নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

বিমূর্ত শিল্পকর্ম

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০৫

বোন তুই ঠিকমত মরতেও জানিস না

মরেছিস তো মরেছিস মাথার ঘিলুটা পর্যন্ত থেতলে গেছে

কোন শৈল্পিক কর্ম হিসেবে ফুটে উঠলো না তোর মৃত্যু

আর এক ভাই মরেছে বুকের পাঁজর ভেঙ্গে

বীভৎস শরীরটা ক্যামেরার পর্দায়

সঠিকভাবে ফুটে উঠলো না

তাই খোদ ক্যামেরাম্যান নাখোস।



ছোটলোকগুলো ঠিকঠাক মরতে জানে না

হাসতে জানে না কাঁদতে জানে না

সারাদিন কাজ কাম করে ক্লান্ত হয়

ঠিকঠাক মত ঘুমাতেও জানে না

ইতরের মত চিৎ হয়ে ঘুমায়

ভাত খায় হাপুস হুপুস করে

মোদ্দাকথা তাদের বেঁচে থাকা কিম্বা মরে যাওয়া

বা জীবন ধারণের কোন পর্যায়ে

শৈল্পিক কোন গুণই প্রস্ফুটিত হয় না।



একমাত্র তোমরা যখন বিদ্রোহী হয়ে

ক্ষুধার্ত সিংহের মত গর্জে উঠো একত্রে

তখন তোমাদের প্রতিটি হাত

এক একটি বিমূর্ত শিল্পকর্ম হয়ে উঠে।

মন্তব্য ৪০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:১১

এরিস বলেছেন: একমাত্র তোমরা যখন বিদ্রোহী হয়ে
ক্ষুধার্ত সিংহের মত গর্জে উঠো একত্রে
তখন তোমাদের প্রতিটি হাত
এক একটি বিমূর্ত শিল্পকর্ম হয়ে উঠে।

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:২৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা।

২| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:১৯

ধূসর সপ্ন বলেছেন: ভাল লাগল
অনেক সুন্দর মনোমুগ্ধকর শিল্পকর্ম !

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:২৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ধূসর সপ্ন। শুভদুপুর।

৩| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:১৯

মুর্তজা হাসান খালিদ বলেছেন: :( ছোটলোকগুলো ঠিকঠাক মরতে জানে না
জানেনা শৈল্পিক লাশ হতে :(

+

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:২৮

সায়েম মুন বলেছেন: সেটাই।
তাদের লাশের মূল্য একটা ছাগলের সমান।

৪| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:২৪

এরিস বলেছেন: দুঃখিত, সার্ভার সমস্যার কারণে পুরো মন্তব্যটি লিখতে পারিনি। খুব সুগ্রাহী করে লিখেছেন। এই একই প্রেক্ষাপট নিয়ে অনেক কবিতা পড়েছি। কিন্তু এই শৈল্পিক গুণহীন মানুষগুলোর মূষ্ঠিবদ্ধ হাতের শক্তির কথা কোথাও পাইনি। অনেক অনেক ভাললাগা। ( সামু সার্ভারকে বেঁধে পিটানো উচিত। প্লাস দেয়া যায়না, প্রিয়তে নেয়া যায়না। সারাক্ষণ পেজ লোডিং X( )

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:২৯

সায়েম মুন বলেছেন: সামু খুব ঝামেলা করছে এখন। এই মূহুর্তে কিছুটা ঝরঝরে আছে। আবারো মন্তব্যের অনেক ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।

৫| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মোদ্দাকথা তাদের বেঁচে থাকা কিম্বা মরে যাওয়া
বা জীবন ধারণের কোন পর্যায়ে
শৈল্পিক কোন গুণই প্রস্ফুটিত হয় না।


ফেবু আগেই পড়াইয়া ফেলসে এটা! পুণঃপাঠে ধন্যবাদ দেন। :D

১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৫২

সায়েম মুন বলেছেন: আবারও এক বস্তা ধইন্যাপাতা লন।

৬| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:০২

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা টা খুব সুন্দর লাগলো !!

