নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

ত্রিমাত্রা

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩০





১। মুঠো মুঠো কৃষ্ণচূড়া



ব্যস্ত দিন ব্যস্ত মূহুর্ত

ঘড়ির ডায়ালে সেকেন্ডের ক্রন্দন

মিনিটের আর্তনাদ

ঘন্টার ফ্যাকাশে মৃদু কলরোল।



এর মাঝে বেজে ওঠে সাইরেন

মুমূর্ষ দিন বছরের কোলে শুয়ে পড়ে

হারিয়ে যাওয়া দিনের মাঝে

হারিয়ে যায় স্বজন হারিয়ে যায় স্মৃতি

স্মৃতি বিস্মৃতির অতলে হাত

মুষ্ঠি ভরে উঠে আসে শুধু দীর্ঘশ্বাস।



তাই ব্যস্ততার ফাঁকে একটু আড়াল খুঁজছি

বসে পড়বো নিমগ্ন দাওয়ায়

সবুজ দেখবো সরল মূর্তির আকাশ দেখবো

আকাশ ও সোদামাটির মিতালী দেখবো

বর্ষা দেখবো সারি সারি কৃষ্ণচূড়া দেখবো

মুঠো মুঠো কৃষ্ণচূড়ায় পৃথিবী রাঙাবো।





২। পত্র অথবা যুদ্ধ



বায়ান্নটা পত্র পাঠিয়ে একটি জবাব

কখনো পেলে মন্দ হতো না

এই চৈত্রে তুমুল বৃষ্টি

জারুল গন্ধ্যা আকাশ

সুগন্ধে মন ভরতো দেখে

হেমন্তের রোদ আর চাঁদ।



তুমি বেছে বেছে চৈত্র খোঁজো

শুধু নিজেকে বুঝো মানুষ বুঝো না

তোমার তুলনা হয় না

পত্রের সাথে আড়ি ভাল লাগে না।



তৈরী থেকো রুপবতী

রাজ্য থেকে সৈন্য সামন্ত পাঠাচ্ছি

শাস্তি তোমাকে পেতেই হবে

এবার পত্রের জবাব যদি নাই দিবে

তোমার রাজ্যে যুদ্ধ যুদ্ধ খেলা বাঁধবে।





৩। পাঁচ প্যাঁচ



আমি কোন প্যাঁচ বুঝিনা

এ ব্যাপারে সীমিত জ্ঞান

একদম নিম্নবৃত্তিক বা নিম্ন মাধ্যমিক

হাই স্কুলের ব্যাক বেঞ্চার

আর কিছুটা টেনে কলেজ পর্যন্ত

নিয়ে যেতে পারো

সে ক্ষেত্রে জীববিজ্ঞানের

এক কোষী প্রাণী।



যদি সুতোয় আর কিছুটা টান পড়ে

বিশ্ববিদ্যালয় অব্দি যেতে পারি

এ ক্ষেত্রে আমাকে রাস্তার

ঝাড়ুদার বানাতে পারো

আমি একে একে সব প্যাঁচ

ঝেটিয়ে বিদায় করে দিবো।



পা থেকে মাথা পর্যন্ত যদি

সারে তিন হাত মানুষ

তবে মানুষে মানুষে

এত ভেদাভেদ কেন

এত কেন পাঁচ প্যাঁচ।





ছবিঃ নিজস্ব এ্যালবাম। (মিরপুর বেড়ি বাঁধ)

মন্তব্য ৭২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতায় প্রথম ভাল লাগা ।পাঁচ প্যাঁচ বেশি ভাল লাগল । প্যাঁচাপ্যাঁচি ভাল লাগে না ।
1+

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। প্রথম পাঠ এবং প্লাসে অনেক খুশী হলাম। আশা রাখি ভাল আছেন। শুভকামনা থাকলো।

২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাগুলো পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম,,,,,,,,প্রতিটি কবিতাই কথা বলছে,,,,,,,,,,দারুন,,,,,,,,,,,দারুন

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার মন্তব্যেও অনেক ভাললাগা। শুভকামনা নিয়ত।

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৯

আমিভূত বলেছেন: কবিতায় ভালো লাগা রইল ।
শুভ কামনা কবি ।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২১

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ভূত। শুভসন্ধ্যা। :)

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১০

অদ্বিতীয়া আমি বলেছেন: ++++
ভাইয়া আপনার নিজস্ব এ্যালবামের ছবি গুলো সুন্দর !

