নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবর্তনে

সরকার হুমায়ুন

সরকার হুমায়ুন › বিস্তারিত পোস্টঃ

ছেলে সন্তান না হওয়ার জন্য দায়ী মা নয় বাবা

২৮ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫২

ছেলে সন্তান না হওয়ার জন্য দায়ী মা নয় বাবা

মিসেস নাহার (ছদ্মনাম)। একটি বেসরকারী ব্যাংকের জুনিয়র অফিসার। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিধ্যালয়ে। বাবা-মায়ের পছন্দের পাত্রকে বিয়ে করে সংসার পেতেছেন বছর দশেক আগে। স্বামী ব্যবসায়ী। গুলশানে বাড়ী-গাড়ী আছে। পরিবারের একমাত্র ছেলে। বিয়ের বছর দেড়েক পর্যন্ত সংসারে আনন্দেই কেটেছে নাহারের। প্রথম যখন গর্ভবতী হলেন সবার আদর-সোহাগে দিন কাটত তার। পরিবারের সবার আশা সংসারে ছেলে সন্তান আসুক। কিন্তু আশায় গুড়েবালি। নাহারের জীবনে অন্ধকারে নিয়ে পৃথিবীতে আলোর মুখ দেখে মেয়ে সন্তান। অখুশি হয় সবাই। সুখের সংসারে নাহারের ওপর নেমে আসে অত্যাচার। মুখ বুজে সহ্য করে নাহার। সুখের আশায় আবারও গর্ভবতী হয়ে পড়ে সে। কিন্তু বিধাতার নির্মম পরিহাস। এবারও জন্ম নেয় ফুটফুটে একটি মেয়ে। সংসারে নেমে আসে চরম অশান্তি। স্বামী-শাশুড়ির বাক্যবাণে জর্জরিত হতে থাকে নাহার। একবার বাসা থেকে বের করেও দেয়া হয়। কিন্তু সন্তানদের কথা চিন্তা করে আবার ফিসে আসে সংসারে। মুখ বুজে সহ্য করে সব। এখন নাহার তার সাজানো সংসারে যেন আসবাবপত্র। তার মতামতের মূল্য নেই পরিবারে। নিরবে চোখের জলই এখন তার সাথী।

এ চিত্র আমাদের সমাজের দৈনন্দিনের। প্রতিদিন এ রকম হাজারো নাহারকে নির্যাতনে স্বীকার হতে হয় শুধু কন্যা সন্তান জন্মদানের জন্য। অবলা নারীকে মুখ বুজে সহ্য করতে হয় সব নির্যাতন। কিন্তু কন্যা সন্তানের জন্য কোনভাবেই নারীকে দায়ী করা যায় না। এর পেছনে আছে বৈজ্ঞানিক যুক্তি। আমাদের অজ্ঞতার জন্য প্রতিদিন শত শত নারী নির্যাতনের শিকার হচ্ছেন।

ছেলে সন্তানের জন্য দায়ী পুরুষ না নারী

মানব দেহে ২৩ জোড়া বা ৪৬ টি ক্রোমোসোম থাকে। এ ক্রোমোসোমই বংশগতির ধারক ও বাহক। এর মধ্যে একজোড়া ক্রোমোসোমকে বলা হয় সেক্স ক্রোমোসোম। এ সেক্স ক্রোমোসোমই নির্ধারন করে সন্তান ছেলে হবে না মেয়ে। সেক্স ক্রোমোসোম ২ প্রকার। ঢ ও ণ । নারী দেহের সেক্স ক্রোমোসোম ঢঢ হল আর পুরুষের ঢণ । ভ্রƒণ সৃষ্টির সময় ২৩ জোড়া ক্রোমোসোমের মধ্যে বাবার কাছ থেকে আসে ২৩ টি আর মায়ের কাছ থেকে আসে ২৩টি। সেক্স ক্রোমোসোমেরও একটি আসে বাবার কাছ থেকে অন্যটি আসে মায়ের কাছ থেকে। যদি মায়ের ঢ - ক্রোমোসোমের সাথে বাবার ঢ- ক্রোমোসোমের মিলন ঘটে তবে সন্তান হবে ঢঢ মানে মেয়ে। আর যদি মায়ের ঢ - ক্রোমোসোমের সাথে বাবার ণ - ক্রোমোসোমের মিলন ঘটে তবে সন্তান হবে ঢণ মানে ছেলে। ণ- ক্রোমোসোম না থাকলে সন্তান কখনই ছেলে হবে না। আর এ ক্রোমোসোমটি থাকে কেবল পুরুষেই। কাজেই ছেলে সন্তান না হওয়ার জন্য দায়ী পুরুষ নারীরা নয়। আবার কন্যা সন্তানের জন্য নারীদের দায়ী করাটা একেবারেই বোকামী। কারণ, কন্যার শরীরের দুটো ঢ- ক্রোমোসোমই কিন্তু মায়ের শরীর থেকে আসে না। আসে বাবা-মা দুজনের কাছ থেকে। তাই কন্যা সন্তানের জন্য দায়ী মা এটা পুরোপুরি মিথ্যা। বরং বাবাই দায়ী।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১১ ভোর ৪:৫৮

শাহরিয়ার কবির ড্যানি বলেছেন: কাজেই ছেলে সন্তান না হওয়ার জন্য দায়ী পুরুষ নারীরা নয়

amr to mne hoy nari purus kao e dai noy, akta cheler ordhek sperm a x, ar ordhek sperm a y thakbai, ar x na y containing sperm , ovum ar sathe bind korbe ata to luck ar bapar, aikhan e chele mey karo dos e to ase na, ar ata ki possible je akta chele sudhu amon sperm e produce kore jaita te x thake, kono y containig sperm produce kore na?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.