নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সত্যকে চিনি

সত্যের পক্ষ আসুন

সত্যের পক্ষ আসুন › বিস্তারিত পোস্টঃ

কোন রসুন খাবেন?

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৪



রসুন খাওয়া হৃদ্‌যন্ত্রের জন্য ভালো। কিন্তু কোন রসুন? বিশেষজ্ঞরা বলছেন, চারা গজানো রসুনগুলোয় বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই অঙ্কুরোদ্‌গম হওয়া এই রসুন ফেলে দেওয়া ঠিক নয়। একেবারে নতুন রসুনের চেয়ে যেসব রসুনে হালকা সবুজ চারা দেখা দেয়, সেগুলোয় হৃদ্‌যন্ত্রের জন্য উপকারী উপাদান থাকে।

হাজার বছর ধরে চিকিৎসাকাজে রসুন ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জং-স্যাং কিম বলেন, এখনকার মানুষ রসুনের স্বাস্থ্যকর দিকটা সম্পর্কে জানেন। রসুন খেলে প্রাকৃতিকভাবে কোলেস্টেরলের মাত্রা কমে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমে।

রসুনের গুণাগুণ সম্পর্কে অনেকে জানলেও অঙ্কুরোদ্‌গমের বিষয়ে মানুষ কম জানে। কয়েকটি গবেষণায় দেখা গেছে, যখন বীজ থেকে অঙ্কুরোদ্‌গম ঘটে, তখন নানা যৌগ তৈরি হয়। এর মধ্য থাকে নতুন চারাকে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে রক্ষাকারী নানা উপাদান। রসুনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে বলে মনে করেন গবেষকেরা।

গবেষকেরা বলেন, নতুন রসুনের চেয়ে পাঁচ দিনের চারা গজানো রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা গেছে, রসুনের নির্যাস কোষের নির্দিষ্ট ক্ষতি ঠেকাতে সক্ষম।

‘এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রি’ শীর্ষক সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাসংক্রান্ত নিবন্ধ।

গবেষক কিম বলেছেন, রসুনে বাড়তি অ্যান্টিঅক্সিডেন্ট যোগ করতে হলে অঙ্কুরোদ্‌গম করিয়ে নেওয়া ভালো।
তথ্যসূত্র: এনডিটিভি, সুত্র প্রথম আলো

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য । কিন্তু রসুন খাওয়া কষ্টকর

৩| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১০

জুন বলেছেন: কত কিছু যে জানা বাকী রয়ে গেছে :(

৪| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৮

হাতুড়ে লেখক বলেছেন: রসুনের আরো ব্যাপক কার্যক্ষমতা রয়েছে।

৫| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১০

ওমেরা বলেছেন: জী খাওয়ার অনেক উপকার আছে তবে কারো পাশে বসা যায় না ।

৬| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৫

মানবী বলেছেন: রসুন হৃদযন্ত্রের জন্য ভালো সেই সাথে ন্যাচারাল বা প্রাকৃতিক এ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে।

অঙ্কুরোদ্‌গমের ব্যাপারটা নতুন জানলাম, ধন্যবাদ সত্যের পক্ষ আসুন।

৭| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৭

প্রামানিক বলেছেন: উপকারী পোষ্ট

৮| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি প্রতিদিন দুই কোয়া কাঁচা রসুন খাই। অঙ্কুরোদগমের বিষয়টি মাথায় থাকলো।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.