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া। আপনার মন্তব্যে ভাললাগা। ভাল থাকবেন।

৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগল কবিতা গুলি ।
ভাল থাকুন :)

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া। শুভকামনা অনেক।

৬| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৩

ভারসাম্য বলেছেন: সব মানুষের মধ্যেই মন আছে। মনের বিবেকটারে আবেগগুলা এমন ভাবে প্যাঁচাইয়া রাখে প্যাঁচ আর ছাড়ে না।

কবিতা প্যাঁচ ছাড়ায় না, বাড়ায়।

কবিতা ভাল লাগছে।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১০

সায়েম মুন বলেছেন: আসলে প্যাঁচ নামের একটা অরগান আছে। তবু মানুষে মানুষে এত প্যাচগি লাগায় ভালা লাগেনা। #:-S
কবিতা প্যাঁচ খুলতেও সাহায্য করে। /:)
থ্যাংকস ব্রো। ভাল থাকবেন।

৭| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার এই তিনটা তিনটা করে কবিতা দেয়াটা চমৎকার !
অধিকাংশ সময় কোন টা বেশী ভালো লেগেছে মন্তব্যে জানিয়ে যাই , ঠিক যেমন আজকে দ্বিতীয় টা !

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। :)
আসলে ব্যাপারটা সেরকম না। অংবং লিখিতো। তাই কয়েকটা করে দেই। একটা না একটা পাঠকের ভাল লাগতে পারে। :P

৮| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩২

মাক্স বলেছেন: তৈরী থেকো রুপবতী
রাজ্য থেকে সৈন্য সামন্ত পাঠাচ্ছি
শাস্তি তোমাকে পেতেই হবে
এবার পত্রের জবাব যদি নাই দিবে
তোমার রাজ্যে যুদ্ধ যুদ্ধ খেলা বাঁধবে।

এই লাইনগুলা কেন জানি খুব ভালো লাগলো!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাক্স। আশা রাখি ভাল আছেন। শুভকামনা অনেক।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


স্মৃতি বিস্মৃতির অতলে হাত
মুষ্ঠি ভরে উঠে আসে শুধু দীর্ঘশ্বাস।



তৈরী থেকো রুপবতী
রাজ্য থেকে সৈন্য সামন্ত পাঠাচ্ছি
শাস্তি তোমাকে পেতেই হবে
এবার পত্রের জবাব যদি নাই দিবে
তোমার রাজ্যে যুদ্ধ যুদ্ধ খেলা বাঁধবে।


চমৎকার ++++++ রইল

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভকামনা অনেক।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মুগ্ধ হয়ে পড়েছি । অনেক সুন্দর ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বিথি। শুভকামনা সব সময়।

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৯

হৃদয় রিয়াজ বলেছেন: ভাল ছিল। ++++++

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস রিয়াজ। শুভকামনা।

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: প্রথমটা বেশি... প্যাচ প্যাচ .. দারুন তো....

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কবি। ভাল থাকবেন।

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩২

মামুন রশিদ বলেছেন: সবগুলোই ভাল লেগেছে । :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভকামনা।

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তিনটাই খুব সুন্দর।
বেড়িবাধের ছবিও অনেক সুন্দর আসছে।
আপনার পোস্ট মানেই তো কবিতা ছবির যৌথ প্যাকেজ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

সায়েম মুন বলেছেন: ছবি না দিলে আমার কবিতা কি কেউ পড়বে। :P

ধন্যবাদ কবি। ভাল থাকুন নিয়ত।

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে বেশ কিছু ছোটখাট টাইপো আছে। ঠিক করে নিয়েন।

তুমি বেচে বেচে চৈত্র খোঁজো

বেছে বেছে নাকি বেঁচে বেঁচে কোনটা হবে?

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

সায়েম মুন বলেছেন: বেছে বেছে হবে। এছাড়াও কিছু টাইপো ঠিক করেছি। আর আছে কিনা দুর্বল চউক্ষে পড়ে না। /:)

থ্যাঙ্কু হামা।

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন:
তৈরী থেকো রুপবতী
রাজ্য থেকে সৈন্য সামন্ত পাঠাচ্ছি
শাস্তি তোমাকে পেতেই হবে
এবার পত্রের জবাব যদি নাই দিবে
তোমার রাজ্যে যুদ্ধ যুদ্ধ খেলা বাঁধবে।


চমৎকার!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা নিরন্তর।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৯

কামরুল হাসান জনি বলেছেন: স্মৃতি বিস্মৃতির অতলে হাত
মুষ্ঠি ভরে উঠে আসে শুধু দীর্ঘশ্বাস


