু, লং ড্রাইভে পাশের সিটে কাকে চাইবেন?

হা হা .. এবার আপনি হেরে গেছেন। লাস্ট কিন্তু মিফতাহ জামানের কণ্ঠে এই গানটা ই শেয়ার করেছিলাম।

কতবারো ভেবেছিনু .

আমার প্রিয় আরেকটা গান দিই:

https://www.youtube.com/watch?v=PA7DKlXCYdU

অর্ণব এবং শাহানা বাজপেয়ী কিন্তু আমার অনেক পছন্দের শিল্পী! বলতে ভুলেই গেছিলাম।

০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: ওহ আচ্ছাআআ! প্রবাসে কত বছর হলো আপু?

ওয়াও ইউ আর সো লাকি! প্যারিস মারাত্মক সুন্দর না?

শুভকামনার জন্যে থ্যাংকস এ লট।

নানা একেবারেই ছেলেমানুষী নয়। ইওর উইশেস আর ভেরী রিয়েল এন্ড স্মার্ট। আসলেই আমাদের অনেক পরিচিতই হয়ত সামনে মিষ্টি কথা বলেন, পেছনে আবার বদনামও করেন! সেসব জানা খুব ইন্টারেস্টিং হতো!
আর আমারো অনেক প্রিয় মানুষ আছেন যারা বেঁচে নেই, তাই আমিও হয়ত তাদের সাথে যোগাযোগের চেষ্টা করতাম।

লং ড্রাইভে কাকে চাইব? বলবনা, view this link :`>
দ্যাট স্পেশাল সামওয়ানকে চাইব!

আচ্ছা আপু, একবার আড্ডাঘরে একটা আড্ডাটপিক ছিল, আমি সেটা আপনাকে জিজ্ঞেস করছি। যদি টাইমমেশিন থাকত এবং আপনি নিচের যেকোন একটি পছন্দ করতে পারতেন, কোনটি করতেন?
১) যত ইচ্ছে পেছনে যাওয়া, নিজের শৈশবের প্রিয় মানুষগুলোকে দেখা। অথবা কোন ঐতিহাসিক সভ্যতাকে দেখে আসা, রোমানই হোক বা মুঘল! হোয়াটএভার ইউ উইশ!
২) যত ইচ্ছে সামনে যাওয়া, নিজের পরবর্তী প্রজন্ম, নাতী নাতনীদেরও নাতী নাতনীদের দেখা। সেইসময়ের টেকনোলজি, দেশের/পৃথিবীর উন্নতি দেখা।

ওহ নো! হেরে গেলাম! আচ্ছা আবারো হোক। এবারে আ ও না, ক ও না, "ত"।
view this link

১০৭| ০৩ রা জুলাই, ২০২০ সকাল ৭:১৪

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আগের লিঙ্ক'টা কাজ করছেনা তাই আবার:

আমার হাত বান্ধিবি

@আনমোনা আপু, সবার ই মনে হয় একই অবস্থা। তাই উইশগুলো কমন পড়ে গেছে।

০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংকস আবারো দেবার জন্যে। অদ্ভুত একটা গান! মনটাকে কেমন যেন উদাস করে দেয়!

১০৮| ০৩ রা জুলাই, ২০২০ সকাল ৯:১৪

রাকু হাসান বলেছেন:


ঐ, কি খবর?
আপনার প্রিয় ইউটিউবারস কে? আপনার কি ইউটিউবার হবার ইচ্ছে আছে?
আমার ফিউচার প্লানের অংশ হিসাবে এডিটিংটা অবশ্যই শেখা দরকার।বিগেনার হিসাবে সেই চর্চার বেস্ট মাধ্যম ইউটিউব । সেটা করতে গিয়ে যদি হয়ে যায় ,আপত্তি নয়। মূল কাজের সাথে ইটা চলতেই পারে। সময় বলে দিবে সব কিছু। দারুণ কি গান দিয়েছেন । একদম সকালের গান।প্রিয় ইউটিউবার প্রায়ই বদলে যায় :D কয়েকদিন পর পর। যখন যেই কাজ করে সে সেক্টরের কোনো একজন কে ভালো লাগে। তবুও যদি বলি। ব্লেন্ডার গুরু কে সবচেয়ে বেশি লাগে।

আপনার অনলাইনের কাজটা ভালো লাগছে খুব । কোনোভাবে এই মহামারিতে পাশে থাকতে পারছেন জেনে ভালো লাগছে। মুর্খ বন মানুষ কে দেখে ভাল লাগছে।

০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: ব্লেন্ডার গুরু কে দেখলাম। বেশ ভালোই টিউটোরিয়াল করেন মনে হলো। তবে যাই বলেন, কোন কম্পিউটার স্কিলস/সফটওয়্যার ইউটিউব দেখে শিখতে গেলে আমার মাথা ধরে যায়। আমার এক বন্ধু মজা করে বলত, ইউটিউবে যেটা জানতে চাইবে সেটা না, যেটা লাগবেনা সেটা সার্চ দিও, কাজ হতে পারে! হাহা। এক তো বছর বছর নতুন নতুন ভার্সন বের হয় যার কারণে ওরা যে অপশন যেখানে/যে নামে বলে সেখানে/সেই নামে পাওয়া যায়না। তারপরে যেই জিনিসটা আমার জানতে হবে সেটা বাদে প্রায় সবকিছুই পাওয়া যায়। কেননা বেসিক/বোর্ড জিনিসগুলো তো আমরা এমনিতেই শিখতে পারি, যেসব স্পেসিফিক হেল্প লাগে ওগুলো খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ত।
তবুও এসব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে যেসব মানুষদের প্রাতিষ্ঠানিক ভাবে কোর্স করার সুযোগ/অর্থ/সময় থাকেনা, তারা অনেককিছু শিখতে পারেন, সো স্যালুট টু দেম!

আমারো ভালো লাগছে মানুষকে সাহায্য করতে পেরে। অনেককিছু শিখতেও পারছি।

দেশের জন্যে দুশ্চিন্তা হচ্ছে রে। প্রতিদিন করোনার হেডলাইনগুলো দেখে মনে হচ্ছে হাত থেকে যেন বেড়িয়ে গিয়েছে সিচুয়েশন। কোরবানীর ঈদ আসছে সামনে, তখন যে ভীড়ে কি অবস্থা হবে! ভাবলেই কেঁপে উঠছি। :( আমাদের তো আল্লাহই ভরসা! আর কারো কাছে কিছু আশা রাখার উপায় নেই।

১০৯| ০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫২

মৌরি হক দোলা বলেছেন: হায়রে....আমার কমেন্ট হারায় ফেলতেছি আড্ডার ঝড়ে =p~

আচ্ছা তোমাদের পড়াশোনা কি অনলাইনে হচ্ছে নাকি সব মাথায় উঠেছে? দেশে তো অনেকের নেট সমস্যা, অনলাইনে পড়াশোনা একাংশের জন্যে কষ্টসাধ্য হয়ে পড়ছে নিশ্চই!

আপু, পড়াশোনার দিক দিয়ে দেশের মধ্যে সবচেয়ে ঝামেলায় আছি আমরা, মানে এইচএসসি২০২০ ব্যাচ। পরীক্ষার খবর নাই, আদৌ পরীক্ষা হবে কিনা ঠিক নাই, হলে কয় সাবজেক্ট, কি কি কিভাবে হবে তার কোনো হদিস নাই, ওই দিকে অনলাইনে ভর্তি কোচিং শুরু হয়ে গেছে। আমি আপাতত কোচিংটাই করছি, মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো :D

তোমাদের এলাকার কি অবস্থা? কিসব রেড জোন, ইয়েলো জোন হচ্ছে, ওসবের মধ্যে পড়ে নাকি সব স্বাভাবিক?

আমি, বাবা আর ভাই যেখানে থাকি ওখানে নামমাত্র রেডজোন হয়ে আছে, বাইরে যাওয়া যায়। তবে বের হই না তেমন, বাবাই যা লাগে নিয়ে আসেন বাইরে গিয়ে। কিন্তু আম্মু চাকরির জন্য মাদারীপুর থাকেন, একা। যে এলাকায় থাকেন ওখানে চারপাশে টিনের বেড়া দিয়ে রেখেছে প্রশাসন। এই নিয়ে একটু টেনশনে আছি সবাই। দোয়া রেখো আপু। তুুমি যেখানে থাকো, ওখানকার খবর কি?

@মাহমুদুর রহমান সুজনভাই,

চারদিকে শুধু খারাপ খবরি দেখতে পাই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আমাদের সবাইকে হেফাজত করুন।

সাবধানে থাকবেন। আশা করি ভালো আছেন।

মৌরি কিন্তু অনেক সুন্দর লিখ। তুমার পোস্ট সবসময় উন্নত চিন্তার আউটপোট ব্লগে তুমি আরো উন্নতি করবে। শুধু ব্লগে কেনো তুমি হউ একটি উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। তুমার উন্নতিতে যেনো আমরা গর্ব করতে পারি যে ছো্ট বোনটির সাথে আমাদের পরিচয় ছিল।

ভাইয়া, ব্লগে আসার পর গত দুই বছরে আপনাদের সকলের থেকে এত আদর, এত ভালোবাসা-স্নেহ-দোয়া পেয়েছি! এগুলোই আমার জন্য অনুপ্রেরণা। আর সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি নিজের মতো করে একটা গতিতে চলার চেষ্টা করছি। বরাবরের মতো দোয়া রাখবেন, যেন আমার চেষ্টার মাধ্যমে আপনাদের সকলের চাওয়া পূর্ণ করতে পারি। :)

@রাকু হাসানভাই,

বুঝেন নাই ব্যাপারটা =p~ --হাহাহহা আপনি পাগলের খপ্পরে পড়ছেন মনের অজান্তে । সহজে সহজে রক্ষা হচ্ছে না। B-))


#:-S #:-S আইচ্ছা, দেখি কোন ফাঁন্দে পড়ি যে রক্ষা পাওয়া লাগবে :P যাইহোক, কেমন আছেন?

০৩ রা জুলাই, ২০২০ রাত ৮:১১

সামু পাগলা০০৭ বলেছেন: আপু, পড়াশোনার দিক দিয়ে দেশের মধ্যে সবচেয়ে ঝামেলায় আছি আমরা, মানে এইচএসসি২০২০ ব্যাচ। পরীক্ষার খবর নাই, আদৌ পরীক্ষা হবে কিনা ঠিক নাই, হলে কয় সাবজেক্ট, কি কি কিভাবে হবে তার কোনো হদিস নাই, ওই দিকে অনলাইনে ভর্তি কোচিং শুরু হয়ে গেছে। আমি আপাতত কোচিংটাই করছি, মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো :D
হায় খোদা। কি একটা অবস্থা! পেপার পড়ে বুঝতে পারি এমনই সিচুয়েশন, কিন্তু তোমার মতো আপন কারো কাছ থেকে শুনে আরো বেশি উপলব্ধি করতে পারছি। তবে তোমরা আবার লাকিও জানো। রেজাল্ট খারাপ হলে করোনার ওপরে চাপিয়ে দিও। হাহাহা। নাহ আসলেই, শোন, নিজের প্রিপারেশন নিজের কাছে। হুট করে সকালে উঠে দেখবে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। হটকারিতার তো অভাব নেই কোন সেক্টরেই। পরীক্ষা আজ না হোক কাল হবে, আর কম সাবজেক্ট যদি করেও, মেজর সাবজেক্ট বাদ পড়বেনা। তাই এই আনসারটেইন সময়েও ততটাই প্রিপেয়ার থাকো যতটা সারটেইন টাইমে থাকতে। এক্সট্রা পড়া ক্ষতি করবেনা, কিন্তু "জানি না তো কি পড়ব" টাইপ মনের শয়তানিতে ;) পিছিয়ে পড়লে অনেক সমস্যায় পড়ে যাবে। এই সময়টা আর ফিরে আসবেনা। অল দ্যা ভেরী বেস্ট উইথ স্টাডিস এন্ড এভরিথিং! :)

আমি, বাবা আর ভাই যেখানে থাকি ওখানে নামমাত্র রেডজোন হয়ে আছে, বাইরে যাওয়া যায়। তবে বের হই না তেমন, বাবাই যা লাগে নিয়ে আসেন বাইরে গিয়ে। কিন্তু আম্মু চাকরির জন্য মাদারীপুর থাকেন, একা। যে এলাকায় থাকেন ওখানে চারপাশে টিনের বেড়া দিয়ে রেখেছে প্রশাসন। এই নিয়ে একটু টেনশনে আছি সবাই। দোয়া রেখো আপু। তুুমি যেখানে থাকো, ওখানকার খবর কি?
আংকেলও যতটা কম বাইরে যান ততো ভালো। আর একটা কথা মনে রেখো, বাইরে থেকে যেই বাজারই আসুক, সেটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। যেমন দুধের বোটলটাও সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। কাঁচা বাজা তো এমনিও ধোয়া হয়ই। কেননা এসব প্লাস্টিক, মেটাল সারফেসে ভাইরাস ১-৩ দিন পর্যন্ত সারভাইভ করতে পারে। এগুলো হয়ত এমনিও করছ, তবুও বলে রাখলাম।
খালাম্মার জন্যে দোয়া করি, তোমাদের সবার জন্যেই দোয়া করি ইন ফ্যাক্ট। তোমার কি আরো ভাই বোন আছে মৌরি?

আমি যেখানে থাকি সেখানের খবর বেশ ভালো। আস্তে আস্তে রেস্ট্রিকশনস তুলে ফেলা হচ্ছে। বেশ লম্বা সময় পুরোপুরি লকডাউনে থাকার কারণে অনেক ইমপ্রুভড হয়েছে সিচুয়েশন স্বাভাবিকভাবেই। আসলে এখানে তো সরকারের সামর্থ্য আছে অর্থনৈতিকভাবে বেকার জনগোষ্ঠিকে টানার, তাই কাজ হারানো জনগণকে বাইরে বের হতে হয়নি কাজের সন্ধানে। যারা অফিস জব করতেন তাদের তো সরকারের সাহায্যও লাগেনি, কেননা অফিস অনলাইনে ট্রান্সফার করা কঠিন নয়। তাছাড়া ব্যাংকি/শপিং সহ নানা কাজই এমনিতেই অনলাইনে হয়। সো মানুষ লকডাউন রুলস মানতে পেরেছে তাই সবদিক দিয়ে বেশ ভালোই আছে কানাডা।

১১০| ০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

মৌরি হক দোলা বলেছেন: =p~ =p~ =p~

আমার দুই বছরের ব্লগিং জীবনে সবচেয়ে বড় কমেন্ট করলাম আজকে B-)

=p~ =p~ =p~ =p~

০৩ রা জুলাই, ২০২০ রাত ৮:১৪

সামু পাগলা০০৭ বলেছেন: বেশ করেছ, লম্বা কিছু মন্তব্য না থাকলে আড্ডাঘরটাকে চ্যাট সাইট মনে হতে থাকে। একটু চিঠি টাইপ লম্বা মন্তব্য থাকলে এটাকে ঘর/আড্ডাঘর মনে হয়। :)

গান: view this link

১১১| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:২২

মূর্খ বন মানুষ বলেছেন: আচ্ছা আপনি প্যারিসে গিয়েছেন কখনো?

জ্বী গিয়েছি। ইউরোপের বোধয় সবথেকে সুন্দর, মনোরম আর জনপ্রিয় শহর হচ্ছে প্যারিস। প্যারিস নিয়ে উক্তি আছে যে 'অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা'। প্যারিস 'সিটি অফ লাভ' নামেও পরিচিত। যেদিকেই চোখে যাবে দেখবেন কাপল আর কাপল। ম্যাডাম একা যাবেন না কিন্তু, তাহলে আপনাকেও আমার মত এলিয়েন ভাববে চারিদিকের সব মানুষ! অনেক সময় নিয়ে যাওয়া উচিত। দেখার মত জিনিস দিয়ে পুরো নগরী ভর্তি। আইফেল টাওয়ারে, লুভর মিউজিয়াম, ক্যাথেড্রাল নটরডেম ডি প্যারিস, মন্টমারট্রে, আর্চ ডি ট্রায়োম্ফে, ল্যাটিন কোয়ার্টার, মিউজিয়াম ডি ওরসে, দা প্যালেস অফ ভার্সাই..... লিখতে লিখতে শেষ হবে না। সুযোগ পেলে অনেক সময় নিয়ে তবেই যাবেন।

এই সময় এর উপযুক্ত গান, বিশেষ করে শিরোনামটুকু।

রাকু ভাই, বর্তমানে এডিটিং এ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ভাল জায়গায় পৌঁছাতে চাইলে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখে পরতে হবে। এনিম্যাশন বা গেম ডেভলাপমেন্ট তুলনা মূলক নতুন কনসেপ্ট। দেশের বাইরে চাহিদাও প্রচুর। চাইলে ট্রাই করতে পারেন। যদিও যা বললাম তা এডিটিং ছাড়া সম্ভব না। তবে এসব তুলনা মূলক ভিন্ন টাইপ এর এডিটিং।

০৪ ঠা জুলাই, ২০২০ ভোর ৫:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: অবশ্যই গিয়েছেন, আপনার তো ঘুরে ঘুরে কোন জায়গা বাকি নেই! :)
ম্যাডাম একা যাবেন না কিন্তু, তাহলে আপনাকেও আমার মত এলিয়েন ভাববে চারিদিকের সব মানুষ!
হাহা আপনার কথা পড়ে আমার বান্ধবীর কথা মনে হলো। ও যখন আমাকে গল্পটি বলছিল ওর পার্টনার ছিল, কিন্তু বেশ কিছুবছর আগে যখন প্যারিসে গিয়েছিল ৩ বান্ধবী মিলে গিয়েছিল। একই অনুভূতি, এলিয়েন এলিয়েন ফিলিংস! ওর খুব শখ হাসব্যান্ডের সাথে আবারো যাবে! আপনিও একা গিয়েছিলেন! ইউ ডোন্ট ডেট দ্যাট ফ্রিকোয়েন্টলি না? (কারেক্ট মি ইফ আই এম রং)। অড! যারা দেশ বিদেশ ঘোরে তাদের অনেক রিলেশনসও থাকে। দ্যা নাম্বার অফ কান্ট্রিস ইউ ট্রাভেল ইজ প্রোপোরশনাল টু দ্যা নাম্বার অফ রিলেশনশিপস ইন ইওর লাইফ! হাহাহা।

আইফেল টাওয়ারে, লুভর মিউজিয়াম, ক্যাথেড্রাল নটরডেম ডি প্যারিস, মন্টমারট্রে, আর্চ ডি ট্রায়োম্ফে, ল্যাটিন কোয়ার্টার, মিউজিয়াম ডি ওরসে, দা প্যালেস অফ ভার্সাই..... লিখতে লিখতে শেষ হবে না।
আহা! মানুষের খাবারের নাম শুনে জিভে জল আসে, আমার এসব জায়গার নাম শুনে আসল! হাহা। ইশ! যেতে পারলে ভালো হতো, বাট আমার তো কোন শখই পূরণ হয়না, এটাও হবেনা।

যাই হোক, গানটা মিনিংফুল হতে পারে কিন্তু আমার কাছে শ্রুতিমধুর মনে হয়নি। view this link

১১২| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মৌরি হক দোলা,
--------------------------------
আমাদের ছোট্টবোনটির জন্য শুধুই সময়কালিন দোয়া করবো!
সবসময়ের জন্য শুভ কামনা থাকবে বোন। আল্লাহ তুমার নেক চাওয়াগুলো পূরণ করুন।



১১৩| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাডাম, ছোট্টকালে তেমন চুরি করার অভ্যাস ছিলনা। তবে বড় হয়ে একটু আধটু করেছি তা অস্বীকার করার মতো না। একবার আব্বুর মামাতো ভাইয়ের মেয়ে মানে আমার কাজিন হয় ওর বিয়েতে গিয়েছিলাম ওখানে বিয়ের গায়ে হুলুদের রাতে আমারি এক আত্নীয়ের বাড়ি থেকে ডাব চুরি করেছিলাম। শশার জমিন থেকে শশা চুরি করেছি রাতের বেলায় বন্ধুদের নিয়ে। পরে অবশ্যই বলে দিয়েছি।

০৪ ঠা জুলাই, ২০২০ ভোর ৫:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: একবার আব্বুর মামাতো ভাইয়ের মেয়ে মানে আমার কাজিন হয় ওর বিয়েতে গিয়েছিলাম ওখানে বিয়ের গায়ে হুলুদের রাতে আমারি এক আত্নীয়ের বাড়ি থেকে ডাব চুরি করেছিলাম। শশার জমিন থেকে শশা চুরি করেছি রাতের বেলায় বন্ধুদের নিয়ে। পরে অবশ্যই বলে দিয়েছি।
ওমা বিয়ের রাতে এই কান্ড। হাহা বেশ মজা হয়েছিল নিশ্চই! উফফ! আমি তো ভাবতেই পারছিনা! এমনিতেই বিয়েতে সব আত্মীয় এক হয়, সেটা এক মজা। তারপরে আবার রাতের বেলায় একেবারে প্রফেশনাল চোরদের মতো। হাহাহা। তবে পরে বলে দিয়ে মজাটাকে আর চুরি হতে দেননি, ইন্নোসেন্সটা বজায় রেখেছেন, সেটা ভালো।

গ্রামের জীবনটা খুব মজার তাইনা? আমার খুব শখ কিছুদিন গ্রামে থাকার, অবশ্য যেভাবে গ্রাম ডিজিটালাইজড হয়েছে (সেটা ভালো যদিও), গ্রামের আসল স্বাদটা অনেকটাই কমে গিয়েছে হয়ত। সবার হাতে ফোন আর ব্যস্ততা শহরের মতো। এখন হয়ত গ্রামে রাত সন্ধ্যার মধ্যে হয়না যেহেতু অনেক গ্রামে বিদ্যুৎ চলে গিয়েছে। প্রবাসী ভাই/বোনদের আয়ে নাকি অনেকেরই অবস্থা ফিরেছে। দেশের আত্মীয়দের কাছে তাই জেনেছি।

১১৪| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সাদি ভাই, কোথায়রে ভাই। আড্ডাঘরের এমন ঝমাকালো দিন গেল আপনি নেই । আপনার নিয়ে আমরা একটা দল করবো ভাবছিলাম আপনি আমাদের সাথে ঢোল বাজাবেন কিন্তু আপনি এমন দিনে নাই! কয়দিন পরে এসে মূর্খ বন মানুষ ভাইয়ের মতো বলবেন সরি।
শুভ ভাইকেও পাবো বিশ্বাস ছিল কিন্তু শেষ পর্যন্ত ঢালী ভাই নাই।

১১৫| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মোনাপি, ইস্সিরে একটুর জন্য গোল দিতে পারলেন না। ইতিহাসের স্বাক্ষীতে বঞ্চিত হলেন। যাইহোক সামনে ৫০০ কিংবা ১০০০ রের জন্য তুলে রাখলাম। সেই বার আপনার অভিনন্দ আপনাকে ফিরিয়ে দিব।

১১৬| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:২৯

মৌরি হক দোলা বলেছেন: @সামুপাগলা০০৭ আপু, বড় বোনের মতো কিছু কথা বলার জন্য ধন্যবাদ =p~ =p~

তুমি কানাডায় থাকো?? বাহ, ধনী দেশের লোক! ফেসবুকের সুবাদে কত ব্লগারের সাথে আলাপ হয়। কিন্তু তোমরা যারা নিজেদেরকে আড়াল করে রাখতে চাও, তাদেরকে আর পাই না :( ব্লগে আসার পরে নিজাম উদ্দীন মন্ডলভাই ই মনে হয় সবার আগে আমার ব্লগে এসেছিলেন। উনাকে দেখতাম, ঘুরে ঘুরে সব ব্লগারের ব্লগে যেতে। বিশেষত নতুনদের ভীষণভাবে উৎসাহিত করতেন। খুব ভালোলাগতো ভাইকে। কয়েকমাস পরে উনাকেই পেলাম পাঠকের প্রতিক্রিয়াহিসেবে। তখন আমি ব্লগে নিয়মিত ছিলাম না। মাঝে মাঝে এলে ভাইয়ের পোস্ট পড়তাম, নিজের পোস্টেও পেতাম। তারপর যে হঠাৎ তিনি কোথায় হারালেন আল্লাহপাক জানেন। অন্য কোনো নিকে এখন ব্লগে আছেন কি না, তাও জানি না। তবে মনে হয় নেই। থাকলে কোনো না কোনোভাবে জানতে পারতাম। এই আড়ালে থাকার জন্য ভাইয়াকেও হারিয়ে ফেললাম। নইলে আমি ফেসবুকে ঠিকই খুঁজে বের করতাম তার আইডি X( খুব মিস করি ভাইয়াকে। আজ হঠাৎ কেন যেন তাঁর কথা খুব মনে পড়লো।

শায়ানের গানগুলো জোস

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: আপু, বড় বোনের মতো কিছু কথা বলার জন্য ধন্যবাদ =p~ =p~
তুমি যে কত শুনবে আমার কথা সে আমার জানা আছে! বান্দরকে যতোই বলো সে ঠিকই এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়াবে, তোমরা হচ্ছ সেই বান্দর সম্প্রদায়, ভুলে শহরে চলে এসেছ। হাহাহাহা।

হ্যাঁ রে। পাঠকের প্রতিক্রিয়া অন্যরকম এক ব্লগার ছিলেন। সবার ব্লগে ব্লগে যেতেন, মিশতেন, মাঝেসাঝে পাগল পাগল মন্তব্যও করতেন। হাহাহা। উনি মাল্টিনিক দর্শনে বিশ্বাসী ছিলেন, তবে অন্যকোন নিকে থাকলে মনে হয় ঠিকই তার কথাবার্তার ধরণে বুঝিয়ে দিতেন এটা উনিই। হয়ত উনি ব্যস্ত তাই ব্লগ থেকে বিরতি নিয়েছেন। তুমি মন খারাপ করোনা আপু। এরা হচ্ছেন জাত ব্লগ পাগল, কোন এক কনকনে শীত সকালে ঠিকই ব্লগ পাগলামী জেগে উঠবে আর তোমার ব্লগে এসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ।

ব্লগের এবং জীবনের এটাই নীতি গো আপু। একটা বিষয় খেয়াল করে দেখ, তোমার মা এবং বাবা ছোটবেলায় যাদের সাথে খেলে বড় হয়েছেন, টিচার, ফ্রেন্ডস, রিলেটিভস, পরিচিত দোকানদার/রিক্সাওয়ালা সহ বেশিরভাগ মানুষই তাদের জীবনে আর নেই। যাদের রেখে একটা দিন কাটাতেন না, তারাই আজ কত দূরে! আবার তোমার বাবার কথাই ধরো, তার সন্তান এবং স্ত্রী, সহকর্মী, প্রতিবেশী যাদেরকে বেশ কিছু বছর আগে চিনতেনই না, তারাই আজ তার পৃথিবী!
আমিও যখন ব্লগ শুরু করেছিলাম অনেককে পাশে পেয়েছি এবং তাদের ৮০% আর ব্লগে আসেনই না। কিন্তু বড় আপুদের হারিয়ে তোমার মতো ছোট আপু পেয়েছি! আড্ডাঘর/সামুর কল্যাণে পরিচিতর অভাব তো হয়নি। মানুষগুলো বদলে গেলেও ব্লগিং এর স্বাদ এখনো একই রকম আছে। ভালোবাসাটা এখনো আছে। জীবনের প্রয়োজনে পেছনের মানুষেরা চলে যাবে, তাদের কথা ভেবে মন খারাপ না করে বর্তমান/ভবিষ্যতের মানুষগুলোকে আপন করে ভালো থাকো।

হ্যাঁ শায়ান অনেক ট্যালেন্টেড, সেই বন্ধু হারানোর গল্প - view this link

১১৭| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাডাম, ছোট্টকালটা পুরোই গ্রামে কেটেছে। যখনই শহরে যেতাম তখন বাড়িতে ফিরলে গাঢ়ে ব্যাথা থাকতো অনেক দিন। বড় বড় অট্টালিকার তালা গুনতে গুনতে এই হতো অবস্থা। একসাথে সবাই মিলে টিভি সিরিয়াল দেখা। কোন সময় ঘরে যায়গা পেলেও অনেক সময় ওঠুনে বসে টিভি দেখেচি। তাও আবার সাদা কালো। কিন্তু এখনো হাতের মুঠুই সব। এখনকার ছেলে মেয়েরা সেই দিনের কথা গল্পই মনে করবে। তবে ঢালী ভাই হেনা ভাই আরো যারা আমার চেয়েও চীর সবুজ ওরা হয়তো ভুলে যাননি সেই দিনকার কথা। পুকুরের পানিতে বন্ধুদের অনেককে নিয়ে খেলায় মেথে থাকা কিংবা বৃষ্টির পানিতে কর্দমাখা জমিনে ফুটবল খেলে সন্ধ্যায় বাড়ি ফিরলে বকা খাওয়া। চুরি করে সিনেমা দেখে এসে চুপি চুপি নিজের রিডিং রোমে ঢুকে পড়ায় বসে যেতাম। যেনো কোন অপরাধই করিনি। সন্ধ্যা গনিয়ে আসতে আসতেই হারিকেন মুছে তাতে তেল সলতে ঠিক আছে কিনা দেখে পড়তে বসে যেতাম। গরমের দিনে পুর্নিমার রাতে বাহিরে বসে আড্ডা দিয়ে গরম থেকে রেহায় পাওয়ার প্রচেষ্টায় চন্দ্রবিলাস করা করতাম। এগুলো শুধুই স্মৃতি।
গ্রাম এখনো গ্রামই রয়ে গেছে উন্নতি যদিও কিছুটা হয়েছে ওখানকার মানুষজন এখনো সহজ সরল। আছে সামাজিকতা। ওরা ধরে রেখেছে বাংলার ক্রিষ্টি কালচার। আপনি যদি কোন গ্রামে যান তবে মনে হবে এই গ্রামের সহজ সরল মানুষগুলোই আপনার আপনা জন। ওরা জানে না ততো ছল ছাতুরী। যতটুক ভাল বাসে ওদের অন্তর থেকেই ভাল বাসে। আমাকে এখনো অবাক করে আমি যখন দেশে যাই পুরো পারার মানুষ জন জমে যায়। আমাকে দেখার জন্য । আবার ঠিক বিদায়ের বেলাও সবাই এসে বিদায় দিতে ভুল করে না। ওদের মনে লালন করে আমি ওদেরি সন্তান।

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: যখনই শহরে যেতাম তখন বাড়িতে ফিরলে গাঢ়ে ব্যাথা থাকতো অনেক দিন। বড় বড় অট্টালিকার তালা গুনতে গুনতে এই হতো অবস্থা।
কত মিষ্টি করে বললেন কথাগুলো সুজন ভাই! আমি নিশ্চিত, অনেক গ্রামের ছেলেমেয়েদেরই কথা এগুলো!

আপনি কত সুন্দর করে গ্রামের শৈশবের কথাগুলো লিখলেন। পড়তে পড়তে সরল, সবুজ এক জায়গায় হারিয়ে গিয়েছিলাম!
আমার ভালো লাগছে যে শহরের মানুষের রোবটিক আচার আচরণ গ্রামের মানুষকে স্পর্শ করেনি। এখনো তারা ভালোবাসতে পারেন, ভালোবাসা প্রকাশ করতে পারেন!

ওদের মনে লালন করে আমি ওদেরি সন্তান।
ব্লগীয় ভাষায়, কথাটিতে ++++!

দারূণ একটি মন্তব্য করলেন সুজন ভাই, মনটা অন্যরকম হয়ে গেল। গান শুনুন গ্রামের: view this link

১১৮| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: মেজাজটা এমন বিলা হচ্ছে যে বলার না! কি হয়েছেন শোনেন আড্ডাবাসী।

"আমরা ভণ্ড জাতি, বাংলাদেশে এই জন্য কোনও জ্ঞানী মানুষ জন্মায় না" নামক শিরোনামের একটি রিপোর্ট সকাল সকাল আমাকে রেকমেণ্ড করা হলো।
চেক করে দেখি ভারতীয় পেপার এবং রুবেলের ছবি। আমার তো রাগে মাথার রগ ছিড়ে যাচ্ছিল, আমি ভাবলাম কদিন আগে বাংলাদেশ চীনার সম্পর্ককে "খয়রাতি" বলায় ওদেরকে ক্ষমা চাইতে বাধ্য করার প্রতিশোধ নিচ্ছে ভারতীয় মিডিয়া, রুবেলকে দিয়ে এমন একটা নেগেটিভ কথা বলিয়েছে বাংলাদেশকে নিয়ে। আর রুবেলের তো মাথা ফাটিয়ে দিতে মন চাইছিল, নিজের দেশের বিরুদ্ধে বিদেশী মিডিয়াকে এমন কথা বলল শয়তানের শয়তানটা!!! এতসব ভাবনা আমি মাত্র ২-৩ সেকেন্ডের মধ্যে ভেবে ফেললাম, এবং তারপরে জানলাম, রুবেল কোন ইন্টারভিউ দেয়নি, বেচারা নিজের ফেসবুকে নিচের কথাগুলো লিখেছে;

"চিন বা আমেরিকা এই দাবি করলে এই আমরাই আবার অভিনন্দন জানিয়ে বাংলার আকাশ বাতাস মাতিয়ে দিতাম, আসলেই আমরা এক ভণ্ড জাতি। বিন্দু পরিমাণ কৃতজ্ঞতাবোধ আমাদের নেই। এই জন্যে এদেশে জ্ঞানী মানুষ জন্মায় না। কারণ জ্ঞানীদের কদর এদেশে নেই। অনেকে হাসাহাসি করছে, ট্রলে মেতে উঠেছে যে বাংলাদেশ থেকে নাকি করোনার ভ্যাকসিন আবিস্কার করবে! চেষ্টা তো করছে তারা, দেখা যাক না কী হয়! একটু অভিনন্দন তো তারাও পেতে পারেন! এরাই দেশের রিয়েল হিরো।"

ভাবেন! রুবেল ভালো মনে কিছু একটা লিখতে চেয়েছে দেশের রিসার্চারদের মনোবল বাড়াতে আর ভারতীয় মিডিয়া কোন অংশটুকুকে শিরোনাম বানাল!!! কিভাবে মাঝের অংশগুলো কেটে একটা নোংরা লাইনকে যেটা আসলে রুবেলের কথা নয় ভারতীয় মিডিয়ার বাংলাদেশ দর্শন, সেটুকু নিয়ে নিল!! ছি! ছি!

১১৯| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৮:২৮

শুভ্রনীল শুভ্রা বলেছেন: হ্যাঁ, প্যারিস সুন্দর আছে। আমার লোভ ছিল লুভ'র মিউজিয়ামে মোনালিসা দেখা। অনেকদিন পর বাংলাদেশী শোরগোল শুনতে পেয়েছি। আইফেল টাওয়ারের কাছাকাছি ব্রিজের উপর খেলনা বিক্রির জন্য সবাই হাঁকডাক করছে।

'' লং ড্রাইভে কাকে চাইব? বলবনা ''
- বুঝতে পেরেছি, পাশের সিটটা এখনো খালি আছে। হা হা .. বেশ লজ্জা পেয়েছেন দেখছি!!

টাইম মেশিনে ঘুরার সুযোগ থাকলে দুইটা অপশন ই বেছে নিতে ইচ্ছে করতো। তবে ভবিষ্যৎ প্রজন্ম, টেকনোলজি দেখার লোভ সামলাতে পাচ্ছিনা।

আপু, কারো দ্বারা / কোনকিছুতে কষ্ট /দুঃখ পেলে কী করেন?

'ত' দিয়ে গানের লিঙ্ক:

view this link

আপনাকে আরেকটু ইমোশনের সাগরে হাবুডুবু খাওয়াই .. এই দুটো আপনার জন্য:

view this link

view this link

০৬ ই জুলাই, ২০২০ ভোর ৪:১২

সামু পাগলা০০৭ বলেছেন: অনেকদিন পর বাংলাদেশী শোরগোল শুনতে পেয়েছি। আইফেল টাওয়ারের কাছাকাছি ব্রিজের উপর খেলনা বিক্রির জন্য সবাই হাঁকডাক করছে।
বাংলাদেশী শোরগোল বলতে কি বুঝিয়েছেন আপু? বাংলাদেশী টাইপ শোরগোল নাকি ওখানে অনেক দেশী দোকানদার ছিলেন? ওখানে কি দেশী প্রবাসী অনেক নাকি জাস্ট বেড়াতেই যান বেশিরভাগ মানুষ? জাস্ট কিউরিয়াস।

- বুঝতে পেরেছি, পাশের সিটটা এখনো খালি আছে। হা হা .. বেশ লজ্জা পেয়েছেন দেখছি!!
আর লজ্জা! আড্ডাঘরেই একটু যা নির্লজ্জ হতে পারি আপনজনদের সাথে। হাহা।

টাইম মেশিনে ঘুরার সুযোগ থাকলে দুইটা অপশন ই বেছে নিতে ইচ্ছে করতো। তবে ভবিষ্যৎ প্রজন্ম, টেকনোলজি দেখার লোভ সামলাতে পাচ্ছিনা।
সেম আপু, আমার ভবিষ্যৎ টেকনোলজি এবং পূর্ব/বর্তমানের সাইন্টিফিক থিওরীগুলোর পরিণতি দেখার খুব শখ।

আপু, কারো দ্বারা / কোনকিছুতে কষ্ট /দুঃখ পেলে কী করেন?

ডিপেন্ডস আপু, এব্যাপারে আমি খুব স্ট্র্যাটেজিক। দুঃখ দেবার ধরণ/ফ্রিকোয়েন্সি দেখে দুঃখদানকারীকে দুই ভাগে ভাগ করা যায়। এক যে আমাকে দুঃখ দিয়ে খুবই খারাপ ফিল করছে, হয়ত কোন কারণে হুট করে কিছু বলে দিয়েছে/করে ফেলেছে যেটা আমাকে কষ্ট দিয়েছে। তাহলে ক্ষমা করে দেই।
দ্বিতীয়ত, কোন কারণে আমাকে দুঃখ দিয়ে সেই মানুষটি শান্তি পায় অথবা সে এতটাই বোকা যে বোঝানোর পরেও বুঝতে পারেনা ঐ ধরণের জোক/কথা/কাজ আমার বা কারো কষ্টের কারণ হতে পারে। তাহলে আমি আর তাদের সাথে যোগাযোগ রাখিনা। কেননা অতি শয়তান/অতি বোকা দুধরণের লোকই আমাকে ইরিটেট করে। মানে, যেখানে একটা মানুষের কোন একটা একশন সমস্যা করে সেখানে বন্ধুত্ব/আত্মীয় হলে যোগাযোগ চলতে পারে। বাট যদি মানুষটিই সমস্যা হয়, দেন আই ডোন্ট লাইক টু কন্টিনিউ! আমি যাদের সাথে যোগাযোগ রাখি খুব ভালোবেসে, আন্তরিকভাবেই রাখি, আর যদি মনে হয় আর সেই আন্তরিকতা আমার মনে নেই, তাহলে মিশে কি হবে?
যদিও আমি বন্ধুর ব্যাপারে খুব সিলেক্টিভ তাই এমন ঘটনা খুব কমই ঘটে যে আমার কারো সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দিতে হচ্ছে।

আচ্ছা আপু, এবারে আপনারই প্রশ্ন একটু অন্যভাবে, দুলাভাই যদি এমন কোন ভুল করে ফেলেন যেটা আপনার কষ্টের কারণ হলো, তখন কি করেন?

আপনি কিন্তু জোশ একজন আড্ডাবাজ আপু! গানে কথায় সবমিলে জমিয়ে আড্ডা দিতে পারেন, খুবই মজা লাগছে আপনার সাথে আড্ডা দিতে পেরে।

বাহ একটার থেকে একটা গান দিয়েছেন! অ সা ধা র ণ!
view this link

১২০| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাডাম, ওদের মিডিয়া বলেন পররাষ্ট্রনীতি বলেন সবি নোংড়ামীতে ছেয়ে আছে। যদিও আমাদেরি কেহ কেহ ওদের রাজনীতিকে শ্রদ্ধা করে থাকেন। যে কোন বিষয়ে ওদের উদাহরন আনতে ভুল করে না।

গ্রাম সত্যি আমার অনেক প্রিয়। তাইতো গ্রামেই রয়ে গেলাম।

গানটিও আমার অনেক প্রিয়। ধন্যবাদ শিয়ার করার জন্য।

০৬ ই জুলাই, ২০২০ ভোর ৪:২০

সামু পাগলা০০৭ বলেছেন: একদম ঠিক বলেছেন সুজন ভাই।

সেটাই, যেকোন সেক্টরের মানুষই টকশোতে এসে বলেন, "যেমন ধরুণ, আমাদের পাশের দেশ, তারা কিন্তু এমন করে ওমন করে" এমন বিরক্ত লাগে শুনলে। উদাহরণ হিসেবে নেবার মতো আর কোন আদর্শ দেশ তাদের চোখে পড়েনা! আরেহ, আমি তো বলি আমাদের দেশেই প্রচুর গুনী, মেধাবী এবং সৎ মানুষ আছেন, তাদের আদর্শ এবং পরিকল্পনাই যথেষ্ট বাংলাদেশকে আরো উন্নত করতে। কিন্তু গেঁয়ো যোগী আর কবে ভিখ পেয়েছে?
বাট ভারতের সাথে সাথে ব্যালেন্সড একটা সুসম্পর্ক বজায় রাখতেই হবে যেহেতু ওরা অনেক ক্ষমতাধর।

মোস্ট ওয়েলকাম সুজন ভাই, আরেকটা নিন: view this link

১২১| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৮

মূর্খ বন মানুষ বলেছেন: আমার পরিবার শিক্ষাকে সবথেকে বেশি গুরুত্ব দেয়। তাদের মতে এক বেলা না খেয়ে থাকলেও এক বেলা কম শিক্ষা গ্রহণ করলে চলবে না। দুঃখজনক হলেও আমাদের দেশের বেশীর ভাব ক্রিকেটার কম শিক্ষিত। তারকাদের ঘাড়ের ওপরে সব সময় পাপ্পারাজি আর সাংবাদিকরা নিঃশ্বাস ফেলে। এদের ছোট ভুল ও খুবই বড় হিসাবে তুলে ধরা হয়। এরা শুধু নিজেকে না পুরো দেশকে রিপ্রেজেন্ট করে তাই যাই বলুক না কেন বা যাই লেখুক না কেন সেটা খুবই ভেবে করা উচিত। যতন ভালো কিছু লেখার চেষ্টা রুবেল করুক না কেন সেটা সে নেগেটিভ ভাবে শুরু করেছে। নেগেটিভ কথা গুলো দেশ আর দেশের মানুষ নিয়েন ছিল। আমরা আম-জনতা এভাবে বলতে বা লিখতে পারি কিন্তু পুরো দেশ যে রিপ্রেজেন্ট করে তার বলা উচিত। পজেটিভ কথা পজেটিভ ভাবেই বলা বা লেখা যায়।

ঘুরে ঘুরে কোন জায়গা বাকি নেই

আছেরে অনেক জায়গা বাকি আছে। এই যেমন আপনার দেশের আমি মাত্র ১০/২০% জায়গা দেখেছি এমন অনেক অনেক দেশের অনেক অনেক জায়গা বাকি আছে। আল্লাহ্‌ আরো কিছু হায়াত দান করলে হয়ত আরো কিছু নতুন জায়গা দেখতে পারবো সামনে।

ইউ ডোন্ট ডেট দ্যাট ফ্রিকোয়েন্টলি না? (কারেক্ট মি ইফ আই এম রং)। অড! যারা দেশ বিদেশ ঘোরে তাদের অনেক রিলেশনসও থাকে। দ্যা নাম্বার অফ কান্ট্রিস ইউ ট্রাভেল ইজ প্রোপোরশনাল টু দ্যা নাম্বার অফ রিলেশনশিপস ইন ইওর লাইফ! হাহাহা।

একটা সম্পর্কের জন্য একে অপরকে জানতে হয়, মিশতে হয়, এক সাথে পথ চলতে হয়। আমার সেই সুযোগ কোথায়? জীবনটা লাটিমের মত ঘুরেই যাচ্ছে। স্থির হবার কোন সুযোগ নেই। আমারটা না হয় বুঝলাম কিন্তু আপনার কাহিনী কি?

গানটা মিনিংফুল হতে পারে কিন্তু আমার কাছে শ্রুতিমধুর মনে হয়নি

ম্যাডামের ভাল্লাগেনা গান ভাল্লাগেনা! তবে হা আমি আপনার সাথে এই ব্যাপারে একমত। বর্তমান সময়ে কিছু করতেই ভালোলাগে না, মন বসে না কোন কাজেই। তাই গানের শিরোনাম এর সাথে মিলেছে বর্তমান সময় এর অবস্থা। ব্যস এইটুকুই।

View this link.

০৬ ই জুলাই, ২০২০ ভোর ৪:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: আমার পরিবার শিক্ষাকে সবথেকে বেশি গুরুত্ব দেয়। তাদের মতে এক বেলা না খেয়ে থাকলেও এক বেলা কম শিক্ষা গ্রহণ করলে চলবে না।
আমার পরিবারেরও একই দর্শন!

আমি আপনার পয়েন্ট বুঝতে পারছি। এক্ষেত্রে রুবেলের ইনটেনশন ক্লিয়ার ছিল এবং ও ঐ বাক্যগুলোকে ওভাবে, পাশাপাশি বলেওনি। ও চেয়েছিল কড়া কথা বলে সেসব মানুষকে একটা শিক্ষা দিতে, যারা দারূন রকম দেশপ্রেমী এবং মেধাবী মানুষকে কটাক্ষ করছিল। ওর কথার সাথে আমি একমত, ও শুধু যদি পুরো বাংলাদেশকে না টেনে, "যেসব মানুষেরা ট্রল করছে তাদের বলছি" ইত্যাদি টোনে বলত ভালো হতো। সেটুকু ভুল হয়েছে অবশ্যই। বাট ও এভাবে না লিখলেও ভারতীয় মিডিয়ার এক সেকেন্ড সময় লাগতনা যেকোন ম্যাসেজকে বিকৃত করতে।

আল্লাহ্‌ আরো কিছু হায়াত দান করলে হয়ত আরো কিছু নতুন জায়গা দেখতে পারবো সামনে।
কিছু কি রে? ইয়াং একটা মানুষ, আরো অনেককককক দিন বাঁচুন এবং প্রচুর জায়গা ঘুরে দেখুন।

একটা সম্পর্কের জন্য একে অপরকে জানতে হয়, মিশতে হয়, এক সাথে পথ চলতে হয়। আমার সেই সুযোগ কোথায়? জীবনটা লাটিমের মত ঘুরেই যাচ্ছে। স্থির হবার কোন সুযোগ নেই। আমারটা না হয় বুঝলাম কিন্তু আপনার কাহিনী কি?
এ ছেলে বলে কি! আমার কাহিনী তো আড্ডাঘরে শেয়ার করেছি, আপনিও তখন ছিলেন! ধুর, সব ভুলে যায়।
যাই হোক, নেটের যুগে এসব ঘোরাঘুরি ব্যাপার না। আপনি স্থির না হলে কি? নেট তো সব জায়গায় মানুষকে কানেক্টেড রাখে। এগুলো আপনার বাহানা মার্কা কথা। জাতি জানিতে চায়, এরূপ দূর্বল বাহানার আশ্রয় নেবার পেছনের শক্ত কারণটা কি বৎস? হাহা।

গান: view this link

১২২| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সামু পাগলা০০৭ বলেছেন:....
ভাবেন! রুবেল ভালো মনে কিছু একটা লিখতে চেয়েছে দেশের রিসার্চারদের মনোবল বাড়াতে আর ভারতীয় মিডিয়া কোন অংশটুকুকে শিরোনাম বানাল!!! কিভাবে মাঝের অংশগুলো কেটে একটা নোংরা লাইনকে যেটা আসলে রুবেলের কথা নয় ভারতীয় মিডিয়ার বাংলাদেশ দর্শন, সেটুকু নিয়ে নিল!! ছি! ছি!

হীনমন্যদের কাজই এমন। জাস্ট ইগনোর!
আর আমাদের মিডিয়া কি বলবো? আত্মমর্যাদার পাঠতো সেই ন্যাংটাকালেই হারিয়েছে!
এখন যেন বারবণিতার দিনযাপন! ধিক তাদের!

জাতিগত প্রেজেন্টেশন বা ব্রান্ডিং কি তা বোঝেই না বোধকরি। দায়বোধতো নেই ই...
আর রাষ্ট্রের পক্ষ থেকে সরকার এগুলোকে প্রণোদনা দিতে হয়! কিন্তু আমাদের হাল তো জানোই...সখি
তাই নন্দের নন্দদুলাল : স্বপ্ন রথে নিজেই নিজের স্বপ্নে বুদ হয়ে থাকি :)



০৬ ই জুলাই, ২০২০ ভোর ৪:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সখা!

নাইস সারপ্রাইজ!

আর ইগনোর! ইগনোর করতে করতে ডাকনাম ইগনোরই হয়ে গেল কিন্তু ঐ দেশটির মিডিয়া শুধরাল না।
আমাদের মিডিয়া কিন্তু ক্রিকেটে খুব ভালোই প্রটেকশন দেয় দেশীয় ক্রিকেটকে। ওরা নেগেটিভ কিছু লিখলে সেটাকে কাউন্টার করতে দেখি। আম্পায়ারিং এর ভুল ডিসিশন, মাঠের ভেতরে/বাইরে ভারতীয় ক্রিকেটার/সাংবাদিক/কমেন্টেটর/স্পনসরদের দাদাগিরি তুলে আনে। ওদের কারণেই ভেতরের অনেককিছু জানতে পারি আমরা। ক্রিকেটকে নিয়ে আবেগী বাংলাদেশী স্পোর্টস জার্নালিস্টরা এবং তাদের রিপোর্টে আত্মসম্মানবোধ এবং দেশপ্রেম দেখতে পাই।

তবে অন্য নানা সেক্টরের জাতিগত প্রেজেন্টেশন এবং ব্রান্ডিং নিয়ে জ্ঞাত এবং সচেতন হতে হবে।

আপনি লিংক না দিলেও আপনার ব্লগবাড়িতে যেতাম, কত্ত কাজ আছে সেখানে! :)

গান: view this link

১২৩| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:১৯

মূর্খ বন মানুষ বলেছেন: ইন্ডিয়াকে নিয়ে লিখতে চেয়ে ছিলাম, কিন্তু আগের মন্তব্যে লিখতে ভুলে গিয়েছি। ইন্ডিয়া এমন একটা দেশ যাদের সাথে প্রতিবেশি সব গুলো দেশের সাথেই খারাপ সম্পর্ক! শুধু বাংলাদেশকে তাদের বন্ধু দেশ হিসাবে ধরা হয় প্রতিবেশি হিসাবে। কিন্তু সেই বাংলাদেশের একটা মানুষ ও তাদের পছন্দ করে? উত্তর হচ্ছে 'না'! অনেক আগে থেকে চলে আসা কিছু দ্বিপাক্ষিক চুক্তির কারনে ইন্ডিয়া বাংলাদেশের জন্য কিছু কিছু কাজ করতে বাধ্য হয় কিন্তু তা কখনই মন থেকে না। করোনা শুরু হবার পর থেকেই ইন্ডিয়া সুযোগ বুঝে বাংলাদেশ থেকে সকল প্রকার পণ্য নেওয়া বন্ধ করে দিয়েছে! দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে তারা এটা পারে না। কিন্তু করোনাকে কারণ দেখিয়ে তারা চুক্তি ভঙ্গ করেছে। এতে সীমান্তে আটকে পরেছে হাজার হাজার পণ্য বোঝায় বাংলাদেশি ট্রাক। এই খারাপ সময়ে ব্যবসায়ীদের এমনিতেই অনেক ক্ষতি হচ্ছে এর মধ্যে এমন চুক্তি ভঙ্গ তাদের আরো বিপাকে ফেলে দিয়েছে। ইন্ডিয়া বাংলাদেশের কোন চ্যানেল তাদের দেশে সম্প্রচার করতে দেয় না, আমাদের ঠিক ভাবে নদীর পানি দেয় না, সীমান্তে কারনে অকারণে মেরে ফেলে বাংলাদেশের মানুষদের। বাংলাদেশ একটা সময় অনেক ইন্ডিয়া নির্ভর ছিল, কিন্তু এখন আর নেই। সুদিন আসবেই। বাংলাদেশ অনেক সূচকেই এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যহত থাকলে এক সময় আমরা পুরোপুরি ইন্ডিয়ার ওপরের নির্ভরশীলতা দূর করতে পারবো।

০৬ ই জুলাই, ২০২০ ভোর ৪:৫৯

সামু পাগলা০০৭ বলেছেন: একদম ঠিক লিখেছেন। কত ঝামেলা যে ওরা করে - এন্ড উই আর দেয়ার ফ্রেন্ড!!! তাহলে শত্রুদের সাথে কি করে ভাবেন? এসব বড় প্রতিবেশী দেশগুলো শয়তানের শয়তান হয়। আমার ব্রাজিলিয়ান, কোরিয়ান বন্ধুদের কাছে শুনে বুঝি যে সকল শক্তিশালী প্রতিবেশী দেশই একই রকম ভাবে অত্যাচার/ডোমিনেট করে। আপনি সেসব পয়েন্ট বললেন, তার অনেককিছু কমন অন্যান্য বড় ভার্সেস ছোট প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে। আর এতকিছুর পরেও এই শয়তান দেশগুলো এক্সপেক্ট করে যে আমরা তাদের অনেককক রেসপেক্ট করব, তাদের মাথায় তুলে নাচব, তাদের কোন সমালোচনা করা যাবে না! সমালোচনা করতে গেলে তারা আমাদের দেশ ধরে যা নয় তাই বলে যাবে কেননা তাদের দেশ তো নানা ক্ষেত্রে এগিয়ে! ছি! মানবতায় পিছিয়ে থাকা দেশগুলোর অহংকারের কোন অভাব হয়না!!!
ভারতকেই দেখুন, চায়না এমন একটা অবস্থা করল ওদের, অন্যান্য ছোট ছোট প্রতিবেশী দেশগুলোও মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু অতি অহংকারের কারণে একমাত্র বন্ধু রাষ্ট্র বাংলাদেশের সাথে অন্যায় অব্যাহত রেখেছে। ভারতীয় সেনাদের মৃত্যু আমার জন্যেও খারাপ লাগার, কেননা সব দেশের সেনাই তো দেশপ্রেমের জন্যে জান দেয় এবং তাদের জায়গা থেকে তারা মহান। আর তাদের বউ, বাচ্চা, পরিবার তো কোন দোষ করেনি, তবুও সারাজীবনের কষ্ট পেলেন।
বাট, চায়না ওদের দেশের সরকার এবং মিডিয়াকে যেভাবে কাঁপিয়েছে তাতে অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে।

একদিন এসব বড় দেশগুলো অন্যায়ের সাজা পাবে এবং বাংলাদেশের মতো ছোট দেশগুলো তাক লাগিয়ে দেবে সবাইকে ইনশাল্লাহ!

