নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলামির সীমানা থাকে কি? জানা নেই, যদি থেকেও থাকে আমার পাগলামিগুলো কোন সীমানায় বাঁধা নেই। উপভোগ করি পাগলামির আদি-অন্ত।

ম্যাড ফর সামু

আমি পাগল এটাই কি আমার পরিচয়ের জন্য যথেষ্ট নয়!

ম্যাড ফর সামু › বিস্তারিত পোস্টঃ

\'দুরুদে মুক্বাদ্দাস\' উভয় জগতের সমস্ত নেক উদ্দেশ্য পূর্ণ করিবার আমল

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮

দুরূদে মুক্বাদ্দাস পড়ার নিয়ম

‘দুরূদে মুক্বাদ্দাস’ পড়ার আগে দুরূদ শরীফ- “আল্লাহুম্মা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আ-লি সায়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম”, ১১ বার পড়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা-এর রওজায়ে আক্্দ্দাসে হাদীয়া হিসেবে পেশ করবেন। এরপর ‘দুরূদে মুক্বাদ্দাস’ পড়া আরম্ভ করবেন। যে কোন পুরুষ বা মহিলা এই ‘দুরূদে মুক্বাদ্দাস’ ভক্তি ও মুহাব্বত এবং তাযিমের সাথে তেলাওয়াত করলে আল্লাহ তা’আলা তাঁর উভয় জগতের সমস্ত উদ্দেশ্য পূর্ণ করবেন।

ছবি: গুগল থেকে।
আমার কাছে আরবিতে লিখিত নেই। এটি একটি পুস্তিকা হতে বাংলায় উচ্চারণ অংশ হতে আমি হুবহু আপনাদের পড়ার সুবিধার্থে তুলে দিলাম। কোথাও যুক্তবর্ণজনিত সমস্যা থাকতে পারে। তা সহি করে নিয়ে আমল করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তাওফিক দান করুন।

‘দুরূদে মুক্বাদ্দাস সমূহ’
(১) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে আক্বওয়ালে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া আফ্্আলে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া আহ্্ওয়ালে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া আস্্হাবে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(২) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে বদনে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া বতনে সায়্যিদিনা ‘মুহাম্মদিন’ ওয়া বারাকাতি সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া বইয়াতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া বোরা-ক্বে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
(৩) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে তাওয়াল্লুদে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া তা’আব্বুদে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া তাহাজ্জুদে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(৪) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে সানা-য়ে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া সাওয়াবে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া সাম্মাতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(৫) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে জালা-লে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া জামা-লে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া জাল্লে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া জাহাতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া জা’দে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(৬) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে হুস্নে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া হাসানা-তে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া হুরমতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া হা-লে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া হুলিয়াতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(৭) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে খিল্্ক্বতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া খুলুক্বে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া খুত্বাতে সায়্যিদিনা ‘মুহাম্মদিন’ ওয়া খায়রা-তে সায়্যিদিনা ‘মুহাম্মদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(৮) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে দ্বীনে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া দিয়া-নাতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া দওলাতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া দারাজা-তে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া দোয়ায়ে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(৯) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে জা-তে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া জিক্রে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া জাওক্বে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(১০) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে রূহে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া রা’ছে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া রিজ্ক্বে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া রফীক্বে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া রদায়ে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(১১) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে যুহ্দে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া যাহাদাতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া যা-রী সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া জীনাতে সায়্যিদিনা মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(১২) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে সিয়া-দাতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া সাআ’দতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া সুন্নাতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া র্সিরে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া সালামে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(১৩) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে শরয়ে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া র্শফে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া শওক্বে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া শা’দে সায়্যিদিনা মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(১৪) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে সিদক্বে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া সওমে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া সালা-তে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া সাফা-য়ে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া সাব্রে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(১৫) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে দ্বিয়া’য়ে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া দ্বামীরে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া দ্বাহায়ে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া দ্বি’ফে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামা।
(১৬) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে তাল্্-আতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া ত্বাহা-রাতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া তুহ্রে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া ত্বরীক্বে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া তাওয়াফে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(১৭) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে জা’হেরে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া জুহ্রে সায়্যিদিনা ‘মুহাম্মদিন’ ওয়া যিল্লে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া জুহুরে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া জুফ্রে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(১৮) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে ইশ্ক্বে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া আরাফাতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া ইল্মে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া উলুওয়ে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া আলীমে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(১৯) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে গুরবতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া গা-রে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া র্গুরে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া গাইরতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া গণীমতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(২০) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে ফয়দে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া ফাক্বরে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া ফেরা-ক্বে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া ফদ্লে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া ফযীলতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(২১) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে কুল্লে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া ক্বাদরে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া ক্বানাআতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া কুওয়তে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(২২) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে কালা’মে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া কাশ্ফে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া কূশিশে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া কিতা’বাতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া কুনিয়্যতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(২৩) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে লাইলে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া লেক্বায়ে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া লিয়াক্বতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(২৪) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে মুজাহাদা’তে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া মুশাহাদাতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া মুলাহাযে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া মাসাহাতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(২৫) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে না’যে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া নামাজে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া নাসীরে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া নাক্বিরে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(২৬) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে ঊরূদে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া ওয়াক্বায়ে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া ওজূদে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া ওয়াদিয়াতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(২৭) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে হিম্মাতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া হেদায়তে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া হাদ্্ইয়াতে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
(২৮) উচ্চারণঃ এয়া ইলাহী! বেহুরমতে ইয়ারী সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ ওয়া ইয়াগানগীয়ে সায়্যিদিনা ‘মুহাম্মাদিন’ সাল্লাল্লঅহু আলাইহি ওয়াসাল্লামা।

