নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনের স্বাধীন বাংলা ব্লগ

আমি একজন সাধারন মানুষ।

ফ্রিডম ৭১

স্বাধীন ভাবে সব কিছু করতে চাই। স্বাধীন আমার এই মন। কারো ধার ধারী না মুক্ত আমি নেই পিছু টান। আমি সদা করতে চাই দেশের সেবা।

ফ্রিডম ৭১ › বিস্তারিত পোস্টঃ

হরতার রসঙ্গ : সাথে আছে ফলাফল

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:১৫

হরতাল রসঙ্গ : হরতালে দেশের ক্ষতি হয় না।

সরকারী বেসরকারী অফিস ব্যাংক প্রাইভেট প্রতিষ্ঠান ১০০% খোলা এমনকি যেই দল হরতাল ডাকে তাদের প্রতিষ্টান সমূহসহ খোলা থাকে। ব্যাংক এবং শেয়ার বাজারে হরতালের দিন লেনদেন বেশি হয়। (পরিক্ষিত এবং প্রমানিত)

ছুটি: স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়

ক্ষতি: সাধারন গাড়ি চালক, রিক্সা চালক, দিনমজুর, গাড়ির মালিক

দেশের আপামর মানুস হরতালে দিন তেমন কোন ছুটিই পায় না। তাই হরতালে দেশেল কিছিই হয় না।

যারা বাশ খায়: বর্তমানে কুখ্যাত রাজাকারে অনুসারী ব্রেনওয়াশ তরুন কিছু প্রান ঝরে যায়।

কারন: অন্যর জান মালে ক্ষতি করলে বাশ খাওয়া নিশ্চিত।

হরতালে যারা রাস্তায় আন্দোলনে নামে: ক্ষমতা লোভী নেতাদের ব্রেনওয়াশ কর্মীরা।



কখনো দেশের সাধারন জনতা হরতালে মিছিলে যায় না। তাই তারা মরেও না।

আর যাদের আমরা হারাই বাংলার দামাল ছেলে সাহসী দেশপ্রেমিক পুলিশদেরকে।



ফলাফল: শুন্য হরতাল দিয়া কিছুই হয় না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.