![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ, বাংলা ভাষারে কেন ভালাবাসিঃ ১) এইটাকি দুনিয়ার শ্রেষ্ঠ দেশ? অবশ্যই না, (২)এইটাকি সবচেয়ে সুন্দর দেশ? তাও না, আমি ওনেক দ্যশ দেখচি, ঢের ভালা সৌন্দয্য আচে পৃথিবিত৷ আর ইন্ডিয়া দেখতে একই রকম৷ (৩)এই দ্যশের মানুষ সবচে ভালা? এইটা ত আর কইতে হয় না, (৪)এর চাইতে ভালো ভাষা নাই? কুপমন্ডুক না হইলে সহজেই বুজা যায়৷
আসল গঠনা হইতাছে আমি এক্টু সার্থপর৷ এইখানে জিবনের পর্থম ২২/২৩ বচ্ছর কাটাইচি এল্লিগা এক্টা এটাচমেন্ট তৈরি হইচে৷ দ্যাটস অল৷ কুনো জিনিষ যতটুকু তার চাইতে বেশি চিপড়াইতে গেলে মৌলবাদ তৈরি হইতারে৷ সুত্রাং দ্যাশপ্রেম, দর্মপ্রেম, আব্বা-আম্মা প্রেম, ভাইবুন প্রেম, এলাকা প্রেম এগিলিরে বেশি বাড়তে দিয়েন্না৷ প্রশ্ন করেন নিজেরে৷ নো দাইসেল্ফ
২| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ২:২৩
মানুষ বলেছেন: ঘটনা হইল যত যাই হোক দেশটাতো নিজের।
৩| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ২:২৫
স্ট্যানলি কুবরিক বলেছেন: এমনিতেই জিনিসটার অভাব আপনে আবার কন এইটা জানি না বাড়ে
৪| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ২:২৭
এস.এ.শোভন বলেছেন: নাজির ভাই জিগাইচে গঠনা কি? উকে৷ গঠনা সেরম কিচু না, আবার ওনেক কিচু৷ যখন বাংলাদেশ কুনো খারাপ কাম কর্বো, ওথবা অতিতে যে দুয়েক্টা খারাপ কাম কর্ছি সেগিলি যেন্ আম্গো দ্যাশপ্রেমের সুগার কোটিঙে না পইড়া যায়৷ এবসল্যুট কিচু নাই এইটা মনে রাক্তে হইবো৷ বাংলাদেশের লাইগা ভালোবাসা এক্টা সহসা ঘটনাচক্রের সংঘটন৷
৫| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ২:৩০
সমালোচনাকারী বলেছেন: শোভন ঠিক কৈচে।
৬| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ২:৩১
এস.এ.শোভন বলেছেন: না না বাংগালির দ্যাশপ্রেমে ঘাটতি নাই৷ বরঞ্চ ওন্যান্য প্রেমভাব বেশি থাকাটাই সমচ্যা৷ সেক্সুয়াল প্রেম ছাড়া ওন্য যেকুনো প্রেমের বেপারে আউট অব দা বক্স চিন্তার ওভ্যাস করা দর্কার ঐটাই কইতাছি৷ দ্যাশপ্রেম কেন করি এইটা জানি বুইঝা করি৷ না বুইঝা গোয়ার্তুমি যেন্ না হয়৷ ইদানিং ওনেকরেই দেখি খুব টেরটোরিয়ালিষ্ট, খুব খারাপ লাগে, ৭১ এর চেতনা বিরুদি মনে হয়
৭| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ২:৩১
সমালোচনাকারী বলেছেন: শোভন ওর ফিউচার জেনারেশনের জন্য রাস্তা পরিস্কার করতাচে!!
