নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলামির সীমানা থাকে কি? জানা নেই, যদি থেকেও থাকে আমার পাগলামিগুলো কোন সীমানায় বাঁধা নেই। উপভোগ করি পাগলামির আদি-অন্ত।

ম্যাড ফর সামু

আমি পাগল এটাই কি আমার পরিচয়ের জন্য যথেষ্ট নয়!

ম্যাড ফর সামু › বিস্তারিত পোস্টঃ

অবশেষে সকল তর্ক-বিতর্কের অবসানের মাঝেই সেফ হতে পারলাম! ওয়াও, সেফ! সেফ! সেফ!

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

পাগল হইয়া পৃথিবী বিখ্যাত নাটোরের কাঁচাগোল্লা নিয়ে আপনাদের সামনে হাজির নেন ইচ্ছামত খান আর একটু আমার জন্য দোয়া করেন।


ছবি: গুগল
প্রথমেই সম্মানিত সামু টিমকে অসংখ্য ধন্যবাদ আমাকে সেফ করে দিয়ে ব্লগে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। এর পর সকল সহব্লগার বৃন্দকে শুভেচ্ছা আমাকে তাদের সুন্দর সুন্দর ব্লগগুলোয় মন্তব্য করার সুযোগ দিয়ে। আমি ব্লগ ভালোবাসি, ভালোবাসি বলতে এক্কেবারে ব্লগের পাগল সেই ২০০৭ থেকে। কিন্তু নানান প্রতিকূলতার কারণে এতদিন আইডি ব্যবহার করিনি। কিন্তু নিয়মিত পড়ায় সংযুক্ত থাকতাম। কয়েকটি আইডি ছিল, কিন্তু মাঝখানে কিছুদিন বিশেষ একটি কারণে ব্লগ থেকে দূরে থাকার সুবাদে সেই আইডি ও পাসওয়ার্ড এমনকি মেইলগুলো সহ ভুলে গেছি। একটি আইডি মনে ছিল কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও সেটাতে লগইন করতে না পেরে অনেকদিন ধরেই একটি নতুন আইডি ওপেনের চেষ্টা করে চলছিলাম। কিন্তু ঠিক কি কারণে জানিনা কোন আইডিই ওপেন করতে পারছিলাম না। এর মাঝে হঠাৎ একদিন আইডি রেজিষ্ট্রেশনের চেষ্টা করার একপর্যায়ে এই আইডিটি রেজিষ্ট্রেশন হয়ে যায়। অনেক খুশী মনে কয়েকজনের ব্লগে কমেন্টও করলাম। কিন্তু অনেকেই আমার এই নিকটা ঠিক পছন্দ করতে পারলেন না একজন ফেমাস ব্লগারের কাছাকাছি নিক বলে। কিন্তু এখন পর্যন্ত আমি সেই ফেমাস পাগলা আপুর কোন আপত্তিজনক মন্তব্য পাইনি।

যাই হোক আমি অনেক কষ্টে সেফ একটি নতুন নিক হাতে পেয়েছি এই খুশীতেই কয়েকটি ডিগবাজী দিলাম। এখন ইচ্ছেমত ব্লগ পোষ্ট করতে পারব প্রথম পাতায়। যদিও আমার লেখার হাত খুব খারাপ, কোনকিছুই গুছিয়ে লিখতে পারি না। তবুও চেষ্টা করব অন্য সকল ব্লগারগণের সুন্দর সুন্দর ব্লগ পড়ে মন্তব্য করে উৎসাহ দেওয়ার আর মাঝে মাঝে এলোমেলো কিছু লেখা পোষ্ট করে আপনাদের মূল্যবান সময়ের অপচয় ঘটাতে সচেষ্ট থাকব। কারণ আমি তো পাগল, পুরোপুরিই পাগল।