বীভৎস হবে বানান টা ।

আর

হাসতে জানে না , কাঁদতে জানে না -- এখানে একটা কমা হবার কথা।

আর

তাই খোদ ক্যামেরাম্যানও নাখোস।

-- একটা অতিরিক্ত দিলে লাইনটা আরও শক্তিশালী হতো মনে হয় ।

কবিতা টা খুব সুন্দর আবারো বললাম ।
শুভ কামনা আপনার জন্য :)

১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৫

সায়েম মুন বলেছেন: গঠনমূলক কমেন্টের জন্য আন্তরিক ধন্যবাদ। বানানটা ঠিক করে দিলাম। আর যতিচিহ্ন পাঠক যেভাবে পড়তে চান আশা করি সেভাবে বসিয়ে নিবেন। :)

৭| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:০৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। হুমায়ুন আজাদের একটা কবিতা ছিলো গরীবদের নিয়ে। ওটার সাথে মিল পেলাম। কবিতাটা পড়সেন?

১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৯

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ হামা। এই কবিতাটা এফবি স্ট্যাটাসে দিয়েছিলাম। সাথে ফুটনোট ছিল। এখানে আর দেয়া হয়নি। :)

বোন তুই ঠিকমত মরতেও জানিস না
মরেছিস তো মরেছিস মাথার ঘিলুটা পর্যন্ত থেতলে গেছে
কোন শৈল্পিক কর্ম হিসেবে ফুটে উঠলো না তোর মৃত্যু
আর এক ভাই মরেছে বুকের পাঁজর ভেঙ্গে
বিভৎস শরীরটা ক্যামেরার পর্দায়
সঠিকভাবে ফুটে উঠলো না
তাই খোদ ক্যামেরাম্যান নাখোস।

ছোটলোকগুলো ঠিকঠাক মরতে জানে না
হাসতে জানে না কাঁদতে জানে না
সারাদিন কাজ কাম করে ক্লান্ত হয়
ঠিকঠাক মত ঘুমাতেও জানে না
ইতরের মত চিৎ হয়ে ঘুমায়
ভাত খায় হাপুস হুপুস করে
মোদ্দাকথা তাদের বেঁচে থাকা কিম্বা মরে যাওয়া
বা জীবন ধারণের কোন পর্যায়ে
শৈল্পিক কোন গুণই প্রস্ফুটিত হয় না।

একমাত্র তোমরা যখন বিদ্রোহী হয়ে
ক্ষুধার্ত সিংহের মত গর্জে উঠো একত্রে
তখন তোমাদের প্রতিটি হাত
এক একটা বিমূর্ত শিল্পকর্ম হয়ে উঠে।

---হুমায়ুন আজাদের একটি কবিতার ছায়া থাকতে পারে।

৮| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:১৮

একজন আরমান বলেছেন:
ভেজা স্যাঁতস্যাঁতে নগরীতে অসহ্য যন্ত্রণা,
মূর্ছা যাই বার বার অসহ্য রাজনীতির তীব্র গন্ধে।
জ্ঞান ফিরে দেখতে পাই সেই পুরনো জিনিস।
স্বাধীনতার বেয়াল্লিশ বছর পড়েও দেখতে হয়,
ধর্ম আর লাশের সুনিপুণ রাজনীতি !