এই অংশটা চমৎকার লেগেছে।
অনেক ধন্যবাদ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা জেনে খুব ভাল লাগলো। ধন্যবাদ কামরুল। শুভকামনা সব সময়।

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

আরজু পনি বলেছেন:

আমি কয়েকশো চিঠি পাঠিয়ে হলেও একটি অন্তত জবাব চাই ! :|

কবিতায়, গল্পে আপনার নিজের এ্যালবামের ছবি দেওয়াটা আমার দারুণ লাগে ।।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

সায়েম মুন বলেছেন: হুম। আপনি তো এক চিঠিতেই জবাব পাওয়ার কথা। :P
চেষ্ঠা থাকে ছবি দেয়ার। আপনার ভাললাগায় আরও অনুপ্রাণিত। চেষ্ঠা থাকবে এই যজ্ঞ সব সময় চালিয়ে যাবো। #:-S

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস মাসুম। ভাল থাকবেন।

২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০

সমুদ্র কন্যা বলেছেন: এবারের কিস্তি খুব একটা টানল না কেন যেন। তৃতীয়টা বেশ লাগছিল, কিন্তু শেষ লাইনের প্যাঁচ প্যাঁচ শব্দদুটো ঠিক মানাল না কবিতায়। অন্য কোনভাবে কি লেখা যায়?

শুভেচ্ছা মুন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

সায়েম মুন বলেছেন: যেটুকু লিখতে পারতাম তাও ভুলে গেছি। এখন ভাল লাগাবো ক্যামনে। :!>

কিভাবে লিখবো তাতো বুঝতে পারছি না। দেখি অন্য কোন সময়ে কোন গতি করতে পারি কিনা। #:-S

শুভেচ্ছা।

২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জারুলরঙ্গা আকাশের ছবি আঁকছি মনে মনে। আকাশের শরীর থেকে জারুল গন্ধ চুইয়ে চুইয় পড়লে কেমন হবে তাও ভাবছি।


জারুল গন্ধ্যা আকাশ! উপমাটা ভালো লেগেছে যদিও কোন ঘ্রাণ পাচ্ছি না।


সামু তো দেখি আপনার কথা শোনে, সামুকে বলেন না লাইক বাটন কাজটা যাতে করতে পারি সে ব্যবস্থা করতে! #:-S

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

সায়েম মুন বলেছেন: ঘ্রাণের কি দরকার। ভালা লাগছে এইটাই তো অনেক। #:-S

শেষে আমার নাম চেঞ্জ করে আবদার আলী রাখে কিনা। B:-/

২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পত্র অথবা যুদ্ধ পর্বটা ভালো লেগেছে খুব। :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা জেনে ভাল লাগলো কোথাও যাবো না। অনেক ধন্যবাদ। শুভকামনা সব সময়।

২৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

বোকামন বলেছেন:




মুমূর্ষ দিন বছরের কোলে শুয়ে পড়ে
তাই ব্যস্ততার ফাঁকে একটু আড়াল খুঁজছি

জারুল গন্ধ্যা আকাশ
সুগন্ধে মন ভরতো দেখে
হেমন্তের রোদ আর চাঁদ।

আমি একে একে সব প্যাঁচ
ঝেটিয়ে বিদায় করে দিবো।


কবি ! খুব ভালো লাগলো তিনটি কবিতাই। ব্যস্ততার ফাঁকে একটু আড়াল খুঁজতেই আসি মাঝে মাঝে আপনাদের কবিতা পড়তে। আর নিয়ে যাই অনেক ভালোলাগা। রেখে যাই ধন্যবাদ। ধন্যবাদ ছাড়া আর যে কিছুই দেবার নাই বোকামনের :-)

ভালো থাকুন সবসময়...।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

সায়েম মুন বলেছেন: আপনার কমেন্টে অনেক ভাললাগা। আপনার পাঠেও অনেক ভাললাগা। ধন্যবাদ বোকামন। ভাল থাকবেন।

২৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আবদার আলী হলে মন্দ হয় না! যদি আমাদের আবদার গুলো সামু শোনে। B-)) B-))

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

সায়েম মুন বলেছেন: না বাবা সামু সামুর কাছে বারবার আবদার নিয়ে ছোট হতে চায় না। একবার শুনেছে বলে নিজেকে গর্বিত মনে হচ্ছে। দ্বিতীয়বার না শুনলে খর্বিত হয়ে যাবো। :!>

২৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা তিনটিই সুন্দর হয়েছে।
আর ছবিটা অসাধারণ.........