পাগল হইয়া পৃথিবী বিখ্যাত নাটোরের কাঁচাগোল্লা নিয়ে আপনাদের সামনে হাজির নেন ইচ্ছামত খান আর একটু আমার জন্য দোয়া করেন।



যাদের কাঁচাগোল্লা পছন্দ নয়, তাদের জন্য রসগোল্লা।



অনেকে রসগোল্লাও পছন্দ করেন না তাদের জন্য ডায়াবেটিক মিষ্টি।


সকল মিষ্টিগুলোই গুগল মামার দোকান থেকে নেওয়া একদম টাটকা এন্ড হালাল।

মন্তব্য ৫৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সেফ মোবারক :)

নাম পরিবর্তন করতে কতৃপক্ষকে মেইল করতে পারেন....

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

ম্যাড ফর সামু বলেছেন: সেফ মোবারক। নাম পরিবর্তন করাটা কি খুব জরুরী, আমার যে এই নিকটা ভারি পছন্দের।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০

নজসু বলেছেন:



এতোটা কাছাকাছি নিক করা ঠিক হয়নি।
আমরা বিভ্রান্ত হতে পারি।
যাই হোক ভ্রাতা আর্কিওপটেরিক্সের সঙ্গে আমি সহমত।
ব্লগীয় জীবন আনন্দের হোক।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯

ম্যাড ফর সামু বলেছেন: জ্বী, সেটা তো এখন বুঝতে পারছি। কিন্তু শুধু সামুপাগলা নামে আমার আরও একটি নিক ছিল। যাহোক সকলে যেহেতু আপত্তি তুলছেন, আপনারাই না হয় একটা নিক ঠিক করে দিন।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০

আরোগ্য বলেছেন: অভিনন্দন। আশা করবো অতিসত্বর নিকটি পরিবর্তন করবেন।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০০

ম্যাড ফর সামু বলেছেন: অভিনন্দনের জন্য ধন্যবাদ। এক দফা এক দাবি নিক তুই কবে পাল্টাবি? বাহ বাহ চমৎকার, কি নিক নিব ঠিক করতে পারছি না আপনারা সাজেষ্ট করুন না।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

উপপাদ্য বলেছেন: অভিনন্দন আপনাকে। :)

১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০১

ম্যাড ফর সামু বলেছেন: অভিনন্দন জানিয়ে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই আনন্দ খুশি ঘিরে থাকুক আপনার আগামীর পথ, হাসিখুশি ভরা মিষ্টি চঞ্চলতা লেগেই থাকুক আপনার ব্লগিং সময় জুড়ে।
শুভকামনা রইলো আপনার জন্য।

শুভ সন্ধ্যা

১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

ম্যাড ফর সামু বলেছেন: শুভ সন্ধ্যা। সুন্দর প্রেরণাদায়ক একটি মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা আপনার জন্যও।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: 'সামুপাগলা০৭' এটা ব্লগারদের জন্য বিভ্রান্তিকর।

আশাকরি এডমিনদের সাহায্য নিয়ে নিক পরিবর্তন করবেন।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

ম্যাড ফর সামু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। কি নিক নেওয়া যায় ভেবেচিন্তে একটা সিলেক্ট করে তারপর মেইল পাঠাবো। অবশ্য আপনারাও সুন্দর সুন্দর কিছু নিক সাজেষ্ট করতে পারেন।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


খাবারের ছবি দিয়ে, যদি বলেন, "খান"; এটা ভালোই অভদ্রতা ও বেকুবীর পরিচয়! আপনি ব্লগের ১ম পাতায় লেখার সুযোগ পেয়েছেন, এতে উৎসাহিত হওয়া স্বাভাবিক; লিখুন!