১২৪| ০৬ ই জুলাই, ২০২০ ভোর ৫:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: লগআউট করেছিলাম, কিন্তু নিচের ভিডিওটা দেখে আবারো লগইন করে শেয়ার করতে আসলাম। সো ফানি! শেষে, "আপনার কাছে থাক, আমাদেরই তো" শুনে হাসতে হাসতে শেষ!!!

view this link

১২৫| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি লিংক না দিলেও আপনার ব্লগবাড়িতে যেতাম, কত্ত কাজ আছে সেখানে! :)
ভুই পাইছি সখি ;)
হুম ধন্যবাদ নিজের বাড়ীতে ফিরেছো বলে :)

১২৪ এর ভিডিও - অফিসের বসকে বিয়ের প্রস্তাব দিবেন যেভাবে !!

অ মাগো!
হাসতে হাসতে শ্যাষ
=p~ =p~ =p~

view this link

০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা, ব্লগভর্তি মানুষকে ওমন একটা কবিতা লিখে ভয় পাইয়ে দেবার পরে একটু আকটু ভয় আপনার প্রাপ্যই আছে। :)

মোশাররফ করিম কি ভালো অভিনেতা! মুগ্ধ হয়ে যাই প্রতিবার। তথাকথিত হিরোর ফেস/ফিগার নেই, কিন্তু তবুও পর্দা আলো করে থাকেন! কি এক স্ক্রিন প্রেজেন্স! যেকোন চরিত্রে মানিয়ে যান!

এই থ্যাংকস! কতদিন পরে বিপ্লবের গান শুনছি! গানটা অনেক সুন্দরও! জানেন? এখন উনি গান টান ছেড়ে দিয়ে বিদেশে আছেন!

ওনার আরেকটি গান নিন: view this link

১২৬| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দয়ালের ডাকে চলে গেলেন এন্ডু কিশোর,,

বাংলা গানের এই কণ্ঠশিল্পী ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্রজগতের কালজয়ী অনেক গান তাঁর কণ্ঠে সমৃদ্ধ হয়েছে। সুখ-দুঃখ, হাসি-আনন্দ, প্রেম-বিরহ—সব অনুভূতির গানই তিনি গেয়েছেন। ১৯৫৫ সালের ৪ নভেম্বর তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি বেড়ে উঠেছেন। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তার ইচ্ছায় মায়ের পাশেই সমাহিত করা হবে।

০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৬

সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংকস সুজন ভাই, আড্ডাঘরে মহৎ গায়ককে স্মরণ করার জন্যে। বাংলা ছায়াছবির মিউজিকে দারূণ আবদান রাখা মানুষটির আত্মার শান্তি কামনা করছি। কিছুদিন আগে খবরটি প্রথম আলোতে পড়ে আমারো খুব খারাপ লেগেছিল। কিছুদিন আগে শুনেছিলাম, হি ইজ ডুয়িং বেটার নাও, কিন্তু হুট করেই অবস্থার অবনতি হলো এবং আমাদের ছেড়ে ওপারে চলে গেলেন।

ওনার গানগুলো যুগে যুগে মানুষের মুখে মুখে ঘুরবে, মরেও তিনি মরেননি। তার মতো মানুষেরা কখনো মরেনা। নতুন যতো গানই তৈরি হোক, ওনার গানগুলোর মূল্য কখনো কমবে না।

তারই একটি অসাধারণ গান: view this link

১২৭| ০৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৯

মোস্তফা সোহেল বলেছেন: সুজন ভাই,আমাদের পরিবারের সকলেই আল্লাহর রহমতে ভাল আছি।এবার ঈদে কি আপনার বাড়িতে আসার কথা ছিল?

০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: হেই মোস্তফা সোহেল!

আপনার পরিবারের সবাই ভালো আছেন জেনে নিশ্চিন্ত বোধ করছি। সাবধানে থাকুন এই পরিবর্তিত পৃথিবীতে।

বাবুটা কত বড় হলো?

আপনার অফিস কি চলছে নাকি লকডাউন?

১২৮| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:২১

মৌরি হক দোলা বলেছেন: আড্ডার বন্ধুরা সবাই কেমন আছেন???

এই গানের মুভিটা দেখেছো, আপু??

০৯ ই জুলাই, ২০২০ রাত ১২:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: আমি আজ একটু খারাপ আছি রে। মাঝরাতে হুট করে ঘুম ভেঙ্গে গেল, বুক ঢিপঢিপ করছিল, ঘেমে গিয়েছিলাম! এমন সাধারণত দুঃস্বপ্ন থেকে জাগলে হয়, বাট আমি কোন স্বপ্ন দেখিনি। ভীষন অস্থির লাগছিল, গলায় যেন কিছু আটকে গিয়েছিল। এমন বিচ্ছিরি অবস্থায় প্রায় ৩০ মিনিট ধরে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলাম - তারপরে মনে হলো আর ঘুম আসবেনা। তারচেয়ে টিভি দেখে মনকে ডাইভার্ট করি। টিভি দেখলাম কিছুক্ষন এবং তারপরে ঘুম আসতে লাগল। ঘুমিয়ে পড়লাম, সকালে উঠেছি অনেক দেরীতে - ৯ টার একটু আগে। আমি অনেক ভোরে উঠি, ৯ টার মধ্যে আমার অর্ধেক বেলা পার হয়ে যায়। কত দিন পরে এত দেরীতে উঠলাম! সারাদিনের রুটিনের বারোটা বেজে যাওয়ায় মন মেজাজ ভালো নেই। বাট হোপফুলি আই উইল বি ফাইন সুন।

নারে দেখিনি, কিন্তু গানটা অনেক সুন্দর। আমি পুরো গানটা শুনলাম। তোকে থ্যাংকস এটা শেয়ার করার জন্যে।
"মিরাকিউলাস লেডিবাগ" সিরিজটা দেখতে পারিস, আই এবসোলুটলি লাভ ইট। আমার বয়সেই ভালো লাগছে (সিরিজটা আমার চেয়ে ছোট বয়সীদের জন্যে, তোর তো আরো ভালো লাগার কথা, নাও লাগতে পারে, বাট একটা এপিসোড দেখিস)।

সিরিজটির টাইটেল সং: view this link

১২৯| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মোস্তফা সোহেল ভাই, আপনাকে সেই আগের মতো পাইনা!
আপনারা ভালো আছেন শুনে ‍খুশি হলাম। গুরুজীও তেমন আসছেন না। শুভ ভাই এই পোস্টে নেই। পুলুক ভাইও কেনো আসছেন না জানি না। নয়ন ভাইতো আর আসেইনা। তারেক মাহমুদ ভাই সেও এখন আর আড্ডায় আসে না। তারপরেও বেশ সবাইকে ব্লগে দেখি ভাল লাগে। আমিতো সেই যখন থেকে আড্ডায় নিয়ম করে প্রায় সময়ই আসি। সবার খোঁজ নিতে ভাল লাগে। সবার খবর পেলে মনে শান্তি লাগে।
আসার কথা ছিল রামাদানের আগেই কিন্তু কোভিড ১৯ সব এলো মেলে করে দিল। দোয়া করবেন আল্লাহ যেনো আবার সব ঠিক কের দেয়।

১৩০| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মৌরি হক দোলা বলেছেন: আড্ডার বন্ধুরা সবাই কেমন আছেন???

বোন ভালো আছি। তুমি কেমন আছো? আল্লাহ তুমাকে ভালো রাখুন।

১৩১| ০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০২

মৌরি হক দোলা বলেছেন: মাহমুদুর রহমান সুজনভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছি। :)

১৩২| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:১৬

মূর্খ বন মানুষ বলেছেন: এ ছেলে বলে কি! আমার কাহিনী তো আড্ডাঘরে শেয়ার করেছি, আপনিও তখন ছিলেন! ধুর, সব ভুলে যায়।
যাই হোক, নেটের যুগে এসব ঘোরাঘুরি ব্যাপার না। আপনি স্থির না হলে কি? নেট তো সব জায়গায় মানুষকে কানেক্টেড রাখে। এগুলো আপনার বাহানা মার্কা কথা। জাতি জানিতে চায়, এরূপ দূর্বল বাহানার আশ্রয় নেবার পেছনের শক্ত কারণটা কি বৎস? হাহা।


আপনার কোন কাহিনী আমার ঠিক মনে পরছে না। সরি! আমি যতদূর জানি আপনি মা বাবার পছন্দে বিয়ে করবেন। এই ভাবনা বা কথা আমাদের দেশের প্রায় ৯০ ভাগ মেয়েই বলে থাকে এবং সেটা করেও। তবে এই চিন্তা করার পরেও মেয়েরা কারো না কারো প্রমে পরেই। অনেক সময় সংখ্যাটা এক এর অধিক ও হয়। মায়ের সবথেকে গোবেচারা মেয়েটাও এক সময় খুবই সাহসী কাজ করে বসে। আপনার গান শেয়ার কেউ মন দিয়ে লক্ষ্য করলেই বুঝবে আপনার মধ্যে রোমান্টিক ভাব আছে। যে মেয়ের ক্লাস ৬ এ পড়ার সময় প্রথম কাউকে ভাল লেগে যায় তার এত বছরের জীবনে কাউকে আর ভাল লাগবে না? সে ভাল লাগা প্রেম পর্যন্ত যাবে না? এমন রোমান্টিক মেয়ে কারো প্রেমে পরবে না সেটা কি বিশ্বাস যোগ্য? আপনার এই পার্টটা সঙ্গোপনে লুকিয়ে রেখেছেন তাই না?

আমার আসলেই কোন বাহানা নেই। আমি আপনাকে সত্যি কথাই বলেছি। আমার কোমল শান্ত চেহার মধ্যে রুক্ষ একটা মানুষ যে কিনা অন্য যে কোন কিছুর থেকেই তার কাজকে বেশি গুরুত্ব দেয়। যে কাজের মাধ্যমে বড় অঙ্কের কিছু টাকা জমিয়ে বাংলাদেশে পারি জমাবে। বাংলাদেশে গিয়ে মা বাবার দেখা স্বপ্নটাকে আরো বড় করে তুলবে। দেশের মানুষ যে ভালোবাসা আর মমতা দিয়েছে তার ঋণ তবুও জানি শোধ করা যাবে না। ভালোবাসা শোধ করার মত কোন জিনিস ও নয়। নেট এর মাধ্যমে কানেক্টেড থাকা যায় আমি সেটা জানি তবে মানি না। যাকে নিজের খুব খাছে পাওয়া যায় না, তাকে আইফোনের 'সিরি' বা অ্যান্ড্রয়েড ফোনের 'ওকে গুগল' টাইপ অ্যাসিস্ট্যান্ট এর মত লাগে। এসব লং ডিসটান্স রিলেশন আমাকে দিয়ে হবে না।

০৯ ই জুলাই, ২০২০ রাত ১২:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: এতদিন মিশে আমাকে একটুও চিনলেন না। আফসুস! আমি কিছুই লুকাইনি।

আমি আড্ডাঘরে রোমান্টিকের পাশাপাশি আধ্যাত্মিক, প্রার্থণাসংগীত, ক্রিকেটীয় গান সহ আরো কতকি শেয়ার করি! এমনিও আমি সব ধরণের গান শুনি। বাংলা মুভি/ব্যান্ডের বেশিরভাগ জনপ্রিয় গানগুলো রোমান্টিক, হয়ত বাজারে বেশি চলে তাই ক্রিয়েটররা রোম্যান্স জনরায় ফোকাস করেন। তাই রোমান্টিক গানই হাতে বেশি আসে। তার সাথে আমার রোমান্টিক হবার, প্রেম করার কি স্বাদ? হাহা। ওটা ক্লাস ৬ ছিলনা, আরেকটু বড় ছিলাম। কম বয়সে আপনারো নিশ্চই কাউকে না কাউকে ভালো লেগেছিল, তো কি? সব ভালোলাগা প্রেম পর্যন্ত গড়াতে পারেনা, আপনার তো সেটা জানারই কথা! লাইফ গেটস ইন দ্যা ওয়ে অফ লাইফ!

এ ভেরী আনরোম্যান্টিক সং: view this link - এমন গান গাওয়ার পরেও নায়ক নায়িকা শেষে একে অপরের প্রেমে পড়ে সেটা আমার দোষ না। ;) :D

শেষের প্যারাটায় কি সুন্দর করে মনের কথাগুলো লিখলেন! আমি মন থেকে দোয়া করি, আপনার সকল স্বপ্ন পূরণ হোক। কিন্তু হ্যাঁ জীবনের বড় স্বপ্নগুলোকে পূরণ করতে গিয়ে ছোট ইচ্ছেগুলোকে মেরে ফেলবেন না।
আইফোনের 'সিরি' বা অ্যান্ড্রয়েড ফোনের 'ওকে গুগল' টাইপ অ্যাসিস্ট্যান্ট!!! হাহাহা! আপনি না! কেন, নিজের জীবনসাথীকে নিয়ে দেশ বিদেশে ঘোরা যায়না? দেয়ার আর মেনি উইমেন হু উড লাভ টু ট্যাভেল দ্যা ওয়ার্ল্ড উইথ দেয়ার হাসব্যান্ড/পার্টনার! লং ডিসট্যান্স না হলো - অফলাইন, কমিটেড, সিরিয়াস রিলেশনই হলো। সমস্যা কি?

১৩৩| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: আড্ডাটপিক: কল্পনার আড্ডাঘর কেমন?

আড্ডাঘরের জন্মদিন তো চলে গেল বেশ অনেকদিনই হলো। এখন কেকের ছবি সরিয়ে নতুন ছবি আনতে হবে। আগের আড্ডাঘরে যে ছবিটা ছিল, সেটা আমি সিলেক্ট করেছিলাম কেননা আমার কল্পনায় আড্ডাঘর অনেকটা ওমনই। খোলামেলা, সবুজে ঘেরা, শান্তিপূর্ণ একটা পরিবেশের মাঝখানে একটি আড্ডাঘর!

কিন্তু এবারে নতুন কোন ছবি দিতে চাই, তার জন্যে দরকার আপনাদের মত। আপনাদের কল্পনায় আড্ডাঘর কেমন? সেটা শব্দে ডেসক্রাইব করতে পারেন আবার ছবিও শেয়ার করতে পারেন। সবার মত মিলিয়ে মিশিয়ে একটা ছবি সিলেক্ট করব ভাবছি। সো লেটস ডু ইট! :)

১৩৪| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৩

মৌরি হক দোলা বলেছেন: @সামুপাগলা০০৭আপু, এখন কেমন আছো তুমি? খারাপ লাগা কি কমেছে একটু?

০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: হ্যাঁরে, এখন বেশ ভালো।

গান শোন: view this link

১৩৫| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৫

মৌরি হক দোলা বলেছেন: আর হ্যাঁ, আপ মুভিটা দেখো, অনেক কিউট একটা ভালোবাসার সম্পর্ক নিয়ে। :)

০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: আচ্ছা ঠিক আছে দেখব।

অনেক আগে শ্রেক দেখেছিলাম, সেটাও অনেক কিউট একটা ভালোবাসার সম্পর্ক নিয়ে। দেখেছিস তো? view this link

আর কি কি এনিমেটেড মুভি তোর প্রিয়?

১৩৬| ১০ ই জুলাই, ২০২০ রাত ১২:০১

আনমোনা বলেছেন: এই সময়ে আড্ডা দিতে তো আউটডোরই ভালো, তাইনা? এখানে সবাই দেখছি ব্যাকইয়ার্ডে পার্টি দিচ্ছে :) । এবার আড্ডাগরের সামনে খোলা উঠোন থাকবে, তাতে ছড়ানো ছিটানো তাকবে মোড়া আর ছোট ছোট মাদুর। সবাই একটু দুরে দুরে বসে আড্ডা দিবো।

১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: পার্টি? এই সময়ে? যতোই ব্যাকইয়ার্ড হোক, যদি আত্মীয় স্বজন মিলে ভীড় তৈরী হয় তবে তো সেটা অনিরাপদ হতে পারে করোনাময় পৃথিবীতে! অবশ্য শীতপ্রধান দেশের মানুষেরা বছরে ৪ টা মাসই তো একটু আনন্দ করতে পারে সূর্য মামার সাথে, মৃত্যু ভয় দেখিয়েও তাদেরকে বিচ/পার্টি/পিকনিকস থেকে দূরে রাখা কঠিন হবে। কোথাও প্রাতিষ্ঠানিক অশিক্ষার কারণে মানুষ লকডাউন/কোয়ারেন্টাইন ইত্যাদি শব্দের মানেই বুঝতে পারছেনা, আর কোথাও সব বুঝেও কিছুই অনুধাবন করতে পারছেনা! আল্লাহ রক্ষা করুন।

যাই হোক, আপু তোমার আইডিয়াগুলো বেশ! আলোচনা শুরু করার জন্যে থ্যাংকস এ লট, কেউ কিছু না বললে আমার জন্যে আড্ডাঘর সিলেক্ট করা মুশকিল হতো।

১৩৭| ১০ ই জুলাই, ২০২০ রাত ১২:০৫

আনমোনা বলেছেন: আমার প্রিয় এনিমেটেড মুভি Monsters, Inc. খুব মজার মুভি।

১৩৮| ১০ ই জুলাই, ২০২০ রাত ১:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাডাম, এই বাড়িটার উঠুনে আড্ডা বসলে কেমন হয়?




১৩৯| ১০ ই জুলাই, ২০২০ রাত ১:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন:
এখানেও আড্ড হতে পারে।

১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক সুন্দর সুজন ভাই, ছবিটা শেয়ার করে আামাকে আইডিয়া দেবার জন্যে থ্যাংকস। এবারের আড্ডাঘর বোধহয় ট্রাডিশনালই হচ্ছে তবে! দেখা যাক, অন্যরা কি বলেন।

১৪০| ১০ ই জুলাই, ২০২০ রাত ১:২৪

আনমোনা বলেছেন: সুজন ভাই, প্রথম ছবি লোড হয়নি।
পরের ছবিটা সুন্দর। কয়েকটা মোড়া পেতে দিলেই হবে।
সুজন ভাই, প্রথম ছবি লোড হয়নি।
পরের ছবিটা সুন্দর। কয়েকটা মোড়া পেতে দিলেই হবে।

১৪১| ১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আনমোনাপি, প্রথম ছবিটা আমার এখানেতো দেখাচ্ছে। মোড়ার সাথে পিরিও দেওয়া যেতে পারে। মাধুর হলেও মন্ধ হয়না। এখন ম্যাডাম জানেন কি ভাবে আড্ডায় বসতে দিবেন।

১৪২| ১০ ই জুলাই, ২০২০ রাত ৮:৩১

মৌরি হক দোলা বলেছেন: এই একটা এ্যানিমেটেড মুভিই দেখেছিলাম। বিশ্বসাহিত্যকেন্দ্রে একদিন দেখিয়েছিল আমাদের। আচ্ছা তোমার কোন ধরনের মুভি বেশি প্রিয়?

১০ ই জুলাই, ২০২০ রাত ১০:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: মৌরি, সত্যি বলতে আমি মুভি কমই দেখি কেননা তিন ঘন্টা ধরে বসে বসে একটা জিনিস দেখা আমার জন্যে কঠিন। আমি একটু ছটপটে। ছোট বাচ্চাদের মতো এখনো এড দেখতে ভালো লাগে কেননা সেটা জলদি শেষ হয়, হাহা। আমার এক ঘন্টার বাংলা টেলিফিল্ম/নান দেশের বিভিন্ন সিরিজের এপিসোডস বেশি ভালো লাগে।

মুভি নিজে থেকে সার্চ করে দেখা না হলেও, পরিবারের মানুষজন যখন দেখে, তাদের সাথে দেখি। পুরোন বাংলাদেশী পারিবারিক মুভিগুলো সবার সাথে মিলেমিশে দেখতে খুব ভালো লাগে। একেকজনের একেক রকমের মন্তব্যে মজা বেড়ে যায়। যেমন নানী দাদী হয়ত বলে উঠতেন যে "ও কেমন পোশাক পড়ে নাচানাচি করে, ছি!", কাজিন হয়ত বলে উঠল, "বড়লোকের সুন্দরী মেয়ে রিকশাওয়ালার প্রেমে পড়ল, ধুর রিকশাই চালাব এখন থেকে!", আর যারা বাড়িতে কাজ করেন তাদেরও একেকটা অদ্ভুত কথা! তো সেসব ছবির সাথে শৈশবের অদ্ভুত সুন্দর স্মৃতি জড়িয়ে থাকায়, সেসব ছবি আজও বাবা মায়ের সাথে দেখতে ভালো লাগে। :)

আমার প্রিয় এড: view this link

১৪৩| ১০ ই জুলাই, ২০২০ রাত ৮:৪০

মিরোরডডল বলেছেন:
পাগলাপু, রাকুর ভিডিও দেখে আমার ঘুম চলে গেছে । এতো ফানি !

রাকু যে এতো ইয়াম, দেখে বুঝিনি :P

১০ ই জুলাই, ২০২০ রাত ১০:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: আপু, আপনাকে এত মিস করেছি ভিডিওটি দেখার সময়ে যে বলার না! আসলেই রাকিব এত ফানি একটা ভিডিও প্রিপেয়ার করলেন! আড্ডাঘরের জন্মদিনে এটাই বোধহয় বিগেস্ট সারপ্রাইজ ছিল! আমাদের তিনজনের গার্লস ব্যান্ড গানের অংশটা এত ফানি, হাহা।

যাই হোক, কেমন আছেন সেটা বলুন? এখনো মাস্ক পড়েই বাইরে যেতে হচ্ছে নিশ্চই?

গান: view this link

১৪৪| ১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: সুজন ভাই এবং মনা আপুকে ধন্যবাদ আইডিয়া শেয়ার করার জন্যে।
যতদূর বুঝতে পারছি, শীতের গ্রামে/মফস্বলে যেভাবে মানুষ উঠানে পাটি, মোড়া পেতে আড্ডা দিত সেভাবে আড্ডা দিতে চাইছেন তারা। অন্যরাও বলুন, কেমন আড্ডাঘর চাই?

১৪৫| ১০ ই জুলাই, ২০২০ রাত ১১:৩২

মিরোরডডল বলেছেন:
হ্যাঁ পাগলু ঠিক বলেছো ইট ইজ সুপার ফানি ।
মাস্ক কেনো , এখানেতো মোটামুটি নরমাল । ভিক্টোরিয়াতে এখনও করোনা আছে কিন্তু আমাদের এখানে বেটার । আছি আপু ভালোই মনে হয় । উইকেন্ডে ফুল মুন ছিল । সিডনির বাইরে কান্ট্রি সাইডে একটা ছোট ট্রিপ দিয়ে আসলাম । প্রিটি মাচ টিল লেইট নাইট খোলা আকাশের নিচে কাটিয়েছি যদিও ফ্রিজিং কোল্ড । মাথা খারাপ করা সুন্দর আপু । সানসেট ছবি শেয়ার করি । যদিও রিয়াল ভিউ ছবির চেয়ে বেটার ।



এটা সানরাইজের আগে মেঘে ঢাকা পাহাড়


১০ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: জীবনকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা বলে এটাকেই বলে। কি সুন্দর একটা লাইফ আপনার! চারিদিকে গরীবের ক্ষুধা আর বড়লোকের ডিপ্রেশনের গল্প পড়ে হাঁফিয়ে উঠি, এর মাঝে আপনার মতো সবুজ প্রকৃতিতে ডুবে থাকা মানুষদের দেখলে নিজেরই শান্তি লাগে।

ছবিগুলো আড্ডাঘরে দেবার জন্যে থ্যাংকস এ লট, বিউটিফুল, সামনাসামনি ব্রেথটেকিং বুঝতেই পারছি।

আপু, কি বেশি পছন্দ করেন? পাহাড় নাকি সমুদ্র? view this link

১৪৬| ১০ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৯

লরুজন বলেছেন: পোস্টে ১৪৫ টা কমেন্ট করার মত কি আছে? ব্লগের ভিতরে ব্লগ ফালতু লাগে দেখতে।
ধুর

১১ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার যে জিনিসটাকে ফালতু লাগছে সেটাকে আড্ডাবাজেরা ভীষন রকম ভালোবাসে। আর দায়িত্ব নিয়ে বলছি, বেশিরভাগ সহব্লগারেরাও আড্ডাঘরকে যথেষ্ট পছন্দ করেন। তারা সেটা অনেকবারই প্রকাশ করেছেন। সবার সম্মতি এবং সহযোগিতা নিয়েই এত বছর ধরে চলছে আড্ডাঘর।

তবে হ্যাঁ, সর্বমত নিয়েই ব্লগ - তাই নিজের মত শেয়ার করার জন্যে হলেও আড্ডাঘরে এসেছেন সেজন্যে ধন্যবাদ।
ভালো থাকবেন।

১৪৭| ১১ ই জুলাই, ২০২০ রাত ১২:০০

রাকু হাসান বলেছেন:


মৌরি হক দোলা আপু ..... আপনি পাগলদের আড্ডার মায়ার বাঁধনে মিশে থাকুন সব সময় সেই কামনা করি।

মূর্খ বন মানুষ বলেছেন:
রাকু ভাই, বর্তমানে এডিটিং এ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ভাল জায়গায় পৌঁছাতে চাইলে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখে পরতে হবে। এনিম্যাশন বা গেম ডেভলাপমেন্ট তুলনা মূলক নতুন কনসেপ্ট। দেশের বাইরে চাহিদাও প্রচুর। চাইলে ট্রাই করতে পারেন। যদিও যা বললাম তা এডিটিং ছাড়া সম্ভব না। তবে এসব তুলনা মূলক ভিন্ন টাইপ এর এডিটিং।

বন মানুষ ভাইয়া । আপনার সাথে একমত । অবশ্যই এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সৃজনশীল।যারা ভালো করছে তারা দেশ বিদেশে ভালোই কাজ করে চলেছে। আপনিও বলেছেন। গেম ডেভলাপমেন্টে বিশাল বাজার লক্ষ্য করি । কোডিং জিনিস রপ্ত করতে আমার জন্য কঠিন । কেননা আমি ভুলামনা মানুষ।কোডিং জন্য বিচক্ষণ হলে ভালো । যারা সহজে ভুল করে না । বা একই ভুল বারবার করে না ।শুরুতে যখন কম্পিউটার হাতে আসলো তখন থেকে কোডিং করতে পারলে ভালো অবস্থান তৈরি হত হয়ত। এসব হিসাবে এডিটিং ,এনিমেশনটা কাছে টানে ।দেখা যাক । করতে থাকি সখের কাজ হিসাবে। যদিও আমার একাডেমিক সাবজেক্ট এগুলোর কোন কিছুই না ।

"আপনার কাছে থাক, আমাদেরই তো" শুনে হাসতে হাসতে শেষ!!!--হাহাহাহহাহাহাহাহ আমারও একই অবস্থা। B-)) =p~
এমন অভিনয় মোশারফ করিমের দ্বারাই সম্ভব। B-)

মিরোরডডল আপু...
রাকু যে এতো ইয়াম, দেখে বুঝিনি :P-- মানুষ কিল্লাই রাকু চিনতে ভুল করে। X(( X(( :D
সে দিন তো সামু পাগলা অটোগ্রাফ চেয়ে বসলো ;) .....সেলিব হয়ে গেলাম মনে হয় । B-))

শীতের গ্রামে/মফস্বলে যেভাবে মানুষ উঠানে পাটি, মোড়া পেতে আড্ডা দিত সেভাবে আড্ডা দিতে চাইছি ,
আড্ডাঘরটি যদি একটি গ্রামীণ আমেজ থাকে তাহলে ভিন্নমাত্রা যোগ করতে পারে। সুজন ভাইয়া ভালো ছবি শেয়ার করেছেন :)
----- আড্ডা ঘরে পানে পাটি চাই ....সিনিয়র আড্ডাবাজরা কেউ পান খেলে ,টেস্ট নিতে পারবে :`> ,মুড়িও রাখা যায়।
গ্রামীণ আসন রাখা যায়.. যেমন কেউ মোড়ায় বসছে । কেউ চেয়ারে,কেউ বা দাঁড়িয়ে, যদি সম্ভব হয়।

ভালো আছি.... এখন পর্যন্ত আপনাদের দোয়ায় ।আশা করছি সকল আড্ডাবাজরা ভালো আছেন।ভালো থাকুন। শুভকামনা করি ।



১১ ই জুলাই, ২০২০ রাত ১২:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি তো পুরোন দিনের তামিম ইকবাল! ০ ০ ০ তারপরে হুট করে ৫০ ১০০ ২০০! হাহা। কিছুদিন ছিলেন না কিন্তু এসেই ছক্কা হাঁকিয়েছেন বস। :)

সে দিন তো সামু পাগলা অটোগ্রাফ চেয়ে বসলো ;) .....সেলিব হয়ে গেলাম মনে হয় । B-))
অটোগ্রাফ কেন চেয়েছিলান বলুন? মুড়ি মাখা খাবার জন্যে যাতামাতা, আউল ফাউল কাগজের দরকার ছিল তাই। এহ, সেটা নিয়েই কি ভাব তার! হাহাহা।

কেউ চেয়ারে,কেউ বা দাঁড়িয়ে, যদি সম্ভব হয়।
এত বেশি কাস্টমাইজ করতে গেলে অনেক এডিটিং করতে হবে। আপনিও তো সেটা করতে পারেন (যদি সময়/সুযোগ থাকে, তবেই)। মানে আমি বলছি, যে আমরা সবাই মিলে ডিটেইলে আপনাকে সবকিছু বলে দিলাম এবং আপনি নিজের মতো করে এডিট করে দেখালেন। সবার পছন্দ হলে সেটাই পোস্টে এড করে দেওয়া হবে। লেট মে নো ইফ ইউ কুড ডু দ্যাট। সময়/ইচ্ছা না থাকলে কোন সমস্যা নেই। হেজিটেট করবেন না। :)

১৪৮| ১১ ই জুলাই, ২০২০ রাত ১২:৫২

মিরোরডডল বলেছেন:



আপু আমি পার্সোনালি বিলিভ করি যে কোনও মানুষ যখন তার বেসিক নিড কমফোর্টেবলি হ্যান্ডেল করতে পারে, তখনই তার জন্য এটা মাস্ট যে বা যারা স্ট্রাগল করছে তাদের হেল্প করা ।সবাই যদি আশেপাশের নিডিদের পাশে দাঁড়ায় তাহলে সবাই মিলেই ভালো থাকা যায় ।

হ্যাঁ আপু লাইফ ইজ বিউটিফুল । তোমারটাও সুন্দর । মানুষের চাওয়া পাওয়া গুলো ডিফারেন্ট, যে যেভাবে ভালো থাকে । বাট ইউ আর রাইট । আমি মনে হয় সবচেয়ে ভালো থাকি নেচারের সান্নিধ্যে । একটা সুন্দর পরিবেশ মনকে অন্যরকম করে দেয় ।

ফুল মুন যদি উইকেন্ডে হয় আর যদি বৃষ্টি না থাকে, তাহলে মাস্ট আমি দূরে কোথাও চলে যায় । যেখানে কোনও আর্টিফিশিয়াল আলো থাকবে না । You can cherish every single drops of her beauty. মিডল অফ দা নাইট, চারদিক থেকে জোস্না ভেঙ্গে পরে, অনেক রহস্যময় ভিন্ন একটা জগত । ওখান থেকে ফিরতে ইচ্ছে করেনা ।

পাহাড় না সাগর ? দুটোর কম্বিনেশন ভালো লাগে । একপাশে বিশাল নীল পাহাড় তার কোল ঘেঁষে সবুজ ভ্যালী তারপর সাগর আর মাথার ওপর নীলাকাশ । That’s it. What else we can ask from your life.


১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: আপু আমি পার্সোনালি বিলিভ করি যে কোনও মানুষ যখন তার বেসিক নিড কমফোর্টেবলি হ্যান্ডেল করতে পারে, তখনই তার জন্য এটা মাস্ট যে বা যারা স্ট্রাগল করছে তাদের হেল্প করা ।সবাই যদি আশেপাশের নিডিদের পাশে দাঁড়ায় তাহলে সবাই মিলেই ভালো থাকা যায় ।
খুব দামী কিছু কথা সরলভাবে বললেন। আসলেই তাই আপু। আপনার জীবনবোধ অসাধারণ!

হ্যাঁ আপু লাইফ ইজ বিউটিফুল । তোমারটাও সুন্দর । মানুষের চাওয়া পাওয়া গুলো ডিফারেন্ট, যে যেভাবে ভালো থাকে । বাট ইউ আর রাইট । আমি মনে হয় সবচেয়ে ভালো থাকি নেচারের সান্নিধ্যে ।
অবশ্যই আমার জীবন সুন্দর। এত লাভিং একটা পরিবার কতজনের থাকে? মৌলিক চাহিদাগুলো মেটাও আরেকটি ভাগ্য। লিস্ট করতে গেলে থামতে পারবনা। আলহামদুলিল্লাহই বলতে পারি শুধু। আমি ভালো থাকলেও আজকাল আমার কাছের অনেকেই ভালো নেই। বিশ্ব ভালো নেই। সেসব ভেবে খারাপ লাগে আপু।

ফুল মুন যদি উইকেন্ডে হয় আর যদি বৃষ্টি না থাকে, তাহলে মাস্ট আমি দূরে কোথাও চলে যায় । যেখানে কোনও আর্টিফিশিয়াল আলো থাকবে না । You can cherish every single drops of her beauty. মিডল অফ দা নাইট, চারদিক থেকে জোস্না ভেঙ্গে পরে, অনেক রহস্যময় ভিন্ন একটা জগত । ওখান থেকে ফিরতে ইচ্ছে করেনা ।
পাহাড় না সাগর ? দুটোর কম্বিনেশন ভালো লাগে । একপাশে বিশাল নীল পাহাড় তার কোল ঘেঁষে সবুজ ভ্যালী তারপর সাগর আর মাথার ওপর নীলাকাশ । That’s it. What else we can ask from your life.

এসব মারাত্মক সুন্দর কিছু কথা। আলাদা করে উত্তর দেবার/বলার কিছু নেই, জাস্ট পড়ে যাওয়া আর মুগ্ধ হওয়া। :)

আচ্ছা আপু, আপনি কি একা বেড়ান নাকি পরিবার নিয়ে অথবা বন্ধুদের নিয়ে?

১৪৯| ১১ ই জুলাই, ২০২০ রাত ১:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: লরুজন বলেছেন: পোস্টে ১৪৫ টা কমেন্ট করার মত কি আছে? ব্লগের ভিতরে ব্লগ ফালতু লাগে দেখতে।
ধুর


ইহা বুদ্ধিমানদের সরাই খানা নয় ভাই/বোন এ হলো পাগলদের আড্ডাখানা। এখানে যারা আড্ডা ওরা ঠিকি জানে এখানে কি আছে। আড্ডা দিয়ে কি লাভ তাদের। তবে আপনি হয়তো এলিটদের দলের তাই হুট করে এসে একটা কথা বলে গেলেন। যেখান নুন্যতম কোন ভদ্রতা দেখা গেলনা। এখানে যারা আড্ডা দেয় তাদের প্রোফাইল দেখলে হয়তো আপনার ভুতরে জ্ঞানে এমন উটকু মন্তব্য আসতো না।

১৫০| ১১ ই জুলাই, ২০২০ রাত ১:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মিরোরডডল, প্রকৃতি প্রেম মানুষকে প্রশান্তিতে রাখে।
কেউ কেউ আজকাল যন্ত্রের সাথে থেকে থেকে যান্তিক হয়ে যাচ্ছে। একদিন সূয্য যে পূর্ব গগনে উঠে তা ভুলেই যাবে আবার এই সবুজ সমারোহ , রাতের জোস্না এসব কোথায় পাবে! আমরা একসময় অন্ধকারে জোনাকী পোকার আলোতে অনেক মেথে থাকতাম। ভরা বর্ষার জলে যখন টইটুম্বুর মাঠ তখন নৌকা নিয়ে বিশাল জলরাশির মধ্যে বসে সারা রাত জোস্না স্নান করেছি। এখন সে ইচ্ছা আর পূরণ হয়না।

১৫১| ১১ ই জুলাই, ২০২০ রাত ১:১৪

মিরোরডডল বলেছেন:

@রাকু হাসান :
হা হা হা ..... রাকু , ম্যান ইউ আর চ্যাম্প :)

১৫২| ১১ ই জুলাই, ২০২০ রাত ১:২৭

মিরোরডডল বলেছেন:
@ মাহমুদুর রহমান সুজন


গুড টু নো সুজন । কেন হবে না ! আবারও হবে । একটু কষ্ট করে এর মাঝেই সময় বের করে নিতে হবে । জীবনের প্রয়োজনে যা কিছু করতে হয় ওগুলো হচ্ছে পার্ট অভ লাইফ এজ নেসেসিটি অনলি । রিয়াল হ্যাপিনেস আসবে মনের ক্ষুধা মিটালে । এজ লং এজ নট হার্মফুল ফর আদার, উই শুড ডু হোয়াট উই লভ টু ডু । জীবন একটাই ।

১৫৩| ১১ ই জুলাই, ২০২০ রাত ১:৫৯

রাকু হাসান বলেছেন:


অটোগ্রাফ কেন চেয়েছিলান বলুন? মুড়ি মাখা খাবার জন্যে যাতামাতা, আউল ফাউল কাগজের দরকার ছিল তাই। এহ, সেটা নিয়েই কি ভাব তার!--- X( X(
সামু পাগলা আপু..এটা কুনু কথা B-)) ..ঝালমুড়ি খাওনের লাগি অটোগ্রাফ ... B-)) :D
হহাহাহহা....সামু পাগলা স্বীকার করছে....ঘুরিয়ে । ;) --ইয়াহুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহু সেলিব হওয়া ঠেকাই কে। ;) =p~
ভাবতেই আমি আকাশে বাতাসে =p~ B-)) ...
দুঃখ প্রকাশ করছি আসলে অটোগ্রাফ চাওয়ার ব্যাপার এভাবে প্রকাশ করা ঠিক ছিল না।ে যেহেতু আপনি একজন সেলিব ব্লগার । সরি । #:-S ;)

ঠিক বলেছেন এত কিছু এড করলে ব্যাপার সেপ্যার হলে সমস্যা আছে। তাই এগুলো বলতে চাচ্ছিলাম না । আমি তো ফটোশপ পারি না :(( ,

@ মিরোরডডল আপু হাহহা ..
পাহাড় না সাগর ? দুটোর কম্বিনেশন ভালো লাগে । একপাশে বিশাল নীল পাহাড় তার কোল ঘেঁষে সবুজ ভ্যালী তারপর সাগর আর মাথার ওপর নীলাকাশ ।--আমার কল্প জগতের বাড়িটার কিছু মিল পেলাম। মানে যেটা শুধু কল্পনাতেই :)

আচ্ছা অন্ধকার পছন্দ করেন ? --আমি খুব উপভোগ করি। খুব অন্ধকার । কোন শব্দ থাকবে না । হালকা বাতাস থাকবে। উপভোগ করা হয় সুযোগ পেলেই। :D

মাহমুদুর রহমান সুজন --ভাই এসব নিয়ে ভাববেন না প্লিজ। যার যেমন ,বুঝ সে তেমন বলে গেছে। চ্যাট সিস্টেম তো সকল মাধ্যমেই আছে। এটা ব্লগ । এখানে এমন আড্ডাবাজরা থাকতেই পারে। আর সামু পাগলার এই আড্ডাটা ভিন্ন মাত্র যোগ করে সব সময়। ক্যাঁচাল ,এটা সেটা হয় সব সময় ,সেই জায়গা থেকে প্রশান্তির বার্তা দেয় সামু পাগলার আড্ডাঘর। ইতিবাচক হিসাবে নিলে ,অনেক পয়েন্টেই বের করা যাবে । এখানে শত শত বিষয়ে আলোচনা হয়। সেগুলো গুগল সার্চেও আসে। সামু ব্লগ সমৃদ্ধও হয়। আমাদের শান্তিও হয়।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: দুঃখ প্রকাশ করছি আসলে অটোগ্রাফ চাওয়ার ব্যাপার এভাবে প্রকাশ করা ঠিক ছিল না।ে যেহেতু আপনি একজন সেলিব ব্লগার । সরি ।
এহ আমি নাকি সেলিব ব্লগার! ফাজিল কোথাকার। ন্যাকামি করে দুঃখ টুঃখ প্রকাশ করা যাবে না আড্ডাঘরে। বুঝলেন নেকু রাকু? :D

ঠিক বলেছেন এত কিছু এড করলে ব্যাপার সেপ্যার হলে সমস্যা আছে। তাই এগুলো বলতে চাচ্ছিলাম না । আমি তো ফটোশপ পারি না :((
আচ্ছা ঠিকআছে, সমস্যা নেই। এডিটিং এর কাজ করছিলেন তাই বলেছিলাম আরকি।

আচ্ছা অন্ধকার পছন্দ করেন ? --আমি খুব উপভোগ করি। খুব অন্ধকার । কোন শব্দ থাকবে না । হালকা বাতাস থাকবে। উপভোগ করা হয় সুযোগ পেলেই। :D
হ্যাঁ পছন্দ করি। অন্ধকারে কান্না/হাসি লুকানো যায়। নো মেকআপ। শুধু আমার আমি। নীরবতাও আমার অনেক ভালো লাগে। ভোরের নিস্তব্ধতা এবং ঝড়ের রাতের শোঁ শোঁ বাতাসের অন্তর্নিহিত নীরবতা - দুটোই উপভোগ করি।

মাহমুদুর রহমান সুজন --ভাই এসব নিয়ে ভাববেন না প্লিজ। যার যেমন ,বুঝ সে তেমন বলে গেছে। চ্যাট সিস্টেম তো সকল মাধ্যমেই আছে। এটা ব্লগ । এখানে এমন আড্ডাবাজরা থাকতেই পারে। আর সামু পাগলার এই আড্ডাটা ভিন্ন মাত্র যোগ করে সব সময়। ক্যাঁচাল ,এটা সেটা হয় সব সময় ,সেই জায়গা থেকে প্রশান্তির বার্তা দেয় সামু পাগলার আড্ডাঘর। ইমুতিবাচক হিসাবে নিলে ,অনেক পয়েন্টেই বের করা যাবে । এখানে শত শত বিষয়ে আলোচনা হয়। সেগুলো গুগল সার্চেও আসে। সা ব্লগ সমৃদ্ধও হয়। আমাদের শান্তিও হয়।
এটা তো ভাবিনি। আসলেই অনেক সময় কোনকিছু দিয়ে সার্চ দিলে আড্ডাঘর এসে যায়। আড্ডাঘরের কিছু অবদান তো রয়েছেই সামুকে প্রাণবন্ত রাখতে। সেগুলো এত গুছিয়ে লেখার জন্যে অনেক ধন্যবাদ। মন্তব্যেই বুঝলাম কতটা আপন ভাবেন আড্ডাঘরকে! আড্ডাঘর এন্ড আই আর ভেরী লাকি টু হ্যাভ পিপল লাইক ইউ।

১৫৪| ১১ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আড্ডা ঘরের আড্ডা বাজরা কই।

১৫৫| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৮

মৌরি হক দোলা বলেছেন: মৌরি, সত্যি বলতে আমি মুভি কমই দেখি কেননা তিন ঘন্টা ধরে বসে বসে একটা জিনিস দেখা আমার জন্যে কঠিন। আমি একটু ছটপটে। ছোট বাচ্চাদের মতো এখনো এড দেখতে ভালো লাগে কেননা সেটা জলদি শেষ হয়, হাহা। আমার এক ঘন্টার বাংলা টেলিফিল্ম/নান দেশের বিভিন্ন সিরিজের এপিসোডস বেশি ভালো লাগে।


=p~ =p~
আমি তো একটা মুভি দুই-তিন দিনে শেষ করি =p~ =p~ =p~

নস্টালজিয়া

১৫৬| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:৫১

রাকু হাসান বলেছেন:

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আড্ডা ঘরের আড্ডা বাজরা কই।
--মাইদুল ভাইয়া। এই যে আমি :) । আপনি কই .............. 8-| কেমন আছেন? অনেক দিন পর আড্ডায় দেখলাম। :) আশা করছি ভালো আছেন এবং ভালো ছিলেন । :) আপনার চারপাশের অবস্থা কেমন ?

১৫৭| ১৩ ই জুলাই, ২০২০ সকাল ৮:৪২

আনমোনা বলেছেন: অনেক আগে দেখা ছবি, "গুপী গায়েন বাঘা বায়েন" আবার দেখছি। ভুতের রাজা যদি এসে বর দিতে চায়, তাহলে কি চাইব?
ভুতের রাজা দিলো বর

ভাবনা চিন্তার সময় নেই, ঝট-পট তিনটা বর চাইতে হবে।

১৫৮| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৫

জোকস বলেছেন: এটা আবার কেমন মোমবাতি? ফুরায় না কেন!
আমারে একটা দেওন যায়না আপুনি।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:১৪

সামু পাগলা০০৭ বলেছেন: কতদিন পরে এলেন! কেমন আছেন বলুনতো?

আড্ডাঘরের মোমবাতি! কিভাবে ফুরোবে? যদি আড্ডাঘর এতদিন ধরে চলতে পারে, তবে আড্ডাঘরের জন্মদিনের মোমবাতিও অনেকদিন জ্বলতে পারে। হাহা।

হ্যাঁএএএ দেওয়া যায়।

একটা জোকস শোনান না!

১৫৯| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১২:৫১

মৌরি হক দোলা বলেছেন: আপু. সুস্থ আছো তো?

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:১২

সামু পাগলা০০৭ বলেছেন: হ্যাঁরে, ভালো আছি আলহামদুলিল্লাহ। তুই খোঁজ নিয়েছিল দেখে খুব ভালো লাগল।

তোর কি অবস্থা? এখন যে টপিকটা দিয়েছি সেটা নিয়েও কিছু বল।

১৬০| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৪

আনমোনা বলেছেন: কি ব্যাপার? আড্ডাঘর একেবারেই নিরব। সবাই ভালো আছেতো?

১৬১| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আনমোনাপি, ভালো আছি। আপনি কেমন আছেন?
আড্ডাঘরে কেউ নেই দেখে আমিও চলে গেলাম।
আপনাকে দেখে ভাবলাম কৌশলটা জেনে যাই।

১৬২| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১১:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মৌরি হক দোলা , কেমন আছো বোন?
তুমি আর মোনাপি দুই দিন আড্ডাঘরের গ্যাপটা পূরণ করেছ।
আমাদের ম্যাডাম কোথায় কয়েকদিন আড্ডায় নেই।
বাকীরা এখন আর তেমন সময় দিচ্ছেনা । আড্ডার জমজমাট অবস্থাটা ক্রমেই হ্রাস পাচ্ছে।
আড্ডার গুরুজীও নেই।

১৬৩| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১১:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জোকস বলেছেন: এটা আবার কেমন মোমবাতি? ফুরায় না কেন!

ইহা পাগলা আড্ডাঘরের মোববাতি নিভবে না কখনো!

১৬৪| ১৭ ই জুলাই, ২০২০ সকাল ৮:৪৫

আনমোনা বলেছেন: সুজন ভাই, আছি ভালোই, তবে মনটন খুব খারাপ। চারপাশের অবস্থা দেখে কেমন হতাশ হয়ে পড়ছি। কি করব? কিছুই আমাদের নিজেদের হাতে নেই, নিজেরা সাবধান থাকা ছাড়া।
আপনি কিসের কৌশলের কথা বলছেন?

সব পাগল একসাথে হয়ে ফু না দিলে কি মোমবাতি নেভে? অথচ পাগলদেরই খবর নেই।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: মনা আপু। আমেরিকার খবর যা শুনছি, আমিও খুব দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছি। তুমি সাবধানে থেকো, পরিবারকে সাবধানে রেখো।

আর শুধু আমেরিকাই কেন, পেপার খুললেই দেখছি, বেশ কিছু দেশে আবারো বাড়ার পথে করোনা। বিশেষজ্ঞরা বলছেন, যতদিন না ভ্যাকসিন আসছে করোনা থেকে পুরোপুরি মুক্তি নেই। আর আসার পরেও বন্টন নিয়ে অনেক ঝামেলা হবে। এসব ভাবলে রীতিমত মাথাব্যাথা শুরু হয়ে যায়। আমার ফ্যামিলির অনেকে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে স্ট্র্যাগল করছেন। আমাদের হাতে আসলে অনেকিছুই। শুধু মাস্ক পড়েই করোনার প্রভাব কমাতে আমরা অনেক অবদান রাখতে পারি। কিন্তু অনেকেই সেটা করছেন না। মানুষ নিয়ম মানতে মানতে হতাশ এবং ক্লান্ত। আল্লাহ দয়া করো, সহায় হও।

১৬৫| ১৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩১

মৌরি হক দোলা বলেছেন: মাহমুদুর রহমান সুজনভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি কেমন আছেন? সামুপাগলা০০৭ আপু যে আবার কোথায় ডুব দিলেন!!!!!!!

১৬৬| ১৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মোনাপি,
ভুতের রাজা যদি এসে বর দিতে চায়, তাহলে কি চাইব?
ভুতের রাজা দিলো বর

ভাবনা চিন্তার সময় নেই, ঝট-পট তিনটা বর চাইতে হবে।


ভুতের রাজাকে আটকানোর ফন্দিটা

১৬৭| ১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মৌরি হক দোলা, সবসময় ভালো থেকো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমাদের ম্যাডামতো এরকমি কোন কোন সময় অনেক একটিভ আবার কোন সময় উদাও।
আড্ডার নিয়মিতরাই বেশ কয়দিন থেকে দেখছি না। গুরুজী ওরফে হেনা ভাই ‍ওনাকে দেখি না বেশ কয়েকদিন হয়ে গেল। এই আড্ডাতে আমাদের ফাহিম ভাইটা একেবারেই এলোনা।
শুভ ভাইকেও দেখছি না। আরাফআহনাফের বাপ একবার এসে যে গেল আর দেখা নেই। সোহেল ভাইও একে দশা। আমার সুপার ডুপার হিউমারিক পার্সোন ঢালী ভাই ওনাকেও না। বাকীরা যারা আড্ডাকে জিয়ে রাখছে তাদের সবাইকে ধন্যবাদ। এই পোস্টে বোন তুমাকে পেয়েছি। ভাল থেকো সবসময়।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: হেনাভাই তো এলেন, এসে কি বলে গেলেন আপনিই দেখেন। আপনিই বলেন ভাই, মন খারাপ হয়না এসব শুনলে?

