নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

দিন যাচ্ছে যাবে

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৫৬





১। দিন যাচ্ছে যাবে



দিন যাচ্ছে যাবে থেমে থাকবে না

দিনান্তে পাখি থেমে যায় ঝিঝি ডাকে

কারো উদাসীনতায় সময় কি থেমে থাকে

চাঁদ উঠে গগনে মুগ্ধ নয়নে গাছেরা রয়।



কি হবে কি হওয়ার নয় ভেবে কি হবে

দিন যাবে। দিন যাবে অলসতায়

দিন যাবে আড়মোড়া ভেঙ্গে

কি হবে আর ভেবে যা হওয়ার তাই হবে।



যা পাওনি মনে করো সে তোমার নয়

সে আপন হওয়ার নয়

রোদ্দুর কি কখনো ধরে রাখা যায়

সব মেঘ কি বৃষ্টি ঝরায়

কিছু থাকে আকাশের বুকে

কিছু জলের ফোঁটায়

ঝরে ঝরে নদী ভরায়।



২। অগোছালো কবিতায়



আমার আর বলার কিছু নাই

যা বলেছি ইশারায়, ইংগীতে

বুকের আশায় মনের ভাষায়

দিন চলে যায় লতায় পাতায়।



দীর্ঘশ্বাস আর দোটানায়

জমছে কথা হৃদয়ের কানায়

বলার ভাষা নেই

মুখের কথায় লেখার খাতায়

তুমি বুঝলে বুঝে নিও

অগোছালো কবিতায়।





৩। একটা দিন ঠিক



একটা দিন ঠিক দুটো চোখ

দেখে গেল আরশিতে বহুরূপ

যোজন যোজন দূরত্বে বসে

দেখে গেল ফুটন্ত গোলাপ

ঝরে পড়া পাতার বিলাপ।



একটা দিন ঠিক দুটো সূর্য

দুই গোলার্ধে আলো আধারী

মধ্যে সারিসারি নর-নারী

জীবন্ত ছায়া প্রচ্ছায়া ঔরস

জন্ম মৃত্যুর ক্ষণিক নির্যাস।



একটা দিন ঠিক দুটো মানুষ

একটা দিন ঠিক দুটো ফানুস

উড়ছে হাওয়ায় দক্ষিণা দাওয়ায়

গল্পের ভীরে দুটো চোখ হারায়।



৪। কেউ নাইরে নাই



নীরবে দুটি দিন কেটে গেল

মগ্নতা বসে রইলো উঠোনে

অযাচিত মেহমানের মত

ছাই ভস্ম খেয়ে আছি

লেপ্টে আছি তোমার গৃহস্থ বাড়ির

ধুলোবালির বাসরে

দুটো ডালভাতের বড় অভাব

তোমার বাড়িতে শুনি

রাজ্যের মানুষের আনাগোনা

প্রজাপতি শিশুদের কলরব।



আমার জন্য প্রবেশাধিকার নিষেধ

আমার জন্য যত ভেদাভেদ

চৈত্রের দিন যাই যাই করে

রইলাম পড়ে ঘরের বাইরে

আপন হইলো দূরের মাঠ

মাঠ হইলো নব সূর্য পাঠ

জঞ্জাল হইলো নিঠুর ঠাঁই

আমার আর কেউ নাইরে নাই।



ছবি: নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৭০ টি রেটিং +২২/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:০২

তিথির অনুভূতি বলেছেন: দীর্ঘশ্বাস আর দোটানায়
জমছে কথা হৃদয়ের কানায়
বলার ভাষা নেই
মুখের কথায় লেখার খাতায়
তুমি বুঝলে বুঝে নিও
অগোছালো কবিতায়।
++

০১ লা জুন, ২০১৩ রাত ১১:২৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ তিথি। শুভকামনা।

২| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: ২ আর ৪ ভালো লাগলো

০১ লা জুন, ২০১৩ রাত ১১:২৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপর্ণা। ভাল থাকুন।

৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:১২

সৌম্য বলেছেন: কোবতের সাথে লাউয়াছড়া রিজার্ভ ফরেস্টের কি সম্পর্ক!

