![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মতো যোগ্যতা এখনও অর্জন করিনি, চলছি সেই গন্তব্যের পথে, অজানা সেই গন্তব্য, এবং সেই গন্তব্যে পৌঁছার জন্যে আমার বিরামহীন প্রয়াস এবং সেখানটাতেই আমার আনন্দ।
হরতাল গুজরাটি শব্দ।
‘হর’ অর্থ প্রত্যেক। ‘তাল’ অর্থ তালা। অর্থাৎ প্রতি দরজায় তালা।
ভারত উপমহাদেশে মোহনদাস করমচাঁদ গান্ধী, বৃটিশদের রাউলাট আইন বাতিল করার জন্য, তার প্রতিবাদে যে পদ্ধতি অবলম্বন করে, তার নাম দেয়া হয় #হরতাল। এই হরতাল পালিত হওয়ার কথা ছিল ১৯১৮ সালের ৩০শে মার্চ।
পরে এই তারিখ পিছিয়ে ৬ই এপ্রিল করা হয়। ফলে কোন স্থানে ৩০শে মার্চ আবার কোন স্থানে ৬ই এপ্রিল সর্ব প্রথম হরতাল পালিত হয়।
------------------------------------
বলাবাহুল্য হরতাল গুজরাটি শব্দ।
মোহনদাস করমচাঁদ গান্ধী সে দাবী আদায়ের পদ্ধতির নামকরণ করে হরতাল।হরতাল ছিল স্বতঃস্ফূর্ত, জনগণের অংশগ্রহণমূলক। কিন্তু সময়ের বিবর্তনে হরতাল এখন নৈরাজ্যের প্রতিশব্দে পরিণত হয়েছে এবং অন্য কথায় বলতে পারি এটি এখন শক্তি প্রদর্শনের মহড়ার নাম।
গণতান্তিক যাত্রা শুরু হওয়ার পর ১৯৯১ সাল থেকে ২০১৩ পর্যন্ত প্রতিবছর গড়ে ৪৬ দিন হরতাল হয়েছে। সব মিলিয়ে গত ২২ বছরে হরতাল হয়েছে এক হাজার ১২ দিন। আঞ্চলিক হরতাল হিসেবে আনলে এর সংখ্যা আরও বেড়ে যাবে।
এফবিসিসিআই-এর হিসাবে, এক দিনের হরতালে দেশের ক্ষতি হয় এক হাজার ৬০০ কোটি টাকা। এই হিসেবে হরতালে এক বছরে ক্ষতি হয় ৬৪ হাজার কোটি টাকা।
এবং এভাবে চলতে থাকলে সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে দাড়াবে সেটা সহজেই অনুমেয়।
সূত্তঃইন্টারনেট
২| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
রাইতের কইতর বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
প্রভাষ প্রদৌত বলেছেন: এখন হইল কলিকাল
গোলাপী দেয় হরতাল
নয় তো সে হরতাল
আসলে তা ভয়তাল ।
নেত্রী মোদের পাকিস্তানী
মাথায় তার শয়তানী ।
নেত্রী মোদের আপোষহীন
মানুষ মারে প্রতিদিন ।
নেত্রী মোদের এইটপাশ
করছে দেশের সর্বনাশ ।