কেউ না কেউ আড্ডাকে জিইয়ে রাখলেই হলো। অন্যরা থাকে বলেই আমি মাঝেমাঝে কাজে/অসুবিধায় উধাও হতে পারি। তাই সবাইকে ধন্যবাদ আড্ডাঘরকে হোস্টের অনুপস্থিতেও মাতিয়ে রাখার জন্যে। বেশ কয়েকদিন পরে এসেও তো কত মন্তব্য দেখি সবসময়, আড্ডাঘরে তালা ঝোলেনা আপনাদের আন্তরিকতাতেই। :)

১৬৮| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৮

নিমো বলেছেন: রাকু হাসান বলেছেন:
নিমো ভাই/আপু আপনাকে স্বাগতম আমি জানাইনি । আড্ডাবাজ পাগলদের আসরে আপনাকে স্বাগতম। :)

আপনিও আমার আন্তরিক ধন্যবাদ নিন।

১৬৯| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: হেই আড্ডাবাসী! কেমন আছেন সবাই? ওপরে অনেক মন্তব্য জমেছে, আমি আস্তে আস্তে উত্তর দেব। আড্ডাটপিকটা বলে নেই।

আড্ডাটপিক: করোনার লকডাউনে আমরা সবাই একটা কাজ অনেক করেছি আর সেটা হলো টিভি/ইন্টারনেটে নানা ধরণের প্রোগ্রাম দেখা। সো আপনারা কোন প্রোগ্রামগুলো দেখলেন, কোনটা বেশি ভালো লাগল, কেন? সেসব নিয়েই চলুক আড্ডা। :)

১৭০| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:

১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: হেনাভাই! আমি একটু আগেই পোস্ট এডিট করতে করতে আপনার কথা ভাবছিলাম, আর আপনাকে পেয়ে গেলাম। অনেকদিন বাঁচবেন!

গান: view this link

১৭১| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অনেকদিন বাঁচার ইচ্ছা নাই ম্যাডাম। এমনিতেই অনেক দিন বাঁচা হয়ে গেছে। এবার শান্তিতে দুনিয়ার পাট চুকাতে চাই। অসুখ বিসুখের কবল থেকে রেহাই পেতে চাই।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:১৭

সামু পাগলা০০৭ বলেছেন: হেনাভাই! এসব কি বাজে কথা! আমরা সবাই আপনাকে দেখে অনুপ্রেরণা পাই, ডিপ্রেসিং টাইমে ভাবি হেনাভাই তো আরো অনেক বড় কষ্ট দেখে সবার সাথে হাসিখুশিতে মেতে থাকেন, আমরা কেন পারব না? আর এখন আপনি এসব কথা বললে আমাদের, আপনার অন্যান্য ফলোয়ারদের কি হবে? বুড়িভাবী আপনাকে ছাড়া থাকতে পারবেন? নাতনীগুলো তো বড়ই হলোনা, এখনকার স্মৃতিগুলো তো ওরা মনে রাখতে পারবেনা। আমার ছোটকালের সব বেস্ট স্মৃতিগুলো দাদা দাদী, নানা নানীর সাথে! বড় হতে হতে দাদা দাদীর হাত মাথায় থাকলে কত বেশি নিরাপদ বোধ করবে ওরা!

সেদিন ইমেইলেও এমনকিছু বলেছিলেন, তখনো আমি এসব কথা লিখেছিলাম। বয়স তো কিছুই না ভাই, অনেকে তো ৫ মাসও বাঁচেনা পৃথিবীতে। আবার অনেকে ১০০ বছর বাঁচে। আপনি মুক্তি না, সুস্থতা কামনা করুন। আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি, এসব শুনতে ভালো লাগেনা। দয়া করে এসব কথা বলবেন না।

১৭২| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:১৮

মিরোরডডল বলেছেন:



পাগলু, করোনার আগেও মুভি এন্ড মিউজিক, করোনাকালেও তাই, নট মাচ ডিফারেন্স । অনলি ওয়ান ডিফারেন্স এক্সট্রা টাইম যেটা এখন পাচ্ছি, সামুতে একটু বেশী সময় দিচ্ছি লাস্ট ফিউ মান্থস যেটা এর আগে হয়নি । দেখা মুভিও আবার দেখছি । প্রিয় মুভি অনেক । স্কারলেটের এটা দেখেছো ?

১৯ শে জুলাই, ২০২০ রাত ১১:৪৬

সামু পাগলা০০৭ বলেছেন: গতকালই আপনার মন্তব্য দেখেছিলাম, কিন্তু পুরোন মন্তব্যগুলোর জবাব দিতে দিতে এত সময় চলে গেল যে উঠতে হলো অন্য কাজে।

আমারো কাইন্ডা তাই, করোনার আগেও ফ্রি টাইমে মিউজিক শোনা হয়, টিভি/ইউটিউব দেখা হয়। বাট করোনার মধ্যে অনেক বেশি দেখা হচ্ছে, লাইক আই এম রানিং আউট অফ গুড থিংস টু ওয়াচ! হাহা।

সেটা আমাদের জন্যে অনেক ভালো হচ্ছে, সামুতে সময় দিচ্ছেন বলে আড্ডাঘরেও বেশি আসতে পারছেন, আর আমরা মজার মজার সব গল্প করতে পারছি!

মুভি অতো দেখা হয়না আপু। স্কারলেট জোহানসান ইজ সো বিউটিফুল এন্ড ট্যালেন্টেড, রিয়েলি এডমায়ার হার।
আপনি যে মুভিটা দিয়েছেন ওটা দেখিনি, বাট ট্রেইলার দেখে মনে হলো নায়কটাকে থাপ্পড় মারতে পারলে কলিজা ঠান্ডা হতো। কি বদ লোক! ছি!

আপনার কোন জনরা বেশি ভালো লাগে? সেটা বই/সিনেমা যেকোন কিছুতেই হতে পারে। রোম্যান্স, কমেডি, একশন, সাসপেন্স অর আদার?

গান: view this link

১৭৩| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: আনমোনা বলেছেন: অনেক আগে দেখা ছবি, "গুপী গায়েন বাঘা বায়েন" আবার দেখছি। ভুতের রাজা যদি এসে বর দিতে চায়, তাহলে কি চাইব?
ভাবনা চিন্তার সময় নেই, ঝট-পট তিনটা বর চাইতে হবে।


১) বিশ্ব করোনা থেকে মুক্তি পাবে এবং করোনায় হওয়া অর্থনৈতিক ক্ষতিও গায়েব হয়ে যাবে।
২) বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ জিতবে এবং মাশরাফি ভাই ট্রফিটা ধরবে, কোনভাবে (কোচ হয়ে) দলের সাথে জড়িত থেকে।
৩) দেশের মানুষের মধ্যে শিক্ষা, সংস্কৃতিবোধ, এবং ভালোবাসা বাড়বে।

আমি জানি ৩ অনেক জরুরী ২ এর চেয়ে, কিন্তু আমার ওটাই আগে মনে হয়েছে। আমি পাগলী, কিছু করার নেই। :)

১৭৪| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:২২

মৌরি হক দোলা বলেছেন: বাবা!!!! কোথায় ডুব দিয়েছিলে????

নতুন বাসা নেয়ার পরে টিভি কানেকশন আনা হয়নি বাসায়। কম্পিউটারেই সব সারি B-) এই করোনার সময়ে বেশ ভালো কিছু মুভি আর নাটক দেখেছি। প্রথমে দেখেছিলাম দীপ্ত টেলিভিশনের 'বকুলপুর' নাটকটা। বাসার সবাই একসাথে বসে দেখতাম! সত্যি আপু, এই নাটকটা দেখলে বোঝা যায় যে, বাংলাদেশে এখনো কত সুন্দর সুন্দর কাহিনির উপরে নাটক হয়। কিন্তু কোভিড-১৯ এর কারণে এই নাটকের পুরো শুটিং কমপ্লিট হয়নি :( খুব আফসোস হয়েছিল যখন শেষ হয়ে যায়। অপেক্ষায় আছি, নতুন পৃথিবীতে নাটকের বাকি পর্বগুলো দেখার। আর মুভি দেখেছি বেশ কয়েকটা- জেনারেশন আমি, তিতলি, কেদারা, শ্রাবণের ধারা...। প্রত্যেকটা মুভির কাহিনিই খুব সুন্দর। তুমি কি কি দেখলে এই কয়মাসে?

১৯ শে জুলাই, ২০২০ রাত ১১:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: আমাদেরও একই কেস, স্মার্ট টিভি আসার পর থেকে টিভিতে ইউটিউবেই সব দেখা হয়। বাবা যদিও দেশী লাইভ চ্যানেলস দেখতে পছন্দ করেন।

আমি বিগ ব্যাং থিওরী, ইয়াং শেলডন, এজিটি, বিজিটি, ৯০ ডে ফিয়ান্সে, মারডখ মিস্ট্রিস, ৬০ মিনিটস অস্ট্রেলিয়ার মতো শোগুলো দেখলাম। নিশো মেহজাবিন, তিশা অপূর্বের অনেক টেলিফিল্ম দেখা হলো। সালাউদ্দিন লাভলুর পরিচালনায় বেশকিছু কাজ দেখলাম; নিক্তি, অন্যকোথাও, সুখ অসুখ, মায়াজাল এসব নাটক বিশেষত ভালো লেগেছে। ৩০০ সেকেন্ড নামের একটা টকশো সহ ইউটিউবে তারকাদের নানান টকশো, নন সেলিব ইউটিউবারদের কন্টেন্টগুলোও দেখেছি।

বকুলপুর নাটকটা আমাকে ইউটিউব মামা অনেকবার রেকমেন্ড করেছে, দেখা হয়নি। তোর কথা শুনে মনে হচ্ছে দেখতেই হবে! কোন এপিসোড থেকে কাহিনী জমা শুরু করে রে? প্রথম কিছু এপিসোডে চরিত্র পরিচিতি করায়, ভালো লাগেনা, বোরিং লাগে, এজন্যে জানতে চাইছি।

আর আমি লকডাউনের আগে ফ্যামিলি ক্রাইসিস, প্রিয় প্রতিবেশী, পরের মেয়ে - সিরিজগুলো ফলো করছিলাম। আমিও তোরই মতো অপেক্ষায়...

এটা দেখ: view this link
view this link - এই ইন্টারভিউটা বেস্ট লেগেছে, পেছনের অনেক কাহিনী জানলাম, রিয়েলী ইনফরমেটিভ।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১১:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: তোর আগের একটা মন্তব্যের উত্তর:

আমি তো একটা মুভি দুই-তিন দিনে শেষ করি

আমার কি হয় শোন। একদিন একটা মুভির প্রথম ৩০ মিনিট দেখলাম। পরে ভুলে গেলাম, তার কয়েক মাস পরে কোন কারণে মুভিটি চোখের সামনে এলে আরো কিছু সিন দেখি। এভাবে করতে করতে একটা মুভি শেষ হতে হতে অনেক সময় লেগে যায়। আর সবগুলো শেষ হয়ও না। অনেক মুভিই আছে যেটা আধখাওয়া হয়ে আছে, হাহা।

নস্টালজিয়ার যে ভিডিওটা দিলি! আমার পুরোন দিনের এড যে কি ভালো লাগে! পুরোটা দেখলাম। থ্যাংকস এ লট!

১৭৫| ২০ শে জুলাই, ২০২০ রাত ১২:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনে রেখ আমিও ছিলাম

২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: অবশ্যই মনে রাখব।

সময় করে আড্ডাঘরে ঘুরে যাবার জন্যে অনেক ধন্যবাদ।

ভালো থাকুন, নিরাপদে থাকুন কোভিড থেকে।

১৭৬| ২০ শে জুলাই, ২০২০ রাত ৩:৩৩

আনমোনা বলেছেন: আমি একেবারেই টিভি দেখিনা, যাকে বলে নিরক্ষর তাই। করোনায় খুব একটা তফাৎ টফাৎ নেই।

আমি জানি ৩ অনেক জরুরী ২ এর চেয়ে, কিন্তু আমার ওটাই আগে মনে হয়েছে। আমি পাগলী, কিছু করার নেই।

২ নম্বর টা খুবই জরুরী, শুধু ওটার জন্যে হলেও ৩ নং পুরন করতে হয়। পাগলী ছাড়া একথা আর কে বোঝে?

সুজন ভাই ভুতের রাজাকে বন্দী করে কি করবেন?

২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: তাই? তো আপু তুমি ফ্রি টাইমে কি করো?

তোমার কথায় মনে হলো, আগেকার দিনে মানুষ ফ্রি টাইমে সেলাই করত, কিছু একটা রান্না করে প্রতিবেশীদের বাড়িতে চলে যেত, উল বুনত, আচার বানাত - আর এখন আমরা ফ্রি টাইমে অনলাইনে ঘুরে বেড়াই। ক্রিয়েটিভ কাজগুলো আর ঘরে ঘরে হয়ইনা।

১৭৭| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অনেকদিন বাঁচার ইচ্ছা নাই ম্যাডাম।

কি বলেন গুরু! এমনটা শুনতে চাইনা। আপনি অনেক বছর বাঁচবেন। আল্লাহ আপনার শারীরিক উন্নতি দিবেন। ট্রেস নিবেন না।

২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: সত্যিই সুজন ভাই, হেনাভাইয়ের কাছে এসব কথা শুনে কি যে খারাপ লাগে। আল্লাহ ওনাকে সুস্থ্যতা ও মানসিক স্বস্তি দান করুন।

১৭৮| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:১৩

আনমোনা বলেছেন: ফ্রী টাইম আর কোথায় বলো? হোম অফিসে যাতায়াতের টাইমটাই শুধু বাচে, সেটুকু চলে যায় একটু এক্সট্রা ঘুমাতে। তার উপর সবাই বাড়িতে, ইটিং আউট নেই বললেই চলে। সুতরাং রান্নাবান্নাও বেড়ে গেছে। এদিকে বাড়তি কাজ, বাজার আনলে সব ধুয়ে মুছে তোলা। অবশ্য এখন গ্রোসারী ডেলিভারী নেই, যা আগে কখোনো চিন্তা করিনি। অন্যকে দিয়ে বাজার করানো যে কি ঝক্কি।


আগেকার দিনে মানুষ ফ্রি টাইমে সেলাই করত, কিছু একটা রান্না করে প্রতিবেশীদের বাড়িতে চলে যেত, উল বুনত, আচার বানাত - আর এখন আমরা ফ্রি টাইমে অনলাইনে ঘুরে বেড়াই


বাগান করছি। মাঝে মাঝে হোমওনার এসোসিয়েসন চোখ রাঙায়, পাত্তা দেইনা।
আসলেই, অনলাইনে এখন এত কিছু পাওয়া যায়, এতেই সময় কেটে যায়। কার সময় আছে আরেকজনের কাছে রান্না শেখার, উলের প্যাটার্ন বুঝে নেওয়ার? সঅঅব অনলাইনে, পড়তে পড়তে করার আর সময় থাকেনা B-)

২১ শে জুলাই, ২০২০ রাত ১২:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: হ্যাঁ আপু, যাতায়াতের সময় এবং এনার্জি বাঁচা করোনা পরবর্তী সময়ের পজিটিভ জিনিসগুলোর একটা। কেননা কোথাও যেতে আসতে ১-২ ঘন্টাই তো শুধু না, যাবার এক ঘন্টা আগে থেকেই কিন্তু প্রিপারেশন শুরু হয়ে যায়। খাওয়া, রেডি হওয়া, ব্যাগ গোছানো ইত্যাদি। মানে দিনের বেশ কিছু ঘন্টা বেঁচে যাচ্ছে ডেইলী।

এই, আমরাও না গ্রোসারি ডেলিভারী নেওয়া শুরু করি এই করোনার মধ্যেই, বেশ ভালো সার্ভিস। সময় বাঁচে, ভারী ব্যাগ বয়ে আনতে হয়না। হয়ত সামনেও আমরা এতেই অভ্যস্ত হয়ে পড়ব।

আমি দেশে থাকতে উল শেখা শুরু করেছিলাম, খুবই মজা লাগছিল। ঐ কয়েক মাসের ঝোক, তারপরে ভুলে যাওয়া।

সঅঅব অনলাইনে, পড়তে পড়তে করার আর সময় থাকেনা
হাহাহা এটা আমার জন্যে খাটে। নানা রান্না রেসিপি অনলাইনে দেখা ও পড়া হয়, বাট করা হয়না। :(

আপু, তোমার বাগানে কি কি গাছ আছে? বই পড়ার শখ আছে?

১৭৯| ২০ শে জুলাই, ২০২০ রাত ১১:০৯

মূর্খ বন মানুষ বলেছেন: আড্ডাঘরে প্রবেশ করতেই একটা প্রশান্তি ভর করল নতুন আড্ডাঘর এর ছবি দেখে। বেশ প্রশান্তিদায়ক একটা লুক।

কানাডার আলবার্টা প্রদেশের জেস্পার ন্যাশনাল পার্কে আজ টুরিস্ট বাস দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে জেনে খারাপ লাগছে। আমার খারাপ লাগার কারণ কি? কারণ ঐখানে আমি কিছু বছর আগে এমনই একটা টুরিস্ট বাসে ঘুরতে গিয়েছিলাম। একদম পাহাড়ের মধ্যে গড়ে উঠেছে ছোট একটা শহর। আকাশের মেঘ এমন ভাবে ভেসে যায় যে মনে হয় হাত দিয়ে ধরা যাবে। চারিদিকে বিশাল বিশাল সব পাহাড়। পাহাড় এর গা বেয়ে অগণিত সবুজ গাছ। খুবই কম মানুষ বাস করে সেখানে। নিরিবিলি, সুনসান একটা শহর যেখানে গাড়ি ও খুব কম দেখা যায়। ওটাকে শহর না বলে গ্রাম বলা যায়। আমার খুবই ভাল লেগেছিল জায়গাটা। মাথার ওপর দিয়ে বয়ে চলা মেঘ, সামনে বিশাল পাহাড়ের সারি, সবুজ এর সমারোহ এর মধ্যে ওল্ড কান্ট্রি সং বেজে চলা ক্যাফেতে ধোঁয়াতোলা এক কাপ কফি নিয়ে বসে ছিলাম। এক অন্যরকমের অনুভূতি যা কিবোর্ড দিয়ে প্রকাশ করা যায় না। এবার ও যেতে চেয়ে ছিলাম দেশে ফেরার আগে, করোনার কারনে গেলাম না। এর মধ্যেও গেলে হয়ত এ তিন জনের একজন হতে পারতাম। আল্লাহ্‌র কৃপায় সেটা হয়নি।

বাংলাদেশের অবস্থা দেখলাম খুবই খারাপ। ভয়াবহ করোনাতে এমনিতেই নাকাল দেশবাসি এর মধ্যে আবার শুরু হয়েছে বন্যা আর নদী ভাঙন। করোনাতে কাজ হারানো মানুষ এখন আবার একটু একটু করে কাজ শুরু করে ছিল তখনি আবার তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেল! আল্লাহ্‌ আমাদের এত শাস্তি কেন দিচ্ছেন?

২১ শে জুলাই, ২০২০ রাত ১:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: এই যে এক্কেবারে সময়মতো এসে হাজির! কাজের সময়ে পাওয়া যায়না মানুষটাকে! ;) আড্ডাঘরের জন্মদিনের আয়োজনের সময়ে গায়েব, আবার আমি যখন নতুন আড্ডাঘর কেমন হবে সে বিষয়ে সাহায্য চাইলাম তখনো গায়েব! যে ছবির প্রশংসা করলেন সেটাতে সুজন ভাই, মনা আপু আইডিয়া দিয়ে অনেক সাহায্য করেছেন। রাকু হাসানও আলোচনা করেছেন। বাট আপনার তো দেখাই পাওয়া গেলনা, এলেন তো এলেন ছবি পরিবর্তনের দুদিনের মাথায় এলেন। কি ফাঁকিবাজরে বাবা। ;) :D

জোকস আসাইড, সবই খারাপ খবরের মেলা। আল্লাহ নিহতের আত্মার শান্তি দিক।

কিবোর্ডে প্রকাশ করা যায়না বললেও খুব সুন্দর করেই বর্ণনা করলেন। আপনার সত্যিই ভ্রমণ নিয়ে লেখা উচিৎ। আপনাকে খুব হিংসা হয় আমার। কতকিছু দেখেছেন জীবনে! কত মানুষের সাথে মিশেছেন! সাচ আ মিনিংফুল লাইফ ইউ হ্যাভ!

আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন জানিনা। শাস্তি দিলেও কিছু বলার নেই, পাপ তো কম করছিনা আমরা। আল্লাহ মাফ করুক সবাইকে এবং শান্তি দিন।

এ সময়ের প্রয়োজনীয় গান: view this link

করোনায় ফ্রি টাইমে কি করছেন?

১৮০| ২১ শে জুলাই, ২০২০ সকাল ১০:১৮

মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় আড্ডাবাসী সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভাল আছি।

২২ শে জুলাই, ২০২০ রাত ৩:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: হেই মোস্তফা সোহেল। আপনি কিন্তু ভীষন রকম রেগুলার ছিলেন একসময়ে, কিন্তু হুট করে ইরেগুলার হয়ে পড়লেন। আশা করি মাঝেমাঝেই আপনাকে পাশে পাব এখন থেকে।

আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন, তাই ধরে নিচ্ছি ভাবী ও বাবুও ভালো।

আপনার কি অফিস চলছে নাকি ঘরে বসে কাজ করতে হচ্ছে করোনার কারণে? দেশে করোনার পরিস্থিতি কি? মানুষজন কি কোন নিয়ম মানছেন নাকি ইচ্ছেমত মাস্ক/গ্লভস ছাড়া যখন তখন বেড়িয়ে পড়ছেন? পেপার পড়লে তো পরিস্থিতি ভয়াবহ মনে হয়। :(

গান: view this link

১৮১| ২২ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মোস্তফা সোহেল ভাই, বেশ কয়দিন পরে এসেও আড্ডাবাজদের না পেয়ে মনক্ষুন্ন করে চলে গেছেন বুঝি! আমরা পাগলারা এখন কিছুটা সুস্থ্য হতে চলেছি। তাই সবার উপস্থিতি লক্ষ্য হয়নি। সময় পেলে আসবেন ভাই। এতো দিনের যায়গাটা ভুলে থাকেন কি করে! ভাবী ও বাবুটা ভালো আছেতো?

১৮২| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:২৮

মূর্খ বন মানুষ বলেছেন: আড্ডাটপিক: করোনাকালে টিভি!

আমি টিভি দেখি না। একদমি দেখি না। তবে আপনাদের মত টিভিতে ইউটিউব দেখা হয়।

কাজের সময়ে পাওয়া যায়না মানুষটাকে!

আসলে ভার্চুয়াল জগতে আসা যাওয়া অনেক কমিয়ে দিয়েছি। এই যুগে এসেও আমি ফেসবুক ইউজ করি না। পরিবার এর সাথে যোগাযোগ রাখতে শুধু ইস্কাইপে ইউজ করি। ব্লগিং ও ছেঁড়ে দিয়েছি অনেক বছর হল। এই মাঝে মাঝে আপনাদের সাথে কিছুটা টাইম গল্প করে যাই, এইটুকুই। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে প্রয়োজনের সময় পাশে থাকতে পারছি না আপনাদের।

করোনায় ফ্রি টাইমে কি করছেন?

আমি আগে একবার লিখেছিলাম এই টপিক নিয়ে। আমি প্রচুর বই কিনেছি, সে সব পড়ে পড়ে শেষ করার চেষ্টা করে যাচ্ছি। অনেক গুলো অনলাইন কোর্স করছি নিজের স্কিল বাড়ানোর জন্য। সে সব কোর্স নিয়ে দিনের অনেক লম্বা সময় চলে যায়। বাজার করা, রান্না করা এসবেও অনেক সময় যায়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে অনলাইনে অফিস ঠিকি করতে হচ্ছে। সব মিলিয়ে ফ্রি টাইমেও দম ফেলবার সময় ও ঠিক ভাবে নেই। তবে সব্ব এর মাঝেও টিভি শো, মুভি, ডকুমেন্টরি এসব দেখছি। বাংলাদেশ আর ইউএসএর কিছু দাতব্য সংস্থা এর সাথে জড়িত, সে সব সংস্থার জন্য ফান্ড রাইজিং করার চেষ্টা করে যাচ্ছি। এই তো এভাবেই কাটছে দিন।

২২ শে জুলাই, ২০২০ রাত ৯:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ আপনি দুঃখিত হচ্ছেন কেন? আমি জাস্ট মজা করছিলাম। আপনি ব্যস্ত মানুষ তাতো জানি। ভার্চুয়াল জগতে আড্ডাঘর ও আড্ডাবাসীরা আপনার অন্যতম সঙ্গী সেটা জেনে ভালো লাগল।

ফ্রি টাইম নিয় নয়, আপনি কি নিয়ে ব্যস্ত সেটা আগে লিখেছিলেন। জব/রান্না/অনলাইন কোর্সেস সেসব আগেই জানতাম। ফান্ডরেইজিং এর ব্যাপারটি জেনে আপনার প্রতি সম্মান আরো বেড়ে গেল।

কি কি ডকুমেন্টারিস দেখছেন বলা যায়? আমার ডকুমেন্টারিস ভালো লাগে, মনমতো বিষয় হলে আমিও দেখতাম।

গান: view this link

১৮৩| ২২ শে জুলাই, ২০২০ রাত ১১:০৭

মিরোরডডল বলেছেন:



আচ্ছা আপু, আপনি কি একা বেড়ান নাকি পরিবার নিয়ে অথবা বন্ধুদের নিয়ে?

পরিবার বলতে মা আর বোন ওরা ঢাকায় থাকে । যখন বেড়াতে আসে আমার কাছে, তিন সপ্তাহের জন্য, আমিও সেইকদিন অফিস থেকে ছুটি নিয়ে, ওদেরকে নিয়ে বেড়িয়ে যাই ঘুরতে ।

আর নরমালি যখন একা থাকি তখন অফকোর্স ফ্রেন্ডস । অনলি ফিউ আমার ৫/৬ জন ফ্রেন্ডস । যে বা যারা ফ্রি থাকে ওদের নিয়ে ট্র্যাভেল করি আপু । আমি আসলে আপু খুব আইসোলেটেড টাইপ অভ পারসন । অনেক বেশী মানুষ কোপ করতে পারিনা । বরাবরই এরকম । এই যে বাংলাদেশে দেখি সবাই মেলাতে যায়, ছোটবেলায় মনে হয় একবার বাবা বেঁচে থাকতে বাবার সাথে বাণিজ্য মেলায় গিয়েছিলাম আর বড় হবার পর একবার সিচুয়েশের স্বীকার মাস্ট যেতে হয়েছিলো । আদারঅয়াইজ আমি এগুলো থেকে ১০০ হাত না, ১০০০ হাত দূরে থাকি । বেশী মানুষ দেখলে আমার দমবন্ধ হয়ে আসে ।

তোমার কথা বল পাগলু, হোয়াট ইউ লাইক ।

২২ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: আমিও একদম আপনার মতো। বন্ধুদের ব্যাপারে সিলেক্টিভ। আমি যেকোন মেন্টালিটির মানুষের সাথে মিশতে পারিনা টু বি হনেস্ট। কিছু মূল্যবোধের মিল থাকতেই হয় নাহলে আমি ইন্টারেস্ট পাইনা। আইসোলেটেড থাকার মধ্যে একটা মজা আছে। জীবণে ঝামেলা কম হয়, বেশি এবং অপ্রয়োজনীয় মানুষের সাথে জড়িয়ে গেলে জীবনটা কম্প্লিকেটেড হয়ে যায়। সারাক্ষন বন্ধুদের নিয়ে মেতে থাকা মানুষটিও দিনশেষে একটি ভালো বন্ধুর জন্যে আফসোস করে। একটা স্বাভাবিক মানুষের পক্ষে ৩-৭ টার বেশি "কাছের বন্ধুত্ব" রাখা সম্ভবও না, কেননা ডেইলী ৫০/১০০ জনের খবর নেবার মতো সময় কারো নেই জীবনে। তো নামের সেসব বন্ধু রেখে লাভ কি?

অবশ্য আপনার মতো ভীড় অপছন্দ নয় আমার। মেলার ভীড়টাতে নিজেকে একা করা যায় সহজেই যেহেতু কেউ জানেনা আমাকে, সেটা এনজয় করি। তবে পার্টির ভীড়, যেখানে সবাই পরিচিত একদমই ভালো লাগেনা। হাহাহা।

আমি সরলতা পছন্দ করি আপু। আমার সব বন্ধুরা অনেক সরল। কোনপ্রকার প্যাঁচগোছ, হিংসা ওদের মনে নেই। আমার চালাক/বেশি বুদ্ধির মানুষ পছন্দ হয়না। মনে হয় এরা মন থেকে বন্ধুত্ব করতে পারে না, ব্রেইন থেকে করে। যখন এদের ব্রেইন বলবে, এখানে প্রফিট নেই চলে যাবে! তাই বলে আমার বন্ধুরা বোকা নয়, কিন্তু প্রয়োজনের বেশি বুদ্ধি ওদের নেই।

আপনি মানুষের কোন কোয়ালিটি সবচেয়ে পছন্দ এবং অপছন্দ করেন?

১৮৪| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১২:০৬

মিরোরডডল বলেছেন:



আইসোলেটেড লাইফে মজা মানে ভীষণ মজা, নিজের মতো করে বাঁচা । এর চেয়ে আনন্দ আর কি হতে পারে । সেটাই আপু, কম ফ্রেন্ডস থাকবে কিন্তু লাইক-মাইন্ডেড হতে হবে । নট দেট সবকিছুই ম্যাচ করবে কিন্তু কিছু একটা কমন থাকবেই যেটা কানেকশন তৈরি করে । আই’ম নট এট অল পার্টি গার্ল । পার্টি থেকেও ১০০ হাত দূরে আমার বসবাস । অনলি লিমিটেড ফ্রেন্ডস নিয়ে গল্প, আড্ডা ঘুরে বেড়ানো পছন্দ করি । অনুরোধে ঢেকি গেলে দু একবার যদি কখনো যেতে হয়েছে, উফ আপু সুপার ডুপার বোরিং । আই ক্যান্ট ফিট মাইসেলফ দেয়ার । আমার মনে হয় আমি এলিয়েন অন্য গ্রহ থেকে আসছি :) কিছুতেই আমার পক্ষে ওখানে ম্যাচ করা সম্ভব না ।

২৩ শে জুলাই, ২০২০ রাত ১২:১৭

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথম কিছু লাইন পড়ে মনে হলো আমিই লিখেছি! হাহা, এত মিলে গেল যে কি বলব!

নট দেট সবকিছুই ম্যাচ করবে কিন্তু কিছু একটা কমন থাকবেই যেটা কানেকশন তৈরি করে ।
একদম। আমরা বিদেশে থাকি, এখানে তো বন্ধুদের দেশ/কালচার/ধর্ম/জীবনযাপন সবই আলাদা। তারপরেও সবকিছুকে ছাপিয়ে কোন একটা মিলকে কেন্দ্র করে বন্ধুত্ব গড়ে ওঠে। আবার অনেকসময়ে নিজ কালচারের মানুষের সাথেও সেই মিলটা তৈরী হয়ে ওঠেনা!

অনুরোধে ঢেকি গেলে দু একবার যদি কখনো যেতে হয়েছে, উফ আপু সুপার ডুপার বোরিং । আই ক্যান্ট ফিট মাইসেলফ দেয়ার ।
সেম! বন্ধুরা পার্টির জন্যে জোর করেনা কেননা ওরা আমার টাইপ জানে। কিন্তু সামাজিকতার খাতিরে বাবা মা মাঝেমাঝে জোর করে, সো যেতে হয়। আমি ডিসাইড করতে পারিনা কোনটা বেশি খারাপ? পার্টির জন্যে বেশি সাজগোজ করে সং সাজা, ওখানে গিয়ে আংকেল আন্টিদের গসিপ শোনা, অপরিচিত মানুষদের সাথে কথা বলার চেষ্টা করা নাকি মুখে ফেক হাসি নিয়ে বসে থাকা? ইটস জাস্ট অল ব্যাড। পার্টি জিনিসটা কে যে আবিষ্কার করেছিল! আমি তো পয়েন্টই বুঝিনা। হাহা।

১৮৫| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১২:২৩

মিরোরডডল বলেছেন:



আপনি মানুষের কোন কোয়ালিটি সবচেয়ে পছন্দ এবং অপছন্দ করেন?

কঠিন প্রশ্ন পাগলু । ইউজালি কিছু বিষয় অবশ্যই ভাবায় । মিথ্যা বলা , একবার যে মিথ্যা বলে তাকে আর বিশ্বাস করতে পারিনা , অবশ্যই এটা খারাপ লাগে । আরও আছে অহংকার, একটু স্নব, ট্রিকি অর ওভার স্মার্ট , ম্যানিপুলেটিভ এগুলো ভালো লাগেনা ।

সহজ সরল, ইজি গোয়িং, ফান লাভিং, আমার স্পেশাল নেচার লাভার, কাইন্ড হার্টেড, ডাউন-টু-আর্থ এরকম ভালো লাগে । ওভারল গুড সোল এন্ড সিম্পল ।

২৩ শে জুলাই, ২০২০ রাত ১:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: কেউ যদি আমাকে রাইট ইনটেনশনে মিথ্যা বলে তাহলে আমি মাফ করে দেই। বাট ধোঁকা দেবার ইনটেনশন থাকলে "টাটা বাই বাই আর যেন দেখা না পাই" হাহা।

বাকি খারাপ এবং ভালোগুলো আপনার মতো করেই দেখি। এক কথায় গুড এন্ড সিম্পল সোল লাইক ইউ সেইড! :)

১৮৬| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৫

মিরোরডডল বলেছেন:



বন্ধুরা পার্টির জন্যে জোর করেনা কেননা ওরা আমার টাইপ জানে।

সেইম হিয়ার । আমার ফ্রেন্ডসরাও গিভ আপ করেছে । ওরাও এখন আর জোর করেনা ।
ইটস রিয়েলি গুড । সাচ এ রিলিভ ।

আমি ডিসাইড করতে পারিনা কোনটা বেশি খারাপ? পার্টির জন্যে বেশি সাজগোজ করে সং সাজা, ওখানে গিয়ে আংকেল আন্টিদের গসিপ শোনা, অপরিচিত মানুষদের সাথে কথা বলার চেষ্টা করা নাকি মুখে ফেক হাসি নিয়ে বসে থাকা? ইটস জাস্ট অল ব্যাড। পার্টি জিনিসটা কে যে আবিষ্কার করেছিল! আমি তো পয়েন্টই বুঝিনা। হাহা।

হা হা হা হা...... হিলারিয়াস পাগলু । একদমই পানিশমেন্ট । সাজুগুজুর প্রশ্নই উঠে না । এটাও আরও একটা কারণ আপু আমাকে এলিয়েন মনে করার :-) কারণ ইটস আ বিগ নো ফর মি । গহনা কি জিনিস আমি চিনিই না । কখনোই পরিনা । সাজুগুজুও অভ্যস্ত না । ন্যাচারাল বিউটি ইজ দা বেস্ট আপু । তবে অন্য কেউ যখন সাঁজে ওটা দেখতে আমার ভালোই লাগে কিন্তু নিজে করবো না ।

২৩ শে জুলাই, ২০২০ রাত ১:১০

সামু পাগলা০০৭ বলেছেন: গয়না আমিও পড়িনা, শুধু ব্রেসলেট হয়ত পড়া হয় সেটাও রেয়ার। ফেস মেকআপও সিম্পলই থাকে। জাস্ট একটু ফেস পাওডার যেন ক্লান্ত না দেখায়। কিন্তু তবুও আমি ক্লান্ত হয়ে পড়ি পোশাকের ভারে! গর্জিয়াস ড্রেস ও শু পড়তে হয় মায়ের কথামতো। ভারী কাজ করা ড্রেসগুলো পড়লে শরীর চুলকায়, আনকমর্ফরটেবল লাগে। কি বিরক্তি কি বিরক্তি! চুল ছাড়া রাখতে হয় সেটা আরেক বিরক্তি! বিয়ের কথা শুনলে মেয়েরা প্রথমে ভয় পায় শ্বাশুড়িকে নিয়ে, আমি ভয় পাই বিয়ের সাজ নিয়ে। কি ভয়ংকর! আমার এক পরিচিতর বিয়েতে পারসোনায় ৭ ঘন্টা ধরে সাজিয়েছিল, সেই মেকআপ তুলতে লেগেছিল তিন ঘন্টা! ক্যান ইউ বিলিভ দ্যাট? আমি তো দমবন্ধ হয়ে মরেই যাব অতোক্ষন যদি কেউ মুখের ওপরে এটা ওটা মাখতে থাকে। তারপরে ভারী শাড়ি, গয়না ইত্যাদি পড়ে বসে থাকো সারাদিন! কি অত্যাচাররররর!

গয়নার কথায় মনে হলো, নাকফুল পড়েন? আমি সবসময় পড়ি, আমার খুব আদরের একটা জিনিস।

আর আপু আপনি কি বিবাহিতা? যদি না হন, তবে বিয়ের কোন ব্যাপারটা সবচেয়ে ভয় লাগে?

১৮৭| ২৩ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩০

মিরোরডডল বলেছেন:



হা হা হা ......পাগলু এতো একদমই পারসোনাল টপিক । উই নিড প্রাইভেট রুম টু ডিসকাস :)
খোলা আকাশের নীচে ঈদগাহ ময়দানে একথা বলা যাবেনা । বেটার চলো গান শুনি ।

ফিরে যেতে যেতে মনে হল অভিমান

বাকিটা নিজের সাথে নিজের অভিনয়

২৩ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ আপু, আমি তো মজা করে কিছু বলেছিলাম তাই আপনার কাছ থেকেও তেমনই মজার কিছু শুনতে চেয়েছিলাম - বিয়ের মেকআপ এন্ড অল দ্যাট নিয়ে। পারসোনাল/সিরিয়াস কিছুর দিকে ইনডিকেট করিনি।

ঈদগাহের কথায় মনে হলো। এবারের ঈদটা দেশের মানুষ কিভাবে কাটাবে কে জানে! ঈদের জোশে কেউ করোনাকে মনে রাখবে বলেও মনে হয়না! বিধিনিষেধ না মানলে করোনার প্রকোপ অনেক বেড়ে যাবে! :(

ইশ! কি সুন্দর একটা গান! থ্যাংকস এ লট ফর শেয়ারিং!
গান: view this link

১৮৮| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:১৭

মিরোরডডল বলেছেন:



পাগলা, আমার লাস্ট কমেন্ট ছিলো অনলি লাস্ট প্রশ্নটার :)

গয়না আমিও পড়িনা, শুধু ব্রেসলেট হয়ত পড়া হয় সেটাও রেয়ার। ফেস মেকআপও সিম্পলই থাকে। জাস্ট একটু ফেস পাওডার যেন ক্লান্ত না দেখায়। কিন্তু তবুও আমি ক্লান্ত হয়ে পড়ি পোশাকের ভারে! গর্জিয়াস ড্রেস ও শু পড়তে হয় মায়ের কথামতো। ভারী কাজ করা ড্রেসগুলো পড়লে শরীর চুলকায়, আনকমর্ফরটেবল লাগে। কি বিরক্তি কি বিরক্তি! চুল ছাড়া রাখতে হয় সেটা আরেক বিরক্তি! বিয়ের কথা শুনলে মেয়েরা প্রথমে ভয় পায় শ্বাশুড়িকে নিয়ে, আমি ভয় পাই বিয়ের সাজ নিয়ে। কি ভয়ংকর! আমার এক পরিচিতর বিয়েতে পারসোনায় ৭ ঘন্টা ধরে সাজিয়েছিল, সেই মেকআপ তুলতে লেগেছিল তিন ঘন্টা! ক্যান ইউ বিলিভ দ্যাট? আমি তো দমবন্ধ হয়ে মরেই যাব অতোক্ষন যদি কেউ মুখের ওপরে এটা ওটা মাখতে থাকে। তারপরে ভারী শাড়ি, গয়না ইত্যাদি পড়ে বসে থাকো সারাদিন! কি অত্যাচাররররর!

এটা পড়ে আমি খুবই হাসলাম, আবার মায়াও লাগলো আহা পোশাকের ওজনে কি অবস্থা :)
রীতিমতো অত্যাচার !!! ৭ ঘণ্টা মেকাপ ??? গড হেল্প #:-S

গয়নার কথায় মনে হলো, নাকফুল পড়েন? আমি সবসময় পড়ি, আমার খুব আদরের একটা জিনিস।

এইযে তুমি পরেছো, এটা দেখতেই আমার ভালো লাগে কিন্তু আমাকে দিয়ে হবেনা :)

গানটা সুন্দর পিচ্চু ।

২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:২২

সামু পাগলা০০৭ বলেছেন: পিচ্চু? ওমা ব্লগের আরেক বড় আপু আমাকে এটা বলত! প্লিজ আমাকে এখন থেকে পিচ্চুই ডাকবেন! ভীষন মিষ্টি লাগে। :)

পাগলা, আমার লাস্ট কমেন্ট ছিলো অনলি লাস্ট প্রশ্নটার
সেটা আমি আগেই জানতাম যে আরেকটি উত্তর আসতে চলেছে। :) আপনার পার্ট পার্টে মন্তব্য দেবার বিষয়টি বেশ মজার!

কেন হবেনা? নাক ফোটাতে ভয় লাগে নাকি জাস্ট নাকফুল পছন্দ না?

আচ্ছা আপু, আপনার জীবণে দেখা সবচেয়ে সুন্দর জায়গা কোনটা? দেশ/বিদেশ যেকোন খানে হতে পারে।

১৮৯| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৩

মিরোরডডল বলেছেন:



কোনকিছুই অপছন্দ না । নাকফুল সুন্দর কিন্তু আমি আসলে অভ্যস্ত না । নট ইভেন এ রিং ।
কোনও ধরণের জিনিস আকর্ষণ করেনা কিন্তু অনুভূতি টানে ।

খুব বেশী কান্ট্রি যাওয়া হয়নি । আমার কাছেতো অস্ট্রেলিয়া বেস্ট । যখন প্রথম এখানে আসি, আই এবসোলিউটলি ফল ইন লাভ উইথ দিজ নেচার । বুঝলাম মরেছি । সেই প্রেম এখনো কাটিয়ে উঠতে পারিনি :) সাউথ কোস্ট মাথা নষ্ট করা সুন্দর ।

ওকে পিচ্চু তাই হবে এখন থেকে ।

২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: কোনও ধরণের জিনিস আকর্ষণ করেনা কিন্তু অনুভূতি টানে ।
হুমম! কোট করে রাখার মতো!

হাহা এমন প্রেমে মরণও মানতে রাজি! প্রকৃতি প্রেমের যে নির্মল আর কি হতে পারে? এই করোনায় হাজার নেগেটিভের একটাই পজিটিভ যে প্রকৃতি বহুদিন পরে নিঃশ্বাস নিচ্ছে। আমরা মানুষেরা সিস্টেমটাকে এমনভাবে তৈরি করে ফেলেছি যে যখন আমাদের সুন্দর/স্বাভাবিক জীবন চলবে, প্রকৃতি ধুকে ধুকে মরবে। আর যখন আমরা বাড়িতে আটকা পড়ব, প্রকৃতি বেঁচে উঠবে! হাও ভেরী এমব্যারেসিং!

আপু, আমি আরেকটু স্পেসিফিক্যালি জানতে চেয়েছিলাম, মানে অস্ট্রেলিয়ার কোন জায়গাটা সবচেয়ে সুন্দর লেগেছে। যেহেতু আপনি অনেক জায়গায় বেড়িয়েছেন তাই এমন কৌতুহল! :)

গান: view this link

১৯০| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৭

মিরোরডডল বলেছেন:
অস্ট্রেলিয়া মোটামুটি অনেকখানি কাভার করা হয়েছে অন্য স্টেট গুলো কিন্তু আমার এই নিউ সাউথ ওয়েলস সবচেয়ে ভালো লাগে স্পেশালি ঐযে বললাম সাউথ কোস্ট ।



সি ক্লিফ ব্রিজ, ফুল মুনে এখানে খুবই ভালো লাগে ।



ব্লু মাউন্টেন



স্পেসিফিক করে বলা কঠিন আপু । অনেক প্লেস বলে শেষ করা যাবেনা । গানটা খুব জোস, থ্যাংক ইউ পিচ্চু ।

২৪ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকে এই প্রশ্নটা করার উদ্দেশ্য ছিল সুন্দর কিছু ছবিতে আড্ডাঘর রাঙিয়ে দেবার। মিশন সাকসেসফুল! হাহাহা।

না সত্যিই ভীষন সুন্দর! এই ছবিগুলো নেটের তা বুঝতে পারছি, সেটা ঠিকও কেননা ভার্চুয়াল জগতে প্রাইভেসী জরুরী। শুধু তো আমরা আমরা না, যে কেউই দেখতে পারছেন। তবে কৌতুহল হচ্ছে, বেড়ানোর পাশাপাশি কি ফটোগ্রাফিরও শখ আছে আপনার? আমি যদি এসব সুন্দর জায়গা দেখার সৌভাগ্য পেতাম তাহলে হয়ত মুহূর্তকে বন্দি করার লোভে ফটোগ্রাফারই হয়ে যেতাম! :)

আরেকটা প্রশ্ন, ট্র্যাভেলিং এর কিছু কিছু বিষয় আমাকে ইরিটেট করে। যেমন যাবার আগের প্রিপারেশন - ব্যাগ গোছানো, নিজেকে গোছানো, যেখানে যাব সেখানের বন্দোবস্ত ইত্যাদি। তারপরে রোদ/বৃষ্টিরতে ঘন্টার পর ঘন্টার হাঁটা (তখন মজা লাগলেও বাড়িতে এসে মনে হয় পাথর ভেঙ্গে এসেছি ;) )। আপনি বেড়াতে পছন্দ করেন, কিন্তু আপনারো কি বেড়ানোর কোন বিষয় বিরক্তিকর লাগে? :)

১৯১| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৫

মিরোরডডল বলেছেন:



এখানে সানসেটটা আমার ভীষণ প্রিয়



ওকে পিচ্চু টেক কেয়ার । পরে আবার গল্প হবে :)

২৪ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: গান: view this link

১৯২| ২৪ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৭

নিমো বলেছেন:
খাঁচাবন্দী বুলবুল আর তাঁর শৃঙ্খল ভাঙার অদম্য ইচ্ছের গল্প।

view this link

২৪ শে জুলাই, ২০২০ রাত ৮:০১

সামু পাগলা০০৭ বলেছেন: উরে বাবা এসব তো আমার হাতের নাগালের অনেক বাইরের জিনিস! এসব সিরিয়াস মুভিস দেখতে ভালো লাগে? আাপনাদের মতো ইন্টালেক্ট মাইন্ডগুলো ফ্রি টাইমে যতটা জ্ঞান আরোহণ করে ফেলে অতোটা তো আমাদের মতো সাধারণেরা স্কুল থেকেও করেনা। হাহাহা।

গান শুনবেন? :)

১৯৩| ২৪ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৩

মূর্খ বন মানুষ বলেছেন: কি কি ডকুমেন্টারিস দেখছেন বলা যায়? আমার ডকুমেন্টারিস ভালো লাগে, মনমতো বিষয় হলে আমিও দেখতাম।[/sb

ডকুমেন্টরিসঃ 13th, O. J.: Made in America, Unsolved Mysteries, Strong Island, Nostalgia for the Light, The Act of Killing, Fahrenheit 9/11, An Inconvenient Truth, In the Year of the Pig, Ancient Aliens, Unidentified: Inside America's UFO Investigation, Tell Me Who I Am, Don't F**k With Cats: Hunting An Internet Killer, Paradise Paradise Lost: The Child Murders at Robin Hood Hills

টিভি শোঃ Band of Brothers, Breaking Bad, Chernobyl, Cosmos: A Spacetime Odyssey, True Detective, The Big Bang Theory, Friends, America's Got Talent, Sherlock, Dark, Narcos, Peaky Blinders।

এমন শত শত আছে যা এই মুহুর্তে হয়ত নাম মনে পরছে না। তবে নাম দেখেই বুঝতে পারছেন যে সাইন্স, মার্ডার, মিস্ট্রি, ক্রাইম, ফ্যামিলি, আনসলভড কেসস এই টাইপ এর আধিক্য। আপনি , আমি কি দেখছি সেটা জানতে চেয়েছিলেন, আমি যা দেখছি এবং যা আমার ভাল লেগেছিল আগে সেসব এর নাম ও দিয়ে দিয়েছি।



২৪ শে জুলাই, ২০২০ রাত ৯:২৩

সামু পাগলা০০৭ বলেছেন: আমারো অনেক ভালো লাগে ক্রাইম শোস দেখতে। দেশী বিদেশী নানা ক্রাইম শো দেখি যেমন তালাশ, ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি, ক্রাইম ওয়াচ, ডেটলাইন মিস্ট্রি, ৬০ মিনিটস অস্ট্রেলিয়া, এ ন্ড ই চ্যানেলসের শোগুলো যেগুলো ট্রু ক্রাইম ডকুমেন্টারিস নিয়ে হয় যেমন ৬০ ডেজ ইন, বাহাইন্ড বারস, লাইভ পিডি ইত্যাদি। (এন্ড ইউ থট আই এম রোমান্টিক! লল! ;))। ডার্ক সাইকোলজি আমার কাছে ফ্যাসিনেটিং মনে হয়। আমরা সাধারণ মানুষেরা একটা পার্টিতে যেতে না করতেও দশবার ভাবি যে সামনের মানুষটা হার্ট হবে, আর কিছু কিছু মানুষ একটার পর একটা খুন করে যায়! ইটস সো ক্রেজি টু মি দ্যাট আই ওয়ান্টেড টু ফাইন্ড রিজনস। এখন আমি কিছুটা বুঝি কেন ক্রিমিনালেরা ক্রাইম করে!

এক জনরা হলেও শোগুলো এক নয়। ভালোই হলো, খুঁজে দেখব এগুলো।

টিভি শোগুলো যদিও বেশকিছু মিলে গিয়েছে, আগে আমি যেসব শোয়ের কথা লিখেছিলাম তার অনেকগুলো আপনার লিস্টেও আাছে।

গান: view this link

১৯৪| ২৪ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৪

মিরোরডডল বলেছেন:



এই ছবিগুলো নেটের তা বুঝতে পারছি, সেটা ঠিকও কেননা ভার্চুয়াল জগতে প্রাইভেসী জরুরী। শুধু তো আমরা আমরা না, যে কেউই দেখতে পারছেন। তবে কৌতুহল হচ্ছে, বেড়ানোর পাশাপাশি কি ফটোগ্রাফিরও শখ আছে আপনার?

হ্যাঁ এগুলো নেট থেকে কিন্তু সামনাসামনিও ঠিক এরকম । প্রথমেই বলে নেই আমি নিজের ছবি তুলিনা কিন্তু ফ্রেন্ডসদের তুলে দেই । নাহ আপু ফটোগ্রাফি করা হয়না তবে মোবাইল থেকে জায়গাগুলোর ছবি তুলি ।

আরেকটা প্রশ্ন, ট্র্যাভেলিং এর কিছু কিছু বিষয় আমাকে ইরিটেট করে। যেমন যাবার আগের প্রিপারেশন - ব্যাগ গোছানো, নিজেকে গোছানো, যেখানে যাব সেখানের বন্দোবস্ত ইত্যাদি। তারপরে রোদ/বৃষ্টিরতে ঘন্টার পর ঘন্টার হাঁটা (তখন মজা লাগলেও বাড়িতে এসে মনে হয় পাথর ভেঙ্গে এসেছি )। আপনি বেড়াতে পছন্দ করেন, কিন্তু আপনারো কি বেড়ানোর কোন বিষয় বিরক্তিকর লাগে?

