নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর, তার চেয়ে সুন্দর বেঁচে থাকা

সারিয়া তাসনিম

জীবন সুন্দর , তার চেয়ে সুন্দর বেঁচে থাকা

সারিয়া তাসনিম › বিস্তারিত পোস্টঃ

ঈদ এবং একটি নতুন জামা

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৬

আমার মা খুব ভালো টেইলর ছিলেন। খাঁটি বাংলায় দর্জি। আব্বার সরকারী চাকরীর সামান্য বেতন দিয়ে কিভাবে এই মহিলা সংসার চালাতেন সেটা এখনও বিষ্ময়। তার উপর আত্নীয় সজন তো প্রতিদিনই ছিলো। ফ্লোরে বিছানা করে ঘুমানোটাই ছিল নিত্যকার।

যা বলছিলাম। ঈদের সময় আম্মার কাছে প্রচুর সেলাইয়ের অর্ডার আসতো। আম্মা সারাদিন সংসার সামলিয়ে সন্ধ্যায় শুরু করতেন সেলাই। আমি অনেক কিছু দেখে, দেখেই শিখে ফেলেছিলাম। হেম করতে পারতাম অবিশ্বাস্য দ্রুত। আম্মা সেলাই করতো, আমি হেম করা , বোতাম লাগানো এই সব করতাম। ঈদের ঠিক আগের দিন আম্মা অন্যদের বানানো জামা-কাপড় থেকে যে সব ছোট ছোট টুকরা বেঁচে যাইতো সেইগুলো একসাথে করে আমার আর আমার ছোট বোনের জন্য একটা করে জামা বানিয়ে দিতেন। আমরা সেই জামা পরে মহা আনন্দে ঈদ করতাম।


তখন কি আর জানতাম আমাদের এই জোড়াতালি আসলে সুন্দর এক শিল্পের নাম - প্যাচওয়ার্ক !

মন্তব্য ২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনার মা চেষ্টা করেছেন শ্রম দিয়ে সংসারটাকে সঠিকভাবে চালাতে, সুখী হতে, ভালো

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৭

সারিয়া তাসনিম বলেছেন: তিনি সফলভাবেই সেটা পেরেছেন :)

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫৮

ঢুকিচেপা বলেছেন: মায়ের বানানো সার্ট প্যান্ট দিয়ে আমিও ঈদ করেছি।
ভালো লাগলো আপনার স্মৃতির পাতা থেকে লেখা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৪

সারিয়া তাসনিম বলেছেন: কি মজা ছিলো সেই সব ঈদ, তাই না ?

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৩৯

ডাব্বা বলেছেন: ঈদের দিন খুব ভোরে হাড়ি পাতিলের টুং টাং শব্দে ঘুম ভাঙতেই সেমাইয়ের মিষ্টি গন্ধে মন নেচে উঠতো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮

সারিয়া তাসনিম বলেছেন: আহা , কত সেমাই রান্না করি , সেইরকম আর হয় না

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: সারিয়া তাসনিম,




জোড়াতালি দিয়ে করা শিল্পের নাম - প্যাঁচওয়র্ক বা কোলাজ। তেমনি জোড়াতালি দিয়ে চলা একটি সংসারের সংগ্রামের কথাও নকশী কাঁথার মতো প্যাঁচওয়র্কে ফুটিয়ে তুলেছেন পরম বিশ্বস্ততার সাথে।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: মায়ের জন্য শ্রদ্ধা।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০২

নেওয়াজ আলি বলেছেন: মা শুধু মা । ভালোবাসা ও শ্রদ্ধা মা

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৬

অজ্ঞ বালক বলেছেন: এই রকম ফ্যামিলি থেইকা উইঠা আসার একটা তীব্র সুখ আছে। সবাই সেইটা পায় না। আপনার মায়ের জইন্য ভালোবাসা। মায়েরা সুপারউওম্যান, তারা কিভাবে কি কি পারে আর করে বুঝা সম্ভব না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৫

