![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিল সবুজ রঙের আকাশ আমার এক, ছিল হলুদ রঙের কত গাংচিল, গেল কোথায় গেল কোথায় পেন্সিল, রঙপেন্সিল......
হও যদি বনলতা তুমি, জীবনানন্দ হব আমি
একসাথে শুরু হবে দুজনার পথচলা
সমুদ্রসফেনভরা জীবনের পথে ।
তোমার কাছে দুদণ্ড শান্তি পেতে চাই কোন এক শেষ বিকেলে
পাখির নীড়ের মত চোখ তুলে তাকাবে তুমি
ডুব দেবো আমি
তোমার ঐ নীল সমুদ্র চোখে-
চিরতরে ।
২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৩
সঞ্জয় মুখার্জী বলেছেন: প্রেমই তো জীবন ভাইজান।
আর আফসুস করার কিছু নাই। সময় হইলে সবই হইব।
সবুরে মেওয়া ফলে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৭
কাব্যপ্রেমী রিফাত বলেছেন: সুন্দর
৩| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৯
সঞ্জয় মুখার্জী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
এম এস নিলয় বলেছেন: প্রেম প্রেম ভাব।
সবার ভিতরে এত্ত প্রেম আহে কইত্তে ???
আফসুস
কবিতা ভালো হইয়াছে