নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

হারানো সুরের মর্মবেদনা

৩০ শে মে, ২০১৩ রাত ১:২৫





১। এ শহর নেশার ঘোরে হেসে ওঠে



বাউন্ডুলে রাতটা হেঁটে গেল নিয়ন বাতির দিকে। একটা পোড় খাওয়া জরাজীর্ন চাঁদ আকাশের গায়ে ঝুলে আছে। একটা অশরীরি আত্মা ছুটে গেল উত্তর দক্ষিণে। দুটো শিশু শুয়ে আছে ভগ্ন বাড়িটার পাচিল ঘেঁষে। শহরের অতীত নির্দেশক ঘন্টিটা জানান দিয়ে গেল সময়। শিশু দুটি পাশ ফিরে শুইলো। কয়েকটা সারমেয় শুয়ে ছিল ডাস্টবিনের পাশে। শহর চুরির তালাশে নেমেছে কেউ। সারমেয় দুটি ল্যাজ তুলে দৌঁড়ালো ব্যস্ততম বাড়ির দিকে। নেশায় মত্ত মানুষেরা গেলাসে তুলছে মদ ও মাদকতা। রাত্রি শেষ প্রায়। শিশু দুটি খিদায় কেঁদে উঠে। একজন চোর ধরা পড়ে যায় জনৈক বিত্তশালীর দুটি কনডম চুরির দায়ে। এ শহর নেশার ঘোরে হেসে ওঠে।





২। আবারও



পলাতক মেঘ ছুঁয়ে আছে ধূসর স্বর্ণছোঁয়া দিগন্ত। ক্লান্ত ডানা ঝাপটানো পাখি দুটি গেলো। একটা ফিঙে বসে ছিল বৈদ্যুতিক তারে। দুরন্ত এক হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেল। ঝিঝিপোকার আর্তনাদ উঠে মাটির প্রাচীর বেয়ে। দুটি বটবৃক্ষের শিকড় দ্বৈরথে ঝুলে। বাতাসের কান ফুঁড়ে একটা টিকটিকি হেসে উঠলো। আমার একান্নবতী সংসারে বেজে উঠলো হলাহল পৃথিবীর ক্ষুধার্ত সানাই। আবার উঠতে হবে কোলাহল নগরীতে। জলসা ভরা গানের সুর লহরীতে। বাস্তবতা কখনো ছেড়ে কথা বলবে না । আমাকে আবার বাঁচতে হবে যৌথ হাঁড়ি পাতিলে।



৩। মায়েরা



যে স্নেহ পেয়েছিল সেতার। বেজেছিল মরমে। মন দুয়ার খুলে হেসেছিল। পালকির গানে সানাইয়ের তানে যায় বধূ শ্বশুর বাড়ির আহবানে। ঘোমটা টানা বধূ মুখে নিয়ে মধূ কথা বলে সবার সনে। এক দিন দুই দিন বীন বাজে আর্তনাদে। কে ডাকে পথের বাঁকে। সংসার বুঝি সব একই থাকে। থরে থরে স্বপ্ন আছে। বুকে আছে বিষাদ ছাই। একদিন বধূ বুঝে তার কেউ নাই। তার পরাণের সই হাঁড়ি পাতিল আর চুলোর লাকড়ী। তাই নিয়ে ঠোকাঠুকি। মিছেমিছি সংসার পাতা। মাটির ভাত, গাছের পাতা। দিনগুলি গেল কই। সেই সব সই নাই আর নাই। কে গেলো কোথায়। শিউলি শেফালী আর বেলীরা গেল দূরে। যারযার কপালের ভুলে। বধূ মা হয়। মা হয় বুড়ো। সংসারটাই তুলো। প্রাণের সন্তানরা কোথায় গেলো। জনম জনম জননী হয়েছে একা। দেখা হয়নি দূরের আকাশ। বাদলের ছুটাছুটি। মাটির খুটিতে ভর দিয়ে মায়েরা এক জনম দুখী।





