নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন যায়, কথা থাকে...

আমি এক যাযাবর....

সরকার মারুফ

পড়াশোনার ফাঁকে ফাঁকে লেখালেখি, লেখালেখির ফাঁকে ফাঁকে পড়াশোনা নয়।

সরকার মারুফ › বিস্তারিত পোস্টঃ

বিকল্প উপায়ে ফেসবুক: মাননীয় প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া এবং আমার দুটি আইনি প্রশ্ন

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭


বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার প্রসঙ্গে মাননীয় প্রতিমন্ত্রী তারানা হালিম গত কদিন যাবত বেশ কিছু মন্তব্য করেছেন, যেগুলো আলোচনার দাবি রাখে। তিনি যা বলেছেন, তার সার হচ্ছে: বিকল্প পথে ফেসবুক ব্যবহার আইনত অবৈধ; যারা এভাবে ফেসবুক ব্যবহার করছে, তাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে এবং কাউকে কাউকে গ্রেপ্তারও করা হয়েছে।

কিন্তু প্রশ্ন হলো:

১। সরকার কি জনসাধারণের ওপর এই মর্মে কোনো আইন জারি করেছে যে, ফেসবুক ব্যবহার করা যাবে না বা করলে 'ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে' মর্মে গ্রেপ্তার ও দণ্ডের শিকার হতে হবে? এই প্রশ্ন এই কারণে উঠছে যে, কেবল ফেসবুক ব্লক করার মধ্য দিয়েই এটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবেই আরোপিত হয় না, এর জন্য পৃথক আইন জারি করতে হয়।

সুতরাং, ফেসবুক ব্যবহার নিষিদ্ধ হলে সেটি স্পষ্ট করে সরকারি প্রজ্ঞাপন জারি করে জনসাধারণকে জানানো দরকার। কেবল মন্ত্রীর মুখের কথা এক্ষেত্রে যথেষ্ট নয়।

২। সরকার যদি ফেসবুক 'ব্যবহারের' ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং এটিকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা দেয়, সেক্ষেত্রে আরো একটা ঝামেলা অবধারিতভাবে তৈরি হবে। বাংলাদেশের যেসব নাগরিক দেশের বাইরে বসবাস করছেন, তারাও এই ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ দণ্ডবিধির ৩ ও ৪ ধারা অনুসারে, বাংলাদেশের আইনে যে কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, তা বাংলাদেশের বাইরে সংঘটিত হলেও অপরাধ হিসেবে গণ্য হবে এবং আইন মনে করবে যে অপরাধটি বাংলাদেশেই সংঘটিত হয়েছে।

অর্থাৎ এই নীতি অনুসারে, বাংলাদেশের বাইরে বসবাসরত প্রবাসীরাও ফেসবুক ব্যবহারের দায়ে অপরাধী হিসেবে গণ্য হবেন এবং যেহেতু ফৌজদারি অপরাধ কখনোই তামাদি হয় না, সুতরাং ভবিষ্যতে যেকোনো দিন এই অপরাধের দায়ে তাদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো যাবে।

মাননীয় প্রতিমন্ত্রী কি বিষয়টা এই জায়গা থেকে ভেবে দেখেছেন?

মন্তব্য ৫১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

নতুন বলেছেন: জনগনকে একটু হাইকো`ট দেখাইলো আর কি।

আমাদের রাজনিতিকরা সবসময়ই জনগনকে আন্ডারস্টিমে্ট করে থাকে। এটা তারই ফল।

যেখানে উন্নতবিশ্বে পুরুপরি নিয়ন্ত্রন সম্ভভ না তিনি কিভাবে করবেন?

