নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেমন ইচ্ছে লেখার আমার ব্লগের খাতা।

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience

সন্দীপন বসু মুন্না

অন্য সবার মতোই জীবনে স্বপ্ন ছিল অনেক। তবে আপাতত বাসা টু অফিস টু ক্লাস টু ঘুম। এক সময়ের স্বপ্ন গল্পকার হওয়া আজ গল্পের মতোই লাগে। বাংলার সাহিত্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা ! ;) ;) তারপরও ভাবি...এই বেশ ভালো আছি... সামু বা অন্যান্য ব্লগ সাইটগুলোতে প্রায়ই ঘোরঘুরি হয়। অনেক কিছুর পরও এই বিলাসিতাটুকু বাদ দিতে পারিনি। তবে শৌখিন ব্লগ লেখালেখি আপাতত বন্ধ। তবুও কাজের খাতিরে লেখাগুলো দিয়ে আপলোড চলছে-চলবে (একই সাথে পাঠকের বিরক্তি উৎপাদনও সম্ভবত!)। ছবিসত্ত্ব: গুগল ও ইন্টারনেটের অন্যান্য ইমেজ সাইটস। যোগাযোগ - ফেইসবুক: https://www.facebook.com/sandipan.Munna ইমেইল: sbasu.munna এট্ gmail.com

সন্দীপন বসু মুন্না › বিস্তারিত পোস্টঃ

পাভেল বিষয়ক যাবতীয় ১৮+ ( এক্সট্রিমলি ম্যাচিউরদের জন্য )

০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:১৯





পাভেল এর তোতলামি এবং...



পাভেল খুব তোতলায়।

এমনটা ছোটবেলায় হতো না, এখন কেন হচ্ছে জানার জন্যে ডাক্তারের সাথে যোগাযোগ করলো সে।

ডাক্তার প্রথমে নাক-কান-গলার বিভিন্ন টেস্ট দিলেন।যথাসময়ে রিপোর্ট হাতে এল,কিন্তু রিপোর্ট ডাক্তার এমন কিছু পেলেন না যার কারণে পাভেল এর এই হঠাৎ তোতলামি দেখা দিতে পারে।অবশেষে ডাক্তার তাকে থরো চেকআপ এর সিদ্ধান্ত নিলেন।এবং তাকে আপাদমস্তক পরীক্ষা-নীরিক্ষা করে কারণটা খুঁজে পেলেন ডাক্তার।

তিনি পাভেলকে জানালেন, ‘দেখুন মিস্টার পাভেল, আপনার দেহের বিশেষ প্রত্যঙ্গটি অত্যন্ত দীর্ঘ।সেটির ওজনে আপনার ভোকাল কর্ডে টান পড়েছে।প্রত্যঙ্গটি কেটে খানিকটা ছোট করা হলে সম্ভবত আপনার তোতলামি সেরে যাবে।আপনি রাজি হলে এখন যা আছে, তার অর্ধেকে আমি আপনাকে নামিয়ে আনতে পারি।তবে যে অর্ধেক সরিয়ে ফেলা হবে, সেটি কিন্তু আপনাকে হস্তান্তর করা হবে না।আপনি কি রাজি?’



কী আর করা, পাভেল রাজি হলো।অপারেশন সফল হওয়ার পর তার তোতলামি একেবারেই সেরে গেলো।

কিন্তু পাভেলের বান্ধবী টিনা সব জানতে পেরে ভীষণ চটে গেলো।সে হুমকি দিলো, তোতলামি নিয়ে তার কোন আপত্তি নেই, কিন্তু অর্ধেক যদি সে ফেরত না নিয়ে আসে, এ সম্পর্ক সে রাখবে না।

মাসখানেক টিনাকে বোঝানোর চেষ্টা করে বিফল হয়ে শেষে পাভেল আবার গেলো ডাক্তারের কাছে।

‘ডাক্তারসাহেব, আমার অর্ধেক আমাকে ফিরিয়ে দিন।’ আব্দার জানালো পাভেল ,তারপর বর্তমান পরিস্থিতি ডাক্তারকে বুঝিয়ে বললো।

কিন্তু ডাক্তার কোন জবাব দিলেন না, ভাবুক চোখে তাকিয়ে রইলেন তার দিকে।

পাভেল চটে গেলো।‘কী হলো, কথা শুনতে পাচ্ছেন না আমার? আমার অর্ধেক আমাকে ফিরিয়ে দিন।’