১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

ম্যাড ফর সামু বলেছেন: ওয়াও, প্রথম পাতায় পোষ্টকৃত প্রথম পোষ্টে আপনার মত এমন একজন সেলিব্রেটির মন্তব্য আমাকে অনেক উৎসাহ প্রদান করল। আর এই বিষয়টা নিয়ে আমারও যথেষ্ট আপত্তি থাকা সত্ত্বেও আর দশজন সেলিব্রেটি ব্লগারের দেখাদেখি আমিও দিয়ে ফেলেছি।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ইউনিক নিক নেওয়ার চিন্তাভাবনা করুন। শুভকামনা রইলো।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

ম্যাড ফর সামু বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ। ইউনিক নিক নেওয়ার তো আমারও ইচ্ছে আছে। দেখি ভালো নেম পেলে চেষ্টা করব।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

সুমন কর বলেছেন: অভিনন্দন !! শুভকামনা রইলো।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

ম্যাড ফর সামু বলেছেন: অভিনন্দনের জন্য আপনাকেও শুভকামনা সহ অভিনন্দন।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেেন, "আর এই বিষয়টা নিয়ে আমারও যথেষ্ট আপত্তি থাকা সত্ত্বেও আর দশজন সেলিব্রেটি ব্লগারের দেখাদেখি আমিও দিয়ে ফেলেছি।"

-মানুষের ভুলগুলো অনুসরণ করবেন না, সংখ্যায় সেসব মানুষ বেশী হলেও অসুবিধা নেই

১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

ম্যাড ফর সামু বলেছেন: আপনার গঠনমূলক পজেটিভ সুন্দর প্রতিউত্তরের জন্য আপনাকে আন্তরিক মুবারকবাদ। চেষ্টা করব এখন থেকে কাউকে ফলো না করে নিজের মনের কথা শোনার।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

তারেক_মাহমুদ বলেছেন: নিজের স্বকীয়তা বজায় রাখুন, এত কাছাকাছি নামের নিক নেওয়া ঠিক হয়নি,কাভা ভাইকে বলে নিকটি পরিবর্তন করুণ। শুভ ব্লগিং।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:১৯

ম্যাড ফর সামু বলেছেন: ধন্যবাদ তারেক ভাই, আপনার পরামর্শটা সুন্দর।

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

স্রাঞ্জি সে বলেছেন: কেউ কেউ বলেছে। আপনার নিক নিয়ে তারা বিভ্রান্ত পড়েছে। বিভ্রান্ত হচ্ছে সবসময়। হাসি পাই এমন কথা শুনলে। যার যেমন ইচ্ছা সে নিক নিতেই পারে। এখানে বিভ্রান্ত হওয়ার কি আছে। সংখ্যাটা মনে রাখলেই হয়ে যাচ্ছে।
আমি ভাই আপনাকে বলব। এই নিক পাল্টিয়েন না। যেমন আছে অমনি থাক। ব্লগে এসে যদি ব্লগার ছোট্ট একটা সংখ্যা মনে রাখতে না পারে। তাহলে.....

আপনার খাবারদাবার খেলেম। কিন্তু কুক কই। কুক নিয়ে আহেন। গলাটা ভিজাতে হবে। আর চাঁদমিয়ার কথাটা মনে রাখবেন। সেফ হইছেন এত খুশির কিছু নাই। লিখুন। সামুকে প্রাণবন্ত করে তুলুন।

ও ভুলেই গেছি আপনাকে অভিনন্দন জানাতে। ভাল থাকুন।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:২৬

ম্যাড ফর সামু বলেছেন: আপনাকে শুধু ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানানো সম্ভব নয়। এতসুন্দর একটা প্রেরণাদায়ক এবং ন্যায্য মন্তব্য, আমিতো এমনিতেই পাগল, তার ওপর আপনি উৎসাহ দিচ্ছেন। মনে হয় আপনার কথাটি একদম ঠিক, ব্লগে যারা আসেন যতদুর জানি সবাই যথেষ্ট জ্ঞানী.. একমাত্র আমি ছাড়া... তাহলে সবার এমন মন্তব্যে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ এর আগেও আমার আরও কয়েকটি আইডি নষ্ট হয়ে গেছে। আর অরিজিনাল সামুপাগলা নিকটা মনে হয় আমারই ছিল। সো....
আর ভাই কাল্পনিক খাওয়া-দাওয়া দিয়ে আপনাকে ছোট করতে চাই না, যদি কোনদিন সম্ভব হয়... আপনি কোকটা পাওনা রইলেন আমার কাছে।
অবশেষে অভিনন্দন জানানোর জন্য আপনাকে বিশেষ বিশেষ অভিনন্দন।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০