একদমই না । বেড়াবার বিষয়ে কোনও ক্লান্তি বা বিরক্তি নেই । সবকিছুই এনজয় করি । এই যেমন আজও সন্ধায় সানসেট দেখতে বের হয়ে ৮ কি.মি. বিচে হেঁটে আসলাম । একটু সামান্য পায়ে ব্যাথা হচ্ছে এখন কিন্তু এটা কিছুইনা যে ভালোলাগাটা হয়েছে সেটা অনেক বেশী । আর ফ্রেন্ডস নিয়ে যে বার হওয়া, ওটা অলওয়েজ আমিই অরগানাইজার । কটেজ বুকিং থেকে শুরু করে কি খাবার হবে, প্ল্যানিং এন্ড এভরিথিং । আমার এগুলো করতে খুবই ভালো লাগে । মনে হয় জীবন যদি এভাবেই পার করে দেয়া যেতো মন্দ হতোনা :)

২৪ শে জুলাই, ২০২০ রাত ৯:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথমেই বলে নেই আমি নিজের ছবি তুলিনা কিন্তু ফ্রেন্ডসদের তুলে দেই ।
সিরিয়াসলি আপু? সিরিয়াসলি? ফাইনালি সামওয়ান লাইক মি! আপনার ছবি না তোলার কারণটা কি? আপনারটা শুনি তারপরে নিজেরটা বলব! :)

দারূণ তো! ইউ আর নট এ টুরিস্ট এ রিয়েল ট্র্যাভেলার! আমি টুরিস্ট হয়েই থেকে গেলাম! আফসোস! ইশ! মুর্খ বন মানুষটার তো আজকের কোটা শেষ, আর আসবেনা। পরে জিজ্ঞেস করতে হবে, সে টুরিস্ট নাকি ট্র্যাভেলার! সেও নানা দেশ বিদেশ ঘোরা মানুষ! আপনার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছেন জীবনে!

যাই হোক, আপনার বন্ধুরা কিন্তু খুব লাকি। অরগানাইজিং এর ভারটা বেশিরভাগ মানুষ পছন্দ করেনা এবং এই "তুই কর তুই কর" করতেই করতেই বেড়ানোটা আর হয়ে ওঠেনা, ছুটি শেষ হয়ে আসে। আমার সাথেও এটা অনেকবার হয়েছে। আর এদিকে আপনি মজা করে এত কঠিন কাজটা করেন! এজন্যেই আপনাদের বেড়ানোর প্ল্যানসগুলো সাকসেসফুল হয়!

গান: view this link

১৯৫| ২৪ শে জুলাই, ২০২০ রাত ৯:২৯

মিরোরডডল বলেছেন:


@রাকু হাসান

@ মিরোরডডল আপু হাহহা ..
পাহাড় না সাগর ? দুটোর কম্বিনেশন ভালো লাগে । একপাশে বিশাল নীল পাহাড় তার কোল ঘেঁষে সবুজ ভ্যালী তারপর সাগর আর মাথার ওপর নীলাকাশ ।--আমার কল্প জগতের বাড়িটার কিছু মিল পেলাম। মানে যেটা শুধু কল্পনাতেই :)


রাকু রক, কেন সেটা শুধু কল্পনাতেই ? বাস্তবেও হবে ।

১৯৬| ২৫ শে জুলাই, ২০২০ রাত ২:২৭

নিমো বলেছেন: লেখক বলেছেন: উরে বাবা এসব তো আমার হাতের নাগালের অনেক বাইরের জিনিস!
কেন নেটফ্লিক্স কানাডায় সহজলভ্য না ?

লেখক বলেছেন: এসব সিরিয়াস মুভিস দেখতে ভালো লাগে?
এর সরাসরি উত্তর দেয়া মুশকিল। আমি আসলে জনরা হিসেবে চলচ্চিত্র দেখি না। কাহিনীতে নূতনত্ব, দম আছে কিনা সেটা জরুরী। এর পর আসে চিত্রনাট্য, সংলাপ, দৃশ্যায়ন, সংগীত, সাজসজ্জা প্রভৃতি। বুলবুল দেখার অনুরোধটা খুব কাছের একজনের থেকে পেয়েছিলাম, তাই দেখলাম। এছাড়া প্রযোজক হিসাবে আনুষ্কা শর্মা আর কাহিনীটা আমার পছন্দ হয়েছিল, যদিও চলচ্চিত্রটা দেখে হতাশ হয়েছি। তবে এর দৃশ্যপটের জাঁকজমক চোখে পড়ার মত। এই ধরণের দৃশ্যায়ন ও সাজসজ্জা আমি দেবী চলচ্চিত্রে আশা করেছিলাম, কিন্তু আমার অত্যন্ত পছন্দের অভিনেত্র জয়া থাকার পরও ওটা হজম হয় নি।

লেখক বলেছেন: আাপনাদের মতো ইন্টালেক্ট মাইন্ডগুলো ফ্রি টাইমে যতটা জ্ঞান আরোহণ করে ফেলে অতোটা তো আমাদের মতো সাধারণেরা স্কুল থেকেও করেনা। হাহাহা।
হা হা হা! আমি ব্লগের কিছু কিছুর মত “সব জাইনা ফেলছি” অবস্থানে নেই। তাই ‘জ্ঞান-আরোহণ’ শেষ হলে ধীরে ধীরে নেমে আসার সুযোগ নেই। পরিশ্রম করলে একদিন নিশ্চয় পর্যাপ্ত “জ্ঞান-আহরণ” করে শীর্ষটিতে আরোহন করতে পারব।

ইন্টালেক্ট মাইন্ড বলে কি জ্বালানী সাশ্রয়ী বাতি দিচ্ছেন নাকি ঘুরিয়ে আঁতেল বানালেন ?

গান শুনবেন? :)



জী শুনব, তবে আপনি কি গাইবেন ? (একটু মজা করলাম, রাগ করবেন না যেন)

২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: কেন নেটফ্লিক্স কানাডায় সহজলভ্য না ?
এইযে পচালো শয়তানটা! সেটা না। ঐরকম কন্টেন্ট আমি বুঝিনা, তাই বলেছি যে আমার আয়ত্বের বাইরের জিনিস।

আপনি বেশ গুছিয়ে লেখেন/কথা বলেন। মুভি নিয়ে যেটা লিখেছেন, সেটা পড়ে মনে হলো, কোন বড় মানুষ ইন্টারভিউতে কথা বলছে। :)

হা হা হা! আমি ব্লগের কিছু কিছুর মত “সব জাইনা ফেলছি” অবস্থানে নেই। তাই ‘জ্ঞান-আরোহণ’ শেষ হলে ধীরে ধীরে নেমে আসার সুযোগ নেই। পরিশ্রম করলে একদিন নিশ্চয় পর্যাপ্ত “জ্ঞান-আহরণ” করে শীর্ষটিতে আরোহন করতে পারব।
আসলেই, ব্লগ এবং রিয়েল লাইফেও কিছু মানুষ কেমন যেন একটা উপসংহারে পৌঁছে গিয়েছে সবকিছু নিয়ে। তারপরে তাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া/অফলাইনে এমন সব মানুষ খোঁজা যারা তার ভাবনাকে চ্যালেঞ্জ করতে পারবেনা। লাইক মাইন্ডেড মানুষ তাদের ভাবনাকে পোক্ত করতে সাহায্য করে। তারপরে যদি কিছু ভিন্ন চিন্তার মানুষ সামনে পড়ে যায় ব্যাস, গালাগালি/মারামারি শুরু। এটা কিন্তু নিজের ইনসিকিউরিটি থেকে করে থাকে। নিজেরাও তো জানে, যে তাদের জ্ঞান পড়াশোনা থেকে নয়, অন্যকারো কাছ থেকে ইনফ্লুয়েন্সড হয়ে এসেছে। একজন প্রকৃত শিক্ষিত মানুষ কখনো নিজের চেয়ে ভিন্ন ভাবনার মানুষকে ঘৃণা করবেনা। যদি সেই ভিন্ন ভাবনাটি অমানবিক হয় তাহলে অবশ্য আলাদা কথা।

ইন্টালেক্ট মাইন্ড বলে কি জ্বালানী সাশ্রয়ী বাতি দিচ্ছেন নাকি ঘুরিয়ে আঁতেল বানালেন ?
আঁতেল বানালাম। ;) কিন্তু আর স্কুলে নেই যে আঁতেলদের ক্ষেপাব, বড় হয়েছি, তাই আঁতেলদের সম্মান করি, মিস্টার আঁতেল। :)

আরেহ না রাগ করার কি আছে? আই উইশ আই কুড সিং, আই ক্যান্ট। ইউটিউব মামাই ভরসা! :)
গান: view this link

১৯৭| ২৫ শে জুলাই, ২০২০ সকাল ৮:৫৬

আনমোনা বলেছেন: আয়নাপুতুল আপুর ছবিগুলো দেখলাম, কি সুন্দর! পাগলী তার ছবি পোষ্ট করানোর মিশনে সফল।

পার্টি আর সাজুগুজুর গল্প পড়ে খুব মজা পেলাম। পাগলী তোমার বিয়ের সাজের একটা ছবি দিও। আইডেন্টিটি ফাস হবেনা, অত ভারী মেকআপে কাউকে চেনা যায় নাকি? অবশ্য তার আগে পাত্তর খুঁজে বার করতে হবে।

আমার বাগান বলার মত কিছু না। আট ফুট বাই বারো ফুট ডেকে আর কয়টা টব ধরে? তার উপর ডেকটা বাড়ির উত্তর দিকে, সামারে শেষ বিকালে কিছু রোদ পাই, অন্য সময় কিছুই পাইনা।
আমার ফোকাস থাকে এখানে এশিয়ান দোকানেও যেসব দেশী সবজী পাওয়া যায়না, সেইসব ফলানো, বিশেষ করে শাক। কুমড়ো গাছ লাগিয়েছি, লক্ষ্য কুমড়ো শাক আর ফুল। লাউ গাছ টবে ঠিকমত হয়না। লাল শাক ফলানোর ব্যর্থ চেষ্টা করি, বছরে হয়তো একবার কি দুবার খাওয়া যায়। এছাড়াও মরিচ হয়। এবার টমেটো, বেগুনও লাগিয়েছি, প্যানডেমিকের ভয়ে। অন্যবার উচ্ছে গাছ লাগাই, উচ্ছেপাতার বড়া খেতে দারুন। আর আছে কচু, আমার ডেকোরেটিভ প্ল্যান্ট!

উত্তুরে বাগানের কথায় মনে এলো, দক্ষিন গোলার্ধে কি বাড়ির উত্তর দিকে রোদ পড়ে? আয়নাপুতুল আপু হয়তো বলতে পারবে।

২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: আয়নাপুতুল! বাহ দারূণ বাংলা করেছ। কি মিষ্টি লাগছে! মিরোরডডল আপুর আসল নিক আয়নাপুতুল হলে মন্দ হতোনা। :)

পার্টি আর সাজুগুজুর গল্প পড়ে খুব মজা পেলাম। পাগলী তোমার বিয়ের সাজের একটা ছবি দিও। আইডেন্টিটি ফাস হবেনা, অত ভারী মেকআপে কাউকে চেনা যায় নাকি? অবশ্য তার আগে পাত্তর খুঁজে বার করতে হবে।
সেটা আর সম্ভব হবেনা। যদি আমাকে অতোক্ষন ধরে অতো ভারী মেকআপ করতে হয়, তাহলে আমি মরেই যাব আপু। :( হিন্দি সিরিয়াল এবং পারসোনা মিলে দেশী কনেদের লাইফ হেল করে দিয়েছে। X((

ডেক/বারান্দার ছোট জায়গাও কত হাজার ভাবে সাজানো যায় এবং কতকিছু তার মধ্যে রাখা যায় সেটা আমি কানাডায় না আসলে বুঝতাম না। এই বিষয়ে কানাডিয়ানরা অনেক ক্রিয়েটিভ!

মানে একেবারে সবজির বাগান করে রেখেছ - নাইস আপু! নিজের গাছের শাক সবজি খাওয়া অন্যরকম মজার। আমাদের লেবু গাছ আছে এবং একপ্রকার শাক হয়, তাই জানি সেই আনন্দটা। খাবারের স্বাদই যেন বহুগুণে বেড়ে যায়! তোমার আর টিভি দেখার দরকার কি, বাগানেই অনেকটা সময় দিতে হয় সেটা বুঝতে পারছি।

আমার বাবা ইউটিউব ঘেটে রীতিমত রিসার্চ করে বাগান করে। তুমিও কি তাই? নাকি নিজে মনমতো উপায়ে সবকিছু করো?

১৯৮| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:০০

মিরোরডডল বলেছেন:



সিরিয়াসলি আপু? সিরিয়াসলি? ফাইনালি সামওয়ান লাইক মি! আপনার ছবি না তোলার কারণটা কি?

নো স্পেসিফিক রিজন পাগলু । কখনোই যে হয়নি তা না, একসময় হয়তো হয়েছে না হবার মতোই ।
ইটস বিন আ হোয়াইল ফিউ ইয়ারস একদমই আর তোলা হয়না । আসলে নিজেকে সাবজেক্ট করতে ভালো লাগেনা । ক্যামেরা ভিডিও এগুলোতে কমফোর্টেবল না । নেচারের ছবি তুলি । ফ্রেন্ডসরা সব ছবিখোর , ওদের তুলে দেই ।

অবশ্য আমার লাইফের ওয়ান অভ দা স্পেশাল মেমরেবল ইভেন্ট একটা ছবি নিয়েই, ওটা যদিও আনন্দের :)

২৬ শে জুলাই, ২০২০ রাত ৮:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: পাগলু নাআআ পিচ্চুউউউ। X(( ;)

আমারো কেমন যেন কমফরটেবল লাগেনা। ক্যামেরার সামনে দাড়িয়ে ফেক একটা হাসি/পোজ দিতে অস্বস্তি লাগে। এই অস্বস্তিটা আজকালকার সেলফি পাবলিকদের বোঝানো সম্ভব না। :(

শেষের লাইনটাকে ইলাবোরেট করা গেলে করবেন। নাহলে গান শুনুন: view this link

১৯৯| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:১০

মিরোরডডল বলেছেন:



দারূণ তো! ইউ আর নট এ টুরিস্ট এ রিয়েল ট্র্যাভেলার! আমি টুরিস্ট হয়েই থেকে গেলাম! আফসোস! ইশ! মুর্খ বন মানুষটার তো আজকের কোটা শেষ, আর আসবেনা। পরে জিজ্ঞেস করতে হবে, সে টুরিস্ট নাকি ট্র্যাভেলার! সেও নানা দেশ বিদেশ ঘোরা মানুষ! আপনার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছেন জীবনে!

নাহ আপু আমি নানা দেশ বিদেশ যাইনি । অল্প কিছু । তবে হ্যাঁ ইন্টারস্টেট অনেক যাওয়া হয় । আর যেহেতু লোকাল তাই আমি টুরিস্ট বা ট্র্যাভেলার কোনটাই না । আসলে অস্ট্রেলিয়া এতো ম্যাসিভ আর এতো সুন্দর যে এর শেষ দেখা সম্ভব না ।

২৬ শে জুলাই, ২০২০ রাত ৮:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: না তবুও, আপনার মধ্যে ট্র্যাভেলারের একটা ব্যাপার আছে। যেমন বেড়ানোর কোনকিছুই আপনাকে ক্লান্ত/বিরক্ত করেনা। ট্র্যাভেলারের আরেকটা গুণ হচ্ছে তারা কোন প্ল্যান ছাড়াই ব্যাগপ্যাক নিয়ে বেড়িয়ে পড়ে। আপনিও কি সেটা করেন মাঝেমাঝে?

২০০| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:২০

মিরোরডডল বলেছেন:



@আনমোনা

থ্যাংকস মোনাপি । ছবিগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
হ্যাঁ উত্তরদিকে অনেক ভালোই রোদ আসে আর অনেকসময় নিয়ে রোদেলা থাকে ।

আপু তোমার মতো আমারও কিছু ফ্রেন্ডস বাসায় অনেক কিছুই করে, শাঁক সবজি, ফল, মরিচ ।
আমার ফুল এতো ভালো লাগে অথচ সবাইকে দেখি ফুল গাছটাই কম করে :(

আমি অবশ্য ওই দলের না । আমি খেতে পছন্দ করি, করতে না :)
সবাই করবে আর আমি খাবো :P

২০১| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মিরোরডডল,

সুন্দর সবকয়টি ছবি।

বারে এখানেতো ব্যাপক আলোচনা চলছে। দেখা যাচ্ছে আমরা ১০০ হাত দূরে থাকতে হবে।
যাই হোক ম্যাডাম যে আইসোলেশন পছন্দ করেন তা প্রথম জানলাম। সাথে আপনিও। থাকেন কি করে! এতো সবের মাঝে নিজেকে একা করে রাখা কঠিন হয়না?

২৬ শে জুলাই, ২০২০ রাত ৮:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সুজন ভাই!

আরেহ কেন? ১০০ হাত দূরে থাকার কি আছে? আপনিও জয়েন করুন, তাহলে জমে থাকা আড্ডা আরো বেশি জমে যাবে। :)

আসলে সুজন ভাই, আইসোলেশন পছন্দ করি মানে এই না যে আমাদের মতো মানুষদের কোন বন্ধু/স্বজন থাকেনা। সবই থাকে কিন্তু আমরা কম মানুষের সাথে ক্লোজলি মিশি। বড় বড় পার্টি/গ্যাদারিংস এনজয় করিনা। কিন্তু কয়েকজন বন্ধু অথবা পরিবারের ক্লোজ রিলেটিভ মিলে বেড়াতে/বাড়িতে থেকে টিভি দেখতে ভালো লাগে।

আর কিভাবে নিজের সার্কেলকে ছোট রাখি সেটার জবাব দেই। সবাইকে বন্ধুত্বের জন্যে এপ্রোচ করিনা, কম কথা বলি দূরের মানুষদের সাথে। সেভাবে সবাই জেনে যায় যে আমি একটু প্রাইভেট টাইপের মানুষ, তাই কোন পার্টিতে ডাকেনা। নিজের রিয়েল পারসোনালিটিকে সবার সামনে রেখে দেই, সেই অনুযায়ী সবাই মানিয়ে নেয়। অনেকে পার্টি পছন্দ না করলেও সবাই কি বলবে এই ভয়ে চলে যায়। কিন্তু একবার সব ইনসিকিউরিটিকে একপাশে রেখে রিয়েল নিজেকে এক্সপ্রেস করলে, সত্যি বলছি জীবন ভীষন আনন্দময় হয়ে যায়।

২০২| ২৬ শে জুলাই, ২০২০ রাত ১:২৩

মিরোরডডল বলেছেন:




@ মাহমুদুর রহমান সুজন

হ্যাঁ মাহমুদ অনেক বিশাল আড্ডা মিস করে গেছে ।
নাহ অনলাইনে ১০০ হাত দূরে থাকতে হবেনা , ওটা শুধুই অফলাইনে ।

এটা আসলে খুব ইন্টারেষ্টিং একটা বিষয় । যখন কেউ সবার মাঝে থাকে তখন নানারকম কমিটমেন্ট, পার্টি আর ফর্মালিটিজে জড়িয়ে পরে কিন্তু সেই গন্ডি থেকে আর বের হতে পারেনা । সোসাল বাট উইদিন আ লিমিট ।

কিন্তু যখন একা থাকে, ইটস লাইক এ ফ্লাইং বার্ড, মুক্ত বিহঙ্গ । নো পার্টিকুলার গ্রুপ, নো পার্টি অর ক্রাউড, নো লিমিটেশন অর বাউন্ডারি । বাট মোর সোশ্যাল উইথ এনিওয়ান দা ওয়ে ওয়ান লাইক । গেট্ টু নো ইচ আদার । করার জন্য করা না, মেশার জন্য মেশা না, যেটা করা হয় ফ্রম হার্ট অনলি ইফ ফীল । দূরে থেকে সবার কাছে থাকা । আই নো ইট সাউন্ড মে কমপ্লিকেটেড বাট ইট ইজ ইন্টারেষ্টিং এন্ড্ মাচ মোর এঞ্জয়েবল । পারসন টু পারসন ভেরি করে । আমি আমার অপিনিয়ন বললাম :-)

২০৩| ২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মিরোরডডল বলেছেন:

হ্যাঁ মাহমুদ অনেক বিশাল আড্ডা মিস করে গেছে ।

এই নিকে কেউ আমাকে সম্বোধন করেনি। আমি সত্যি অবাক হয়ে গেলাম! এই নামটা শুধুই আমার আত্নীয়স্বজন, বন্ধুবান্ধবরাই কল করে।
একা থাকতে থাকতে একাকিত্বতা একটা বিলাস হয়ে গিয়েছিল। তাই আড্ডাকে সঙ্গী করেছিলাম। তাই কঠিন কথা শুনলে মাথা চুলকায় বোন।
আপনার যুক্তি বেশ জুড়ালো। প্রত্যেকেরি ব্যাক্তিস্বতন্ত্রতা থাকা চাই। সবাই সুখী হউক জীবনে।

২৬ শে জুলাই, ২০২০ রাত ৮:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা দেখুনতো! আমি এতদিন ভাবতাম আপনার ডাকনাম সুজন, তাই সুজন ভাই ডাকতাম। এখন থেকে মাহমুদ ভাইই ডাকব। :) কেননা এতদিনের আমাদের সম্পর্ক স্বজনের মতোই।

গান: view this link

২০৪| ২৬ শে জুলাই, ২০২০ রাত ১১:৪০

নিমো বলেছেন: লেখক বলেছেন: আপনি বেশ গুছিয়ে লেখেন/কথা বলেন। মুভি নিয়ে যেটা লিখেছেন, সেটা পড়ে মনে হলো, কোন বড় মানুষ ইন্টারভিউতে কথা বলছে।
কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই !:#P

লেখক বলেছেন: যদি সেই ভিন্ন ভাবনাটি অমানবিক হয় তাহলে অবশ্য আলাদা কথা।
এটা নিয়ে আলোচনা করলে আমার মিস্টার আঁতেল গুগলপ্লেক্স হবার সম্ভাবনা আছে, তাই আর না এগোই। :-P

লেখক বলেছেন: আঁতেল বানালাম। ;) কিন্তু আর স্কুলে নেই যে আঁতেলদের ক্ষেপাব, বড় হয়েছি, তাই আঁতেলদের সম্মান করি, মিস্টার আঁতেল।
মিস বুড়ি, আমি তো দেখছি আপনি এখনো বিদ্যালয়ের গন্ডী পেরোননি, তা ব্যবসায় প্রশাসন নাকি প্রকৌশল ? তা রতনেই কি রতনটা চিনল ?

ইউটিউব মামী থেকে প্রাপ্ত

২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: ইশ, আমাকে মিরোরডডল আপু পিচ্চু বলে, আপনি বুড়ি বললেন! আমি আসলে কি? কনফিউজড হয়ে গেলাম! ;)
প্রকৌশল। হাহাহা ঠিকই বলেছেন, অনেকটা তাই। আমিও কিছু কিছু বিষয়ে আঁতেলই! :)

আপনি পার্টটাইম আঁতলামির পাশাপাশি ফুল টাইম কোন পেশায় জড়িত? ;)

ওহ খোদা, এই লোকটা এমন করে চিল্লায় কেন? উহাকে গান বলা হইয়া থাকে? উহা যদি গান হয় তবে ইহা কি? view this link ব্যান্ডের গানও স্বাভাবিক স্বরে গাওয়া সম্ভব।
সরি এভাবে বলে ফেললাম, আপনার হয়ত পছন্দের গান। ডোন্ট মাইন্ড, টু ইচ দেয়ার ওন, রাইট?

২০৫| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: সামুপাগলা,আল্লাহর রহমতে পরিবারের সবাই ভাল আছে।
আমার অফিস চলছে ফুলটাইম।কাজের চাপ বর্তমান অফিসে বেশি তাই ইচ্ছে থাকা সত্তেও আড্ডায় আসতে পারিনা।আবার যখন সময় পাব তখন হয়তো নিয়মিত আসব।তবে আড্ডায় প্রায়ই চোঁখ রাখি।
করনায় দেশের মানুষ খুব যে নিয়ম মানছে তা নয়।বেশির ভাগ মানুষের মাঝেই খামখেয়ালী ভাব আছে।
আশা করি আপনি ও পরিবারের সবাই ভাল আছেন?

সুজন ভাই কেমন আছেন? দেশে আসবেন কবে? আশা করি ভালই আছেন?

২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: যাক আলহামদুলিল্লাহ যে আপনারা ভালো আছেন। ওহ আচ্ছা, অফিস যখন চলছে সেফ থাকবেন প্লিজ। মাস্ক/গ্লভস/স্যানিটাইজিং ইত্যাদি মেনেই কাজ করতে হবে। মাসের পর মাস কেটে যাচ্ছে, কিন্তু করোনার তো যাবার কোন নামগন্ধ নেই! আর কতমাস একটা দেশ লকডাউনে থাকতে পারে, ঝুঁকি নিয়ে হলেও খুলতে তো হতো। একই কারণে মানুষও বিরক্ত, কোন নিয়মনীতি মানছে না। মরলে মরব টাইপ বাজে জেদ চলে এসেছে অনেকের মনে। ব্যাপারটা দুশ্চিন্তার!

জ্বি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখানে।

আশা করছি, আপনার অফিসের কাজ দ্রুত কমবে এবং আপনি আড্ডাঘরে নিয়মিত হবেন। :)
গান: view this link

২০৬| ২৭ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মোস্তফা সোহেল ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন। আপনি কেমন আছেন? ভাবী, ভাতিজা কেমন আছে?

আপনাকে এখন আর আগের মতো দেখিনা। সময় পেলে আসবেন ভাই।

২০৭| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১:৪৪

আনমোনা বলেছেন: আরে ধুর, আমি বাগানে সময় দেই নাকি? আমি শুধু বলি কি লাগাতে হবে, আর বাগান থেকে তুলে এনে ডাইরেক্ট কড়াইতে ছাড়ি। আয়নাপুতুল আপুর মতো আমিও খেতেই পছন্দ করি, কাদামাটি ঘাটায় নেই।

শীতের দিনে লেবু গাছ কিকরে রাখো? আমি আমার মরিচ গাছ ঘরে এনে রাখি। লেবু গাছ লাগানোর ইচ্ছা ছিলো, ঘরে আর কয়টা টব রাখবো, তাই বাদ দিতে হয়েছে।

মিরোরডডল আপু কিছু মনে করেননিতো, আপনাকে আয়নাপুতুল ডাকায়? এই নামটা দেখেই আমার বাংলা করতে খুব ইচ্ছে করছিলো।

হেমন্তের এই গানটা আমার খুব প্রিয়। আর এখন মনে হয় এটা গাঁ এর বদলে পুরো বিশ্বের জন্যই প্রযোজ্য।করোনা এসে সারা পৃথিবী, পৃথিবীর সবার জীবন লন্ড ভন্ড করে দিলো।
কোনো এক গাঁয়ের বঁধু

২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:০৭

সামু পাগলা০০৭ বলেছেন: হেই মনা আপু!

কাদামাটা ঘাটায় নেই? ওমা তুমি যে বললে বাগানেই অনেকটা সময় দিতে হয়?

লেবু গাছ বলতে দেশের কথা বলেছি আপু। দেশের বাড়িতে প্রচুর গাছ, তবে লেবুটা সবচেয়ে মজার লাগে/লাগত। গরম গরম সাদা ভাত, ডাল এবং সাথে গাছের লেবু! আহা! গাছেরটা খেতে কি মজা সেটাই বলতে চাচ্ছিলাম। এখানের কথা আলাদা করে বলতে গেলে, নানা ধরণের শাক, ধনেপাতা, নানা ধরণের ফল - বেরিস, ইত্যাদি আছে। কিছু ফুল গাছও আছে তবে সেগুলো তেমনভাবে বাড়েনি। তবে হ্যাঁ এখানে শীতের কারণে বাগান করা খুব কঠিন, বাবা অনেক রিসার্চ করে কিভাবে কি করা যায়। কিছু হিট তো কিছু মিস হয়, মানে কোন গাছ ফুল/ফল দেয় কোনটা দেয়না। :) অবশ্য বাগান করার মজাটাই তো আসল।

বাহ! দারূণ একটা গান দিলে আপু! মারাত্মক সুন্দর। থ্যাংকস!

২০৮| ২৮ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার শ্যালক তারেক খান। পরিবহন ব্যবসা করে। ওটা না করে সে যদি সিনেমার নায়ক হতো, তাহলে কবরীর সাথে মাখো মাখো অভিনয় করে সিনেমা জগতকে ফাটিয়ে দিতে পারতো। ঠিক বলেছি না?

তারেক খান

চিত্রনায়িকা কবরী

২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: হেনাভাই! কেমন আছেন? পরিবারের সবাই ভালো? সব্বার খবর দিনন।

ছবিট মানুষটি আসলেই সুদর্শন! নায়ক অবশ্যই হতে পারতেন চাইলে! :)

২০৯| ২৮ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৬

মূর্খ বন মানুষ বলেছেন: রাকু ভাইঃ আপনার শখের এডিটিং শিক্ষা কেমন চলছে? আমি রেন্ডম কিছু ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও খুঁজে পেলাম, যেটা দেখার পরে মনে হয়েছে আপনার ভিডিওটা দেখা উচিত। View this link.

ম্যাডামঃ ওপরে একটা কমেন্টে দেখলাম আপনি কি যেন পাশ করেছেন, শুধু ইন্টার্নশিপ বাকি। তো কি পাশ দিলেন? ডিপ্লোমা? ব্যাচেলর? নাকি মাস্টার্স? আপনার সাথে সেই কাকতালীয় দেখার (নাও হতে পারে) বয়স হিসাব করলে ব্যাচেলর হবার কথা। যাইহোক, কংগ্রেচুলেশন!

আনমোনাঃ আপু, আপনাদের ওইদিকের কি খবর? পাগল তো বলে দিয়েছে টেষ্ট বেশি হচ্ছে তাই আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে, তাই টেস্ট কমিয়ে দিতে। কত বড় ছাগল এইটা! পিচ্চিরা কেমন আছে? বরিং জীবন ওরা কিভাবে সামলাচ্ছে? আপনার অনুবাদ করা নাম 'আয়নাপুতুল' ম্যাডাম এর মতো আমার ও সম্ভব পছন্দ হয়েছে!

মিরোরডডল আপুঃ আপনার দেশ আমার দেখা সব থেকে সুন্দর দেশের মধ্যে একটা। অস্ট্রেলিয়ার চারিদিকে সৌন্দর্য! তবে আমার সবথেকে পছন্দের জায়গা 'গ্রেট বেরিয়ার রিফ মেরিন পার্ক'। উফ! জলের নিচেও এমন স্বর্গের মত জায়গা থাকতে পারে! 'উলুরু-কাটা ন্যাশনাল পার্ক' এর সৌন্দর্য ও এখনো চোখে-মুখে লেগে আছে।

সুজনঃ 'তুমি সুজন দেইখা কইরো পিরিত, মইরলে যেন ভোলে না দরদী।' এই গান শুনেছেন নিশ্চয়। আপনি আসলেই 'সুজন মানুষ'। আপনার ব্যবসার কি খবর? কিছুটা ধাক্কা কি সামলে উঠেছেন? বাড়িতে সবাই কেমন আছে?

হেনা ভাইঃ আপনার শরীর এখন কেমন আছে? এত এত হারানোর কষ্ট বুকে বয়ে চলা অসম্ভব কঠিন কাজ, আর আপনি সেই কাজটা বছর এর বছর ধরে করে যেতে পারছেন কেন জানেন? কারণ হচ্ছে আপনি জীবনের কাছে সম্ভব কিছু দামী জিনিস পেয়েছেন! যেমন ধরুন আমাদের বুড়ি ভাবী, আপনার সম্ভব ভাল ছেলেরা, আর তার থেকেও বড় উপহার ছিল দুই নাতনী দুটো! জীবনের কাছে এর থেকে বেশি কি চাওয়ার থাকতে পারে। এই জন্য মন খারাপ করে থাকবেন না ভাই। আপনি মন খারাপ করে থাকলে বাকিদের কি হবে? নিজের যত্ন নিবেন, ভাল থাকবেন।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: ওপরে দেখেননি, অন্য কোন পোস্টে দেখেছেন হয়ত - আর আমি পাশ করার কথাও কোথাও বলিনি। এই ছেলের মন যে কোথায় থাকে! ব্যাচেলরস। কংগ্রাচুলেশনস এর কিছু নেই। ইন্টারশিপ না হলে ডিগ্রী কমপ্লিট হবেনা। করোনার কারণে ইন্টারশিপটা হয়ে উঠছেনা। বাবা মা বলছে শহরের বাইরের কোথাও চাকরি না দেখতে, কেননা এই মুহূর্তে নতুন একটা শহরে মুভ করা সেফ না। সেজন্যে স্কোপ এমনিতেই অনেক কমে যাচ্ছে। তারপরে বড় কোম্পানীগুলোতে নতুনদের ঢোকা সম্ভব না, আর ছোট কোম্পানীগুলো করোনার কারণে লোক ছাঁটাই করার কথা ভাবছে, নতুন লোক আর কি নেবে? সবমিলে গ্যাঁড়াকলে পড়েছি আমি এবং আমার সহপাঠীরা। এই চাকরির খরা অনেকদিন থাকবে সেটা বুঝতে পারছি। ততদিন ঝুলে থাকবে ডিগ্রীটা। তবে এর মধ্যে কিছু এক্সট্রা কোর্সেস নিতে পারি। ইনশাল্লাহ! একদিন সব ঠিক হবে। আমি তো তাও লাকি মাথার ওপরে প্যারেন্টস আছে, যাদের টাকা পয়সার টানাটানি চলছে তাদের কথা ভেবে নিজের জন্যে খারাপ লাগে না।
আমার সবচেয়ে খারাপ লাগে এবারের গ্রেড ১২ দের জন্যে। ইউনিভার্সিটির প্রথম দিনটি অনেক মেমোরিবল একটা দিন হয়। নতুন ক্যাম্পাস, পিপল, ক্লাসেস, ওরিয়েন্টেশন প্রোগ্রামস, ফুড, গেমস - সবমিলে অসাধারণ কিছু! প্রথমদিনের ভীত পায়ে ক্যাম্পাসময় হাঁটা এবং একেকটা রুম খোঁজার কথা মনে করলে বুঝতে পারি কতটা গ্রো করেছি! কিন্তু অনেক প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস শুরু করবে এবং সেই সুন্দর দিনটি তাদের জীবনে আসবেই না! ভাবতেই খারাপ লাগে।

গান: view this link

২১০| ২৮ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৮

মূর্খ বন মানুষ বলেছেন: অনেক জায়গায় ভাই/বোন লেখা বাদ পরেছে এটার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত আর লজ্জিত!

২১১| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৩

মিরোরডডল বলেছেন:



শেষের লাইনটাকে ইলাবোরেট করা গেলে করবেন। নাহলে গান শুনুন:

পিচ্চু, মাইলসের গান আমার খুবই প্রিয় । তোমার জন্য ।

নাকফুল যেমন তোমার অনেক আদরের, আমার সেরকম চোখের কাজল ।
এই একটা জিনিসই দেয়া হয় । আই পেন্সিল অর কাজল যে নামেই বোলো ।

আমি ছবি তুলিনা এটা সত্যি কিন্তু কোনও একসময় আমার চোখের একটা ছবি এখানে একটা কম্পিটিশনে উইনার হয়েছিলো । ওটা ছিল আমার জন্য আনএক্সপেক্টেড কারণ আমার এক অজি ফটোগ্রাফার বন্ধু একরকম জোর করেই সেই ছবিটা নিয়েছিলো :)

২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: আপু কাজলটাও মিলে গেল। এই একটা জিনিস পুরো চেহারা পাল্টে দিতে পারে। আমি মেকআপ তেমন একটা করিনা, কিন্তু এটা কখনো মিস যায়না। আর সবসময় কাজল পড়ি বলে কাজল ছাড়া দেখলে বন্ধুরা জিজ্ঞেস করে, "আর ইউ সিক?" হাহা কাজল পড়া মেয়েদের এটাই একটা সমস্যা। পেন্সিল কাজল যদিও আমার কারেন্ট ফেভারিট না, একসময়ে ইউজ করতাম। কিন্তু এর অনেক সমস্যা।
একতো বাড়তে হয় এবং বাড়ার পরে হাতে, ড্রেসিং টেবিল ক্লথে লেগে বাজে অবস্থা হয়ে যায়। জলদি করে কোথাও যেতে হলে, শার্পনার দিয়ে বেড়ে তারপরে হাত ধুয়ে লাগিয়ে অনেক ঝামেলা!
তারপরে খুব ডার্ক কালার দেয়না কম্পেয়ারড টু দ্যা লিকুইড আইলাইনার
আর যখন পুরোন হতে থাকে, পেন্সিল কেমন রাফ হয়ে যায়, চোখের মতো সেন্সিটিভ জায়গার জন্যে এই রাফনেসটা ঠিক না।
ওয়েস্টও হয় কেননা যখন খুব ছোট হয়ে যায় আর ব্যবহার করা যায়না। হাতে ভালো গ্রিপ না থাকলে লেখার/চোখের দুটো পেন্সিলই কাজের কাজ করতে পারেনা।

আমি বেশ কিছু কোম্পানীরটা ট্রাই করেছি, কিন্তু প্রথম কিছুদিন স্মুদ, ডার্ক থাকলেও পরে সব বাজে হয়ে যায় (যদিও ভালো পেন্সিল কাজলও থাকতে পারে, হয়ত আমার হাতে পড়েনি)। লিকুইড আইলাইনার চেন্জড মাই লাইফ। আই এম সো গ্রেটফুল! আর আপনাকেও থ্যাংকস, কাজলের কথা তুললেন বলে মনের যত রাগ ছিল পেন্সিল কাজলের ওপরে সেটা ঝেড়ে ফেলতে পারলাম। হাহা।

আমি ছবি তুলিনা এটা সত্যি কিন্তু কোনও একসময় আমার চোখের একটা ছবি এখানে একটা কম্পিটিশনে উইনার হয়েছিলো । ওটা ছিল আমার জন্য আনএক্সপেক্টেড কারণ আমার এক অজি ফটোগ্রাফার বন্ধু একরকম জোর করেই সেই ছবিটা নিয়েছিলো :)
আর আমার বন্ধুদের দেখেন? আমি ছবি তুলতে চাইনা বলে জোরও করেনা ইডিয়টগুলো, ;) তো আমার ছবি কম্পিটিশনে পৌঁছায়ওনা। :D
না আপু, সত্যিই আপনার বন্ধুটি খুব ট্যালেন্টেড এবং ভালো। আপনার চোখজোড়াও নিশ্চই খুব সুন্দর, যদি বিদেশী প্রতিযোগীতা হয় তো বলব দেশের গর্ব। বেঙ্গল বিউটিদের চোখ নিয়ে অনেক কাব্য রচিত হয়েছে, সেটা সবার সামনে জিতেছে জেনে খুবই গর্বিত বোধ করছি আমি! থ্যাংকস ফর শেয়ারিং সাচ আ গ্রেট স্টোরী! :)


গান: view this link

২১২| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১১:০৩

মিরোরডডল বলেছেন:



ট্র্যাভেলারের আরেকটা গুণ হচ্ছে তারা কোন প্ল্যান ছাড়াই ব্যাগপ্যাক নিয়ে বেড়িয়ে পড়ে। আপনিও কি সেটা করেন মাঝেমাঝে?

ডে ট্রিপ হোলে হুটহাট প্ল্যান ছাড়া বার হই কিন্তু থাকার জন্য যদি হয়, তাহলে প্ল্যান থাকে কারণ কটেজ বুক করা আরও টুকটাক কাজ থাকে । মিনিমাম কয়দিন আগে হলেও করতে হবে । নইলে এভেইলেবল পাবো না ।

২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৪

সামু পাগলা০০৭ বলেছেন: হুমম বুঝলাম, আপনাকে সেমি ট্রাভেলার বলা যেতে পারে। :)

আর আমি তো খুব প্ল্যান করি সে দূরের হোক বা কাছের হোক। সবকিছু ঠিকভাবে গুছিয়ে নেই, টাইমলি রেডি হই। আমাকে দিয়ে এডভেঞ্চার হবে না। :(

২১৩| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১২:৪৫

মিরোরডডল বলেছেন:


@ আনমোনা

মিরোরডডল আপু কিছু মনে করেননিতো, আপনাকে আয়নাপুতুল ডাকায়? এই নামটা দেখেই আমার বাংলা করতে খুব ইচ্ছে করছিলো।

মোনাপি, মনে করবো কেনো, এটাতো অনেক কিউট আয়নাপুতুল :)

হেমন্তের এই গানটা আমার খুব প্রিয়।

হেমন্তের এই গানটা আমার বাবা খুব শুনতেন । আরও একটা গান যেটা বাবা শুনতেন এখন আমারও অনেক প্রিয় ।


২১৪| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১:০২

মিরোরডডল বলেছেন:



@ মূর্খ বন মানুষ

নিকটা খুবই পছন্দ হয়েছে :)

হ্যাঁ অস্ট্রেলিয়া খুবই সুন্দর একটা দেশ ।
'গ্রেট বেরিয়ার রিফ', 'উলুরু' অ্যামেজিংলি বিউটিফুল !!!

২১৫| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার শ্যালক তারেক খান। পরিবহন ব্যবসা করে। ওটা না করে সে যদি সিনেমার নায়ক হতো, তাহলে কবরীর সাথে মাখো মাখো অভিনয় করে সিনেমা জগতকে ফাটিয়ে দিতে পারতো। ঠিক বলেছি না?

ওনাকে তাকে নায়ক নায়ক মনে হচ্ছে ঠিকি কিন্তু সে নায়ক হতে চায়নি বলেই ব্যাসা করেছেন কিন্তু গুরুজীর শিল্পীমন চাইতে শ্যালক যদি নায়ক হতো তবে গুরুজী হতেন নায়কের দোলা ভাই।

এবার বলেন আপনি কেমন আছেন? বুড়ি ভাবী আর নয়নতারাও নয়নতারার বোন ওরা কেমন আছে? পরিবারের সবাই ভালো আছেনতো।

২১৬| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মিরোরডডল আপু,
আপনার শিয়ার করা গানটি আমারো অনেক প্রিয়।
আপনার আব্বা শুনতেন মানে এখন আর আপনার আব্বা শুনেন না, না ওনি আর নেই?

২১৭| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মূর্খ বন মানুষ ভাই,
নামে সুজন ভাই কর্মে তেমন হয়ে উঠতে পারিনি। আপনার অনেক উন্নত মননের তাই ভাবেনও তেমন। সবাইকে আমার অনেক ভারো লাগে। তাইতে সেই কবে থেকে আড্ডার প্রীতি রয়ে গেল।
আলহামদুলিল্লাহ ওরা সবাই ভালো আছে। আমার ব্যবসার অবস্থার কোন পরিবর্তন নেই। দোয়া করবেন যেনো আবার আগের মতো ফিরে আসে।

২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৭

সামু পাগলা০০৭ বলেছেন: নাহ ভাই, এটা একদমই মানছিনা। মূর্খ বন মানুষের সাথে আমি একমত। আপনি সত্যিই অনেক ভালোমানুষ। জীবনের সব দায়িত্ব - হোক সেটা সন্তানের, স্বামীর, বাবার; আপনি নিজের সবটুকু দিয়ে পালন করেন। এত পরিশ্রম করেন পরিবারের খুশির জন্যেই তো! এমনকি আড্ডাঘরেও সবচেয়ে রেগুলার আপনিই!!! তাই বলব, নামের সাথে কাজের পুরোপুরি মিল আছে।

আপনার জন্যে আমিও দোয়া করি, যেন ব্যবসা ঠিকঠাকভাবে চলে এবং দেশ সব আপনজনেরা ভালো থাকে।

২১৮| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৪

মিরোরডডল বলেছেন:

@মাহমুদুর রহমান সুজন

মাহমুদ, বাবাকে নিয়ে আমার একটি লেখা

২১৯| ২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ! দারুণ জমেছে তো আড্ডাঘর!

ইদুল আযহার শুভেচ্ছা রইল। সবাই বাসায় আইসেন, সাথে শেমাই, লুচি আর মাংস ভূনা - আমার জন্য

২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: হেই আপনি! আড্ডাঘরে আবারো পেয়ে খুবই ভালো লাগল, বর্ষপূর্তির পরে বোধহয় আজ আবার এলেন।

আপনাকেও ঈদ মোবারক। সুন্দর একটি ঈদ কাটান।

সবাই বাসায় আইসেন, সাথে শেমাই, লুচি আর মাংস ভূনা - আমার জন্য
হাহাহা, তারচেয়ে বরং আপনিই ঈদের দিন আড্ডাঘরে আসুন জমপেশ দাওয়াতে। :)

গান: view this link

২২০| ২৯ শে জুলাই, ২০২০ রাত ৮:১৭

মিরোরডডল বলেছেন:



আপু কাজলটাও মিলে গেল।

তোমার সাথে সবই মিলে যায় । ঘটনা কি? টুইন হতে যেয়েও হইনি আর কি :)

আপু আমিও আই লাইনার ইউজ করি । আর আই পেন্সিল যেটা ওটা রেট্রাকটিবেল । ইউ ডোন্ট নিড টু শার্প । তবে পেন্সিল কে যেই ঝারা ঝারলে তুমি হা হা হা ….

ইউ আর রাইট । নিজেকেও খুব কমই দেখেছি চোখে কাজল ছাড়া । আপু আমিও কলিগদের এই কথাটাই বলি । ফর নো রিজন সারারাত অনলাইনে থেকে অফিসে সিক কল করলে শুধু চোখে কাজলটা না দিলেই হয় । মনে হবে সামথিং মাস্ট বি রং । ঘুমহীন চোখ তার ওপর কাজল নেই । বস বলে ইটস অলরাইট , ইউ ক্যান গো হোম এন্ড টেক রেস্ট :)

৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: হতে পারে আপু! হয়ত জন্মের পরে গুন্ডারা আপনাকে অথবা আমাকে নিয়ে পালিয়ে গিয়েছিল প্রতিশোধ নিতে কেননা আমাদের চাচার বন্ধুর শ্যালকের বউয়ের পুলিশ মামা তাদের ড্রাগস এর ব্যবসা ভন্ডুল করে দিয়েছিলেন। তাই তারা খুঁজে খুঁজে আমাদের দুই বোনকে আলাদা করার প্ল্যান করে। এক বোনকে রেখে দেয় আসল মায়ের কাছে, আরেক বোনকে নিয়ে যায় নকল মায়ের কাছে। তারপরে এত বছর পরে আবার আমাদের পরিচয় হলো। এখন আমরা আসল বোন কিনা সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে গান! আমরা যখন মায়ের পেটে ছিলাম, মা যে গানটি গাইতেন সেটির লাইন আমি হুট করে গেয়ে উঠব, আর আপনিও হুট করে তাল মেলাবেন। ;) :D

আমার দুই চাঁদের কণা
এক সামু আরেক আয়না


হাহাহা, বাংলা ছবির স্ক্রিপ্ট লিখে ফেললাম! নিচের মুভিটিতে বোধহয় এক গান কয়েকবার গাওয়া হয়, একেকজন গানটা গেয়ে গেয়ে হারিয়ে যাওয়া ভাইবোনদের খুঁজে পায়। লল।
view this link
view this link

মিল হবার কারণ হয়ত দুজনেরই কম মেকআপ করা। আমি সারাজীবনে দেখেছি, বেশি মেকআপ করা মেয়েদের মধ্যে কিছু মিল থাকে আর কম মেকআপ করা মেয়েদেরও কিছু মিল থাকে। মানে শুধু মেকআপের মিল নয়, দেখা যায় অন্য অনেক ভাবনা চিন্তাও মিলে যায়!

মনে হবে সামথিং মাস্ট বি রং । ঘুমহীন চোখ তার ওপর কাজল নেই । বস বলে ইটস অলরাইট , ইউ ক্যান গো হোম এন্ড টেক রেস্ট
হাহাহাহা সেইরাম লিখেছেন আপু!

আমার ঘুমহীন হওয়া লাগেনা। পারফেক্টলি হেলদি, ঠিকমতো খেয়েছি, ঘুমিয়েছি, ধরে নিন পুরো মেকআপও যদি করি - তাহলেও কাজল না থাকার কারণে বন্ধু/পরিচিতরা তাকাবে আর বলবে - কি যেন মিসিং!!! হাহা। কাজল আসলে অসাধারণ একটা জিনিস।

২২১| ৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৪

শুভ্রনীল শুভ্রা বলেছেন: দুঃখিত আপু। অনেকদিন ছিলামনা। আমার আগের মন্তব্য খুঁজে পেলাম না। নোটিফিকেশনও দেখায়না। ভালো আছেন নিশ্চয়।দিনকাল কেমন যাচ্ছে?

৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ আপু দুঃখিত হবার কি আছে? আড্ডাঘরের সবাই নানা কাজে ব্যস্ত থাকে, ফ্রি টাইম পেলে তবেই আড্ডাঘরে আসে। এজন্যে মাঝেমাঝেই দেখবেন হুট করে কেউ কেউ ইরেগুলার হয়ে যাচ্ছেন, আবার কিছুদিন পরে রেগুলারও হচ্ছেন। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। ওয়েলকাম ব্যাক, আপনাকে আবারো ফিরে পেয়ে খুবই খুশি হলাম।

ওমা! নোটিফিকেশন কেন দেখায়নি জানিনা। নিচে আমি আপনার লাস্ট মন্তব্য এবং তার প্রতিউত্তর দিলাম।





গান: view this link

২২২| ৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

মিরোরডডল বলেছেন:



হা হা হা হা......
উফ পিচ্চু তুমি পারও । কি যে হাস্যকর সিনেমা আর তার গান ।
ভালো স্টোরি টেলার তুমি ।

মিল হবার কারণ হয়ত দুজনেরই কম মেকআপ করা। আমি সারাজীবনে দেখেছি, বেশি মেকআপ করা মেয়েদের মধ্যে কিছু মিল থাকে আর কম মেকআপ করা মেয়েদেরও কিছু মিল থাকে। মানে শুধু মেকআপের মিল নয়, দেখা যায় অন্য অনেক ভাবনা চিন্তাও মিলে যায়!


হা হা হা ......এরকম শুনিনি আগে । যাক নতুন কিছু জানলাম :)

আর আমি তো খুব প্ল্যান করি সে দূরের হোক বা কাছের হোক। সবকিছু ঠিকভাবে গুছিয়ে নেই, টাইমলি রেডি হই। আমাকে দিয়ে এডভেঞ্চার হবে না।

কেন হবেনা ? প্ল্যানঅয়াইজ কাজ করা বা টাইম মেনটেইন করা এগুলো ভালো গুন । এটার সাথে এডভেঞ্চারের কোনও কনফ্লিক্ট নেই । তুমি আরও বেটার ট্র্যাভেলার হবে ।

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:০০

সামু পাগলা০০৭ বলেছেন: আমি যে মিলের ব্যাপারটা বললাম, সেটা লাইফে অনেকবারই দেখেছি।

যে মেয়ে বা ছেলেরা মেকআপ নেয়/বিউটি প্রোডাক্টস ব্যবহার করে, তাদের গল্পের একটা বড় অংশই মেকআপ ব্র্যান্ডস/কালারস/ফ্যাশন ইত্যাদি নিয়ে হয়। ঘনঘন গাঢ় মেকআপ করা মানুষেরা ছবি অনেক বেশি তোলেন কেননা তারা নানান ধরণের লুক ক্যামেরাবন্দি করে রাখতে চান। সুন্দর ছবি যাদের থাকে, তারা সোশ্যাল মিডিয়াতেও বেশি এক্টিভ থাকেন অনেক লাইক/কমেন্ট পান বলে। এমন আরো অনেক ক্যারেক্টারিসটিকস আছে যেটা জেনেরালি মেকআপ নেওয়া মেয়েদের মধ্যে দেখতে পাবেন।
আবার যারা মেকআপ নেন না/অল্প নেন, তাদের ক্যামেরা/সোশ্যাল মিডিয়া ইত্যাদি অতটা এট্র্যাক্ট করেনা স্বাভাবিকভাবেই।

নাগো আপু! এডভেঞ্চার মানেই তো নিজেকে অজানার মধ্যে দিয়ে দেওয়া। সামনে কি হবে জানিনা, তবুও পথ চলে যাই সামনের দিকে। আমি যেভাবে প্ল্যান করি তাতে করে এটা পসিবলই না যে কোন অজানা কিছু সামনে পড়বে। অস্বস্তিজনক সিচুয়েশনে যেন না পড়তে হয় সেজন্যে অনেককিছু করি। ওয়েদার চেক করা, হোটেল রিভিউ দেখা, টাইমলি রওয়ানা হওয়া, সাথে খাবার নিয়ে নেওয়া - লাইক আই এম জাস্ট ক্রেজি এবাউট প্ল্যানিং। আর কি বলব!? হাহা।

২২৩| ৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫০

মূর্খ বন মানুষ বলেছেন:

ঈদ উল আযহা আমাদের জন্য সবথেকে বড় যে বার্তা বয়ে আনে তা হচ্ছে 'ত্যাগ'। আমাদের বর্তমান সমাজ আজকাল আর ত্যাগে বিশ্বাসী নয়, তারা ভোগে বিশ্বাসী। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি, ভুরিরাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এই কবিতার লাইন আমাদের সমাজের সাথে দারুণ ভাবে মিলে যায়। আমি আশাকরি এই ঈদ আমাদের যে ত্যাগের বার্তা দিয়ে যাবে সেটা অনুসরণ করবে সামজের সকল স্তরের মানুষ। আমরা একজন একজন করে জেগে উঠলেও সমাজ বদলে যাবে আমি বিশ্বাস করি। সবাইকে ঈদ এর অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি আর ভালোবাসা। ঈদ মোবারক!

