![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাকিবের সাক্ষাতকারটি পড়ে আমার মনে হয়েছে এ এক পরাজিত সৈনিকের হাতাশাজনক কথাবার্তা।সাকিবের সামর্থ নিয়ে আমাদের কারও মনে কোন সন্দেহ নেই, কিন্তু তার সাক্ষাতকার পড়ে মনে হল সে নিজে তার সামর্থ নিয়ে সন্দিহান।
সে আমাদের প্রত্যাশা করতে নিষেধ করে, আমরা দর্শকরা শুধু বাংলাদেশের হার দেখতে মাঠে যাবো আরে খেলা উপভোগ করবো।
যে দল কয়দিন আগে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট-ইন্ডিস এর সাথে সিরিজ জিতল , তাদের নিয়ে আমরা কি কোন প্রত্যাশাই করতে পারবো না? ধরলাম আমরা T20তে অত ভালো দল না, তাই বলে একটা ম্যাচও আমরা প্রতিরোধ গড়তে পারবো না?
আফগানিস্তান/হংকং এর সাথেও কি আমরা মাঠে যাবো কোন প্রত্যাশা ছাড়া?
সাকিব সুযোগ-সুবিধার কথা বললো। আমার প্রশ্ন নেদারল্যান্ড কি আমাদের চেয়ে বেশি সুযাগ-সুবিধা পায়? তারাতো আমাদের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলছে।
সাকিবের কথাগুলো অনেক হতাশাজনক। সে কিছু কথা হয়ত সত্য বলেছে কিন্তুু বেশিরভাগ প্রশ্নের উত্তরে সে বিভিন্ন অজুহাত দাড় করাতে চেয়েছে।
আমার কথা খুব পরিস্কার, আমরা না জিতি অন্তত ফাইটতো দিতে পারি। কিন্তু তার কথা শুনে আমার একবারও মনে হয়নি আমরা ফাইটও করতে পারি বা জেতার কাছাকাছি যেতে পারি।
তার কথাও খুব পরিস্কার দল হারলেও তাদের কিছু বলা যাবে না এবং প্রত্যাশাও করা যাবে না।
আমরা শুধু যাবো হারা ম্যাচ উপভোগ করতে।
০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৩
সামুরাই০০৮ বলেছেন: মানুষ এমনিতেই হারের দু:খে কাতর, তার উপর এইধরনের কথাবার্তা। খুবই হতাশাজনক।
২| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুধু নেতিবাচক নয়, আমাদের সমর্থকদেরকেও অপমান করা হইছে।
আমি লজ্জিত!
০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫২
সামুরাই০০৮ বলেছেন: আজকে যদি পুরা গ্যালারী খালি রেখে একটা প্রতিবাদ করা যেত....
৩| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০১
মুদ্দাকির বলেছেন: সাকিব মিথ্যা কিছুই বলে নাই, ওর কথা গুলোই চরম সত্যি!!! আমাদের খারাপ লাগলে কিছু করার নাই!!! সাকিব যদি আজ বাংলাদেশের ক্যাপ্টেন থাকত, কোন প্লেয়ার খারাপ ফর্ম নিয়া দলে থাকত কিনা সন্দেহ !!!!! আমি বুঝিনা সাকিব থাকতে অন্য কেউ কেন ক্যাপ্টেন হয়??? খালি এটাই ব্যাপার না, বোর্ড কেন ওদের সাথে খারাপ ব্যাবহার করবে, দরকার পড়লে টিম থেকে বাদ দিয়ে দিক, আর সাংবাদিক হারামজাদা দের কথা আর কি বলব!!!! ???
০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৭
সামুরাই০০৮ বলেছেন: অাপনার সাথে একমত না। কিছু কথা সত্য, কিন্তু বাকিগুলো মোটেও না।
৪| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯
সামুরাই০০৮ বলেছেন: আর এত হতাশাজনক কথাবার্তা একজন ন্যাশনাল প্লেয়ার কিভাবে বলে?
৫| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
প্লেয়ারদের সামর্থ কম, আমি বিশ্বাস করিনা।
মাত্র একমাস আগেও এশিয়া কাপে হেরে গেলেও লড়াই করেছিল বাঘের মত।
পাকিস্তানের সাথে তিনশোর বেশী রান করে দুর্ভাগ্যজনক ভাবে হেরে যায়।
শ্রীলংকার সাথে শেষ বলে আউট না হলে জিততে পারতো ..
