নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাঃ সাঈদ এনাম

এমবিবিএস ( ডিএমসি কে- ৫২) এম ফিল (সাইকিয়াট্রি) সাইকিয়াট্রিস্ট ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দক্ষিণ সুরমা, সিলেট

ডাঃ সাঈদ এনাম › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারদের লেখা কেন খারাপ

০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২



অফিস চেম্বার বাসা আড্ডা এসবের ফাঁকে একটু সময় পেলে চিকিৎসা বিষয়ক বিভিন্ন জার্নালে চোখ বুলাই,টুকটাক লিখি। ইদানিং কয়েকটি পত্রিকায় লেখা যায়। জানিনা পাঠক কি বলে।

প্রতি শুক্রবার সবার বন্ধ হলেও ডাক্তারদের ব্যস্ততা থাকে সারা সপ্তাহের চেয়েও বেশি। আমার আবার তা থাকে সবার থেকে কিঞ্চিত বেশি কারন প্রতি শুক্রবার পত্রিকায় লেখা দেবার জন্যে পত্রিকার সম্পাদকের সাহেবেদের একটা তাড়া থাকে।

আজ এক ফাঁকে মিনিট পাঁচেক সময় বের করে একটা আর্টিকেল ড্রাফট করছি, আমার মেয়েটি ব্যাগ থেকে রাইটিং প্যাড বের করতে যেয়ে সেটা দেখলো। তারপর ভ্রু কুচকিয়ে বললো,

“আব্বু তোমার হাতের লেখা এতো খারাপ। কিচ্ছু বুঝা যায়না। তোমাকে প্লে গ্রুপে ঠিকমতো অক্ষর গুলো শিখিয়ে দেওয়া হয়নি? একটা লাইন ওতো পড়া যাচ্ছেনা..,কি লিখেছো…!”

আসলে কেনো এমন হয়…?

ডাক্তার দের পড়াশুনার প্রথম বর্ষ থেকে এতো এতো পড়তে হয়, লেখতে হয় যে, তার লেখার খাতা গুলো কেউ কালেকশন করে রাখতে গেলে রীতিমত একটা লাইব্রেরির প্রয়োজন পড়বে।

আর তাই মেডিকেল স্টুডেন্ট দের লিখতে লিখতে লেখার স্পীড এতো বেড়ে যায় যে, এর মর্ম উদ্ধার অনেক সময় ডাক্তার আর ফার্মাসিস্ট ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব হয়না।

মেডিকেল স্টুডেন্ট লাইফে আমার এক সহপাঠিনী সামনে বোর্ডের দিকে তাকিয়ে, কিংবা স্যার ম্যাডাম দের মুখের দিকে তাকিয়ে থেকে থেকে তাদের কথা বার্তা, লেকচার গুলো অনায়াসে এতো দ্রুত লিখে যেতে পারতো যে , তা দেখে আমি মাঝেমধ্যে অবাক হয়ে যেতাম।

এ যেনো একটা কম্পিউটার….!

শুনে শুনে চোখ বুঝে নিখুঁত ভাবে লিখে যাওয়া কেবল মেডিকেল স্টুডেন্ট দের পক্ষেই সম্ভব।

আসলে দ্রুত লেখার জন্যেই লেখা অনেক সময় কঠিন হয়। এটা পৃথিবীর প্রায় সকল দেশের ডাক্তার দের জন্যে প্রযোজ্য ।

লেখক,ডা. মো. সাঈদ এনাম
সাইকিয়াট্রিস্ট, (ডি এম সি, কে-৫২)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.