নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। আমি তলিয়ে যাচ্ছি ক্রমশ:
আমি তলিয়ে যাচ্ছি ক্রমশ:
জীবন সাগরে সাঁতরাতে সাঁতরাতে
আজ বড় ক্লান্ত
তাই সৈকতে ফেরার আশা ছেড়ে দিয়ে
ক্রমাগত তলিয়ে যাচ্ছি।
অথই সাগরের কিনারায় দাঁড়িয়ে
কেউ কেউ লাগামহীন বলে যাচ্ছে
গেল গেল ডুবে গেল
মহীন ও তার সাতশ ঘোড়া ডুবে গেল
যে মহীন সারাজীবন সাতশ ঘোড়ার
তৃণ খর যোগাতে ব্যস্ত ছিল সে মহীন আজ
অল্পতেই ডুবে গেল।
চৌদিকে হাসির ফোয়ারা
আমি তলিয়ে যাচ্ছি গভীরে
মনুষ্য সাগরে শত মানুষের ভীরে
কেবা কাকে মনে রাখে
এক মহীন ডুবলে শত শত মহীন
সাগরের তল ফুঁড়ে তেড়ে আসবে
দিব্যি সাঁতরে পার হবে অথই জল।
তাই ডুবছি তো ডুবছি
তোমরা যারা সাক্ষ্যি থাকলে
নতুনদের পেয়ে জানি একদিন ভুলে যাবে
তবে মনে রেখ
সাতশ ঘোড়া কিন্তু রয়েই গেল!
২। এরপর আর নয়
বাতাসে কান পাতলে কার পদধ্বনি শোনা যায়
আকাশে চোখ মেললে কার চোখে চোখ পড়ে যায়
আমি বিষম ধাক্কা খেয়ে চোখ নামিয়ে ফেলি
কান বন্ধ করি দু' তর্জনিতে
যারে দেখতে চাই না শুনতে চাই না বলে
গত রাত্রিতে গোটা কয়েকবার শপথ করলাম
সেই দুটি চোখ সন্মুখে এসে যাচ্ছে আচানক।
হুশিয়ার করে দিচ্ছি
গুটিয়ে ফেল তোমার ত্রিসীমানা
আমি আর তোমার আঁচলের ছায়াটি পর্যন্ত
দেখতে চাই না
আমার আকাশ বাতাস থাক পরিশুদ্ধ
নি:শ্বাসে যেন তোমার বিষের ছোঁয়া না থাকে
তুমি যাও তোমার পথে
আমাকে আমার মত থাকতে দাও
খেতে দাও, ঘুমাতে দাও।
আমার মস্তিস্কের করোটি খুলতে দাও
একান্ত আমার মত করে
আমি যন্ত্রপাতি সব সঠিকভাবে
পুর্নস্থাপন করে নিবো
পুর্নবিন্যাস করে নিবো কামকলার
তৃতীয় অধ্যায়।
এখানে থাকবে শুধু বাস্তবতার অনঢ় সূর্য
যে সূর্য আলোকিত করবে আমাকে
আমার পৃথিবী ও পারিপার্শ্বিকতাকে
আমি অবাঞ্ছিত কোন বস্তকে
আমার জ্যোর্তিবলয়ে ঘুরতে দিতে চাই না
যা শুধুমাত্র ক্ষতির কারণ হয়ে দ্বারায়
পার্থিবতার দেয়ালে
নিযুত আঘাত দিয়ে ক্ষতিগ্রস্থ করা বস্তুকে
আমার সূর্যবলয়ে দেখতে চাই না।
এখনি চলে যা অধর্মের দেবী
নইলে শাপ-শাপান্ত করে
তোকে জনমভর চিতায় পোড়াবো
চন্দন নয় সেগুনই হবে তোর চিতার
চিরদাহ্য পদার্থ।
যে চিতার আগুন চির প্রজ্জ্বলিত থাকবে।
এরপর কখনো ভাববো না
তুই কখনো ছিলি
আমার একান্ত আপনজন
দিন ও রাতের এক বাধ্যগত ধ্যান।
৩। মুষ্ঠি ভিক্ষা
তুমি নিরন্নকে মুষ্ঠি ভিক্ষা দিয়ে
আমাকে যৎসামান্যটি দিলে না
পরান্মুখ করে রেখে গেলে
আমি শান্তি স্বরূপ তোমার বাড়ির
মূলফটকে দিনভর বসে আছি।
লাজ শরমের বালাই আজ উবে গেছে
ধোপ দুরস্ত ভিক্ষুকের মত ছালা বিছিয়ে বসে আছি
চৌদিকে কথার খই ফুটেছে
কথাগুলো কর্পূরের মত উবে যেতে হলে
তোমাকে একবার মুষ্ঠি ভরে আসতে হবে
নয়ত অপবাদের কালো ছাতা
মাথায় নিয়ে ঘুরতে হবে জনমভর।
তুমি না আসা পর্যন্ত আমি
এখানেই আমরণ অনশনে থাকবো
তখন মুষ্ঠি কেন
আস্ত ধানের গোলাতেও কুলোবে না।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১
সায়েম মুন বলেছেন: দেখি কতক্ষণ সাঁতরানো যায়। সময় মত লাইফ জ্যাকেট ফিট করে নিবোক্ষণ
২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮
রাতুল_শাহ বলেছেন: ++++++
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রাতুল। শুভকামনা।
৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২
shfikul বলেছেন: সব গুলোই ভালো লেগেছে।তবে মুষ্ঠি ভিক্ষা একটু বেশী ভালো লেগেছে।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার ভাললাগা জেনে অনেক ভাল লাগলো। ভাল থাকুন।
৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: ২য় টা বেশি ভাল লাগলো..আমাকে নিয়ে লেখা কবিতাটি মনে হয়...ধন্যবাদ
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২
সায়েম মুন বলেছেন: হ্যা কবি! আপনার কষ্ট উপলব্ধি করেই তো কোবতেটা লিখলাম।
৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
রেজোওয়ানা বলেছেন: তলিয়ে যাচ্ছো!! '
কি সর্বনাশ!!!
