![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন ভাবে সব কিছু করতে চাই। স্বাধীন আমার এই মন। কারো ধার ধারী না মুক্ত আমি নেই পিছু টান। আমি সদা করতে চাই দেশের সেবা।
কিছু দিন আগে একটা লেখা শেয়ার করেছিলাম সেটি ছিল CEO ম্যানিয়া। আজ একটু লিখি ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার ম্যানিয়া।
ফ্রিল্যান্সার মানে কি ?
যে নিজের থুশিমত যখন যেটা খুশি করতে পারে। যখন যে কাজ করতে চায় তখন সেটাই করে।এক কথায় আমার কাজ আমি যখন খুশি তখন করব এই টাইপের যারা আছে তারাই মুলত ফ্রিল্যান্সার ।
ফ্রিল্যান্সার কারা?
রিক্সাওয়ালা: একজন ফ্রিল্যান্সার কারন যখন খুশি তখন যে রিক্সা চালায় ইচ্ছে হলে ভাড়া মারে নাইলে বসে বসে বাতাস খায়।
ভিক্ষুক: ইচ্ছে হলে ভিক্ষা করল না হলে করল না।
বাদাম বিক্রেতা:ইচ্ছে হলে বাদাম বেচতে গলে নাইলে নাই।
মাছ বিক্রেতা: ইচ্ছে হলে মাছ বিক্রে করবে নাইলে না।
হকার: ইচ্ছে হলে রাস্তার রাস্তায় হকারি করবে নাইলে নাই।
টোকাই: ইচ্ছা হলে কাগজ টোকাবে নাইলে না।
আরো অনেকে যারা ইচ্ছে হলে কাজ করে নাইলে না।
অনলাইনে যারা কামায় তারা কি ফ্রিল্যান্সার?
এক হিসেবে ফ্রিল্যান্সার অন্য হিসেবে না। কারন কন্ট্রাক্ট হিসেবে কোন বায়ারের কাজ করলে ডেড লাইন থাকে সেটি পুরন করতে না পারলে কাজ হারাবার ভয় থাকে তাই সে দিক থেকে ফ্রিল্যান্সার না। আবার যেই কাজ বিড করলাম ইচ্ছে হলে করলাম না এই দিক থেকে ফ্রিল্যান্সার।
কেন ফ্রিল্যান্স ম্যানিয়া লিখলাম ?
কপিতয় ফাবলিক ফাপর দিতে দিতে কাপর নষ্ট করে সে অমুক বড় ফ্রিল্যান্সার তেন হেন আরো কত কি।
মার্কেটপ্লেসে কয়দিন কাম কইরা কিছু কাচা টাকা দেইখা বড় বড় ভাব নিতে থাকা যে জন্মের পরিচয়টাও ভুলে যায় তাদের কপালে শনি অবশ্যই আছে।।
আসলে আমাদের সমষ্যাটা সামাজিক। কারন আমরা সামাজিক ভাবে অনলাইনটাকে এত বেশী পচাইছি যে আর অনলাইনে কাজ করাটাকে যে কেউ সাধারন মানুষ পিটিসি ফিটিসি মনে করে।
স্বাভাবিক কারন এখনকার অনেক চুতিয়া আছে যারা একসময় এইল্যান্সার সেই ল্যান্সার করতে পাবলিকরে হাত পা ধরছে এখন অনলাইনে টাকা কামানো নিয়া ব্যবসাও করতাছে। অনেকের আবার ট্রেইনিং সেন্টারও আছে ঢাকাতে আবার অনেকর অদৃশ্য হাতের কারনে চলে অভিজাত ট্রেইনিং ব্যবসা।
তাহলে মার্কেপ্লেসে যারা কাজ করে তাদের পরিচয় কি ?