এখন সরকারের উচিত খুব দ্রুত সব কিছু খুলে দেওয়া।

এখন ফেসবুক ছোট ব্যবসায়ীর জন্য বড় একটা মাধ্যম হয়ে গেছে তাদের অনেক লস হচ্ছে।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪

সরকার মারুফ বলেছেন: ফেসবুক বন্ধ করে শুধু শুধু সাধারণ ব্যবহারকারীদের হয়রানির মধ্যে ফেলা হয়েছে। অপরাধীরা ঠিকই ব্যবহার করছে।

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

নতুন বলেছেন: স্কাইপ খোলা আছে সেটার মাধ্যমে ঠিকই সবাই যোগাযোগ করছে। তাই সন্ত্রাসীদের কথা বলার অজুহাত ভুয়া।

শুধু আছে বাশেরকেল্লা টাইপের সাইটের গুজব ছড়ানো.... সেটার জন্যই মুলত ফেসবুক বন্ধ করেছে সরকার।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

সরকার মারুফ বলেছেন: ওকে। বন্ধ করেন ভালো কথা। হুদাহুদি হাইকোর্ট দেখানোর মানে কি? আবার শুনলাম ফেসবুক ব্যবহারের কারণে গ্রেপ্তারও করা হইসে। শুধু ফেসবুক ব্যবহার করার কারণে কাউকে গ্রেপ্তার করা হইল কোনো আইন ছাড়াই, বিষয়টা ঠিক হইল?

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: স্পষ্টভাবেই সরকার এসব বিধি নিয়ে ভাবেনি। যা তাদের ফেসবুক সংক্রান্ত কার্যক্রম দেখলেই বোঝা যায়। কারন সমাজের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রকাশ নেই দেশে। মন্ত্রি-প্রতিমন্ত্রিরা সভায়-বৈঠকে যা বলবেন সেটাই বাস্তবায়ন হবে কোন নির্দিষ্ট কারন তুলে ধরা ছাড়াই। কেবলমাত্র ফেসবুক- হোয়াটসএপের মত সোশ্যাল নেটওঅর্ক নিয়ে আলাদা আইন প্রণয়ন করার মত বিলাসিতা আমাদের দেশের সরকার করবে না।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

সরকার মারুফ বলেছেন: দায়িত্বশীল পর্যায় থেকে এরকম কথাবার্তা শুনলে খুব কষ্ট হয়। মানুষকে এতটাই বোকা ভাবেন উনারা?

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮

আহাদ রায়হান বলেছেন: বেশ বলেছেন

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২১

সরকার মারুফ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্ত্রীদের মুখ দুইটা এরা কোন মুখে কোন কথা বলে তার ঠিক নাই ।
তারা ভাবে , মন্ত্রি যখন যা বলি তাই ঠিক ।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

সরকার মারুফ বলেছেন: তারানা হালিমের কাছে আরো দায়িত্বশীল আচরণ আশা করি।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৬

আজাদ মোল্লা বলেছেন: আমার কিন্তু জেলখানার খাবার খেতে মন চাইছে ,
সরকারি খাবার বলে কথারে ভাই ।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১০

সরকার মারুফ বলেছেন: সরকারি সেবা, সরকারি খাবার এসব কিন্তু সরকারি চাকুরির মতো নয় ;)

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২১

গারো হিল বলেছেন: আরও কতো কি দেখবার বাকি :#)

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯

সরকার মারুফ বলেছেন: :D

৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: ডর একখান দেখাইতে চাইছে আর কী! ভাবছে দেশের সবাই মাননীয় প্রতিমন্ত্রীর মত বিশেষ-অজ্ঞ!

তবে ফেসবুক চালাইয়া জেলের ভাত খাওয়া - বিষয়টা বেশ ইন্টারেস্টিং। ছাড়া পাওয়ার গর্ব করা যাবে এইটা নিয়ে।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৮

সরকার মারুফ বলেছেন: আমগোরে ডর দেখাইলে আমরা ডরাই দেইখাই তো উনারা ডরটা দেখান :)

৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

নদ বলেছেন: আসল কাহিনী হল, সরকার ফেসবুকের সাথে একটি সমঝোতায় আসার চেষ্টা করেছিল, কিন্তু ফেসবুক রাজি না হওয়াতেই বাংলাদেশ থেকে ফেসবুক ব্ন্দ করে দেয় সরকার ।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

সরকার মারুফ বলেছেন: ও আচ্ছা, ইদানীং দেখছি ফেসবুকের কাছ থেকে তথ্য গ্রহণের চেষ্টা চালাচ্ছে সরকার! তো ফেসবুক যদি সেটা প্রোভাইড না করে, তাহলে ফেসবুক বন্ধ করে দিয়ে তাদেরকে শায়েস্তা করার চেষ্টা নাকি এটা?