ডাক্তারও চটে গিয়ে বললেন, ‘প-প-প-পারবো না।য-য-য-যান, ভ-ভ-ভাগেন এখান থেকে।’



Click This Link





পাভেল ও ব্যাঙকুমারী



পাভেলের বড় বিপদ, তার ২৫ ইঞ্চি দীর্ঘ বিশেষ প্রত্যঙ্গটি নিয়ে গাড্ডায় পড়েছে সে।কোনও মেয়েকে সে ঠিক খুশি করতে পারে না, আবার এই আকৃতি নিয়ে তার নিজেরও নানা হাঙ্গামা।একদিন জঙ্গলে এক সাধু বাবার আস্তানায় ধর্ণা দিলো সে।তার সমস্যার কথা খুলে বলে কাকুতিমিনতি করে জানালো, বাবা যদি কোনোভাবে ২৫ ইঞ্চি থেকে তাকে ১০-এ নামিয়ে আনতে পারেন, সে সারাজীবন কৃতজ্ঞ থাকবে।

সাধুবাবা মিনিট পাঁচেক চোখ বুঁজে ধ্যান করে বললেন, “এখান থেকে সোজা উত্তর দিকে বনের এভতর পাঁচশ কদম হাঁটলে একটা কুয়ো পাবি।ওখানে বাস করে এক মাদী ব্যাং, কিন্তু মানুষের জবানে কথা বলে।তাকে শুধাবি তোকে সে বিয়ে করতে চায় কি না।যদি উত্তরে না বলে, ৫ ইঞ্চি কমে যাবে।এখন যা বেটা।হক মাওলা!”

পাভেল ৫০০ কদম এগিয়ে কুয়ো খুঁজে পেলো।ভেতরে উঁকি দিয়ে দেখলো, সত্যিই এক ঢাউস সাইজ ব্যাং বসে।সে গলা খাঁকরে শুধালো, “ইয়ে ব্যাংকুমারী, তুমি আমায় বিয়ে করবে?”

গম্ভীর গলায় উত্তর এলো, “না!”

পাভেল টের পেলো, ২০-এ নেমে গেছে সে।কিন্তু এতেও অসুবিধা হবে ভেবে সে আবারো জিজ্ঞেস করলো, “ও ব্যাংকুমারী, তুমি আমায় বিয়ে করবে?”

আবারও গম্ভীর গলায় উত্তর এলো, “না!”

পাভেল ইয়ে এবার ১৫ ইন্ন্চি তে নেমে এলো।

উল্লসিত পাভেল আবারো জিজ্ঞেস করলো, “বলি ও ব্যাংকুমারী, তুমি আমায় বিয়ে করবে?”

এবার উত্তর এলো, “এক কথা কতবার বলবো তোকে ব্যাটা হারামজাদা? না, না, না!



Click This Link







প্রতিযোগিতা



জরিনার বাবা জরিনার জন্য পাত্র ঠিক করেছে। এদিকে জরিনার সাথে পাভেলের ৫ বছরের অ্যাফেয়ার। এটা বাবাকে জানাতেই জরিনার সুইট বাবা নিমিষেই টিপিক্যালি “বাবা কেন ভিলেন” টাইপ আচরণ শুরু করল। এটা নিয়ে বাবা মেয়েতে তুমুল ঝগড়া। খাওয়া বন্ধ, মুখ দেখাদেখি বন্ধ ইত্যাদি মোটামুটি শেষ হবার পর অবশেষে তারা একটা ঐক্যমতে পৌছাল। ঠিক হল নদীর অপরপাড় থেকে পাভেল ও বাবার ঠিক করা পাত্র দুজনেই সাঁতার কেটে এপারে আসবে। যে আগে আসতে পারবে জরিনা তারই হবে।