১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:০০

সায়েম মুন বলেছেন: চমৎকার বলেছেন আরমান। অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।

৯| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:
একমাত্র তোমরা যখন বিদ্রোহী হয়ে
ক্ষুধার্ত সিংহের মত গর্জে উঠো একত্রে
তখন তোমাদের প্রতিটি হাত
এক একটি বিমূর্ত শিল্পকর্ম হয়ে উঠে।

ভাবার্থে সহমত

১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:০১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভকামনা সব সময়।

১০| ১৩ ই মে, ২০১৩ রাত ৮:১৭

হাসান মাহবুব বলেছেন: গরীবের সৌন্দর্য
গরিবেরা সাধারণত সুন্দর হয় না।
গরিবদের কথা মনে হ'লে সৌন্দর্যের কথা মনে পড়ে না কখনো।
গরিবদের ঘরবাড়ি খুবই নোংরা, অনেকের আবার ঘরবাড়িই নেই।
গরিবদের কাপড়চোপড় খুবই নোংরা, অনেকের আবার কাপড়চোপড়ই নেই।
গরিবেরা যখন হাঁটে তখন তাদের খুব কিম্ভুত দেখায়।
যখন গরিবেরা মাটি কাটে ইট ভাঙে খড় ঘাঁটে গাড়ি ঠেলে পিচ ঢালে তখন তাদের
সারা দেহে ঘাম জবজব করে, তখন তাদের খুব নোংরা আর কুৎসিত দেখায়।
গরিবদের খাওয়ার ভঙ্গি শিম্পাঞ্জির ভঙ্গির চেয়েও খারাপ।
অশ্লীল হাঁ ক'রে পাঁচ আঙ্গুলে মুঠো ভ'রে সব কিছু গিলে ফেলে তারা।
থুতু ফেলার সময় গরিবেরা এমনভাবে মুখ বিকৃত করে
যেনো মুখে সাতদিন ধ'রে পচছিলো একটা নোংরা ইঁদুর।
গরিবদের ঘুমোনোর ভঙ্গি খুবই বিশ্রী।
গরিবেরা হাসতে গিয়ে হাসিটাকেই মাটি ক'রে ফেলে।
গান গাওয়ার সময়ও গরিবদের একটুও সুন্দর দেখায় না।
গরিবেরা চুমো খেতেই জানে না, এমনকি শিশুদের চুমো খাওয়ার সময়ও
থকথকে থুতুতে তারা নোংরা করে দেয় ঠোঁট নাক গাল।
গরিবদের আলিঙ্গন খুবই বেঢপ।
গরিবদের সঙ্গমও অত্যন্ত নোংরা, মনে হয় নোংরা মেঝের ওপর
সাংঘাতিকভাবে ধ্বস্তাধ্বস্তি করছে দু'টি উলঙ্গ অশ্লীল জন্তু।
গরিবদের চুলে উকুন আর জট ছাড়া কোনো সৌন্দর্য নেই।
গরিবদের বগলের তলে থকথকে ময়লা আর বিচ্ছিরি লোম সব জড়াজড়ি করে।
গরিবদের চোখের চাউনিতে কোনো সৌন্দর্য নেই,
চোখ ঢ্যাবঢ্যাব ক'রে তারা চারদিকে তাকায়।
মেয়েদের স্তন খুব বিখ্যাত, কিন্তু গরিব মেয়েদের স্তন শুকিয়ে শুকিয়ে
বুকের দু-পাশে দুটি ফোড়ার মতো দেখায়।
অর্থাৎ জীবনযাপনের কোনো মুহূর্তেই গরিবদের সুন্দর দেখায় না।

শুধু যখন তারা রুখে ওঠে কেবল তখনি তাদের সুন্দর দেখায়

১৩ ই মে, ২০১৩ রাত ৯:১৪

সায়েম মুন বলেছেন: আগে পড়েছিলাম এটা। এখানে শেয়ারের জন্য অনেক ধন্যবাদ হামা।

১১| ১৩ ই মে, ২০১৩ রাত ১০:০০

স্বপনবাজ বলেছেন: বোন তুই ঠিকমত মরতেও জানিস না
মরেছিস তো মরেছিস মাথার ঘিলুটা পর্যন্ত থেতলে গেছে
কোন শৈল্পিক কর্ম হিসেবে ফুটে উঠলো না তোর মৃত্যু
আর এক ভাই মরেছে বুকের পাঁজর ভেঙ্গে
বীভৎস শরীরটা ক্যামেরার পর্দায়
সঠিকভাবে ফুটে উঠলো না
তাই খোদ ক্যামেরাম্যান নাখোস।


কিচ্ছু বলার ভাষা খুজে পাচ্ছিনা ! শুভকামনা জানবেন !