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৩২

সায়েম মুন বলেছেন: দিন যাচ্ছে যাবে। লাউয়াছড়ার গহীন অরণ্যের রেল লাইন ধরে। :P
ছবিটা ব্লার এসেছে। আমি আমার গত কয়েকটা পোস্টে শুধু ব্লার ছবিই দেখছি। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। তা আর হয় না।

৪| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:২৭

শাহেদ খান বলেছেন: বাস্তববাদীতা নাকি দীর্ঘশ্বাস?

৩ অন্যরকম। ভাল লাগল।

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৩৪

সায়েম মুন বলেছেন: কখনো বাস্তববাদী। কখনো নৈরাশ্যবাদী। বহুমূখী আচার আচরণ প্রকাশিত হয় আমার এসব কোবতেতে। :D

ধন্যবাদ শাহেদ। শুভকামনা।

৫| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:

Post to load hochhe na :(

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৩৫

সায়েম মুন বলেছেন: আমারো তাই হচ্ছে। কোন পোস্ট প্লাসিত করতে পারছি না। কিংবা প্রিয়তে নিতে পারছি। আবসোস। সামু আর এক সামু কে বঞ্চিত করতেছে। :(

৬| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৫১

রেজোওয়ানা বলেছেন: Page load hoy na boss!
Kobita kemon laglo pore komune :(

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৫৭

সায়েম মুন বলেছেন: আচ্ছা সেই অপেক্ষাতে রইলাম কিন্তু। নেট ব্যবসায়ীরা ইদানীং ধূমায়া ব্যবসা করতেছে। তোমার পোস্টে গেলে হাসি থামছে না।
হোপ ওপ হোপ ওপ হোপ :D

৭| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ৪ ভালা লাগছে

০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাসুম। শুভরাত্রি।

৮| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:০২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সব কয়টা সুন্দর।
শুভকামনা, কবি।

০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ দূর্জয়। শুভরাত্রি।

৯| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ছবিটা আর কবি দুটোই সুন্দর।

০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভরাত্রি।

১০| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩২

রৌহান খাঁন বলেছেন: একটাও ভাল লাগেনি

০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রৌহান। শুভরাত্রি।

১১| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ১ আর ৩ বেশী ভালো !

০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। শুভকামনা রইলো। শুভরাত্রি।

১২| ০২ রা জুন, ২০১৩ রাত ২:০০

ভারসাম্য বলেছেন: নৈরাশা ভাল জিনিস। নৈরাশ্যই প্রকৃত বাস্তব। কথিত বাস্তবতাও সাময়িক। ডাল-ভাতের বেলাও ফুরাবে। পূর্ণ পার্থিব নৈরাশ্যই জীবন্ত কবিতা।

পিলাস।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৩১

সায়েম মুন বলেছেন: আপনার কথা মনে ধরেছে।
সুখ সাময়িক। দু:খ দীর্ঘস্থায়ী। বাস্তবতার কোন সীমারেখা নাই। মানুষ পরাবাস্তব বিষয়বস্তু নিয়েই জীবন কাটায়।
ধন্যবাদ ভারসাম্য। ভাল থাকবেন।

১৩| ০২ রা জুন, ২০১৩ সকাল ৮:২১

মিনাক্ষী বলেছেন: সুন্দর। :)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৩২

সায়েম মুন বলেছেন: থ্যাংকস মিনাক্ষী। শুভরাত্রি।

১৪| ০২ রা জুন, ২০১৩ সকাল ১১:৫০

আহসান জামান বলেছেন:
চমৎকার কবি, মুগ্ধপাঠ।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৩৩

সায়েম মুন বলেছেন: আপনার পাঠে খুব ভাল লাগলো কবি। শুভকামনা।

১৫| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা দারুণ হয়েছে। কবি ১ম ৩টা বেশি ভাল লেগেছে।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৩৪

সায়েম মুন বলেছেন: শেষেরটা ভাল লাগলো না ক্যান :(

১৬| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৪৭

সমুদ্র কন্যা বলেছেন: ৩ নাম্বারটা ভাল লাগল বেশি।

আপনি অনেক ছবি তুলেন। লেখার সাথে মিলিয়ে ঠিক ঠিক নিজের তোলা ছবিটা দিয়ে দিতে পারেন। ভাল লাগে দেখতে :)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৩৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ডটার অব দি সি।