যথাসময়ে প্রতিযোগিতা শুরু হল। শুরুতে দেখা গেল বাবার ঠিক করা পাত্রটি এগিয়ে গেছে। জরিনা তো ভয়ে আধমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে পাভেল তাকে ধরে ফেলল। জরিনা খুশিতে হাততালি দিচ্ছে আর চিৎকার করে উৎসাহ দিচ্ছে পাভেলকে। একপর্যায়ে প্রেমিকের শক্তি আরো বাড়ানো এবং উৎসাহ দেওয়ার জন্য একপর্যায়ে নদীর তীরে দাঁড়িয়ে তার সব কাপড়চোপড় খুলে ফেলল।এরপর হঠাৎ করে পাভেলের সাঁতারের গতি বেড়ে গেলেও তা আস্তে আস্তে কমে পাড়ের কাছাকাছি এসে একেবারেই থেমে গেল।বাবার ঠিক করা পাত্রটি জিতে গেল প্রতিযোগিতায়। পরে আনেক কষ্টে পাভেল পাড়ে ওঠার পর জরিনা রেগেমেগে বলল, তোমাকে উৎসাহ দেওয়ার জন্য এতকিছু করলাম তাও জিততে পারলে না। ছিঃ, কাপুরুষ কোথাকার।

পাভের ও সমান তেজে জবাব দিল সব দোষ তোমার, কে বলেছিল তোমাকে কাপড় খুলতে ? তুমি কাপড় খোলার পরপরইতো আমার প্রাইভেট পার্ট নদীর তলদেশের লতাগুল্মের সাথে আটকে যেতে লাগল।



Click This Link





মরুভুমিতে পাভেল ও তিন রূপসী



পাভেল উটে চড়ে মরুভূমি পার হচ্ছে।

দীর্ঘ যাত্রা...দিনের পর দিন মরুভূমিতে চলতে চলতে হাঁপিয়ে উঠেছে সে, বার বার মনে পড়ছে বাড়িতে রেখে আসা সুন্দরী বউ এর কথা।সোজা কথায় সেক্সের জন্যে আনচান করছে মন।অবশেষে একদিন সে ঠিক করলো, উটটাকেই ব্যবহার করবে সে।যে-ই ভাবা সে-ই কাজ, উটের পিঠ থেকে নেমে সে উটের পেছনে গিয়ে দাঁড়ালো।কিন্তু উট তার মতলব বুঝতে পেরে দিলো ছুট।

খানিকটা ছুটে হাঁপাতে হাঁপাতে উটটাকে পাকড়াও করে আবার মরুভূমি পাড়ি দিতে লাগলো পাভেল।কিন্তু পরদিন ভোরে আবার তার খায়েশ হলো।আবারও সে উটের পেছনে গিয়ে দাঁড়ালো।উটও আগের মতো ছুট দিলো।পাভেল গালি দিতে দিতে আবার উটটাকে পাকড়াও করে পথ চলতে লাগলো।

এমনি করে একদিন সে মরুভুমির মাঝে এক হাইওয়ের পাশে এসে দাঁড়ালো।দেখল সেখানে একটা গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে, আর গাড়ির পাশে দাঁড়িয়ে স্বল্পবসনা অপরূপ রূপসী তিন তরুণী।উট থেকে নেমে এগিয়ে গেলো সে।

এরপর স্মার্টলি জিজ্ঞেস করল ‘আপনাদের কিভাবে হেল্প করতে পারি?’

তরুণীদের একজন, সবচেয়ে আবেদনময়ী যে, লাস্যময়ী ভঙ্গিতে বললো, ‘দেখুন না, গাড়িটা নষ্ট হয়ে আছে।আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি কিন্তু মরুভুমির মাঝে এই পোড়া হাইওয়েতে কারুরই দেখা পাচ্ছি না যে আমাদের হেল্প করতে পারে।এখন যে কী হবে! এখন কেউ যদি গাড়িটা ঠিক করে দিতো, তাহলে সে যা চাইতো তা-ই দিতাম আমরা।’



পাভেল শুনে জিভ দিয়ে ঠোঁট চাটলো একবার।তারপর এগিয়ে গিয়ে বনেট খুলে তিন মিনিট ঘাঁটাঘাঁটি করতেই গাড়ি আবার জ্যান্ত হয়ে উঠলো।তিন রূপসী এবার ঘিরে ধরলো তাকে।বলুন কিভাবে আপনার এই উপকারের প্রতিদান দিতে পারি?’ মোহনীয় ঠোঁটে ঈঙ্গিতময় হাসি নিয়ে জানতে চাইলো তারা।



পাভেল খানিকটা ভেবে বললো, ‘আপনারা পাঁচ মিনিটের জন্যে আমার উটটাকে একটু শক্ত করে ধরে রাখতে পারবেন প্লিইজ?’