১৩ ই মে, ২০১৩ রাত ১০:০৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ। শুভকামনা।

১২| ১৩ ই মে, ২০১৩ রাত ১০:৩৫

নীল-দর্পণ বলেছেন: বিষাদ মাখা.....

১৪ ই মে, ২০১৩ সকাল ১১:০২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মুক্তাপা। শুভকামনা।

১৩| ১৩ ই মে, ২০১৩ রাত ১০:৪৪

জেমস বন্ড বলেছেন: ৫ নাম্বার প্লাস খানা আমি দিলাম :)

১৪ ই মে, ২০১৩ সকাল ১১:০৩

সায়েম মুন বলেছেন: প্লাসের যা আকাল। পেয়ে আনন্দ বোধ করছি। ভাল থাকবেন জেমস বন্ড।

১৪| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এতো ধইন্যা পাতা দিয়া কী করমু?? /:) এই পোষ্টে আরো কবিতা আসুক! @হা-মা ভাই, সায়েম ভাই।

১৪ ই মে, ২০১৩ সকাল ১১:০৪

সায়েম মুন বলেছেন: আর বোধয় আসবে না। এই কবিতাটা লেখার সময় হুমায়ুন আজাদের কবিতাটার ছায়া ঘুরছিল মাথায়। আর কোন ছায়া আসেনি। তাই বোধয় আর কোন কবিতা আসবে না।

১৫| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:০২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হুমায়ুন আজাদের কবিতাটির ভাবমিল আছে।
মন্তব্যে দেখলাম হামা ভাই বলেছেন ও।

ভালো লেগেছে কবিতাটি।

১৪ ই মে, ২০১৩ সকাল ১১:০৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ দূর্জয়। শুভকামনা।

১৬| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:৫৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++ খুব ভালো লেগেছে কবিতা ।

১৪ ই মে, ২০১৩ সকাল ১১:০৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা।

১৭| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতায় এমন মানবিক বিষাদ খুব দ্রষ্টব্য হয় কখনও.......

খুব ভালোলাগলো কবিতাটি, শুভকামনা কবি!!

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা নিরন্তর।

১৮| ১৪ ই মে, ২০১৩ রাত ৮:১৩

কালীদাস বলেছেন: হায়, কবি :D

১৪ ই মে, ২০১৩ রাত ৮:৪৫

সায়েম মুন বলেছেন: হায় ইসমাট ম্যান। :D

১৯| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:০৬

অদৃশ্য বলেছেন:




আমিও বলি আপনার মতো____

'' একমাত্র তোমরা যখন বিদ্রোহী হয়ে
ক্ষুধার্ত সিংহের মত গর্জে উঠো একত্রে
তখন তোমাদের প্রতিটি হাত
এক একটি বিমূর্ত শিল্পকর্ম হয়ে উঠে। ''



শুভকামনা....

১৫ ই মে, ২০১৩ সকাল ১১:১১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা।

'' একমাত্র তোমরা যখন বিদ্রোহী হয়ে
ক্ষুধার্ত সিংহের মত গর্জে উঠো একত্রে
তখন তোমাদের প্রতিটি হাত
এক একটি বিমূর্ত শিল্পকর্ম হয়ে উঠে। ''

২০| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৪

ভিয়েনাস বলেছেন: বিষাদ কষ্টে ভরে গেছে কবিতা.......

গরীব তোর কোন কিছুই শৈল্পিক না......

১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৭

সায়েম মুন বলেছেন: সেটাই। যাবতীয় শোভা বৃদ্ধি পায় রাজকীয় অন্দরমহলে।

ধন্যবাদ ভিয়েনাস। শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.