লাইফ জ্যাকেট নাই????
ঈশ ঠিক এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম আপু বলে ফেলেছে
+++++++++
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৯
সায়েম মুন বলেছেন: আপনাদের জ্বালায় এখন তো দেখি ডুবতেও পারছি না। আবারও সাঁতার কাটা শুরু করবো কিনা চিন্তাইতেছি।
৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:১০
শায়েরী বলেছেন: 2nd ta valo laglo
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শায়েরী। শুভরাত্রি।
৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২
শান্তা273 বলেছেন: ভালো লাগলো।
+++++
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শান্তা। শুভকামনা সব সময়। শুভরাত্রি।
৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০
আরজু পনি বলেছেন:
বাহবা, দারুণ লাগলো তো! তবে সায়েম মুন তো হতাশার কবি নয়!!! আজ কেন এতো হতাশা!!!
২ নম্বরটা অনেক বেশি ভালো লাগলো।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০
সায়েম মুন বলেছেন: আরে নাহ! এসব আর হতাশা কৈ। মাদকতা। সিগারেট খেতে খেতে ল্যাখছি।
আপনার ভাললাগা জেনে অনেক ভাল লাগলো। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।
৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
মাক্স বলেছেন: ভালো লাগলো!
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাক্স। শুভসকাল।
১০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:২৯
নিশীপাখি বলেছেন: সুন্দর হয়েছে....
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৬
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ নিশীপাখি। শুভসকাল।
১১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৩
অন্ধকার রাজপুত্র বলেছেন: ভাল লিখেছেন, তবে মুষ্টি ভিক্ষাটা আমার বেশ ভালো লেগেছ।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৬
সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা জেনে অনেক ভাল লাগলো। শুভসকাল।
১২| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪০
ফয়সাল হুদা বলেছেন:
মাদকতার কবিতা কিংবা কবিতার মাদকতা
যাই হোক,সব মিলিয়ে দারুণ----(+)
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮
সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি। শুভরাত্রি।
১৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫
সরলতা বলেছেন: সবগুলো-ই একটু কঠিন। দুই নংটা আমার খুব ভাল লেগেছে। ছবিটা কিসের শিশু কবি? বাঁশপাতা?
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
সায়েম মুন বলেছেন: এর চাইতে সহজ রীতির কোবতে কেউ লিখে কিনা সন্দেহ আছে
ভাললাগা জেনে ভাল লাগলো। সেই সাথে অনেক অনেক দিন পর হঠাৎ উদয় ভাল লাগলো। আশা রাখি ভাল আছেন। ভাল থাকুন সরলতা।
ছবিটা বাঁশপাতা।
১৪| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চৌদিক।
কামকলার তৃতীয় অধ্যায়।
হাহাকার আর আর্তনাদ মিলেমিশে একাকার।
নাইস কবি।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকুন সব সময়। শুভরাত্রি।
১৫| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১
সোনালী ডানার চিল বলেছেন:
এরপর কখনো ভাববো না
তুই কখনো ছিলি
আমার একান্ত আপনজন
দিন ও রাতের এক বাধ্যগত ধ্যান।
এরকম অভিব্যক্তি কবিতাকে সমৃদ্ধ করে।
ভালোলাগা জানালাম।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সোনালী ডানা। শুভরাত্রি।
১৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২
মুনসী১৬১২ বলেছেন: চমৎকার
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভরাত্রি।
১৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২
ফ্রাস্ট্রেটেড বলেছেন: সিগারেট খাইতে খাইতে লিখসেন ??? সিগারেট খাইতে খাইতে একজন ট্রু সিগারেট লাভার কখনো মিথ্যা বলতে পারে না
ভাল লাগলো সবকটিই... অনেক
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
সায়েম মুন বলেছেন: যাক আপনি বাঁচালেন মোরে
থ্যাঙ্কস ফ্রা....। শুভরাত্রি।
১৮| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৩
জাকারিয়া মুবিন বলেছেন:
২য় টা ভাল্লাগছে।
আপনার নিজস্ব এলবামের ছবিগুলো সুন্দর
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ জাকারিয়া। শুভদুপুর।
১৯| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কবি.......এত সিগারেট কেন খান.....?
