নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। উচ্চ শির
দেখতে দেখতে দুদিন কেটে গেল
ধোয়াশায় দরজা জানালা আবদ্ধ
অন্ধকারে দাঁড়িয়ে বিচ্ছিন্ন দশটি হাত
দশ দিকে খুঁজে পালানোর পথ।
আলো নেই বেঁচে থাকার বাতাস
----------------ক্রম:সংকুচিত
বেঁচে থাকে আশা বেঁচে আছে স্বপ্ন
----------------স্বপ্নীল পৃথিবী।
কারো কারো দুখী মায়ের মুখ
কারো বা আদরের সন্তান
কারো অতি প্রিয় কোন মুখ
হাত ছানি দিয়ে ডেকে যায়।
বেঁচে থাকার রসদ ক্রম:সংক্রমিত
বুকের স্বপ্ন মুখে এসে প্রস্ফুটিত
লেপ্টে যায় দেয়ালে কার্নিশে
প্রতিটি স্তম্ভে প্রতিটি সিরিতে।
সভ্যতাকে এগিয়ে নিতে হবে
সংগ্রামী সাধারণ জনতা
হাতে তুলে নেয় মশাল
সাবল খুন্তি কাটার হাতুরি।
মানবিকতা কাঁদে হামাগুড়ি দেয়
উঠে পড়ে ঝটকায় কাজে লাগে
উদ্ধার করে আগামী আশা স্বপ্ন
কিছুবা মোচড়ানো বিকৃত দু:স্বপ্ন।
রক্তপিয়াসী বাদুরেরা কোন্দলে লিপ্ত
কাজের মাঝে অকাজের কথা
কথার মাঝে দুর্মূর্খ বাক্যব্যয়
মাসির আদরে পিশাচ বিভূঁইয়ে পালায়।
একনিষ্ঠ উজ্জীবিত সাধারণ জনতা
তোমরাই প্রকৃত সভ্যতা রক্ষক
তোমরাই প্রকৃত মানবিকতা রক্ষক
তোমাদেরকে জানাই স্যালুট
তোমাদের দোসর একান্ত সহমর্মী
সাহায্যকারীরাও যথার্থ স্যালুট প্রাপ্য।
পিশাচ আর বাদুর সমাজের জন্য
দেয়াল ভেদ করে বের হওয়া
বোনটির রক্তাক্ত পায়ের লাথি
খাঁটি দেশপ্রেমিক এইসব
ভাই বোনদের জন্য রইলো
আমার আত্মার এক টুকরা উপহার।
তোমাদের মত পরিশ্রমী ও বলিষ্ঠ হাত
আরও দীর্ঘতর হোক
কেটে যাক ঘোর অমানিশা তীর
তোমাদের হাত ধরে বাংলাদেশ হোক
বিশ্ব মানচিত্রে উন্নত শির।
২। হায়রে আমার বাংলাদেশ
এই দেশটা আর আমার দেশ মনে হয় না
মনে হয় জন্তু জানোয়ারের দেশ হায়েনার দেশ
রক্তচোষা বাদুরের দেশ নরপিশাচ আর দালালের দেশ
প্লেগের গরু সস্তায় ভাগবাটোয়ারাদের দেশ
কেশহীন শকুনের দেশ ছারপোকার দেশ
উইপোকা ঘুনেপোকাদের দেশ
জঞ্জালের দেশ জবরদস্তির দেশ।
বুনো কুকুর আর শিয়ালের তাড়ায়
জঙ্গলের মাঝে গুটিসুটি মেরে থাকি
এই বুঝি জান---------শেষ
হায়রে আমার বাংলাদেশ
গরীব দুখীর
সারি সারি লাশের দেশ।
৩। বোনটি কি ফিরবে
ইট সুরকির নিচে চাপাপড়া মানুষগুলো
বাঁচার আকুতি নিয়ে হাত বাড়িয়েছে
মেহেদী রাঙানো হাতটি এক বোনের
কয়েক দিন আগে বিয়ে হয়েছে শুধু
এখনো শ্বশুর বাড়ি যেতে পারেনি।
সে এখানে এসেছিল নিতান্ত দায়ে পড়ে
পিতৃহারা বোনটি আমার এসেছিল
জনমদুখী মা আর ছোট ভাইটির মুখ চেয়ে
দু'বেলা অন্ন জোটানোর তাগিদে
সকাল সন্ধ্যা অমানবিক শ্রম দিয়েও
পেট পুরে নিজে খেতে পারেনি
পারেনি মেটাতে মা ভাইয়ের জঠর জ্বালা।
মা আজ সারাদিন উপোস আছে
ভাইটি হয়েছে আতিপাতি করে দিশেহারা
বোনটিকে খুঁজে ফিরছে
বোন নেই কোথাও।