প্রতিটি খেলাই জেতার মত লড়াই হয়েছিল শেষ বল পর্যন্ত।
ব্লাডি সাকিব কেন এইরকম বলল বুঝলাম না। খেলার আগেই মনবল হারালে তাকে বর্খাস্ত করা উচিত।
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১
সামুরাই০০৮ বলেছেন: পুরোপুরি একমত আপনার সাথে।
৬| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯
উদাস কিশোর বলেছেন: টিম এবং টিম ম্যানজম্যান্ট এ একটা রেভুলেসান দরকার
৭| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৫
নিশাত তাসনিম বলেছেন: বাংলাদেশ একটি ম্যাচে জয় লাভ করার পর আমরা এতো বেশি আনন্দ করি যে মাঝে মাঝে সীমালঙ্ঘন হয়ে যায়। আল্লাহ সীমা-লঙ্ঘনকারী দের অপছন্দ করেন।
এ দেশের ৯০ % মানুষ মুসলমান। বাংলাদেশ দল জিতার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে পরম করুণাময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহকে ধন্যবাদ দেওয়া।
কিন্তু তা না করে আমরা রঙ মারামারি করি। নাচ গান করি। পৃথিবীর অন্য দেশগুলোও করে। আমরাও তাদের দেখাদেখি করছি। কিন্তু আমার মনে হয় মুসলমান হিসেবে একটি জয় পাওয়ার পর সর্বপ্রথম আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানো দরকার।
কারণ সকল মুসলমান অবশ্যই আমার সাথে একমত হবেন যে আল্লাহ সর্বশক্তিমান। যদি আল্লাহ চান তবে বাংলাদেশ জিতবে আর না চাইলে বাংলাদেশ হারবে।
৮| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০১
পদ্মপুকুর বলেছেন: জাতি হিসেবে আমরা আবেগী এবং হুজুগে। পাশাপাশি অপ্রিয় সত্যর মুখোমুখি হতে আমরা ভয় পাই। সাকিবের কথাগুলো অভদ্রতা বা আরো অনেক কিছু মনে হতে পারে কিন্তু বাস্তবতা বিবর্জিত নয় একটুও। বরং আমার তো মনে হয় সবাই যদি এরকম স্বচ্ছ চিন্তা করতে শিখতাম, তাহলেই দেশটা এগিয়ে যেতে পারত।
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৬
সামুরাই০০৮ বলেছেন: তাই নাকি?
৯| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৬
রাজীব বলেছেন: সব দোষ সাকীবের কারন সে নিয়োমিত রান করতেছে।
অতএব আসেন সবাই মিলে সাকীবরে গাইল পারি।
একজন ত্যারা পন্টিং বা একজন আক্রমনাত্মক স্মিথ অস্ট্রেলিয়া বা দক্ষিন আফ্রিকাকে কোথায় নিয়ে গেছে দেখেছেন।
আর আমরা কোন আক্রমনাত্মক, ত্যারা বা পাগলা ক্যাপ্টেন চাই না। আমরা চাই বিনয়ের অবতার।
বিনয়ী শচীন টেন্ডুলকার ভালো খেলোয়ার কিন্তু ক্যাপ্টেন হিসেবে ব্যার্থ। খেলাটা একটা যুদ্ধের মতই। এখানে বিনয়ের চেয়ে, আক্রমন, পাগলামি, ত্যারামী বেশী দরকার।
আমার মনে জয় জিয়া, সোহাগ কে আরেকটু উপরে খেলানো দরকার। কারন ১৪০-১৬০ করে ম্যাচ জেতা যাবেনা। কোন ম্যাচে যদি পাগলামি ব্যাটিং করে
১৮৯-২০০ করা যায় তাহলে হয়ত জেতা যাবে।
একজন সাকীব ভালো খেলোায়র হতে পারে তবে ম্যাচ জিতানোর জন্য যথেষ্ঠ নয়। আশরাফুল বা আফতাব ছিল ম্যাচ জিতানোর মত খেলোায়ার।
কারন ৫০ বলে ৬৫ নয় বরং জিততে হলে ৪০ বলে ৮০ রান করার মত খেলোয়ার দরকার।
১০| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৬
সামুরাই০০৮ বলেছেন: সবই বুঝলাম। কিন্তু এত নেগেটিভ কথাবার্তা কেন? এত হতাশ কেন?
১১| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৯
সাইড বেঞ্চ বলেছেন: আমার মনে হয় আপনি পুরো সাক্ষাৎকার না পড়ে ব্লগে লিখতে বসে গেছেন, না হয় ওর কথাগুলো ধরতে পারেন নাই অথবা আপনি ক্রিকেট কিছুটা কম বুঝেন। আমার ধারনা আবার ভূল ও হইতে পারে, তবে আমার মনে হয় আমি ঠিক বলছি।
১২| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৫
সাইড বেঞ্চ বলেছেন: এতো দেখি এক বছর আগের পোষ্ট, দূর নিজেই বোকা হয়ে গেলাম।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত! আমার কাছে কথা খুবই নেতিবাচক বলে মনে হয়েছে।