নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলামির সীমানা থাকে কি? জানা নেই, যদি থেকেও থাকে আমার পাগলামিগুলো কোন সীমানায় বাঁধা নেই। উপভোগ করি পাগলামির আদি-অন্ত।

ম্যাড ফর সামু

আমি পাগল এটাই কি আমার পরিচয়ের জন্য যথেষ্ট নয়!

ম্যাড ফর সামু › বিস্তারিত পোস্টঃ

নতুন সামুপাগলা০৭ এর হ য ব র ল প্রলাপ ৩য় পর্ব

২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯

আগের পর্ব-১
আগের পর্ব-2

১। ছোটবেলায় অনেক বাঁধাধরা জীবন কাটানোর ফলে একদম বন্ধুহীন কেটে যায় আমার জীবনের প্রায় ১৫টি বছর। ইন্টারমিডিয়েট পড়ার জন্য রাজশাহী সিটি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হই। সেখানে চলে আমার মুক্ত বন্ধনহীন ছুটে চলা। ফলে কুয়োর ব্যাঙ সাগরে পড়লে যা হয়, অনেকটাই তাই হলো। কিন্তু তারপরও চলত আমার পড়াশোনাটা ঠিকমতই। কলেজের ক্লাসের পর প্রতিদিন বিকেলে পদ্মার পাড়ে কোনদিন টি-বাঁধ, কোনদিন আই-বাঁধ অথবা বাসার পাশের শহর রক্ষা বাঁধে ভ্রমণে যেতাম। ঘণ্টার পর ঘণ্টা বসে বসে সময় পার করতাম। কখনও পাশে কোনও বন্ধু থাকত কখনও একাই থাকতাম।



২। মাঝে মাঝে রাজশাহী ক্যান্টনমেন্টের এক বন্ধুর বাসায় গিয়ে তাদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতাম। অথবা সাহেববাজারের লাইব্রেরীতে বসে বই পড়তাম। অথবা মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে কোন এক নির্জন নিরালায় বসে আড্ডা দিতাম কখনও পদ্মার পাড়ে, কখন রেললাইনের ধারে। এই সময়ই একবার একটা নাটক ও কয়েকটি মডেলিং করার জন্য রাজশাহী থেকে ঢাকা এসেছিলাম, ইন্টারভিউ (মানে নতুন মুখের সন্ধানে) দিয়ে চান্সও পেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে এক সড়ক দূর্ঘটনার কবলে পড়ে আর সেখানে সময়মত যোগদান করা হয়ে উঠেনি।
৩। কলেজে পড়াকালীন সময়ে বরাবরের মতই আমার বন্ধুর চেয়ে বান্ধবীই বেশি জুটে গেল। সেই সব বান্ধবীদের নিয়ে চলত মাঝে মাঝে আমার রাজশাহী ভ্রমণ। এর মধ্যে কয়েকজনের আবার শহরেই বাড়ি ছিল। তাদের বাড়িতেও কখনও কখনও চলত আমাাদের নির্মল আড্ডা। তো এরকম এক সময় আমার খালা আমার এক মামাতো ছোট্ট পিচ্চি বোনকে নিয়ে বেড়াতে গিয়েছিল আমাদের রাজশাহীর বাসায়। একদিন বিকেলে সেই ৪-৫ বছরের সুন্দরী পিচ্চিটাকে নিয়ে গেলাম এক স্থানীয় বান্ধবীর বাড়ীতে বেড়াতে। ওমা সব্বাই পিচ্চিটাকে যা আদর করল। আর আমাকে উপদেশ দিল বেশি বাছাবাছি করে লাভ নেই এটাকেই (পিচ্চি) পেলে-পুষে সারা জীবনের জন্য রেখে দাও। এমন নানান আড্ডায় সময় পার করে চলতাম ঘণ্টার পর ঘণ্টা।
৪। একদিন রিকশায় করে ক্লাস শেষে বাসায় ফেরার পথে পড়েছিলাম এক স্বর্ণশীকারীর (প্রতারকের) পাল্লায়। তাদের দু'জনের অভিনয়ের ছলায় ভুলে পিতলের একটি টুকরা ৫০০/- টাকায় কিনে ফেলি। পরে অবশ্য বুঝতে পারি আমি মহা বাঁশ খেয়েছি।
৫। রাজশাহীতে থাকাকালীন সময়ে আমার সবচেয়ে বেষ্ট ফ্রেন্ডদের একজন ছিল শাহীন, ওদের বাড়ি ছিল চাঁপাই নবাবগঞ্জে। রাজশাহীতে থাকাকালীন সময়ে আমার অনেক সময়ই ওর সাথে কেটে যেত। বর্তমানে ও ডিভি লটারী পেয়ে আমেরিকার স্থায়ী বাসিন্দা, আগে ন্যুইর্ক থাকত অনেকদিন যোগাযোগ নেই তাই এখন কোথায় থাকে জানি না।