আমার সমস্ত দু’আ কবুল করুন

উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহী ওয়া আস্-হাবিহী ওয়াসাল্লামা বে আদদে মা হুয়াল মাক্তূবু ফীল্ লওহি ওয়াল ক্বালামি ফী কুল্লি ইয়াওমিন্ ওয়া লায়লাতিন্ ওয়া সা’আতিন্ ওয়া নাফাসিন্ ওয়া লামহাতিন্ আল্ফি আল্ফি মিয়াতি আল্ফি মার্-রাতিন ইলা ইয়াওমিল ইল্মে। আলা! ইন্না আউলিয়া’আল্লাহে লা-খাওফুন্ আলাইহিম ওয়ালা-হুম ইয়াহ্-যানূন। বিরাহ্-মাতিকা এয়া আর্-হামার্-রা-হিমীন।

অর্থঃ আল্লাহ্ ছাড়া কোন উপাস্য নেই, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আ’লিহী ওয়া আ ওয়াসাল্লামা আল্লাহর রাসূল। আল্লাহ পাক তাঁর উপর এবং তাঁর বংশধর, সাহাবায়ে কেরামের উপর লৌহ কলমে লিখিত সংখ্যানুপাতে প্রতিদিন, প্রতি রাত্রি, প্রতি ঘণ্টায়, প্রতি মূহুর্তে, প্রতি নিঃশ্বাসে লক্ষ-কোটিবার কেয়ামত পর্যন্ত দুরূদ সালাম নাযিল করুন। হুঁশিয়ার! নিশ্চয়ই আল্লাহ্ ওলীদের জন্য কোন প্রকারের ভয় ও দুঃখ নেই। বিরাহ্মাতিকা ইয়া আরহামার রা-হেমীন।

টাইপের ক্ষেত্রে কিছু ভুলত্রুটি হতে পারে তাই সবাইকে অনুরোধ তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বেশি বেশি নেক আমল করার, আমিন!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: ৭০ টা হুর পরী দিয়া আমার তো কাম নাই
আমি দোযকে যাবো।

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬

ম্যাড ফর সামু বলেছেন: প্রত্যেকের স্বাধীন মতামতকে আমি শ্রদ্ধা করি। আল্লাহ আপনার মনের আশা পুরণ করুন।

২| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩

জাহিদ হাসান বলেছেন: বানোয়াট দুরুদ। এ্সব কেউ বিশ্বাস করে পড়বেন না। এগুলা কুরআন-হাদীসে নাই।

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

ম্যাড ফর সামু বলেছেন: আমি কাউকে পড়ার জন্য তো বাধ্য করিনি ভাই জাদিদ। প্রত্যেকের একটি নিজস্ব মতামত থাকতেই পারে, তাতে কার কি যায় আসে?

৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পাগল ছাগলেরা তো ভালোই পোস্ট দেয়।


ধর্মীয় লেখায় রেফারেন্স ও লিংক দিতে হয়। দরুদগুলোর অর্থ দিলে ভালো হয়।

২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

ম্যাড ফর সামু বলেছেন: সবই আপনাদের মতো ভালো মানুষদের দোয়া! দরূদগুলোর অর্থ ছিল কিন্তু পোষ্ট বড় হয়ে যায় বলে দেইনি। আর হ্যাঁ লিংক দিতে পারলাম না, কারণ লেখাটি একটি পুস্তিকা থেকে নেওয়া। তবে গুগলে সার্চ করলে পাওয়া যেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.