৪। শাস্তি



মাঝরাতে যদি কোকিলের কুহুতানে জেগে ওঠো। কানে হাতের তালু চেপে রেখো। বসন্তের গান মধ্যরাতে নয়। ফুল বাগান ভেবে পাখিটি জঙ্গলে জেগে উঠেছে। শাস্তি স্বরূপ কন্ঠে তালাও দিতে পারো। সে গাইবে না আর নিশিরাতের গান।





ছবি: নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৫৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ রাত ১:২৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: একজন চোর ধরা পড়ে যায় জনৈক বিত্তশালীর দুটি কনডম চুরির দায়ে। এ শহর নেশার ঘোরে হেসে ওঠে।

দারুণ ! করুণ কমেডি !

ক্ল্যাপস!

৩০ শে মে, ২০১৩ রাত ৮:০১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নাহোল। ভাল থেকো সব সময়।

২| ৩০ শে মে, ২০১৩ রাত ১:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ১ম ভালোলাগা !

৩০ শে মে, ২০১৩ রাত ৮:০৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। শুভসন্ধ্যা।

৩| ৩০ শে মে, ২০১৩ রাত ১:৫১

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে ভাইয়া
পেলাচ

৩০ শে মে, ২০১৩ রাত ৮:০৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ। শুভকামনা সব সময়।

৪| ৩০ শে মে, ২০১৩ রাত ২:৫৬

গিরিনদী বলেছেন: মায়েরা সব এমনই জনম দুখী।
ভাল লাগা।

৩০ শে মে, ২০১৩ রাত ৯:২৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ গিরিনদী। শুভকামনা নিরন্তর।

৫| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:০৮

মাহবু১৫৪ বলেছেন: +++++

৩০ শে মে, ২০১৩ রাত ৯:২৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাহবু। শুভকামনা।

৬| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:৪০

আহসান জামান বলেছেন:
চমৎকার কবি, ভালো থাকবেন।

৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা নিরন্তর।

৭| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:৫২

নস্টালজিক বলেছেন: আবারো!

সুন্দর!

৩০ শে মে, ২০১৩ রাত ৯:২৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রানা ভাই। পোড়া শহর দুর্দান্ত একটা গান। ভাল থাকবেন।

৮| ৩০ শে মে, ২০১৩ ভোর ৪:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লাগল!!!

৩০ শে মে, ২০১৩ রাত ৯:২৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা। শুভকামনা সব সময়।

৯| ৩০ শে মে, ২০১৩ সকাল ৮:৪৮

মামুন রশিদ বলেছেন: নাইস !!

৩০ শে মে, ২০১৩ রাত ৯:২৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মামুন। শুভকামনা রইলো।

১০| ৩০ শে মে, ২০১৩ সকাল ১০:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: ২ আর ৪ নাম্বারটা সুন্দর !

সুপ্রভাত

৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপর্ণা। শুভকামনা অনেক।

১১| ৩০ শে মে, ২০১৩ সকাল ১০:১৯

সোহাগ সকাল বলেছেন: আমার কাছে ৩ নাম্বারটা বেশি ভালো লেগেছে।

৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩৪

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা জেনে ভাল লাগলো সোহাগ। শুভকামনা।

১২| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবগুলোই সুন্দর কিন্তু মায়েরা পড়তে যেয়ে চোখে যে জল এসে গেল কবি !!!! একি অদ্ভূত সুন্দর সৃষ্টি !!!