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:২৩

সামু পাগলা০০৭ বলেছেন: ঈদ মোবারক বনু! :)

ভীষন সুন্দর কিছু কথা আড্ডাঘরের পাতায় লিখে দেবার জন্যে থ্যাংকস এ লট। মারাত্মক সুন্দর ম্যাসেজ দিয়েছেন আপনি। আপনার সুন্দর ইচ্ছে ও কথাগুলো আমারো। নতুন করে বলার কিছু নেই।

আপনার ঈদটা একা একা কাটছে এজন্যে খারাপ লাগছে, কিন্তু তবুও নিজের মতো করে মজা করতে ভুলবেন না কিন্তু। আগের ঈদটা যেমন গুছিয়ে সাজিয়ে করেছিলেন, সেভাবেই এটাও পালন করবেন। ওকে? :)

২২৪| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:০৯

মিরোরডডল বলেছেন:



না আপু, সত্যিই আপনার বন্ধুটি খুব ট্যালেন্টেড এবং ভালো। আপনার চোখজোড়াও নিশ্চই খুব সুন্দর, যদি বিদেশী প্রতিযোগীতা হয় তো বলব দেশের গর্ব। বেঙ্গল বিউটিদের চোখ নিয়ে অনেক কাব্য রচিত হয়েছে, সেটা সবার সামনে জিতেছে জেনে খুবই গর্বিত বোধ করছি


পিচ্চু , বিষয়টা ঠিক সেরকম না । এটা ছিল এখানে ন্যাশনওয়াইড একটা ফটোগ্রাফি কনটেস্ট । নাহ কোনো বাঙ্গালিদের ইনভল্ভমেন্ট ছিলোনা । বিভিন্ন স্টেট্ থেকে ফটোগ্রাফার ওখানে পার্টিসিপেট করে ।

আমার জন্য সেটা ছিল অনুরোধে ঢেঁকি গেলা বলতে পারো । নাছোড়বান্দা সে ছবি তুলবেই । তারপর আমি কন্ডিশন দিয়েছিলাম ঠিক আছে কিন্তু শুধুই আইজ শট । তারপর ওটাই সিলেক্টেড হয়ে যায় । ওভারঅল যেকজন ফটোগ্রাফারের ছবি ফাইনাল হয়েছিল সেগুলো নিয়ে সিনেমাতে স্ক্রীনিং হয়েছে । ১৯ ডলার টিকিট দিয়ে আবার পাবলিক দেখেও :) এরকম ইভেন্টগুলোতে আপু অনেক লোকজন হয়না । একদমই লিমিটেড । যারা এসবে ইনভল্ভড শুধু তারাই ওখানে যায় । বাট ইউ আর রাইট, ফর মি অবভিয়াস্লি কিছুটা আনএক্সপেক্টেড এবং স্পেশাল ছিল ।

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: আমারো তাই মনে হয়েছিল যে প্রতিযোগিতাটা ওদেশেরই, সেজন্যেই তো বলেছিলাম আমাদের গর্ব। দেশী মেয়ের চোখ জিতে এলো!
আর্ট, থিয়েটার ইত্যাদিকে অনেকে ব্যাকডেটেড/কনফিউজিং মনে করেন - বিশেষত ইয়াংরা। এজন্যে লোক কম হওয়াই স্বাভাবিক। তবে যারা বোঝেন, তাদের সামনে তো জিতলেন!
পাবলিক যখন টাকা দিয়ে দেখে, তার মানে আপনার বন্ধু বেশ ভালোই আয় করেছিলেন! তারপরে কখনো আপনাকে আবারো অনুরোধ করেছিলেন অন্য কোন ছবির জন্যে?

গান: view this link

২২৫| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: view this link

২২৬| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক

আড্ডাঘরের সবার জন্য ঈদের শুভেচ্ছা :)

মোবারক ঈদ মোবারক

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:২০

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সখা! বিশেষ দিনে আপনি না এসে থাকতে পারবেন না সেটা জানতাম। :)

ঈদ মোবারক আপনাকেও।

এবারের ঈদটা কিভাবে কাটাচ্ছেন?

গান: view this link

২২৭| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: আড্ডাবাসীকে এবং ব্লগের সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদের আনন্দের মাঝেও করোনাকে যেন আমরা ভুলে না যাই এবং সকল প্রকার নিয়ম নীতি মেনে নিজে নিরাপদে থাকি, অন্যকে নিরাপদে রাখি। সুস্থ ও সুন্দর একটি ঈদ কাটান সবাই। :)

২২৮| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: আড্ডাটপিক: স্মরণীয় ঈদ!

এবারের আড্ডাটপিক অবশ্যই ঈদ নিয়ে। কোরবানীর ঈদের সবচেয়ে সুন্দর মুহূর্ত বা স্মৃতিগুলো নিয়েই চলুক আড্ডা ট্রেইন......

২২৯| ০১ লা আগস্ট, ২০২০ ভোর ৪:১৩

নিমো বলেছেন: লেখক বলেছেন: ইশ, আমাকে মিরোরডডল আপু পিচ্চু বলে, আপনি বুড়ি বললেন! আমি আসলে কি? কনফিউজড হয়ে গেলাম!
বিভ্রান্তির কিছু নেই, আপনি হলেন পিচ্চুবুড়ি। ;)

লেখক বলেছেন: আপনি পার্টটাইম আঁতলামির পাশাপাশি ফুল টাইম কোন পেশায় জড়িত?
আমি সামান্য একজন গণক যন্ত্র মিস্ত্রি ।

লেখক বলেছেন: ওহ খোদা, এই লোকটা এমন করে চিল্লায় কেন? উহাকে গান বলা হইয়া থাকে?
হা হা হা! জ্বী, এটা হচ্ছে কঠিন শৈলজ/গুরু ধতব সংগীত। এটার মূল গায়ক হল সঞ্জয়, মিজান গানটা ওর মত গাইতে পারেনি আর যমুনার সাউন্ড সিস্টেম যে এত কাঙালি এটাও জানতাম না। ইউটিউবের সমস্যা হল এখানে FLAC ফরম্যাটের অডিও পাওয়া দুরূহ। আমি দুঃখিত লিংকটা ভাল করে না দেখেই দিয়ে দিয়েছি।

লেখক বলেছেন: সরি এভাবে বলে ফেললাম, আপনার হয়ত পছন্দের গান। ডোন্ট মাইন্ড, টু ইচ দেয়ার ওন, রাইট?
সমস্যা নেই। হ্যাঁ, আমার পছন্দের গান। এককালে আমিও এমন চিল্লাতাম। :P

আমার অত্যন্ত পছন্দের একটা গান শুনুন।
view this link

০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: পিচ্চুবুড়ি! কি সুইট একটা নাম! :)

আই এম অলমোস্ট পজিটিভ, খুব ভালো কোয়ালিটি হলেও ঐ গান আমি বুঝতাম না। :(

আমি সামান্য একজন গণক যন্ত্র মিস্ত্রি ।
আঁতেলটা সাধারণ কথাকেও কিভাবে বলে! উফফ!

ছোটকালে আমিও চিল্লাতাম হাতপাখাকে গিটার বানিয়ে। হাহাহা। আপনি অবশ্য বেশ বড় বয়সেও চিল্লিয়েছেন মনে হচ্ছে। কোন ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন কখনো?

সত্যি বলছি, আমি ভয়ে ভয়ে আপনার লিংকে ক্লিক করেছি, মনে হচ্ছিল চিল্লাচিল্লি শুরু হলো বলে। বাট আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজড, এই গানটি আমারো ভীষনই প্রিয়। আপনার আর আমার কোন গানের চয়েস মিলতে পারে বিশ্বাসই হচ্ছেনা। হাহা।

করোনার লকডাউনের সময়টাতে আপনি কি করেছেন? ক্রিয়েটিভ কিছু/ফুল রেস্ট?

গান: view this link

২৩০| ০১ লা আগস্ট, ২০২০ সকাল ৯:৫৬

মৌরি হক দোলা বলেছেন: ইদের শুভেচ্ছা সবাইকে B-) :) ইদের শুভেচ্ছা সবাইকে B-) :) সবাই কেমন আছেন?

০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:০০

সামু পাগলা০০৭ বলেছেন: তোর শরীর কেমন এখন? ভালো তো?

তোদের জেনারেশনটা ঈদকে ইদ লিখবে! এই বানান পরিবর্তনটা যে কেন করা হলো আমি বুঝিনা। আগের মতো ঈদই থাকলে কি এমন সমস্যা হতো? আমরা যারা সারাজীবন ঈদ লিখে/দেখে এসেছি, তাদের তো শক লাগে ইদ দেখলে! :)

যাই হোক, তোকেও ঈদ মোবারক, ঈদে কি কি করলি রে?

গান: view this link

২৩১| ০২ রা আগস্ট, ২০২০ সকাল ১০:০২

মৌরি হক দোলা বলেছেন: আলহামদুলিল্লাহ! তুমি কেমন আছো?

আমি কাল সারাদিন একজায়গায় 'ইদ' লিখেছি তো অন্য জায়গায় 'ঈদ'! =p~ নতুন বানানরীতি আমার বোঝা মনে হচ্ছে.. হাহা..

আমার সারাটাদিন অন্যদিনগুলোর মতোই গিয়েছে। শুধু খাওয়া-দাওয়াটা ছাড়া :P যদি স্মরণীয় ঈদের কথা বলতে যাই, তাহলে এ বছরের দু'টো ইদ! এর আগের ইদগুলোতে ইদের দিন হোক, ইদের পরের দিন হোক... স্কুল বন্ধুদের সাথে দেখা করতাম, ঘুরতে যেতাম। এবার আমি ঢাকায় থাকায় কিছুই হলো না। ঘরে বসে দু'টো ইদ কাটলো।
তোমার ইদ কেমন গেলো?

view this link

০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: ভালো আল্লাহর রহমতে।

হাহা, আমার তো চোখ আর মনের বারটা বেজে যায় ইদ বানানটা দেখলে। এই বানান পরিবর্তনের কারণে ঈদের আনন্দটাই যেন কমে গিয়েছে! ছোটকালে ঈদ কে ইদ লিখলে বড়রা বকতেন, টিচারেরা লাল ক্রস দিতেন, আর সেই টিচারেরাই এখন উল্টোভাবে মার্কিং করবেন! ভাবা যায়!

তা ভালোই বলেছিস, এবছরের ঈদ সহ যেকোন উৎসব সবাই মনে রাখবে, ইন ফ্যাক্ট পুরো বছরটাকেই মনে রাখবে। এমন বাজে বছর মনে হয়না আর দেখেছি।
তোরটা যেভাবে কাটল সেভাবেই কেটেছে, সাদামাটা ভাবে, বাড়িতে।

গানটা সুন্দর, এই গানটা শোন - view this link
আমাদের ছোটবেলায় আলিফ লায়লার জন্যে পাগল ছিলাম, তুই দেখেছিস?

২৩২| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ১২:৪৮

নিমো বলেছেন: লেখক বলেছেন: পিচ্চুবুড়ি! কি সুইট একটা নাম!
তাই। তাহলে একটু যত্নে রাখবেন। পিঁপড়া ধরে না যেন। কাকু-কাকীমা সহ পরিবারের কারও ডায়াবেটিসের ধাত থাকলে কাছে না যাওয়াই ভাল। =p~

লেখক বলেছেন: আঁতেলটা সাধারণ কথাকেও কিভাবে বলে! উফফ!
এত কষ্ট করে আঁতেল বানালেন, তার সার্থকতা না রাখলে কি চলে!

লেখক বলেছেন: কোন ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন কখনো?
হ্যাঁ, ছিলাম।

লেখক বলেছেন: আপনার আর আমার কোন গানের চয়েস মিলতে পারে বিশ্বাসই হচ্ছেনা। হাহা।
জনরা বিবেচনায় না মেলারই কথা। আমি পছন্দ করি কড়া ধাঁচের গান -বাজনা (Rock/Metal)। আপনার খুব সম্ভবত Ballad পছন্দ। তবে আমি ঠান্ডা গান-বাজনাও শুনি। ইদানিং Synthwave শুনি।

লেখক বলেছেন: করোনার লকডাউনের সময়টাতে আপনি কি করেছেন? ক্রিয়েটিভ কিছু/ফুল রেস্ট?
হাহ! বিশ্রাম একদমই নেই। WFH আর Roster দায়িত্ব পালন করতে গিয়ে জীবন জেরবার হয়ে যাচ্ছে। আমার নিজের সব কাজকেই সৃজনশীল মনে হয় (এমনকি আঁতলামিটাও :-B )

আজকের গান-বাজনা গুলোতে চিল্লা-পাল্লা নেই, আশা করি খারাপ লাগবে না।

view this link

view this link

view this link

০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৪

সামু পাগলা০০৭ বলেছেন: হেই নিমো!

হ্যাঁ, ছিলাম।
ওয়াও হাও কুল ইজ দ্যাট, আপনি কি গাইতে পারেন নাকি কোন ইনস্ট্রুমেন্ট বাজান?

আমার চিল্লাচিল্লি ছাড়া যেকোন গানই পছন্দ। আসলে উচ্চস্বরের গানেও আর্ট থাকতে পারে, তেমন গানও ভালো লাগে যদি গানের অর্থটা বোঝা যায়। কিন্তু যদি শব্দটাই পেছনে হারিয়ে যায় গায়কের চিল্লানোয়, তাহলে আর সেটা শিল্প মনে হয়না আমার কাছে।

আসলেই, আজ একটার চেয়ে আরেকটা সুন্দর গান দিয়েছেন! ধন্যবাদ। তবে আপনি নিজের প্রিয় গানগুলোও দিয়েন। সহ্যশক্তি বাড়াই, হাহা, কিডিং!

গান: view this link

২৩৩| ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: ঈদের সময়ে হেনাভাই, সুজন ভাই সহ অন্যরা কোথায় গেলেন? বিশেষত সুজন ভাইয়ের কথা মনে পড়ছে বেশি করে, কেননা অন্যরা ঈদের আগে পরে এলেও, উনি ঈদের দিনই শুভেচ্ছা জানিয়ে যান প্রতিবার। আশা করি তিনি সুস্থ এবং ভালো আছেন।

এই গানটি যারা যারা এখন আড্ডাঘরে নেই, তাদের জন্যে - view this link

২৩৪| ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫১

মূর্খ বন মানুষ বলেছেন: ঈদ এর মত আনন্দময় দিনে হুট করে ২২৫ নং মন্তব্যে বিরহের গান দিলেন যে? মনে হচ্ছে অদৃশ কাউকে উদ্দেশ্য করে! হুয়াট ইজ রং উইথ ইউ? অবশ্য ঈদ এর দিন প্রবাসে থাকা একটা মানুষ এর মন খারাপ থাকায় স্বাভাবিক ঘটনা। আমার নিজের মন ও অনেক খারাপ ছিল ঈদ এর দিনে। কিন্তু গানটা অন্য টাইপ। আর ইউ ওকে?

আমার ঈদ এর দিন খারাপি কেটেছে বলা চলে। দেশে থাকলে এই ঈদে কত ব্যাস্ততায় কাটে! কত কাজ থাকে সারাটা দিন জুড়ে! আর এখানে নিজেকে জোড় করে ব্যাস্ত রাখা ছারা আর কোন কাজ নেই! উৎসব নেই, আনন্দ নেই, বাচ্চাদের কিচিরমিচির নেই! দমবন্ধকর একটা নিঃশব্দময় একটা জগতের মধ্যে বাস করার কত। তবুও আমি চেষ্টা করেছি নিজেকে সর্বোচ্চ ভাল রাখার।

সকালে উঠে গোসল করেছি, ঈদ এর নামাজ একা একা আদায় করেছি। এরপর দুই একটা ঈদ স্পেশাল আইটেম রান্না করেছি। দেশে-বিদেশে ছড়িয়া থাকা আপনজনদের খোঁজ খবর নিয়েছি। দুপুরে পাঞ্জাবী-পায়জামা পরেছি। দেশের ঈদ এর কিছু প্রোগ্রাম দেখার চেষ্টা করালাম কিন্তু মন বসে না মাত্রাঅতিরিক্ত বিজ্ঞাপন বিরতির কারনে। অনেক কিছুই করলাম কিন্তু মন খারাপটা পিছু ছাড়ছে না।

ম্যাডাম কিভাবে কাটালেন ঈদ এর সারাদিন? বাকিদের কি খবর? আপনাদের কেমন কাটলো করোনাময় ঈদ এর দিন? দেশে মানুষজন কেমন সচেতন ছিল?

View This link.

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১২:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: আই এম এবসোলুটলি ফাইন ডিয়ার! গানটির শুরুর সা রে গা মা পার অংশটুকু মনটাকে অন্যকোথাও নিয়ে গিয়েছিল। তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি।

আমার ঈদ এর দিন খারাপি কেটেছে বলা চলে। দেশে থাকলে এই ঈদে কত ব্যাস্ততায় কাটে! কত কাজ থাকে সারাটা দিন জুড়ে! আর এখানে নিজেকে জোড় করে ব্যাস্ত রাখা ছারা আর কোন কাজ নেই! উৎসব নেই, আনন্দ নেই, বাচ্চাদের কিচিরমিচির নেই! দমবন্ধকর একটা নিঃশব্দময় একটা জগতের মধ্যে বাস করার কত।
আহারে ছেলেটা! আপনাকে কি বলব, আমারো তো একই অবস্থা। উৎসব নেই, আনন্দ নেই। আমি আমার মত। এভাবেই তো কেটে গেল কতগুলো বছর। সামনেও কেটে যাবে। :(

কি কি রান্না করলেন? আর আপনি দেখছি আমার বাবার মতো, লাইভ দেখতে পছন্দ করেন! আচ্ছা ইউটিউব থাকতে বিজ্ঞাপন দেখার মানে কি বলেন তো? ঈদে বেশ কিছু ভালো নাটক হবে, হয়েছে, আমি পরে আপনাকে লিস্ট দেব, সেগুলো দেখবেন। :)

আপনি ঈদের পোশাক পরলেও আমার কিছুই করা হয়নি। সাজিনি একদমই, রেগুলার পোশাকে কিভাবে যেন চোখের পলকে ঈদের দিনটা কেটে গেল। ঈদের আগের রাতে খেয়ালই ছিলনা পরের দিন ঈদ! সকালে সেমাই রান্না দেখে খেয়াল হয়েছিল।

দেশে মানুষজন কেমন সচেতন ছিল?
এই একই প্রশ্ন আমারো, পেপারে যা পড়ি তাতে তো রীতিমত দুঃশ্চিন্তা হয়।

খুব প্রিয় একটি গান দিলেন, এই গানটি আমিও অনেকবার আড্ডাঘরে শেয়ার করেছি।
গান: view this link

২৩৫| ০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফাহিম সাদি।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা, দোস্ত জিনিস একটা! হেনাভাই, ছবিটা শেয়ার করার জন্যে থ্যাংকস, ও মস্তিতে আছে দেখে ভালো লাগল।

আপনার কি খবর বলুন? পরিবারের সবাই ভালো তো? এবারের ঈদটা কেমন গেল ভাই?

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: গান দিতে ভুলেই গিয়েছিলাম, এই নিন: view this link

২৩৬| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঈদ মোবারক।

ম্যাডাম, আসলেই এবার পুরোই হেই হারিয়ে আছি তাই তাল নেই।
আপনি আমার খবর নিয়েছেন দেখে অত্যন্ত খুশি হলাম।
আড্ডাঘরের সবাইকে আন্তরিকবাদ রইল। সবাই অনেক আন্তরিক।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: ঈদ মোবারক সুজন ভাই।

আপনাকে আসলেই অনেক মিস করেছি, আপনি তো বিশেষ দিনে আসতে কখনো ভোলেন নি। কি হয়েছে ভাই? কোন বড় সমস্যা?

২৩৭| ০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪৫

মৌরি হক দোলা বলেছেন: আলিফ লায়লা দেখেছি, কিন্তু খুব ছোটোবেলায়। একটা লোক ছিলো না, এক চোখে কাপড় বাঁধা থাকতো, ওনাকে ভীষণ ভয় পেতাম =p~ =p~ =p~

সবসময় তো গান দেই, এবার একটা কবিতা শোনো

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা। ডাকু সর্দার? আমি আলিফ লায়লা একেবারে বিশ্বাস করে দেখতাম, মনে হতো সত্যিই এমন দুনিয়া আছে যেখানে সবকিছু যাদুময়! অলৌকিক ঘটনাগুলোই সেখানে স্বাভাবিক!

একসময়ে তো আড্ডাঘরে প্রচুর কবিতাও আদান প্রদান হতো। সেই সময়ের কথা মনে করিয়ে দিলি! আর যে কবিতাটা দিলি অসাধারণ। উনি এত সুন্দর করে আবৃত্তি করছেন! যেমন আবেগ তেমন উচ্চারণ! মনটাকে অন্যকোথাও নিয়ে গেল!

আমার একটা প্রিয় কবিতা নে: view this link

মৌরি আজকাল তো স্কুল বন্ধ। স্কুলের কোন জিনিসটা সবচেয়ে মিস করিস?

২৩৮| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৫

মূর্খ বন মানুষ বলেছেন: বাংলাদেশের বাচ্চারা আকাশ দিয়ে যখন স্বশব্দে কোন বিমান উড়ে যায় সেটাকে দেখার জন্য বাসার সামনের খোলা অংশে চলে যায় বা বাসার বারান্দায়/জানালায়/ছাদে গিয়ে দেখার চেষ্টা করে। বাচ্চাদের কাছে এটা বেশ মজার একটা ব্যাপার। বাচ্চারা কি? ঢাকার বিমানবন্দর এর কাছে একটা জায়গা আছে যেখান থেকে খুব নিচুতে বিমান ওঠানামা দেখা যায়। সেই জায়গায় দূর দূরান্ত থেকে না না বয়সের মানুষ এসে বিমান ওঠানামা দেখে। দেশে বিমান এতোই জনপ্রিয় যে 'বিমান জাদুঘর' নামে একটি পার্ক গড়ে উঠেছে। কিন্তু সিরিয়ায় বিমান ব্যাপারটা ভিন্ন সেদেশের সাধারণ জনগণের কাছে। সেখানে বিমান মানেই মৃত্যু! বিমান মানেই আতঙ্ক! সেখানের শিশুরা বিমান এর শব্দ শুনলেই খুশি হয়ে ওঠে না বরং ভয়ে মা-বাবাকে জড়িয়ে ধরে! সেই ২০১১ সাল থেকে সেখানে চলছে গৃহযুদ্ধ, এখনো তা থামেনি। ২০১৪ সালে একটি ভলেন্টিয়ার টিম গঠন হয় খেটে-খাওয়া খুব সাধারণ মানুষদের নিয়ে যাদের কাজ হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থাকা এবং দেখা যে কোন বিমান আকাশ থেকে বোম ফেলছে কিনা। বোম পরলেই সাথে সাথে তারা সেই জায়গায় ছুটে যায় সাধারণ মানুষদের উদ্ধার করতে নিজেদের জীবন বিপন্ন করে! কেউ প্রফেশনাল কেউ না, তবুও নিজের জীবনের মায়া তুচ্ছ করে নিজের সেরাটা দিয়ে ধ্বংসস্তূপ এর মধ্যে চাপা পরাদের উদ্ধার এর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। সেই টিম এর নাম 'হোয়াইট হেলমেট'। দুই বছরের কম সময়ে তারা জীবিত উদ্ধার করে প্রায় ৫৮ হাজার মানুষ! এদের এই প্রচেষ্টাকে ক্যামেরায় বন্দি করে তৈরি করা হয়েছে 'দ্যা হোয়াইট হেলমেট' নামের একটি ডকুমেন্টারি। নীচে আমি লিংক দিচ্ছি, চাইলে আপনারা দেখতে পারেন।

View This Link.

আই এম এবসোলুটলি ফাইন ডিয়ার!

দ্যাটস গ্রেট। হোপ টাইম কিপ্স ফাইন অল অফ উস।

কি কি রান্না করলেন? আর আপনি দেখছি আমার বাবার মতো, লাইভ দেখতে পছন্দ করেন! আচ্ছা ইউটিউব থাকতে বিজ্ঞাপন দেখার মানে কি বলেন তো? ঈদে বেশ কিছু ভালো নাটক হবে, হয়েছে, আমি পরে আপনাকে লিস্ট দেব, সেগুলো দেখবেন। :)

এবার শুধু চিকেন বিরিয়ানি রান্না করে ছিলাম। লাইভ দেখার কারণ হচ্ছে ঈদ ঈদ একটা পরিবেশ তৈরি করা। ছেলেবেলার ঈদ এর মত। আচ্ছা দিয়েন লিস্ট সময় করে। থ্যাংকস।

আপনি ঈদের পোশাক পরলেও আমার কিছুই করা হয়নি। সাজিনি একদমই, রেগুলার পোশাকে কিভাবে যেন চোখের পলকে ঈদের দিনটা কেটে গেল। ঈদের আগের রাতে খেয়ালই ছিলনা পরের দিন ঈদ! সকালে সেমাই রান্না দেখে খেয়াল হয়েছিল।

এবার আবার কি হল আপনার? রোজার ঈদে বেশ ভাল ভাবেই পার করলেন, এবার কি হয়েছে?

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথম কথাগুলো ছোটকালের সুন্দর সব স্মৃতি মনে করিয়ে দিল। আমি তো এখনো প্লেন উড়তে দেখলে ছোটবেলার মতো, "এই প্লেন প্লেন" বলে উঠি মনে মনে!
কিন্তু সিরিয়ায় বিমান ব্যাপারটা ভিন্ন সেদেশের সাধারণ জনগণের কাছে। সেখানে বিমান মানেই মৃত্যু! বিমান মানেই আতঙ্ক! সেখানের শিশুরা বিমান এর শব্দ শুনলেই খুশি হয়ে ওঠে না বরং ভয়ে মা-বাবাকে জড়িয়ে ধরে!
এই কথাগুলো পড়ে মনটা এত খারাপ হয়ে গেল। একসময়ে আমাদের দেশটাও রক্তক্ষয়ী যুদ্ধ দেখেছে। এসব দেশের কষ্ট এজন্যে কিছুটা হলেও অনুভব করতে পারি। একটা সাধারণ মেয়ে কি চায় বলুন তো? দিন শেষে তার বাচ্চাটা স্কুল থেকে এবং স্বামী অফিস থেকে নিরাপদে বাড়িতে ফিরবে। বেশিরভাগ দেশে এটা সম্ভব হয়। কিন্তু কিছু কিছু দেশে স্কুলই নেই, এবং অনেক দেশে বাবা মা এটা জেনেই স্কুলে পাঠায় যে স্কুলে শুটিং, বোমা মারার মতো অমানবিক কিছু হতে পারে! স্বামী হয়ত হাত পা সব নিয়ে বাড়ি নাও ফিরতে পারে। কি ভীষন কষ্টের ব্যাপার। নিজের আপনজনদের হারানোর ভয় যেখানে প্রতিমুহূর্তের স্বাভাবিক ছায়া হয়ে যায়, তার চেয়ে নিষ্ঠুর জীবন পৃথিবীতে আর নেই।
এই করোনার মধ্যেও সো কলড শক্তিশালী দেশগুলোর যুদ্ধ করতে হচ্ছে - একটা ছোট্ট ভাইরাসের শক্তি দেখেও মানুষের ভয় ভীতি, অপরাধবোধ কিচ্ছু নেই।
হোয়াইট হেলমেট টিমটিকে নিয়ে জানানোর জন্যে থ্যাংকস এ লট। স্যালুট জানাই এই মানুষগুলোকে। আনফরচুনেটলি ডকুমেন্টারিটি ইংলিশে নয়, এবং আমি সাবটাইটেল পড়ে কোনকিছু দেখতে পছন্দ করিনা। তবে তাদেরকে নিয়ে অন্য কোন ডকুমেন্টারি সার্চ করে দেখব নিশ্চই।

এবার শুধু চিকেন বিরিয়ানি রান্না করে ছিলাম। লাইভ দেখার কারণ হচ্ছে ঈদ ঈদ একটা পরিবেশ তৈরি করা। ছেলেবেলার ঈদ এর মত। আচ্ছা দিয়েন লিস্ট সময় করে। থ্যাংকস।
শুধু চিকেন বিরিয়ানি রান্না করলে হবে রে ব্যাটা? এট লিস্ট ৮/১০ প্রকার আইটেম প্রতি ঈদে রান্না করার প্র্যাকটিস রাখুন নাহলে তো বউয়ের হাতে মার খেতে হবে। ;) :D

এবার আবার কি হল আপনার? রোজার ঈদে বেশ ভাল ভাবেই পার করলেন, এবার কি হয়েছে?
মন খারাপ ছিল। এজন্যে কিছুই করা হয়নি।

গান: view this link

২৩৯| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাডাম, আমি সবসময় আপনাদের মিস করি। আপনার এতো আন্তরিক বলেইতো আড্ডা ছেড়ে যেতে পারি না। কতো ডাকা ডাকি কিরে সবাইকে নিয়ে আড্ডা করতে চাই। কিন্তু এখন প্রায় অনেকেই অধিক ব্যাস্ত। কেউ অযথায় সময় নষ্ট করতে চায়না হয়তো।

না ম্যাডাম কোন সমস্যা না। এমনিতে মুবাইল থেকে তেমন মজা পাইনি । বাসার নেটটা অনেক স্লো ছিল। আর আমি বেশির ভাগ আড্ডাই কিন্তু কাজের ফাকে অফিস থেকে দেই।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: মিস করার কি আছে ভাই? রেগুলার আড্ডাঘরে আসুন। আমি সহ অন্য অনেকে তো আছেই। আর যারা আসছেন না তাদের নিয়ে অভিমান করবেন না। করোনার কারণে সবার জীবনই ধাক্কা খেয়েছে, মন মেজাজ ভালো নেই কারো। সবকিছু স্বাভাবিক হোক, দেখবেন অনেকেই আবারো ফিরবে ইনশাল্লাহ।

ওহহ আচ্ছা এবারে বুঝলাম। মোবাইল থেকে সামু ব্যবহার করতে আমারো ভালো লাগেনা। তাও ভালো সবকিছু ঠিক আছে।
বাবু কি স্কুলে যাওয়া শুরু করেছে ভাই? ভাবী এবং খালাম্মা কেমন আছেন?

২৪০| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১২:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাডাম,
আমিতো আড্ডায় সবসময় প্রেজেন্ট কেউ থাকুক আর না থাকুক একবার ঘুরে যাবোই।
যারা সরোবর ছিল তাদের না দেখলে খারাপ লাগে।
রোহানরক এইবার স্কুলে দেওয়া হয়নি। আগামীবার দিবো। ওরা সবাই ভালো আছেন।

০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: আমিতো আড্ডায় সবসময় প্রেজেন্ট কেউ থাকুক আর না থাকুক একবার ঘুরে যাবোই।
এজন্যেই তো আপনি আমাদের সবার এত প্রিয় ভাই। কেউ না থাকলেও আপনার মন্তব্য ঠিকই থাকে। এমনও অনেক সময় গিয়েছে যখন শুধুমাত্র আপনার কারণে আড্ডাঘর সচল থেকেছে।

এবারে স্কুলে না দিয়ে ভালোই হয়েছে। করোনার কারণে এমনিও বাচ্চাদের পড়াশোনার কিছু হচ্ছেনা, সবকিছু আনসারটেইন হয়ে গিয়েছে। ক্লাস হবে কিনা, হলে অনলাইনে কিনা, পরীক্ষা পেছাবে কিনা ইত্যাদি অনেক জটিলতার মধ্যে পড়েছে ছাত্র ছাত্রীরা এই করোনার মধ্যে। বাবুটা নিরাপদে থাকুক মায়ের কোলে দুনিয়ার সব ঝামেলা থেকে দূরে।

আজকাল বাচ্চাদেরও কোন শান্তি নেই, তাই না ভাই? তাদের স্কুল নিয়ে ততটাই সিরিয়াস হতে হয় যতটা বড়দের অফিস/ক্যারিয়ার নিয়ে!

গান: view this link

২৪১| ০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪২

মূর্খ বন মানুষ বলেছেন: আনফরচুনেটলি ডকুমেন্টারিটি ইংলিশে নয়, এবং আমি সাবটাইটেল পড়ে কোনকিছু দেখতে পছন্দ করিনা।

অসাধারণ সব মাস্টারপিস মুভি, ডকুমেন্টারি আছে নানান ধরণের ভাষায়। এবার প্রথম বারের মত হলিউড এর বাইরের মুভি অস্কার জিতেছে। যেটা ছিল কোরিয়ান ভাষায়, নাম ‘প্যারাসাইট’। বং জুন হো নামের এই ছবির পরিচালকের এটাই কিন্তু সেরা মুভি ছিল না! ‘মেমরিজ অফ মার্ডার’ নামের মুভিটাকে টার সেরা মুভি বিবেচনা করা হয়। এটা জাস্ট আমি উদাহরণ স্বরূপ বললাম। এমন না না ভাষায় না না মাস্টারপিস। ওসব তো আর সব দেখা সম্ভব নয়, কিছু কিছু দেখার জন্য হলেও সাবটাইটেল অভাস করতে পারলে ভাল। আমি এত দিনের অভিজ্ঞায় বুঝেছি যে ইংরেজি ভাষার থেকে অন্য ভাষায় বেশি ভাল ভাল জিনিস তৈরি হয়।

শুধু চিকেন বিরিয়ানি রান্না করলে হবে রে ব্যাটা? এট লিস্ট ৮/১০ প্রকার আইটেম প্রতি ঈদে রান্না করার প্র্যাকটিস রাখুন নাহলে তো বউয়ের হাতে মার খেতে হবে।

সে নেই, পরিবার এর কেউ কাছে নেই এজন্যই তো মন খারাপ করে বেশি কিছু রান্না করিনি। প্রিয়জন কাছে থাকলে তো তাদের পছন্দের সব আইটেম রান্না করার চেষ্টা করতাম।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: আমি এটা জানি যে এই পৃথিবীর অসম্ভব সুন্দর সব কাজ অন্য নানা ভাষায় হয়েছে। রবিঠাকুর বাংলায় লিখেছেন, যারা বাংলা জানেন না অথবা সাবটাইটেলে রবিঠাকুরের কাজ বোঝার চেষ্টা করেছেন - তারা অনেককিছুই মিস করে গিয়েছেন। রবিঠাকুরের গানের ইংলিশ ভার্সনগুলো শুনলে মনে হয় গানের অর্থ আবেগ সবকিছুর বারোটা বেজে গিয়েছে। হয়ত অন্যান্য ভাষার ক্ষেত্রেও তাই হয়। কে জানে! তবে এটুকু জানি যে আমি ডকুমেন্টারি/নিউজ দেখি বা ড্রামা/কমেডি, তখনই দেখি যখন বিনোদিত হই। টিভি আমি বিনোদনের জন্যেই দেখি, জ্ঞান পেলে ভালো না হলে নাই। সাবটাইটেল পড়ে কোনকিছু দেখতে গেলে বিনোদনটা অনেকটাই কমে যায় - কেননা চরিত্রগুলোর এক্সপ্রেশনের চেয়ে বেশি নিচের দু তিন লাইনগুলোর দিকে নজর রাখতে হয়। সো ওসব তো আমাকে দিয়ে হবেনা।

প্রিয়জন কাছে থাকলে তো তাদের পছন্দের সব আইটেম রান্না করার চেষ্টা করতাম।
হাহাহা, প্রিয়জন মানে তো সাধারণত প্রেমিকা/বউ বোঝানো হয়, তাদের মানে কি? আপনার অনেকগুলো বিয়ের শখ? হাহা, জাস্ট কিডিং।

গান: view this link

২৪২| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫১

মূর্খ বন মানুষ বলেছেন: সাবটাইটেল পড়ে কোনকিছু দেখতে গেলে বিনোদনটা অনেকটাই কমে যায় - কেননা চরিত্রগুলোর এক্সপ্রেশনের চেয়ে বেশি নিচের দু তিন লাইনগুলোর দিকে নজর রাখতে হয়। সো ওসব তো আমাকে দিয়ে হবেনা।

শুরুতে আমার ও অনেক সমস্যা হত। নিচের দিকে তাকাতে গিয়ে মানুষ গুলোর মুখের এক্সপ্রেশন মিস করে ফেলতাম। পরে এক সময় দেখতে দেখতে অভ্যাস হয়ে গিয়েছে। এখন সাবটাইটেল পড়া প্লাস পুরো স্ক্রীন এক সাথে দেখতেও পারি। আমি এসব বলছি দেখেই আপনাকে হবে সেটা বোঝাচ্ছি না। আমি জাস্ট নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম।

হাহাহা, প্রিয়জন মানে তো সাধারণত প্রেমিকা/বউ বোঝানো হয়, তাদের মানে কি? আপনার অনেকগুলো বিয়ের শখ? হাহা, জাস্ট কিডিং।

একের অধিক! না বাবা এ কিছুতেই সম্ভব নয়! আজকাল যুগের এক জনের মন যুগিয়ে চলাই অনেক অনেক কঠিন কাজ। সেখানে একের অধিক, ভাবা ও যায় না! তাদের বলতে মা-বাবা, সে এই তিনজনকে এক সাথে বুঝিয়েছি।

আপনার কি খবর? কেমন আছেন? এত লম্বা সময় বাসায় থাকাতে আপনার কি কি লাভ হয়েছে আর কি কি ক্ষতি হয়েছে?

০৯ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: একের অধিক! না বাবা এ কিছুতেই সম্ভব নয়!
সে আমি জানি, আপনি যেমন তাতে একজনকেও সামলাতে পারবেন কিনা সন্দেহ, দুইয়ের তো প্রশ্নই ওঠেনা।

আপনার কি খবর? কেমন আছেন? এত লম্বা সময় বাসায় থাকাতে আপনার কি কি লাভ হয়েছে আর কি কি ক্ষতি হয়েছে? হুম আছি ভালোই।

ক্ষতি;
ইন্টার্নশিপ আটকে গিয়েছে, তেমন কাজ পাওয়া যাচ্ছেনা।
দেশে যাওয়া হলোনা এবং সামনে কবে হবে সেটাও জানিনা। করোনার ব্যাপারটা না থাকলে দেশে যাবার প্ল্যান হলেও হতে পারত।
সামারে বেশি শপিং ও ঘোরাঘুরি হয় যেহেতু অতিরিক্ত স্নোফলের মধ্যে বাইরে যাওয়া অসুবিধাজনক কাজ হয়ে যায়। সেসব বন্ধ - সব শপিং অনলাইনে হচ্ছে। কোথাও বেড়ানোও হয়নি, রোদটাকে গায়ে মাখা হয়নি ঠিকভাবে।

লাভ;
বাইরের ভীড়, পলুশন থেকে দূরে থাকতে পেরেছি (যদিও এসব কানাডায় কম তবুও আছে)
ডেইলি অনেক সময় বেঁচে গিয়েছে, বাইরের যাবার জন্যে রেডি হতে হয়নি - ট্রাভেলিং করতে হয়নি।
মায়ের আদর আর রান্না খেয়ে খেয়ে সময়টা ভালোই কাটছে। বাবার সাথেও অনেক কোয়ালিটি সময় কাটিয়েছি।
অনেকদিন হলো আড্ডাঘরে রেগুলার হয়েছি, আপনাদের সবাইকে পাশে পাচ্ছি - সেটাও অনেক স্বস্তির।

০৯ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকে কথা দিয়েছিলাম, ঈদ নাটক শেয়ার করব - করলাম। প্রথমে ভেবেছিলাম পুরো নাটক দিয়ে ছোটখাট রিভিউ দেব, পরে মনে হলো আপনার কেমন নাটক পছন্দ সেটা তো জানিইনা। আমার পজিটিভ রিভিউ দেওয়া নাটকটি তো আপনার ভালো নাও লাগতে পারে। তাই প্রোমো দিলাম, সেটা দেখে আপনি ডিসাইড করতে পারবেন কেমন/কোন নাটকটা দেখবেন। নিচের সব নাটকের পুরোটা ইউটিউবে আছে, নাম লিখে সার্চ দিলেই পাবেন, না পেলে আমাকে বলবেন। চারটিই চার ধরণের নাটক, একেকটি নাটক একেক দুনিয়ায় নিয়ে যায় এবং আমার মতে সবগুলোই উন্নতমানের নাটক। আশা করছি আপনার ভালো লাগবে।

বোধ!
ভিক্টিম!
জানবে না কোনদিন!
পলিটিক্স!

২৪৩| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নো কমেন্ট।

০৯ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

সামু পাগলা০০৭ বলেছেন: ওয়ান পিকচার স্পিকস এ থাউজ্যান্ড ওয়ার্ডস! :)

গান: view this link

২৪৪| ০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গুরুজী, আস্সালামু আলাইকুম।
কেমন আছেন আপনি? বুড়ি ভাবী, নয়ন তারা ও নয়নতার বোন ওরা কেমন আছে?

২৪৫| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: কোরবানীর ঈদ এখন অনেকের কাছে পুরোন হয়ে গেলেও, দুটো জায়গা মনে করিয়ে দিচ্ছে ঈদ তো সেদিনই ছিল! এক সামু ব্লগের ঈদের শুভেচ্ছা, আরেকটি আড্ডাঘরের শিরোনাম! :)

২৪৬| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এবারের ঈদে প্রচুর মাংস খাওয়ার পর আমার এই অবস্থা।

২৪৭| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গুরুজী, কুরবানীর গরুটি মনো হয় রিষ্ট-পুষ্ট ছিলনা তাই বেশীকরে মাংস খেতে পারিনি শুধুই পেটটাই বড় হয়ছে শরীরটা না।

২৪৮| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৯

মূর্খ বন মানুষ বলেছেন: আপনার হওয়া ক্ষতি গুলোর মধ্যে একটা আমার সাথেও ঘটেছে সেটা হচ্ছে দেশে যাওয়া হচ্ছে অনেক দিন ধরে। আমি বছরে দুই বার করে যাই সাধারণত, কিন্তু এই বছর এক বার এর জন্যেও যেতে পারলাম না! এখানে বাবা মাকে আনতে চেয়েছিলাম যেহেতু আমি যেতে পারছি না, কিন্তু সবকিছু ফাইনাল হয়ে শেষ মুহূর্তে তা আটকে গিয়েছে।

আপনাকে অনেক ধন্যবাদ যে কষ্ট করে লিংক গুলো শেয়ার করলেন। আমি মাত্র একটি নাটক দেখার মত সময় করতে পেরেছি। আজকের প্রথম আলো সাথে আপনার দেওয়া লিস্ট এর কমন নাটক সেটা হচ্ছে 'বোধ' এটা দেখেছি সকালে উঠে। আমাকে পুরো নাটক খুঁজে পেতে কষ্ট করতে হয়নি। প্রতিটা ট্রেইলার এর পাশেই ছিল পুরো নাটক যা অটোপ্লে হয়েছে। আমি সব গুলো নাটক না দেখতে পারলেও ট্রেইলার চারটি দেখেছি। সব গুলোই ভাল লেগেছে। নীচে আমি প্রথম ট্রেইলার আর বোধ নাটক কেমন লেগেছে তা তুলে ধরছি। বাকি গুলো দেখার পরে জানাবো। আশাকরি সামনের উইকেন্ডেই দেখতে পারবো।

বোধঃ মোশারফ করিম এর শুরুর দিকের নাটক গুলো অসাধারণ ছিল। বিশেষ করে হাসির নাটক গুলো। সব রকম চরিত্রেই দারুণ ভাবে মানিয়ে যেত সে। কিন্তু প্রবল জনপ্রিয় হয়ে যাবার পর এর যে কি হল, আমি বুঝতেই পারলাম না! ভাল খারাপ সব ধরনেই নাটকেই সমানে অভিনয় করতে শুরু করল। এক সময় দেখা গেল ১০ টার মধ্যে ২ টা নাটকও দেখার যোগ্য না! দ্রুত অর্থ উপার্জন এর কাছে শেষ পর্যন্ত হার মানতেই শুরু করে ছিল সে। কিন্তু এখন আবার কিছুটা সামলে নিয়েছে নিজেকে। বিশেষ করে এই ট্রেইলার দেখার পর মন হচ্ছে 'ওয়াও' কি অসাধারণ অভিনয়! কি ব্যতিক্রমধর্মী চরিত্র! রুনা খান এর অভিনয় ভাল, বিশেষ করে এই টাইপ চরিত্রে। তার নিজেকে নিয়ে আরো এক্সপেরিমেন্টে করা উচিত। তাসনুভা তিশার আমি একটাই কাজ দেখেছি সেটা হচ্ছে 'আগস্ট ১৪। সিরিজটি নির্মিত হয়েছে ২০১৩ সালে ঐশী নামের তরুণীর হাতে তার পুলিশ কর্মকর্তা বাবা ও মায়ের হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিরিজে দুর্দান্ত অভিনয় করে তাসনুভা তিশা। যদিও সিরিজটি একদিকে হয়েছেন প্রশংসিত, অন্যদিকে সমালোচিত। বোধ এর ট্রেইলার দেখে মনে হচ্ছে ভিন্ন এক কাহিনীর স্বাদ পেতে যাচ্ছি।

ভিক্টিমঃ অপি করিম! আমার অনেক প্রিয় তিনি। তিনি অভিনয় করেছেন যখন দেখেছি তখনি বুঝতে পেরেছি কাহিনী অনেক ভাল হবে। নিশো বেশ কিছু দিন ধরেই পাড়ার গুন্ডা + রোমিও টাইপ চরিত্র গুলো করে আসছিল যা খুবই বিরক্তিকর! এখানে ভিন্ন এক চরিত্রে দেখা গিয়েছে। এটা এমন এক নাটক যেখানে সবাই অনেক ভাল অভিনয় করেছে এমনকি পিচ্চিটা বা অল্প একটু সময় এর জ্জজন্য অভিনয় করা 'রাব্বী' নামের চরিত্রটিও। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছে অপির অভিনয়! কি মারাত্মক এক্সপ্রেশন! বিশেষ করে সেই মুহূর্তটা যখন অপি আর সাফা রেস্টুরেন্টে মুখোমুখি। সাফাকে অপি বলে ' আই ডোন্ট বিলিভ ইউ অ্যাট অল'। তখন অপির একি সাথে থাকে চোখে ভীষণ কান্না আর মুখে হাঁসি! এই মুহূর্তটাই এই নাটকের সারমর্ম। ইশ! একটা মানুষ কি করে দুইটা বিপরীতধর্মী এক্সপ্রেশন কি সাথে একি মুখে ধারণ করতে পারে! কাহিনী আর অভিনয় মিলেমিশে একাকার হয়েছে এই নাটকে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের দেশের বেশীর ভাগ নারী এমন সত্যির মুখোমুখি দাঁড়িয়ে এমন হাঁসি মুখে ভাঙ্গা হৃদয় নিয়ে সারাজীবন সংসার করে যাবার চেষ্টা করে।

View This Link.

১৬ ই আগস্ট, ২০২০ রাত ২:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ যে কষ্ট করে লিংক গুলো শেয়ার করলেন।
আরেহ না কষ্ট কিসের। জাস্ট লিংক কপি এন্ড পেস্ট। দ্যাটস অল। আমি তো নাটক এমনিতেই দেখি, আপনাকেও নাটক দেখার সাথী বানিয়ে ফেললাম। নতুন করে খুঁজতে হয়নি কিছু। ইজি!

বোধ - এটা আমার সবচেয়ে প্রিয় নাটক যেগুলো দিয়েছি তার মধ্যে। আপনি মোশাররফ করিম কে নিয়ে যা যা বলেছেন একদম একুরেট। দূর্দান্ত অভিনেতাকে আমরা হয়ত কাজে লাগাতে পারিনি। কিন্তু আবার ভাবি, মোরাররফ করিমকে এট লিস্ট দেশের সব মানুষ চেনে। দেশের কোণায় কোণায় এমন হাজারটা করিম আছে যাদের নাম আমরা কোনদিন জানবনা। হয়ত তারা অভাবে স্বপ্নকে একপাশে রেখে দিতে বাধ্য হয়েছেন। মোশাররফ করিম ফর্মে ব্যাক করেছেন। টু গুড। জাস্ট টু গুড। সেই লাল হয়ে যাওয়া ছলছলে চোখদুটো - যেখানে অপরাধ বোধ এবং বিস্ময় একই সাথে ধারণ করেছেন। একজন খারাপ মানুষ যিনি নিজের মনে সকল অপরাধকে জাস্টিফাই করেছেন - হুট করে জানলেন যে আসলে তিনি কতটা নীচ!
তিশা খুব ভালো করেছে। দেশে নারীদের মধ্যে রুমা খান এবং পুরুষদের মধ্যে মোশাররফ করিমকে অন্যতম সেরাদের সেরা ধরা হয়। তাদের সাথে স্ক্রিন শেয়ার করা সহজ না। ও কনফিডেন্টলি কাজটা করেছে।
ঐ নাটকের বেস্ট পার্ট লাস্টের সিনটা। সব প্রশ্নের উত্তর মিলে দেয়, সব অতৃপ্তির অন্ত করে দেয়।

ভিক্টিম: এই নাটককের প্লাস পয়েন্ট হচ্ছে, দর্শক শেষ পর্যন্ত এটা জানার জন্যে বসে থাকবে আসলে কে ভিক্টিম? প্রথমদিকে আমি ভেবেছিলাম হয়ত নারীরা কিভাবে পুরুষদের অত্যাচার ও অসম্মান করে মিথ্যা অপবাদে সেসব দেখানো হবে। পরিচালক ব্যতিক্রমধর্মী কিছু করতে চাইছেন। কিন্তু পরিচালক অন্যরকম ভাবে ব্যতিক্রম দেখালেন। আশফাক নিপুন ইস এ জিনিয়াস।
অপি করিমের যে সিনটার কথা বললেন - ওটা নিয়ে আর কি বলব? সত্যিই অসাধারণ।

তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের দেশের বেশীর ভাগ নারী এমন সত্যির মুখোমুখি দাঁড়িয়ে এমন হাঁসি মুখে ভাঙ্গা হৃদয় নিয়ে সারাজীবন সংসার করে যাবার চেষ্টা করে।
সত্যিই। সবাই যখন সেলিব্রেশন করতে ডিনারে বসেছে, অপি করিম বাথরুমে কেঁদেছে। আর নিশোর চেহারাটা কেমন ভালোমানুষী করে রেখেছে? একটু অপরাধবোধ নেই! এটা পরিচালক দারূন দেখিয়েছেন। একজন ভালো বাবা, ভালো সন্তান, সাধারণ অফিস গোয়িং মানুষটির মধ্যেও জানোয়ার থাকতে পারে। আমরা সেটা না বুঝে ভিক্টিমকেই দোষারপ করি। সমাজকে আরো ম্যাচিউর হতে হবে।

আচ্ছা আপনি কোন মুহূর্তে বুঝলেন ভিক্টিম সাফা নাকি নিশো? পুরো নাটক জুড়েই অনেক হিন্ট ছিল, কোনটা আপনি ধরতে পেরেছেন প্রথমে?