Click This Link



( এক্সট্রিমলি ম্যাচিউরদের জন্য )

মন্তব্য ৩৭ টি রেটিং +২৫/-১০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৫

সন্দীপন বসু মুন্না বলেছেন: সামনে পরীক্ষা আছে। কিন্তু সবার নতুন নতুন লেখা দেখে নিজেরে আর সামলাইতে পারলাম না। ওই যে অ্যারিস্টটল না কে যেন বলে গেছেন পুরান চাল ভাতে বাড়ে এই মন্ত্রে দীক্ষিত হয়ে তাই পুরান জিনিস নিয়া আবার....
পুরান জোকস পইরা কারো মেজাজ খারাপ হইলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেইখেন....

২| ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩৪

অরণ্য আনাম বলেছেন: ভাই জটিল হইছে। ;)

আগামী বই মেলায় আমরা বন্ধুরা এমন লেখা নিয়ে একটা বই বের করবো, আপনি চাইলে লেখাটি পুরোটা মেইল করতে পারেন।

০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩৬

সন্দীপন বসু মুন্না বলেছেন: আপনার রুচি দেখতাছি বড়ই খারাপ।;)
এহেন খারাপ টাইপ জোকস লইয়া আবার বই করার প্ল্যান !!!!
মাইনাস কয়টা খাইবেন খেয়াল আছে?;)

৩| ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩৭

রেজওয়ান শুভ বলেছেন: মজা লাগসে

আমি কিন্তুক এখন নাইট্যকার , খুব খিয়াল কৈরা

Click This Link

০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪২

সন্দীপন বসু মুন্না বলেছেন: আয় হায় কর্ছেন কি?
ম্যালা বড় লেখা :(
তয় টেনশনের লাইগা চিন্তা নিয়েন না ১৭ টা + আর ৮০ টা কমেন্ট দেইখ্যা ১৮ নাম্বারটা আমি দিয়া আইছি আর সরাসরি প্রিয়তে।;)

৪| ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪১

অরণ্য আনাম বলেছেন: ভাই, আরো কালেকশন করতাছে পোলাপান ;)

০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৪

সন্দীপন বসু মুন্না বলেছেন: ছি..ছি..বড়ই লইজ্জা।;)
এ জাতির কি হইল? এদের ভবিষ্যত কি? ভাইবা রাইতের ঘুম হারাম।;)

৫| ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৫

সত্যেন্দ্র ছাতু বলেছেন: আপনি এ যাবত যত কৌতুক দিছেন সব চুরি করা। একটা কৌতুক ব্লগ আছে kowtuks.blogspot.com, ঐখান থিকা মারছেন। যার ব্লগ তার অনুমতি লইছিলেন?

০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৪

সন্দীপন বসু মুন্না বলেছেন: এই ধরণের কথা আমি যখন প্রথম ব্লগে জোকস লেখা শুরু করি তখন থেইক্যা ক্রমাগত শুইনা আসতাছি।কিন্তু যারা এইসব অভিযোগ করছে তারা কোনদিনও একটু মেহেরবানি কইরা প্রমাণ লইয়া আগায়া আসে নাই।ইদানিং কান পইচা গেছে ভাই।
আপনে যেমন জানেন তেমনি ব্লগ ও ই দুনিয়ার সাথে সংশ্লিষ্ট সবাই জানে এসব কৌতুক ব্লগ ও সাইট জোকস কই থেইক্যা পায়।
যেহেতু এইসব লইয়া ঘাটাঘাটি করি তাই খুব ভালোই জানা আছে এইসব ব্যাপারে।দয়া কইরা একই জোকসগুলোর আপলোড ডেট আর আমার লিংকগুলোতে গিয়ে আপলোড ডেট দেখেন। খুব খিয়াল কইরা।;)
এরপর আমার আত্মপক্ষ সমর্থন করে আর কিছু বলার দরকার হবে বলে মনে হয় না।

৬| ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৩

অক্ষর বলেছেন: মজা লাগসে

০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৫

সন্দীপন বসু মুন্না বলেছেন: ধন্যবাদ অক্ষর ভাই।

৭| ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৮

বিডি আইডল বলেছেন: সত্যেন্দ্র ছাতু বলেছেন: আমার নাম ছাতু

পোষ্টে +

০৯ ই মার্চ, ২০০৯ রাত ১২:০১

সন্দীপন বসু মুন্না বলেছেন: ধন্যবাদ বিডি ভাই।:)
এই ছাতুর ব্যাপারটা ব্যাপারটা বুঝতার্লাম না।