সারিয়া তাসনিম বলেছেন: আমিও কিন্তু শিক্ষা এভাবেই পেয়েছি। প্রবাস জীবনে প্রথম কয়েক মাস একটা বড় পেঁয়াজ দিয়ে দুই-তিন দিন পার করেছি। এখনও অবাক লাগে কিভাবে পারতাম ? তারপর মনে হয়েছে যে আমার ভিত্তিটা তো মজবুত করে দিয়েছে আমার মা।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৮

নীল আকাশ বলেছেন: এইসব মহিলারা শুধু ওমান না সুপার ওমেন। এরা না থাকলে সংসার টিকিয়ে রাখা যেত না। স্যালুট আপনার মাকে।
বিষ্ময় বানান ঠিক করে দিন।
লেখা হৃদয় স্পর্শ করেছে, ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৭

সারিয়া তাসনিম বলেছেন: অনেক ধন্যবাদ নীল আকাশ। লেখার সময় মনটা খচখচ করছিল বানান টা নিয়ে। অনেকদিনের অনভ্যাস। আমি লজ্জিত, এমন ভুল করা আমার ঠিক হয়নি।

আমাকে যখন কেউ সুপার ওমেন বলে, তখন অবলিলায় আমি কৃতিত্বটা মা কেই দিয়ে দেই। বুনিয়াদ টা সেখানেই।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০১

ওমেরা বলেছেন: প্রতি নারীই সন্তান আর সংসারের জন্য কত কিছুই না করে।
আপু সেই সময়ে সেই জামাটা পরতে হয়ত আপনার সংকোচ লাগত সময়ের পরিক্রমায় আপনি আজকে সেটা গর্ব করে বলতে পারছেন এই মডেল আমি সেই ছোট্ট বেলায় পরেছেন।
অনেক ভালোলাগা লিখায়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২০

সারিয়া তাসনিম বলেছেন: না ওমেরা, মোটেই সংকোচ করতাম না। সেই জন্যই লিখেছি যে ঐ জামা পরে আমরা মহা আনন্দে ঈদ করতাম। কারন সেই ছোট বেলাতেই বুঝতে পেরেছিলাম যে আমাদের কে নতুন জামা কিনে না দিতে পারার জন্য বাবা-মায়ের কত কষ্ট হচ্ছে।

এখন ঈদের দিনে চিন্তা করি কোন রেখে কোনটা পরবো, কিন্তু সেই ঈদের আনন্দ আর আসে না। আমি আবার একটা জোড়াতালি জামার ঈদ চাই

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৮

সোহানী বলেছেন: ছোট্ট একটা লিখা কিন্তু হ্ণদয় ছুয়ে গেল।

এ ধরনের প্যাঁচওয়র্ক জানা মায়েরাইতো সংসারের বোঝাটা টেনে নিয়ে গেছেন বলেই আমরা প্রতিষ্ঠিত। মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৩

সারিয়া তাসনিম বলেছেন: আসলেই তাই। আম্মা সেদিন জিজ্ঞেস করছিলেন তোমাদের জন্য ঈদে কি পাঠাবো? আমি বললাম , আরেকটা জোড়াতালি দেয়া জামা আর ছোট বেলার ঈদের আনন্দ পাঠাইতে পারবা আম্মা ?

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০১

খায়রুল আহসান বলেছেন: খুব ভাল লাগলো আপনার কথা, আমাদের জীবনের কথা।
অজ্ঞ বালক এর চমৎকার মন্তব্যটিতে 'লাইক'। +
আপনার পোস্টে ডাবল 'লাইক'। + +

০১ লা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৩

সারিয়া তাসনিম বলেছেন: ধন্যবাদ খায়রুর আহসান

১২| ০১ লা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫১

শায়মা বলেছেন: কি সুন্দর একটা লেখা আর বুঝাই যাচ্ছে কি সুন্দর ছিলো সে সব দিন আর জামাগুলিও।

০৭ ই মার্চ, ২০২১ ভোর ৬:০৯

সারিয়া তাসনিম বলেছেন: শায়মা, সেই দিনগুলা একদম প্রাইসলেস ছিলো ! জীবনের সবকিছুর বিনিময়েও আর পাওয়া যাবে না

১৩| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৬

মিরোরডডল বলেছেন:


ছোট একটা লেখা কিন্তু কি ভীষণ মায়া মাখানো !
মা কেমন আছে ?



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.