সেটাকি আপনার বিলাসিতা?
নাকি কবিতা লেখার চালিকা শক্তি
জানতে মুনচায়
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮
সায়েম মুন বলেছেন: জীবনের চালিকা শক্তি নিয়ে প্রশ্ন করতে পারলেন। হাওয়া খেয়েই তো বেঁচেবর্তে আছি কবি। সেই সাথে দু'কলম অং বং কাকের ঠ্যাঙ ল্যাখতেছি।
২০| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১২
হাসান মাহবুব বলেছেন: তীব্র অনুভূতির প্রকাশ কবিতায়। ভালো লাগলো। একটু পরিবর্তন পেলাম প্রকাশভঙ্গীতে। এইটা ভালো দিক।
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
সায়েম মুন বলেছেন: থেঙকু পরাবাস্তব গল্প রাইটার। মাঝে মাঝে কোবতে নিজেই একটু চেঞ্জ হয়। কিন্তু একটা ধারার বাইরে যাওয়া যাচ্ছে না। এইদিকটাতে এখনও আদি দুর্বলতা রয়েই গেল।
২১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮
জুন বলেছেন: যাক সিগারেট খেতে খেতে লিখেছো শুনে একটু নিশ্চিন্ত হোলাম
নাহলে মনে হতো হতাশ মুন
তবে কবিতা ভালোলাগলো
+
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫
সায়েম মুন বলেছেন: না না আপু। আমাকে এত হতাশাগ্রস্থ মনে করবেন না যেন
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
২২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কবি..আবার কবে যে হরতাল হয়..হরতাল ছাড়া জীবনটা পানসে মনে হয়
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৩
সায়েম মুন বলেছেন:
হরতাল আর চাই না কবি
আর রসাতলে যেতে চাই না
মুটে মজুর যারা
পেটে ভাতে বাঁচে তারা
তাদের অন্ন চাই
চাই শ্রম
হরতাল
দেশ ও দশের
কেড়ে খায় ঘুম।
২৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: +++
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম। শুভরাত্রি।
২৪| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৪
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা বেবিভাইয়া!
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বিউটি আপি। ভাল থেকো। আনন্দে থেকো।
২৫| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৯
শাহেদ খান বলেছেন:
তবে মনে রেখ
সাতশ ঘোড়া কিন্তু রয়েই গেল!
সুগভীর ! +++
প্রথমটার রেশ ধরে রাখতেই বাকিগুলো এখন পড়ছি না। পরে এসে পড়ে আবার জানাবো ! শুভকামনা, সায়েম ভাই।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শাহেদ। আপনার পুনরাগমনের প্রত্যাশায় রইলাম। শুভকামনা সব সময়।
২৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
বোকামন বলেছেন:
এখানে থাকবে শুধু বাস্তবতার অনঢ় সূর্য
যে সূর্য আলোকিত করবে আমাকে
আমার পৃথিবী ও পারিপার্শ্বিকতাকে
+++
আচানক ভালোলাগা
ধন্যবাদ কবি ....
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বোকামন। আমার ব্লগে স্বাগতম। আন্তরিক শুভকামনা রইলো।
২৭| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কবিতা ভালো লেগেছে ...... শুভ কামনা....
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা রইলো।
২৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪
রিমঝিম বর্ষা বলেছেন:
একটা ভাবগম্ভীর ভাব নিয়া কমেন্ট করতে যাচ্ছিলাম। রেজওয়ানা আপার কথায় ফিক করে হাইসা দিলাম। সাথে মন্তব্যটাও হারায় ফেললাম।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:১১
সায়েম মুন বলেছেন: তোমার কমেন্টও দেখি ডুবে গেল। পরে আসলে সেইরাম ভাব নিয়া একটা কমেন্ট দিয়ো।
২৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই...
সবকটা ভালো লেগেছে আমার... চমৎকার হয়েছে লিখাগুলো...
শুভকামনা....
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভরাত্রি।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭
রেজোওয়ানা বলেছেন: তলিয়ে যাচ্ছো!! '
কি সর্বনাশ!!!
লাইফ জ্যাকেট নাই????