মায়ের হাহাকারে সাভারের আকাশ ভারী
আরও শতশত মা এসেছেন এখানে
কারো কারো ভাই বোন বাবা এসেছে
এক দৃষ্টিতে চেয়ে আছে ভগ্নস্তুপের দিকে
সবার হৃদয় আজ শূন্যতার বাগান
বাগানের ফুলগুলি সব ঝরে পড়ে বুঝি
উৎকন্ঠায় শরীর জুড়ে বেদনার আগুন।
দুখিনী বোনটা কি ফিরবে না
বোনটির মত আর শতশত ভাই বোন কি
ফিরবে না আলোর জগতে
কাল প্রভাতে।
৪। রক্তাক্ত সাভার
উপস্থিত হাজার জনতা
বাতাসে হাহাকার ছুটে
কারো মা কারো বাবা
কারো ভাই কারো বা বোন
আটকে আছে মৃত্যুপুরীতে
হাহাকারের ঘূর্ণাবর্ত ছুটে চলে
সাভারের আকাশ ভারী করে
ছাপান্ন হাজার বর্গমাইল সবুজ ক্ষেতে
সবুজের আলে দাঁড়ানো মানুষের বুকে।
রক্ত রক্তাক্ত প্রান্তর আজ সাভার
অন্ধকারের দ্বার খুলে লাশের পাহাড়
মেহনতি মানুষের শ্রম ঘাম তিলেতিলে শুষে
আর কত দিন চলবে জালিমের কারবার।
যে মানুষের শ্রমে চির জাগরুক স্বাধীনতা
যে মেহনতি মানুষের হাতে দেশ গড়া
সে বলিষ্ঠ হাতে পায়ে কেন মৃত্যুর কড়া
আর কত রক্তগঙ্গা বইলে তোমরা দিবে সারা।
৫। হিংস্রতা থামাও
পতাকা নিয়ে ঘুমাও তুমি ঠোঁটে মৃদু হাসি
আছো বুঝি স্বপ্নদেশে ঘুমঘোরে
স্বর্ণ অক্ষরে লিখছো নতুন ইতিহাস
এ তোমার স্বাধীনতা নয় মেকি সব ফাঁকি।
স্বর্ণের অক্ষর নয় আলকাতরা
দেয়ালের ভীত নড়বড়ে হাঁটুভাঙ্গা দ
রাজকীয় যে আসনে আসীন সেটাও ঘুনেধরা
তোমার পতাকার রং তোমার স্বাধীনতা
সিংহাসনে পা দোলানো সব মেকি
ভিতরে অন্ত:সার ভাঙ্গা কলস---টুং শব্দ।
এলোকেশী বায়ুতে যে বুলি ছুড়ছো
সেটাও চপেটাঘাত তোমার অহংকারে
পতাকা স্বাধীনতা ইতিহাস সব একত্রিত
এখনই নয় তলা দৈত্যের হিংস্রতা থামাও
নইলে ভেঙ্গে পড়বে তোমার সিংহাসনে
দিনের খবর রাতে নিয়ে ঘুমাচ্ছো বেশ
এক মহাপ্রলয় এলে রক্ষা পাবে না দেশ।
বি.দ্র: টেকনিক্যাল প্রবলেমের কারণে এই পোস্টটা ড্রাফটে নিয়ে আবারও দিলাম। সামুর যে কি ব্যামো হয়েছে!
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩
সায়েম মুন বলেছেন: সাভার সন্তাপ
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬
ফাহিম আহমদ বলেছেন: সুপার ডুপার ভাল লাগা সায়েমুন ভাই,
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ফাহিম। কষ্টকর একটা ইতিহাস! একটা স্বরণীয় মর্মবেদনার ইতিহাস।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮
একজন আরমান বলেছেন:
শুধুই সন্তাপ !
৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০
সায়েম মুন বলেছেন: শুধুই সন্তাপ!
৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮
সোনালী ডানার চিল বলেছেন:
সন্তাপ হৃদয়ে
সন্তাপ শুধুই সন্তাপ নয়!!!
লেখায় ভালোলাগা।
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সোনালী ডানা। গত কয়েক দিন থেকে সন্তাপেই ভুগছি!
৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
নক্ষত্রচারী বলেছেন: কবিতায় ভালো লাগা কবি ।
০১ লা মে, ২০১৩ সকাল ৯:২৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নক্ষত্রচারী। আমি কেন শুধুই কাঁদি।
৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭
হাসান মাহবুব বলেছেন: সাভার ট্রাজেডির এত মৃত্যু আমাদের যেন জীবনের সংজ্ঞা জানিয়ে দিল নতুন করে...
০১ লা মে, ২০১৩ সকাল ৯:২৬
সায়েম মুন বলেছেন: পুরো জাতি স্তম্ভিত। বাকরুদ্ধ। জীবনের সংজ্ঞা নতুন করে জানতে শিখালো।
৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭
না পারভীন বলেছেন: ভাল লাগা রইল কবি ।
০১ লা মে, ২০১৩ সকাল ৯:২৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ পারভীন। এগুলো কবিতা নয়। কান্না এবং কান্না পরবর্তী ক্ষোভ বহি:প্রকাশ।
৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মন খারাপ অবস্থাটা যাচ্ছে না।
থাকুক।
০১ লা মে, ২০১৩ সকাল ৯:২৮
সায়েম মুন বলেছেন: একটা বেদনার রাজ্য বিরাজ করছে। থাকুক।
৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মাসির আদরে পিশাচ বিভূঁইয়ে পালায়।
হুম আদর দিলে মাথায় ওঠে.... শুভ কামনা কবি..
০১ লা মে, ২০১৩ সকাল ৯:২৯
সায়েম মুন বলেছেন: শুভেচ্ছা কবি।
১০| ০১ লা মে, ২০১৩ রাত ৯:০৯
নীল-দর্পণ বলেছেন: valo laga......
০২ রা মে, ২০১৩ রাত ১২:৪০
সায়েম মুন বলেছেন:
হায়রে আমার দেশ! এই যজ্ঞের কবে শেষ!
ধন্যবাদ মুক্তাপা।
১১| ০১ লা মে, ২০১৩ রাত ১১:১০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। এই দেশ আমার না।
০২ রা মে, ২০১৩ রাত ১২:৪২
সায়েম মুন বলেছেন: আমি আর কি কবো কবি। যা কওয়ার কয়ে দিছি!
১২| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:৩৩
নস্টালজিক বলেছেন: তোমাদের মত পরিশ্রমী ও বলিষ্ঠ হাত
আরও দীর্ঘতর হোক
কেটে যাক ঘোর অমানিশা তীর
তোমাদের হাত ধরে বাংলাদেশ হোক
বিশ্ব মানচিত্রে উন্নত শির।
ভালো লিখসো, সায়েম!
শুভেচ্ছা নিরন্তর!
০২ রা মে, ২০১৩ বিকাল ৩:০৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রানা ভাই।
শুভকামনা সব সময়।
১৩| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এতোগুলো কবিতা একসাথে দেওন ঠিক না! মূল্যায়ন করা কষ্টকর হয়ে যায়।
আর আপনি কবি, আপনি না বললে কে বলবে?
০২ রা মে, ২০১৩ রাত ১০:৪০
সায়েম মুন বলেছেন: এতগুলা দেওন ঠিক্না। কিন্তু একই ভাবধারার হলে কি করবাম।
আমি কবি না। আমি হচ্ছি দুইনার অকবি। আপনারে দেখে আরও কষ্ট দিতে ইচ্ছে করলো। তাই আরও একটা অকবিতা লিখে ফেললাম। ভাবধারা হয়তো বেঁকে গেছে। তাতে কি। আপনারে কষ্ট দিতে পারছি এটাই বা কম কিসে।
যেহেতু সময় শাপদসঙ্কুল
সেহেতু মাসুল গুনছে মনুষ্যকূল
ঘাট দেখে তরী ভেরায় না
অঘাটে বেধেছে ঘর
ঝড় এসে তাই দুনিয়া তছনছ
বিধ্বস্ত বাড়িঘর সাধের সংসার।
সঙ সেজে বসে বসে হাসে মহাশয়
যা দিয়েছি ছু মনতর ফু
বেকুবে মনে করে হয়েছে ঢের
ভাগ্যললাট নতুনে সাজবে ফের।
বুঝে শুনে ফেল দু পা
বুঝে শুনে চলো পথে
মহাশয় যা বুঝাবেন
সেতো নয় ললাটে।
তোমার মোড়ক তুমি খোলো
দেখে নাও ভাল মন্দ
ঘাট দেখে তরী ভেরাও
দূর হবে শত দ্বন্দ্ব।
নিজ বুদ্ধিতে বাদশা হও
নিজ বুদ্ধিতে ফকির
তবু তুমি পাবে খুঁজে
তোমার গন্তব্য তীর।
১৪| ০২ রা মে, ২০১৩ রাত ৯:২৭
স্বপনবাজ বলেছেন: সন্তাপ !
