নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সানোফি মহিন

আমি সানোফি মহিন... বাংলাদেশী তরুন উঠতি প্রকৌশলী। চিকিৎসা বিজ্ঞানকে ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে, ভাগ্যের অদৃষ্টের কারনে চিকিৎসক হয়ে উঠা হয়নি কিন্তু নিজের প্রচেষ্টা আর আন্তরিকতায় পড়েছি 'জনস্বাস্থ্য এবং পুষ্টি' নিয়ে। ভালোবাসি পড়তে, সে যাই হোক। লেখার ব্যপারে

সানোফি মহিন

আমি সানোফি মহিন... বাংলাদেশী তরুন উঠতি প্রকৌশলী। চিকিৎসা বিজ্ঞানকে ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে, ভাগ্যের অদৃষ্টের কারনে চিকিৎসক হয়ে উঠা হয়নি। কিন্তু নিজের প্রচেষ্টা আর আন্তরিকতায় পড়েছি 'জনস্বাস্থ্য এবং পুষ্টি' নিয়ে। ভালোবাসি পড়তে, সে যাই হোক। লেখার ব্যপারে খুবই আগ্রহ আর প্রবল আগ্রহ মুখোরোচক নানান রকমের খাবার আর ঘুড়ে বেড়ানোর প্রতি। উপস্থাপনা করতে ভালোবাসি। মানুষের সাথে মিশতে, তাদের সমস্যা শুনতে আর সমস্যা সমাধানে আগ্রহ রয়েছে অনেক।

সানোফি মহিন › বিস্তারিত পোস্টঃ

আমাদের কথাঃ মায়ের পেট থেকে বের হবার সময় থেকে ভ্যাট দিচ্ছি...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

"১ শতাংশ মানুষও কর দেয় না"
আমি নই... কথাটি বলেছেন আমাদের তুমুল আলোচিত মাননীয় অর্থমন্ত্রী।
আমি বলিঃ এখানে একটা বাচ্চা ছেলেও জানে, হসপিটালে মায়ের পেট থেকে বের হবার সময় ভ্যাট দিয়ে বের হইতে হয়।

আমাদের মত কথিত এই মধ্য আয়ের দেশে শুল্ক মুক্ত বলে কোন শব্দ নেই, প্রতিটা পন্য কিংবা সুবিধায় কোন না কোন ভাবে আমরা ভ্যাট দিচ্ছি, সেটা একবার কিংবা হাত বদলের কারনে বারবার।

আনকাটঃ
১৬ লাখেরো কম মানুষ যেখানে কর দেয়...
২০১৯ সালে ২ শতাংশ অর্থাৎ প্রায় ৪০ লাখের কাছাকাছি মানুষ ভ্যাট দিবে, আমার শুনে ভালো লাগলো।
প্রতিটা মানুষ দেশের উন্নয়নের জন্য কর দেয়া উচিত, কিন্তু সেই সুযোগটা করে দিতে হয়। আমি হলফ করে বলতে পারি আমাদের কর দেয়ার সিস্টেম মোটেও সুবিধার নয়। যার দরুনে আমারা স্বতস্ফুতভাবে কর দেই না, আমাদের উপর চাপিয়ে দেয়া হয়, একটা সময় আসে গলায় পাড়া দিয়ে কর নেয়া হয়।

উন্নয়ন আর এর জন্য অর্থ সংগ্রহ এভাবে হয়না...
অর্থমন্ত্রীর ভাষায় আমি বলতে ইচ্ছে করেঃ এটা একটা শিট এবং বুল শিট প্রসেস

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

আমি আবুলের বাপ বলেছেন: আমাদের করের টাকা ওরা সুইস ব্যাংকে ইনভেষ্ট করবে এবং কানাডা ও মালয়শিয়ায় সেকেন্ড হোম বানাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.