শুভকামনা

৩০ শে মে, ২০১৩ রাত ৯:৪৬

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা জেনে প্রীত হলাম। ভাল থাকবেন লায়লা।

১৩| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৬

শুকনোপাতা০০৭ বলেছেন: আমারো লায়লা'পুর মতো অবস্থাঃ) মায়েরা পড়তে যেয়ে পানি চলে আসলো চোখে :(

৩০ শে মে, ২০১৩ রাত ৯:৫৮

সায়েম মুন বলেছেন: ওটা তেমন ভেবেচিন্তে লিখিনি। মায়েরা বুঝি এরকমই। :(

১৪| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:০০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: প্রিয়তে রাখলাম । মন দিয়ে পড়তে হবে ।

৩০ শে মে, ২০১৩ রাত ১০:০৪

সায়েম মুন বলেছেন: আমি মন দিয়ে লিখিনি। আবার আপনি মন দিয়ে পড়বেন। আচ্ছা পড়লে একটু জানাইয়েন কেমন হয়েছে। /:)

১৫| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:০২

মেহেরুন বলেছেন: মাঝরাতে যদি কোকিলের কুহুতানে জেগে ওঠো। কানে হাতের তালু চেপে রেখো। বসন্তের গান মধ্যরাতে নয়। ফুল বাগান ভেবে পাখিটি জঞ্জলে জেগে উঠেছে। শাস্তি স্বরূপ কন্ঠে তালাও দিতে পারো। সে গাইবে না আর নিশিরাতের গান।


অনেক ভালো লাগলো। +++ আমার বাড়ি এসো ভাইয়া।

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৭

সায়েম মুন বলেছেন: গিয়েছিলাম মেহেরুন। ধন্যবাদ। শুভকামনা রইলো।

১৬| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন! নাড়া লাগার মত বেশ কিছু লাইন এসেছে ঘুরেফিরে, আমার অসাধারন লাগলো!

শুভকামনা রইলো কবি!

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা।

১৭| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:১২

মিনাক্ষী বলেছেন: কঠিন জিনিস বুঝিনা। :(

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪১

সায়েম মুন বলেছেন: কি বললেন এটা। আমি তো কঠিন কিছু লিখতে পারি না। :!>

১৮| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:১২

এরিস বলেছেন: সায়েম ভাই। আপনার কবিতার চেয়ে এই ছোট ছোট কথামালা গুলো খুব বেশী টাচি লাগে আমার। একটুখানি কথা, কতো কিছু বুঝিয়ে দেয়।

এ শহর নেশার ঘোরে হেসে ওঠেঃ সারমেয় দুটি ল্যাজ তুলে দৌঁড়ালো ব্যস্ততম বাড়ির দিকে। নেশায় মত্ত মানুষেরা গেলাসে তুলছে মদ ও মাদকতা। রাত্রি শেষ প্রায়। শিশু দুটি ক্ষিধায় কেঁদে উঠে। একজন চোর ধরা পড়ে যায় জনৈক বিত্তশালীর দুটি কনডম চুরির দায়ে। এ শহর নেশার ঘোরে হেসে ওঠে। সারমেয় কি?? কুকুর?


আবারওঃ বাতাসের কান ফুঁড়ে একটা টিকটিকি হেসে উঠলো। আমার একান্নবতী সংসারে বেজে উঠলো হলাহল পৃথিবীর ক্ষুধার্ত সানাই। আবার উঠতে হবে কোলাহল নগরীতে। জলসা ভরা গানের সুর লহরীতে। বাস্তবতা কখনো ছেড়ে কথা বলবে না ।

এই লাইনগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে।


৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪২

সায়েম মুন বলেছেন: ভাললাগা লাইন জেনে ভাল লাগলো এরিস। শব্দার্থ সঠিক হয়েছে। শুভকামনা রইলো।

১৯| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা র্রইলো, অনেক।

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হানিফ ভাই। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

২০| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:২৭

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটলো না হে চাঁদ সায়েম। পড়তে গিয়ে আটকে আটকে যাচ্ছিলাম। বলা যায় মিশ্র প্রতিক্রিয়া!