দেখ, আমি যে মুভির গান দিয়েছিলাম, সেই মুভিরই আরেকটা গান পাশ থেকে দিয়ে দিয়েছে। মানেএএএ কি বলব আপনাকে!
গান: view this link

২৪৯| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৩

রাকু হাসান বলেছেন:


সবাই কেমন আছেন? ভালো আছেন তো ? আমি আলহামদুলিল্লাহ্ ...ক্রিকেট কবে মাঠে ফিরবে । খুব অস্তির হয়ে আছি।

১৬ ই আগস্ট, ২০২০ রাত ২:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: হেই রাকিব! মিসড ইউ সো মাচ! বেশ কিছুদিন পরে। আমরাও আলহামদুলিল্লাহ।

সময় হলে ফিরবে, কিন্তু ফেরাটা কেমন হবে কে জানে? বাংলাদেশ দল এমনিতেই খারাপ ফর্মে ছিল, এখন না খেলে খেলে আরো কত খারাপ অবস্থা হয়েছে একেকজনের স্কিলস এর কে জানে। খুব দু:শ্চিন্তা হচ্ছে রে আমার। সাকিব ছাড়া অন্য কোন পারফর্মারের ওপরে ভরসা করতে পারিনা। কনসিসট্যান্সি নেই কারোরই। :(

এটা শুনলে মনে একটু সাহস পাই। view this link

২৫০| ১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৪

মূর্খ বন মানুষ বলেছেন: আপনার সাজেস্ট করা সব গুলো নাটক দেখা শেষ হয়েছে। সব গুলোই বেশ ভাল ছিল। আপনার রুচির আর পছন্দের প্রশংসা করতেই হয়। আগেই দুইটা নাটক সম্পর্কে লিখেছি এখন বাকি দুইটা সম্পর্কে লিখছি।

জানবে না কোনদিনঃ অপূর্বের নাটক সাধারণত অপূর্বই হয়। তাসনিয়া ফারিন এর একটা নাটক দেখে ছিলাম আমি। সেই নাটক ছিল ভয়াবহ রকমের জঘন্য। এই নাটক আগের সেই নাটক এর থেকে অনেক বেটার তবে, তাকে আরো অনেক উন্নতি করতে হবে। শুধু চেহারা দিয়ে ওপরে ওঠা যায় না, তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে 'শখ'। তার চেহারা যতটা ভাল, অভিনয় ততোটাই খারাপ। তাসনিয়া ফারিন এর চেহারা; গার্ল নেক্সট ডোর টাইপ। কাহিনীর কথা বলতে গেলে বলতে হয় এই সময়ে এমন কাহিনী কেন! এখন খুব সেন্সেটিভ সময়। করোনা লুকিয়ে ভালোবাসা দেখানো, করোনা হয়ে মারা যাওয়া এসব কেনরে ভাই? করোনা কে নিয়ে যদি ব্যাবসা করতেই হয় তবে মানুষ যেন সেটা থেকে যেন মানুষ এর শেখার থাকে আর মানুষ যেন আতঙ্কিত না হয়ে পরে। মোটামুটি একটা কাহিনীর ওপরে ভর করে তাড়াহুড়ো করে বানানো নাটক। আপনার লিষ্ট এর সবথেকে কম মার্ক এটাকেই দেব।

পলিটিক্সঃ একটা সময় ছিল যখন ছেলে সন্তানদের বাবা মা রীতিমত আল্লাহ্‌ এর কাছে দোয়া করতো তাদের সন্তান যেন ছাত্র রাজনীতিতে না জড়ায়! আমরা যখন ছোট ছিলাম তখন ছাত্র রাজনীতি ছিল সব বাবা মায়ের জন্য চিন্তার বিষয়। কেনই বা চিন্তার বিষয় হবে না? ক্যাম্পাসে মারামারি, কোবাকুবি, ককটেল বিস্ফোরণ, এর হাত কেটে নেওয়া, ওর পা কেটে নেওয়া, রগ কেটে দেওয়া দিল প্রতিদিনকার ঘটনা। পরিবার এর কেউ এমন কিছুতে জড়িয়ে পরলে তার আশেপাশের মানুষ গুলোর দিন কেমন কষ্টে কাটে তা খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে পর্দায়। রাজনীতি আর প্রেম সাধারণত এক সাথে যায় না, এখানে সেটাও এক সাথে ভালোই ফুটিয়ে তুলেছে। দুঃখজনক হলেও 'স্যারজান ভাইয়ারে কারো যেন গুলি করছে' এই ডায়লগ এর 'স্যারজান' শব্দটা আমার কাছে বেশ মজার লেগেছে। রাজনীতি কতোটা স্বার্থপর, রাজনীতি কতোটা ভয়ঙ্কর, রাজনীতি কতোটা অন্ধকারে নিমজ্জিত তা সুন্দর ভাবেই দেখানো হয়েছে। অপূর্ব তার গৎবাঁধা জনরা থেকে বেড়িয়ে ভাল অভিনয় করেছে।

ভিক্টিম, বোধ, পলিটিক্স, জানবে না কোনদিন এটা হচ্ছে আমার সিরিয়াল ভালো লাগার। সব গুলোই ভাল, তবে কোনটা কম আর কোনটা বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারো। এবার কিছুটা হলেও আমার পছন্দ সম্পর্কে ধারণা পেলেন। যদি কোনটা দেখার সময় ভাললেগে যায় তবে আমার সাথে শেয়ার করতে পারেন। আমার সময় থাকে খুব কম, তার মধ্যে ভাল খারাপ খুঁজে পাওয়া অনেক কঠিন। টেক কেয়ার রুচিশীল মহিলা! থুক্কু রুচিশীল মেয়ে!

১৬ ই আগস্ট, ২০২০ রাত ২:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার সাজেস্ট করা সব গুলো নাটক দেখা শেষ হয়েছে।
হিহি এমনভাবে বললেন যেন হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা শেষ করেছেন। অবশ্য হোমওয়ার্কের মতো করেই নাটকগুলো নিয়ে প্যারাগ্রাফ লিখে শিক্ষিকা মহিলার কাছে সাবমিট করেছেন। ;)

জানবে না কোনদিন - নাটকে হাসব্যান্ড ওয়াইফের কেমিস্ট্রিটা অপূর্ব আর ফারিন ভালোভাবে ফুটিয়ে তুলেছে। খুব সুইট কিছু সিনস আছে। কিছু কিছু নাটকে কাহিনী, সংলাপ অনেককিছুতে ফ্ল থাকলেও, এক দুটি সুন্দর সিনের জন্যে নাটকটি মনে গেঁথে যায়। এটা তেমনই একটা নাটক।
শখের অভিনয় খারাপ। কিন্তু ভালো হবার সুযোগ ইন্ডাস্ট্রি দেয়নি। ওকে সবসময় দুই ধরণের নাটক দেওয়া হয়েছে
১) ও খুব সুন্দরী, পাড়ার ছেলেদের মাথা খারাপ হয় ওকে দেখে
২) ও খুব সুন্দরী, বর ওকে নিয়ে সন্দেহ করে

ও সবসময় নিজের রোলেই অভিনয় করে গিয়েছে। তিশা ও মমরা গ্রামের বয়স্ক মেয়ে, মফস্বলের বিধবা মেয়ে, ঢাকার বড়লোকের মেয়ে, পাহাড়ি মেয়ে - সবধরণের রোল করে ফেলেছে। ওরা ট্যালেন্টকে এক্সপ্লোর করার সুযোগ পেয়েছে। আজকালকার পরিচালকেরা পরিশ্রম করতে চায়না। ববিতা এযুগে গোলাপী এখন ট্রেনে করতে পারতেন না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারো।
এত দূরের আমি? বারবার ধন্যবাদ দিতে হয়? হাহা, নো প্রবলেম।

যদি কোনটা দেখার সময় ভাললেগে যায় তবে আমার সাথে শেয়ার করতে পারেন। আমার সময় থাকে খুব কম, তার মধ্যে ভাল খারাপ খুঁজে পাওয়া অনেক কঠিন।
এবসোলুটলি, উইল ডু। যদিও আপনার আর আমার নাটকের চয়েসেস আলাদা, তবুও আপনার পছন্দমতো কিছু পেলে জানাব।

এটা আমার সবচেয়ে প্রিয় নাটকের একটা। পুরোটা দেখলে অন্যরকম বোধের তৈরি হয় view this link

আরেকটি নাটক - view this link
অপি করিম ও পার্থের এফোর্টলেস কেমিস্ট্রি ইজ জাস্ট অসাম।

সেভ করে রাখুন লিংকগুলো, কোনদিন ফ্রি হলে দেখে নিয়েন।


আমি মহিলা? তাহলে আপনি ডাইনোসরের খালাত ভাই। :D আমি তো পিচ্চু। :)
ইউ টু টেক কেয়ার।

২৫১| ১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: রাকু হাসান ভাই, ওয়ালাইকুম আস্সালাম। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন।
তাতো আপনিই ভালো জানানা কথা। খেলা সম্পর্কে আপনার আলোচন সমালোচনা দেখে আমার তাই মনে হলো। করোনা থেকে আগে মুক্তি পাই তবেই মাঠে সবাইকে দেখতে পাবো। আমার যা বিশ্বাস।

২৫২| ১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪০

মূর্খ বন মানুষ বলেছেন: আমাদের ফুটবল টিমের প্রায় সকলেই করোনাতে আক্রান্ত ট্রেনিং এ এসে! তাই ক্রিকেট মাঠে ফিরলেও অনেক চিন্তা লেগে থাকবে ক্রিকেটারদের জন্য।

আমাদের দেশে প্রথম বারের জন্য একটি ভিডিও গেমস তৈরি হয়েছে যা কিনা বিশ্ব মানের! গেমটির নাম 'জিরো আওয়ার'। ট্রেইলারটি দেখে নিতে পারেন। ভাল গ্রাফিক্স এর একটা বিশ্বমানের গেম তৈরি করা ভীষণ কঠিন একটি কাজ। প্রথমবার হিসাবে সেই কঠিন কাজটি ভাল ভাবেই করতে পেরেছে। অনেক ভুলত্রুটি আছে যা অনেক বিদেশি অনেক সুন্দর করে তুলে ধরেছেন। আশাকরি সে সব ভুলত্রুটি শুধরে সামনে অনেক ভাল ভাল গেম তৈরি হবে দেশেই।

২৫৩| ১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

মূর্খ বন মানুষ বলেছেন: মাহমুদুর ভাই কেমন আছেন আপনি? আণ্ডাবাচ্চা, ভাবীরা কেমন আছেন দেশে? আপনার ঐদিকের খবর কি? আমি শুনলাম আপনাদের ঐদিকে নাকি সবকিছু অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে?

২৫৪| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মূর্খ বন মানুষ ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। বাচ্চা ও তার মা ভালো আছে। এদিকের খবর মোটামোটি। তবে ব্যবসা বানিজ্যের তেমন উন্নতি হচ্ছে না। তবে হয়তো স্বাভাবিকতা আসবে। ধন্যবাদ আপনাকে খবর নেওয়ার জন্য।

২৫৫| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নো কমেন্ট।

২৫৬| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩১

মূর্খ বন মানুষ বলেছেন: আচ্ছা আপনি কোন মুহূর্তে বুঝলেন ভিক্টিম সাফা নাকি নিশো? পুরো নাটক জুড়েই অনেক হিন্ট ছিল, কোনটা আপনি ধরতে পেরেছেন প্রথমে?

নিশো যখন অপিকে অফিস এর সমস্যার কথা জানায় তখনি আমার মনে হচ্ছিল নিশোর মধ্যে ঝামেলা আছে। তখনি কিন্তু আমার মাথায় আসেনি একি সাথে সাফা আর অপি এই ঘটনার ভিক্টিম! সাফা ডিরেক্টলি আর অপি ইনডিরেক্টলি।

দেখ, আমি যে মুভির গান দিয়েছিলাম, সেই মুভিরই আরেকটা গান পাশ থেকে দিয়ে দিয়েছে। মানেএএএ কি বলব আপনাকে!

আমি সত্যি জেনে বুঝে দেইনি! আমার বুকমার্কে আছে গানটা বেশ কিছু মাস ধরেই, আমি সেখান থেকেই চুজ করে দিয়ে ছিলাম।

জানবে না কোনদিন - নাটকে হাসব্যান্ড ওয়াইফের কেমিস্ট্রিটা অপূর্ব আর ফারিন ভালোভাবে ফুটিয়ে তুলেছে

এতে আমার দ্বিমত নেই।

আপনার দেওয়া নাটক গুলো দেখতে গিয়ে আরো কিছু নাটক দেখা হয়ে গিয়েছে। এর মধ্যে ভাল কিছু নাটক ছিল। যদিও এই ঈদ এর বেষ্ট গুলো অলরেডি আপনি দিয়ে দিয়েছেন আমাকে। তবে এগুলোও ভাল। সময় করে দেখতে পারেন, হয়ত এর মধ্যে কোনটা দেখে ফেলেছেন।

Vul Ei Shohorer Moddhobittoderi Chilo

Keno

Shohor Chere Poranpur

Eti Maa

২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: আমি সত্যি জেনে বুঝে দেইনি! আমার বুকমার্কে আছে গানটা বেশ কিছু মাস ধরেই, আমি সেখান থেকেই চুজ করে দিয়ে ছিলাম।
ওহো! রোমান্টিক গান বুকমার্কে তাও বেশ কিছু মাস ধরে! হুমমমম! ;)

আপনি লিংক দেবার আগেই লিস্টের দুটো নাটক আমার দেখা হয়েছিল, তার মধ্যে একটি নিয়ে কথা বলার লোভ সামলাতে পারছিনা।
কেন - প্রথম অংশ ফাটাফাটি। দর্শককে অনেক আগের যুগের প্রেমে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। নাটকের সবচেয়ে ভালো দিক হয়ত মেকআপ আর্টিস্ট এবং অভিনেতাদের নিজের চেয়ে বেশি ইয়াং ও ওল্ড বয়সটাকে নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা। বিশেষত নিশোর বুড়ো বয়সের গলার স্বর ও হাঁটা যা সুন্দর হয়েছে! এত ভালো নাটক ও সবার পরিশ্রমকে পুরোপুরি পানিতে ফেলে দিয়েছে গল্পকার। নাটক শেষে মনে হয়, "এইডা কিছু হইল!?" আনজাস্টিফাইড এন্ডিং। সো মাচ লাভ ক্যান নট এন্ড দিস ওয়ে। যারা বুড়ো বয়স পর্যন্ত একে অপরকে ভোলেনি, ছবি নিয়ে ঘুরে বেড়ায়, তারা ইয়াং বয়সে অলমোস্ট কোন কারণ ছাড়াই একে অপরকে ছেড়ে দেয়। আমি এটাকে কোন কারণ বলছিনা কেননা আমাদের দেশে কোন বাবা মাই প্রেম মেনে নেয় না, তাদের বিপক্ষে গিয়েই বেশিরভাগ প্রেমিক প্রেমিকাকে বিয়ে করতে হয় বা সম্পর্কের পরিণতি দিতে হয়। যদি দেখাত মেয়েটি ছেলেটিকে ছেড়েছে তাও মানা যেত, নাহ ছেলেটি/পাগল প্রেমিক হুট করে ম্যাচিউর হয়ে গেল যৌবনে। আবার বুড়ো বয়সে বাচ্চাদের মতো ইনম্যাচিউর হয়ে কলেজ লাইফের প্রেমিকার ছবি নিয়েও ঘুরে বেড়াচ্ছে। নাটকের নামকরণের সার্থকতা ধরে রাখতে গিয়ে উদ্ভট এক গল্প লিখে ফেলেছে। নাটক শেষে এটুকুই বলতে পারি, "কেন!?

আপনার দিনকাল কেমন চলছে? শরীর ভালো? মন ভালো?

গান: view this link

২৫৭| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০০

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা রিলেটেবল! ;)

২৫৮| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১০

সামু পাগলা০০৭ বলেছেন: ভেবেছিলাম সামু যেদিন ঈদ মোবারক তুলবে, আড্ডাঘরেরটাও তুলে দেব। কিন্তু সামু এত বেশি লেট করছে আর আমিও একদিন একদিন করে অনেকগুলো দিন অপেক্ষা করে ফেললাম! আর না! আজ অনেকদিন পরে নতুন শিরোনাম ও তর্ক বিতর্ক টপিক নিয়ে এলাম।

তর্ক বিতর্ক টপিক: কো এডুকেশন অর নট?
আপনারা কি মনে করেন ছেলে মেয়েদের একসাথে পড়ানো উচিৎ স্কুল/কলেজ/ইউনিভার্সিটিতে নাকি আলাদা আলাদা! কোনটি ভালো, কোনটি খারাপ এবং কেন?

২৫৯| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৬

আনমোনা বলেছেন: কো এডুকেশনের বিপদ নিয়ে একটা লেখা পড়েছিলাম।
view this link

২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: লেখাটা পড়লাম। স্মৃতিচারণমূলক লেখা, বিশ্লেষনী নয়। আপু, তোমার কি মনে হয়? তোমার মত কি এ বিষয়ে?
আমেরিকার করোনা পরিস্থিতি এখন কেমন?

গান শোন: view this link

২৬০| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৭

আনমোনা বলেছেন: কো এডুকশন দরকার। নইলে বিপরীত জেন্ডারের মানুষেরা ভীন গ্রহের প্রানী হয়েই থাকবে, তাদেরকে নিজেদের মত মানুষ মনে হবেনা।
এখন অনেক জায়গায় যেখানে মেয়েদের এডুকেশনের কোনো সুযোগই নেই, সেখানে আলাদা ক্লাশ মন্দের ভালো।

আমেরিকার করোনা পরিস্থিতি দেখা ছেড়ে দিয়েছি। যে সতর্ক থাকি, তার বেশী থাকা সম্ভব না, সুতরাং দেখে কি করব?

২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: তুমি সবকিছু কভার করেছ মন্তব্যে। যেসব দেশের সুযোগ সুবিধা আছে তাদেরও, যাদের নেই তাদেরও। আসলেই এমন অনেক পরিবার আছে যারা গার্লস স্কুল/কলেজ না থাকলে মেয়েকে পড়তেই পাঠাত না।

আমি যদি বলতে আপত্তি না থাকে তাহলে বলো, তুমি কো এড এ পড়েছ নাকি গার্লস স্কুল/কলেজে?

আমেরিকার করোনা পরিস্থিতি দেখা ছেড়ে দিয়েছি। যে সতর্ক থাকি, তার বেশী থাকা সম্ভব না, সুতরাং দেখে কি করব?
সেম আপু। আমিও ছেড়ে দিয়েছি দেখা, এজন্যেই তোমাকে জিজ্ঞেস করা। বিরক্তি লাগে আজকাল করোনাকে। করোনা মানুষ হলে খুনই হয়ে যেত। কি এক ঝামেলা! পুরো পৃথিবীকে নাচের ওপরে রেখেছে ছোট্ট একটা ভাইরাস। ভাবলেও অবাক লাগে আমার। এতসব বিপদের মধ্যেও দেশগুলো করোনার ভ্যাকসিন নিয়ে রাজনীতি করবে ঠিকই। আমরা মানুষেরা বেঁকা তো বেঁকা, কে শুধরাবে আমাদের?

২৬১| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫১

আনমোনা বলেছেন: বাবার বদলীর চাকরীর জন্য অনেক জায়গায় ঘুরেছি, সব রকম স্কুলেই পড়েছি। ডিপেন্ড আপন বাড়ি থেকে স্কুলের দূরত্ব, বেতন, স্কুলের টাইম, ইত্যাদি। তবে সেটি কো এড কি নয়, তা কখনো বিবেচনায় আসতনা।

তবে কোএডে পড়লেও, পরিস্থিতি উপরে যে লেখাটা দিয়েছি, তার থেকে খুব বেশী ভালো ছিলোনা B-)

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: তোমার আর আমার জীবন মিলে গেল এই ব্যাপারে। সেম কেস। অনেক স্কুলে পড়তে হয়েছে জীবনভর।
ছেলেদের সাথে পড়ার;
অসুবিধা
গ্রুপ ওয়ার্কে সব কাজ নিজে করতে হয়, ডেডলাইনের রাতের আগে তাদের ঘুম ভাঙ্গে না!
নানা ধরণের টিজিং, প্রপোজালস।
তাদের গার্লফ্রেন্ডদের ইনসিকিউরিটি।
সেক্সিস্ট জোকস।
সুবিধা
ভালো ছেলে-খারাপ ছেলের ট্রেইটসগুলো বোঝা যায় এবং সেভাবে আলাদা করা যায়।
ছেলেদের প্রতি সম্মান বাড়ে মিশতে মিশতে। মনে হয়, আরেহ! ওরা তো আমাদের মেয়েদের মতোই মানুষ!
কিছু গুণ আছে যা স্পেসিফিক্যালি ছেলেদের থাকে এবং মেয়েদের থাকেনা, সেসব শেখা যায়।

বাড়ি থেকে স্কুলের দূরত্ব বড় একটা বিষয়। আমার মা সবসময় চাইত যে আমি যেন বাড়ির কাছে থাকি, তাহলে স্কুলে কোন সমস্যা হল এক দৌড়ে চলে যেতে পারবে। এমনটা হয়েছিল একবার, অনেক ছোট আমি। প্রথম ক্লাসের দিকে মাথা ঘুরতে লাগল, টিচারকে বলতে মা কে ফোন করে দেন। মা নিয়ে যান বাড়িতে। প্রচন্ড রোদে এসেম্বলি করতে গিয়ে অমন হয়েছিল বোধহয়। গরম আমার অসহ্য লাগে।
আচ্ছা আপু, তুমি শীতকাতুরে নাকি গরমে বেশি কষ্ট পাও?

২৬২| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৩

আনমোনা বলেছেন: তুমি কানাডার স্কুলে(সম্ভবত মিডল স্কুল থেকে?) পড়েছ বলে গ্রুপওয়ার্ক ছিলো। আমরা কোনোদিন গ্রুপওয়ার্ক করেছি বলে মনে পরেনা। জানিনা এখন কি হ্য়। আর একসাথে পড়লেই যে মেলামেশা চলত তা কিনতু না। তবে ওরাও যে রক্তমাংসের মানুষ, কোনো সুপার হিউম্যান বা আন্ডার হিউম্যান নয়, এই ধারনাটা আসে।

টিফিনে প্রায়ই বাড়ি আসতাম, ভাত খেতে :)

শীত একদম সহ্য হয়না।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: আপু সুবিধা অসুবিধার লিস্ট শুধু স্কুলের নয়। পুরো শিক্ষাজীবন মিলিয়ে বলেছি দেশ বিদেশ স্কুল/ভার্সিটি মিলিয়ে। যতদিন পর্যন্ত গ্রুপ ওয়ার্ক ছিলনা ততদিন ছেলেদের সাথে মিশতাম না। শুধু বন্ধুত্বের জন্যে মেশা হতো না আসলে, অস্বস্তি লাগত। পরে গ্রুপ ওয়ার্কের স্টেজ শুরু হলে মিশতে হয়েছে, জানতে হয়েছে।

তবে ওরাও যে রক্তমাংসের মানুষ, কোনো সুপার হিউম্যান বা আন্ডার হিউম্যান নয়, এই ধারনাটা আসে।
এটা খুব সুন্দর বলেছ। আচ্ছা মেয়েদের সাথে মিশে ছেলেদেরও কি এমন উপলব্ধি আসে? কে জানে! পুরুষ আড্ডাবাজদের কাছে জানতে হবে।

আহারে, গ্রীষ্মের দেশের শীতকাতুরে মেয়েটা শীতের দেশে পড়ে আছে। হাহা।

গান: view this link

২৬৩| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:৪৪

নিমো বলেছেন: লেখক বলেছেন: হেই নিমো!
এর বিপরীতে কী বলব! ওহে সামু পাগলা০০৭

লেখক বলেছেন: ওয়াও হাও কুল ইজ দ্যাট, আপনি কি গাইতে পারেন নাকি কোন ইনস্ট্রুমেন্ট বাজান?
not cool at all।আমি Group dynamics এ বরাবরই দুর্বল। গাইতে পারি না, তবে চিল্লাচিল্লি করতে পারি। বাজাতে পারি বলাটা ঠিক হবে না, তবে শেখার চেষ্টা করে যাচ্ছি অনবরত এটা বলতে পারেন।

লেখক বলেছেন: তবে আপনি নিজের প্রিয় গানগুলোও দিয়েন। সহ্যশক্তি বাড়াই, হাহা, কিডিং!
প্রাক-প্রস্তুতি হিসেবে নিচের গানগুলো শুনুন
view this link

view this link

এবার শুনুন সহ্যশক্তি বাড়ানোর গান
view this link

নিচের গানটা কিশোরী বেলার আপনি আর আপনার হারিয়ে যাওয়া careless whisperer এর জন্য। ( সহ্যশক্তি বাড়ার গান শুনে নাট-বল্টু খুলে হারিয়ে গেলে, তা খুঁজে না পাওয়া অব্দি এই গান শুনতে থাকুন)
view this link

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ নিমো যে! কেমন আছেন?

এর বিপরীতে কী বলব! ওহে সামু পাগলা০০৭
হিহি।

not cool at all।আমি Group dynamics এ বরাবরই দুর্বল। গাইতে পারি না, তবে চিল্লাচিল্লি করতে পারি। বাজাতে পারি বলাটা ঠিক হবে না, তবে শেখার চেষ্টা করে যাচ্ছি অনবরত এটা বলতে পারেন।
অফ কোর্স ইটস কুল। গেটিং আউট অফ ইওর কমফোর্ট জোন ইজ দ্যা কুলেস্ট থিং!
কি কি বাদ্যযন্ত্র শেখার চেষ্টা করছেন?

আপনি যেভাবে ধাপে ধাপে গানগুলো দিয়েছেন, এবং যে প্রেডিকশনে দিয়েছেন তেমনই লেগেছে আমার। ইশ! আই এম সো ইজি টু রিড! আমি নারী জাতির কলংক। হাহাহা।

সহ্যশক্তি বাড়ানোর গানটি শুনে শ্রবণশক্তির যে ক্ষতি সাধিত হয়েছে তা ঠিক করতে আপনার কাছে অর্থ দাবী করছি। ;)

নিচের গানটা কিশোরী বেলার আপনি আর আপনার হারিয়ে যাওয়া careless whisperer এর জন্য।
ওমা! আমি আবার আপনাকে কখন বললাম যে আমার কোন কেয়ারলেস হুইসপারার ছিল বা আছে?

আপনাকে ধাপে ধাপে গান দিতে পারছিনা, পরপর কিছু গান নিন। কেমন লাগল জানাবেন।
view this link
view this link
view this link
view this link

২৬৪| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: সোহানী আপুর এক পোস্টে হেনাভাইয়ের নিচের মন্তব্যটি পড়ে আমি হাসতে হাসতে শেষ! :)

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চারটা বিয়ে করা জায়েজ? আগে তো ঝানতাম না। বুড়া বয়সে সামুতে আইসা ঝানলাম। হায় হায়, যৌবন থাকলে আমার বুড়ির আরও তিনটা সতীন আইনালাইতাম। হুদাহুদি ৩৭ বছর একটারে নিয়া যৌবনটারে শেষ কইরা দিলাম।

২৬৫| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১০:০১

সামু পাগলা০০৭ বলেছেন: ইয়েএএ অবশেষে সামুর ব্যানার পরিবর্তিত হলো। :)

২৬৬| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ছবিটি অনেক অর্থবহ!!!

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকে আড্ডাঘরে পেয়ে খুবই ভালো লাগল। সুস্বাগতম!

টপিকে অংশ নিয়ে যাবার জন্যে থ্যাংকস। ছবিটি নিয়ে ডিটেইলে কিছু বলতে চান? একটি ছবিকে একেক মানুষ ভিন্নভাবে দেখে। এজন্যেই বলছি, আপনার কথাতে টপিকে আপনার মত আরো ক্লিয়ার হবে।

গান রইল; view this link

২৬৭| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: মুই নতুন ব্লগে । মুই কি পারুম আডডাঘরের আডডায় শরিক হতে?

আবু হেনা ভাই
-"৩৭ বছরে এক বুড়ির সাথে টেনশন ছাড়া ,শান্তিতে :P যৌভন কাটাইতে পারছেন এরজন্য শুকরিয়া আদায় করুন ।কারন যদি আপনি একসাথে ৪ জন যৌবতি ঘরে আনতেন তাইলে তাদের দেখাশোনা লইয়া আপনার খালি টেনশন থাকত ।পাড়ার কুন দুষ্টু পোলা / মানুষ এসে যে ছাতি দিয়া বাঘ মাইরা :-B যাইত টের ই পাইতেন না । পরীক্ষা না দিয়াও দেখতেন বছর শেষে ফলাফল বাইর ঐ গেছে আর আপনি গর্বিত কিছু অইয়া গেছন। আর পোলাপাইন লইয়া কি যে টেনশনে থাকতেন তা আর বলিনা।কি টেনশন বুঝছেন ত?
তার থেকে অনেক বালা আছেন এক বুড়ি লই।নো টেনশন।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা কেন নয়? নতুন পুরোন কোন ব্যাপারই না। আড্ডাঘরের দরজা সবসময় সবার জন্যে খোলা। :) নতুন অতিথিকে সুস্বাগতম গানে - view this link অতিথি থেকে আড্ডাবাজে প্রমোশন পাবেন কিনা সেটা সময়ই বলে দেবে। :)

আড্ডাঘরে এসেই যখন গিয়েছেন নিজের ব্যাপারে কিছু বলুন। একটু পরিচিত করুন নিজেকে। যেমন পেশা কি, শখ কি ইত্যাদি। সব বলতে হবে তা নয়, যা বলতে চান তাই শুধু বলুন। আড্ডাঘরে সবার প্রাইভেসিকে সম্মান করা হয়।

আপনি যেহেতু নতুন তাই বলি, আড্ডাঘরে আমি তর্ক বিতর্ক ও আড্ডা টপিক দিয়ে থাকি। সেটা নিয়ে কথা বলা না বলা পুরোপুরি ইচ্ছের ব্যাপার। ২৫৮ নাম্বার মন্তব্যে বর্তমান টপিকটি দেখতে পারবেন। যদি চান সেটা নিয়ে আলোচনা করুন। যদি না চান তবে অন্য কোন টপিক তুলুন। পয়েন্ট হচ্ছে, কথা বলতে থাকুন। আড্ডাঘর শব্দ ও গানের মেলা। :)

২৬৮| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৯

আকন বিডি বলেছেন: এটাকি সেই ডোডো পাখিদের হাউকাউ না ম্যাওপ্যাও এর আড্ডা? :`>

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ আপনি! আমার আমন্ত্রণ গ্রহণ করার জন্যে অনেক ধন্যবাদ। গানে সুস্বাগতম! view this link

এটাকি সেই ডোডো পাখিদের হাউকাউ না ম্যাওপ্যাও এর আড্ডা?
হাহাহা হোহোহো! কমেন্ট অফ দ্যা ডে! হাসতে হাসতে শেষ। লিজেন্ডারি এই মন্তব্য ইতিহাসের পাতায় জায়গা করে নেবে। ;)

২৬৯| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৬

আমি সাজিদ বলেছেন: টপিক থেকে কি আড্ডা সরে গেল সামু আপু? সবাই ভূড়ির ছবি দিচ্ছে। হেহেহ।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: হেই! খুব ভালো লাগল আড্ডাঘরে পেয়ে। প্রথম এলেন না?
গানে সুস্বাগতম - view this link

আড্ডা কখন আর টপিকে থাকে বলুন? আমি কিছু দিন পরে পরে নতুন টপিক দেই। কিছু টপিক হিট হয় মানে সবাই সেটা নিয়ে আলোচনা করে, আর কিছু টপিক কেউ চেয়েও দেখেনা - পুরোপুরি ফ্লপ খেয়ে যায়। হিহি।
তবে আড্ডাঘরে কারেন্ট টপিকটা নিয়ে যে কথা বলতেই হবে এমন কোনওও কম্পালসন কখনোই ছিলনা। যার ইচ্ছে হয় টপিক নিয়ে বলবে, যার হয়না সে অন্য কোন টপিক তুলবে। আড্ডা জমলেই হলো। :)
তবে ওপরে এই টপিকটা নিয়ে আমি আর মনা আপু আড্ডা মেরেছি, সেটা পড়ে নিতে পারেন টপিকে কৌতুহল থাকলে। :)

২৭০| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৯

আকন বিডি বলেছেন: ধন্যবাদ আমন্ত্রনের জন্য।
গানে কি পেট ভরবে?
কো- এডুকেশনে মেয়েদের সামনে ছেলেদের প্রেসটিজ পাংচার হইলে সামাল দেবার ব্যবস্থা নাই। খুব খারাপ।
আপনিতো সামুর সামুপাগলা চুপটি কাইরা বসেন, পাগলামী বাদ দিয়ে শুনেন।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৩

সামু পাগলা০০৭ বলেছেন: শুনছি গানের গল্প, শুনে মন্তব্য করছি। :)

২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ আমন্ত্রনের জন্য।
এবসোলুটলি মাই প্লেজার। :)

পেট ভরানোর জন্যে আড্ডাঘরে প্রচুর খাবার রাখা আছে। কিছুই পছন্দ হলো না আপনার?

কো- এডুকেশনে মেয়েদের সামনে ছেলেদের প্রেসটিজ পাংচার হইলে সামাল দেবার ব্যবস্থা নাই। খুব খারাপ।
হিহি। আপনি কি কো-এড এ পড়েছেন নাকি বয়েজ স্কুল/কলেজে? মেয়েদের সাথে পড়ার কিছু সুবিধা অসুবিধা বলুনতো।

শুনলাম আপনার দেওয়া দারূণ গানটি। কত পুরোন দিনের গান শোনেন আপনি! বাব্বাহ!
আপনার জন্যে গান: view this link চলে যান শৈশবে! :)

২৭১| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৫

আকন বিডি বলেছেন: পেট ভরানোর জন্যে আড্ডাঘরে প্রচুর খাবার রাখা আছে। কিছুই পছন্দ হলো না আপনার?
২৭ শে জুনের খাবার ২৪শে আগস্ট? কিডিং? :-/
হিহি। আপনি কি কো-এড এ পড়েছেন নাকি বয়েজ স্কুল/কলেজে? মেয়েদের সাথে পড়ার কিছু সুবিধা অসুবিধা বলুনতো।

কেজি ১ থেকে ক্লাশ ২ পর্যন্ত কো এড। ক্লাশ ৩ থেকে ৭ পর্যন্ত বয়েজ। ক্লাশ ৮ থেকে ক্লাশ ১২ পর্যন্ত কো-এড। অনার্স বয়েজ। এমবিএ কো-এড।

এইটা পড়লে বুঝবেন।
বরিশাল ১
পুরাতন গানের কথা সুন্দর। তবে নতুন কিছু কিছু গানের কথা সুন্দর।
শৈশবের কথা মনে করাইয়া আমার ব্যাপক কষ্ট লাগলো। :(
view this link

২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: কেজি ১ থেকে ক্লাশ ২ পর্যন্ত কো এড। ক্লাশ ৩ থেকে ৭ পর্যন্ত বয়েজ। ক্লাশ ৮ থেকে ক্লাশ ১২ পর্যন্ত কো-এড। অনার্স বয়েজ। এমবিএ কো-এড।
আমারো আপনার মতোই। মিলিয়ে মিশিয়ে।

পড়ে এলাম, থ্যাংকস লেখাটি শেয়ার করার জন্যে।

আসলেই পুরোন গানের কথাগুলো অনেকদিন পর্যন্ত মনে গেঁথে থাকে। নতুনগুলো তো মনেই থাকেনা। সব গান একই রকম। হয় ছেলে ছ্যাকা দিয়েছে অথবা মেয়ে। বৈচিত্র বলতে ঐ। নাহলে দুটো গানে পার্থক্য করা যায়না। এসব গান নিয়ে সামনের জেনারেশনের কাছে মুখ দেখানো দায় হবে।

কেন কষ্ট লাগল? শৈশব চলে গিয়েছে বলে? স্মৃতিগুলো তো যায়নি, না?
গান: view this link

২৭২| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৮

আনমোনা বলেছেন: হিহি আকন বিডি। আমি যে লেখাটা শেয়ার করেছি তা ছেলেদের প্রেসটিজ পাংচার নিয়েই। পাগলী বুঝলোনা।

২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: হিহি পরিচ্ছন্ন বাংলায় লেখা বুঝব না কেন আপু? আমিতো আর পাগল না শুধু মাথায় একটু ছিট আছে। ;)
আমি এই ব্যাপারে ডিসকাশন চেয়েছিলাম আড্ডাবাজদের কাছ থেকেই। অন্য কারো স্মৃতিচারণ নয়, আড্ডাবাজদের ভাবনা/অভিজ্ঞতার দিকে আড্ডার স্টেয়ারিং ঘোরাতে চেয়েছিলাম।
কো এডুকেশন হচ্ছে বলে যে ছেলেরা বেশি মার খাচ্ছে তা কিন্তু নয়। আলাদা আলাদা পড়লেও ছেলেরাই বেশি দুষ্টুমি করে ও মার খায়। আমি যখন গার্লস স্কুলে পড়তাম, বয়েজ স্কুলে মারাত্মক দুষ্টুমি ও শাস্তির ভয়ংকর সব গল্প শুনতাম। বয়েজ স্কুলে মাস্টারি করা খুব কঠিন সেটাও শুনতাম। মেয়েদের সামনে বরং টিচারদের একটু রাখঢাক করতে দেখেছি, কিছু কিছু বকা(গালি) ও প্রহার মেয়েদেরকে লজ্জা না দেবার জন্যে করাই হতো না।
কোএড এ ছেলেরা মেয়েদের সামনে বেশি লজ্জ্বিত হচ্ছে কেননা মেয়েরা শুধু বন্ধু নয় মেয়ে বন্ধু হয়। সেই মেন্টালিটি পরিবর্তন করতে কিছু টিচারেরা ভূমিকা তো রাখেই না উল্টো আরো উশকে দেয়। সমাজ ছেলেদের দুষ্টুমিকে "ছেলেমানুষী" আর মেয়েদের দুষ্টুমিকে "মেয়েমানুষী" মনে করে। মেয়েমানুষ আর ছেলেমানুষ শব্দ দুটোর মানে ভীষন রকম আলাদা। সেজন্যে মেয়েরা পড়াশোনা বেশি করে, ঘরের মধ্যে বেশি থাকে - সো কলড লক্ষ্মী হয়। ছেলেদের এতসব কিছু মেইনটেইন করে চলতে হয়না। ফলে ওরা বেশি স্বাধীনতা ও শাসন দুটোই পায়।
প্রশ্ন হচ্ছে - ছেলেদের এই প্রেস্টিজ পাংকচার কি কো এডুকেশন বন্ধ রাখলেই সলভড হবে? নাকি টিচারদের বেটার ট্রেইনিং দেওয়া দরকার ছেলে/মেয়ে যেকোন শিশুদের গায়ে হাত তোলা এবং অপমান/হেয় না করার ব্যাপারে? নাকি সমাজের ছেলে ও মেয়েকে একই ভাবে ডিসিপ্লিন শেখাতে হবে কাউকে বেশি ছাড় না দিয়ে? নাকি অন্য কোন সল্যুশন আছে।

২৭৩| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫১

আনমোনা বলেছেন: মেয়েদের সুবিধা ছিলো। একই অপরাধে/পড়া না পারায় বেতের যে বাড়িগুলো পরতো তা ছেলেদের তুলনায় কমজোরি ছিল। তাও কদাচিৎ।

২৭৪| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৭

আকন বিডি বলেছেন: @ আনমোনা ভয়ংকর সব অবস্থা হয়। মেয়েদের দোষ হইলে অল্পে পার পেয়ে যায়। কিন্তু ছেলে হইলে কথা নাই। নগদ পরিষোধ।
চট্টগ্রামে তখন স্কুলে পড়ি। এক ফ্রেন্ড এক মেয়ের সাথে দুস্টমি করে। সেই মেয়েটি আবার আর এক ফ্রেন্ডের ছোট বোন। আমিও সেই দুস্টামির সময় ঐ ফ্রেন্ডের সাথে ছিলাম। আমিও দুস্টমি করি। মেয়েটি হেড স্যারের কাছে নালিশ করে। নগদ জোড়া বেত দিয়ে পিঠের উপর সেই ফ্রেন্ডেকে পিটুনি দেয় স্যার। আমিতো ভয়ে অস্থির এবার বোধয় আমার পালা। মেয়েটি আমার নামে বিচার দেয় নাই বলে রক্ষা। সবার সামনে স্যার পিটুনি দেয়।
কো-এড দরকার নাই কুটি কালে। যার শনির দশা লাগে তার জীবন তামা তামা। :((

২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: আহারে বেচারা মনে কত কষ্ট! হাহা।

কুটি কাল না হোক, বড় কালের ব্যাপারে কি মত? আমি ওপরে একটা মন্তব্যে বলেছিলাম ছেলেদের সাথে মিশতে গিয়ে তাদের কাছ থেকে অনেককিছু শিখেছি। যেমন অনেক আগে খুব প্যানিকড হয়ে যেতাম পড়াশোনা নিয়ে। ঠিকমতো এসাইনমেন্ট সাবমিট করতে পারব কিনা, পরীক্ষায় ভালো মার্ক পাব কিনা ইত্যাদি। কিন্তু ছেলেদের দেখতাম খুব লাইটলি সবকিছুকে নিতে। মনে মনে আসলেই কুল নাকি লোক দেখানো তা জানি না। তবে এটা দেখে আমারো মনের থেকে ভয়/টেনশন দূরে চলে গিয়েছে।
আপনি কি মেয়েদের কাছে ভালো কিছু শিখতে পেরেছেন কো এড এ?

গান: view this link

২৭৫| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: আডডা টপিক " কো এডুকেশন অর নট"?

সহ-শিক্ষা বা কো- এডুকেশন মানে ছেলে - মেয়ের লেখাপড়ার জন্য একসাথে অবস্থান কেই বুঝায়।এ ধরনের শিক্ষা ব্যবস্থায় ছেলে-মেয়ের একত্রে মেলা-মেশা,কথা-বার্তা ,চলা-ফেরায় কোনরুপ প্রাতিষ্ঠানিক বাধা না থাকাকেই বুঝায়।

আমার মনে হয় এর দুইটি দিকই রয়েছে।এর যেমন উপকারী দিকও রয়েছে তেমনি ক্ষতির আশংকা ও মনে হয় কমনা।

প্রথমে উপকারী দিকের দিকে তাকাই -

কোন এক বাণী পড়েছিলাম "এই পৃথিবীতে কল্যানকর তৈরী হয়েছে তার অর্ধেক করিয়েছে নর আর অর্ধেক করিয়েছে নারী।" কাজেই নারীর সহযোগীতায় পৃথিবী এগিয়ে যাবে আর সেই সহযোগীতার ভিওি গড়ে উঠতে পারে কো- এডুকেশনের মাধ্যমে।
"সহ-শিক্ষা কর্ম জীবনে সফলভাবে কাজ করার ভিত্তি গড়ে দেয়। ছেলে-মেয়ের পারস্পরিক মেলা-মেশার মধ্য দিয়ে তারা পরস্পরের প্রতি সহনশীল হওয়ার শিক্ষা পায় এবং উভয়ে উভয়কে ভালভাবে বুঝতে পারে যা তাদেরকে পরবর্তিতে কর্মজীবনে বিপরীত লিংগের সহকর্মীর সাথে সঠিক আচরন করতে সহায়তা করে।"
"সর্বোপরী "নার-নারী "র একের প্রতি অন্যের আকর্ষন দূর্নিবার। এ সৃষ্টির ই নিয়ম। উভয়েই বিপরীত লিংগের প্রতি আকর্ষিত হয় এবং উভয়ে উভয়ের সম্পর্কে জানতে ও বুঝতে চায়।আর এই জানা ও বুঝার ক্ষেত্রে সহ-শিক্ষা কার্যকরী ভূমিকা পালন করতে পারে"।
এবার নজর দেই ক্ষতি বা কুফল এর দিকে -
যেহেতু "নার-নারী "র একের প্রতি অন্যের আকর্ষন দূর্নিবার।আর এই সহ-শিক্ষা আগুনে ঘি ঢালার মত কাজ করবে।অপরিণত মানষিকতা,কৈশোরপ্রাপ্ত বা সুযোগ সন্ধানী ছেলে-মেয়েদের যখন এ সুযোগ মিলবে তখন একটা কিছু করবে এটা নিশ্চিত।তা ভাল খারাপ দু রকমই হতে পারে।আর এর প্রভাব ছেলে-মেয়ে উভয়ের জীবনেই সুদুরপ্রসারী প্রভাব ফেলে (এরকম বহু নজির আমাদের সমাজে বর্তমান ) ।
কিশোর অপরাধ,কৈশোরে গর্ভধারন,অনাকাংখিত গর্ভধারন, অসম বয়সী সম্পর্ক, পরকীয়া এসবের বেশীরভাগের ই হাতে খড়ি হয়
সহ-শিক্ষা র মাধ্যমে।

সহ-শিক্ষা ইসলাম কি বলে ?

ইসলামের দৃষ্টিতে সহ-শিক্ষা নিষিদ্ধ নয় তবে তা ইসলামের পর্দা প্রথার সাথে মিলেনা।আর তাই আল্লাহ পবিত্র কুরআনে বলেন- "হে নবী! আপনি মুমিন পুরুষদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। এটা তাদের জন্য উত্তম। নিশ্চয়ই তারা যা করে, আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত"। (সুরা আল নূর – ২৪ ঃ ৩০)
নবী করিম (সঃ) বলেছেন- " মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। সুতরাং, তারা যখন (পর্দা উপেক্ষা করে) বাইরে আসে তখন শয়তান তাদেরকে (অন্য পুরুষের দৃষ্টিতে) সুসজ্জিত করে দেখায়"। (তিরমিযী, মেশকাত)
তাই সহ-শিক্ষা ব্যাপারে ইসলামিক দৃষ্টিভংগি হলো - " ছেলে-মেয়েরা পৃথক পৃথক শিক্ষা প্রতিষ্ঠানে থেকে শিক্ষা গ্রহন করবে। আর কারো যদি সে সুযোগ না থাকে তবে পরিপুর্ন পর্দা অবলম্বন করে জ্ঞান অর্জন করবে "।

সব শেষে ,সব কিছুরই ভাল-খারাপ দুটি দিক আছে।কোন কিছই এ দুনিয়ায় শতভাগ ভালনা আবার খারাপ ও না।যে কোন কিছুর ভাল খারাপ নির্ভর করে তার প্রয়োগ ও পরিমিতি বোধের উপর।যদি ছেলে-মেয়ে (নারী-পুরুষ) উভয়ে উভয়ের উপর প্রতি শ্রদ্ধাশীল হ্য় ও সম্মান প্রদর্শন করে, যাবতীয় পংকিলতা ও পাপাচার থেকে নিজেদের হেফাজত করে এবং উভয়ে উভয়কে সহযোগীতার মন নিয়ে সহযোগীতা করে তাহলে সহ-শিক্ষা হতে পারে নিজেকে/দুনিয়াকে ভাল কিছু দেয়ার মাধ্যম হিসাবে।

আর তা যদি না হয় তবে সহ-শিক্ষা হতে পারে উভয়ের জীবনের জন্য এক অভিশাপ ।ব্যাপারটা এমন, নিয়ম মেনে,পরিমানমত ও সঠিক ঔষধ খেলে ঔষধে অসুখ খেয়ে ফেলে আর তা না করে বেঠিক, অনিয়মিত, ও অপরিমিত ঔষধ খেলে ঔষধে জীবন খেয়ে ফেলে।



২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২২

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ! আরেহ করেছেন কি! বাহ! সময় ও মেধা ব্যায় করে দারূণ বিশ্লেষনী মন্তব্য করেছেন। আড্ডাঘরে নতুন এসেই ছক্কা! :)

প্রথমেই, আপনি আড্ডাঘরে নতুন তাই গত ৪ বছর ধরে চলে আসা নিয়মটি আপনাকে জানিয়ে দিচ্ছি। আড্ডাঘরে আমরা ধর্ম ও রাজনীতি নিয়ে কোন কথা বলিনা। নাহ নাহ এটা ভাববেন না যে আড্ডাঘরে মানুষজন ধর্মে বিশ্বাস করেনা বা রাজনৈতিক আদর্শ নেই। আড্ডাঘরে ভীষণ ধার্মিক, মোটামুটি ধার্মিক, অন্য ধর্ম মতের - সব ধরণের মানুষই রয়েছেন। আসলে ধর্ম ও রাজনীতি খুব স্পর্শকাতর বিষয়। এটা নিয়ে দুজন মানুষের মধ্যে মত পার্থক্য হলেই কেমন যেন শত্রুতা বেঁধে যায়। আপনি সামুতে দেখবেন মাঝেমাঝেই ধর্ম/রাজনীতি নিয়ে ক্যাচাল বাঁধে। আমরা আড্ডাঘরকে একটা আনন্দময় শান্তিপূর্ণ ঘর হিসেবে রাখতে চেয়েছি। এখানে তাই সাধারণত হালকা বিষয় নিয়ে কথা হয়। আড্ডাঘর তো কথারই মেলা এবং সামুর মধ্যে ছোটখাট একটা কমিউনিটি আড্ডাঘর। এখানে যদি কথার মধ্যে শান্তি বজায় রাখার সিস্টেমটি না থাকত তবে আড্ডাঘর অনেক আগেই বন্ধ হয়ে যেত। আমি আশা করি অন্য সবার মতো, আপনিও আড্ডাঘরের নিয়ম মেনে চলবেন। আমি এক্সট্রিমলি সরি আগেই আপনাকে এটা বলে না দেবার জন্যে। আসলে আপনি চমৎকার ভাবে বিশ্লেষন করবেন পুরো বিষয়টা সেটা আমি বুঝতেই পারিনি।

আমার মনে হয় এর দুইটি দিকই রয়েছে।এর যেমন উপকারী দিকও রয়েছে তেমনি ক্ষতির আশংকা ও মনে হয় কমনা।
আসলেই সবকিছুর খারাপ ভালো দুইই থাকে। একজন মানুষ সিস্টেমের খারাপটাকে গ্রহণ করবে নাকি ভালোটাকে সেটা শুধু তার ওপরে নির্ভর করে।

"সহ-শিক্ষা কর্ম জীবনে সফলভাবে কাজ করার ভিত্তি গড়ে দেয়। ছেলে-মেয়ের পারস্পরিক মেলা-মেশার মধ্য দিয়ে তারা পরস্পরের প্রতি সহনশীল হওয়ার শিক্ষা পায় এবং উভয়ে উভয়কে ভালভাবে বুঝতে পারে যা তাদেরকে পরবর্তিতে কর্মজীবনে বিপরীত লিংগের সহকর্মীর সাথে সঠিক আচরন করতে সহায়তা করে।"
ঠিক!

কিশোর অপরাধ,কৈশোরে গর্ভধারন,অনাকাংখিত গর্ভধারন, অসম বয়সী সম্পর্ক, পরকীয়া এসবের বেশীরভাগের ই হাতে খড়ি হয়সহ-শিক্ষা র মাধ্যমে।
সহশিক্ষা আসলেই অনেক বিপদজনক এবং দুশ্চিন্তাজনক হয়ে ওঠে বাবা মায়ের জন্যে। ছোট বয়সে আবেগ বেশি, সেই বেশি আবেগ নিয়ে বারবার প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়া সমাজে অনেক ভারসাম্যহীনতার সৃষ্টি করতে পারে। একটা ছেলে/মেয়ে নিজেকেই জানেনা, এমন অবস্থায় যদি নিজের জীবনসঙ্গীকে সিলেক্ট করতে যায় তাহলে তো সমস্যা। ভূগোলের ম্যাপ না এঁকে যদি প্রেমিকার চুল আঁকে, অংক খাতায় না কষে যদি বাবার পকেট চুরি করতে গিয়ে কষে এবং ভাবে এই টাকায় প্রেমিককে জন্মদিনের উপহার দিতে হবে - তাহলে তো হলো!
ওপরের কথাগুলো ইন্টারনেটের আগের যুগে কার্যকরী ছিল। তখন ছেলে ও মেয়েকে আলাদা আলাদা স্কুলে পাঠিয়ে দিলেই সমস্যা সল্ভড। কিন্তু আজ যখন এক ক্লিকে যেকোন দেশের যেকোন সমবয়সীর সাথে মেলামেশা করা সম্ভব হচ্ছে, তখন শুধু স্কুল আলাদা করে সমস্যা বাড়বে নাকি কমবে? একদিকে স্কুলে মেলামেশা করা যাচ্ছে না অন্য জেন্ডারের মানুষের সাথে, অন্যদিকে অনলাইনে হাজার হাজার মানুষের সাথে বন্ধুত্বের হাতছানি! একটি সিস্টেম কৌতুহল বাড়িয়ে দিচ্ছে, অন্যটি কোন কৌতুহল থাকতেই দিচ্ছেনা, সব মুখের কাছে এনে ধরছে। দুটোর মধ্যে ব্যালেন্স করতে পারা সম্ভব?
আমার অবশ্য মত একটা বয়স পর্যন্ত বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া উচিৎই না। কিন্তু বাচ্চাদের পড়াশোনা প্রযুক্তিনির্ভর হয়ে যাওয়ায় সেটাও আর প্র্যাক্টিক্যাল নয়। চারিদিক দিয়ে সমস্যা!