৮| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ২:৩১
আরিফুর রহমান বলেছেন: এবসল্যুট কিচু নাই এইটা মনে রাক্তে হইবো৷
৯| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ২:৩৩
এস.এ.শোভন বলেছেন: এই যেমুন দরেন বাপ মায়ের লাইগা ভালুবাসা, সেইটারও নিরপেক্ক চর্চা কম হয়৷ এক ওষ্টেলিয়ান মহিলা সেদিন জন্মদাতা বাপ এই কতা বইলা কনসেশন চাইলো, এইসব করুনা ভিক্কা খুব খারাপ লাগে৷ এল্লিগাই কইছিলাম যে জিনিশের যতখানি মুল্য বেশি দিতে গেলেই সমস্যা
১০| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ২:৩৪
কৃষ্ণচূড়া বলেছেন: মুক্তিযুদ্ধ প্রেমের বেলায়ও কি সেইম? বাড়াবাড়ি ব্যবহারে ঐ জায়গায়ও মৌলবাদ তৈরি হওয়ার সম্ভাবনা নেই কি
১১| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ২:৫২
অমিত বলেছেন: দেশপ্রেমের কম বেশি বইলা কিছু নাই, যদি না আপনে প্রেমে অন্ধ হইয়া অন্য দেশরে মাইরা বসেন।
১২| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ২:৫৬
এস.এ.শোভন বলেছেন: @অমিত৷ হ সেইটাই৷ পাকোস্তানিরা যেরম আম্গো মাইরা বসছিলো৷ আবার আম্রা ১০ বচ্ছর পরই চাকমাগো মার্লাম কিন্তুক ওনুতপ্ত হইলাম না৷ চক্ষু খোলা দ্যশপ্রেম আর ওন্ধ দ্যশপ্রেমের মইধ্যে খুবই ফাইন লাইন আচে, দরা মুষ্কিল বা ওসম্ভব৷
১৩| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৩:১৫
নাজিম উদদীন বলেছেন: দেশপ্রেম একটা জাতিয়তাবাদী ধারণা, যা কিছু পরিমাণে দরকার, আধিক্য হলেই সমস্যা।
ধর্মও দেশপ্রেমের মত ফিউডালিস্টিক ধারণাকে সাপোর্ট করে
'মক্কা থেকে যখন নবীজী মদীনাতে যায়
মাতৃভূমির মায়ায় নবীজী ফিরে ফিরে চায়।'
এখন কলকাতা বাংলাদেশের অংশ হলে আমরা কলকাতার জন্যে অনুভব করতাম। আবার সিলেট যদি আসামে চলে যেত তবে সিলেটীরা আমাদের শত্রু হত।
১৪| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪৫
এস্কিমো বলেছেন: পোস্টের শানে নযুল কি?
১৫| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪৬
রন্টি চৌধুরী বলেছেন: কি ব্যাপার?
১৬| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৩:৫০
এস.এ.শোভন বলেছেন: শানে নুযুলঃ অনেক রকম আচে৷ তয় ঝি রে মাইরা বৌ ঠেংগাইমু৷ কেবল ঝি মার্লাম৷ এচাড়া আম্রা নানারকম জাইত্যাবাদি চেতনায় আক্রান্ত যেগিলি আখেরে খারাপ লুকগো সুবিদা দেয়৷ জাইত্যাবাদি সেইটা বাংগালি আর বাংলাদেশি, ইস্লামি জাইত্যাবাদি যেইটাই হউক, লং টার্মে কুনোটাই ভালা না
১৭| ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৩:৫২
এস.এ.শোভন বলেছেন: সবচাইতে মেজাজ খারাপ হয় প্রথম আলুর আনিচুল হকের কিচু লিখা পর্লে৷ হালায় বিশ্শাস করে এক্টা লেখে আরেক্টা
১৮| ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৪:০৭
ইউটু বলেছেন: আনিসুল হক কি বিশ্বাস করে আর কি লেখে খুইলা কও তো দেখি।
১৯| ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৪:১৩
আরিফুর রহমান বলেছেন: জাতীয়তাবাদ হইলো একটা Imagined Community
জনৈক বামপন্থীর অভিমত।
