নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়েদ০৯

যে যাই বলুক, তাতে অামার মাথা ব্যাথা নেই।

সৈয়দ ছায়েদ অাহমদ

অামি একজন সাধারন পাবিলক মানে ধুম পাবলিক!!

সৈয়দ ছায়েদ অাহমদ › বিস্তারিত পোস্টঃ

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুদকের তদন্তে দুদক না বিশ্বব্যাংক কার কথা সঠিক

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

আজ দেশের সব পত্রিকায় দেখলাম পদ্মা সেতু ব্যাপারে দূনীতি দমন কমিশনের কাজে বিশ্ব ব্যাংক সন্ত্তষ্ট। তাছাড়া আমি নিজেও গত রাতে বিভিন্ন টিভি চ্যানেলে খবর দেখেছি এবং শুনেছি কমিশনের এক কমিশনার বলেছেন এ বিষয়ে তাদের কাজে বিশ্ব ব্যাংক সন্ত্তষ্ট।



অতচ আজ একটি অন লাইন গণমাধ্যমে দেখলাম পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুদকের তদন্তে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল অসন্তুষ্ট।



যা পড়ূন



নিজস্ব প্রতিবেদক

নতুন বার্তা ডটকম

ঢাকা: বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন জানিয়েছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুদকের তদন্তে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল অসন্তুষ্ট। পদ্মা সেতু প্রসঙ্গে দুদকের তদন্ত প্রতিবেদন নিয়ে করা মন্তব্য বিশেষজ্ঞ প্যানেলের, বিশ্বব্যাংকের নয়।



মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে রাজধানীর বাস নেটওয়ার্ক ও নিয়ন্ত্রক সংস্থার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন-বিষয়ক এক সেমিনার শেষে গোল্ডস্টেইন সাংবাদিকদের এ কথা বলেন।



বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে বিশ্বব্যাংক তাদের নিজস্ব অবস্থান ব্যাখ্যা করবে বলেও জানান তিনি।





বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, “গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে, তা বিশেষজ্ঞ দলের বক্তব্য। ওই দলটি পুরোপুরি স্বাধীন। এ মুহূর্তে বিশেষজ্ঞ দলের বক্তব্য জানার জন্য অপেক্ষা করছে বিশ্বব্যাংক। সে বক্তব্য জানার পরই আমরা সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”



উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা তদন্ত নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল-দুদক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন সোমবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এ কথা জানান। তবে মঙ্গলবার কয়েকটি গণমাধ্যমে দুদক কমিশনারের এই বক্তব্যকে বিভ্রান্তিকর হিসেবে প্রকাশ করে। বলা হয়, বিশেজ্ঞ প্যানেলের দেয়া চিঠিতে অসন্তুষ্টির কথা তুলে ধরা হয়েছে।



এদিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে তৈরি হওয়া সব অনিশ্চয়তা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কেটে যাবে।”



যোগাযোগমন্ত্রী বলেন, “বিশ্বব্যাংক কী ভাবছে, সেটি বিশ্বব্যাংকের প্রতিনিধি বলবেন।”



নতুন বার্তা/বিজে/জবা



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

আলমগীর_কবির বলেছেন: যোগাযোগ মন্ত্রী হবে কি হবে না সেই অনিশ্চয়তা কেটে যাবে। হবেই ঊনি সেটা বলেননি। নিচের লিংকে ক্লিক করুন এবং পড়তে থাকুন, =>
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.