শায়মা বলেছেন: ১১. ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪ ০

তারেক_মাহমুদ বলেছেন: নিজের স্বকীয়তা বজায় রাখুন, এত কাছাকাছি নামের নিক নেওয়া ঠিক হয়নি,কাভা ভাইকে বলে নিকটি পরিবর্তন করুণ। শুভ ব্লগিং।

একমত! :)

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:২০

ম্যাড ফর সামু বলেছেন: ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্যের জন্য। আমিও প্রায় একমত, কিন্তু অরিজিনাল সামুপাগলা তো তাই এমন পাগলামী করেছি।

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগে আরো একজন সামুপাগার আগমন!!
খুবই ভালো হয়েছে আপনি সেফ হয়েছেন
এবার খুব ভালো সুস্বাদু খাবার খাওয়ান!
আর যুদ্ধে নামুন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে।
ইতিমধ্যে একজন তীর হেনেছে একটুর জন্য
কানের পাশ দিয়ে গেছে !!


১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩০

ম্যাড ফর সামু বলেছেন: ওয়াও, নুরু ভাই, আপনিও দেখি আমার পক্ষেই কথা বলছেন, অন্নেক অন্নেক ধন্যবাদ ব্রো। খাবারের ছবি দিয়ে আর কাউকে আপ্যায়ন করতে চাই না, যদি কখনও সম্ভব হয় সরাসরি আপ্যায়নটা পাওনা রইলেন আমার কাছে। ইনফ্যাক্ট আমি শাহবাগ এলাকাতে থাকি, এদিকে এলে আওয়াজ দিয়েন। আপ্যায়িত করার চেষ্টা করব। আর শুধুমাত্র একজন নয় আমার এই নিকের ব্যাপারে অনেকেই তীর, বল্লম, তলোয়ার, বন্দুকের গুলি, কামান দেগেছে, বাদ রয়েছে শুধু মিসাইল... দেখি কি হয়।

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০২

ইসিয়াক বলেছেন: এত মিষ্টি অপূর্ব সৃষ্টি
জীবে জল এসে যায়
ছবি দেখে দেখে আশ মেটেনা
খাওয়ার ভাবনায়।।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩২

ম্যাড ফর সামু বলেছেন: সুন্দর কবিতার ছন্দে কমেন্ট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা, ভাই খাবার-দাবারের ছবি দিয়ে আপ্যায়নটা ঠিক আমার পছন্দ নয়, আপনার সঙ্গে একমত, দাওয়াত রইল, কোনদিন দেখা হলে আপ্যায়িত করার চেষ্টা করব।

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: ভাই মিষ্টি খেতে ইচ্ছা করছে না।
একটু ঝাল টাল কিছু আছে? না থাকলে ব্যবস্থা করেন।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩৪

ম্যাড ফর সামু বলেছেন: অবশেষে সেলিব্রেটি ফটোগ্রাফার সাহেবের মন্তব্যে ধন্য হলাম। ঝাল, টক, মিষ্টি সব ব্যবস্থা করব ইনশাআল্লাহ, তবে ছবিতে নয় বাস্তবে, শাহবাগ এলাকায় এলে আওয়াজ দিয়েন।

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

মা.হাসান বলেছেন: Puran pagol vaat payna , noya pagol ! B-)
Blog anondomoy houk.