০২ রা মে, ২০১৩ রাত ১০:৪২
সায়েম মুন বলেছেন: সন্তাপ!
১৫| ০২ রা মে, ২০১৩ রাত ৯:৪০
সুপান্থ সুরাহী বলেছেন:
বুনো কুকুর আর শিয়ালের তাড়ায়
জঙ্গলের মাঝে গুটিসুটি মেরে থাকি
এই বুঝি জান---------শেষ
হায়রে আমার বাংলাদেশ
যন্ত্রণাময় ভাবনা!
০২ রা মে, ২০১৩ রাত ১০:৪৯
সায়েম মুন বলেছেন:
খুব যন্ত্রণাময় সুপান্থ। আমি বিগত দিনগুলোতে কতবার কেদেছি তা বলতে পারবো না।
১৬| ০২ রা মে, ২০১৩ রাত ১১:০৪
ইসরা০০৭ বলেছেন: ভালোলাগা
০৩ রা মে, ২০১৩ রাত ১২:০৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ইসরা। আশা করি ভাল আছো। ভাল থেকো। লেখায় থেকো।
১৭| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:০৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অকবিরা কথায় কথায় কবিতা লিখে কেম্নে? আমারে শিখাইয়া দিয়েন তো। আমিও অকবি হতে চাই।
নিজ বুদ্ধিতে বাদশা হও
নিজ বুদ্ধিতে ফকির
তবু তুমি পাবে খুঁজে
তোমার গন্তব্য তীর।
সুন্দর।
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:০৬
সায়েম মুন বলেছেন: হুম। কোন ব্যাপার না। খালি কলম ধরেন খাতার উপর। হুড়হুড় করে যেদিকে যায় লিখতে থাকুন। হয়ে যাবে।
১৮| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৫৭
জুন বলেছেন: পিশাচ আর বাদুর সমাজের জন্য
দেয়াল ভেদ করে বের হওয়া
বোনটির রক্তাক্ত পায়ের লাথি
মুন যারা প্রকৃত পিশাচ তাদের কোন বিকার আছে কিনা আমার সন্দেহ ।
সবগুলো কবিতাই আবেগময় কষ্টকর।
+
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:০৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আপু। আপনি ঠিক বলেছেন। পিশাচ আর বাদুরেরা এ সমাজের আদুরে এবং প্রতিষ্ঠিত ব্যক্তি। সব কিছু এখন নষ্টদের অধিকারে।
১৯| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:২৫
ভিয়েনাস বলেছেন: তোমাদের মত পরিশ্রমী ও বলিষ্ঠ হাত
আরও দীর্ঘতর হোক
কেটে যাক ঘোর অমানিশা তীর
তোমাদের হাত ধরে বাংলাদেশ হোক
বিশ্ব মানচিত্রে উন্নত শির ...... স হমতি কবিতা।
আমরা যাদের পানে তাকিয়ে ভরসা করে থাকি তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হোক
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৩৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার কি-বোর্ড মনে হয় ডিস্টার্ব করতেছে। শুভরাত্রি।
২০| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৫
আমিনুর রহমান বলেছেন:
সবগুলো কবিতাই অসাধারন। ভীষন আবেগ ছিলো।
এই দেশটা আর আমার দেশ মনে হয় না
মনে হয় জন্তু জানোয়ারের দেশ হায়েনার দেশ
১৬ ই মে, ২০১৩ সকাল ১১:২৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আমিনুর। শুভকামনা অবিরাম।
২১| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++++++++++
১৬ ই মে, ২০১৩ সকাল ১১:২৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভকামনা।
২২| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৫১
লাবনী আক্তার বলেছেন: নিঃসন্দেহে আপনি একজন ভালো কবি। যদিও তা বলার অপেক্ষা রাখেনা। ভাললাগার অপশন টা পাচ্ছিনা। অনেক ভালোলাগা রইল কবিতায়।
ভাল থাকুন।
১৬ ই মে, ২০১৩ সকাল ১১:৩৪
সায়েম মুন বলেছেন: আচ্ছা ঠিকাছে লাবনী। আমি হলাম সেরা অকবি
অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।
২৩| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
১২তম ভাললাগা।
+++++++++++
১৮ ই মে, ২০১৩ দুপুর ২:২৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভদুপুর।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রথম ভাল লাগা ।