নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

গরল

জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক

গরল › বিস্তারিত পোস্টঃ

Virtual Reality (VR) বনাম Augmented Reality (AR), দ্বিধা-দ্বন্দের অবসান করুন, মজা নিন

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০




ভিআর ও এআর নিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যায় যে কোনটা আসলে কি, বা দুইটাই কি এক জিনিষ কিনা। বিশেষ করে কোন ডিভাইস যেমন ভিআর গ্লাস কেনার সময় সমস্যায় পড়ে যান যে এটা এআর সাপোর্ট করবে কিনা। যদিও দুইটার কোনটাই নতুন কিছু না তারপরেও অনেকের কাছে জিনিষটা দূর্বোধ্য। আসলে ভার্চুয়াল রিয়েলিটি সবাই বুঝি যেটা আসলে ৩ডি প্রযুক্তির মাধ্যমে কোন কিছুর বা চারপাশের অবস্থার প্রতিরুপ তৈরী করে জিনিষটা আরো ভালো ভাবে উপলব্ধি করতে সাহায্য করে। আর ভিআর গ্লাস ব্যাবহার করে দৃশ্যটাকে ৩৬০ ডিগ্রীতে দৃশ্যামান করা হয় যাতে নিজেকে প্রকৃতভাবেই এর ভেতরে মনে হয় বা দৃশ্যটা আসল বলে প্রতিয়মান হয়।

আর অগমেন্টেড রিয়েলিটিতে ক্যামেরা ধারণকৃত দৃশ্যকে আরও বিশদভাবে উপলব্ধির জন্য এর মধ্যেই কিছু গ্রাফিক্স যুক্ত করা হয়। সেটা কোন অক্ষর দ্বারা লিকিত কোন বাক্য, চিহ্ন বা কোন বস্তুর ৩ডি প্রতিচ্ছবিও হতে পারে এবং সেটা প্রকৃত সময়ে ধারণ করে মনিটরে প্রদর্শনের পূর্বেই করা হয় যাতে জিনিষটা আসল বলেই মনে হয়। এটা যে শুধু মজা করা বা পাওয়ার জন্যই করা হয় তা না, এর অনেক কার্য্যকরী ব্যাবহারও আছে। যেমন নতুন যায়গায় যেয়ে মোবাইল এর ক্যামেরা অন করে চারদিকে ঘুরাতে থাকলেন, সে চিহ্ন দিয়ে দেখাবে কোথায় বাস স্টপ, কোথায় রেস্টুরেন্ট, কোথায় ব্রিজ বা ফুটওভার ইত্যাদি। নিচের ছবিগুলো দেখলেই এর ব্যাভার বুঝে যাবেন।




আপনার ঘরে নতুন টেবিল বসালে কেমন দেখাবে সেটা আগে থেকেই যাচাই করে নিতে পারবেন।


যণ্ত্র দেখে বুঝছেন না কোনটা কি, এআর এর সাহায্য নিন।


নিজের মত করে কিছু ডিজাইন করে দেখতে পারেন মানাবে কিনা।

অগমেন্টেড রিয়েলিটির জন্য বেশ কিছু অ্যাপস আছে অ্যান্ড্রয়েড ও আইওএস এর জন্য, যেমন একটা হল Layar (LR), অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিজেই ব্যাবহার করে দেখতে পারেন।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২০

রিফাত হোসেন বলেছেন: +

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

গরল বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

২| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: আমার নাইকন ক্যামেরাতেও আছে (VR), (AR)।
ধন্যবাদ আপনাকে বিষয়টি সুন্দর করে প্রকাশ করার জন্য।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

গরল বলেছেন: অসাধারণ, আপনি যুগের চেয়েও এগিয়ে।

৩| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ।
আমার নিজের ও হালকা ডাউট ছিল এই দুই রিয়েলিটি নিয়ে।

০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০২

গরল বলেছেন: ভালো থাকবেন, শুভকামনা রইল।

৪| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১

রাকু হাসান বলেছেন: তুলনামূলক আলোচনা ভাল লাগলো +++ । শেষে ভিডিও যোগ করে বিষয়টা ভাল ভাবে বুঝতে সহায়তা করেছেন ।

০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০২

গরল বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।

৫| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


কম্প্যুটিং'এ এত বেশী উন্নয়ন হচ্ছে যে, সাধারণ মানুষের পক্ষে সব টার্মিনোলোজী অনুসরণ করা কঠিন হয়ে যাচ্ছে।

০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৬

গরল বলেছেন: মেডিক্যাল টেকনোলজী, কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল, মেকানিক্যাল টেকনোলজীও অনেক উন্নত হয়েছে কিন্তু সেসব মানুষ সরাসরি ব্যাবহার করে না তাই ওগুলো সম্বন্ধে জানেও না। কম্পিউটিং ও ইলেক্ট্রনিক্স টেকনোলজীগুলো সরাসরি মানুষ ব্যাবহার করছে তাই নামগুলো অন্তত জানে।

৬| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৯

নিশি মানব বলেছেন: প্রশ্নটা অনেক দিন ধরে মাথায় ঘুর ঘুর করছিলো। আপনার কাছে উত্তর পেলাম এবং ক্লিয়ার হলাম।।।
ধন্যাবাদ সঙ্গে প্লাস।

০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৭

গরল বলেছেন: উপকৃত হয়েছেন জেনে অসম্ভব ভাল লাগলো, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.