নিয়ম মেনে,পরিমানমত ও সঠিক ঔষধ খেলে ঔষধে অসুখ খেয়ে ফেলে আর তা না করে বেঠিক, অনিয়মিত, ও অপরিমিত ঔষধ খেলে ঔষধে জীবন খেয়ে ফেলে।
বাহ! চমৎকার বলেছেন! সব কথার শেষ কথা আপনার এই কথাটিই।

অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ মন্তব্যটির জন্যে।

২৭৬| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চিঠি নিয়ে ক্লাশে বাধে এক হৈ হৈ কান্ড। ফলাফল মেয়েরা অভিযোগ করে ০৩ (ছেলেদের) জনের নামে। তারপর মাইর কারে কয়। ৭ম শ্রেণীর ঘটনা। আহা! বেচারা লিমন , কি মাইর না খেল।

২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: যাক! আমার এই টপিকে একটা লাভ হলো। বহুদিন পরে আমাদের কথা মনে পড়ল আপনার। কেমন আছেন? ভাবী ও বাবু কেমন আছে? করোনাকালে সুস্থ ছিলেন তো?
অনেক প্রশ্ন করে ফেললাম, কি করব বলুন? এতদিন আসেন নি বলে প্রচুর কথা জমে গিয়েছে।

হাহাহা। আমি কেন যেন মজা পাচ্ছি এসব গল্প পড়ে। যদিও এর একটা সিরিয়াস দিক আছে। ছোট একটি ছেলের অপমান হওয়া, মেয়েদের একটা নেগেটিভ রূপ দেখে নেওয়া - অনেক খারাপ প্রভাব ফেলতে পারে। আবার অন্যদিকে চিঠি দেওয়া ও নালিশ করার পুরো বিষয়টার মধ্যে একটা ইন্নোসেন্সও আছে।

গান: view this link

২৭৭| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: ২৭৫ নং এর প্রেক্ষাপটে আপনার জবাবে আমি বড়ই প্রীত :> হইলাম।

ব্যক্তিগতভাবে আমি ইসলাম ধর্মের অনুসারী যদিও তারপরে ও আমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করিনা।তবে প্রত্যেক ধর্মের প্রতিই আমি সম্মান বোধ করি।

আমি আসলে ন্যায়-নীতি ,সামাজিকতা-লৌকিকতা প্রত্যেকটি দিকে খেয়াল রেখেই মন্তব্য করতে চেষ্টা করি এবং করেছি।

তারপরেও নতুন হিসাবে অপরাধ মার্জনীয়।

সর্বোপরী ,আমাদের টপিক সম্পর্কে একটা কথাই বলব ,সহ-শিক্ষা ভাল যদি আমরা তা ভাল অর্থে এবং ভাল ভাবে ব্যবহার করতে পারি।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: না না আপনি কোন অপরাধ করেন নি। আপনি সব পয়েন্ট অফ ভিউ ইনক্লুড করে পরিপূর্ণ মন্তব্য করেছিলেন বিষয়টি নিয়ে। আমিই ভুল করেছি আপনাকে আগেই আড্ডাঘরের নিয়ম না জানিয়ে।

আমাদের টপিক সম্পর্কে একটা কথাই বলব ,সহ-শিক্ষা ভাল যদি আমরা তা ভাল অর্থে এবং ভাল ভাবে ব্যবহার করতে পারি।
আড্ডাঘরের বেশিরভাগ মানুষই সহমত হবে নিশ্চই এই ভারসাম্যপূর্ণ বক্তব্যে।

গান: view this link
কি ধরণের গান শুনতে পছন্দ করেন আপনি?

২৭৮| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৪

আকন বিডি বলেছেন: দুইটা ঘটনা বলি
যখন এমবিএ করি তখন গ্রুপে এক মেয়ে ছিল। একদিন ক্লাশ থেকে আগে ভাগে চলে যায় এটেন্ডেন্স না দিয়ে। পরে ক্লাশ শেষে আমাকে ফোন দেয় আমি দিয়ে দিয়েছি কিনা। আমি না বলতেই সে কি ঝাড়ি ফোনে। অথচ তার কুটি কালের বান্ধবির কাছে বললে এটেন্ডেন্স দিয়ে দিত।
এখনো চলমান ঢাবির এমপিএফ, শেষ সেমিস্টারে রয়েছি। একটা গ্রুপ এসাইনমেন্টে আমরা চার জন, এর মধ্যে একটা মেয়ে। আমি আর এক বড় ভাই এসাইনমেন্টটা সম্পূর্ন করে সবার কাছে জমা দেওয়ার ১ সপ্তাহ আগে মেইল করে দেই যেন ভুল ধরে সংশোধন করা যায়। প্রেজেন্টেশন এর আগের দিন সেই মেয়ে বলে বিভিন্ন জায়গায় ভুল আছে। আমরা বলি এই এক সপ্তাহ কি করলেন। তার জবাব সে জবে ব্যস্ত ছিল। আমরা বলি আমরা কি বসে থাকি। আমরাও জব করি। পরে এক কথা দুই কথা বলে কথাই বারে কিন্তু সমাধান হয় না। সেই মেয়ের সাথে এখনও দেখা হয়, বিশাল ভাব ধরে বলে আগ বাড়িয়ে কথা বলি না। অল রেডি বলির পাঠা হয়েছে একটা ছেলে, ৪র্থ মেম্বার। ফেল করেছে সে।
কুটি কালের অভিজ্ঞতা ভালো না, বড়বেলার অভিজ্ঞতাও সুখকর না।
আর তেলাপোকা দেখলে মেয়েরা যে ভাবে লাফ দেয়, তারাই পরীক্ষার আগে একটু হাউকাউ করবেই এটাইতো নরমাল বিষয়। B-))

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:০০

সামু পাগলা০০৭ বলেছেন: ওরে গাধারে! এই ঝাড়ি তো ঝাড়ি না বৎস! ইহা অন্যকিছু। অধিকারের মতো করে অনধিকার মানুষ কখন ফলায় তাও বুঝিতে পারিলেন না! ;) নাহ আপনার কিচ্ছু হবেনা। হিহি।

দ্যাটস টু ব্যাড! মেয়েদের কাছে ছেলেদের এবং ছেলেদের কাছে মেয়েদের অনেককিছু শেখার আছে। কিন্তু আপনি সেই সুযোগ/তেমন মানুষ কখনো পাননি! দুঃখজনক!

আপনি যে ঘটনা বললেন ওটা আমার সাথে ছেলেদের নিয়ে কখনো হয়নি। কেননা দেখে টেখে ভুল ধরিয়ে দেবার খাটুনিটাও আমার কোন ছেলে সহপাঠি করেনি। নিজের অংশটুকু করার পাশাপাশি অন্য সবার অংশের প্রুফরিড/ফরম্যাটিং/এডিটিং ইত্যাদি আমাকেই করতে হয়েছে। এমনও হয়েছে কোন একটা এসাইনমেন্ট গ্রুপ/ইনডিভিজুয়ালী করার চয়েস আছে। আমি পুরোপুরি একা করেছি। সাবমিশনের দিনে কোন ছেলে সহপাঠি বলেছে ও ভুলে গিয়েছিল আজই সাবমিশন ডেট, আমি যেন তার নামটা এড করে দেই! আমার বন্ধুর কাছের বন্ধু বলে না ও করিনি।
এসব অভিজ্ঞতা নারী পুরুষ ভেদে সবার সাথে হতেই থাকে।

একটা মেয়েকে ঘর সংসারে এতকিছু করতে হয় যে অনেকসময় সেসবের চাপে অফিসে লেট করে পৌঁছায়, এসাইনমেন্টে কন্ট্রিবিউট করতে পারেনা। সমাজ ও পরিবার আরেকটু সাহায্য যদি করে তাহলে দেখবেন মেয়েরা সমানতালে কাজ করবে এবং আপনাদের দুঃখের অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আর যেতে হবেনা।

অনেক সিরিয়াস কথা হয়ে গেল! মজার গান শুনুন: view this link :)

২৭৯| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৭

আকন বিডি বলেছেন: সরি গান এড করতে ভুলেছি বলে।
view this link

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: ব্যাপারস না। আপনি পুরোন দিনের বাংলা ভারতীয় গানগুলো খুব পছন্দ করেন, তাই না?
গান: view this link

২৮০| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৩

আকন বিডি বলেছেন: দুই বাচ্চার মা আমার কাছে অধিকার ফলাবে? :-&
এক সপ্তাহের মধ্যে সময় হয় নাই? এমনকি পারছে না, আগে বলবে না? X((
যাই হোক আমার অভিজ্ঞতা খুব একটা ভালো না। আরো উদাহরন দেওয়া যায়। বাদ দেন।
view this link

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: যে যুগ এসেছে, দুই বাচ্চার মাও অধিকার ফলাতে পারে। হাহা কিডিং!

তার কোন এমারজেন্সি থাকতেই পারে। আমি সেটার জন্যে তাকে জাজ করছিনা। আমার এমন অনেক নারী/পুরুষ ক্লাসমেট আছে যারা ঠিকমতো পড়াশোনায় সময় দিতে পারে ণআ কম্প্লিকেটেড পারসোনাল লাইফের জন্যে। কিন্তু প্রবলেম হচ্ছে উনি নিজে তেমন কিছু না করে ভুল ধরতে গিয়েছেন। ভুল ধরা তাদেরই শোভা পায় যাদের সময়/মেধা আছে বিষয়টিতে দেবার মতো। পরে ভাব দেখানোটা ওনার ব্যক্তিত্বকে আরো হালকা করে দিয়েছে। এসব শুধু আপনার ভার্সনের ভিত্তিতে বলছি, ওনার ভার্সনটি তো জানা সম্ভব না আমার পক্ষে। প্রতি গল্পের তিনটা ভার্সন থাকে - আমার, আপনার, ও সত্য! :)

বাহ বাহ বাহ! অসাধারণ গান! খুবই প্রিয়!

গান: view this link

২৮১| ২৬ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: হেই আড্ডাবাসী!

সবাইকে ধন্যবাদ লাস্ট টপিকটিতে নিয়ে জমজমাট আড্ডা দেবার জন্যে। :) এখন নতুন টপিক নিয়ে হাজির হলাম।

তর্ক বিতর্ক টপিক: দেশী নাটক/ভারতীয় সিরিয়াল?
আপনার কোনটি দেখতে বেশি ভালো লাগে এবং কেন? নাকি কোনটাই ভালো লাগে না? দুই দেশের দুই ধরণের নাটক নিয়ে চলুক আড্ডা! দয়া করে নাটক ও সিরিয়ালগুলোর ধরণ/অভিনয়/মেকিং/ম্যাসেজ ইত্যাদি নিয়ে আলোচনা করুন, সেসব যারা দেখেন সেসব দর্শকদের রুচি নিয়ে নয়। ধন্যবাদ।

২৮২| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওপরের লিংকের প্রথম ভিডিওটি দেখার পর মন্তব্যটি ডিলিট করে দিতে ম্যাডামকে অনুরোধ করছি।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:০০

সামু পাগলা০০৭ বলেছেন: ডিলিট করে দিয়েছি হেনাভাই। :)

গান: view this link

২৮৩| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫০

মোহামমদ কামরুজজামান বলেছেন: সামু পাগলা ভাই ( আমি জানি আপনে :) বহিন ) ২৬৭ নং - মন্তব্যের জবাব - মোর পরিচয় :

১। জন্ম এবং বেড়ে ওঠা - "------------------" য় যেখানে, শ্যামল মায়া মেঘনা উদাস,কন্ঠে তার মনিহার গোমতি তিতাস ।পয়দা থেকে কলেজ পর্যন্ত সেখানেই।
২।এর পরের পড়াশোনা - "--------------" এ দেশের প্রধান এবং জনবহুল শহরের পুরাতন এলাকায় অবস্থিত ততোধিক ছাত্রবহুল,ঐতিহ্যপূর্ণ এবং জ্যাম-ঘামের সাথে সাথে চিপা গলিতে অবস্থিত পাঠশালায়।
৩। পেশা - ফরেন কামলা ( বৈদেশ / পাথুরে মরুর দেশ এ ) ।দেশে কিছু করার সামর্থ্য না থাকায় ( মামা-খালু,দুলাভাই কেউ নাই তাই)
৪।শখ - পড়া ,পড়া এবং পড়া ।আর তার সাথে শখ হল ভ্রমণ ।সুযোগ পাইলেই হাওয়া (বাস ,সাইকেল,ট্রেন কিংবা হনটন। যখন যা মিলে বা সম্ভব )।

পাগলা ভাই (বহিন ) -আপনার জন্য ধাধা -
১। আমার জন্মস্থান কুতায়?(ইঙ্গিত ত দিছিই তার পরে ও আদি ও অকৃত্রিম BNCC জেলার সদস্য তে)
২। লেখাপড়া কুতায়? - ( এটার ইঙ্গিত ও দিছি ।তারপরেও বলি বড় বাপের পোলায় খায়,গামছা বাইন্ধা লইয়া যায় এলাকায়)।

আপনার প্রতি অনুরোধ-
আমার ব্লগে একবার ঢু মারবার জন্য আর প্রাসংগিক বিষয়ে প্রতিটি পোস্টে ( আমার পোস্ট শুধুমাত্র ৫ টি ) আপনার মূল্যবান মন্তব্য আশা করছি যা আমাকে আডডাঘরের আডডায় দিক নির্দেশনা দিবে।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৭

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা! আমি সিরিজে সবাইকে কুইজ দেই আর আপনি উল্টো আমাকে কুইজ দিয়ে দিলেন। :)

১) কুমিল্লা ২) আমার ভীষন প্রিয় পুরান ঢাকা! :)

পড়া শখ? কোন বিষয়ে বা কি ধরণের বই পড়তে ভালোবাসেন?
বাস ,সাইকেল,ট্রেন, হাঁটা - এর মধ্যে কোন বাহনটা সবচেয়ে প্রিয়?

ওমা আপনিও প্রবাসী? আড্ডাঘরের বেশিরভাগ আড্ডাবাজই প্রবাসী, এখানে আপনার নিশ্চই অনেক ভালো লাগবে।

আমি অবশ্যই আপনার ব্লগবাড়িতে বেড়াতে যাব তবে সকল পোস্টে মন্তব্য হয়ত করবনা। আমি সবসময় শুধু সেসব পোস্টেই মন্তব্য করি যেখানে আমার বলার মতো কিছু থাকে। আমি গিয়ে যেসব পোস্টে নিজের বলার মতো কিছু পাব সেখানেই মন্তব্য করব।

গান: view this link

২৮৪| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: থ্যাংক ইউ ম্যাডাম। আসলে লিংকটিতে একটি ধর্মীয় বিষয়ের ভিডিও ছিল, যা আড্ডাঘরের অলিখিত নিয়মের সাথে যায় না। ধর্ম ও রাজনীতি বিষয়ে মন্তব্য না করতে আমি নিজেই এক সময় সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম। সেই কারণে তোমাকে মন্তব্যটি ডিলিট করতে বলেছিলাম, যাতে লিংকটি না থাকে। ধন্যবাদ।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:১১

সামু পাগলা০০৭ বলেছেন: মোস্ট ওয়েলকাম মাই ডিয়ার হেনাভাই!

মজার ব্যাপার গতকালই ধর্ম/রাজনীতি নিয়ে আলোচনা না করার কথা উঠেছিল আড্ডাঘরে, আজ আপনিও একই কথা আবার তুললেন। হেনাভাই আপনার ধর্ম/রাজনীতি নিয়ে আড্ডা না দেবার ডিসিশন একেবারে ঠিক ছিল। সে কারণেই আড্ডাঘরে ক্যাচাল সেভাবে বাঁধেনি এবং শান্তি বজায় থেকেছে। আমি সবসময় অক্ষরে অক্ষরে এই ব্যাপারটা মেইনটেইন করার চেষ্টা করেছি। সর্দারের কথামতোই আড্ডাঘর চলবে। :)

সুর! view this link

২৮৫| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: পড়ার ব্যাপারে সর্বভূক (যা পাই তাই পড়ি ) বলতে পারেন।

চটি থেকে চন্ডিপাঠ সব ধরনের বই

সামুর সকল লিখা,গল্প,উপন্যাস,প্রবন্ধ,western, সেবা প্রকাশনী / মাসুদ রানা(কাজী আনোয়ার হোসেন ),অনুবাদ(হেনরী রাইডার হেগার্ড) ,ধর্ম-দর্শন,রাজনীতি-অর্থনীতি,হুমায়ুন আহমেদ,ফালগুনি মুখোপাধ্যায়, কাসেম বিন আবু বকর,বুদ্ধদেব গুহ,বুদ্ধদেব বাসু,মীর মোশারফ হোসেন,ডঃ লুৎফুর রহমান,তসলিমা নাসরিন,রোমেনা আফাজ (দস্যু বনহুর),কিশোর ক্লাসিক,জে কে রাউলিং,অরুন্ধতী রায়,মোহাম্মদ জাফর ইকবাল,নিহার রনজন গুপ্ত ,নিমাই ভট্টাচার্য,সমরেশ বাসু,সমরেশ মজুমদার,সনজিব চনদ্র চট্টোপাধ্যায়,শিডনি শেলডন, শীর্ষেন্ধু মুখোপাধ্যায়,সুধাময় কর,সুনীল গঙ্গোপাধ্যায়।

আর দৈনিক পত্রিকা ব্যাপারে অর্ধাঙ্গীনীর মন্তব্য প্রাণীধান যোগ্য "তুমি পেপার পড় না মুখসত কর"

আর ভ্রমণে সাইকেল ( সাইকেল দিয়া পয়দা স্থান থেকে দেশের বহু জায়গায় গিয়েছি /তার পরে অবশ্য সাইড এফেকট ও অইছে) এবং হনটন এ দুইটা বেশী প্রিয়। কারন এর ফলে আপনি চিত-কাইত যেভাবে চান সেভাবেই মুভ করা যায়।

আর প্রিয় বাহন বললে "প্লেইন - (হাওয়াই জাহাজ ,জানালার পাশের সিট সব সময়) বালা বাই,গরীবের ঘোড়া রোগ আরকি।

২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০১

সামু পাগলা০০৭ বলেছেন: বাপরে আপনি তো বিরাট জ্ঞানী পাবলিক! এতসব পড়াশোনা ব্লগিং এ ভীষন সহায়তা করবে। নানা ধরণের বিষয় নিয়ে তথ্যবহুল লেখা লিখতে পারবেন।

হিহি ভাবী যা বলেন আপনাকে, আমার মাও বাবাকে তাই বলে। আসলে নিচের কিছু কথা সব বউ ই বলে; ;)

তোমার সংসারে এসে কি পেলাম? ভ্যা ভ্যা!
তুমি কি খবর মুখস্থ্য করো? একই খবর ৭/৮/১১ টায় দেখার মানে কি?
অন্য কেউ হলে তোমার সংসার করতে পারতনা। এই আমি বলে সহ্য করে গেলাম।

প্লেইন আমাকে এক্সাইট করেনা। আসলে প্লেইনে আলাদা কিছু মনে হয়না। ওড়ার কোন অনুভূতি তৈরি হয়না। মোশনলেস ফিল হয়। ছোট্ট জানালা দিয়ে কিছুক্ষন মেঘ দেখতে ভালো লাগে তবে সেটাও জলদিই বোরিং হয়ে যায়।

আমার রিকশা আর ভ্যান খুব পছন্দ। খোলামেলা, গতিসম্পন্ন! মনে হয় উড়ে উড়ে যাচ্ছি! হাহাহা।

গান: view this link

২৮৬| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পুলক ঢালী আর আড্ডাঘরে আসেন না কেন? অন্যান্য পোস্টে তো উনি নিয়মিত মন্তব্য করে যাচ্ছেন।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৪

সামু পাগলা০০৭ বলেছেন: পুলক ভাই তো সবসময় ইরেগুলারই ছিলেন। হুটহাট আসা, আবার হুট করে উধাও হওয়া। হাহা।
না সিরিয়াসলি, অনেকদিন পর্যন্ত ব্লগে এসেই আড্ডাঘরে ঢুকে পড়েছেন। নিজের ব্লগে/অন্যদের ব্লগে দেওয়া সময়টি কমে গিয়েছিল। আমি আর অন্য আড্ডাবাজেরা তো বলতাম, আপনার লেখার হাত এত ভালো, নিয়মিত লেখেন না! এখন হয়ত তিনি সেদিকে মন দিয়েছেন! অথবা বাস্তব জীবনের ব্যস্ততাও হতে পারে। আশা করি, জলদিই আবার আসবেন আড্ডাঘরে।
অনেকেই অনিয়মিত, কিন্তু যে যেখানে আছে, ভালো থাকুক সেটাই আমার চাওয়া।

গান: view this link

২৮৭| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৭

নিমো বলেছেন: লেখক বলেছেন: আরেহ নিমো যে! কেমন আছেন?
i'm in a grave of fireflies

লেখক বলেছেন:কি কি বাদ্যযন্ত্র শেখার চেষ্টা করছেন?
আপাতত বাঁশি শেখার চেষ্টা করছি।

লেখক বলেছেন:ইশ! আই এম সো ইজি টু রিড! আমি নারী জাতির কলংক। হাহাহা।
বিবর্তনের অন্যতম জটিল জৈবযন্ত্র হচ্ছে মানুষ। তাই সেটাকে পড়ার মত কঠিন অন্যায় চেষ্টা আমি কখনোই করি না।

লেখক বলেছেন:সহ্যশক্তি বাড়ানোর গানটি শুনে শ্রবণশক্তির যে ক্ষতি সাধিত হয়েছে তা ঠিক করতে আপনার কাছে অর্থ দাবী করছি। ;)
এখন আমার ভাঁড়ে ভবানি! তাই অন্য কোন বিকল্প পন্থা বলুন, যাতে ক্ষতিপূরণ করতে পারি।

লেখক বলেছেন:ওমা! আমি আবার আপনাকে কখন বললাম যে আমার কোন কেয়ারলেস হুইসপারার ছিল বা আছে?

এতকিছুর মাঝে সেই একজনের কথা মনে পড়ায় নিজেই চমকে উঠলাম। বেশ কিছু সময় আগে প্রথম একটি ছেলেকে ভালো লেগেছিল। একদিন বিকেলে হাঁটতে বেড়িয়েছিলাম নানুর সাথে, তখনই মায়াবী চোখ আর হাসির একজনকে দেখেছিলাম ক্ষানিকের জন্যে। পরে আর কখনো দেখা হয়নি যদিও অনেকদিন পর্যন্ত বাইরে গেলেই দোকানে, রাস্তায় খুঁজতাম চেহারাটা। তাকে জাস্ট আরেকবার দেখার ইচ্ছে ছিল। কখনো খুঁজে না পেয়ে কৌতুহল বেড়ে গিয়েছিল তার ব্যাপারে। হয়ত সে কারণেই দেশ ছাড়বে এমন খবরে তার কথা আবারো মনে পরল। এসব ভাবতে ভাবতে নিজেকেই বোকা মনে হলো, দেশে থাকলেও তো দেখা হতোনা। এত কোটি মানুষের ভীড়ে কিভাবে দেখা হবে আর দেখা হলেই বা কি করার আছে?

লেখক বলেছেন:আপনাকে ধাপে ধাপে গান দিতে পারছিনা, পরপর কিছু গান নিন। কেমন লাগল জানাবেন।
প্রথমেই আমার ধন্যবাদ নিন, আমার অত্যন্ত পছন্দের দুজন শিল্পীর গান দেয়ার জন্য। আমার জীবনে গত দু'সপ্তাহে ঘটে যাওয়া নানা ঘটনা কে, আপনার দেয়া গানগগুলো কোন না কোন ভাবে ছুঁয়ে গেছে। আমি বাসার গুড বয় কখনোই ছিলাম না (তবে এখন আর না হয়ে উপায়ও নেই), দুঃসাহসী মোটেই নই।

আজ আর আমার পছন্দের নয়, বরং আমার বাবার পছন্দের দুটো গান শুনুন।
view this link

view this link

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: i'm in a grave of fireflies
আপনি কি বাস্তব জীবনেও এভাবে কথা বলেন? কেউ আপনাকে কেমন আছ/আছেন জিজ্ঞেস করে এমন উত্তর পেলে তো তব্দা খেয়ে যাবে।

আপাতত বাঁশি শেখার চেষ্টা করছি।
বাঁশি আর গিটার আমার সবচেয়ে প্রিয়! গ্রেট! খুব কঠিন না বাঁশি শেখা? আমি দেখে অবাক হয়ে যাই কিভাবে আঙ্গুল আর ঠোঁটের ব্যবহারে এত সুন্দর মধুর সুর বের হয়! কতদূর শিখেছেন?

বিবর্তনের অন্যতম জটিল জৈবযন্ত্র হচ্ছে মানুষ। তাই সেটাকে পড়ার মত কঠিন অন্যায় চেষ্টা আমি কখনোই করি না।
তাই? আমার তো উল্টো মনে হয়েছে যে আপনি মানুষকে পড়তে, জানতে ভীষন ভালোবাসেন! শিল্পী ও সৃষ্টিশীল সত্ত্বার তো তাই ধর্ম!

আপনার মতো নীরব পাঠকদের নিয়ে এই এক সমস্যা। আপনারা কখন, কোথায় কি পড়ে ফেলেন সেটা জানা যায়না। তাও ভালো লাগল জেনে যে আপনি আমার একটি লেখা পড়েছেন। ধন্যবাদ! :)

প্রথমেই আমার ধন্যবাদ নিন,
মোস্ট ওয়েলকাম। আমি ভীষনই আনন্দিত আমার দেওয়া গানগুলো আপনাকে স্পর্শ করেছে জেনে। আপনাকে গান দেওয়া আমার জন্যে কিছুটা ট্রিকি কেননা আপনার পছন্দের গানগুলো আমার একেবারেই অজানা গোত্রের।

আমি বাসার গুড বয় কখনোই ছিলাম না (তবে এখন আর না হয়ে উপায়ও নেই), দুঃসাহসী মোটেই নই।
স্বাভাবিক, আপনার কৌতুহলী মন আছে, আপনি প্রচলিত রীতিকে প্রশ্ন করেন, বিচার বিশ্লেষন করেন। এটাকে মূর্খ কিন্তু আত্মবিশ্বাসী সমাজ বেয়াদবী মনে করে। সমাজের প্রভাব পরিবারেও পড়ে। দুঃসাহসী হতে বলব না কখনো, তবে সাহসী অবশ্যই হবেন। :)

যাক! আপনার সাথে না মিললেও, খালু আব্বার সাথে মিলে গেল। শ্যামল মিত্র আমারো প্রিয়। একটি প্রিয় ছবির, প্রিয় গায়কের অভিনয়ে, প্রিয় মানুষটির গাওয়া, একটি প্রিয় গান রইল প্রিয় খালুআব্বার জন্যে - view this link :)

এটা খালুআব্বার ছেলের জন্যে - view this link
view this link

২৮৮| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: আড্ডাবাসী, আড্ডার তর্ক বিতর্ক টপিক: দেশী নাটক/ভারতীয় সিরিয়াল? আপনার কোনটি দেখতে বেশি ভালো লাগে এবং কেন? নাকি কোনটাই ভালো লাগে না?
আমরা কি সবাই আড্ডার বিষয়বস্তু ভূলে গেছি। আড্ডার বিষয়বস্তুর প্রাসংগিক ব্যাপারে কেউ কুন মন্তব্য করছিনা , :(( কেন? কেন?? :# :(( ( কেন???
আমি ত ভাবতেছিলাম কেউ আগে কুছু বলুক তারপর আমি কিছু বলিব।ছোট :-B কিনা?

নাকি বিষয়বস্তু পছন্দ হয়নি?

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৭

সামু পাগলা০০৭ বলেছেন: আমরা কি সবাই আড্ডার বিষয়বস্তু ভূলে গেছি। আড্ডার বিষয়বস্তুর প্রাসংগিক ব্যাপারে কেউ কুন মন্তব্য করছিনা , :(( কেন? কেন?? :# :(( ( কেন???
আগেও বলেছি, আড্ডাঘরের বিষয়বস্তু নিয়ে আড্ডা একেবারেই কম্পালসারি না। কেউ ইন্টারেস্ট পেলে বলেন, নাহলে না।যে কেউ চাইলে অন্য টপিক নিয়েও কথা বলতে পারেন। অনেকসময় অনেকেই একটা টপিকে ইন্টারেস্টেড থাকেন, আবার কখনো কেউই টপিকটি নিয়ে কিছু বলেন না।

আমি ত ভাবতেছিলাম কেউ আগে কুছু বলুক তারপর আমি কিছু বলিব।ছোট :-B কিনা?
আরেহ ছোট বড়র ব্যাপার না। আপনার যদি মনে হয়, ব্যাপারটা নিয়ে বলার মতো কিছু আছে বলবেন। একজন বললে অন্য অনেকেও বলা শুরু করে। নিচে দুজন বলেছেন টপিকটি নিয়ে, তাই চাইলে আপনিও এড করতে পারেন নিজের ভাবনা। :)

২৮৯| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল আছি। পরিবারের সবাই ভাল আছে।

বাবুর হাতের মেহেদী। মেহেদী দেওয়ার ব্যাপারে সে খুব ইন্টারেস্টেট। বার বার হাতে চুমু খায়।




০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: উলে বাবারে, এত সুন্দর মুখটা কোন বাড়ির মেয়ের!!! মাশাল্লাহ! ভাই আপনার মেয়েটির চোখ জোড়া খুব সুন্দর - ডাগর কালো আঁখি! কিউট পরীটর মেহেদী দেওয়া হাতে চুমু খাবার গল্প জেনে হেসে খুন! বাইরের মেহেদী দেয়না আশা করি, এত কেমিক্যালস থাকে!

যাই হোক, করোনাকালে আপনারা সবাই ভালো আছেন জেনে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ!

গান: view this link

২৯০| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাংলাদেশী নাকট ছাড়া অন্য কিছু দেখা হয়না। ভরতীয় নাটক, ছিড়িয়ালতো নয়ই।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: বাহ! দারূন! বাংলাদেশী কোন কোন নাটক এই মুহূর্তে দেখছেন? আসলে যদি আমার অদেখা হয়, তবে আমিও দেখা শুরু করব।

২৯১| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৮

রাকু হাসান বলেছেন:


সবাইকে শুভেচ্ছা । আশা করি সবাই ভাল আছেন ।
বাংলা নাটকে মোশারফ,চঞ্চলদের মত প্রতিভা উঠে আসছে না কেন? তিশা,মোশারফ,চঞ্চল,জাহিদ.....এই প্রজন্মটা প্রায় সম সাময়িক সময়েই এসেছে। নতুনরা তাদের কাছেও নেই । নতুনদের মধ্যে কার সম্ভবনা দেখেন ,ভাল কিছু করার ।
সাহিত্য ও শিল্প বিবেচনায় বাংলা নাটকের অবস্থান আপনার কাছে কোথায়?

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: হেই রাকিব! আমরা আছি কোনরকম আলহামদুলিল্লাহ, আপনার খবর কি?

বাংলা নাটকে মোশারফ,চঞ্চলদের মত প্রতিভা উঠে আসছে না কেন? তিশা,মোশারফ,চঞ্চল,জাহিদ.....এই প্রজন্মটা প্রায় সম সাময়িক সময়েই এসেছে। নতুনরা তাদের কাছেও নেই । নতুনদের মধ্যে কার সম্ভবনা দেখেন ,ভাল কিছু করার ।
বাপরে বাপ! জটিল প্রশ্ন! তাদের যুগটা তো এখনো শেষ হয়নি। তিশা, মোশারফ, চঞ্চল, নিশো, অপূর্ব, মেহজাবিন এরা আরো বেশ কিছু বছর থাকবে। আমি রেগুলারলি বাংলা নাটক দেখি তাই জানি, তিশা, মোশারফ, চঞ্চল প্রথম নাটক থেকেই দূর্দান্ত কেননা ওনারা নতুন কুড়ি - থিয়েটার ইত্যাদি করেছেন। কিন্তু নিশো, অপূর্ব, মেহজাবিন, তাহসান, নীলয়কে কিন্তু তৈরি করা হয়েছে। মেহাজাবিক তো ঠিকমতো বাংলাই বলতে পারতনা, আর আজ বাংলা নাটকের সাবানা হয়ে গিয়েছে! নীলয়ের লুক আর অভিনয় দেখে হাসতে হাসতে গড়াগড়ি খেতাম কিন্তু সালাউদ্দিন লাভলু ওকে যাদুর কাঠিতে পাল্টে ফেলেছে। শাহনাজ সুমিকেও উনি গড়েছেন। বৃন্দাবন দাসের নাটকের মাধ্যমে শশী, হিমুর মতো শিল্পীরা মারাত্মক ন্যাচারাল অভিনয় দেখাতে পেরেছে। সারিকা-শামীম নতুন জুটি হিসেবে সবার মন জয় করে নিয়েছে।
দর্শক হিসেবে মনে হয়েছে, ভালো পরিচালক ও অভিনেতা/অভিনেত্রীর অভাব নেই। সমস্যা হচ্ছে, একটা কাজকে কিভাবে বিজ্ঞাপনের মাধ্যমে বহু দর্শকের মধ্যে পৌঁছাতে হবে সেটা কেউ ভাবেনা। কোন টপিকটিতে এভারেজ দর্শকেরা রিলেট করতে পারবে, একটি অনুষ্ঠানের টার্গের অডিয়েন্স কারা এবং তারা কোন সময়ে টিভি দেখতে বসেন সহ নানাকিছু হিসাব নিকাশের ব্যাপার আছে। আমাদের চ্যানেলে এসব হয়না। শিল্পের সাথে ব্যাবসায়ীক দিকটি দেখার মতো মানুষ নেই। এমনকি নাটকে প্রচুর টাকা ইনভেস্টও কেউ করতে চায়না। রিস্ক নিতে চায়না, এটাই সমস্যা।

সাহিত্য ও শিল্প বিবেচনায় বাংলা নাটকের অবস্থান আপনার কাছে কোথায়?
এট লিস্ট অশালীনতা এখনো ঢোকেনি। শিক্ষিত মানুষগুলো কাজ করছে। নাটকের বেশিরভাগ তারকা নূন্যতম ভার্সিটির মুখ দেখেছে। এর জন্যেই আমরা মাঝেমাঝে অসাধারণ কিছু কাজ পাই। আর যেগুলো খারাপ, ভাড়ামিপূর্ণ সেগুলোও এট লিস্ট পরিবার নিয়ে দেখা যায়। রবীঠাকুরের লেখা নিয়ে সিরিয়াল/বিশেষ টেলিফিল্মস হয়।
বাংলা মুভি তো নেই বললেই চলে, এফডিসি অশিক্ষিত কিছু মানুষের দলাদলি ও পিকনিক স্পট হয়ে গিয়েছে। আমার খারাপ লাগে সিয়াম, রোশন, আরেফিন শুভদের নিয়ে। বেচারারা অভিনয় শিখে, বডি বানিয়ে প্রিপেয়ারড হয়ে বসে থাকে, কিন্তু কোন কাজে লাগেনা। মুভি বানায় হিরো আলম!
এমন একটা সময়ে বাংলা নাটকের শিল্পীদের সম্মান আছে। এখনো শিক্ষিত মধ্যবিত্তরা নাটক দেখেন। টিভিতে এডের জ্বালায় না দেখলেও, অনলাইনে দেখে নেন। ফ্যামিলি ক্রাইসিস দেখেনা এমন মানুষ তো কমই আছে দেশে। আমি বাজি ধরে বলতে পারি, একটা রাস্তায় জায়েদ খান ও অন্যদিকে মোশাররফ করিন/অপূর্ব/তাহসান/নিশো দাড়িয়ে থাকলে, মানুষজন ঐ নাট্য অভিনেতাগুলোর অটোগ্রাফই চাইবে।

অনেক কথা বলে ফেললাম, আপনার মতামতও দিন এখন!

২৯২| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেখুন তো নয়নতারার সানগ্লাসটা কেমন হয়েছে।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা! প্যারিসের সুপার মডেলটা আপনার বাড়িতে কি করে হেনাভাই! কি এক অসাধারণ ছবি যে হয়েছে! একেবারে সামলে, বাঁধাই করে রাখার মতো। এমনিতে ওর সব ছবিই ভালো হয়, আমাদের নাতনীতো সুন্দরী। কিন্তু এই ছবিটা আমার পারসোনাল ফেভারিট। ওকে অনেক ভালোবাসা দেবেন আমার তরফ থেকে।

ওর জন্যে একটা গান: view this link

২৯৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২২

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ বাহ! আড্ডাঘরে এসেই মনটা ভালো হয়ে গেল। মিষ্টি মিষ্টি কতগুলো মুখ! বাচ্চাদের হাসিতে ভরে গিয়েছে আড্ডাঘর! দারূণ লাগছে দেখতে।

২৯৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নয়নতারাকে অনেক দিন পর দেখলাম। সুন্দর হয়েছে।

২৯৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৯

মূর্খ বন মানুষ বলেছেন: আমি তখন বাইরের দেশি এসেছি বড় হবার পর প্রথমবার। ছোট বয়সে এসব দেশে চলাচল রপ্ত থাকাতে বন্ধু বানাতে বেশি সময় লাগেনি। অল্প দিনেই বেশ কিছু বন্ধু জুটে গিয়েছিল। এদের বিভিন্ন পার্টিতে আমাকে ডাকতো। সিগারেট, উইড, অ্যালকোহল আর নারীতে আসক্তি না থাকায় সে সব পার্টি ছিল আমার জন্য জাহান্নামের সমান। বন্ধুরাও জানতো আমার ইসলামী মূল্যবোধ সম্পর্কে। তাই আমাকে ওসব পার্টিতে না ডেকে শুধু পারিবারিক পার্টি গুলোতে নেমন্ত্রন্ন জানতো। আমি সেসব পার্টিতে খুশি মনেই জেতাম। গেলে আমাকে রাতে রান্না করতে হবে না এটা ভেবেই বেশি ভাল লাগতো। প্রথমবার যে পার্টিতে নেমন্ত্রন্ন পাই সেটা হচ্ছে একটা জন্মদিন এর পারিবারিক পার্টি। আমাকে আমার বন্ধ ফোন করে নেমন্ত্রন্ন জানিয়েছে। আমি শুধু ফোন কানে শুধু শুনে জাবার ভান করে যাচ্ছি। কারণ হচ্ছে আমি তখনো ইংরেজি সে রকম বুঝি না বিশেষ করে ফোনে। সামনে থাকলে মুখের এক্সপ্রেশন দেখে চট করে ধরে ফেলা যায় কিন্তু ফোনের কথা বোঝা একটু দুষ্কর। আমি নেমন্ত্রন্ন পেয়ে ভেবেই নিয়ে ছিলাম বন্ধুর জন্মদিন যেহেতু ওর আর কোন ভাই বোন নেই। আমি ঘুরে ঘুরে দামি একটা ইলেকট্রিক সেভার কিনলাম। বাসায় এসে সুন্দর করে র‍্যাপ করলাম। মনে মনে অনেক উত্তেজনা হচ্ছে যে এ দেশের ঘরোয়া পার্টি কেমন হবে? কি খেতে দেবে? খাবার হালাল হবে তো? এসব ভেবে। সেই বিশেষ দিনে পার্টিতে উপস্থিত হলাম ফিটফাট বাবু হয়ে। বন্ধু এগিয়ে এসে শুভেচ্ছা বিনিময় করলো। আমি ও শুভেচ্ছা বিনিময় করে 'হ্যাপি বার্থ ডে' জানালাম। আমার শুভেচ্ছা শোনার সাথে সাথে দেখলাম আমার বন্ধুর সাদা ধবধবে মুখ হালকা লালচে হয়ে শক্ত হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম ব্যাপারটা কি? আমার কাছে মাছ মাছ (ফিস ফিস) করে বলল 'আমার জন্মদিন না আমার নানীর ৯২ বছর পুর্ন হওয়ার জন্মদিন! তোমাকে না বার বার এ কথা ফোনে বলে দিলাম?'। আমি এক বার আমার বন্ধুর দিকে তাকাচ্ছি, আরেক বার সেভার এর দিকে তাকাচ্ছি আর মনে মনে ভাবছি হে ধরণী, দ্বিধা হও…

এখানে বাসা থেকে বের হয়ে পার্কে গেলেই অনেক বাচ্চাকাচ্চাদের দেখা যায়। কিন্তু করোনা শুরু হবার পর থেকেই খুবই কম বাচ্চাদের বাইরে দেখা যায়। আর দেখা যাবেই বা কি করে? আমি নিজেই তো বাসা থেকে বের হই না তেমন। অনেক দিন পর বাচ্চাদের ছবি দেখে অনেক ভাল লাগছে। সব গুলো বাচ্চাকেই অনেক গুল্লুমুল্লু আদর আর ভালোবাসা।

সবাই কম বেশি আসা যাওয়ার মধ্যেই থাকে। কিন্তু এক মাত্র ব্যতিক্রম হচ্ছে আমাদের সুজন ভাই। তাকে অনলাইনে বেশ কিছু দিন ধরে দেখছি না। আমি যদি আমার এই কমেন্ট দেখে থাকেন তবে অবশ্যই এক বার এসে বলে যাবেন যে আমি ঠিক আছেন।

এবার টপিক নিয়ে বলি। আমি কোন দিন ভারতীয় সিরিয়াল দেখিনি এজন্য দুই দেশের তুলনা করতে পারছি না। তবে বাংলাদেশে এর নাটক এখনো বিশ্ব মানের। অনেক গুনী আর শিক্ষিত মানুষ এর সাথে জড়িত আছেন। এক আবুল হায়াত পরিবারকে দেখেন, সবাই কি অসম্ভব গুনী অভিনেতা/অভিনেত্রী আর একি সাথে মারাত্মক শিক্ষিত। আমার প্রিয় অপি করিম পিএসডি শেষ করে আমেরিকার মত দেশে শিক্ষকতাও করেছে। পরিচালক গুলোও মারাত্মক ট্যালেন্টেড।

View This Link (Gaan)

View This Link ( Bangla documentary)

২৯৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫১

মূর্খ বন মানুষ বলেছেন: আমি যদি আমার এই কমেন্ট দেখে থাকেন তবে অবশ্যই এক বার এসে বলে যাবেন যে আমি ঠিক আছেন।

এই লাইনটা ভাল লেখা আছে। আসলে হবে...

আপনি যদি আমার এই কমেন্ট দেখে থাকেন তবে অবশ্যই এক বার এসে বলে যাবেন যে আপনি ঠিক আছেন।

২৯৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০১

মূর্খ বন মানুষ বলেছেন: *ভুল লেখা আছে।

এত ভুল হওয়াতে আমার তেমন দোষ নেই। অর্কি ভাই এর পোষ্ট দেখে নতুন একটা কিবোর্ড ট্রাই করতে গিয়ে এত বেশি ভুল হচ্ছে। আমি দুঃখিত। যা দোষ সব অর্কি ভাই এর।

২৯৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: আমার তো দুশ্চিন্তা হচ্ছে! বন মানুষ এত করে বলার পরেও সুজন ভাইয়ের দেখা নেই! অন্য অনেকে সবসময়েই আড্ডাঘরে ইরেগুলার থাকায়, তাদের অনুপস্থিতিতে আমরা মিস করি, কিন্তু এট লিস্ট দুশ্চিন্তা হয়না। কিন্তু সুজন ভাইকে এত সময় না দেখে আমার চিন্তাই হচ্ছে। ভাই প্লিইইইজ, যদি ঠিক থাকেন একটি কমেন্ট করে জানান।

২৯৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই আড্ডার প্রাণ অনেকেই নেই। সুজন ভাই নেই অনেকদিন ! নিশ্চয় ফিরবেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: ঠিক বলেছেন আপনি। অনেকেই নেই কিন্তু তারা নানা ব্যস্ততায় এমনিতেও ইরেগুলার বেশ অনেক বছর ধরেই। তাই আমি ধরে নিচ্ছি, তারা ভালো আছেন শুধু ব্যস্ত আছেন। কিন্তু সুজন ভাই!??? তিনি তো কখনো এভাবে ইরেগুলার হননি, আড্ডাঘরে তার অভাব অনুূভূত হচ্ছে অনেক বেশি। চিন্তাও হচ্ছে। বিদেশে থাকেন, কোন সমস্যায় পড়েন নি তো? :(

৩০০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আশা করি ভাল আছেন। হয়তো দোকান নিয়ে/ব্যবসায় নিয়ে ব্যস্ত আছেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৪

সামু পাগলা০০৭ বলেছেন: উনি তো দোকানে কাজ করতে করতেই সবসময় আড্ডাঘরে আসেন। আর বন মানুষ এত করে বলার পরেও আসেন নি সেটা দেখেই চিন্তাটা বাড়ছে। কিন্তু আমিও আপনারই মতো আশা করি, উনি যেন বিপদমুক্ত ও সুস্থ থাকেন ইনশাল্লাহ।

৩০১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২১

মূর্খ বন মানুষ বলেছেন: একজন ভাল ছাত্র আর একজন খারাপ ছাত্র মিলে একটা রেস্টুরেন্টে খেতে গেল। খারাপ ছাত্রটা ভাল ছাত্রটির মেধাকে সম্মান করে তাকে সব কাজে ফলো করে চলার চেষ্টা করে। তারা রেস্টুরেন্টে মূলত খেতে আসেনি, গল্প করতে এসেছে। ওয়েটার আসলো তাদের কাছে খাবার এর অর্ডার নিতে।

ভাল ছাত্র বেশ ভাব নিয়ে ওয়েটার কে বলছে : I will just have some H2O.

এটা শুনে ভাল ছাত্রকে ফলো করা খারাপ ছাত্রটিও ভাব নিয়ে ওয়েটারকে বলছে: I will have some H2O too.

যথা সময়ে অর্ডার চলে এলো। খাবার পরে দেখা গেল ভাল ছাত্রটি একদম ঠিকঠাক আছে কিন্তু খারাপ ছাত্রটি পটল তুলেছে (মারা গিয়েছে)!

এখন প্রশ্ন হচ্ছে, ভাল ছাত্রটির কিছু হল না কিন্তু খারাপ ছাত্রটি কেন মারা গেল?


ম্যাডাম কেমন আছেন? আপনি অনেক অল্প সময়ে গুলো পোষ্ট করেছেন, এটা বেশ ভাল খবর। লেখার হাত আবার আপনার ফিরে আসছে। তবে হয়ত বেশি দিন সুযোগ পাবেন না। নতুন সেমিস্টার আবার শুরু হতে শুরু করেছে এদিকে। আমিও বেশ কিছু কোর্স শেষ করেছি এই লকডাউন এর মধ্যে সুযোগ পেয়ে। অনেক দিন পর আবার ছাত্র সেজে ভালোই লেগেছে যদিও।

সুজন ভাই ভালোই আছে ইনশাল্লাহ। জলদিই হয়ত ফিরে আসবেন আড্ডাঘরে। যত তাড়াতাড়ি আসবেন ততো চিন্তা কম হবে। এজন্য ভাই আপনি জলদি এসে দেখা দিন।

View This Link

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: এটা শুনে ভাল ছাত্রকে ফলো করা খারাপ ছাত্রটিও ভাব নিয়ে ওয়েটারকে বলছে: I will have some H2O too.
খারাপ ছাত্রটি H2O too বলে থাকলে উত্তর আমার জানা নেই। কিন্তু H2O2 বলে থাকলে উত্তরটি সহজ। ফর্মুলা আলাদা, পরিণতিও! :)

ম্যাডাম কেমন আছেন?
ভালো! আপনি? ওহ! বারবার বলতে ভুলে যাই, আমাকে তুমি করে বলতে পারেন! বয়সে বড়ই তো।

আপনি অনেক অল্প সময়ে গুলো পোষ্ট করেছেন, এটা বেশ ভাল খবর। লেখার হাত আবার আপনার ফিরে আসছে।
কতবড় পচা আপনি! বারবার পুনরায় লেখা শুরু করতে বললেন, আর যখন লেখা শুরু করলাম আমার পোস্টে আপনার দেখাই নেই! X( ;)

আমিও বেশ কিছু কোর্স শেষ করেছি এই লকডাউন এর মধ্যে সুযোগ পেয়ে। অনেক দিন পর আবার ছাত্র সেজে ভালোই লেগেছে যদিও।
শখের পড়া তো তাই ভালো লাগছে। কম্পালসারি পড়া হলে আর এত মজা লাগত না!

সুজন ভাই ভালোই আছে ইনশাল্লাহ। জলদিই হয়ত ফিরে আসবেন আড্ডাঘরে।

ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ।

যে গানটা দিলেন সেটা মনকে এত বেশি ছুঁয়ে গেল! আসলেই তো! মন খারাপের দিনগুলো ওমনই তো হয়। বেশ কয়েকবার শুনলাম। থ্যাংকস এ লট।

গান: view this link

৩০২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:২০

নিমো বলেছেন: লেখক বলেছেন: আপনি কি বাস্তব জীবনেও এভাবে কথা বলেন? কেউ আপনাকে কেমন আছ/আছেন জিজ্ঞেস করে এমন উত্তর পেলে তো তব্দা খেয়ে যাবে।
হ্যাঁ বলি। তবে সবসময় নয়। যেসব পরিস্থিতে সরাসরি কিছু বলা যায় না, সেখানে বলি। আমার সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পরিবারের সদস্যরা প্রায়শই তব্দা খায়। (তবে একজন আর কখনোই তব্দা খাবে না)। যাই হোক, ঐ কথাটা বলার কারণ হচ্ছে গত মাসের ২০ তারিখে বাবা মারা গেছেন। বাবার মৃত্যুর কথাটা বলার মত দুঃসাহসতো বটেই, সামান্য সাহসটুকুও ছিল না, সত্যি বলতে কি লেখার শক্তিটুকুও পাচ্ছিলাম না। বিষাদাক্রান্ত গভীর শূণ্যতাবোধের সময় আমার পরম বন্ধু হচ্ছে Grave of the Fireflies চলচ্চিত্রটি, তাই এটা কথার মধ্যে চলে এসছে।

লেখক বলেছেন: খুব কঠিন না বাঁশি শেখা?
হ্যাঁ, এতদিন ভাবতাম বেহালা বাজানো শেখা কঠিন, এখন দেখছি, ভুল ভাবতাম।

লেখক বলেছেন: কতদূর শিখেছেন?
শিশুতোষ পর্যায়ে আছি।

লেখক বলেছেন: তাই? আমার তো উল্টো মনে হয়েছে যে আপনি মানুষকে পড়তে, জানতে ভীষন ভালোবাসেন! শিল্পী ও সৃষ্টিশীল সত্ত্বার তো তাই ধর্ম!
এভাবে আমার অগ্নিদেয়াল ভেদ করা কি ঠিক হল! শিল্পী ও সৃষ্টিশীল সত্ত্বার মত বিশেষণগুলো আমার বেলায় প্রয়োগ করা হলে, সত্যিকারের শিল্পী ও সৃষ্টিশীল সত্ত্বার প্রতি অবিচার করা হবে।

লেখক বলেছেন: আপনার মতো নীরব পাঠকদের নিয়ে এই এক সমস্যা। আপনারা কখন, কোথায় কি পড়ে ফেলেন সেটা জানা যায়না। তাও ভালো লাগল জেনে যে আপনি আমার একটি লেখা পড়েছেন। ধন্যবাদ! :)
আমি কম-বেশি সব লেখাই পড়ি। তবে ব্যস্ততা আমাকে দেয় না অবসর বলে, সেভাবে কিছু লিখতে পারি না। আজ ছুটির দিন তাই কিছু লিখছি।

লেখক বলেছেন: মোস্ট ওয়েলকাম। আমি ভীষনই আনন্দিত আমার দেওয়া গানগুলো আপনাকে স্পর্শ করেছে জেনে। আপনাকে গান দেওয়া আমার জন্যে কিছুটা ট্রিকি কেননা আপনার পছন্দের গানগুলো আমার একেবারেই অজানা গোত্রের।
আমার পছন্দের গানে কথার গভীরতা, ব্যাপকতা, সুরের দ্যোতনা, মূর্ছনা থাকতে হবে। (পোলাতো নয় সে আগুনের গোলা কিংবা মাইয়া তুই অপরাধী ধরণের গান শুনে আমার কানের পোষা পোকারা আত্মহত্যায় উদ্বুদ্ধ হোক, তা আশা করি না)

লেখক বলেছেন: দুঃসাহসী হতে বলব না কখনো, তবে সাহসী অবশ্যই হবেন। :)
আদেশ শিরোধার্য। :P

লেখক বলেছেন: একটি প্রিয় ছবির, প্রিয় গায়কের অভিনয়ে, প্রিয় মানুষটির গাওয়া, একটি প্রিয় গান রইল প্রিয় খালুআব্বার জন্যে - view this link :)
উনিতো এখন গান শোনার উর্ধ্বে। ৩ তারিখ মহানায়কের জন্মদিন ছিল, আর গতকাল এই মহাখলনায়কের জন্মদিন ছিল (খলনায়কের হাসির শব্দ হবে।)

বাবার পছন্দর কিছু গান দেই
view this link

view this link

view this link

এবার আমার পছন্দের একটা গান দেই

view this link

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: ওহ খোদা! ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে ওপারে ভালো রাখুক, শান্তি দিক।
আমি কি লিখব বুঝতে পারছিনা। কতকিছু হারানোর বছর ২০২০! আমার বেশ কিছু আত্মীয় মারা গেলেন করোনায়। আমার এক বন্ধুর বাবাও মারা গিয়েছেন কিন্তু সে আমার শহরে না থাকায় সেভাবে পাশেও থাকতে পারিনি। আপনার খবরটি জেনে আবারো সেই পুরোন অসহায়ত্বে ফিরে গেলাম। :( এমন সময়ে যাই বলা হোক না কেন, সামনের জনের কাছে সবই ঠুংকো হয়ে যায়। যার ব্যাথা শুধু সেই যে বোঝে!

