নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়েদ০৯

যে যাই বলুক, তাতে অামার মাথা ব্যাথা নেই।

সৈয়দ ছায়েদ অাহমদ

অামি একজন সাধারন পাবিলক মানে ধুম পাবলিক!!

সৈয়দ ছায়েদ অাহমদ › বিস্তারিত পোস্টঃ

‘বউ-শ্যালিকাদের নিয়ে হাতিরঝিলে আসুন’

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

নিজস্ব প্রতিবেদক

নতুন বার্তা ডটকম



ঢাকা: সদ্য উদ্বোধন করা হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্প এলাকায় বউ-শ্যালিকা বা বান্ধবীদের নিয়ে ফুসকা খেতে আসার নিমন্ত্রণ জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান।



বুধবার বঙ্গবন্ধু আুন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপস্থিত সবাইকে এই আমন্ত্রণ জানান তিনি।



কাব্যিক ভাষায় মান্নান খান বলেন, “হাতিরঝিলে টলমল জলে, আর পাক-পাখালির কুজনে চলুন একটুখানি ঘুরে আসি। ঢাকার যান্ত্রিক জীবন থেকে একটুখানি প্রশান্তি পেতে কেউ ছেলে মেয়েকে নিয়ে, কেউ বা ভাবিদের নিয়ে, কেউ শ্যালিকা-বান্ধবীদের নিয়ে একটু প্রাণ খুলে ঘুরে যাবেন এই মনোরম পরিবেশে।”



তিনি বলেন, “এখন অনেকেই এখানে বেড়াতে আসবেন প্রাণখুলে একটু নিঃশ্বাস নিতে, ঝিলের স্বচ্ছ জলে বক দেখতে।”



প্রতিমন্ত্রী বলেন, “সরকার হাতিরঝিল প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ঢাকাবাসীর জন্য একটি বিনোদন কেন্দ্র সৃষ্টি করল। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে সরকারের অনেক কষ্ট হয়েছে। আপনাদের বা আমাদের অনেকেরই অতি আপন লোকের জমি এই প্রকল্পের মধ্যে পড়ে যায়। কিন্তু আমাদের কিছুই করার ছিল না। কারণ জাতীয় স্বার্থে বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করতে গেলে মাঝে মাঝে মানুষের মনে ব্যথা দিতে হয়।”



নতুন বার্তা/এএইচআর/আরকে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.