নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনের স্বাধীন বাংলা ব্লগ

আমি একজন সাধারন মানুষ।

ফ্রিডম ৭১

স্বাধীন ভাবে সব কিছু করতে চাই। স্বাধীন আমার এই মন। কারো ধার ধারী না মুক্ত আমি নেই পিছু টান। আমি সদা করতে চাই দেশের সেবা।

ফ্রিডম ৭১ › বিস্তারিত পোস্টঃ

আজকের আন্দোলন নিয়ে একটি বিশ্লেষন মূলক রিপোর্ট

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

আজকের ঘটে যাওয়া সারা দেশব্যাপি যে সকল কর্মকান্ড হল তাতে জাতি ব্যথিত হয়েছে কিনা তা জানি না তবে আমি চরম হতাশ । সাংবাদিকদের উপরে হামলা এ এক ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা ।



বাংলাদেশের ইতিহাসকে আজ কলুশিত করল তারা ..





শাহবাগ আন্দোল যেদিন শুরু হয়েছে সেদিন থেকে ছিলাম। হয়ত লিডিং রোলে ছিলাম না হয়ত বড় বড় ব্লগারদের সাথে ছিলাম না কিনতু ছিলাম শাহাবাগেই ছিলাম কাজের ফাকে যেই সময়টুকু পেতাম সেখানে গিয়ে সকলের সাথে স্লোগান দিয়ে একাত্ততা প্রকাশ করতাম। আমার বাসা থেকে শাহবাগ হেটে যেতে হয় কারন বাসে গেলে ১ ঘন্টাতেও যেতে পারি না। তাই হেটে যেতে হয়।

এবার আসি সমসামিয়ক বকবক নিয়ে। বকবক বলছি কারন এই লেখাটা হয়ত আমার মনের ভেতর খাকা ক্ষোভ থেকেই লিখছি কেউ দেখল কিনা সেটা নিয়ে মাথা ব্যাথা নাই আমার।



শাহবাগ এর প্রজন্ম চত্বরে যে স্বপ্ন ছিল যে আশা ছিল সে উদ্দেশ্য ছিল তা আজ সম্পূর্নরোপে অন্যদিকে চলে গেছে।





আমাদের আন্দোলন ছিল রাজাকারদের বিচার।

জনগনের দাবি রাজাকারের ফাসি

কিন্তু রাজনীতির গেরাকলে পরে শাহবাগ আজ উদ্দেশ্যহীন হযে পরেছে।

আমরা কোন রাজনীতির জন্য বা টাকার জন্য প্রজন্ম চত্বরে যাই নাই





জামায়াত শিবিরের মুলমন্ত্র ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষের ঘারে পা দিয়ে তাদের কার্য সাধ্য করা।



তারা যখন দেখল শাহবাগ কোন ভাবেই শেষ হচ্ছে না তখনই তারা বের করল স্ক্যান্ডাল নাস্তিক । শাহবাগ নিয়ে গন মনে হয়েছে আজ অনেক ক্ষোভ। কারন কমিউনিষ্ট এর নাস্তিকরা এবার দেশ থেকে ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধ করার পেছনে লেগেছে। কিন্তু তারা কি ভুলে গেছে বাংলাদেশ একটি ইসলামিক দেশ ?

কমিউনিষ্টরা কি শাহবাগের জন্ম দিয়েছে নাকি তরুন সমাজ জন্ম দিয়েছে ?







শাহবাগের আন্দোলনের প্রধান যারা আপনারা কি করছেন ??

আন্দোলনকে এইখান থেকে অইখানে নিয়ে যাচ্ছেন ফলে হারাচ্ছেন জনসমর্থণ সেদিন আর বেশী দুরে নয় যেদিন দেখবেন আপনাদের কে শাহবাগ থেকে পাবলিক দৌড়ানি দিবে। একসাতে ২নৌকায় পা দিলে কোথাও ঠাই পাবেন না। দেশের মানুষের ইমোশনকে শিবির কাজে লাগাচ্ছে আপনারা না।