২০| ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৪:১৩
এস্কিমো বলেছেন: আনিসুল হকের ঘটনা বিস্তারিত বলেন। লিংক দেন।
২১| ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৪:১৮
এস.এ.শোভন বলেছেন: এর্শাদ নামার পর আনিচ্যা যাযাদিত লিক্ত৷ কলাম্টার নাম ভুইলা গেচি৷ শফিকের বানানি মৌচাকে ঢিলেও লিখছিলো৷ এনিওয়ে এগিলির কুন এক্টা কলামে কইছিলো উনি আদতে ইস্লামি জাইত্যাবাদি৷ তয় এখন আর এগিলি কইতে দেকি না৷ কিন্তুক লিখা গুলা খিয়াল কইরা পর্লে দেখবেন তার তিরভুজের মত ভারতবিরুধিতা বাইরাইয়া আসে৷ ইন্ডিয়ার লগে পাল্লা দেওনের এইটা খুব ব্যাড টাইম, এক্কেরে কিউবা বানাইয়া ছাড়বো তাইলে৷ এছাড়া উত্তরবংগ যে জংগিগো আখড়া বিশেষ কইরা উনাগো রংপুর সেই দুষটা উনি স্বিকার করে নাই৷ মঙ্গা লইয়া চেচামেচি আছে, কিন্তুক এলাকার দারিদ্র কেন কাটতেছে না, বিশেষ কইরা উনাগো এলাকায় যে ইস্লামি আছর আছে সেইটা কুনোদিন দেক্তে চায় না৷ মুল সমচ্যা না দেইখা উনারা ডাল পালা নিয়া উতসাহি বেশি৷ ওন্য কেউ হইলে পাত্তা দিতাম না কিন্তুক উনারা পরোক্ষভাবে একন সর্কারের নিতিনির্দারনে ভুমিকা রাক্তাচেন
২২| ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৪:২৪
ইউটু বলেছেন: খুউব দুর্বল যুক্তি আর দুর্বল তথ্যসূত্র দিলা শোভন। মৌচাকে ঢিল ছিল রম্য ম্যাগাজিন। সেইখানে ইসলামী জাতীয়তাবাদের প্রসঙ্গ টাইনা লেখার কথা অবান্তর।
২৩| ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৩১
ইউটু বলেছেন: হে যখন বুয়েটে ছিল তখনও ছিল প্রগতিশীল। বুয়েট থিকা পত্রিকা লাইনে আসনের পরও হে যথেষ্ট প্রগতিশীল। মুক্তিযুদ্ধে ভারতের অবদান কোন মানুষের বাচ্চাও অস্বীকার করতে পারবো না। ভারতের সেই ভুমিকারে আমি অন্তর থিকা শ্রদ্ধা করি। আবার ভারত যখন চাইল নিয়া রাজনীতি করে, তখন তার সমালোচনাও করি। আনিসুল হকও সেইরমই করে বৈলা জানি। তুমি কি ভারতেরে অন্ধভাবে পুজা করতে কৈতেছ নাকি! তুমার ভুল হৈতেছে মনে হয়।
২৪| ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৪:২৯
এস.এ.শোভন বলেছেন: যুক্তিটা দুর্বল হইছে কতা সত্য৷ কারন পত্রিকাগুলাও হাতের কাচে নাই, আর দেওনের মত লিঙ্কও নাই৷ আবার আমার এই লেকার বিষয় বষ্তুও আনিচুল হক না৷ তয় উনাদের ওনেকে জাতিয়তাবাদি চেতনায় আক্রান্ত এবং সেইটা ওনেকসময় ভালো সিদ্ধান্ত নেওনের অন্তরায় এইটা কিছুটা আমার পোস্টের লগে যায়৷ নেক্সট টাইমের আনিচুল হকের কলাম যখন পর্বেন, মাথায় রাকবেন লুক্টা ভারত বিদ্বেশি, দেখেন তখন উনার বক্তব্যগুলার মিনিং চেঞ্জ হয় কি না
২৫| ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৩১
এস্কিমো বলেছেন: ঠিকাছে। আনিসুল হককে নিয়া আরেকটু দেখতে হবে।
২৬| ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৩২
সমালোচনাকারী বলেছেন: পুস্তের তত্ব কতা এবসুলুটলি খাটি। শুভনে পয়েন্ত গুলা ঠিকই ধরচে মাগার একসপেলেইন করতারতাছে ঠিকমত। আখেরে এই তত্ব এচলামি ফেনামেনার লগে মিশা যাইবো আইজুদা মনে লয় হেইডা টের পাইচে শোভনে পায় নাই।
