![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মুখোশের অতলের কথা
লিখে লিখে আর কাটা কুটি করে
মানে বোঝবার অভিধান খুঁজি।
যদি পারতাম, কাজলেতে লেখা
সাদা পরিণতি আলগোছে ভুলে
কামনায় পুড়ে চিতা সাজাতুম।
আসলে হাত টা ধরবার লোভে
যে সিদ্ধান্তরা আমাকে তাড়ায়,
আমি তাদের ব্রাত্য ভেবেছি।
আর আশা করি ভুলে ফেরবার।
Saurav Goswami
©somewhere in net ltd.