৮| ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১২:০৬

সত্যেন্দ্র ছাতু বলেছেন: হ ভাই, দেখলাম। একটা বই পাওয়া যায় বাজারে, ঐখান থিকা আমার দেওয়া লিঙ্কে দেখেন গিয়া, এক দাড়িয়াল ভাই কিছু কৌতুক তুলছে ২০০৬ সালে। ২০০৬ সালে আপনে সামুতে ছিলেন না। আপনে শুধু চুরিই করেন নাই, দুই একটা নাম একটু পাল্টাইয়া দিছেন।

ইন্টারনেটে এইসব ছোটখাটো জিনিস আকছার কপি পেশ্ট চলে, কিন্তু মাইনষে ভদ্রতা কইরা একটা সোর্স লিঙ্ক দেয়। আপনে সেইটা করেন নাই। নিজের আরেক চুরির মালের লিঙ্ক দিয়া বইয়া রইছেন।

আপনারে আমি ভালো পাই। সামুতে একলগে ছাগু পুন্দাই আমরা। আপনার লগে কাইজ্যাকাফাসের কুন ইচ্ছা নাই। যা খুশি করেন, আমার কি। কোটি কোটি টাকা চুরিদারি কইরা লইয়া যাইতাছে মাইনষে আর এইটা তো কৌতুক।

০৯ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৪

সন্দীপন বসু মুন্না বলেছেন: এই জোকসগুলো অনেক আগে লেখা তাই হয়তো জোকস এর সোর্র্সলিংকগুলোর নাম দিতে পারবো না। আর যদি মিলেই যায় তা নেহায়েত কাকতালমাত্র।তবে আক্ষরিক অনুবাদ মিলবে না এই গ্যারান্টি আপনাকে আমার এই কমেন্টের মাধ্যমেই দিচ্ছি।
আর , আপনি কিন্তু এবারও কোন লিংক দিলেন না।
আমি কে কিভাবে জোকস চুরি করি এগুলো নিয়ে বলছি।;)
আপনি একটা অন্তত প্রমান দেখান প্লিইজ।
না হলে নিজেকেই সান্ত্বনা দিতে পারবো না।
;)

( আর দযা করে এইসব ছাগু - কাগু টাইপস শব্দাবলী আমার সাথে ইউজ করবেন না । আমি সত্যিই এতে অভ্যস্ত নই।আপনাদের তথাকথিত "ছাগু ... " শব্দগুলো আমার কাছে অশ্লীল মনে হয়। আমি ব্যাক্তিগতভাবে মনে করি গালিগালাজ এর জন্য ব্যাবহৃত শব্দগুলো কাপুরুষদের ডিকশনারীতেই বেশী থাকে।)

৯| ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১২:২০

যুগান্তকারী বলেছেন: হে হে হে হে থাম্বস আ্প;)

০৯ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৫

সন্দীপন বসু মুন্না বলেছেন: থাম্বস আ্প;)
খেক খেক....

১০| ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪২

হিমালয়৭৭৭ বলেছেন: সবগুলোই তো আগে পড়া।। নতুন কিছু দাও।পুরনো জিনিস কপি-পেস্ট খুব খারাপ!!!!!!!!!!!!!

০৯ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৫৫

সন্দীপন বসু মুন্না বলেছেন: দেব ভাই।
আমার জন্য দোয়া রাইখেন।সামনে পরীক্ষা।

১১| ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪২

মুক্ত বয়ান বলেছেন: এই পিচ্চি!! কি লিখছস এইসব!! সব তো কপি-পেস্ট!! ;)
[মন্তব্যের জন্য এই লেখক কিন্তু দায়ি নয়!!!]
এখনিতো ব্যান হইবা.. সব বুদ্ধিজীবি শ্রেণী প্রতিবাদ করব তো!!