১০| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬

নদ বলেছেন: অনেকটা এরকমই ।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

সরকার মারুফ বলেছেন: হুহ!

১১| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


ফেসবুক বন্ধ করে ফেসভ্যালু বাড়ানোর চেষ্টা করতে গেলে এমন বক্তব্যই ঢেঁকুর তুলবে।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

সরকার মারুফ বলেছেন: তারানা আপুর ফেসভ্যালু তো আগ থেকেই ভালো। এসব করে ফেসভ্যালু বাড়াতে হবে কেন?

১২| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

তাশফিয়া নওরিন বলেছেন: kichu bolea lab nai, bakshal khomotay

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

তাশফিয়া নওরিন বলেছেন: MP der id thaka kintu barta asce

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

সরকার মারুফ বলেছেন: কোনো এমপি আপনার ফেসবুক ফ্রেন্ড নাকি আপু?

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

তাশফিয়া নওরিন বলেছেন: :( na tobe koj rakha hoy

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৪

সরকার মারুফ বলেছেন: :)

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: এরা আসলে বাংলাদেশের কত খানি আইন জানেন তা নিয়ে আমি যথেষ্ট সন্দেহ আছে।

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

দেবজ্যোতিকাজল বলেছেন: প্রিয় দিদি,তারানা হালিম,

আরে দিদি ফেসবুকটা খুলে দিন । পোলাপানেরা হতাশ হয়ে গ্যাছে ।সামনে চলুন পিছনে তাকাবেন না ।
ইতি-
পশ্চিমবঙ্গের ভাই

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬

সরকার মারুফ বলেছেন: একদম ঠিক বলেছেন দাদা :)

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

সরলপাঠ বলেছেন: সরকারের মন্ত্রীরা যা বলে তাই আইন। গুলি করে ভয় দেখিয়ে যদি দেশের গণতান্ত্রিক শাসণ কায়েম রাখা যায়, তাহলে একই থি্উরি ফেইস বুকেও প্রযোজ্য। ডান্ডার আঘাত আর জেলের ভাত না খাইলে বাংগালী সোজা থাকেনা।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯

সরকার মারুফ বলেছেন: সার্বভৌম শাসকের কথাই আইন :)

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

এইচ আর খান বলেছেন: একদমই লেইম এক্সকিউজ। আর এতদিন বন্ধ রাখার সত্যিই কোন যৌক্তিক কোন কারন নেই। ফালতু সব চিন্তাভাবনা

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭

সরকার মারুফ বলেছেন: বন্ধ রাখেন ভালো কথা, হুদাই ভয় দেখান ক্যান?

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

ফেরদৌসা রুহী বলেছেন: ঠিক কথায় বলেছেন

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯

সরকার মারুফ বলেছেন: আপনাকে ধন্যবাদ :)

২০| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০২

ফ্রিটক বলেছেন: মাননীয় তাহা, আপনাদের এত ভয় কেন,? আপনারা তো ৪ কে ৪০০ বানাতে পারেন,!! আর ঔ যে ভাষনে বলেন,আমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী। আপনাদের লাজ, লজ্জাআছে বলে আমার মনা হয় না।

২১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬

সুপান্থ সুরাহী বলেছেন: আমাদের দেশের অধিকাংশ মন্ত্রীর চিন্তার গভীরতা দুঃখজনকভাবে নীচু লেভেলের।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭

সরকার মারুফ বলেছেন: :(

২২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেউ আমারে দাম দেও না। চিননা আমি কি মন্ত্রী! হু হু..

দিলাম বন কইরা।
এইবার চান্দুরা .. পই পই করে কেমুন আমারে চিনলা ;)

নিজেরে ইকটু কেউকেটা বানাইল আরকি!১

আর অটো যে ডিজিটাল বোধাই হইয়া গেল তার খপর নাই! ভাসুর দেখে নীচে খুলে মাথায় কাপড় দিয়ে ইজ্জত দেখানোর মতো আর কি!!!!!