শিশুতোষ পর্যায়ে আছি।
শিখতে থাকুন। হুট করে ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন না। বাঁশির সুর খুব ভালো বন্ধু হতে পারে।

আমি কখনো অনধিকার চর্চা করে দেয়াল ভেদ করিনা। করে থাকলে বুঝতে হবে সামনের মানুষটি অধিকার দিয়েছে। তাই কোন অপরাধ হয়নি, ঠিকই হয়েছে। :)

আপনি তো শিল্পীই! সৃষ্টিশীলতার মাঝেই বাস। গান, বাদ্যযন্ত্র, লেখা - আরো না জানি কতকি!

আমি কম-বেশি সব লেখাই পড়ি। তবে ব্যস্ততা আমাকে দেয় না অবসর বলে, সেভাবে কিছু লিখতে পারি না। আজ ছুটির দিন তাই কিছু লিখছি।
বাহ খুব ভালো। একদিন আপনার ব্লগবাড়িতে বেড়াতে যেতে হবে।

আমার পছন্দের গানে কথার গভীরতা, ব্যাপকতা, সুরের দ্যোতনা, মূর্ছনা থাকতে হবে। (পোলাতো নয় সে আগুনের গোলা কিংবা মাইয়া তুই অপরাধী ধরণের গান শুনে আমার কানের পোষা পোকারা আত্মহত্যায় উদ্বুদ্ধ হোক, তা আশা করি না)
ফাইনালি সামওয়ান যে অপরাধী গানটা পছন্দ করেনা। সুরটা ভীষন টাচি হলেও গানের কথা কেমন যেন অমার্জিত! মজার ব্যাপার, আপনার আর আমার গান পছন্দের ক্রাইটেরিয়া এক হলেও, পছন্দের গানগুলো আলাদা!

আদেশ শিরোধার্য। :P
হাহাহা! নাহ কাউকে আদেশ করার মতো অতো ক্ষমতা, অধিকার আমার নেই। তবে অনুরোধ করব, বেশি শক্ত হবেন না, কখনো কখনো অনেক দূর্বল হতে হয়। তাতে ভালো থাকা যায়।

উনিতো এখন গান শোনার উর্ধ্বে।
তা কেন হবে? আমি বিশ্বাস করি, একবার জন্ম হলে মানুষ আর পুরোপুরি ধ্বংস হয়না। এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় যাত্রা করে শুধু। জীবন এমন এক শুরু যার কোন শেষ নেই। হয়ত খালুআব্বা অনেক দূর থেকে আপনাকে দেখছেন, শুনছেন!
আমি আমার প্রিয় কিছু মানুষকে হারিয়েছে এই দুনিয়া থেকে, কিন্তু মাঝেমাঝেই মনে হয় তাদের দোয়া আমাকে ছুঁয়ে আছে! আমি যখন তাদের কথা বলি, ভাবি - তারা বুঝতে পারেন!

খালুব্বার পছন্দের গানগুলোর মধ্যে দুটি গান আমারো ভীষন রকম প্রিয়! কিছু গান;
view this link
view this link
view this link
view this link (আমার মারাত্মক প্রিয়!)

আপনার জন্যে;

view this link
view this link

৩০৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৬

মূর্খ বন মানুষ বলেছেন: করােনাকালে অনেক দিন ধরে ঘরের বাইরে যাওয়া হয়নি। তাই বুড়ি ভাবিকে নিয়ে হেনা ভাই গেলেন একটি কফির দোকানে।
হেনা ভাই: তাড়াতাড়ি শেষ করাে, কফি ঠান্ডা হচ্ছে।
বুড়ি ভাবি: কেন? সমস্যা কী?
হেনা ভাই: আরে, মূল্যতালিকা দেখাে। হট কফি ৫০ টাকা, কোল্ড কফি’ ৮০ টাকা!

হেনা ভাই, আপনার শরীর এর কি অবস্থা কেমন আছেন আপনি? আপনার বাড়ির সবাই কেমন আছে? আপনার না রাত জাগা নিষেধ? তবুও লাস্ট বেশ কিছুদিন অনেক রাত পর্যন্ত আপনাকে ব্লগে দেখতে পাচ্ছি। নিজের শরীরে এর প্রতি অবহেলা কোন ভাবেই করবেন না, বুঝতে পেরেছেন? আপনার ভাল থাকা দিয়ে নির্ভর করছে পুরো পরিবার এর ভাল থাকা।

View This Link

৩০৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হেনা ভাই: আরে, মূল্যতালিকা দেখাে। হট কফি ৫০ টাকা, কোল্ড কফি’ ৮০ টাকা!


এই জন্যেই তো আমি বুড়িকে নিয়ে কফির দোকানে যাই না। বুড়ি কফি ঠাণ্ডা করে খাচ্ছিল সময় নেওয়ার জন্য। কফি শপে সে একটা মেয়েকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আমাকে বললো, দেখ, দেখ, মেয়েটা কী সুন্দর!
আমি বললাম, হাঁ, সুন্দর। তো কী হয়েছে?
বুড়িঃ ইস, আমার ছেলে দুটোর বিয়ে না হলে তাদের একটার সাথে এই মেয়েটার বিয়ে দিতাম।
আমিঃ আমাদের বিয়ের ডেট তো এক্সপায়ার হয়ে গেছে। আমার সাথে দিয়ে দাও না।

এই সেই মেয়ে। হাঃ হাঃ হাঃ। সুন্দর মেয়ে দেখলেই আমার বিয়ে করতে ইচ্ছা করে। কেন এমন হয় কেউ বলতে পারবেন?

৩০৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিটা উপরের মন্তব্যে আসেনি। এখানে দিলাম।

৩০৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: মীরাক্কেল শোটি বাংলাদেশে বেশ জনপ্রিয়। বিদেশী মানে ভারতীয় একটি শো কিন্তু বাংলাদেশী প্রতিযোগীদেরও সুযোগ থাকে পার্টিসিপেট করার। আমি শোটি সেসব দেশী কমেডিয়ানদের জন্যেই মূলত দেখতাম। পুরো শোটা রেয়ারলি দেখেছি, জাস্ট কিছু কিছু প্রিয় দেশী প্রতিযোগীর গান/কৌতুক দেখেছি। পুরো শোটা দেখিনি কেননা বোরিং লাগত। কয়েকটি ভালো পারফর্মার ছাড়া বাকি যা হয় তা ভাড়ামি মনে হয়েছে। বিশেষত অদ্ভুত রকম সাজপোশাক, চিকন মানুষের শরীর দেখিয়ে হাসানোর চেষ্টাতে হাসি নয় বিরক্তি লাগত। আবার অনেক গুণী কিছু কমেডিয়ানকেও দেখেছি। মিরাক্কেলের আবু হেনা রনিকে চেনেনা এমন মানুষ কমই আছে। কোলকাতার অনেক ভালো পারফর্মারও মীরাক্কেল থেকে উঠে এসেছে যেমন মৃদুল ভট্টাচার্য।
এই শো নিয়ে এত কথা কেন উঠল? কেননা শোয়ের জাজ শ্রীলেখা মিত্রকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিছু মিডিয়া পলিটিক্সের কারণে। অবাক হয়ে গেলাম, ওনাকে নাকি শোয়ের কেউ জানায়ওনি যে উনি বাদ! সেই শোয়ের হোস্ট মীর ওনার ভালো বন্ধু, সে নাকি ওনার ফোন পর্যন্ত ওঠায়নি বাদ পড়ার পরে। জীবনের এত বছর যে শোটাকে দিলেন সেই শোয়ের একটা মানুষও আজ তার ফোন রিসিভ করছেনা। আমি অবাক হয়ে যাই! এ কেমন মানুষজন? স্বার্থ না থাকলে বন্ধুর ম্যাসেজের উত্তর দেয়না! একটু প্রফেশনাল ভদ্রতা পর্যন্ত নেই যে বাদ পড়ার ব্যাপারটি জানাবে! দুঃখজনক!

view this link

৩০৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: লিসেনিং - view this link

৩০৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: নাহ! বিষয়টা ভালো লাগছেনা, চিন্তা বাড়ছে। সুজন ভাইয়ের এত খোঁজ করলাম, তবুও দেখা পেলাম না অনেকদিন হলো। কোভিডের সিচুয়েশন না হলে এতটা নাহয় ভাবতাম না, কিন্তু দুনিয়ার যে অবস্থা চিন্তা না করে থাকি কি করে!
সুজন ভাই, যেখানেই থাকুন, প্লিজ নিজের খোঁজ একবার দিয়ে যান। আল্লাহ সকল রোগ শোক, বিপদ আপদ থেকে আপনাকে বাঁচিয়ে রাখুক।

৩০৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বয়স যখন ৫০ পার হয় ,তখন কালো ফর্সা সবই সমান, কার চেহারা সুন্দর, দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না...
বয়স যখন ৬০ পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরী আর নিম্ন পজিশনে চাকুরী এটা আর কোন ব্যাপার নয়। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায় না...
বয়স যখন ৭০ তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা কোন গর্বের বিষয় নয় বরং বাসা বড় হলে সেটা মেইনটেইন করাই কঠিন। ছোট একটি রুম হলেই আপনার চলে...
বয়স যখন ৮০ তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না...
বয়স যখন ৯০ আপনার ঘুমানো আর জেগে থাকা একই। আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না...
বয়স যখন ১০০ তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে কিছুই যায় আসে না। পৃথিবী বাসী আপনাকে নিয়ে আর ভাবে না...
জীবনের মানেটা এতটুকুই... এর বেশি কিছুই না... এতো চাপ নিয়ে লাভ কি???
নিজ নিজ জায়গা থেকে জীবনটা উপভোগ করতে শিখুন.. সময়টা কাজে লাগান, পৃথিবীটা আপনার জন্য সুন্দর হবে।
শুধুমাত্র আত্মকেন্দ্রিক না হয়ে চার পাশের মানুষগুলোকে মুল্যায়ন করুন এবং ভালবাসুন, দেখবেন আপনার জীবনের শেষ পর্যন্ত ভালবাসার অভাব থাকবেনা।
তাই এমন জীবন তুমি করো গঠন
মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন।
সংগ্রহীত।

৩১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি হারিয়ে যাইনি, আমার কিছুই হয়নি বরং আমি হঠাৎ একটু বেশামাল কাজের চাপে চ্যাপ্টা হয়ে গিয়েছিলাম বলে আড্ডা কি সকল ধরনের যোগা-যোগ বিচ্ছিন্ন হয়ে ছিল। হঠাৎ আজ একটু সময় পেলে দেখি আমার সেই প্রিয় না সবার প্রিয় আড্ডাঘরের একসময়ের অনেক প্রিয় ম্যাডম্যক্স ভাই আমার খবর নিচ্ছেন। তার নিক না চিনাতে তাকে আগেও যদিও কয়েকবার এভয়েড করে গিছি কিন্তু আজ তাকে জানতে হাই হেলোতে বেড়িয়ে এলো এই সেই ম্যাডম্যাক্স আড্ডাঘরেই যার পরিচয়। তাকে যদিও আড্ডাঘরে কখনো দেখিনি। কিন্তু তার সাথেও আমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছেযে তা অস্বীকার করার মতো না। আড্ডাঘরের প্রতিটি মানুষকে মনে পড়লেও কিছুই করার ছিলনা আমার ব্যাস্ততা এতোছিল যে অন্য দিকে তাকানোর সময় পাইনি।

সামনেই লেপটপ চালু যে সাইন ইন করে গ্রোপে ঢুকবো সে সময় পাইনি। আর আপনাদের দু:চিন্তায় ফেলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা নিশ্চয় করবেন। আমি আপনাদের সাথেই আছি।
কেমন আছেন আপনার সবাই?
তবে আমার ছেলেটা (রোহান) বেশ কিছুদিন থেকে অসুস্থ তার জন্য দোয়া করবেন।
আবারো সময় পেলে আসবো। সবাই ভালো থাকবেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: উফফ বাবারে! কি দুশ্চিন্তায় ফেলেছিলেন সুজন ভাই! আমরা খোঁজ করে করে হয়রান। জেনে খুব শান্তি লাগছে যে শুধু ব্যস্ত ছিলেন।

বাহ উনি দূরে থেকেও আড্ডাঘরে ঠিকই নজর রাখেন! এমন আন্তরিকতার জন্যেই তো দূরে বা কাছে, আমাদের সবার বন্ধন আগের মতোই গাঢ় আছে।

ক্ষমা চাইবেন না সুজন ভাই, ঠিক আছে, বুঝতে পারছি অনেক কাজ না থাকলে এমন হতো না।

আমি আলহামদুলিল্লাহ ভালোই। আপনার ওদিকে করোনার কি খবর?

ওহো! বাবুর কি হয়েছে?

৩১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার ম্যাডাম দেশী নাটকগুলো অনেক ভালো লাগে। সিরিয়ালগুলো যে খারাপ মানের তা বলছিনা। নাটকগুলোর নির্মানশৈলী সবসময় উন্নতমননের(শিল্পের বিচারে) যদিও আধুনিকতার হিসেব তেমন জানা নেই।

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: একমত ভাই। আমারো দেশী নাটকগুলো বেশি ভালো লাগে। লোকেশন, মেকআপ, চরিত্র, অভিনয় অনেক বেশি বাস্তবসম্মত মনে হয়। হিন্দি সিরিয়াল খারাপ/ভালো সে তর্ক পরে, তবে যে মেকআপে ওরা ঘুমাতে যায় সেটা দেখলে সিরিয়াস সিনেও হাসতে হাসতে পেটে ব্যাথা হয়ে যায়। হিহি।

৩১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরে কি কান্ড দেখেনতো!
আমি এলাম আর সবাই আবার ডুব দিলেন।
কেমন আছেন সবাই?

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭

সামু পাগলা০০৭ বলেছেন: এতদিন আপনি ডুব দিয়েছিলেন, এখন তাই সবাই রাগ করে আড়ি নিয়ে ডুব দিয়েছে। হাহা।

গান: view this link

৩১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৪

সামু পাগলা০০৭ বলেছেন: অনেকদিন সুজন ভাইয়ের চিন্তায় নতুন টপিক দেওয়া হয়না। আজ দিচ্ছি।

তর্ক বিতর্ক টপিক: বাংলা মিডিয়াম/ইংলিশ মিডিয়াম!

দেশে দুধরণের স্কুল থাকে সেটা তো সবাই জানি। আপনার কি মনে হয়? কোনটি বেশি ভালো একজন শিশুর জন্যে? কেন? এসব নিয়েই চলুক এবারের তর্ক বিতর্ক আড্ডা। :)

৩১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৩১

আনমোনা বলেছেন: সুজন ভাইকে অনেকদিন পর দেখে ভালো লাগছে। আসলেই চিন্তা লাগে।
রোহান কেমন আছে?

৩১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪৮

আনমোনা বলেছেন: ইংলিশ মিডিয়ামে মাস ছয়েক পড়েছিলাম, ক্লাশ থ্রীতে। কিছুই মনে নেই, শুধু একটা বইএ কিছু ট্যাঁশ ট্যাঁশ শব্দ ছিলো, যেগুলোর মানে বুঝতে হিমসিম খেতাম। শব্দ গুলোও আর মনে নেই, তবে সেগুলো জীবনে আর কোথাও ব্যবহার করিনি, নিশ্চিত। এমন কি আমেরিকায় এসেও না।

আমি মনে করি একটা শিশুর প্রাথমিক শিক্ষা মাতৃভাষাতেই হওয়া উচিত। তার পরেও অনেক অভিভাবক ইংলিশ মিডিয়ামের দিকে ঝুকে, কারণ ১)শিশু ইংলিশে ভালো হলে সেটা ভবিষৎ ক্যারিয়ারের জন্য ভালো। ২) যেহেতু অনেক টাকা ফি, তাই আশা করা যায় শিক্ষকরাও হাইলি কোয়ালিফায়েড হবে এবং ভালো শিক্ষা দিবে।

৩১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৮

মূর্খ বন মানুষ বলেছেন: সুজন ভাইঃ ভাই! আপনি যে ভয় পাইয়ে দিয়ে ছিলেন সবাইকে! কেউ আসুক না আসুক আপনি সাধারণ সব সময় রেগুলার উপস্থিত থাকতেন আড্ডাঘরে। হুট করে না বলে এত দিন ধরে আপনি উধাও হলেও, আমরা এদিকে চিন্তায় অস্থির আপনাকে নিয়ে! আলহামদুলিল্লাহ যে আপনি ভাল আছেন। আমি আপনার ব্যস্ততা বুঝতে পারছি। আমার নিজের ও হঠাৎ করে ব্যস্ততা অনেক বেড়ে গিয়েছে। করোনার কারনে যা যা আটকে ছিল তা সবকিছু আবার শুরু হয়েছে এই জন্য কম বেশি সবার ব্যস্ততাই বেশি। আপনার বাড়ির সবাই কেমন আছেন?

হেনা ভাইঃ কেমন আছেন ভাই? আপনার শরীর এখন কেমন? আমাদের আপুরা কেমন আছে?

ম্যাডামঃ হাই ম্যাডাম। কি খবর আপনার? কেমন আছেন আপনি? বাসার সবাই কেমন আছে? ক্লাস শুরু হয়ে গিয়েছে নিশ্চয়। ব্যাস্ততা বেড়ে যাবার কথা। ইনস্টিটিউট কি খুলেছে আপনাদের নাকি এখনো অনলাইনে ক্লাস হবে?

আনমোনা আপুঃ তোমার কি খবর আপু? বাচ্চারা কেমন আছে? তোমাদের ঐদিকের কি অবস্থা? চারিদিক থেকে তো সমস্যা পিছুই ছাড়ছে না আমেরিকার।

৩১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ইংরেজীতে এতো দূর্বল ছিলাম যে এখনো তার রেশ কাটেনি। তাই এই টপিকে কিছু বলার আগে নিজের অজ্ঞতার কথা জানিয়ে রাখলাম। আমি সবসময় ব্লগে আছি।

আড্ডাঘরেও। যদিও কয়েকদিন কাজের চাপে চ্যাপটা হয়েছিলাম। তাই স্বইচ্ছায় সামাজিক যোগাযোগ বন্ধ রেখেছিলাম। কেননা কাজ এতোই ছিল যে ১৫/১৬ ঘন্টা একটানা কাজ করেছি।

৩১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বনমানুষ, আমি ভাই আড্ডা প্রিয় মানুষ। কি বড় ধরণের কোন চাপ না থাকলে হয়তো এতো মিস করতেন না। আমিও কিন্তু আড্ডার সবাইকে মিস করেছি। আড্ডাবাসিরা এতোই আন্তরিক যে ওদের আন্তরিকতার কাছে বরাবরই আমি হেরে যাই। সবাই ভাল থাকুন। সবার জন্য শুভ কামনা।

৩১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আজো কাউকে দেখছিনা। আমিই দিনটিতে রেখা কেটে গেলাম। যদিও কিছুটা ব্যাস্ততায় এখনো কাটছে।
কেমন আছেন সবাই?
আমাদের গুরুজীকে তেমন দেখা যায়না, বাকী কয়েকজনতো হারিয়ে গেছে মনে হয়। সবাই সুস্থ থাকুক সবার জন্য শুভ কামনা সবসময়ের।

৩২০| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

উম্মে সায়মা বলেছেন: আরে এই আড্ডাঘর তো আমি দেখিইনি! এত গল্প হয়ে গেল আর আমি মাত্র এলাম প্রথম মন্তব্য নিয়ে।
সবাই কেমন আছেন?

৩২১| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৩

মূর্খ বন মানুষ বলেছেন: সায়মা আপু, আমি ভাল আছি; আপনি কেমন আছেন? আড্ডাঘর বোধয় প্রতি জন্মদিনে চেঞ্জ হয়ে নতুন আড্ডাঘর তৈরি হয়। এমন কিছুই বোধয় আমি শুনে ছিলাম যদিও পুরাতন যারা আছে তারা ভাল বলতে পারবেন। দেরীতে হলেও যে এসেছেন, সেটাই ভাল ব্যাপার আমাদের জন্য। করোনার ধাক্কার পর অনেক কিছু আবার শুরু হয়েছে অনেক দিন বন্ধ থাকার পর। তাই কম বেশি সবাই এখন ব্যাস্ত হয়ে পরেছে। পুরোনো অনেকেই আর এখন দেখি না।

৩২২| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫১

উম্মে সায়মা বলেছেন: বনমানুষ ভাই, আমিও ভালো আছি। আপনার সাথে মনে হয় পরিচয় হয়নি। একসময় আড্ডাঘরে বেশ এক্টিভ ছিলাম। এখন আর সময় সু্যোগ হয়না। ব্লগেই আসা হয় কম। বারবার ভাবি সময় বের করে রেগুলার আসব। হয়েই ওঠেনা। সবাই জমিয়ে আড্ডা দেয় এটা দেখতেই মজা লাগে।

আমার রিসেন্ট ফেভরিট গান সবার জন্য।

৩২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৩

মূর্খ বন মানুষ বলেছেন: ম্যাডামঃ

কিন্তু H2O2 বলে থাকলে উত্তরটি সহজ। ফর্মুলা আলাদা, পরিণতিও!

উত্তর একদম সঠিক হয়েছে! আপনি তো বেশ মেধাবী! কেমিস্ট্রি কি প্রিয় সাবজেক্ট ছিল নাকি? আমার বেশ ভাল লাগত কেমিস্ট্রি পড়তে। আমি যে কলেজে পড়েছি তাতে খুব কম মানুষ ছিল যারা প্র্যাক্টিকাল ক্লাস করতে পছন্দ করত, কিন্তু আমার কাছে কেমিস্ট্রি প্র্যাক্টিকাল ক্লাস অসম্ভব প্রিয় একটি ক্লাস ছিল। ফিজিক্স পড়তে ও ভাল লাগলেও এর প্র্যাক্টিকাল ক্লাস ছিল রসকষ বিহীন একদম খটমটে।

আমাকে তুমি করে বলতে পারেন! বয়সে বড়ই তো।

আপনিতে অভ্যস্ত হয়ে পরেছি। আপাতত আপনিই থাকুক। থ্যাংকস আপনাকে।

কতবড় পচা আপনি! বারবার পুনরায় লেখা শুরু করতে বললেন, আর যখন লেখা শুরু করলাম আমার পোস্টে আপনার দেখাই নেই!

আমি খুবই সরি। করোনার প্রভাব কমাতে এদিকের সব কাজ আবার নতুন করে শুরু হয়েছে সেসব নিয়ে অনেকটাই বিজি ছিলাম। এর মধ্যে আবার এক ঝামেলা হয়েছে বাসা নিয়ে। বাড়ির ওনার এর সাথে টাকা নিয়ে যে চুক্তি ছিল তা সে মানতে চাচ্ছে না। তার দাবি ঐ চুক্তির মেয়াদ শেষ এখন ভাড়া নতুন করে চুক্তি করে দিতে হবে এবং তা আগের থেকে ১৫% বেশি। এমনিতেই বাসা ভাড়া বেশি এর মধ্যে আবার ১৫% বেশি দিয়ে থাকা সম্ভব ছিল না, তাই বাসা চেঞ্জ করেছি। এসব নিয়ে বিজি হয়ে পরে ছিলাম। এখন কিছুটা ফ্রি হয়েছি। ফ্রি হবার পরে আমি আপনার বেশ কয়েকটা পোষ্ট পরেছি এবং কিছু কিছু মন্তব্য ও করেছি।

শখের পড়া তো তাই ভালো লাগছে। কম্পালসারি পড়া হলে আর এত মজা লাগত না!

এটা একদম ঠিক কথা। তবে যেই পড়া হোক না কেন এই বয়সে আর ভাল লাগে না। যদিও গল্পের বই পড়তে দারুণ পছন্দ করি। আমি বাইরে থাকলে মা দেশ থেকে বই কিনে কুরিয়ার করে পাঠিয়ে দেয় আর না না দেশ থেকেও সে সব ভাষার বই কিনে রাখি যদিও বেশীর ভাগ পড়া হয় না। আপনাদের এখানের কার বই পড়া অবশ্যই উচিত বলে আপনি মনে করেন?

যে গানটা দিলেন সেটা মনকে এত বেশি ছুঁয়ে গেল! আসলেই তো! মন খারাপের দিনগুলো ওমনই তো হয়। বেশ কয়েকবার শুনলাম। থ্যাংকস এ লট।

আপনার ভাল লেগছে জেনে ভাল লাগছে। আপনার দেওয়া গানটার সুর অনেক সুন্দর যদিও আমি সব কথা বুঝতে পারিনি ঐ গানের।

অনেক দিন বাইরে খেতে যাইনি করোনার জন্য। এখন মাঝে মাঝে বাইরে থেকে অর্ডার করে খাবার এনে খাই। বেশীর ভাগ খাবারই দেশের খাবার এর মত স্বাদ ওয়ালা না! মাঝে মাঝেই মনে হয় এদের কে যদি প্লেনে করে নিজের সাথে নিয়ে যেতে পারতাম বাংলাদেশে! তারপর বাংলাদেশের ঝালমুড়ি, ফুসকা, চটপটি, কলিজার সিঙ্গারা, নান রুটি আর গ্রিল চিকেন, লাচ্ছি এসব খাওয়াতে পারতাম! তাহলে এসব লোক বুঝত স্বাদের খাবার কি জিনিস! আপনার পছন্দের আইটেম কি আপনাদের এখানের? যেটা অবশ্যই ট্রাই করা উচিত?

৩২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১১

মূর্খ বন মানুষ বলেছেন: সায়মা আপু, আপনার সাথে আগেও পরিচয় হয়েছে। আপনি এত বেশি কম আসেন যে ভুলেই গিয়েছেন। আপনার সাথে যখন পরিচয় হয় তখন আপনি সদ্য বিয়ে করেছেন। আপনি আগে মধ্যপ্রাচ্যের কোন এক দেশে স্কুলের টিচার ছিলেন। আপনাকে পুলক ভাই আর ফাহিম ভাই সেটা নিয়ে টিজ করে দোলনা ম্যাডাম বা এমন কিছু নামে ডাকত। কি আমি কি ঠিক বলছি? এখন কি মনে পরছে যে আমাদের আগেও পরিচয় হয়েছে!

বাহ! আপান্র দেওয়া গানটা তো অনেক সুন্দর! থ্যাংকস আপু।

গান: View This Link.

৩২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৪

উম্মে সায়মা বলেছেন: ঠিক ঠিক বনমানুষ ভাই। আপনার সব মনে আছে দেখি। আমি সত্যি ভুলে গিয়েছিলাম। যাই হোক এবার মনে থাকবে৷ আর আড্ডা হলে তো কথাই নেই।
গানটা খুব পছন্দের। ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। রেডিওতে বাজতো।
ধন্যবাদ

৩২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরে এই আড্ডাঘর তো আমি দেখিইনি!

দেখবেন কোত্থেকে, এখন কি আর ভাই বেদ্রারদের মনে আছে! কতো দিন আসেননা!!!

তারপর কেমন আছেন? পাড়াতো বোন থেকে গিয়ে দেশী বোন হয়েছেন। দোলা ভাই ভালো আছেন?
সময় পেলে আসবেন।
গানের জন্য ধন্যবাদ।

৩২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাড়িতে কাল রাতে গ্রিল্ড চিকেন আর ইরানিয়ান পরোটার আয়োজন হয়েছিল। ছোট ছেলে এবং দুই ছেলের বউয়েরা এসবের উদ্যোক্তা। ডাইনিং টেবিলে আমার চোখের মনি নয়নতারা খাওয়ার আগে কেমন মুড নিয়ে বসে আছে দেখুন। হাঃ হাঃ হাঃ।

৩২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মাশাল্লাহ নয়ন তারা দেখি ডাইনিং দখলে সচেষ্ট। এবার বুঝবে গুরুজী বুড়ি ভাবীর চামুচ কেড়ে নিবে।

৩২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার জন্য মানুষ হা হুতাশ করছে। করবেনা কেন বলুন! পেঁয়াজ ছাড়া তরকারি, বিশেষত গরুর মাংস আমি তো কল্পনাই করতে পারি না। আমার রক্তে কলস্টেরলের মাত্রা বেশি থাকায় ডাক্তার গরুর মাংস খেতে নিষেধ করেছেন। আমার স্ত্রীও দুই টুকরোর বেশি দিতে চান না। কিন্তু আমি চুরি করে পাঁচ ছয় টুকরা খেয়ে ফেলি। মাঝে মাঝে ধরা পড়ে যাই। তখন স্ত্রীকে মিথ্যে কথা বলি। একা একা ডাক্তারের কাছে গেলে তাকেও মিথ্যা কথা বলি। সাথে স্ত্রী থাকলে অবশ্য মিথ্যা বলা হয় না। তো এই চুরি আর মিথ্যা কথা বলার মতো কু-অভ্যাস আমার চরিত্রকে কলঙ্কিত করেছে। এর জন্য দায়ী বেশি বেশি পেঁয়াজ দিয়ে রান্না করা গরুর মাংসের ভুনা।

৩৩০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহারে পিঁয়াজ!!কয়দিন পরেনা পিয়াজ নিয়ে আবারো নানান বচন শুনা যায়।
গুরুজীর আক্ষেপতো সঠিক-ই পিয়াজ ছাড়া কি সেই কালো বুনা হবে?

৩৩১| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৮:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আস্সালামু আলাইকুম।
আড্ডাবাসিরা সবাই কেমন আছেন?
এবার সবাই লাপাত্তা। সবাইকে আল্লাহ সুস্থ রাখুন।

৩৩২| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৮:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এবার হয়তো সবাই আড্ডাকে বাই বলেছে!!

ম্যাডাম হয়তো ব্যাস্ততায় ডুব দিয়েছেন।

গুরুজীকে পাওয়া যায়না।
নয়নতারা ও নয়নতারা বোনকে নিয়ে সময় কাটে।




কেমন আছেন গুরুজী?

৩৩৩| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৮:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কেউ নেই তারপরেও একটা গান দিতে ইচ্ছে হলো
কারোর ইচ্ছা হলে শুনে দেখবেন।

শ্রুতি গোস্বামীর- ভাল বাসার গান।

৩৩৪| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহারে আড্ডারঘর!!!
কেউ নেই ...................
শুন শান এই ঘরটির এতো বেহাল অবস্থা কেনো?
আড্ডাবাসিরা কোথায়?

৩৩৫| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৬

আনমোনা বলেছেন: আসলেই সুজন ভাই, আড্ডাঘর শুনশান। রিসেন্ট কমেন্ট সেকশনে চোখ রেখে দেখি আড্ডাঘরে কেআছে।এখন আর রিসেন্ট কমেন্ট সেকশন থেকে আড্ডাঘরে আসতে পারিনা, তাই আড্ডা দেওয়া হয়না, আড্ডা না দিলে রিসেন্ট কমেন্ট সেকশনে আসেনা, আর সেখানে না আসলে আড্ডাতেও আসা হয়না। ব্যাপারটা ডিম আগে না মুরগী আগে।

৩৩৬| ২৩ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৬

ফাহিম সাদি বলেছেন: হেনা ভাই অসুস্থ। তাইজার হাত ভেঙ্গে গেছে। সবাই দোয়া করবেন প্লিজ।
আল্লাহ্‌ সবাইকে সুস্থ করে দিক।

"গত পরশু সকালে নাস্তা করার পর আমার তিনবার বমি হয়। এরপর ছেলেরা আমাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রক্তসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় যে আমার হার্ট এ্যাটাক হয়েছে। আমার এক ডাক্তার মেয়ে (সম্বন্ধীর মেয়ে) অবশ্য পুরপুরি একমত নয়। সে সারাদিনই আমার সাথে ছিল। তার অভিমত অত্যাধিক গ্যাসের কারণে হার্ট আঘাত প্রাপ্ত হয়েছে। বমি হবার আগে অবশ্য আমার অসংখ্যবার ঢেকুর উঠেছিল। যাই হোক, হাসপাতালে হার্ট এ্যাটাকের যাবতীয় ওষুধ ও ইনজেকশনসহ গ্যাসের ওষুধও দেওয়া হয়েছে। আমি সেগুলো যথারীতি সেবন করছি এবং ইনজেকশন নিচ্ছি। তবে আমি আমার এবারের হার্ট এ্যাটাক নিয়ে কনফিউজড। এর আগেও আমার দুইবার হার্ট এ্যাটাক হয়েছিল। ২০০৯ ও ২০১৪ সালে। কিন্তু তখন বমি হয়নি। এদিকে বিপদের আর এক ভাই আপদ এসে হামলা করেছে আমার পরিবারে। আমার ছোট নাতনি গতকাল বিছানা থেকে পড়ে হাত ভেঙ্গে ফেলেছে। দোয়া করবেন সবাই"
(হেনা ভাইয়ের ফেসবুক স্টেটাস থেকে সংগৃহীত)

৩৩৭| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আল্লাহ হেনাভাইকে সুস্থ করে দিন।
তাইজামনিটাকেও যেনো আল্লাহ সুস্থ করে দিন।

৩৩৮| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আড্ডাঘর এতো জনশুণ্য হয়ে গেল!!!
এমন কখনো হয়নি।
যাই হোক আড্ডাবাসিরা সবাই ভালো থাকবেন। আমাদের হেনাভাইয়ের জন্য দোয়া করবেন। ওনি আমাদের আড্ডাগুরু।
ম্যাডাম হয়তো পড়াশুনায় ব্যাস্ত। সময় করে ম্যাডামও আসবেন।
শাদি ভাইকে ধন্যবাদ হেনাভাইয়ের খবরটি দেওয়ার জন্য।

৩৩৯| ২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৩

আরাফআহনাফ বলেছেন: আস্সালামু আলাইকুম।
আড্ডাবাসিরা সবাই কেমন আছেন?
হেনাভাইয়ের জন্য দোয়া করি।

সুজন ভাই, ঢালী ভাই, পাগলী বোন, করলা বোন, মোজা বোন --------------- কত্ত মিস করছি ----------
আর সাদী ভাইরে মিস করি না - একটুও।

ভালো থাকুন নতুন পুরোনো সব আড্ডাবাজেরা।

৩৪০| ২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫

আরাফআহনাফ বলেছেন: বেড়ার এ ছাউনি দেয়া আড্ডাঘর বানাইলো কিডা - নাকি আগের ঘর ঝড়ের কবলে??

৩৪১| ২৭ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৯

মোস্তফা সোহেল বলেছেন: আড্ডাতে আসিনা বলে সবাই ভুলে গেছেন :(( :((

৩৪২| ২৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৮

আরাফআহনাফ বলেছেন: সোহেল ভাই, স্বাগতম।
আপনাকে ভুলি নাই - তবে আপনারও আনাগোনা কমে গেছে।

সুজন ভাই - খানাপিনা নিয়া আহেন - বইলাম খাইতে - আমার আবার মন চায় ছুডু মাছের চচ্চড়ি, চিংড়ি লাউ, লাল শাক আর সুগন্ধি লেবু দেয়া গরম গরম ভাত - সাথে ঘ-----ন ডাল - চলবে নাকি?

খাইতে খাইতে গান শুনি GAANআর ভাবি কোথায় পুলক ঢালি ভাই, কোথায় সাদী ভাই।


ভালো থাকুন সকলে।

৩৪৩| ২৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: পাগলা আপাকে আমি অনেক মিস করছি।

৩৪৪| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো থাকুন নতুন পুরোনো সব আড্ডাবাজেরা।


আড্ডাঘর থেকে পালাই থাকলে আড্ডাপাগলরা ভালো থাকে কেমন করে!!!

৩৪৫| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফয়সাল ভাই, কতো দিন আপনাকে দেখিনা(আড্ডাতে)! এতো দিন থাকলেন কি করে ডুব দিয়ে!

খানা লাগবো? কচু শাকের ভর্তা দিয়ে আজকের খানা দিলাম। সাথে যদি ইলিশ ভাজা।

৩৪৬| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আড্ডাতে আসিনা বলে সবাই ভুলে গেছেন :(( :((

এমন করে বলেন কেন প্রিয় ভাই।
সবসময় মনে থাকবেন। তবে আসেন না বলে অভিমান জমেছে। এতো একটিভ ভাইটি ভুলে থাকে কি করে!

৩৪৭| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মেডাম, সালাম জানবেন। অনেক দিন আড্ডাতে নেই! ওখানকার প্ররিস্থিতি কেমন ? নিজেও আংকেল-আন্টি কেমন আছে জানাবেন। সবাইকে আল্লাহ ভালো রাখুন দোয়া সবসময়ের।

৩৪৮| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পড়ার প্রহর বলেছেন: পাগলা আপাকে আমি অনেক মিস করছি।

আমিও মিস করছি।

৩৪৯| ০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সব পাগল এমন করে ভালো হয়ে গেল!!!!
আড্ডায় আর ঘুরা- ঘুরি করে না। সবাই ভালো থাকুন।

৩৫০| ০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হায় হায় এই কি দশা!!
আড্ডার এই বেহাল অবস্থা দেখতে হবে...!

৩৫১| ১২ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আড্ডাঘরে আমি ছাড়া যখন অন্য কেহ আসছেনা। খবরটা কার কাছে দিব?
আড্ডাবাসি হয়তো সবাই আমাদের মেডম্যাক্স ভাই কে চিনেন। মেডম্যাক্স ভাইটি কোভিট প্রজিটিব সে নিজেই জানাইল। ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেনো তাকে সুস্থতা দান করেন।

৩৫২| ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহারে আড্ডা!
এই ঘরটার এতো বেহাল অবস্থা!!!

কে কোথায় আছেন, একবার এসে বলে জান কেমন আছেন?

৩৫৩| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আস্সালামু আলাইকুম। আড্ডা বাসিরা কে কেমন আছেন?
সবাই ভালো থাকুন।

৩৫৪| ২৪ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২১

মোস্তফা সোহেল বলেছেন: সুজন ভাই সালাম নিবেন,আশা করি ভাল আছেন?
আসলে ব্যস্ততার কারনে আড্ডাতে আসা হয়না।হয়তো কোন একদিন ব্যস্ততা কাটিয়ে আবার আড্ডাতে নিয়মিত হব।
রোহান কেমন আছে?

৩৫৫| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মোস্তফা সোহেল ভাই, ওয়ালাইকুম আস্সালাম ভাই। আমি প্রায়ই আড্ডাতে এসে বিমূখ হয়ে ফিরি তাই এখন আসা ছেড়ে দিয়েছি।
কারোর খবর নেই!
জানি না সবাই এতো নিষ্ঠুর হলো কি করে!!!!
সবার জন্য শুভ কামনা রইল।
আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটা তেমন ভালো না। বেশ কয়দিন থেকে ঠান্ডা কাশিতে ভুগছিলাম। যদিও এখন প্রায় রিকোভারীর পথে।
রোহান ভালো আছে। আপনার ছেলেটা কেমন আছে?

৩৫৬| ১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেকি আড্ডাঘর এর এমন হাল!
কারো না আসাটাই হয়েছে কাল।

সুজন ভাই একা একা ঘুরে যায়
কারো নাই দেখা, এ যে নতুন করা শিখা।

৩৫৭| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হায়হায় কারো দেখা নেই !!!!!!!!!!!!

৩৫৮| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৯

মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় আসাবাসী সবাই কেমন আছেন?
আড্ডাঘরের এমন অবস্থা দেখে আমিও কিছুটা অবাক হচ্ছি।সুজন ভাই দেখছি অনেক দিন মিসিং!!

সুজন ভাই এখন কেমন আছেন?ফেসবুকেও আপনাকে দেখিনা মনে হয়?
যাক আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।

সামুপাগলা,হেনা ভাই,ফাহিম ভাই,ফয়সাল ভাই,পুলক ভাই আশা করি সবাই ভাল আছেন।

৩৫৯| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

রাকু হাসান বলেছেন:

গুরুজির অসুস্থতার খবরটি পেয়ে আঁতকে উঠলাম।দ্রুত সুস্থতা কামনা করছি।আশা করছি সবাই ভালো আছেন।
আমি ভালো আছি।নতুন বছরের শুভেচ্ছা রইল সবার প্রতি।সবাই কি ব্যস্ত হয়ে গেল।

৩৬০| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৫

আরাফআহনাফ বলেছেন: আমি হারিয়ে যাইনি।

সামুপাগলা,হেনা ভাই,ফাহিম ভাই,ফয়সাল ভাই,পুলক ভাই আশা করি সবাই ভাল আছেন।
আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ।

বাকীরা সব ভালো থাকুক - সতত কামনা।

৩৬১| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: হেনা ভাই এখন কেমন আছেন কেই জানলে জানাবেন।
সুজন ভাই কোথায় হারিয়ে গেলেন?

৩৬২| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই হারিয়ে গেছে বনে

রয়ে গেছে তবু মনে।

৩৬৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৬

আরাফআহনাফ বলেছেন: আজকে অনেকদিন পর হেনাভাইয়ের মোবাইলে কল করে কথা বলতে পারলাম - আমাদের বুড়ি ভাবী ফোন ধরলো।
হেনা ভাই এখনো কথা বলতে পারছেন না, মুখ বেঁকে গেছে বলে। কোন ধরনের ইশারাও করতে পারছেন না - তবে মানুষজন চিনতে পারছেন আর হাঁটাচলা করতে পারছেন সীমিত।

আল্লাহর দরবারে তাঁর সুস্হতার জন্য দোয়া করছি - মহান রাব্বুলআলামিন যেন গুরুজীকে সুস্হতা দান করেন - নেক হায়াত দারাজ করেন - আমীন - আমীন - আমীন।

সবাইকে গুরুজীর জন্য দোয়া করতে বিশেষ অনুরোধ করছি ।


আল্লাহ সবাইকে সুস্হ রাখুন।

৩৬৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৭

আরাফআহনাফ বলেছেন: কখনো ভাবিনি আমাদের গুরুজী এমনভাবে নির্বাক হয়ে যাবেন !!!

আমাদের আড্ডাঘরও আজ নির্বাক :||

৩৬৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: হেনা ভাইয়ের অসুস্থতার খবর জেনে খুবই খারাপ লাগছে।মহান আল্লাহর কাছে দোয়া করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

৩৬৬| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:০১

আরাফআহনাফ বলেছেন: সবাই ভালো আছেন আশা করি।
এখনো কেউ কেউ ঢুঁ মরছেন - এটাই আন্তরিকতা।

মোস্তফা সোহেল ও সুজন ভাই,
আপনাদের জন্য আমার ইমেইল জানালাম - আশা করছি যোগাযোগ করবেন।
বাকি সহ ব্লগারদেরও একই অনুরোধ জানাচ্ছি ------

[email protected]

৩৬৭| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:০২

আরাফআহনাফ বলেছেন:

[email protected]

৩৬৮| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:০৪

আরাফআহনাফ বলেছেন: আমাদের গুরুজী কিছুটা সুস্থ হয়েছেন - তবে এখনো কথা বলতে পারছেন না ।
তাঁর আরোগ্য লাভের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি - আল্লাহ তাঁকে সুস্থতা ও নেক হায়াত দান করুন - আমীন।

৩৬৯| ২৬ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আশা করি সবাই ভাল আছেন। হেনা ভাই এর শুস্থতা কামনা করছি।

৩৭০| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৫৫

উম্মে সায়মা বলেছেন: আমি কিছু বলার ভাষা পাচ্ছি না। মনে হচ্ছে খুব আপন কাউকে হারিয়েছি। আসলেই খুব আপন, আর প্রিয় একজন মানুষকে হারিয়েছি। আমার শুধু মনের মধ্যে স্বপ্ন বাসরে পাওয়া উনার পুরো জীবনটা ভাসছে। জানি এটাই জীবনের নিয়ম। তবু মানতে ইচ্ছা করেনা। :( মনে হয় যেন আরো যুগ যুগ উনার আমাদের সাথে থাকার কথা ছিল। আমাদের সাথে আড্ডা দেয়ার কথা ছিল। আল্লাহ উনাকে পরপারে ভালো রাখুক।

৩৭১| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:০৩

রাকু হাসান বলেছেন:

স্তব্দ হয়ে গেলাম।ব্লগের আরও একটি নক্ষত্রের পতন হলো। তাঁর রুচিশীল লেখা ও মন্তব্য মনে দাগ রেখে গেছে।বারবার মনে পড়ছে আড্ডাঘরের রসাত্মক মন্তব্য,ছবিগুলো। :((
ভালো থাকবেন।

কেউ কে দেখছি না

৩৭২| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই আড্ডা ঘরে হেনা ভাই আর আসবেন না। রসিক কথা বলবেন না, নয়নতারার ছবি দিবেন না। নাহ কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

৩৭৩| ০৩ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২২

ফাহিম সাদি বলেছেন: কাল বিকেলে যখন ফয়সাল ভাইয়ের পাঠানো ম্যাসেজটা দেখলাম আমি তখন কাজে, কি করবো বুঝতে পারছিলাম না। আজ সকালে সুজন ভাই আর পুলক ভাইয়ের সাথে কথা হয়েছে, ওনারও আমাদের মতই স্বজন হারানোর ব্যথা অনুভব করছেন। এখন শুধু চাওয়া একটাই, আল্লাহ যেন হেনা ভাইয়ের আত্মাকে শান্তিতে রাখেন। জান্নাতুল ফেরদৌস দান করেন। বুড়ি ভাবী এবং ওনার পরিবারের লোকদের শোক সহ্য শক্তি দিক।

৩৭৪| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১:৪২

শুভ_ঢাকা বলেছেন: গুরজি, আমি আমার জীবনে কাউকে কোনদিন গুরুজি বলে সম্ভোধন করিনি। আপনেকে প্রথম গুরুজি বলে সম্ভোধন করেছিলাম। আজীবন আপনাকে গুরুজি বলেই জানবো। জানেন গুরুজি আপনাকে আমি বাবার মত আসনে রাখতাম, যদিও ভাই বলে ডাকতাম। কথার আছে না নাম বা ডাকে কি আসে যায়। আজ আপনি চলে গেলেন। দ্বিতীয়বারের মত বাবা হারানোর কষ্ট পেলাম। বাবা হারানোর দিন চিংকার করে কানছিলাম। আর আজ নিরবে খালি চোখের জল পড়ছে। মোবাইলে টাইপ করছি ঝাপসা চোখে। ওপারে খুব খুব ভাল থাকবেন গুরুজি। আপনার আর আলেয়া আপার জন্য আমার শেষ গানটি রইলো।

view this link

৩৭৫| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০২

মোস্তফা সোহেল বলেছেন: মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন হেনা ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
হেনা ভাই মারা গেছেন এটা মন থেকে মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে।খুব ইচ্ছে ছিল একদিন উনার সাথে দেখা করে কথা বলার।
কিন্তু তা আর হলনা।

৩৭৬| ০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

মূর্খ বন মানুষ বলেছেন: হেনা ভাই এর সাথে আমার পরিচয় খুবই অল্প দিনের যদিও আগেও তার লেখা অনেক পড়েছি সেই প্রথম আলোর ব্লগে থাকাকালীন সময় থেকে। এই আড্ডাঘরে এসেই তার সাথে সরাসরি পরিচয় এর সৌভাগ্য হয়। কি হাসিখুশি একটা মানুষ ছিলেন! তার সন্তানদের বা সন্তানদের থেকেও বয়সে ছোট একদল পাগলদের সাথে কি বন্ধুসুলভ ভাবে মিশতেন সেটা দেখে বোঝ যায় মনের দিক থেকে কি ইয়াং ছিলেন তিনি! আমি তাকে একটু একটু করে আবিষ্কার করছিলাম আর শত কষ্টের মাঝেও হাসিখুশি থাকার সঞ্জীবনী সঞ্চার করছিলাম। কিন্তু ঠিক ভাবে তাকে বুঝে ওঠার আগেই অসুস্থ হয়ে পরলেন। ব্লগে না আসলেও আরাফআহনাফ ভাই এর দেওয়া আপডেট গুলো ফলো করছিলাম। তার জন্য দোয়া করতাম যে সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আবার আগের মত করে। কিন্তু বিধাতার ইচ্ছায় চলে গেলেন নিজের পরিবার আর আড্ডাঘরে গড়ে ওঠা পরিবার এর সবাইকে ছেড়ে! আল্লাহ্‌, হেনা ভাইকে জান্নাতুল ফেরদাউস এ নসীব করুন- আমিন।

৩৭৭| ২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আড্ডাঘরটা বিরান হয়ে গেলো।

৩৭৮| ২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হেনা ভাইকে হারিয়ে আড্ডা ঘরটি
আজ নীববে কাঁদছে।

৩৭৯| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: কোথায় হারিয়ে গেলো আড্ডাবাজরা
আজ আর দেখা নেই
মনেতো পড়ে স্মৃতিগুলো সেই.............।

৩৮০| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক দিন পরে এলাম এই আড্ডাঘরে।
প্রতিদিন যেখানে না এলে ভালো লাগতো না।
গুরুজীয়ের রসবোধের কতো স্মৃতি মনে পড়ে। আল্লাহ যেনো আমাদের হেনা ভাইকে পরপাড়ে অনেক ভালো রাখেন। ওনাকে যেনো জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

বাকীরা যারা যেথায় আছেন কারোর সাথেই তেমন যোগা যোগ নেই। আড্ডার মাধ্যমে যাদের সাথে পরিচয় হয়েছিল প্রত্যেকটি ব্লগার ছিল সুন্দর মনের। সবার উন্নত জীবনও কামনা করছি। সবাই ভালো থাকুন।

৩৮১| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: সুজন ভাই কেমন আছেন?অনেক দিন কারও খোঁজ নেওয়া হয়না।আপনি কি এখন বিদেশ?
আসা করি পুরানো সব আড্ডাবাজরা ভাল আছেন।
সামুপাগলার কি খবর কেউ জানলে জানাবেন।

৩৮২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

ফাহিম সাদি বলেছেন: কেমন আছেন সবাই? অনেক দিন কথা হয় না, আড্ডা হয় না। তবে অভ্যাস বসত এখনো আগের মত আড্ডায় এসে ঘুরে যাই। লিখতে ইচ্ছে করে না। কিছু লিখিও না, তবু আসি। আপনাদের সবার মত আমারও হেনা ভাইয়ের কথা অনেক মনে পড়ে। এক সাথে আড্ডা দিতে ইচ্ছা করে।

মিস করি, যোগাযোগ থাকুক আর নাই থাকুক।

৩৮৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৮

রাকু হাসান বলেছেন:

আমাদের গুরুজীকে হারিয়ে যেন এতিম হয়ে গেলাম।এদিকে আমাদের হোস্ট উধাও!
কেমন আছেন আপডেট জানাবেন প্লিজ।জানি না আড্ডা আবার ফিরবে কিনা৷ নাকি
কেবলি স্মৃতি মন্থন করে যাব।

সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন।আমি আলহামদুলিল্লাহ ভাল আছি।

৩৮৪| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: কেমন আছেন সবাই?
সুজন ভাই কেমন আছেন?

৩৮৫| ১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই এখানে এখন অনিয়মিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.