১. যারা শুধু ওয়েব সাইট ডিজাইন করে তারা নিজেদের পরিচয় ওয়েব ডিজাইনার বলে পরিচয় দিবে । কিন্তু দেয় না কারন ফ্রিল্যান্সার দিতে নাকি অনেবের বুক উচা হয়ে যায়।
২. ওয়েব ডেভেলপার যারা বিভিন্ন স্ক্রিপ্ট ডেভেলপ করতে পারে তারা নিজেদের ওয়েব ডেভেলপার বলবে। এটার র্যাংক কিন্তু ডিজাইনারদের একটু উপরে।
৩. গ্রাফিক্স ডিজাইনার : যারা গ্রাফিক্স এর কাজ করে তারা নিজেদের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে পরিচয় দিবে।
৪. প্রোগ্রামার: বিভিন্ন প্রোগ্রামিং সেক্টরে যারা কাজ করে তারা নিজেদের তারা এক্সপার্ট
বিষয়ের উপরে প্রেগ্রামার হিসেবে পরিচয় দিতে পারে।
আসলে অনলাইনে কাজ করাটাকে হোটেলের বাসন মাজা আর রান্না করার মত মনে করে তাই হয়ত এই হাল এখন।
আপনি যখন একটি প্রযেক্ট করবেন বা লীড দিবেন তখন অবশ্যই টীমের সব কিছুকে একত্র করেই প্রচারনা করতে হবে। আলাদা আলাদা করলে সেটি টিমওয়ার্ক হয় না। (এই বিষয়টা কিছু ছাগল বুঝে না আর একটা কথা হোটেলের হোটেল বয়কে প্রেসিডেন্ট পেলেস বুঝিয়ে লাভ নেই। )
আপনি কি ব্লগার নাকি ওয়েব ডেভেলপার না ডিজাইনার নাকি ফ্রিল্যান্সার
বি:দ্র: এই লেখাটিতে অনলাইনে যারা মার্কেটপ্লেসে কা করে আর্ন
করছে তাদের হেয় করা হয় নি। এখানে শুধু তাদের পরিচয় প্রকাশে যে দ্বিধা সেটি দুর করার চেষ্ঠা করা হয়েছে
১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৬
ফ্রিডম ৭১ বলেছেন: কি বলব বলেন। সবই কাচা পয়সার ফল। ওযার্ডপ্রেস এর কোড এডিট করে যদি মাসে লাখ টাকা কামানো যায় তাহলে কে শিখবে কাজ। এমন অনেক তথাকথিত ফ্রিল্যান্সার দেখেছি যারা একটা আইডিয়ার উপরে একটি থীমও বানাতে পারে না। এক ফ্রিল্যান্সারকে দিয়েছিলাম একটা সাইট বানাতে সে আবার মার্কেটপ্লেসে প্রতি মাসে লাখ ২ টাকা কামায়। এত কাজের চাপ সমসই পায় না। তা আইডিয়ার উপরে কাজ দিয়ে আমি স্পিকার হয়ে যায়। ২ মাস কাজ করে সাইটের হেডারও ঠিকমত বানাতে পারে নাই । আর যদি সাইটের সিএসএস এর অবস্হা একেবারে বাজে। পরে এক ছোট ভাইকে দিকে কাজটা করিয়েছিলাম। এ হল কাড়ি কাড়ি টাকা কামানো ফ্রিল্যান্সারের অবস্হা। আবার অবাক হবেন এটা জেনে যার মাধ্যমে অইটুকু কাজ শিখছে তারেই এখন চিনে না।
সমস্যাটা ওয়ার্ডপ্রেস বা জুমলার নয় সমস্যাটা হল ডলারের। একটা ১০০০ ডলারের কাজকে বিডির ফ্রিল্যান্সাররা ১৫০ ডলারে করে ফেলে আবার সেটা করে যা ভাব! অথচ বাংলাদেশে কিন্তু ১০ লাখ টাকার প্রযেক্ট অনেক পাওয়া যায়। তবে এর জন্য কাজ জানতে হয়। এখন এডভান্স কাজ শিখার টাইমত ফ্রিল্যান্সারদের নাই। তারা একটু কাজ শিখবে আর ডলার কামাবে এর পরে ভাব দেখাবে।
এখন চিন্তা করলাম যদি কোন কারনে এইসব মার্কেটপ্লেস গুলো বন্ধ হয়ে যায় তাহলে এই সব ফ্রিল্যান্সাররা কি পারবে বিছানায় ঘুমাতে ? পিটিসি ক্লিকারদের মত রাস্তায় নামতে হবে এদেরও।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪১
সামির কবির বলেছেন: খুব খুব ভালো লাগলো আপনার বিশ্লেষন, আমার বিশ্লেষন ক্যমন লাগবে জানিন তবে অঞ্জিগতার আলোকে চেষ্টা করছি কিছু লিখার,
আমাদের ওয়েব ক্ষেত্রে দক্ষতা অর্জনের পথে অন্তরায় হচ্ছে, সরি আমি ঐ দুটি ফ্রেমকে দোষ দেবনা, দোষ আমারদের ব্যবহারের। মনে আছে আজথেকে ১২ বছর আগে নোটপেডে html লিখে লিখে শিখতাম তারপর টুলস এর ব্যবহার করেছি।
সেটা হলো জুমলা আর ওয়ার্ডপ্রেম
আর এখন রাতারাতি ডাইনামিক ওয়েব ডেভলপারদের বনে যাওয়াদের পরিচয় দেবার ঢং দেখলে মাঝে মাঝে নিজের যোগ্যতা নিয়ে নিজের কাছে সন্দেহ হয়, তাহলে এতগুলো বছর কি শিখলাম, আহা আমার সময় যদি ওয়ার্ডপ্রেম থাকতো ! তবে এদের ( থাক খারাপ কথা বলবো না ! ) আসল দক্ষতা বোঝা যায় যখন বলি আচ্ছা ডিজাইনের এই অংশটা এখানে না দিয়ে ওখানে দেন ! হা.হা.
আমি তখাকথিত পিলন্চারদের বলবো, হাজার মাইল দুরের কাজ পরে করেন, আগে দক্ষহন, দেশে প্রচুর কাজ আছে, ক্লায়েন্ট খোজেন, দেখা করেন, এডভান্স কিছু নেন, কাজ করেন, বাকি টাকা বাংলা টাকায় নেন, কোন পেফ্যাল বা একাউন্ট লাগবে না,
মন্তব্য স্বাগতম [email protected]