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

সরকার মারুফ বলেছেন: এই ব্লগে কৃত মন্তব্য একান্তই মন্তব্যকারীর, এ জন্য ব্লগার দায়ী নহে ;)

২৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

সারোয়ার ইবনে গিয়াস বলেছেন: পাটা-পিলে ঘসাঘসি আর মরিচের কাম শেষ।
ইহা আমার একান্তই নিজস্ব মন্তব্য, এ জন্য লেখক দায়ী নহেন।

২৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩

আত্মবিশ্বাসী লেখক বলেছেন: কি আর বলবো ভাই!
অভিনেত্রীকে যদি দেশ পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়,তিনিতো অভিনয় করবেই!

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

সরকার মারুফ বলেছেন: ভুলে যাবেন না, তারানাপু একজন আইনজীবীও বটে!

২৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: ফেসবুকই ডিজিটাল সম্ভাব্য উন্নয়নের মাইল ফলক । এর সঙে সকল প্রতিষ্ঠান
জড়িত । ব্যাবসা বানিজ্য , শিক্ষামুলক বিষয়াদি , বিজ্ঞাপন, তথা সব রকমের কার্যক্রম এর সাথে তা সংশ্লিষ্ট । সরকার
সাময়িক বন্ধের কথা বলে দীর্ঘ স্থায়ী পদক্ষেপ নিচ্ছে ।কেন / দেশের ক্ষতি , উন্নয়নে বাধা । অনতিবিলম্ভে ফেসবুক
চালু হওয়া দরকার

২৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
পরিবেশ বন্ধু বলেছেন: ফেসবুকই ডিজিটাল সম্ভাব্য উন্নয়নের মাইল ফলক । এর সঙে সকল প্রতিষ্ঠান
জড়িত । ব্যাবসা বানিজ্য , শিক্ষামুলক বিষয়াদি , বিজ্ঞাপন, তথা সব রকমের কার্যক্রম এর সাথে তা সংশ্লিষ্ট । সরকার
সাময়িক বন্ধের কথা বলে দীর্ঘ স্থায়ী পদক্ষেপ নিচ্ছে ।কেন / দেশের ক্ষতি , উন্নয়নে বাধা । অনতিবিলম্ভে ফেসবুক
চালু হওয়া দরকার

এক্কদম! পরিবেশ বন্ধু রক্স! B-))

২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬

প্রবাসী ভাবুক বলেছেন: অপরাধ যদি হবেই তাহলে ছাত্রলীগের পেইজ থেকে নিয়মিত আপডেট আসছে কিভাবে? তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না৷ আওয়ামী লীগের ভেরিফায়েড পেইজ থেকে ফেইসবুক বন্ধ হওয়ার পরও স্ট্যাটাস এসেছে৷ ক্যামনে কি!

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

সরকার মারুফ বলেছেন: আমার বহুত ছাত্রলীগের নেতাকর্মী ভাইয়েরা ঠিকই ফেসবুক চালাইতেছেন ;)

২৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৪

ক্যান্সারযোদ্ধা বলেছেন: ফেসবুক ব্লক হওয়ার পর ইনাকে চিনেছি। এর আগে নামও শোনি নি। রাষ্টবিজ্ঞানের ছাত্র হিসেবে বলছি- "এদেশে একনায়কতন্ত্র চলছে না, কাউকে গ্রেফতার করতে হলে ওয়ারেন্ট ও মামলা প্রয়োজ। আর এক্ষেত্রে যদি কোনো আইনই না থাকে তবে সেটা জনগনের ব্যর্থতা নয়।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

সরকার মারুফ বলেছেন: ভাই, আপনার কথা মাথার উপ্রে দিয়া গেল :)

২৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:১১

নীল জানালা বলেছেন: এই মহিলা নাকি আবার আইন নিয়া পড়াশোনা করসে? হায়রে...বাংগাল পায়া নটীও হাইকোর্ট দেখায়া গেল!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.