![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন ভাবে সব কিছু করতে চাই। স্বাধীন আমার এই মন। কারো ধার ধারী না মুক্ত আমি নেই পিছু টান। আমি সদা করতে চাই দেশের সেবা।
খেলাধুলা নিয়ে কথা তিন মোড়লের আশার পক্ষে কি পাপন ?
পাপন ঠিকই বলেছে আগামী ৮ বছর বাংলাদেশ ক্রিকেট খেললেও ৭ নাম্বারে আসতে পারবে না। আমি বলি ১০ বছরেও আসবে না।
কারন কি ?
কারন : একজন ক্রিকেটার (সাবেক) হিসেবে বলতে চাই আইসিসি সিডিউল অনুযায়ী বাংলাদেশ বছরে ২ থেকে ৩ টা এর বেশী টেষ্ট খেলা পায় না। যা অন্য দেশের তুলনায় অনেক নঘন্যই। কিছু ক্ষেত্রে জিম্বাবুয়েও বাংলাদেশ থেকে বেশী ম্যাচ পায়। তাই কম ম্যাচ খেলেত আর র্যাংকিং পাবে না। সাথে বছরে ১ টা সিড়িজ থেললে কি আর সব সময় জেতা যায় ? তাই তা কথায় যুক্তি আছে ।
ভারত কেন বাংলাদেশের সাথে খেলতে চায় না? কারন ভারত ভাল করেই জানে বাংলাদেশের সাথে খেললে তাদের জেতার আশা খুবই কম তাই মান সম্মান বাচতে খেলতে চায না।
বাংলাদেশের কি বিশ্বাকাপ জেতার ক্ষমতা আছে ?
হ্যা অবশ্যই আছে। এর জন্য প্রয়োজন আরো উন্নত ট্রেইনিং এবং আরো বেশী বেশী আন্তাজাতীক খেলা।
তিন মোড়লের চুক্তি কি সমসর্থনযোগ্য ?
না তাদের এটা কোন ভাবেই মানা যায় না। তবে অন্য দিক থেকে একটা প্রস্তাব দেয়া যেতে পারে।
টেষ্টের একটি বিশ্বকাপ হবে প্রতি ৪ বছর পরপর।এটিতে চ্যাম্পিয়ান দল ১ রানার আপ ২ এভাবে সবার র্যাংকিং নির্ধান করা হবে। এতে করে প্রতি চার বছর পরপর র্যাংকিং পরিবর্তন হবে।
উপকার কি হবে ?
এতে করে রাজত্বের অহংকার ওয়ানডের মত করে সবার পরিবর্তন হবে এবং সবাই ভাল টাকা পাবে।
আমার মনে হয় বিসিবি সহ বাকি দেশগুলু এ প্রস্তাব আইসিসিতে রাখতে পারে এতে করে এটি প্রয়োগ হলে সবাই লাভবান হবে।
অনেক বছর মাঠে ছিলাম তাই কিছু হলেও বুঝি আর সেই আলোকেই বললাম। যে পাপন জীবনে একটা ম্যাচও ক্রিকেট খেলে নাই সে কি করে বুঝবে কুনটা ভাল আর কোনটা খারাপ সেত টাকাই চিনবে তাই না ?
আমার এই অল্প বিস্তর ভাবনাকেই লিখলাম।
ভুল ত্রুটি কিছু বলেছি কি ?
২৬ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩০
ফ্রিডম ৭১ বলেছেন: সাম্রাজ্যবাদের বিরোদ্ধে একটু আওয়াজ তুললেই সেটি দুর্বল হয়ে যায়।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২১
এন ইউ এমিল বলেছেন: ইতরামি শুরু করছে
২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৪
ফ্রিডম ৭১ বলেছেন: এটাকে আমি ইতরামি বলতে চাই না। যে যেটা বুঝে না তাকে তা দিলে সেটা হাস্যকর হবেই। এটাই স্বাভাবিক।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪
চারশবিশ বলেছেন: কি নির্মম পরিহাস
বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন বাংলাদেশের পক্ষে কথা বলে
তার জন্য আমাদের আন্দোলন করতে হল
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪
ইমরাজ কবির মুন বলেছেন:
চারশবিশ বলেছেন: কি নির্মম পরিহাস
বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন বাংলাদেশের পক্ষে কথা বলে
তার জন্য আমাদের আন্দোলন করতে হল !
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০১
আশাফ আনিস বলেছেন: াম্রাজ্যবাদ সব খানে