ছবি: গুগল।

৬। বান্ধবীরা প্রেম করত আর তাদের ঘটকালী করতাম আমি। আবার মাঝে মাঝেই চলত তাদের মান-অভিমান পর্ব, তাতেও মধ্যস্থতাকারী এই হতভাগা। সবচেয়ে বেষ্ট বান্ধবী ছিল নীলু, মনিকা, জ্যামিনি, শাওন। এই চারজন আর আমি কত্ত সময় পার করেছি আড্ডা দিয়ে তার ইয়ত্তা নেই। বেশ কয়েকবছর পর হঠাৎ জানতে পারি এদের মধ্যে জ্যমিনি চলে গেছে চিরতরে, আর বাকীদের মধ্যে মনিকা'র সঙ্গে হঠাৎ একদিন রাস্তায় দেখা হয়ে গিয়েছিল। ও রিকশায় যাচ্ছিল আর আমি হেঁটে রাস্তা পার হচ্ছিলাম। প্রথমে ওই আমাকে দেখে এবং রিক্সা থামিয়ে ডেকে বিভিন্ন খোঁজখবর নিতে থাকে। আমি তখন জানলাম ওর বিয়ে হয়ে গিয়েছে, ঢাকায় থাকে।
৭। তখন সম্ভবত বিএনপি'র শাসনামল ছিল, কোন একটা ইস্যু নিয়ে একটানা ২২-২৩ দিন অবরোধ চলেছিল, আমি প্রথম দিকে পড়াশোনার জন্য শহরেই ছিলাম। পরে কলেজ বন্ধ হয়ে যাওয়ায় আর টাকা পয়সা ফুরিয়ে যাওয়ায়, নিজের বাইসাইকেলে করে একদিন ৬৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছিলাম গ্রামের বাড়িতে। আর এই সময়ই আমার জীবনে নেমে আসে এক চরম নাটকীয়তা। (চলবে)

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছেলে সামু পাগলা .......

আপনার ছবি দেন দেখি
মডেল না নায়ক লাগে হাহাহাহা

স্বর্ণের বদলে পিতল হাহাহাহা বাঁশ কারে কয়

২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪

ম্যাড ফর সামু বলেছেন: জ্বী ছবি আপু, ছেলে পাগলা.... ছবিটা আসলে এই মুহুর্তে খুঁজে পাচ্ছি না, তাছাড়া এখন তো অফিস ফাঁকি দিয়ে লিখছি, বাসায় গিয়ে খুঁজে নিয়ে অবশ্যই দেব। তবে নিজেকে আমি মডেল বা নায়ক কোনটাই দাবি করিনি কখনওই। আর জ্বী এমন বাঁশ আমার জীবনে ঐ একবারই খেয়েছিলাম। তাদের প্রতারণার ছকটা এমন কৌশলের ছিল যে আমি ঐ বয়সে ঠিক ধরতে পারি নি। তারপরে আজ অবধি আর কেউ আমাকে ঠকাতে পারেনি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: আপনার বাড়ি কি রাজশাহী?
বন্ধু আর বান্ধবী আলাদা করার দরকার কি? ছেলে হোক আর মেয়ে হোক বন্ধু ভাবুন।

আপনার সৃতি কথা পড়লাম।

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬

ম্যাড ফর সামু বলেছেন: হ্যাঁ ভাই আমার বাড়ী রাজশাহী বিভাগে। আর হ্যাঁ বন্ধূ আর বান্ধবী আলাদা করে কাউকে ভাবি না কিন্তু লেখার সুবিধায় আলাদা করে লিখতে হয়েছে।
ধন্যবাদ লেখাটি পড়ে মন্তব্য করার জন্য।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১০

হাবিব বলেছেন: ভালো লাগলো

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৭

ম্যাড ফর সামু বলেছেন: ভালো লাগাল জেনে আমারও অনেক ভালো লাগল।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হাই হাফ লেডি,

পড়লুম।
ঘটনাগুলো মজার।

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩

ম্যাড ফর সামু বলেছেন: জ্বী ফুল লেডি সাহেব, পড়ে কমেন্ট করার জন্য নিজেকে ধন্য মনে করছি।

৫| ১১ ই মে, ২০১৯ রাত ৮:৩৮

আপেক্ষিক মানুষ বলেছেন: আমিও রাজশাহীতে নতুন বসবাস শুরু করেছি ভাই :P

১২ ই মে, ২০১৯ দুপুর ১:৩১

ম্যাড ফর সামু বলেছেন: নতুন করে রাজশাহীর সবুজ শ্যামলীমার বাসিন্দা হয়েছেন জেনে ভালো লাগলো। ছোট্ট ছিমছাম সবুজের শহর! নিশ্চয় আপনারও ভালো লাগছে। B-))

৬| ১২ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

আপেক্ষিক মানুষ বলেছেন: উফ্ গরমে বাঁচি নাহ্। ৪২° তে অবস্থা খারাপ ভাই, কিন্তু আমের জন্যে কিছুটা স্বস্তি :P :P :P

১৫ ই মে, ২০১৯ বিকাল ৫:৪০

ম্যাড ফর সামু বলেছেন: গরম তো ভাই সবখানেই বেশি। ঢাকাতে এখন কত চলছে জানি না, তবে মাঝে মাঝে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.