![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মতো যোগ্যতা এখনও অর্জন করিনি, চলছি সেই গন্তব্যের পথে, অজানা সেই গন্তব্য, এবং সেই গন্তব্যে পৌঁছার জন্যে আমার বিরামহীন প্রয়াস এবং সেখানটাতেই আমার আনন্দ।
সংক্ষিপ্ত পরিচিতিঃ
ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে অধিকতর গুরত্বপূন অপরাধ যেমন- গণহত্যা,মানবতা বিরোধী অপরাধ,যুদ্ব অপরাধ প্রতিকারের জন্য মুলতঃ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোট(আইসিসি) এর উৎপত্তি ঘটে।
চিত্তঃ আইসিসির অফিশিয়াল লগো
নেদারল্যান্ডের হেগ শহরে রোম স্ট্যাটুট এর দ্বারা ২০০২ সালের ১লা জুলাই এটি প্রতিষ্ঠিত হয়।
চিত্তঃ হেগ শহরে অবস্থিত আইসিসির মেইন বিল্ডিং
আরবি,চাইনিজ,ইংরেজী,ফ্রেন্স,রাশিয়ান,স্প্যানিশ হল আইসিসির অফিশিয়াল ল্যাংগুয়েজ।
ন্যাশনাল কোট যখন এই জাতীয় অপরাধের তদন্ত এবং সুষ্ঠু বিচার করতে ব্যথ হবে তখন আইসিসি এর জুরিডিকশনের মধ্যে আওতাভুক্ত রাষট্রগুলোর বিচার এই কোটে করা হবে।
উল্ল্যেখ্য আইসিসির অন্তভুক্ত ১২২টি রাষ্ট্র রয়েছে।
দক্ষিণ কোরিয়ান বংশোদ্ভূত ‘সং স্যাং হিউন’ আইসিসির সেকেন্ড প্রসিডেন্ট হিসেবে ২০০৯ সালের মাচে দায়িত্ব গ্রহণ করেন।
‘ফাটুয়া বেনসুধা’ আইসিসির চিফ প্রসিকিউটর।
ক্রিমিনাল ল’তে জাতীয় এবং আন্তজাতিকভাবে অবদান রাখার জন্য ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের কাছ থেকে ২০০৯ সালে তিনি ইন্টারন্যাশনাল জুরিস্ট এওয়াড এবং ২০১১ সালে ওয়াশিংটন ইউনিভাসিটি এর অধীনে ওয়াল্ড পিস এবং রুল অফ ল’তে বিশেষ অবদানের স্বীকতির জন্য এওয়াডে ভূষিত হন।এখানেই শেষ নয়,টাইম ম্যাগাজিনের ১০০ক্ষমতাবান ব্যক্তির তালিকায় নিজের জায়গা করে নেন এবং আফ্রিকান ম্যাগাজিনের তালিকায় ৪র্থ স্থান অধিকার করে নেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩
রাইতের কইতর বলেছেন: দেরিতে রিপ্লাই দেয়ার জন্য দুঃখিত।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
লোডশেডিং বলেছেন: সুন্দর তথ্য মূলক পোস্ট। জেনে ভালো লাগলো।