![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন ভাবে সব কিছু করতে চাই। স্বাধীন আমার এই মন। কারো ধার ধারী না মুক্ত আমি নেই পিছু টান। আমি সদা করতে চাই দেশের সেবা।
অতপর মহা আনন্দের সাথে জানাচ্ছি এশিয়া কাপে শ্রীলংকা পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এখানে আমরা কি শিখলাম ? শিখেছি বাংলাদেশে আজও অনেক পাকিস্তানি জারজ সন্তান রয়েছে।
দায় দায়িত্ব কার ?
দায় দায়িত্ব সব সেইসব জারজ সন্তানদের বাঙ্গালী বাবা মায়ের সেইসব জারজদের পারা প্রতিবেশীদের এবং সেই সব জারজদের শিক্ষকদের। যদি তারা প্রকৃত শিক্ষা দিতে পারত তাহলে এই জারজরা জারজ না হয়ে বাঙ্গালী হতে পারত।
সুচীল চুলকানীরা বলবে থেলাধূলার সাথে রাজনীতি জরাবেন না।
উত্তর: এটা রাজনীতি নারে ছাগলেরা । এইটা দেশপ্রেম এটা অস্তিত্ব এটা মুক্তিযুু্দ্ধের প্রতি সম্মান। এটা লাখ শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান।
কিছু চুলকানী শুচীল বলবে মুসলিম দেশরে সাপোর্ট করাকে সমর্থন করিশ না তুই নাস্তিক ।
উত্তর: ওরে সুচিল খেলায় যদি তুই মুসলিম মুসলিম বলিশ চাহলে আর্জেটিনা আর সৌদি আরবের ফুটবল খেলায় কেন আর্জেটিনারে সাপের্টা করিস তখন কই থাকে মুসলিম ভাতৃত্ব।
অতএব চুলকানী বাদ বলেন সবাই যে সব বঙ্গে'তে জন্মে সাজে ভারত, পাকিস্তান সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি
২| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৫
দালাল০০৭০০৭ বলেছেন: ১০০% সহমত
৩| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৫
মোঃ সাবিকুল ইসলাম (হৃদয়) বলেছেন: রকার ও বিসিবির কাছে আমাদের সবার পক্ষ থেকে আবেদন করতে হবে বাংলাদেশের ক্রিকেট মাঠের সাধারণ গ্যালারীতে অন্য দেশের পতাকা নিয়া ঢুকতে পারবে না তা আইন করে নিষিদ্ধ করতে হবে ।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৭
ফ্রিডম ৭১ বলেছেন: এরকম আবেদনের কোন মানে হয় না। তবে অতিরন্জিত না করাটা উচিত।
৪| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৪
মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন: দাসত্বের শৃঙ্খল একদম চিকন কিন্তু খুব শক্ত, যদি সে দাসত্ব মনের হয়...
যে সব বঙ্গে'তে জন্মে সাজে ভারত, পাকিস্তানি
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।
মারাত্মক কথা। সুপার লাইক।
৫| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৮
রাসেলহাসান বলেছেন: ঠিক বলেছেন।
৬| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৫
হতাশ নািবক বলেছেন: যে সব বঙ্গে'তে জন্মে সাজে ভারত, পাকিস্তানি
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।
বাংলাদেশি ভার্সন।
আসুন মনে প্রাণে ধারণ করি, আর সবার মাঝে প্রচার করি।
৭| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৮
রাখালছেলে বলেছেন: পাকিন্থানীরা এই দেশে এই দেশে অবাক এই ভেবে যে , আল্লাহ এক কিছু করার পরও এদেশের মানুষ আমাদের এখনও ভক্ত । এ আবার কেমন দেশ !!!! এ মানুষগুলা তো মানুষ না -ফেরেস্তা । এদের আরও গদাম দেয়া হোক। আমরা দেশ হিসেবে গরীব আর দেশী হিসেবেও ফকির ।
৮| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:০১
রাখালছেলে বলেছেন: পাকিন্থানীরা এই দেশে এই দেশে অবাক এই ভেবে যে , আল্লাহ এক কিছু করার পরও এদেশের মানুষ আমাদের এখনও ভক্ত । এ আবার কেমন দেশ !!!! এ মানুষগুলা তো মানুষ না -ফেরেস্তা । এদের আরও গদাম দেয়া হোক। আমরা দেশ হিসেবে গরীব আর দেশী হিসেবেও ফকির ।
৯| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৪
হেডস্যার বলেছেন:
গ্রেট
+++++
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৫
নিয়ামুল ইসলাম বলেছেন: মনের কথাটা বলছেন ভাই