ছবি তোলা হয় অনেক। আমি অনেক ঘুরি। তাই কালেকশনটাও বেশী। দু:খজনক ব্যাপার, আমার কোন ডিএসএলআর নেই। তাই কিছু ছবি তুলতে চাইলেও পারিনা। শুভকামনা।

১৭| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫৫

জ্যোস্নার ফুল বলেছেন: ভালো লাগল, প্রতিটাই।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৪৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ জ্যোস্নার ফুল। শুভরাত্রি।

১৮| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:১১

হাসান মাহবুব বলেছেন: ১ আর ৩ চমৎকার।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৫০

সায়েম মুন বলেছেন: থ্যাংকস হামা। গুডনাইট।

১৯| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৫৩

সায়েম মুন বলেছেন: থ্যাংকস মুনসী।

২০| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১

বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ । আমার জনমদিনে পোষট দেয়ার জন্য । :-P

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:০০

সায়েম মুন বলেছেন: হ্যাফি বাড্ডে ২০ tea। এখন আইসক্রিম খাওয়ায় যান। :P

২১| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:৪৪

এরিস বলেছেন: এতো কবিতা একসাথে!! একটা করে পড়ি আর একটা করে ভুলি। :( নীরবে দুটি দিন কেটে গেল
মগ্নতা বসে রইলো উঠোনে
অযাচিত মেহমানের মত
ছাই ভস্ম খেয়ে আছি
লেপ্টে আছি তোমার গৃহস্থ বাড়ির
ধুলোবালির বাসরে
দুটো ডালভাতের বড় অভাব
তোমার বাড়িতে শুনি
রাজ্যের মানুষের আনাগোনা
প্রজাপতি শিশুদের কলরব।
৪ নাম্বার সবেচেয়ে বেশী সুন্দর। তারপর তিন। সুন্দর কবিতায় প্লাস। ( বাকীতে, নেট স্লো। লোডিং আর লোডিং । )

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:০৮

সায়েম মুন বলেছেন: কোবতে মনে রাখার জিনিস নাকি। পড়তে থাকবেন আর ভুলবেন। এরমধ্যে যদি এক দু লাইন মাথায় ঢুকে যায় সেটাই কবি'র সার্থকতা। /:)

সময় করে বাকীগুলোও পড়বেন কিন্তু।

থ্যাংকস এরিস।

২২| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:৫১

শুকনোপাতা০০৭ বলেছেন: ভালো লাগল খুব... :)

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:০৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা। ভাল থাকবেন।

২৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ২:১১

স্নিগ্ধ শোভন বলেছেন:
++++++

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:০৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভসকাল।

২৪| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
সবগুলোই সুন্দর তবে ৩ টা বেশি ভালোলাগলো..............

শুভকামনা কবি!!

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:১৩

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভকামনা।

২৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:০৩

মামুন রশিদ বলেছেন: কবিতা সবগুলোই ভালো লেগেছে ।

লাউয়াছড়ার গহীন অরন্যের রেল লাইন আমারও খুব প্রিয় । বিশ্বখ্যাত 'এরাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ' সিনেমার খুব গুরুত্বপূর্ন অংশটা যে এখানেই চিত্রাইত হয়েছিলো !!!

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:২১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মামুন।
খুব সুন্দর একটা দৃশ্য। মুভিটার ঐ অংশটুকু দেখা হয়েছে।
শুভকামনা রইলো।

২৬| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:১৫

ভিয়েনাস বলেছেন: সব গুলোই ভাল হয়েছে তবে ১টা বেশি ভালো লাগলো :)

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:২২

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ভিয়েনাস। শুভসকাল।

২৭| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৪৯

অদৃশ্য বলেছেন:





সায়েম ভাই

সবগুলোই আমার খুব ভালো লেগেছে... এর ভেতরেও দুইটা একটু বেশি...

আপনার চমৎকার লিখালিখি চলতে থাকুক আপন গতিতে...

শুভকামনা...

