![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে সকল অফিসে ঘুষ লেন-দেন হয় সেখানের দেয়ালে দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রকাশিত পোষ্টার গুলোতে সচেতন মূলক অনেক স্লোগান কিংবা হাদীসের বাণী লিখা থাকে ৷ তবু কিছু অসাধু ব্যাক্তি ঘুষ নেয় ,আবার কিছু নিরুপায় মানুষগুলো মনের বিরোদ্ধে ঘুষ দিতে বাধ্য হয় ৷যদি ঘুষ না দেয়া হয় তবে আরামসে বাড়িতে গিয়ে ঘুম দেন ,সিরিয়ালের সিস্টেমে কোন দিন কাজ হয়ে যাবে অপেক্ষা করুন ৷আপনার আমলে কাজ না হলেও আপনার পরবর্তী প্রজন্ম সুফল পাবে যদি ঐ ম্যানেজমেন্টের উপর আপনার আস্থা বিন্দু পরিমান থেকে থাকে ৷ ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামে যাবে -আলহাদীস যে রুমে লিখা থাকে সেই রূমে বসেই ঘুষ লেন-দেন হয় ।ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা উভয়ই যদি আল-হাদীসের বাণী মেনে চলার চেষ্টা করত তবে আমার আপনার টেক্সের সরকারী টাকা অপচয় করে দুদকের পোষ্টার প্রকাশের প্রয়োজন হতনা ৷ আমার -আপনার সামনে গায়ে বাতাস লাগিয়ে রাস্তায় -বাজারে ঘুষখোররা আয়েশী প্রভুর মোড়কে সং সাজার সাহস দেখাতে পারতনা ,কখনই না ৷
©somewhere in net ltd.