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩৬

ম্যাড ফর সামু বলেছেন: জ্বী মা. হাসান, আমিই পুরান পাগল আবার নতুন করে আমদানি হয়ে এলাম... এখন ০০৭ আপ্পির মতামতের অপেক্ষা করছি। ধন্যবাদ সু-প্রত্যাশার জন্য।

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৬

মতিঝিল বলেছেন: গুগল মামার দোকান থেকে কেনা মিষ্টিগুলো দারুণ!!!

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩৭

ম্যাড ফর সামু বলেছেন: মতিঝিলে তো মনে হয় কোন মিষ্টির ভাল দোকান নেই... একবার নাটোরে আসুন.... অরিজিনাল কাচাগোল্লা খাওয়ার দাওয়াত রইল।

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫

হাবিব বলেছেন: লিখুন মনখুলে.......

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩৮

ম্যাড ফর সামু বলেছেন: চেষ্টা করব স্যার... দোয়া রাখবেন।

২০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫১

মনিরা সুলতানা বলেছেন: আমি সারাদিন থেকে ভাবছি সামু পাগলা তো আবার কেনো সামু পাগল হইলো !!!

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৪০

ম্যাড ফর সামু বলেছেন: নিজেকে হিরো হিরো মনে হচ্ছে, এই অধম পাগলা আপনার সারাদিনের জন্য আপনার সুন্দর মনে ভাবনার উদ্রেক করে দিল, আবার ভয়ও পাচ্ছি....। দোয়া করবেন আপু।

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৬

কাওসার চৌধুরী বলেছেন:



@ মনিরা সুলতানা বলেছেন: আমি সারাদিন থেকে ভাবছি সামু পাগলা তো আবার কেনো সামু পাগল হইলো !!!........ আমারও একই অবস্থা। শুভ কামনা রইলো আপনার জন্য। এবার লিখুন মন খোলে।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৪২

ম্যাড ফর সামু বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব প্রেরণা দেওয়ার জন্য। আমি তো অনেক আগে থেকেই সামুপাগলা, তো পাগলে কি আর মন খুলে লিখতে পারে... পারে কেবল এলোমেলো উল্টা-পাল্টা আগোছালোভাবে বকতে। দোয়া করবেন, যেন আপনাদের সম্মান রাখতে পারি।

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২০

চিত্রাভ বলেছেন: নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার ছবি দেখলুম চেষ্টা করলুম গন্ধ পেতে -- কোন মতে চোখ বন্ধ রেখে মনে মনে অর্ধ ভোজনং । এই বিখ্যাত কাঁচাগোল্লার ইতিহাস,কারিগর ও আদি দোকান বিষয়ে লিখুন,জানতে চাই -- অনুরোধ সেফজীর কাছে । ভাল থাকুন ।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৬

ম্যাড ফর সামু বলেছেন: মরি মরি কি লজ্জা, শুধু ছবি দিয়ে কি কাউকে আপ্যায়ন করা যায়,,, দাওয়াত রইল আপনারও অরিজিনাল স্বাদ, গন্ধযুক্ত কাঁচাগোল্লা খাইয়ে আপনাকে পূর্ণ ভোজনং করাবো। হুম লিখার জন্য চমৎকার একটি আইডিয়া পেলাম, জ্বী সময় সুযোগমত লেখার ইচ্ছা রয়েছে, দোয়া করবেন যেন আপনাদের অনুরোধের মর্যাদা রাখতে পারি। আপনিও সর্বদাই ভালো থাকুন, এইকামনায়...

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৯

সোহানী বলেছেন: স্বাগতম!

