![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা মাঝে মাঝে গলা উচু করে চিৎকার করি বিদেশি টিভি চ্যানেল বন্ধ করুন। কিন্তু কেন ? কেন বন্ধ করতে হবে বিদেশি টিভি চ্যানেল ? বিদেশি চ্যানেল গুলো কি আমাদের মস্তিস্ক কিনে নিয়েছে ? তাদেরা কি আইন করে আমাদের বাদ্য করছে তাদের চ্যানেল দেখতে ? না তারা আমাদের বাদ্য করেনি ! টিভির রিমোট যেহেতু আমাদের হাতে তাকে আমরা আমাদের কাছে যে চ্যানেলের অনুষ্ঠান ভাল লাগে এটাই দেখব ! যদি দেশে ভাল মানের অনুষ্ঠান হয় তবে আমরা দেশের অনুষ্ঠান দেখতে সমস্যা কোথায় ? দেশে কি তাহলে ভাল অনুষ্ঠান হয় না ? হয়, আর সে অনুষ্ঠান গুলো আমরাও দেখি । যাদের বাসায় ডিস লাইন আছে তারা কত জন্য বিটিভি দেখে ? হিসাব করলে পাবেন 0% কিন্তু যেদিন ইত্যাদির মত অনুষ্ঠান বিটিভিতে প্রচারিত হয় সেদিন প্রায় 80% মানুষ বিভিটি দেখে । তাহলে আমার প্রশ্ন হল তখন কি আমাদের দেশে বিদেশি চ্যানেল বন্ধ থাকে ? না বন্ধ থাকে না । আসলে আমরা চাই ভাল কিছু দেখতে ! আর টিভি চ্যানেল গুলো চলে বিজ্ঞাপনের টাকা দিয়ে কিন্তু এত বেশী বিজ্ঞাপন প্রচার করে দেখে মনে হয় বিজ্ঞাপনের ফাকে ফাকে অনুষ্ঠান প্রচার হয় !
দেশের প্রতি আমাদের ভালবাসা আছে দেশে অনুষ্ঠান দেখতে আমরাও আগ্রহী চাই সুন্দর অনুষ্ঠান আর অল্প বিজ্ঞাপন !
২| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৩২
হেমলক, ধুতুরা ও অন্যান্য বলেছেন: হক কথা কইলেন মিয়া ভাই
৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩০
নিঃস্বার্থ ভালোবাসা বলেছেন: সব টিভি এখন বিটিভি
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৫২
সুমন ২০১২ বলেছেন: ঠিক আামার মনের কথাগুলোই লিখেছেন।