ভাষা এর জন্য কিছুটা দায় নিতে পারে সম্ভবত। উদাহরণ দিচ্ছি-

শিশু দুটি পাশ ফিরে শুইলো। কয়েকটা সারমেয় শুয়ে ছিল ডাস্টবিনের পাশে। শহর চুরির তালাশে নেমেছে কেউ। সারমেয় দুটি ল্যাজ তুলে দৌঁড়ালো ব্যস্ততম বাড়ির দিকে। নেশায় মত্ত মানুষেরা গেলাসে তুলছে মদ ও মাদকতা। রাত্রি শেষ প্রায়। শিশু দুটি ক্ষিধায় কেঁদে উঠে।

আন্ডারলাইনড শব্দ দুটিকে শুলো আর ক্ষুধায় দিয়ে রিপ্লেস করলে কেমন হয়?

:)

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৫০

সায়েম মুন বলেছেন: শুলো শব্দটার সাথে পরিচিত নই জীবু বাবু। ক্ষিধায় কে খিদায় রুপান্তরিত করলাম। অথবা আপনার বলা ক্ষুধায় করা যেত। কবিতা নির্ভূল লেখাটা অনেক প্রশংসাযোগ্য কাজ। কিন্তু সেটা সব সময় সম্ভব হয়না। খটকা লাগা শব্দগুলো অভিধানে চোখ বুলিয়ে সংস্কার করা যেতে পারে। সব সময় অভিধান কাছে না থাকায় সেটা সম্ভবও হয় না। ধন্যবাদ জীবু বাবু। আপনার বিস্তারিত মতামত ভাল লেগেছে। শুভকামনা সব সময়।

২১| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:২৩

ইনকগনিটো বলেছেন: সব গুলাই সুন্দর। তবে -এ শহর নেশার ঘোরে হেসে ওঠে ভাল্লাগসে বেশি।

শুভকামনা এবং শুভেচ্ছা, কবি!

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৫১

সায়েম মুন বলেছেন: শুভকামনা ইনকগ...
শুভরাত্রি।

২২| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:১৪

মাহমুদ০০৭ বলেছেন: মাটির খুটিতে ভর দিয়ে মায়েরা এক জনম দুখী।

আহ! সারমর্মটা কি সুন্দর ভাবে চলে আসল ।

সব গুলাই ভাল লাগলো ।
সায়েম ভাই ' কাকতাড়ুয়ার ' মত গল্প লিখেন । অই মানের গল্প পড়তে খুব ইচ্ছে করতাছে । জানি আপনি পারবেন । জীবনে যত গল্প পড়ছি তার মধ্যে এই গল্পটা আমি আমার সবচেয়ে সেরার তালিকায় রাখছি ।

ভাল থাকবেন ।

৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩০

সায়েম মুন বলেছেন: গল্পটা মনে রেখেছেন জেনে খুব ভাল লাগলো মাহমুদ। ইদানীং মাথায় প্লট আসে না তেমন। কিংবা সময়াভাবে গল্পের দিকে মনোনিবেশ করতেও পারছি না। তবে গল্প লেখার চেষ্ঠা থাকবে। শুভকামনা মাহমুদ।

২৩| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩৪

ফালতু বালক বলেছেন: মাঝরাতে যদি কোকিলের কুহুতানে জেগে ওঠো। কানে হাতের তালু চেপে রেখো। বসন্তের গান মধ্যরাতে নয়। ফুল বাগান ভেবে পাখিটি জঞ্জলে জেগে উঠেছে। শাস্তি স্বরূপ কন্ঠে তালাও দিতে পারো। সে গাইবে না আর নিশিরাতের গান।
সুব্দর সুন্দর।

৩১ শে মে, ২০১৩ রাত ১২:৫৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ভাল বালক। শুভরাত্রি।