০৯ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৫৭

সন্দীপন বসু মুন্না বলেছেন: তাই তো দেখছি।;)

১২| ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৫

সত্যেন্দ্র ছাতু বলেছেন: আপনের পোস্টের প্রথম কৌতুকের লিঙ্ক দেখেন

Click This Link

আপনের দিতীয় কৌতুকের লিঙ্ক

Click This Link


আপনের শেষ কৌতুকের লিঙ্ক

Click This Link


খালি আপনে বাবুরে পাভেল বানাইছেন।

আপনে এই যে ছাগু পোন্দানোরে অশ্লীল কইয়া হ্যাক থু করলেন, আর আরেকজনের লেখা কপি কইরা খালি দুয়েক জায়গায় নাম পাল্টাইয়া সমানে সামুতে কৌতুক দাগাইতেছেন, এইটা অশ্লীল লাগে না?

থাক ভাই। আপনেই জিতছেন। চালাইয়া যান।

০৯ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৫৮

সন্দীপন বসু মুন্না বলেছেন: দেখলাম।
খুব খিয়াল কইর্রা।;)
ধন্যবাদ।:)

১৩| ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৭

সৌম্য বলেছেন: এক নাম্বারটা সেইরকম ছিল। হে হে হে

০৯ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৫৯

সন্দীপন বসু মুন্না বলেছেন: ধন্যবাদ।
কিন্তু সবই পুরান জিনিস !
:(

১৪| ১১ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৫০

বাবুতারা বলেছেন: সত্যেন্দ্র সাহেব, আমি এই কৌতুকগুলো ইয়াহু আ্যানসারস এর জোক সেকশনে মিনিমাম ৩-৪বছর আগে পড়েছি, আপনার ব্লগস্পট যে লিংক দিলেন তাতে কিন্তু কৃতজ্ঞতা স্বীকার নেই!!! আসলে জোকস জিনিসটাই এমন যে, এটা একজন থেকে আরেকজনে ছড়াবে...... এটার কোন কপিরাইট আদৌ আছে কিনা আমি জানিনা :)

মুন্না ভাই, জোকস ফাটাফাটি (যদিও একটু পুরাতন) ;)
আর ১টা রিকোয়েস্ট, শশীকে বলে দিয়েন না যে আমি এই জোকস পড়েছি! :|| আমার হাড্ডি গুড়া করে দিবে :((

অবশেষে যে জন্য আসা... এই পোস্টে আপনার কমেন্টগুলো আমার একটা পোস্টে ব্যবহার করতে চাই, আপনাকে নিয়েও হয়তো কয়েকটা লাইন থাকবে, অনুমতি পাওয়া যাবে কি?? :!>

১১ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৫

সন্দীপন বসু মুন্না বলেছেন: নেহি ঈ...ঈ...ঈ...ঈ...ঈ...
পাইছি পয়েন্ট। :) ছাড়া যাইবো না। সব বলে দেব শশীকে।:)

সুখের ঘরে আগুন লাগানের তরিকা পাইছি।;)

এইবার শশী আমার...:'>


মজা করলাম।
এইবার আসল ব্যাপারে আসি...উপরের লিংক এ আমার কমেন্টগুলো নিছকই ফান।আপনার যদি মনে করেন আপনার কোন পোষ্টে এটা ব্যাবহার করবেন, ওকে বস।:)

১৫| ১১ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

আমিই স্রোত বলেছেন:
ছেলুট টাইপ পুসট

১১ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫০

সন্দীপন বসু মুন্না বলেছেন: লইজ্জা পাইলাম।;)

১৬| ১১ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৮

হাসান মাহবুব বলেছেন: ১১ নাম্বারটা দিলাম।আমিও আইজকা একটা ১৮+ দিসি।তয় রি্য্যাল লাইফ।
Click This Link

১১ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৮

সন্দীপন বসু মুন্না বলেছেন: থ্যাংকস ভাই।
আপনেরটা পইরা আসলাম। বরাবরের মতই সেইরকম।:)

১৭| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:৪৯

বাংলিশ বলেছেন: bhalo laaglo. I mean moja paisi. ;)

০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৩২

সন্দীপন বসু মুন্না বলেছেন: থ্যাংকস।
আপনের প্রেফাইল পিক টা জট্টিল।

১৮| ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৯

স্বপ্নকথক বলেছেন: জসিলা। :)

১৯| ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৮

সন্দীপন বসু মুন্না বলেছেন: থ্যাংকু।

২০| ২৩ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৩

পাভেল০৮১ বলেছেন: ভাই আমার নামে এইসব কি প্রচারনা চালান?!!!!!!!!!!!!!!!!!!!

২৮ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:৩১

সন্দীপন বসু মুন্না বলেছেন: ভাই এইটা নেহায়েতই বকতাল মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.