![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব বেশিদিন আগের কথা নয়, আমি তখন ক্লাস সেভেনে পড়ি (১৯৯৯) । স্কুল থেকে কার্লচারাল ট্যুর হবে আশুলিয়া নামক একটি জায়গায়, শুনলাম জায়গাটা দেখতে কক্সবাজারের মতন, আমি তো সমুদ্র দেখলে লাগলাম কল্পনায়। জায়গাতা দেখে প্রথমে মন খারাপ হল, ছোট একটা ইটের লম্বা রাস্তা দুই পাশে পানি, আর পানি, যত দূর চোখ যায় শুধুই পানি।
প্রথম দর্শনেই খারাপ লাগা!
আরও বছর পাঁচেক পরের কথা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে রোজ আশা যাওয়া করতে হত ওই পথ ধরে, আদ্ভুত ভালো লাগতো, বিসাল পানি রাশি দেখে, এবার গরমে সবুজ আর সবুজ
ব্যাস এইটুকুই বলার ছিল, বাকিটা একটু কশ্ত করে আপনারা দেখে আসিয়েন। আমার বলার মতন কিছু নাই।
আমি আমার পরিচিত সব সাংবাদিক কে বলেছিল কেন তুরাগকে নিয়ে কেউ লিখে না, কেন তুরাগকে বাঁচাতে চেষ্টা করছে না?
উত্তর পাই নাই...............
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৪
স্বপ্নছায় বলেছেন: চেষ্টা করে দেখেন না ভাই, কিছু করা যায় কিনা
২| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৫
বোধহীন স্বপ্ন বলেছেন: তুরাগের পাড়েই থাকি। আগে ইস্তেমা মাঠে সহজে যাওয়া যেত না, এখন শুধু একটা সরু "ড্রেন" পার হলেই যাওয়া যায়। আর পানির গন্ধে তো কাছে ভেড়া এখন অসম্ভব!!!
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৪
স্বপ্নছায় বলেছেন: আপনারা স্থানীয়রা চেষ্টা করে দেখেন না ভাই, কিছু করা যায় কিনা
৩| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নছায় ,
যে বাংলাকে নিয়ে স্বপ্ন দেখেন , সে বাংলা আর নেই । দুঃখের কান্না কাঁদতে কাঁদতে তার চোখের জল ও শুকিয়ে গেছে ক্রমে । তাই শুধু হাহাকার । আপনার মতো .... আমার মতো !
আপনার জন্যে নীচে দু'টো সহায়ক লিংক দিলুম -
Click This Link
Click This Link
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫১
স্বপ্নছায় বলেছেন: নদী বাঁচাও এই উদ্দোক আসলে ব্লগে লিখলে তেমন কাজ দিবে না ভাইয়া, সাংবাদিক রা কলম ধরেই পারে সচেতনতা গড়ে তুলতে
৪| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০১
আমিনুর রহমান বলেছেন:
আমিও সেদিন যাচ্ছিলাম। আমার পাশে বসা কলিগকে দেখাচ্ছিলাম কিভাবে দখল হয়ে পড়ছে নদীর দুইপাড় আর ময়লা-আবর্জনায় পানি কত নোংরা হয়ে আছে !!!
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫২
স্বপ্নছায় বলেছেন: চেষ্টা করে দেখেন না ভাই, কিছু করা যায় কিনা
৫| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৩
শরৎ চৌধুরী বলেছেন: জরুরী একটা পোস্ট। +++।
০৬ ই মে, ২০১৪ দুপুর ১:২৫
স্বপ্নছায় বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
চুক্কা বাঙ্গী বলেছেন: তিন-চার বছর আগেও অবস্থা এতটা বাজে ছিল না। বর্তমানে তুরাগ একটা ড্রেনে পরিনত হয়েছে। টঙ্গী থেকে নিয়ে সোয়ারী ঘাট পর্যন্ত নদীর পানি সম্পূর্ণ বিষাক্ত। পানিতে প্রচন্ড দুর্গন্ধ আর পানির রং কুচকুচা কালো। আমাদের দেখার আমরা দেখে যাই। কিছুই করার নাই!