২৪| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:০৭

লেখোয়াড় বলেছেন:
গদ্য খাদ্য সামু, কিন্তু পদ্যের মতো।
বিচিত্র আর মনকাড়া।

শুভবিকেল।

৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:২৫

সায়েম মুন বলেছেন: ধইন্যা লেখোয়াড়। শুভবিকেল।

২৫| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩

হাসান মাহবুব বলেছেন: একেকটা একেকরকম সুন্দর। তবে প্রথমটা আপনার গতানুগতিক লেখার মত না। এই টাইপ লেখাকে আরো বড় পরিসরে, গল্প আকারে দেখতে চাই।

৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:১৮

সায়েম মুন বলেছেন: এরকম তো আমার জন্য লেখা টাফ। কখনো লাইনে উঠে গেলে দৌঁড়াতে
থাকবো কিন্তু। :D

থ্যাংকস আ লট!

২৬| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:
মুন ভাই ভাললাগা রইলো।

০১ লা জুন, ২০১৩ রাত ২:১৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ শোভন। শুভরাত্রি।

২৭| ৩১ শে মে, ২০১৩ রাত ৮:৪৯

ফারজানা শিরিন বলেছেন: যে স্নেহ পেয়েছিল সেতার। বেজেছিল মরমে। মন দুয়ার খুলে হেসেছিল। পালকির গানে সানাইয়ের তানে যায় বধূ শ্বশুর বাড়ির আহবানে। ঘোমটা টানা বধূ মুখে নিয়ে মধূ কথা বলে সবার সনে। এক দিন দুই দিন বীন বাজে আর্তনাদে। কে ডাকে পথের বাঁকে। সংসার বুঝি সব একই থাকে। থরে থরে স্বপ্ন আছে। বুকে আছে বিষাদ ছাই। একদিন বধূ বুঝে তার কেউ নাই। তার পরাণের সই হাঁড়ি পাতিল আর চুলোর লাকড়ী। তাই নিয়ে ঠোকাঠুকি। মিছেমিছি সংসার পাতা। মাটির ভাত, গাছের পাতা। দিনগুলি গেল কই। সেই সব সই নাই আর নাই। কে গেলো কোথায়। শিউলি শেফালী আর বেলীরা গেল দূরে। যারযার কপালের ভুলে। বধূ মা হয়। মা হয় বুড়ো। সংসারটাই তুলো। প্রাণের সন্তানরা কোথায় গেলো। জনম জনম জননী হয়েছে একা। দেখা হয়নি দূরের আকাশ। বাদলের ছুটাছুটি। মাটির খুটিতে ভর দিয়ে মায়েরা এক জনম দুখী।
____________ কি যে সত্যি কথা গুচ্ছটা । ঃ(

০১ লা জুন, ২০১৩ রাত ২:১৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শিরিন। ভাললাগা জেনে খুব ভাল লাগলো। শুভরাত্রি।

২৮| ০১ লা জুন, ২০১৩ রাত ১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:



২৭ নং মন্তব্য পড়ে আর কি মন্তব্য করব সেটাই ভাবছি !!!

০১ লা জুন, ২০১৩ রাত ২:২০

সায়েম মুন বলেছেন: আচ্ছা। না বললেও বুঝে নিয়েছি। থ্যাংকস কান্ডারী। :D

২৯| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৩৭

অদৃশ্য বলেছেন:




সায়েম ভাই


অত্যন্ত সুন্দর হয়েছে লিখাগুলো... এইটাইপের লিখুগলো কিন্তু খুবই সুন্দর হয় আপনার...

আমার মাঝে মাঝে না আসার ফাঁকেই আপনার লিখগুলো দুমদাম রিলিজ হয়... আমি তাই সব লিখায় সাথে থাকতে পারিনা... চেষ্টা করি


শুভকামনা...


০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০৫

সায়েম মুন বলেছেন: আপনার পাঠে আনন্দ পেলাম কবি। জেনে খুব ভাল লাগলো। ইদানীং পোস্টের সংখ্যা বেড়ে গেছে আমার। কষ্ট করে এসে জানান দিচ্ছেন জেনে আনন্দিত। ভাল থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.