দাবি ঠিক করেন



রাজাকারদের ফাসি চাই

জামায়াত শিবির নিষিদ্ধ করতে হবে

এবং রাজীব হত্যাকারীদের বিচার ।



অন্যগুলো নিয়া মাথা এখন না ঘামালেও চলবে কারন আপনারা রাজনীতি করতে আসেন নাই এসছেন মানুষের প্রানের দাবি নিয়ে। দেশকে কলংকিত করতে নয়।



তথাকথিত কমিউনিষ্ট দের প্রকতারনায় না পরে নিজ অবস্তান ঠিক করেন। ধর্ম স্পর্শকাতর বিষয় তােই এটাকে নিয়ে খেলতে যাবেন না। পরে হীতের বিপরিত হবে। আজকে এর ফল দেখলেনই ত।



রাজাকারের দল যেটা চাচ্ছে আপনারা সেটাই দিচ্ছেন তাই বাশ আপনাদের দিকে যাচ্ছে।





আর বাংলার আলেম সমাজ......



বাংলাদেশের আলেমরা কবে আরেকটু শিক্ষিত হবে ? যদি তারা নেট ফেসবুক ব্লগ এই বিষয়গুলিতে অভিজ্ঞ হতো তাহলে তারা জানত যে এই নূরানী চাপা ব্লগ এর ব্যাপারটা বানোয়াট ভিত্তিহীন। জামাত শিবির এর কারসাজি। এত সহজে তারা জামাত এর ধোকায় পড়ে গেল। আমি আমার ওস্তাদ এবং কলিগ হুজুর কে যখন বিষয়টা বুঝিয়ে বল্লাম উনি কোন জবাব না দিয়ে চুপ করে থাকলেন এবং বিষয়টা বুঝতে পারলেন । কারণ জামাত এর মত উনারা গোয়ার না। আপনারা যে কোন আলেমের সাথে কথা বলার সুযোগ হলে তাদেরকে বুঝিয়ে বলবেন । তারা বুঝবেন। তবে আফসোস নয়া দিগন্ত বা আমার দেশ এর মত থার্ড ক্লাস পত্রিকার খবরে তারা এই তান্ডব করলেন । এর জন্য তাদেরকেও আখেরাতে জবাব দিতে হবে।





পরিশেষে বলি আমার দাবি তোমার দাবি রাজাকারের ফাসি অন্য কিছু নয়। কারো রাজনীতি করার ইচ্ছা থাকলে এই মুহূর্তে শাহবাগ ছাড় নইলে মানুষ শাহবাগ ছাড়বে

আর সমসাময়িক বিষয়াবলির মধ্যে আজকে ঘটে যাওয়া

তাদের আজকের কর্মকান্ড

১। ৫২র ভাষা শহীদদের রক্তকে অপমানিত করেছে এই

জামাত শিবির।স্মৃতির মিনার তারা ভেঙ্গে ফেলেছে।

২।৩০ লাখ শহীদদের,২ লাখ মা বোনের সম্ভ্রমের

বিনিময়ে অর্জিত জাতীয় পতাকা তারা ছিড়ে ফেলেছে।

(চাদপুর)

৩।৫২র ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত

বাংলা বর্নমালা তারা ছিড়ে ফেলেছে।

৪।তাদের সহিংসতায় আজ নিহত হয়েছে ৪ জন, আন্দোলন

চলাকালীন সময়ে তারা

হত্যা করেছে নয় জন কে।

৫।মসজিদে ২ রাকাত নামাজ শেষ না করতেই

তারা সহিংসতা চালাতে শুরু করে।

তারা নামাজের গালিচা পুড়িয়ে দেয়,(বায়তুল মোকাররম)।

''



যদিও গালিচার জন্য অন্য একটা কারন শুনেছি, কিন্তু এটা কতটুকু সত্য জানি না।



যখন মহানবী ( স: ) কে নিয়ে ভিডিও বানানোর প্রতিবাদে আন্দলোন হয়, সেই আন্দলনে আমিও ছিলাম।কই, সেখানে তো কারো ক্ষতি করে নাই মুসলিমরা। সম্পুর্ন শান্তিপুর্ন ভাবে মিছিল হয়েছে,স্লোগান দিয়েছি...সেইটা ছিলো মুসলিমদের আসল রুপ।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.