কিন্তু আমারো সবার মতোই একই কথা এই নিকে সামুতে অলরেডি একজন আছেন এবং সে সবার খুবই প্রিয় (আমারতো মহা প্রিয়)। তাই একেবারেই একই নিকে ভিন্ন কাউকে মানতে পারছি না। নিক বদলানোর অনুরোধ থাকলো।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৫৪

ম্যাড ফর সামু বলেছেন: প্রিয় সোহানী আপু.... আপনিও আমার অনেক প্রিয়.... আর সামুপাগলা০০৭ ই-তো আমার পাগলামী আরও বাড়িয়ে দিয়েছে... সাধারণ মানুষরা তার প্রিয় হিরো বা আইকনের নামে বাচ্চাদের নাম রেখে তাদের সর্বদা হৃদয়ে রাখে... । তো আমিও আমার বাচ্চার নাম যদি আমার কোন সর্বাধিক প্রিয় কারও নামে রাখি তাহলে কি খুব ভুল হয়ে যাবে। তো আমার নিক মানে তো আমার আরেকটি পরিচয়, আর সন্তানরাও তো তেমনি পিতা-মাতার পরিচয়ের বাহক...।
তো যাইহোক.... আপনার অনুরোধটি মাথায় রইলো, পছন্দমত কোন নিক পেলে আর সামুপাগলা০০৭ এর আপত্তি থাকলে অবশ্যই নিকটা পাল্টে নিব, হাজার হোক পাগল তো...। পাগলেরা নাম নিয়ে বা পরিচয় নিয়ে খুব একটা ভাবে বলে মনে হয় না।
সবশেষে আমার ব্লগে আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামু পাগলার আগমন
শুভেচ্ছা স্বাগতম।

এক পাগলের ০০
নতুন পাগলের ০

চিনতে কেউ ভুল করবেন না।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৪

ম্যাড ফর সামু বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ! দারুণ হুম বড় পাগলের ০০, আর ছোটপাগলের ০। চিনতে কেউ যেন ভুল করবেন না। :P ;)

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই বুঝি!!!
এমনটাকি ঠিক?
নিকটির ব্যাপারে একটু খেয়াল করবেন। ব্লগে যদি কমেন্ট কামাই করতে এসে থাকেন তাহলে কোন কথা নেই।

১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

ম্যাড ফর সামু বলেছেন: যদি হয় সুজন তেঁতুল পাতায় ৯ জন। কিন্তু এখানে দেখি মাত্র দু'জনেরই যায়গা হচ্ছে না। আর ব্লগে শুধু কমেন্ট কেন, কামাই করতে এসেছি, আপনাদের গালি, লাইক, ভালোবা, ঘৃণা সবকিছু। শুধু কমেন্ট নয়, যে যা দেবেন মাথা পেতে নেবো।

২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১০

নয়া পাঠক বলেছেন: সেফ হওয়ার জন্য মুবারকবাদ, চেষ্টা করুন ভালো কিছু করার। আরেকজনের নিক চুরির যে অপবাদ আপনার উপর, তা ঝেড়ে ফেলে নতুন করে নতুন উদ্যমে আবার শুরু করুন। আপনার লেখায় যদি ধার থাকে, আর যদি সত্যি অন্যের সাফল্যে ভাগ বসানোর কোন ইচ্ছা না থাকে তাহলে নিজের নিজকে জাগ্রত করে ছড়িয়ে দিন আলোর দীপ্তি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫

ম্যাড ফর সামু বলেছেন: নয়া পাঠক: মুবারকবাদ ইউ ঠু। ধন্যবা সুন্দর পরামর্শের জন্য।

২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১

তারেক ফাহিম বলেছেন: লিখুন লিখুন মনখুলে।

সব পাগলদের লেখা পড়তে ভালো লাগে।
সেটা ৭,৮,৯-১০ যা পারেন :D

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪

ম্যাড ফর সামু বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই! আসলে ভাল লিখতে পারি না, তবে চেষ্টা করে যাবো।

২৮| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৮:২৭

খায়রুল আহসান বলেছেন: ব্লগে পুনরাগমন শুভ হোক, সুস্বাগতম! আনন্দময় হোক আপনার ব্লগযাত্রা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.