শুভকামনা রইল মুন!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬

সায়েম মুন বলেছেন: সত্যি বলছেন তো। ইদানীং আমি ঠিক লিখতে পারছি না। :!>
থ্যাঙ্কস কবি। শুভরাত্রি।

২৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার লেখার স্টাইল, পোস্ট করার স্টাইল সব কিছুতে মুগ্ধতা ছড়িয়ে থাকে! কবিতা অসাধারণ লেগেছে, শেষের দুইটা আমার ব্যক্তিগত ফেবারেট! আর ছবিটার কথা না বললেই নয়, আসলে গুনী মানুষের গুন সব খানে প্রকাশ পায়!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১০

সায়েম মুন বলেছেন: এভাবে বলবেন না। লইজ্জা লাগে। ইদানীং তেমন কিছু লিখতেই পারছি না। :P

আন্তরিক ধন্যবাদ পথিক। শুভকামনা সব সময়।

২৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: দ্বিতীয়টা ভালো লেগেছে বেশি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১

সায়েম মুন বলেছেন: এজন্য তিনটা চারটা করে দেই। যদি লাইগা যায়। :P

থ্যাঙ্কস প্রোফেসর। শুভকামনা।

২৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯

অনির্বাণ প্রহর বলেছেন: কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম।
শুভকামনা রইল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা প্রেরণা জোগাবে। শুভকামনা রইলো অনির্বাণ।

২৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার এই ইমোর কাহিনী কি?? কি ভাইবা এতো লজ্জা পাচ্ছেন?? :|

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২

সায়েম মুন বলেছেন: কি জইন্য লইজ্জা সেইটাই তো ভুলে গেছি। :!> :#>

৩০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

শাহজাহান মুনির বলেছেন:
তৈরী থেকো রুপবতী
রাজ্য থেকে সৈন্য সামন্ত পাঠাচ্ছি
শাস্তি তোমাকে পেতেই হবে
এবার পত্রের জবাব যদি নাই দিবে
তোমার রাজ্যে যুদ্ধ যুদ্ধ খেলা বাঁধবে।


দারুণ....!!!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মুনির। শুভকামনা নিরন্তর।

৩১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

সুপান্থ সুরাহী বলেছেন:

তুমি বেছে বেছে চৈত্র খোঁজো
শুধু নিজেকে বুঝো মানুষ বুঝো না
তোমার তুলনা হয় না
পত্রের সাথে আড়ি ভাল লাগে না।


ভাললাগা রইল...

আসলেই আমরা কেবল নিজেকেই বুঝি.....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

সায়েম মুন বলেছেন: একদম ঠিক... :D

ধন্যবাদ সুপান্থ ভাল থাকবেন।

৩২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: সায়েমের মাথা ভর্তি শুধু কবিতা

সহজ সুন্দর ঝামেলা বিহীন একটা সুন্দর কবিতার মাথা

ধন্যবাদ

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

সায়েম মুন বলেছেন: নাই নাই নাইরে ভাই মাথা তো পুরা ফাঁকা
শত চাইলেও এখন ঘুরে না কবিতার চাকা! 8-| :P

থেংকু। শুভবিকেল।

৩৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৯

তুষার কাব্য বলেছেন: কবিতায় ভালো লাগা রইল ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস তুষার কাব্য। শুভকামনা রইলো।

৩৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

অদৃশ্য বলেছেন:





সায়েম ভাই

লিখা তিনটি খুব ভালো লেগেছে আমার...

যুদ্ধ যুদ্ধ খেলায় মজা পেলাম... প্যাচপ্যাচেও মজা পেয়েছি...


শুভকামনা...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

সায়েম মুন বলেছেন: আপনার পাঠ আনন্দ দিলো। ভাল থাকবেন কবি।

৩৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বেশ!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

সায়েম মুন বলেছেন: থ্যাংকস উড়ন্তমানব। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

৩৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৩

বটবৃক্ষ~ বলেছেন: তৈরী থেকো রুপবতী
রাজ্য থেকে সৈন্য সামন্ত পাঠাচ্ছি
শাস্তি তোমাকে পেতেই হবে
এবার পত্রের জবাব যদি নাই দিবে
তোমার রাজ্যে যুদ্ধ যুদ্ধ খেলা বাঁধবে।


২য় টাই বেশি ভালোলেগেছএ!! মুগ্ধপাঠ!! :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস বটবৃক্ষ। শুভসকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.