২৭| ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৪১
এস.এ.শোভন বলেছেন: একচুয়ালি আনিচুল হকের প্রসংগটা বাদ্দিলে ভালা হয়৷ এইটার দর্কার ছিল না৷ আমি তুলছিলাম কারন উনার লেকায় অন্ধ জাতিয়তাবাদের গন্ধ পাই যখন আমি ইষ্কুলে বইসা যাযাদি/মৌঢিল পর্তাম তখন থিকা৷ প্রগতিশিল ত সাদেক খান আর হের ভাই ব্রেদাররাও৷ ভারতে ভুমিকা স্বিকার অস্বিকার এক জিনিশ, আর অতি জাতিয়তাবাদ আরেক জিনিশ৷ ভারত ত সুবিদা লইবই, সাম্নের বচ্ছর গুলাতে আরো ওনেক বেশি কইরা লইবো৷ তয় জাতিয়তাবাদ দিয়া সেইটা ঠেকানি যাইবো না৷ বরঞ্চ ভারত আরো বেশি কইরা কাইড়া লইবো৷ এনিওয়ে প্রগতিশিল, অপ্রগতিশিল নির্বিশেষে আম্রা ওনেকেই হয়তো দেশপ্রেমে ওন্ধ এবং ওনেক কিচু দেশপ্রেমের চশমা দিয়া দেক্তে চাই৷ সেইটা যে বিপদজনক হইতারে, এবং ভুল ঐটাই কইতে চাই
২৮| ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৪৭
সমালোচনাকারী বলেছেন: শুভন,
দেশপ্রেম (পেট্রিটিজম)আর জাতিয়তাবাদের(নেশনালিজম) মাঝে একটা ফাইন লাইন আচে।
২৯| ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৪৯
ইউটু বলেছেন: "এনিওয়ে প্রগতিশিল, অপ্রগতিশিল নির্বিশেষে আম্রা ওনেকেই হয়তো দেশপ্রেমে ওন্ধ এবং ওনেক কিচু দেশপ্রেমের চশমা দিয়া দেক্তে চাই৷ সেইটা যে বিপদজনক হইতারে, এবং ভুল ঐটাই কইতে চাই"
কথাটারে যদি সত্য বৈলা ধৈরা নিই, তাহলে আমগো ব্লগীয় রাজনীতির অনেককিছুও অসার এবং ভুল বৈলা প্রমাণিত হৈব। খুউব খিয়াল কৈরা।
৩০| ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৫২
এস.এ.শোভন বলেছেন: ইউটু বলেছেন: "এনিওয়ে প্রগতিশিল, অপ্রগতিশিল নির্বিশেষে আম্রা ওনেকেই হয়তো দেশপ্রেমে ওন্ধ এবং ওনেক কিচু দেশপ্রেমের চশমা দিয়া দেক্তে চাই৷ সেইটা যে বিপদজনক হইতারে, এবং ভুল ঐটাই কইতে চাই"
কথাটারে যদি সত্য বৈলা ধৈরা নিই, তাহলে আমগো ব্লগীয় রাজনীতির অনেককিছুও অসার এবং ভুল বৈলা প্রমাণিত হৈব। খুউব খিয়াল কৈরা।
------------------------------------------------------------------------
তা ত ওবশ্যই৷ সেল্ফ টেস্টের লাইগাই লিক্লাম৷ যেকুনো এগ্দিকে হেইলা পড়ার আগে চার্দিক দেইখা লওন ভাল৷ আইজকার বিপ্লবি কাইল্কার সৈরাচার হইতে কতক্ষন
৩১| ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৫৫
ইউটু বলেছেন: সেইটাই!
৩২| ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৪৫
যীশূ বলেছেন: স্বার্থপর কথাবার্তা। বাতিল।
৩৩| ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৫৬
সাইফুল ইসলাম" বলেছেন: স্বার্থপর কথাবার্তা। বাতিল।
৩৪| ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৩৫
বিবর্তনবাদী বলেছেন:
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানি সে যে কেবল (এবং কেবল মাত্র) আমারই জন্মভূমি।
৩৫| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০২
রাশেদ বলেছেন: টেস্ট!
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০০৮ রাত ২:২৩
নাজিরুল হক বলেছেন: ঘটনা কি?