![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মগের মুল্লুক নামে বিখ্যাত একটু প্রবচন বাংলায় প্রচলিত আছে। এই শব্দটির উৎপত্তি কিন্তু তৎকালীন মগ সাম্রাজ্য (আধুনিক মিয়ানমার) -কে কেন্দ্র করে। চিটাগংসহ উপকূলীয় এলাকায় মগদের দস্যুভিত্তির জন্য বাংলায় মানুষ জোর জবরদস্তি করে অন্যের সম্পদ বা অধিকার হরণকে বুঝাতে মগের মুল্লুক শব্দ ব্যবহার শুরু করে যা আজ পর্যন্ত চলে আসছে। তাই মগদের বংশধরদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? হতাশ হওয়ার কারন নেই, পৃথিবীর সব মগরাই ধ্বংস হয়েছে । মজার বিষয়, ধ্বংস করতে যুদ্ধ ঘোষণা লাগে না, লাগে পরাজিত করতে।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
জাহিদ হাসান বলেছেন: একবার সুযোগ পেলে মগের মুল্লুককে বধ্যভূমি বানিয়ে দিবো !
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
বিলুনী বলেছেন: লেখাটি আমার কাছে ভাল লেগেছে ।