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০৮

সায়েম মুন বলেছেন: শুভকামনার জন্য অনেক ধন্যবাদ কবি। আপনিও লিখতে থাকুন আপন গতিতে। :)

২৮| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৩৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ৩ টা ভালো লাগছে বেশি মুনাপি ।

আপনার কবিতা পড়তে শান্তি লাগে, নরম ।

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নাহোল। ভাল থেকো সব সময়।

২৯| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৪১

ফারজানা শিরিন বলেছেন: আমার আর বলার কিছু নাই
যা বলেছি ইশারায়, ইংগীতে
বুকের আশায় মনের ভাষায়
দিন চলে যায় লতায় পাতায়।

দীর্ঘশ্বাস আর দোটানায়
জমছে কথা হৃদয়ের কানায়
বলার ভাষা নেই
মুখের কথায় লেখার খাতায়
তুমি বুঝলে বুঝে নিও
অগোছালো কবিতায়

______________________ নিয়ে নিতে ইচ্ছা করতেছে ! ঃ(

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৩৩

সায়েম মুন বলেছেন: এখনো নিয়ে যাননি। #:-S

৩০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কবি এই সেই রেল লাইন..স্মৃতি বিজড়িত। মনে আছে রাধে রমনের গান। মনে আছে আমরা তিন জন ।অন্তক্ষরা খেলায় প্রতিপক্ষ ছিল সিলেটের লোকাল ব্যান্ড দল।
আমরা তিনজন গাচ্ছিলাম রবীন্দ্র আর লালন আর তারা গাচ্ছিল রাধারমন। রাধারমন হিয়া।
আর আমরা মিলন হবে কত দিনে?

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৩৬

সায়েম মুন বলেছেন: হাহাহা। স্মৃতি তুমি ব্যাদনা।

৩১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৩৮

মায়াবী ছায়া বলেছেন: দারুন লিখেছেন ।
ভালো থাকুন ।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৪৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া। আমার ব্লগে স্বাগতম। শুভকামনা সব সময়।

৩২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৫৮

শশী হিমু বলেছেন: ভালো লেগেছে। :)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:৩৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শশী। শুভকামনা রইলো।

৩৩| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:২০

ফারজানা শিরিন বলেছেন: নিতাম আর কিভাবে ??? নিজে তো সবাইকে আগেই দখিয়ে দিছেন ! : P

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩০

সায়েম মুন বলেছেন: হাহাহা। কবিতা হলো ফুলের মত। হাজার দৃষ্টির ভীরে আরো সুন্দর হয়ে ওঠে।

৩৪| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:০২

ত্রিনিত্রি বলেছেন: আপনার ব্লগে ঢুকে ঝামেলায় পড়ে গেলাম। কোনটা রেখে কোনটা পড়ি! সব শিরোনামই ভালো লাগে। বেছে এটাই খুললাম।

সত্যি বলতে কি চারটা পড়িনি, প্রথম দুইটা পড়েছি। প্রথমটা পড়ে এত উদাস লাগছিলো যে আর চারটা পড়তে মন চায়নি। এত সত্যি কথা এত অবসাদে বলে ফেললেন.।

কি হবে কি হওয়ার নয় ভেবে কি হবে
দিন যাবে। দিন যাবে অলসতায়
দিন যাবে আড়মোড়া ভেঙ্গে
কি হবে আর ভেবে যা হওয়ার তাই হবে।


অনেক অনেক ভালো লাগা প্রথম দুটি কবিতায়।

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩১

সায়েম মুন বলেছেন: আপনার এই প্রাণবন্ত্য মন্তব্য কবিতা লেখার উৎসাহ বাড়াবে। ধন্যবাদ ত্রিনিত্রি। অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগলো। শুভকামনা সব সময়।

৩৫| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:১১

জুন বলেছেন: মুন বিশেষ করে কোন একটা ভালোলেগেছে এমন বলতে পারছিনা, সবগুলো কবিতাই যেন একে অন্যকে ছাড়িয়ে যাবার দৌড়ে অংশ নিচ্ছে।
১৮ + :P

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৮

সায়েম মুন বলেছেন: আচ্ছা আপু। বুঝে নিলাম।
এক সাথে এক হালি পোস্ট পড়ার জন্য ম্যানি ম্যানি থ্যাংকস। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.